এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ০৯ মে ২০২৪ ১২:৫৪523872
  • এদিকে, এ বছর পৃথিবীর তিন বৃহত্তম গণতন্ত্রের ভোট - ভারত, ইউএসএ, ইন্দোনেশিয়া।

    এর মধ্যে ইন্দোনেশিয়ার ভোট হয়ে গেছে। প্রেসিডেন্ট হয়েছেন প্রাবোয়ো সুবিয়ান্তো, এক সময় মিলিটারি জেনারেল ছিলেন, হিউম্যান রাইটস ভায়োলেশনে অভিযুক্ত, ইউএসএ তে নো-এন্ট্রি ছিল কয়েক বছর। তখনকার প্রেসিডেন্ট সুহার্তোর জামাই সুবিয়ান্তো। ডেমোক্রেসির এমনই পরিহাস - ১৯৯৮ তে সুহার্তোর আমলে ইন্দোনেশিয়ায় প্রো-ডেমোক্রেসি গ্রূপের আন্দোলনকারীদের হাপিস করে দেওয়ার যিনি কুখ্যাত হয়ে ব্যানড হয়ে যান, সেই সুবিয়ান্তো এখন ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড প্রেসিডেন্ট। 
  • | ০৯ মে ২০২৪ ১২:৫১523871
  • তারেক নুরুল হাসান ( কনফু) 
     
  • lcm | ০৯ মে ২০২৪ ১২:৪০523870
  • সেকি! সচলায়তন বন্ধ! 
    অবশ্য একেবারে বন্ধ নয়, পুরোনো লেখা পড়া যাবে, নতুন লেখা বন্ধ হয়ে গেল। সেই উদ্যোগী এনার্জেটিক ছেলেটা ছিল, নামটা মনে পড়ছে না, গুরুতেও লিখত। 
  • lcm | ০৯ মে ২০২৪ ১২:৩৭523869
  • ওহ, সিভিল কোড। থ্যাংকু।
  • lcm | ০৯ মে ২০২৪ ১২:৩৬523868
  • বানার্ড শ এর এই কোট দেখে মনে পড়ল। একবার একজন ডি এল রায় এর সেই বিখ্যাত গানের ব্যাখা করেছিল - সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি -- এর মানে হল, আমার দেশ অন্য দেশের চেয়ে বেটার স্রেফ একটাই কারণে সেটা হল যে আমি এখানে জন্মেছি।
  • এলেবেলে | ০৯ মে ২০২৪ ১২:৩২523867
  • আর যে রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের প্রথম দিকে আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত থাকছেন, একের পর এক গান লিখছেন তিনি গোটা বিষয়টার বিশ্লেষণ করেন এইভাবে--- সেই বঙ্গবিভাগের উত্তেজনার দিনে একদল যুবক রাষ্ট্রবিপ্লবের দ্বারা দেশে যুগান্তর আনবার উদ্যোগ করেছিলেন। আর যাই হোক, এই প্রলয়হুতাশনে তাঁরা নিজেকে আহুতি দিয়েছিলেন, এইজন্যে তাঁরা কেবল আমাদের দেশে কেন সকল দেশেই সকলেরই নমস্য। তাঁদের নিষ্ফলতাও আত্মার দীপ্তিতে সমুজ্জ্বল। তাঁরা পরমত্যাগে পরমদুঃখে আজ একটা কথা স্পষ্ট জেনেছেন যে, রাষ্ট্র যখন তৈরি নেই তখন রাষ্ট্রবিপ্লবের চেষ্টা করা পথ ছেড়ে অপথে চলা— পথের চেয়ে অপথ মাপে ছোটো, কিন্তু সেটাকে অনুসরণ করতে গেলে লক্ষ্যে পৌঁছনো যায় না, মাঝের থেকে পা দুটোকে কাঁটায় কাঁটায় ছিন্নবিচ্ছিন্ন করা হয়। যে-জিনিসের যা দাম তা পুরো না দিতে পারলে দাম তো যায়ই জিনিসও জোটে না। সেদিনকার সেই দুঃসাহসিক যুবকেরা ভেবেছিলেন সমস্ত দেশের হয়ে তাঁরা কয়জন আত্মোৎসর্গ দ্বারা রাষ্ট্রবিপ্লব ঘটাবেন; তাঁদের পক্ষে এটা সর্বনাশ, কিন্তু দেশের পক্ষে এটা সস্তা।
  • এলেবেলে | ০৯ মে ২০২৪ ১২:৩০523866
  • এবারে বিখ্যাত স্বদেশি, মানে যাঁরা বন্দে মাতরম-এর কপিরাইট কুক্ষিগত করেছিলেন, ঢাকার অনুশীলন সমিতির প্রধান পরিচালক পুলিন বিহারী দাসের দীক্ষাপদ্ধতির ভার্বাটিম উদ্ধৃতিটা থাকুক --- যাহারা গুপ্ত সমিতির অন্তর্গত হইত, এবং ডাকাতি প্রভৃতি গুরুতর, কিম্বা দায়িত্বপূর্ণ কর্মে নিযুক্ত হইত, তাহাদিগকে “দীক্ষা” গ্রহণ করিতে হইত; পি. মিত্র [ব্যারিস্টার প্রমথনাথ মিত্র] যে পদ্ধতিতে আমাকে দীক্ষা দিয়াছিলেন, অনুরূপ পদ্ধতিতেই আমিই প্রথমত আমার নিজ বাসাতে “দীক্ষা” দিতাম; একসঙ্গে বহু যুবককে দীক্ষা দেওয়ার প্রয়োজন হইলে সাধারণত তৎকালীন ঢাকা নগরীর উপকণ্ঠে ঈষৎ জঙ্গলাকীর্ণ পুরাতন ও নির্জন “সিদ্ধেশ্বরী কালী-মন্দিরে” যাইয়া একটু জাঁকজমক করিয়াই দীক্ষা দিতাম; দীক্ষা-প্রার্থীগণ এবং আমি, সকলেই পূর্বের দিনে একবেলা হবিষ্যান্ন গ্রহণ করতে যথাবিধি “সংযম” করিয়া, দীক্ষার দিনে উপবাসী থাকিয়া স্নানান্তে শুদ্ধ হইয়া পবিত্রভাবে “কালীমূর্তি”র সম্মুখে যজ্ঞ সম্পন্ন করিয়া একে একে “আলীঢ়াসনে” বসাইয়া, মস্তকে গীতা রাখিয়া তদুপরি অসি ধারণ করিয়া প্রত্যেককে পূর্বে বর্ণিত “প্রতিজ্ঞা-মন্ত্র” পাঠ করাইয়া প্রতিজ্ঞাবদ্ধ করিয়া লইতাম। তৎকালে যথাসম্ভব রুদ্রভাব অবলম্বন করিবার মানসে আমি উত্তরীয়সহ কষায় বস্ত্র পরিধান করিয়া মস্তকে হস্তে বাহুতে ও কণ্ঠে রুদ্রাক্ষের মালা ধারণ করিতাম।
    প্রত্যেকেই দীক্ষান্তে কালীমূর্তিকে নমস্কার করিয়া আমাকে নমস্কার করিত।
     
    এই স্বদেশিদের দেশপ্রেম ও জাতীয়তাবাদের মূল ইন্ধনটা আসছে কোথা থেকে? রমেশচন্দ্র মজুমদার (হুঁ হুঁ বাওয়া!) এ সম্পর্কে লিখেছেন--- প্রথম দিকের প্রাচ্য পণ্ডিতগণ যথা স্যার উইলিয়াম জোন্স, প্রিন্সেপ, বোথলিংক এবং অন্যান্য ইউরোপীয়দের কাজগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছয়নি বা তাদের প্রভাবিত করেনি। কিন্তু ১৮৬১ সাল থেকে আলেকজান্ডার ক্যানিংহামের ব্যক্তিগত তত্ত্বাবধানে অনুষ্ঠিত নিয়মিত পুরাতাত্ত্বিক অভিযান ও খননকার্য এবং ম্যাক্সমুলার, উইলসন, ফার্গুসন, রাজেন্দ্রলাল মিত্র ও অন্যান্যদের আরও জনপ্রিয় ধরনের রচনা শিক্ষিত ভারতবাসীর সামনে প্রাচীন ভারতবর্ষের অতীত গৌরব ও মহত্ত্ব, যা ভারতকে গ্রিস ও রোমের সঙ্গে এক আসনে স্থাপিত করেছিল, সে সম্পর্কে এক সুস্পষ্ট ও বৃহৎ চিত্র তুলে ধরে। এটি হিন্দুদের অতীত সমৃদ্ধ ঐতিহ্য এবং পৃথিবীর ইতিহাসে তারা যে একদা এক মহান জাতিরূপে প্রধান ভূমিকা পালন করেছিল— এই চেতনায় হিন্দুদের উদ্দীপিত করে তোলে। এই চেতনা স্বাভাবিকভাবে তাদের মনে আত্মবিশ্বাসের বোধ জাগিয়ে তোলে এবং তাদের সামনে ভবিষ্যতের এক উজ্জ্বল ছবি তুলে ধরে। ইউরোপীয় গবেষকদের দ্বারা প্রচারিত মতবাদ— ইউরোপের প্রাচীন ও বিখ্যাত জাতিসমূহ এবং হিন্দুদের পূর্বপুরুষগণ একই মানব গোষ্ঠী থেকে উদ্ভূত; হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ বেদ জগতের প্রাচীনতম সাহিত্যকীর্তি; উপনিষদে এমন সব সুগভীর দার্শনিক চিন্তাভাবনার প্রকাশ আছে, যা এখনও মানুষ ধারণা করতে পারেনি... এই সব কিছু হিন্দুদের হৃদয়কে গভীরভাবে আলোড়িত করতে ব্যর্থ হয়নি। আর তার ফলেই তারা জাতীয়তাবাদ ও জ্বলন্ত দেশপ্রেমের চেতনায় অনুপ্রাণিত হয়ে ওঠে।
  • এলেবেলে | ০৯ মে ২০২৪ ১২:২২523865
  • দেশপ্রেম নিয়ে হুদো হুদো কোট করা যায়। তো এই বিষয়ে বার্নার্ড শ-এর দুটো কোট রইল
     
     
     
  • | ০৯ মে ২০২৪ ১২:১০523864
  • সকলি ফুরায় ফুচকার প্রায় পড়ে থাকে শালপাতা... 
    সচলায়তন বন্ধ হয়ে গেল। 
     
     
    এখান থেকে সারা জীবনের সণচয়স্বরূপ কিছু বন্ধু পেয়েছি। তারেক আমাকে প্রায় হাতে ধরে নিয়ে গেছিল। এমনিতে ইন্টার‍্যাকয়ান না থাকলে এ তো হবারই।  শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে,  জামাতীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে সচলায়তনের বন্ধুরা উদ্যোক্তারা  কি পরিমাণ ফাইট দিয়েছেন তা প্রত্যক্ষ দেখেছি। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে  যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে লাগাতার লেখালিখি পোস্টারিং  ব্যানার ঝোলানো -- অনেক্কিছুর সাক্ষী। 
  • b | 14.139.***.*** | ০৯ মে ২০২৪ ১২:০১523862
  • আজ জানে কি জিদ না করো, মূল ভার্শন । 
    কথা ঃ রিয়াজ ফারুকি / সুরঃ সোহেল রানা / কন্ঠঃ হাবিব ওয়ালি মুহম্মদ/ সিনেমাঃ বাদল আউর বিজলি  ( ১৯৭৩ )
     
     
  • পাপাঙ্গুল | ০৯ মে ২০২৪ ১১:৫৮523861
  • যদুবাবু /অন্য যে কেউ - ২০০০ পরবর্তী কিছু ভালো মার্কিন ফিকশান সাজেস্ট করলে ভাল হয় [ মসফেঘ , প্যালাহ্নিয়াক , এলিস বাদ দিয়ে ]
  • অরিত্র | ০৯ মে ২০২৪ ১১:৫২523860
  • "ইউনিফর্ম সিভিল কোড" – ইউসিসি।
  • lcm | ০৯ মে ২০২৪ ১১:৩৩523859
  • ইউসিসি টা কি জিনিস ?
  • lcm | ০৯ মে ২০২৪ ১১:৩০523858
  • "ভাবতে দোষ কি?"

    খেয়েছে! দোষ বললাম কোথায়? মহৎ ভাবনা বলেই তো লিখলাম। সব টাইপিং জলে গেল।
  • &/ | 107.77.***.*** | ০৯ মে ২০২৪ ১১:২০523857
  • এই নিত্যলীলার ব্যাপারটা পার্টিগুলো জানে হাড়ে হাড়ে 
  • &/ | 107.77.***.*** | ০৯ মে ২০২৪ ১১:১৭523856
  • পক্ষেররা বিপক্ষে যাবে , বিপক্ষেররা পক্ষে আসবে। আবার উল্টো ঠেলায় উল্টোটা। যারে কয়  নিত্যলীলা নীলাচলে :)
  • অরিত্র | ০৯ মে ২০২৪ ১১:১১523855
  • &/, হ্যাঁ সেটাই তো, জয় হিন্দ বা সৎ শ্রী অকাল দুটোর সহাবস্থান মূল উদ্দেশ্য হাসিলে কোনো অন্তরায় হয় নি।

    আপনি যাদের একাত্মীকরণ বা ইউনিফিকেশনের পক্ষে আছে বলে মনে করেন দেখবেন তারাই বিপক্ষে চলে যাবে যখন ইউনিফিকেশনের রূপ প্রকৃতি বদলে যাবে, আবার বিপক্ষের লোকজন পক্ষে চলে আসতে পারে। যেমন ইউসিসি, একদল ভীষণ লাফাচ্ছে, কিন্তু কোডগুলো তাদের আশানুরূপ না হলে? যদি ধরা যাক ভারতে কমিউনিস্ট শাসন শুরু হলো (কল্পনা করে নিন চীন পরমাণু বোমা নিষ্ক্রিয়কারী প্রযুক্তি আবিষ্কার করে ফেলেছে আর অন্যরা পারে নি, ফলে তারাই একমেবদ্বিতীয় শক্তি হয়ে ভারতে প্রভাব ফেলেছে), এবার ইউসিসি নিয়ে ইউসিসিবাদীদের অবস্থান কী হবে?
  • &/ | 107.77.***.*** | ০৯ মে ২০২৪ ১০:২৬523854
  • 'সৎ শ্রী আকাল' এও হয়েছে তো ,নেতাজীর ফৌজে সবই তো চালু ছিল 
  • অরিত্র | ০৯ মে ২০২৪ ১০:২০523853
  • জয় হিন্দ-এ একসঙ্গে কাজ হয় নি?
  • অরিত্র | ০৯ মে ২০২৪ ১০:১৯523852
  • ওকে, তাহলে আমার দশটা ছয়ের মন্তব্যের প্রথম অংশ ইগনোর করুন, মোছার উপায় থাকলে মুছে দিতাম।
     
    প্রতিষ্ঠানের নিয়ম। ব্যক্তি স্তরীয় পছন্দ অপছন্দ নিয়ম হিসেবে থাকে না।
  • &/ | 107.77.***.*** | ০৯ মে ২০২৪ ১০:১৮523851
  • হিন্দু মুসলমান ইহুদী খ্রীষ্টান বৌদ্ধ জৈন চৈনিক ইত্যাদি কারুর ব্যাপারেই আমার কোনো ছুৎমার্গ নেই। বরং সবাই একসঙ্গে কাজ করতে পারলে খুশি হই । কাজও ভালো হয় ।ডাইভার্সিটি সবসময়েই কাজ পোস্টাই করে 
  • dc | 2402:e280:2141:1e8:dcab:e7e7:bff0:***:*** | ০৯ মে ২০২৪ ১০:১২523850
  • অরিত্র, আমি গুরুতে এতো বছর &\ এর পোস্ট পড়ে যা বুঝেছি, উনি মুসলমানদের বিরোধীও না, আর ওনার কোন ছুতমার্গও নেই। এসবই নানান বিষয়ে তর্কমাত্র। আমার মনে হয়না গুরুতে লং টার্মে যারা আসেন তাদের সেরকম কোন ছুতমার্গ আছে। 
  • &/ | 107.77.***.*** | ০৯ মে ২০২৪ ১০:০৯523849
  • যেকোনো ইন্সটিতে যখন আমরা সমঝোতা করেই থাকি, পরিবার হোক স্কুল হোক অফিস হোক .. সমষ্টির নিয়মই তো মানি, তাই নয় ? 
  • অরিন | 202.36.***.*** | ০৯ মে ২০২৪ ১০:০৮523848
  • "আমিকে আমরার মধ্যে ঢুকতে বলার আমরা-দাবি তো আপত্তির বটেই। তবে এখানে ব্যক্তিগত বিষয়টিকে সামষ্টিক স্তরে নিয়ে আমরা তৈরি করাটাই আপত্তির। "
     
    ব্যাপারটা আপত্তির থেকেও একটা সক্রিয় প্রতিরোধ দাবী করে । 
  • অরিত্র | ০৯ মে ২০২৪ ১০:০৬523847
  • &/, তিনি আপনাকে পাশে চাইলে সবক্ষেত্রেই যাবেন তো? আপনার দিক থেকে ছুতমার্গ নেই তো? যেমন আগে বললাম, দেশের মায়ের পরনে মুসলমান নারীর পোশাক?
     
     
    আমরা যেখানে দরকার যেখানে অনেকের সাহায্য লাগে সেখানে নির্মিত হবে। যেমন দেশের উপদ্রব তাড়ানোর জন্য INDIA নামের আমরা তৈরি হয়েছে। কিন্তু দেশকে মা হিসেবে দেখার জন্যে কারোর সাহায্য তো লাগে না, সেখানে অন্যকে নিয়ে টানাটানি কেন?
     
  • অরিন | 202.36.***.*** | ০৯ মে ২০২৪ ১০:০৫523846
  • "আইনস্টাইন বলেছেন, দেশ তুলে দাও, দেশের বর্ডার তুলে দাও, গোটা গ্রহের জন্য সরকার তৈরি করো"
     
    ভাবতে দোষ কি?
    কিন্তু কার্যক্ষেত্রে ইউনাইটেড নেশনস এর হাল দেখলে বোঝা যায় যে কাজ কার্যক্ষেত্রে কতটা চ্যালেঞ্জিং। 
  • &/ | 107.77.***.*** | ০৯ মে ২০২৪ ১০:০৩523845
  • মমতাশঙ্কর না ল্যাম্পোস্টের নিচে কী যেন বলে খুব ঝামেলা করলেন কদিন আগে  ?
  • &/ | 107.77.***.*** | ০৯ মে ২০২৪ ০৯:৫৮523844
  • অরিত্র ,একেবারেই না । বরং তাঁকে পাশেই চাই একদম যেখানে একসঙ্গে পিথাগোরাসের থিওরেম শিখছি 
  • lcm | ০৯ মে ২০২৪ ০৯:৫৬523843
  • মমতাশংকর ইন্টারভিউতে একবার বলেছিলেন যে উনি পাখির মতন এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে চান, যেখানে দেশ বিদেশের সীমানা পেরোতে হয় না, ইত্যাদি।

    তাহলে বোঝা গেল যে - আইনস্টাইন, লেনন, রাসেল, মমতাশংকর - সব এ ওর থেকে টুকলি করেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত