এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 208.127.***.*** | ০৭ মে ২০২৪ ০৩:৩০523488
  • অরিনদা, একদমই তাই। এটা আদৌ রাজনৈতিক প্রচার না, স্পষ্ট জাতিগত বিভাজনে উস্কানী।
     
    • অরিন | ০৭ মে ২০২৪ ০২:৫৯
    • একটি স্বঘোষিত ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সাধারণ নির্বাচনে একটি রাজনৈতিক দলের সাহস হয় কিভাবে যে তারা রাজনৈতিক  দলের বিরুদ্ধে রাজনীতি আর ধর্ম conflate করে প্রচার চালায়। 
      এখানে ব্যাপারটা তৃণমূলকে সমর্থন অসমর্থনের বিরোধিতার নয়, এই পোস্টার কিন্তু এক সাংঘাতিক অশনি সংকেত। 
  • r2h | 208.127.***.*** | ০৭ মে ২০২৪ ০৩:২৮523487
  • দেশজননী মাতৃমূর্তি খুবই স্পেসিফিক ধর্মীয় চেতনার ব্যাপার। আনন্দমঠে যেমন যবন বড় জুজু।
    তো, বন্দে মাতরমের মা সকলের মা, ওটা আসলে 'ওরকম মনে হয়' ঃ)
    ভারতমাতা রূপকল্প সবাই গ্রহণ করেননি, যাঁরা করেননি তাঁদের আবার বাকিরা হিসেবের বাইরে রেখে দিয়েছেন!

    সেই সময়ের হিসেব আলাদা, বঙ্কিমচন্দ্রকে নিয়ে আমার কোন সমালোচনা নেই (করার যোগ্যতাও নেই, মানে অত পড়াশুনো তো আর করিনি)। অবন ঠাকুরকে নিয়ে তো একেবারেই নেই।
    কিন্তু আজকের হিসেব আলাদা।

    তাছাড়া বিজেপির বাঘ সিঙ্গি পরিবৃতা ভারতমাতা আর অবন ঠাকুরের করুণাময়ী ভারতমাতার যোজন ফারাক।
  • &/ | 151.14.***.*** | ০৭ মে ২০২৪ ০৩:২৭523486
  • চতুর্মাত্রিক, বলেন কী! ইউঘান্থার! দুর্ধর্ষ প্যান্থার। বেশ জোরালোও শোনাচ্ছে কিন্তু যাই বলুন! ইউঘান্থার পার্টি ! মেম্বারেরা ইউগাদি উৎসব উদ্বোধন করতে এসেছেন। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ০৭ মে ২০২৪ ০৩:২৩523485
  • আজকাল আবার একদল অতি-লিবেরাল অতি-সেকুলার সেল্ফ অ্যাপয়েন্টেড হয়ে দেখি বলেন বন্দেমাতরম বললে নাকি অসুবিধে আছে। এতে নাকি একেশ্বরবাদীরা নারাজ হবেন। আশ্চর্য লাগে। তাঁদের হয়ে ইজারা দিল কে এঁদের যে ওঁরা মা বলতে পারবেন না? যেন ওঁদের মা নেই। মা শুধু একদলের।
  • :|: | 174.25.***.*** | ০৭ মে ২০২৪ ০৩:২২523484
  • ০৭ মে ২০২৪ ০০:৪৩-এর আব্দারের প্রেক্ষিতে -- সাউথে তো গান্তার বলতে পারবেননা। বলতে হবে ঘান্থার। ইউঘান্থার। সেকি আপনার পোষাবে? 
  • &/ | 151.14.***.*** | ০৭ মে ২০২৪ ০৩:১২523483
  • বন্দেমাতরম এর যে মা, সেই মা তো দেশজননী। সকলেরই মা।
  • অরিন | 119.224.***.*** | ০৭ মে ২০২৪ ০২:৫৯523482
  • একটি স্বঘোষিত ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সাধারণ নির্বাচনে একটি রাজনৈতিক দলের সাহস হয় কিভাবে যে তারা রাজনৈতিক  দলের বিরুদ্ধে রাজনীতি আর ধর্ম conflate করে প্রচার চালায়। 
    এখানে ব্যাপারটা তৃণমূলকে সমর্থন অসমর্থনের বিরোধিতার নয়, এই পোস্টার কিন্তু এক সাংঘাতিক অশনি সংকেত। 
    আজ যদি একদল নাস্তিক,  ক্রীশ্চান, মুসলমান, শিখ, বা বৌদ্ধ এই রকম ভাষায় বিজেপির বিরুদ্ধে প্রচার শুরু করে, তখন ব্যাপারটা কেমন দাঁড়াবে? 
    বিজেপিরা অবনীন্দ্রনাথের ভারতমাতাকে কোঅপ্ট করছে, সেটি কি হিন্দুধর্মের প্রতীক? 'মা'য়ের আবার ধর্ম কিসের?
     
    যাকগে, সবাই আনন্দে থাকুন, নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ গণতান্ত্রিক হোক! 
    ভারতের নির্বাচন কমিশন এই ধরণের প্রচার বন্ধ করতে পারে না কিনা এই প্রশ্ন মনে হয় অপ্রাসঙ্গিক। 
     
  • r2h | 192.139.***.*** | ০৭ মে ২০২৪ ০২:২২523481
  • ফেসবুকে পেলাম, এইটা বিজেপির ভোটের বিজ্ঞাপন।
     
     
    ছবিটা দিতে দ্বিধা করছিলাম, শেষে ওপরে একটা ওয়াটারমার্ক চাপিয়ে দিলাম।
    মুশকিল হল অনেকেই এসব বিশ্বাসও করেন, বিশেষ করে কলকাতা বা পব'র বাইরে থাকেন যারা।
    অনেকে এসব প্রচারে আপত্তিকরও কিছু দেখেন না - মার্কামারা চাড্ডি না হয়েও। তো এই ল্যাঞ্জা ব্যাপারটা গোলমেলে। ডিসি দীপের কথা বললেন, এই দীপবাবু হ্যাবিচুয়াল স্প্যামার, আমার মাঝে মাঝে মনে হয় এগুলি যে স্প্যাম হচ্ছে সেটা উনি বোঝেন কিনা। অন্যদিকে সামাজিক বা সামাজিক মাধ্যমের পরিসরে অনেককেই দেখি যাদের মোটাসোটা পুরুষ্টু ল্যাঞ্জা স্পষ্ট দৃশ্যমান, কিন্তু পরিমান মত উদারনৈতিকতার ডোজ মিশিয়ে সর্বজনগ্রাহ্য হয়ে থাকেন।

    খুবই গোলমেলে দিনকাল।
    তবে বিজেপি বোধয় এবার বেকায়দায়, দেখা যাক। 
  • &/ | 151.14.***.*** | ০৭ মে ২০২৪ ০০:৪৩523480
  • যুগান্তর পার্টি যদি তৈরী করেন, একটু জানাবেন প্লীজ। সর্বভারতীয় করবেন, শুধু বাঙালীর না। বলবেন ইউগান্তার। কাজ করলে আমাকে সাউথে অ্যাসাইনমেন্ট দেবেন। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ০৭ মে ২০২৪ ০০:৩৯523479
  • মতামত বাক্সে ছবি দেবার ব্যাপারটা এখনও ....
  • অরিন | 119.224.***.*** | ০৭ মে ২০২৪ ০০:৩৪523478
  • @দ, যে বাড়ির ছবি টবি দেখাচ্ছেন সে তো একেবারে হবিটনের কেস। 
  • kk | 172.58.***.*** | ০৬ মে ২০২৪ ২৩:১৪523475
  • ও আচ্ছা আচ্ছা, তাই তো! কী সুন্দর লাগছে। বড়ই পছন্দ হলো। ভুতের রাজা বর দিতে চাইলে এমনি একটা বাড়ি অবশ্যই নোবো।
  • aranya | 2601:84:4600:5410:bca8:eae1:a35d:***:*** | ০৬ মে ২০২৪ ২১:০৮523474
  • রাজারহাটে বেদিক ভিলেজে এই ধরণের বাড়ি দেখেছি 
  • dc | 2402:e280:2141:1e8:6045:a9c3:6c44:***:*** | ০৬ মে ২০২৪ ২১:০২523473
  • ঢালুটা দিয়ে উঠে গেটের ওপর ঠ্যাং ঝুলিয়ে বসে চা খাওয়া যায়, আর সামনের চাতালটায় ভালোমতো বার্বিকিউ এর আয়োজন করা যায়। 
  • | ০৬ মে ২০২৪ ২১:০২523472
  • কেকে, না না তা কেন? দুত্তোর ছবি দেওয়া এত্ত চাপের। দাঁড়াও আরও দুটা দিই
     
    বাইরে থেকে
     
     
    ঘরের ভেতর থেকে
     
  • dc | 2402:e280:2141:1e8:6045:a9c3:6c44:***:*** | ০৬ মে ২০২৪ ২১:০০523471
  • বাড়িটা কি সুন্দর দেখতে! এরকম বাড়ি য়ুটুবে দেখেছি, আমেরিকায় কেউ কেউ এরকম বানিয়েছেন। 
     
    কেকে, এই বাড়িগুলোর পেছনে বোধায় দরজা জানলা থাকে, সামনেটা এরকম ঘাস লাগানো ঢালু জমি। 
  • r2h | 192.139.***.*** | ০৬ মে ২০২৪ ২০:৪৬523470
    •  | ০৬ মে ২০২৪ ২০:১৯
    • কিন্তু এক তো এত জায়গা নিয়ে ছোট ছোট বাড়ি জনবহুল এলাকায় কতদূর বাস্তব জানি না। 
      ...এরকম ডিজাইন গরম দেশের জন্য খুবই উপযোগী। কিন্তু.. 
     
    ওই কিন্তুটাই হলো সমস্যা। খুব কম সংখ্যকের সাধ্যের মধ্যে...
    ছোট টবে ক্ষীণজীবী বিরুৎ গুল্ম ভরসা।
     
    এই বাড়িটা কি দারুণ -কত সবুজ। যেতে হবে একবার কখনো!  
  • kk | 172.58.***.*** | ০৬ মে ২০২৪ ২০:৩৬523469
  • খুবই সুন্দর। কিন্তু পরে একটা কথা মনে হলো। যাঁরা ক্লস্ট্রোফোবিক, তাঁদের একটু অসুবিধে হতে পারে হয়তো। মানে ঐ সামনের বড় দরজা ছাড়া অন্য কোনো ঘরে তো জানলা থাকবেনা।
  • | ০৬ মে ২০২৪ ২০:৩২523468
  • laugh না সেগুলো তো গোল ডিজাইনের। 
     
    কেকে, এইটে রাজারহাট ছাড়িয়ে খড়িবাড়ির দিকে যেতে শিখরপুরে।
  • মিস্টার ব্যাগিনস | 117.194.***.*** | ০৬ মে ২০২৪ ২০:২৮523467
  • কি এখানেই থাকেন ? 
  • kk | 172.58.***.*** | ০৬ মে ২০২৪ ২০:২৩523466
  • এই বাড়িগুলো কোথায়? খুব সুন্দর ডিজাইন তো। দেখিইনি এরকম আমি কখনো।
  • | ০৬ মে ২০২৪ ২০:১৯523465
  • কিন্তু এক তো এত জায়গা নিয়ে ছোট ছোট বাড়ি জনবহুল এলাকায় কতদূর বাস্তব জানি না। দ্বিতীয়ত দেয়ালে ড্যাম্প ধরার সমস্যা।  প্রতি দুই আড়াই বছরেই প্লাস্টার ফেলে আবার করাতে হয়। সেই সময় মিস্ত্রিরা ঘাস একেবারে ছেঁটে দেন। মাঝে মাঝে বোঝাবার চেষ্টা করেন ঘাস মাটি তুলে ফেলে ইঁট সিমেন্টের 'স্বাভাবিক' দেয়াল বানিয়ে নিতে। তাতে নাকি ড্যাম্প কমবে। কে জানে! 
    এই ছবিটা ২০২৪ এর
     
     
    এইটা ২০০৭ এর ছবি। ঘাস বেশ ঘন আর দুর্বাঘাস হওয়ায় রঙও চমৎকার। তো এই বাড়ি ড্যুপ্লে। রান্নাঘর আর খাবার ঘর তথা বসার ঘরের ছাদ এরকম ঢালু করে ঘাস বসানো। তো এর ফলে সত্যিই ওই বসার ঘরে এসি লাগেই না।  খুব গরমেও ফ্যান চালালেই দিব্বি হয়। আর ফ্যান ঝোলানোও দোতলার হাইট থেকে প্রায়।  সামনে পেছনে বাগান থাকাও আরেকটা ভাল ব্যপার। তো এরকম ডিজাইন গরম দেশের জন্য খুবই উপযোগী। কিন্তু.. 
     
  • r2h | 192.139.***.*** | ০৬ মে ২০২৪ ১৮:০৬523464
    • অরিন | 132.181.180.107 | ০৬ মে ২০২৪ ০৮:৩০523459
    • ...যত তুচ্ছ মনে হোক, ব্যক্তিগত কাজের একট মূল্য অস্বীকার করা যায় না | ...
     
    অরিনদা, আচ্ছা, হ্যাঁ, ব্যাপারটা যদি একটা গণ-সচেতনতা/ সংস্কৃতির অঙ্গ হয়ে ওঠে... এইটা মানছি। 

    মুশকিল হলো আমাদের দেশে শহুরে নিম্ন থেকে মধ্যবিত্ত পর্যন্ত মানুষের বাসস্থানে জায়গা বড়ই কম।
    বিদেশের বাড়িঘর দেখি, ঝকঝকে সবুজ উঠোন, গাছপালা - দেখে মনে হয় আমাদের দেশেও তো এরকমই দেখা যেত, বৈভব না থাকলেও, ছোট শহর মফস্বলে এরকম একতলা দোতলা বাড়ি, সামনে পেছনে উঠোন, দুটি গাছপালা, একটা পুকুর - এসব তো ছিলই।
    মানুষই বা কী করবে। জীবনের যুদ্ধ করতে করতেই সুকুমারবৃত্তি সব চৌপাট হয়ে যায়।

    পাড়াস্তরের নিয়ন্ত্রন কেমন হয় সেই বিষয়ে আমার দুয়েকটা গল্প আছে। আমার মামার বাসা টালিগঞ্জ গল্ফ ক্লাব রোডে। অনেক পুরনো বাড়ি, মেরামত দিনরাত কেরামত ভারি। বাড়ির চৌহদ্দিতে একটা আমগাছ। পরবর্তী কালে পাশে ঘেঁষাঘেঁষি করে একটা বাড়ি উঠেছে- সেই বাড়ির লোকের অভিযোগ তাদের ছাতে গাছের পাতা পড়ে - সেই নিয়ে নিত্যি অশান্তি, ওদের দিকে ডাল বাড়লেই সেই ডাল ওরা কেটে দেন। সে মেনে না নিয়ে উপায় নেই, পাশের বাড়ির গাছের পাতা ঝাড়ু দিয়ে ওরা কেনই বা কালক্ষয় করবেন। তাতে, গাছ যেমন করে আরকি, তার চলনপথ উর্দ্ধমুখীর বদলে বাঁকিয়ে মামার ছাদের দিকে করে দিল - আর ভারটা পুরো ছাদের রেলিঙে। তাতে ছাতে ফাটল, রেলিং ভেঙে পড়ছে, বর্ষাকালে ছাদ লিক করে জল। তাতে মামা স্থির করলো গাছের কিছু বড় ডাল কাটিয়ে দিয়ে গাছটাকে ওপর দিকে সোজা বাড়ানোর ব্যবস্থা করতে হবে। সকাল বেলা ডাল কাটা কাম গাছ বিশেষজ্ঞ এসে যন্ত্রপাতি বের করেছেন - তা দেখে একদল প্রাতঃভ্রমণকারী জড়ো হয়ে গিয়ে বিশাল হৈহল্লা - এ কী নৃশংস কাজ। পাড়ার লোকেরা কিন্তু গাছ নিয়ে গত বছর দশেকের বিড়ম্বনাও জানতেন।
    তাতে মামা তখনকার মত গাছ কাটিয়েকে জবাব দিয়ে দিল; তারপর বন দপ্তরে গিয়ে দরখাস্ত করলো - পুরো গাছটাই কাটিয়ে দেওয়ার জন্য।
    এখন আর পাড়ায় কোন বড় গাছ নেই, টবে আছে বটে।

    ওদিকে ঐ পাড়াতেই ঝিলের ধার জবরদ্খ্ল হল, ফাঁকা জমিতে বহুতল উঠলো, কত উন্নয়ন হলো।
  • অরিন | 132.18.***.*** | ০৬ মে ২০২৪ ০৮:৫৫523463
  • @যদুবাবু, প্রোফেসর কারান্ডিকরের লেকচারের স্লাইড ডেকটা সত্যি অসম্ভব রকমের ভালো!
  • dc | 2402:e280:2141:1e8:15d3:fd29:b8e2:***:*** | ০৬ মে ২০২৪ ০৮:৪৯523462
  • "কিন্তু "কেউ" আদর্শগতভাবে রাজনৈতিক বিরোধী দলের ক্যান্ডিডেট হলে তার নীরবতাকে নীরব সম্মতি ভাবতে ইচ্ছে হয়।"
     
    যদুবাবুর সাথে অবশ্যই একমত। তাও আমি সাধারনত একটু ওয়াইড ল্যাটিটিউড দিতে চাই। দীপ এর মতো কেউ একেবারে এক্সপ্লিসিটলি আরেসেস / বিজেপিকে সাপোর্ট না করলে তাকে চাড্ডি বাক্সে ফেলতে চাই না, আফটার অল পঞ্চাশ শেড অফ গ্রে ইত্যাদি। তবে এও ঠিক, লং রানে, ল্যঞ্জা লুকানো কঠিন (দ দির অমর উক্তি)। 
     
    আচ্ছা এইবারে একটা সিরিয়াস পোস্ট করি। এখানে সবাই জানে আমি বেশীরভাগ সময়ে শয়তানি করে পোস্ট করি, যার জন্য মাঝে মাঝে এটাও বলতে হয় যে আমি ট্রোল করিনি cheeky​কিন্তু এইটা সিরিয়াস পোস্ট - ওই কোর গ্রুপ ইত্যাদিও ওরকমই লেগ পুলিং করে বলেছি। আমি সতিই বিশ্বাস করি না গুরুর অ্যাডমিন সবার ওপর নজর রাখে বলে, কারন গুরুর ফিলোজফিই ওরকম না। কাজেই কোর গ্রুপ নিয়ে আমার পোস্ট কেউ সিরিয়াসলি নেবেন না (অন্য কোন পোস্ট তো আরোই সিরিয়াসলি নেবেন না, শুধু এইটা ছাড়া)। 
  • যদুবাবু | ০৬ মে ২০২৪ ০৮:৩৫523461
  • না না খুলেছে। ওই ব্রোকেন ইমেজের উপর ট্যাপ করলে খুলছে। এটা তো বিখ্যাত সেই ছবি। :) RLK র টকেও এই ব্যাপারটা রেফার করেন।
  • অরিন | 132.18.***.*** | ০৬ মে ২০২৪ ০৮:৩০523459
  • র২্হ, "মাঝে একটা ধুঁয়ো উঠেছিল, ছাতে গাছ লাগান, টবে গাছ লাগান, এসি কম চালান - ইত্যাদি। আসলে সেসবে কিছু হয় না, যা হয় তা বড় স্কেলে, ইন্ডাস্ট্রিয়াল।"
     
    "সেসবে কিছু হয় না " কথাটা নিয়ে আমার দ্বিমত রয়েছে, আসলে এ সব ব্যাপার একদিনে তো হয়্নি, কাজেই যত তুচ্ছ মনে হোক, ব্যক্তিগত কাজের একট মূল্য অস্বীকার করা যায় না |  Steve Westlake নামে এক গবেষক লিখেছেন দেখলাম, 
    "the debate about personal vs. collective action will continue. My research supports the arguments that this is a false dichotomy: individual action is part of the collective. So, while you won’t save the world on your own, you might be part of the solution" ( .https://theconversation.com/climate-change-yes-your-individual-action-does-make-a-difference-115169 ), কথাটা উড়িয়ে দেবার বলে আমার মনে হয় না , YMMV 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত