তাহলে আর সার্বভৌম দেশ মানে কি? মানে আমি বাংলাদেশের নাগরিক, আমার সব ডেটা জমা থাকছে অন্যদেশের প্রাইভেট ফার্মের কাছে। কন্সপিরেসি ছেড়ে দিন, এটা তো সার্বভৌমত্ব লঙ্ঘন। ধরুন ইজরায়েল আর আমেরিকা তো বন্ধু দেশ, আমেরিকান নাগরিকদের আইডি দিচ্ছে ইজরায়েল, এটা ভাবতে পারেন? কোন কোন দেশে আইডি 2020 এসেছে?
Governments across the world are implementing integrated national data exchange systems. We can learn from their experiences.
In this paper, we unpack the different considerations, approaches, and tradeoffs that countries are considering as they implement their own integrated national data exchange systems. By highlighting efforts by Bangladesh, Rwanda, Uganda, and Ghana, we explore how each of these countries are progressing in their efforts to promote trusted data exchange.
দেখুন আর জানুন। একটা প্রথম বিশ্বের দেশকে দেখান যারা এই আইডি নিতে রাজি।
বাংলাদেশে আগের বছর রেকর্ড ডেঙ্গু আউটব্রেক দেখা গেছে। কতজন এখানে জানেন?
‘Deadliest outbreak ever seen’: climate crisis fuels Bangladesh’s worst dengue এপিডেমিক
In 2023, the total
reported cases of dengue numbered 321,179, with 1,705 deaths recorded, a massive jump from the year before, when 62,000 people were known to have had the virus, and
281 died. It was the highest number of annual deaths caused by the mosquito-transmitted disease ever recorded in Bangladesh.
ওরা বলছে ডেঙ্গু। কত মরেছে কি হয়েছে কেউ জানে?
However, the official figures may not give a true indication of the scale of the outbreak. “These reported figures are likely an underestimation of the actual burden,” says Alam. “Numerous healthcare facilities in Bangladesh operate beyond the reporting framework. This underscores the likelihood that the actual figures could be several times higher.”
মনে রাখবেন চল্লিশের দশকে আমেরিকার গ্লোবাল এম্পায়ার ছিলনা। ফলে ট্রিনিটি টেস্ট নিজেদের দেশে করতে হয়েছিল। এখন ডিপস্টেট বায়োওয়েপন ডেভেলপ করবে মেনল্যান্ড থেকে দূরে। ঘনবসতিপূর্ণ দেশে, যাতে এফেক্ট টেস্ট করা যায়। যেখানে লোক মরলে ডেঙ্গু বা ইবোলা বলে চালিয়ে দেওয়া যাবে। কেউ চোখের পাতা ফেলবে না।
বিলবাবু এমনি চিপ হুইস্কি খেতে বোহেমিয়ান গ্রোভে যায়না!