আমার দু'পহা====///////
এই নির্বাচনের প্রধান সুফল::
দিল্লির ক্ষমতার রণনীতিগত করিডোর হল হিন্দি করিডোর। না দক্ষিণ না পূর্ব ভারত। এই জায়গাতে ফাটল ধরানো গেছে। এই গোবলয় এবং পশ্চিম ভারত হল দক্ষিণপন্থী রাজনীতির এবং উনিজীর শক্তির ক্ষেত্র।
সেখানে ফাটল ধরানো গেছে।
1 কংগ্রেসের ন্যায় প্রোগ্রাম, নারী সম্মান, কৃষকদের জন্য এম এস পিকে আইনি করার প্রতিশ্রুতি, দলিত ও মুসলিমদের মার্জিনালাইজড্ করার বিরুদ্ধে সংবিধান বাঁচাও ডাক, সরকারে খালি পদগুলো ভর্তির প্রতিশ্রুতি, অগ্নিবীর প্রোগ্রাম বাতিলের প্রতিশ্রুতি--- এগুলো আর্থিক সামাজিক স্তরে কমজোর মানুষের মনে আশা জাগিয়েছে।
2
মায়াবতীর দিন ফুরিয়েছে মনে হয়।
3 পরবর্তী প্রধানমন্ত্রীর পদের জন্য দুই প্রার্থী-- যোগীবাবা ও শর্মাজীর আবেদন বাতিল।
3 উনি থাকলে সব সম্ভব --- শ্লোগান বাতিল।
4 রাহুল আর পাপ্পু নন।
কঠিন সময়ে, অনেক ব্যঙ্গ বিদ্রূপের মধ্যে উত্তর থেকে দক্ষিণ এবং পূর্ব পশ্চিম দেড় দেড় হাজার কিলোমিটার পথচলার পর।
5 একসময় মণিপুর থেকে বাম এম পি নির্বাচিত হত। আজ কংগ্রেসের দুজন নির্বাচিত।
রাহুল গতবছর ভয়াবহ ঘটনার পর ওখানে হুমকি অগ্রাহ্য করে পদযাত্রা করেছিলেন।
6 এগজিট পোল নিয়ে নাচানাচির দিন শেষ। প্রশান্ত কিশোরেরও ইমেজ শেষ।
7 ইউ পড়তে এই ভূমিকম্পের অনুমান একমাত্র যোগেন্দ্র যাদব করেছিলেন। পূর্ব উত্তর প্রদেশে গ্রামে গ্রামে পায়ে হাঁটার পর।
আমি বিশ্বাস করি নি।
খোদ অযোধ্যাতেই ধর্মের কার্ড চলেনি।
আমার মনে হয় ওনার ধর্মের একাউন্টে ওভারড্রাফট হয়ে গেছে।
আরে বাবা, একটা পর্যায়ের পর গিন্নিও বলে-- হয়েছে, এবার ছাড়ো দিকি! পাশ ফিরে শোও।