এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ২১ এপ্রিল ২০২৪ ০১:২৩522615
  • এই মুনমুন সেন টেনরা 'জনপ্রতিনিধি' হন বা হতে চান ঠিক কী হিসেবে? এঁরা জনগণের প্রতিনিধি কি এইজন্য যে রুপোলি পর্দায় এঁদের জনগণ দ্যাখে, মুখ চেনে, সিনেমার নায়িকা হিসেবে পছন্দও করে, সেইজন্য ভোট দেবে? কিন্তু নির্বাচিত হয়ে এঁরা এই জনগণের প্রতিনিধিত্ব করবেন কি? এই জনগণকে আদৌ চেনেন কি মুনমুন সেন টেনরা?
  • পাপাঙ্গুল | ২১ এপ্রিল ২০২৪ ০১:১৯522614
  • একটা মজার উদাহরণ হতে পারে কোনো দলের প্রতীকে জয়ী প্রার্থী যদি নিজের দলের কথা না শুনে নিজের এলাকার জনগণের দাবী লোকসভায় বলতে শুরু করেন 
     
  • পাপাঙ্গুল | ২১ এপ্রিল ২০২৪ ০১:১৬522613
  • "সম্যক জ্ঞান থাকলে তো ভালোই, না থাকলেও প্রাথমিক ধারনা থাকা দরকার।" এটা একজন রাজনীতিবিদের আদৌ আছে কিনা একজন ভোটার বুঝবেন কি করে? এছাড়াও সবাই তো মন্ত্রী হন না। প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী রোটেশনে হয় না। তাহলে সবার তো এগুলো জানার প্রয়োজন নেই। আইনসভার সদস্য হিসেবে আইন জানা উচিত , তাও তো অনেকে না জেনেই হয়ে যান। পলিসি যারা বানান তাদের অবশ্যই এগুলো জানা উচিত, কিন্তু পলিসি বানানো সমস্ত জনপ্রতিনিধির কাজ নয়। 
  • &/ | 151.14.***.*** | ২১ এপ্রিল ২০২৪ ০১:০৩522612
  • মুনমুন সেন আসছেন?
  • র২হ | 2405:201:8005:9947:dccd:5905:f643:***:*** | ২০ এপ্রিল ২০২৪ ২০:৩২522611
  • সে তো বটেই। তবে প্রাথমিক প্রশাসন জমা খরচ তহবিল আয় ব্যয় সেসব না জেনে শুধু আমলা নির্ভর রাজনীতিবিদ আদর্শ না।
     
    • পাপাঙ্গুল | ২০ এপ্রিল ২০২৪ ১৪:৫২
    • সফল রাজনীতিবিদ হবার সঙ্গে প্রশাসন, ফিনান্স এগুলোর কোনো যোগ নেই। এগুলো দেখার জন্য আমলারা আছেন। 
     
    তো, যোগ আছে। সম্যক জ্ঞান থাকলে তো ভালোই, না থাকলেও প্রাথমিক ধারনা থাকা দরকার।
    আর ডোমেন নলেজ - বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে, বা প্রাথমিক কাণ্ডজ্ঞান থেকে বা জায়গায় চুপ থেকে ম্যানেজ করা দরকার। টুএবি বা এআইএর সঙ্গে আলাদা আলাদা গলায় কথা বলি বা মেঘের ওপর প্লেন - এসব বলা রাজনীতিবিদ বিপজ্জনক - আমলার কোন কথা শোনা উচিত তাই তো এঁরা বুঝবেন না।
     
    তো ডাক্তারি জানা আর প্রশাসন নিয়ে ধারনা থাকা - এগুলি আলাদা। ডোমেন নলেজ আর লিডারশিপ স্কিল আরকি।
  • পাপাঙ্গুল | ২০ এপ্রিল ২০২৪ ১৯:৫১522610
  • "সফল রাজনীতিবিদরা অনেক সময়ই দক্ষ প্রশাসকও বটে।" -  সে তো আছেই। যেমন স্বাস্থ্যমন্ত্রী একজন রাজনীতিবিদেরই হওয়া উচিত যিনি ডাক্তারি জানেন। কিন্তু ভোটে যাবার আগে আমাদের দেশে মন্ত্রিসভা ঘোষণা হয় না। এনাকে ভোট দিন তাহলে আমরা জিতে এলে এনাকে স্বাস্থ্যমন্ত্রী করব এরকম কেউ বলে না। অর্থাৎ এগুলো প্লেসহোল্ডার। জিতলে তারপর দেখা যাবে। যেই ভোটে জিতে সরকার করুক আমলারা সমীকরণে কনস্ট্যান্ট। কাজেই জনস্বাস্থ্য না জেনেও কেউ স্বাস্থ্যমন্ত্রী হলে তাকে আমলাদের সাহায্য নিতেই হবে। 
     
    সুদীপ্ত | ২০ এপ্রিল ২০২৪ ১৯:০২  - একমত 
  • সুদীপ্ত | ২০ এপ্রিল ২০২৪ ১৯:২৮522609
  • হ্যাঁ আমিও চাই নতুন গল্প তৈরী হোক এবার,অনেক হয়েছে। দেখা যাক , ভালো ব্যাপার স্যাপার আজকাল খুব কম ঘটে। 
  • র২হ | 2405:201:8005:900c:6c64:fca8:a834:***:*** | ২০ এপ্রিল ২০২৪ ১৯:২৪522608
  • সুদীপ্ত  হ্যাঁ একমত মোটের ওপর।
     
    বিজেপির উত্থান তৃণমূলের অবদান এতে একমত না, তবে সেটা এই তর্কে গৌণ, আর তা সত্যি হলেও তার ল্যাজ ধরে আরো অনেকগুলি তর্ক আসবে তো ওইটা কাটাই আপাতত।
     
    আপাতত আমার বক্তব্য হল দাঙ্গাবাজ ঝানু তথা উনিজির তুলনায় অপদার্থ সুন্দরী তথা শ্রীমতি সেন অনেক ভালো কযান্ডিডেট! 
    উনি না হলে কে - এই গল্পটা ভাঙা দরকার আরকি।
  • দীপ | 42.***.*** | ২০ এপ্রিল ২০২৪ ১৯:১১522607
  • এঁরা সব এমন পরিপক্ক যে চল্লিশ বছর আগেও যে রাজনৈতিক দলের বিশেষ কোনো গুরুত্ব ছিলনা, তারাই এখন দেশ চালাচ্ছে, আর পরিপক্ক পণ্ডিতেরা বাতেলা মেরে চলেছেন! 
    এতো পেকেছেন যে পচে গেছেন!
  • সুদীপ্ত | ২০ এপ্রিল ২০২৪ ১৯:০২522606
  • সেই মানে জনগণকে বা আমাদের কোথায় এনে দাঁড় করানো হয়েছে যে মোদি আর মুনমুন সেনের মধ্যে বেছে নিতে বাধ্য করা হচ্ছে! তবে আমি সেক্ষেত্রে কোনো তৃতীয়জন কেউ যদি থাকে যিনি সেই কেন্দ্রের মানুষ এবং যাঁকে এলাকায় দেখা যায় এরকম কাউকে বাছবো। আর কেউ না থাকলে , হ্যাঁ মিসেস সেনের দিকেই যাবে - তবে তার জন্যে সেই রাজনৈতিক দলের প্রতি খিল্লি বা প্রতিবাদ বন্ধ করবো না মিসেস সেনকে প্রার্থী করার জন্যে কারণ এই ট্রেন্ড শেষ অবধি পরের কয়েক বছরে মোদীকেই জিতিয়ে আনার পথে হাঁটবে। এ-রাজ্যে বিজেপির উত্থান অতি অবশ্যই তৃণমূলের-ই দান।  
  • অমিতাভ চক্রবর্ত্তী | ২০ এপ্রিল ২০২৪ ১৯:০০522605
  • র২হ | 2405:201:8005:900c:6c64:fca8:a834:17dd | ২০ এপ্রিল ২০২৪ ১৮:৪০
    তো, রাজনৈতিক পরিপক্কতাই শেষ কথা না, এই হল বক্তব্য।
     
    - একদম
  • র২হ | 2405:201:8005:900c:6c64:fca8:a834:***:*** | ২০ এপ্রিল ২০২৪ ১৮:৪০522604
  • একদম, একমত।
    আমি এই বিচারক রাজমাতা ইত্যাদিরা কিছু কম আপদ না - আর অযোগ্যর বদলে ঝানু দাঙ্গাবাজ ভালো না - এইটা মনে রাখা দরকার - তা বলছি।
     
    ধরুন আমার কেন্দ্রে যদি মোদিজি আর মুনমুন সেন ভোটে দাঁড়ান, আমি তো মুনমুন সেনকেই ভোট দেবো, নাকি।
     
    তো, রাজনৈতিক পরিপক্কতাই শেষ কথা না, এই হল বক্তব্য।
  • সুদীপ্ত | ২০ এপ্রিল ২০২৪ ১৮:১১522603
  • আরও একটা জিনিস, 'অন দ্য জব লার্নিং' টা ভোটে দাঁড়ানোর বছর কয়েক আগে থেকে শুরু হওয়া উচিৎ , যোগ্যতা যাচাই হলে টিকিট পাওয়া উচিৎ (অবশ্য উচিৎ তো অনেক কিছুই);  ভোটে জিতে তারপর লার্নিং শুরু হলে জনসাধারণের কাজে লাগতে অনেক দেরী হয়ে যায় ।  হয়ত কাজে আর লাগেই না! 
  • সুদীপ্ত | ২০ এপ্রিল ২০২৪ ১৭:৫৬522602
  • r2h চিত্রতারকার ব্যাপারে নিজেই ঠিক লিখেছেন -  "অন্য পেশার গণউন্মাদনা কাজে লাগিয়ে ভোটে জেতার ছকও বিপজ্জনক"। একদম তাই, এবং সেটা চিত্রতারকা বা ফুটেজখোর বিচারক সকলের ক্ষেত্রেই সমান। আমার এখনও মনে হয় রাজনীতি একটি সিরিয়াস জিনিস, জনকল্যাণের একটি মাধ্যম। সেটা নিয়ে চিত্রতারকা হোক বা গুন্ডা বা অন্য যে কোনো পেশার লোক যারা খিল্লি করতে ভোটের বাজারে নামেন বা ওই উন্মাদনাকে কাজে লাগিয়ে ভোটে জেতার ছক কষেন তাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে খিল্লি প্রতিবাদ প্রতিরোধ এগুলো দরকারি , সর্বদা এবং সর্বত্র। 
  • r2h | 134.238.***.*** | ২০ এপ্রিল ২০২৪ ১৭:৪৫522601
  • আমাদের দেশে যেমন, রাজাগজাদের বংশাবতংসদের নিয়েও যেমন কারো কোন আপত্তি দেখি না। একটা পরিনত গণতন্ত্রের দেশ, মহারাজা অমুক, রাজমাতা তমুকের নামে উলুতপ্লুত।
    বসুন্ধরারাজে সিন্ধিয়া কোন আমলার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন - তাঁকে হার হাইনেসের বদলে ম্যাডাম সম্বোধন করায়। শ্রীমতী সিন্ধিয়ার গণতন্ত্রকে অপমান করার দায়ে কোন শাস্তি হয়েছে বলে তো শুনিনি। একটা দেশের গণতন্ত্রের প্রতি যার এই শ্রদ্ধাবোধ, তিনি মিমি চক্রবর্তীর থেকে যোগ্য হলেন কিসে, তার ঠাকুর্দা সামন্তপ্রভু ও বৃটিশ কোলাবোরেটর ছিলেন বলে? একই জিনিস দেখি মহারানী গায়ত্রী দেবীকে নিয়ে। তিনি অতীব সুন্দরী ছিলেন সন্দেহ নেই, তবে সুন্দরী ও ক্যারিশ্মাটিক হওয়া তো রানীদের জব প্রোফাইলের মধ্যেই পড়ে বলে জানতাম। তো, হোয়াট দা হেক?
  • r2h | 134.238.***.*** | ২০ এপ্রিল ২০২৪ ১৭:৩৮522600
  • পাপাঙ্গুল, যোগ আছে।
    রাম মন্দিরের তালা খুলে দিলে দূর ভবিষ্যতে দেশ জুড়ে গণউন্মাদনা ও আইন শৃঙ্খ্লার ওপর তার প্রভাব এইসব বোঝার দরকার আছে।
    আজকের ভারতের সাম্প্রদায়িক অসম্প্রীতির আগুনে ধুঁয়ো দেওয়া অনেকগুলি ঘটনা, যেমন শাহবানো মামলা, রাম মন্দিরের তালা খোলা, আদবানীর রথ না আটকানো, অযোধ্যাতে দাঙ্গাবাজদের জমায়েত না ভাঙা - এইগুলি রাজনৈতিক সিদ্ধান্ত। আমলারা পরামর্শ দিতে পারেন, কিন্তু সেসব আত্মস্থ করার জন্যও একটু জ্ঞানগম্যি দরকার।
    গুজরাত তো ছেড়েই দিলাম।

    জনগণের কোন দাবিটা নিয়ে এগুতে হবে আর কোনটা প্যাসিফাই করতে হবে, কোনতা অ্যাকশনেবল আর কোনটা বাজে খরচ - সেসব বোঝাও রাজনীতিবিদের কাজ। জনগণের দাবী স্কুলের বদলে মূর্তি বানাতে হবে - রাজনীতিবিদ ঐ নিয়ে আমলার কাছে চলে গেলেন - এতে কী আর দেশ চলে।

    সফল রাজনীতিবিদরা অনেক সময়ই দক্ষ প্রশাসকও বটে।

    "এবার ভোট পাবার পর চিত্রতারকা যদি সবসময় মানুষের সঙ্গে থাকেন , কেউ তা নিয়ে অভিযোগ করবে না। অনেককেই জেতার পর আর এলাকায় দেখা যায় না।" সে তো বটেই। আমার বক্তব্য হলো, সেটাই সব সময় এবং সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার না। ধরুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোটে জিতলেন এবং সারাক্ষন এলাকায় পড়ে রইলেন। বা অনুব্রত মন্ডল, সর্বদাই এলাকায়।
    এদের থেকে এলাকায় না থাকা মুনমুন সেন অনেক উপকারী রাজনীতিবিদ।
    এলাকায় না থাকা অনুপযুক্ত রাজনীতিবিদের তুলনায় জাতিবিদ্বেষ ছড়ানো, খুনে গুন্ডা, বা মরালি করাপ্ট সুযোগসন্ধানী রাজনীতিবিদ অধিক পরিত্যায্য, তর্কযোগ্যভাবে।
  • বকলম -এ অরিত্র | ২০ এপ্রিল ২০২৪ ১৭:০৫522598
  • বাংলা মশাই টা ফরাসী Monsieur থেকে নয়? 
  • পাপাঙ্গুল | ২০ এপ্রিল ২০২৪ ১৪:৫২522597
  • সফল রাজনীতিবিদ হবার সঙ্গে প্রশাসন, ফিনান্স এগুলোর কোনো যোগ নেই। এগুলো দেখার জন্য আমলারা আছেন। 
     
    রাজনীতিবিদদের একমাত্র কাজ সাধারণ মানুষের প্রতিনিধিত্ত্ব করা। সাধারণ মানুষ নিজের কাজে ব্যস্ত থাকেন , তারা চান তাদের দাবিদাওয়া রাজনীতিবিদরা অন্যত্র পৌঁছে দিন যাতে তাদের সমস্যা মিটে যায়। ভোট দেবার সময়ও তারা তাই দেখেন কে 'আমাদের লোক'। এবার ভোট পাবার পর চিত্রতারকা যদি সবসময় মানুষের সঙ্গে থাকেন , কেউ তা নিয়ে অভিযোগ করবে না। অনেককেই জেতার পর আর এলাকায় দেখা যায় না। 
  • অরিন | 119.224.***.*** | ২০ এপ্রিল ২০২৪ ১৪:০৩522596
  • র২হ, "রাজনীতির স্কুল তো নেই, সবই অন জব লার্নিং। সেটা যদি অষ্টম শ্রেণী পাশ পেশাদার রাজনীতিবিদ করতে পারেন, চিত্র তারকাই বা পারবেন না কেন"
     
    খুব সত্যি কথা। 
    চিত্র তারকাদের জনপ্রিয়তার জন্যই তাঁদের রাজনীতির পরিচয়, এবং সেই পরিচয়কে ছাপিয়ে যাবার একটা সুযোগ থাকে এবং অনেকে পারেনও, যেমন জেলেনস্কি ।
    বা আমাদের সুনীল দত্ত। 
  • রমিত চট্টোপাধ্যায় | ২০ এপ্রিল ২০২৪ ১৩:৫৪522595
  • আমাদের বাড়ির পাশে দুটো দোতলা বাড়ি ছিল, তার সংলগ্ন বিশাল ব্যাক ইয়ার্ড। গাছ পালায় একদম ভর্তি, দোয়েল, টুনটুনি, কাঠঠোকরা, চড়াই, শালিখ, ছাতার, হাঁড়ি চাচা এসব পাখি নিয়মিত ঘুরত। সাথে বেজি, দু তিন রকম গিরগিটি, হরেক পিঁপড়ে এসব নিয়ে ভর্তি ইকো সিস্টেম। সে এক অদ্ভুত পরিবেশ।
     
    এই কিছুদিন আগেই বেচে দিল প্রমোটারকে। বাড়ি ভাঙা হল। চারিদিকে রাবিশ ছড়িয়ে একক্কার। ধুলোয় ধুলো আকাশ। আগের দিন গুলোকে দূরের স্বপ্ন মনে হয় আজকাল।
  • r2h | 134.238.***.*** | ২০ এপ্রিল ২০২৪ ১৩:৪৯522594
  • আগরতলা থেকে প্রসূনদা পোস্ট করেছেন, একটা শেয়ার সহ - অযোগ্য লোকের জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়া নিয়ে। উদাহরন হিসেবে এসেছে চিত্রতারকাদের নাম। চিত্রতারকারা, যাঁরা নিজেদের কেন্দ্র, কর্মস্থল নিয়ে অজ্ঞ, এমনকি হয়তো সংসদে ভবনগুলি নিয়েও সম্যক অবহিত নন। অতি সঙ্গত উদ্বেগ।

    মুশকিল হল সারাজীবন রাজনীতিতে কাটানো পেশাদার রাজনীতিবিদরাও অনেক সময় এঁদের থেকে কার্যকর হন না, বরং ক্ষতিকরও হতে পারেন। উদাহরনও আছে, অনতিঅতীতে, নাম নিলাম না।

    রাজনীতিবিদ মানে আমি বুঝি দূরদৃষ্টি, এমপ্যাথি, প্রশাসন, ফিনান্স - ইত্যাদি বিবিধ বিষয়ে দক্ষতার মিশ্রন। সেটা একেবারে মাটি থেকে উঠে এসেও হয়, উচ্চতম ডিগ্রি নিয়েও হয়, সবগুলিরই নজির আছে। রাজনীতির স্কুল তো নেই, সবই অন জব লার্নিং। সেটা যদি অষ্টম শ্রেণী পাশ পেশাদার রাজনীতিবিদ করতে পারেন, চিত্র তারকাই বা পারবেন না কেন।

    মুনমুন সেন (বা মিমি নুসরত অমিতাভ বচ্চন এমনকি হেমা মালিনি জয়া বচ্চন এট আল) আর যাই করুন, দাঙ্গার সময় সেনাবাহিনীর হস্তক্ষেপ আটকে দিয়ে, গাড়ির তলায় কুকুর চাপা পড়লেও আমি দু:খ পাই বলা - এমন তো আর করেননি! তো, ইনি রাজনীতিতে বহুদিন কাটিয়েছেন বনাম ইনি চিত্রকারকা - এটা কোন মাপকাঠি হতে পারে না।

    মাপকাঠি যা হওয়া উচিত, তাতে রাজনীতিবিদদের মাপা হলে হয়তো, শুধু এই দেশ না, সারা পৃথিবীই একটু কম রক্তাক্ত ও ক্ষুধার্ত হতো।

    ইন ফ্যাক্ট এই ক্রিকেট অধ্যাপনা এসবের সঙ্গে রাজনীতির তুলনা সমস্যাজনক। ওগুলি অনেক লিনিয়ার, একমাত্রিক, রাজনীতি তা না। চার্চিল পাশ্চাত্যের নায়ক, বিশ্বের ত্রাণকর্তা, এই মত জায়েজও, সন্দেহ নেই। আবার এই চার্চিল লক্ষ লক্ষ কালা আদমির অনাহারে মৃত্যুর কারন, যাঁদের জীবনে সাহেবদের দাঙ্গা হাঙ্গামার কোন প্রভাবই পড়ার কথা ছিল না।

    এমনিতে মুনমুন সেন যখন বাসুদেব আচারিয়ার বিরুদ্ধে ভোটে জেতেন, বা মিমি চক্রবর্তী বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে, তখন বিস্ময় হয়, পরিতাপও হয় - এই কী সচেতন ভোটারের লক্ষণ? কিন্তু মুশকিল হল, সচেতন গণপরিসরে, চিত্রতারকা ভোটপ্রার্থীকে নিয়ে যা খিল্লি হয়, তার আনুপাতিক আতংক দেখতে পাই না বিচারপতির রাজনৈতিক দলে যোগদান উপলক্ষে। গণতন্ত্রের জন্য কোনটা বেশি ভয়ানক - অজ্ঞ চিত্রতারকার ভোটে জেতা, না গণতন্ত্রের একটি অন্যতম স্তম্ভকে রেপ্রেজেন্ট করেন এমন কারো অভিসন্ধি ও অনিরপেক্ষতা হঠাৎ করে সামনে চলে আসা, যার ওপর আবার বিপুল জনগণের আস্থা ছিল, তার সুচতুর ও পরিকল্পিত অ্যান্টিকসের কারনে?

    হয়তো একটু হোয়াট্যাবাউটারি হয়ে যাচ্ছে, কিন্তু তা নিতান্ত অনিচ্ছাকৃত; অন্য পেশার গণউন্মাদনা কাজে লাগিয়ে ভোটে জেতার ছকও বিপজ্জনক। বক্তব্য একটাই, আরও বেশি বিপজ্জনক জিনিসও চারপাশে হয়, যেগুলি নিয়ে আমরা কম ভাবি, আর এই কম ভাবার মধ্যে নানান বায়াসও থাকে। চিত্রতারকা একটি ছ্যাবলা বিষয়, আদালত গম্ভীর। মুশকিল হল, আমরা তো ময়ূরের চোখের জলের ব্যাপারটাও জানি, কিন্তু মনে পড়ে না।

    এই জিনিসটাই অন্যত্রও। সেদিন এক জনের সঙ্গে কথা হচ্ছিল। সে বলছিল ইন্ডিয়া জোট দানা বাঁধলে তো ভালো হত, কিন্তু দুর্নীত, ক্ষমতালিপ্সা, আনস্মার্ট নেতা। তো, সিরিয়াসলি? ইলেক্টোরাল বন্ড, ওষুধ কোম্পানীর তোলা, অন্য দেশে নরিসের ওষুধে শিশুমৃত্যুর পরও দুর্নীতি নিয়ে অন্য কোন দলকে বেশি খারাপ মনে হয়? ক্ষমতালিপ্সা - বিরোধীপক্ষগুলিকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার চেষ্টার পরও মনে হয় এর থেকে ভয়ানক কিছু হতে পারে? আনস্মার্ট - একটি দেশের সর্বময় কর্তা দশকের পর দশক ধরে কোন সাংবাদিক সম্মেলন করেন নি, এর পরও অন্যদের বেশি আনস্মার্ট মনে হয়? বিল গেটসের সঙ্গে এআই নিয়ে ভাটের ভিডিওর পরও? আর তাছাড়া এ তো আর মিস্টার বা মিস ইন্ডিয়া কম্পিটিশন না, তথাকথিত আনস্মার্ট কার্যকর নেতাও এই দেশ দেখেছে।

    এই চিত্রতারকা নিয়ে কটাক্ষটা আমার একটা ধারা মনে হয়, এবং তার পেছনের বায়সগুলি খুঁজে খুঁতখুঁতুনি বাড়ে। আতিশী মরলেনার বিরুদ্ধে গৌতম গম্ভীর নিয়ে আমরা এতটা বিচলিত কেন হই না, যতটা বাসুদেব আচারিয়ার বিরুদ্ধে মুনমুন সেনের জয় নিয়ে হই?

    (এইটা মোটামুটি থিংকিং অ্যালাউড, ভাটকে রাফ খাতা বানালাম একটু, মার্জনা চাই)
  • রমিত চট্টোপাধ্যায় | ২০ এপ্রিল ২০২৪ ১৩:৪৬522593
  • "সেই কলোনিয়াল হলে, 
     বাবু ছেড়ে লাভ কি হল "
     
     
    আমাকে রোগা বোলো না -র সুরে মাথা নেড়ে গাইতে হইবে।
  • অরিন | 119.224.***.*** | ২০ এপ্রিল ২০২৪ ১৩:৪৬522592
  • "ব্যক্তিগত মালিকানার শহুরে বনভূমি বা জলাজমি রক্ষার ব্যাপারটা ভাবি - কিংকর্তব্য? জমি তো বিনিয়োগ (অন্তত শহরে), জমির মালিকের টাকার দরকার হলে যদি তিনি পুকুর বোজাতে বা ক্রেতাকে জমি বিক্রি করতে চান, তাতে বাধা দেওয়ার মরাল গ্রাউন্ড আমি খুঁজে পাই না। যৌথভাবে, বা সরকারিভাবে কিছু করা যেত - অধিগ্রহন, উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে বা যা হোক..."
     
    ব্যাপারটা নিঃসন্দেহে অত্যন্ত জটিল।
    তবে কি জানেন, পৃথিবীতে যে কয়েকটা বিপন্ন হটস্পট রয়েছে, বঙ্গদেশ (আসমুদ্রহিমাচল বাংলা) তার মধ্যে একটি। তার ওপরে যে কোন জায়গায় জলাভূমি বা জলাশয়, ছোট পুকুর, তাকে ঘিরে গাছ, শেষ অবধি আমাদের ইকোসিস্টেমের একটা অমূল্য সম্পদ। হারিয়ে গেলে তো হারিয়েই গেল। আর তো ফেরত আসবে না। এই ব্যাপারগুলো নিয়ে একটা বড় করে সামাজিক স্তরে চেতনা না জাগলে অবস্থা ক্রমশ খারাপের দিকে যাবে। কলকাতার ক্রমবর্ধমান তাপমাত্রা এবং তার সঙ্গে জলাভূমির মত হিট সিঙ্কগুলো বুজিয়ে ফেলার সম্পর্ক  শুধু একাডেমিক ডিসকাশনেই সীমাবদ্ধ থাকার বিলাসী দিন গেছে। 
  • অরিন | 119.224.***.*** | ২০ এপ্রিল ২০২৪ ১৩:১৯522591
  • "বললাম, কী, শ্রী চট্টোপাধ্যায় মশাই,"
    চাটুয্যে মশাই একটা অল্টারনেটিভ ধরা যেতে পারে।
    ইংরেজরা ঐ থেকেই খুব সম্ভবত চ‌্যাটারজি ব্যানারজি চালু করেছিল।
  • r2h | 134.238.***.*** | ২০ এপ্রিল ২০২৪ ১৩:১৩522590
  • মশাই বলে ডাকতে পারোঃ)

    ভাবা যায়, রমিতের সঙ্গে দেখা হলো বইমেলায়, বললাম, কী, শ্রী চট্টোপাধ্যায় মশাই, কেমন আছেন, বাংলা সাহিত্য সংস্কৃতি জগতে সব সুভলাভালি তো?
  • রমিত চট্টোপাধ্যায় | ২০ এপ্রিল ২০২৪ ১৩:০৪522589
  • কি মুশকিল ! বাবু যে কলোনিয়াল সম্বোধন এইটা আমার জানা ছিলনা। আজ জানার ফলে গভীর সংকটে পড়লাম। সাধারণত স্বল্প চেনা বা বয়সে বড় মানুষজনকে (পুং নিক ধারী) বাবু বলেই বলে এসেছি। এত দিনের অভ্যেস কি চট করে যাবে ? কি বলে ডাকব এবার থেকে বসে তাই ভাবছি।
  • r2h | 134.238.***.*** | ২০ এপ্রিল ২০২৪ ১২:৩৬522588
  • থ্যাঙ্কিউ, তাহলে ঐ চলুকঃ)

    এই ধন্যযোগ ব্যাপারটা, যতদূর মনে পড়ে গুরুরই কয়েনেজ, এবং যতদূর মনে পড়ে এটা সিকি চালু করেছিল, লঘুভাবেই আড্ডার স্রোতে, ধন্য করে বাদ দেবো কেন, এইরকম।
    রামকৃষ্ণবাবুর, ঘনাদা নামে গুরুতে লিখতেন একসময়, কয়েনেজটা পছন্দ হয়েছিল। একটা সময় ধন্যযোগ গুরুতে খুব চালু হয়েছিল, সবাই তাই বলতো; যেমন হনুদার আকবা, বা দুখেদার বোধয়, সুযোগের অপেক্ষায় থাকা, বা অর্পনের (তাই কী?) হিনী।
    একটা টইও ছিল গুরুর কয়েনেজ টার্মিনোলজি নিয়ে!

    এমনিতে বাবুর উৎপত্তি তো বোধহয় কলোনিয়ালই, তবে সে তো ইংরেজরাও আমাদের কত কী নিয়েছে, হিসাব পরিষ্কার!

    এইটা পাটুলি (গড়িয়া বৈষ্ণবঘাটা ইত্যাদির কাছে)।
    ব্যক্তিগত মালিকানার শহুরে বনভূমি বা জলাজমি রক্ষার ব্যাপারটা ভাবি - কিংকর্তব্য? জমি তো বিনিয়োগ (অন্তত শহরে), জমির মালিকের টাকার দরকার হলে যদি তিনি পুকুর বোজাতে বা ক্রেতাকে জমি বিক্রি করতে চান, তাতে বাধা দেওয়ার মরাল গ্রাউন্ড আমি খুঁজে পাই না। যৌথভাবে, বা সরকারিভাবে কিছু করা যেত - অধিগ্রহন, উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে বা যা হোক...।
     
    কলকাতায় এরকম পকেট এখনো অসংখ্য আছে - সেগুলিকে রক্ষা করা আশু কর্তব্য তো বটেই, বরং অনেক দেরি হয়ে গেছে বলা যায়।
    কিন্তু তা বলে কী হবে, সুন্দরবন থেকে উপকূলের বালিয়াড়ি, উত্তরে বাইসনের চারনভূমি থেকে আরো উত্তরে হিমালয়ের পাদদেশ - সবই তো মানুষের বাড়ি, হোম স্টে, বিনিয়োগের দালানে ভরে যাচ্ছে।
  • অরিন | 119.224.***.*** | ২০ এপ্রিল ২০২৪ ১২:২২522587
  • "আবার বাঙালীদের কিছু টিপিক্যাল জিনিস (অন্য যেকোন গোষ্ঠীর মতই, কিছু টিপিক্যাল), আমার যেমন সমস্যা হয়, ধন্যবাদের উত্তর কী বলি?"
     
    ফেসবুকে একদা রামকৃষ্ণ ভট্টাচার্য নামে এক ভদ্রলোক ধন্যবাদ না বলে ধন্যযোগ বলতেন, জিজ্ঞাসা করাতে কি সব যোগ বিয়োগ নিয়ে ফাণ্ডা দিয়েছিলেন, এখন আর মনে নেই।
    ধন্যবাদের উত্তর টা মনে হয় অনেকটা কনটেক্সট নির্ভর, "আরে না না" থেকে গম্ভীর মুখ করে "ঠিক আছে" অবধি লম্বা রেঞ্জ, 
    :-)
    @র২হ, আপনি আমাকে অরিনদা বললে আমি বরং খুশীই হই, অরিনবাবু বললে কেমন একটা দূরত্ব তৈরী হয় । 
     
    অনেকদিন আগে একটি বাংলা আড্ডা গ্রুপে এক ভদ্রলোক ছিলেন (তিনি এখন আর বেঁচে নেই), তো তাঁকে কৃষ বাবু বললে ভয়ঙ্কর রেগে যেতেন। বলতেন তিনি কি এক 'বব' (মানে শিলিং) এর পাত্র, :-), তাঁর বক্তব্য ছিল, বাবু একটি কলোনিয়াল সম্বোধন, ব্রিটিশরা এক বব এর তুল্য বাঙালী কেরাণীদের ঐ নামে ডাকা চালু করেছিলেন। 
     
     
  • অরিন | 119.224.***.*** | ২০ এপ্রিল ২০২৪ ১২:১১522586
  • র২হ, "আমাদের ফ্ল্যাট বাড়ির পেছনে এই ছোটখাটো মিনিয়েচার বনভূমি আর এঁদো জলাটুকু ছিল। নানান রকম পাখির বাসা - হাঁড়িচাচা ফিঙে মাছরাঙা বসন্তবৌরি কাঠঠোকরা ছাতারে আরো নানান। ভামবেড়াল, বেজি।
    দু'বছর পর এসে দেখলাম হাপিস হয়ে গেছে। এক বেলায় নাকি ইলেক্ট্রিক করাত দিয়ে। আটষট্টিটা বড় গাছ নাকি কাটা পড়েছে"
     
    মর্মান্তিক!
    কোথায় হয়েছে এই অপকর্ম?
    এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় হয়েছে!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত