এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যদুবাবু | ০৫ এপ্রিল ২০২৪ ০৬:৩৪522132
  • না না, ঐটা থ্রি বডির ব্যাপারে বললাম। 
     
    এমনিতে অবশ্য টিভি/সিনেমা দেখি কম। শোগুন দেখবো বলে জমিয়ে রেখেছি। আগে শেষ হোক। ওই হপ্তার পর হপ্তা ক্লিফের পর ক্লিফে ঝুলতে পারছি না। 
  • &/ | 151.14.***.*** | ০৫ এপ্রিল ২০২৪ ০৬:১৯522131
  • সবসময় যে উপন্যাস বা গল্প থেকে সিনেমা হয় তাও তো নয়। কোনো কোনো সিনেমা তো চিত্রনাট্য হিসেবেই তৈরী করে শুটিং শুরু করে দেয়।
  • যদুবাবু | ০৫ এপ্রিল ২০২৪ ০৬:০২522130
  • একটা কথা কনফেস করেই ফেলি। বইয়ের উপর বেস করে সিনেমা বা সিরিজ হলে বেজায় ইচ্ছে করে বইটা আগে পড়ে নিয়ে সিনেমা দেখতে। 
     
    এমন নয় কেউ পড়া ধরবে বা হ্যাটা করবে বা খোঁটা দেবে আবার আমি শুদ্ধতাবাদীও নই। কিন্তু ঐ ... কেন জানি না মনে হয় আগে সিনেমা দেখে ফেললে বই পড়ার আনন্দ কিঞ্চিত ব্যাহত হবে। তবে এতো সিনেমা বেরোয় আর সে সব বই এতো মোটা মোটা যে সবসময় যে পারি তা নয়। এই যেমন ডিউন পড়তে গিয়ে একসময় রণে ভঙ্গ দিলাম। 
  • বই  | 173.62.***.*** | ০৫ এপ্রিল ২০২৪ ০৬:০১522129
  • সিদ্ধার্থ একবার পড়ে মনে হয়েছিল ফের পড়া উচিত উপন্যাস হিসেবে কেমন বোঝার জন্যে, এখনও সেই দ্বিতীয় বার এল না!  মোটরসাইকেলের বইয়ের নাম শুনে গিমিক ভেবে দেখা হয় নি, দেখতে হচ্ছে। 
    Wittgenstein বিংশ শতাব্দীর পাশ্চাত্য দর্শনের শ্রেষ্ঠ নাম, উনার সম্পর্কে টইও আছে। ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি, যেন দর্শনকে বোঝার জন্যে নিজের জীবনটা দিয়েছেন - আর, সে বড় সহজ দর্শন নয়। নিষ্কাম জীবনযাপনের এই দুর্দান্ত উদাহরণ। 
  • &/ | 151.14.***.*** | ০৫ এপ্রিল ২০২৪ ০৫:২৮522128
  • হ্যাঁ, ইটারনালস একেবারে কমিক করে ফেলেছে। একে তো এক হিন্দি ডিরেক্টর ঢুকে পড়েছে ক্যামেরা নিয়ে, তার উপরে আবার মাঝে মাঝে রেগে ক্ষেপে বদলে যায় জোলিদিদি। ভয়ংকর প্রাণীগুলো কীরকম যেন লম্বা লম্বা না বোনা উল দিয়ে তৈরী ঃ-)
    থ্রী বডি প্রব্লেম সিরিজ দেখছ নাকি?
  • &/ | 151.14.***.*** | ০৫ এপ্রিল ২০২৪ ০৫:১২522127
  • দেখুন বেতাল বা অরণ্যদেব কমিক্স হল গিয়ে আমার দেখা প্রথম কমিক্স, সে প্রায় কেজি আমলে দেখা। অতি ভালো, অতি ভালো। সেখানেও কিউরিয়াস কেসের এক রাণী ছিলেন, বয়স বাড়ত না তার, তিনি ২৫ বছর বয়সে ইউরোপে চলে যেতেন আর রটিয়ে দিতেন বিয়ে করেছেন আর একটি কন্যা হয়েছে, হতে গিয়ে তিনি মারা গেছেন। ২৪-২৫ বছর পরে সেই কন্যা আবার ফিরত, মানে তিনিই ফিরতেন। আবার কদিন পরেই ইউরোপ, আবার বিয়ে আবার কন্যা মানে পুরো সাইকেলটা রিপিট করত। কী মারাত্মক ব্যাপার চিন্তা করুন একবার। এইভাবে শয়ে শয়ে বছর তিনি কাটিয়ে দিচ্ছেন অনন্ত ২৫ বছরে আটকে থেকে।
  • যদুবাবু | ০৫ এপ্রিল ২০২৪ ০৫:০০522126
  • আমি কিচ্ছু পড়িনি। আমার ছোটোবেলায় এত কঠিন বই কোথায়? ছিল বলতে ঐ দমদম স্টেশনের কাছে কিশোর মহলের লাইব্রেরী আর এদিকে নবজাতক পাঠাগার। এখন বোধহয় দুটোই উঠে গেছে, কে জানে! 
     
    সেখান থেকে তুলে তুলে সহজ সরল বই পড়তাম। সপ্তাহে একটা করেই তুলতাম। যেমন "নিরীহ দৈত্য", "হান্স আন্ডারসেনের উপকথা", "আফান্দির আরো গল্প" ... এইসব। আর প্রচ্চুউর আজেবাজে কমিকস পড়তাম। স্কুলের স্যার সাবধান করে বলেছিলেন বেশি কমিকস পড়লে কল্পনাশক্তি নষ্ট হয়ে যেতে পারে। তিনি দূরদর্শী ছিলেন। আজকাল বেশি কল্পনা করতে গেলেই টায়ারড হয়ে পড়ি আর হাই ওঠে। 
  • kk | 2607:fb91:14d4:884b:5053:45f8:14de:***:*** | ০৫ এপ্রিল ২০২৪ ০৪:৫০522125
  • উরেব্বাস, মোটরসাইকেল মেইন্টেন্যান্স আমিও তেমন বুঝতে পারিনি, একাধিকবার পড়েও! পপুলার হলেও আমার 'সিদ্ধার্থ' ভালো লেগেছিলো পড়তে। কিন্তু আপনারা নিশ্চয়ই সেসব ছোটবেলায় পড়ে রেখেছেন।

    অ্যান্ডরের সিনেমার প্রসঙ্গে মনে হলো -- বেঞ্জামিন বাটন আমার দেখতে ভালো লাগেনি। লাস্টে যে সিনেমাটার কথা বললে, 'ইটার্নালস', সেটাও খুব বাজে লেগেছে :-(। মার্ভেলের এই ফোর্থ সীজনের সব সিনেমাগুলোই বেশ বাজে লাগছে!
  • যদুবাবু | ০৫ এপ্রিল ২০২৪ ০৪:৪৬522124
  • সেই সুপারলোকের কি একটি পুরুষ্টু গোঁফ ছেল শিকারী বিড়ালের মত? আর চোখে চশমা? 
  • &/ | 151.14.***.*** | ০৫ এপ্রিল ২০২৪ ০৪:৪১522123
  • আর একটা অদ্ভুত কমিক সাইফাই ছিল, গার্ডিয়ান অ্যাঞ্জেলদের মতন কিছু সুপারলোক এসে পৃথিবীর লোকেদের ভয়ংকর জীবের হাত থেকে বাঁচায়, বহু হাজার বছর ধরেই এমন করছে। তার মধ্যে কোথা থেকে এক হিন্দি-সিনেমার স্থূলকায় ডিরেক্টর ঢুকে পড়ে, আর ক্যামেরা দিয়ে ভিডিও তোলে। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ০৫ এপ্রিল ২০২৪ ০৪:৩৭522122
  • হ্যাঁ, বেঞ্জামিন বাটন।
  • :|: | 174.25.***.*** | ০৫ এপ্রিল ২০২৪ ০৪:১১522120
  • অমিতা বচনের সিনিমা? ওনারও এইরকম চরিত্রে অভিনয়ের একটা কাহিনী আছে মনে হচ্ছে।
  • &/ | 151.14.***.*** | ০৫ এপ্রিল ২০২৪ ০৪:০৪522119
  • ডিসি, একটা সাইফাই সিনেমা , একটি লোক বৃদ্ধ অবস্থায় জন্মায়, যত দিন যায় আস্তে আস্তে বয়স কমতে থাকে, প্রৌঢ়, যুবক, কিশোর হয়ে শিশু হয়ে অবশেষে একেবারে সদ্যোজাত শিশু হয়ে মারা যায়। দেখেছেন কি?
  • lcm | ০৫ এপ্রিল ২০২৪ ০৩:৫৯522118
  • অরিন, এটা নিয়ে একটা প্রোগ্রাম এনপিআরে বোধহয় শুনেছিলাম, লেখক রবার্ট পার্সিগ এর সাক্ষাৎকার। এই বই নাকি লোকে ১০  বার পড়ে বুঝতে পারে নি লেখক কি বলতে চেয়েছেন, কিন্তু বারবার পড়েছেন। 
  • &/ | 151.14.***.*** | ০৫ এপ্রিল ২০২৪ ০৩:০৩522116
  • 'মধুময় পৃথিবীর ধূলি' নামে একটা উপন্যাস দেখলাম। টাইম ট্রাভেল করে সেই 'মধুবাতা ঋতায়তে' রচনার যুগে গিয়ে পড়ে কী কী সব হল সেই নিয়ে।
  • যদুবাবু | ০৫ এপ্রিল ২০২৪ ০২:৫৮522115
  • @র২হঃ আমার-ও চাই, সহজ বই। যদিও কবে পড়ব জানি না। ঐ ম্যাগপাই পাখির মত জমিয়ে রাখবো। 
     
    শ্রাদ্ধের মন্ত্র প্রসঙ্গে, কোথায় যেন পড়েছিলাম রবীন্দ্রনাথ "সমুখে শান্তিপারাবার, ভাসাও তরণী হে কর্ণধার" গানটি লিখেছিলেন মৃত্যুর পর নিজের শ্রাদ্ধে গাওয়ার জন্য। যেন নিজের এপিটাফ। "হয় যেন মর্তের বন্ধনক্ষয়,  বিরাট বিশ্ব বাহু মেলি লয়–পায় অন্তরে নির্ভয় পরিচয় মহা-অজানার।" 
     
    আর মনে পড়ে, কোনো একদিন ঐরকম পুরোনো পাড়া দিয়ে যাচ্ছি, কোথাও শ্রাদ্ধবাসর হবে বলে সাদা কাপড় দিয়ে পুরোনো বাড়ির নিচের তলাটা পুরো ঘেরা, বাড়িটিও কিঞ্চিত মাথানিচু করে দাঁড়িয়ে আছে ম্লান আলোয়, হয়তো সেও স্মৃতিকাতর, রিকশো করে যেতে যেতে মনে হোলো এই তো এই বাড়ির রকে এই তো সেদিন অব্দি বসে আড্ডা দিয়েছি আর খেদানি খেয়ে গজগজ করে অন্যত্র গেছি। 
     
    সেদিন কেন যেন ম'নে হয়েছিল, প্রাচ্যে শূন্যতার রঙ সাদা, সব রঙ আছে, আর পাশাচত্যে শূন্যতার রঙ কালো, কোনো রঙ নেই। কেন, কে জানে? 
  • &/ | 151.14.***.*** | ০৫ এপ্রিল ২০২৪ ০২:২৮522114
  • মোটামুটি ২০১৪ সাল নাগাদ ১০-১৯ এর কার্ভ উঠতে শুরু করেছে, বেশ দ্রুতহারে। নামে নি আর। মাঝে একটু স্লো, তারপরে আবার দ্রুত উঠেছে। ২০১৪ এর কাছাকাছি সময়ে কিছু একটা নির্ঘাৎ হয়েছিল যা এই টীনেজ মেয়েদের উপরে মারাত্মক প্রভাব রেখেছে, রেখে চলেছে।
  • r2h | 192.139.***.*** | ০৫ এপ্রিল ২০২৪ ০২:২৭522113
  • অরিনদা, সচিদানন্দ/ ব্লিস থেকে মনে হল, নির্বান, জেন, নিষ্কাম জীবন যাপন - ইত্যাদি বিষয়ে প্রাচ্য ও পাশ্চাত্য দর্শনের কীরকম তফাত- এই নিয়ে কিছু পড়তে পেলে মন্দ হয় না।

    (ভারি ইংরেজি বই পড়তে পারবো না, ডিসক্লেমার দিয়ে রাখি আগে ভাগে, তবে রেফারেন্স দিতে বাধা কী, অন্য কেউ পড়বেন নিশ্চয়।)

    হিন্দুদের (নাকি বৈদিক বলা উচিত?) শ্রাদ্ধের মন্ত্রগুলি অপূর্ব। মধুবাতা ঋতায়তে তো সবাই জানে। এছাড়াও।
  • Arindam Basu | ০৫ এপ্রিল ২০২৪ ০২:২১522112
  • @যদুবাবু, এটাও থাক,
    সুইসাইডের ঐ ১০-১৯ বছর বয়সী মেয়েদের আত্মহননের কার্ভ দেখে আঁতকে উঠলাম। এর causal রিসার্চের বেশ কতগুলো সমস্যা রয়েছে, তার মধ্যে একটা সারভাইভারশিপ বায়াস | বাদবাকী aggregate এর সমস্যা তো রয়েছেই |
  • &/ | 151.14.***.*** | ০৫ এপ্রিল ২০২৪ ০২:১৪522111
  • ওদিকে টইতে নজর রাখুন। রবিঠাকুর নাকি ইহুদী বাঙালি? থ্রিলিং থিওরি আসছে টইতে! ঃ-)
  • যদুবাবু | ০৫ এপ্রিল ২০২৪ ০২:০৪522110
  • &/: হ্যাঁ সত্যিই। 
     
  • &/ | 151.14.***.*** | ০৫ এপ্রিল ২০২৪ ০২:০০522109
  • ১০ থেকে ১৯ বছুরে মেয়েদের রেখাটা দেখলে সত্যিই শঙ্কা হচ্ছে।
  • যদুবাবু | ০৫ এপ্রিল ২০২৪ ০১:৫১522108
  • ও, আর, 
    • dissertation is such a sweet cute little pug! | 103.87.143.242 | ০৪ এপ্রিল ২০২৪ ১৯:৪৬522073
    • Update:  yes the problem was indeed due to the definition of identifiability constraints, as the set of side conditions chosen by me brings down the number of independently estimable model parameters to 4 from 9 in the original model. 
     
    ব্রেশ। মনে রাখবেন চারটে প্যারামিটার দিয়ে একটা হাতিও ফিট করে ফেলা যায়। আমি বলিনি, বলেছেন নিউম্যান। ("With four parameters I can fit an elephant, and with five I can make him wiggle his trunk.")
  • &/ | 151.14.***.*** | ০৫ এপ্রিল ২০২৪ ০১:৪৫522107
  • পুরনো বন্ধুবান্ধব খুঁজে বের করে পরিবারগুলোর মধ্যে পারস্পরিক যাতায়াতের একটা চেষ্টা করেছি মাত্র, জানি না কোনো উপকার হবে কি হবে না। কতটুকু বা আমরা বুঝি? তবে সাড়ে চার বছরের শিশুটা খুশি হয়ে উঠেছে, সেটা একটা প্রাপ্তি সত্যিই।
  • r2h | 192.139.***.*** | ০৫ এপ্রিল ২০২৪ ০১:৪৪522106
  • হ্যাঁ, ভালো মন্দ সম্যক বুঝতে হয়তো আরো অন্তত কয়েক দশক লাগবে, কিন্তু সোশ্যাল মিডিয়া, ইন্টারেনেট (ডিজিটাল জানালা বলছিলাম যেটাকে) আমাদের চিন্তা ভাবনা পার্সেপশন সামাজিক মূল্যবোধ সবকিছুকে প্রচন্ড রকম প্রভাবিত করেছে তাতে কোন সন্দেহ নেই।
  • যদুবাবু | ০৫ এপ্রিল ২০২৪ ০১:৩৫522105
  • একটা গ্রাফ দেখে কয়েকদিন আগে আঁতকে উঠেছিলাম। এখানেও দিয়ে যাই। তবে আমার ফিয়ার-মঙ্গারিং ভালো লাগে না। এমনিও এসব দেখে বিচ্ছিরি একটা দুঃখ হয়। কিছু তো করার নেই। ঐ দেখে আতঙ্কিত হই। 

    তবে হ্যাঁ, এসব জিনিষের কজ়ালিটি নির্ণয় করা অসম্ভব কি না জানি না, সহজ তো নয়ই। তাও। 
     

     
  • r2h | 192.139.***.*** | ০৫ এপ্রিল ২০২৪ ০১:২৭522104
  • এইটা অবশ্য অনেক আগে থেকেই শুনি, অবন ঠাকুর কলের ধোঁয়াকে মেঘ ভেবেছিলেন, আমার বাবা ডুরি ওয়ালা পাৎলুন পরে ব্যাঘ্র সংকুল গোগালিছড়া চা বাগানের মুক্ত প্রকৃতির স্বাদ না পেয়ে আগরতলার বদ্ধ শহরে আমাদের বড় হওয়া নিয়ে বিচলিত হতেন, আমি আবার কলকাতা গিয়ে আগরতলার নদীনালা নিয়ে আকুলি বিকুলি, আর তারও কতকাল আগে অপু একটুখানি বিকেল দেখার জন্য ছটফট করতো।
    মানে এই সবই খারাপ, এবং খারাপতর হচ্ছে, তবে এই ব্যাপারগুলি গত শ'দুয়েক বছর ধরেই হচ্ছে, হওয়ার গতিটা বেড়ে চলেছে এই যা। ছোটদের মোটামুটি 'সব কিছুতেই খেলনা হয়'।

    হ্যাঁ, বাড়ির পরিবেশ টরিবেশ, বন্ধুবান্ধব, স্কুল এইসব ক্রিটিকেল। আমার এক ভাগ্নের আড়াই বছর বয়স হয়েছে কোভিডকালে, সে দেখি অনলাইন স্কুল করে। মানে, লে হালুয়া। ডিজিটাল জানালা বাচ্চাদের জন্য একটা বড় উৎপাত মনে করি।

    তার মানে পরিবেশ কী আর চিন্তার বিষয় না, অবশ্যই বড় চিন্তা। কিন্তু তার শুরু আজ নয়, আর মুক্তিও আশু হবে না। মানে, আমাদের কাছে উন্নয়নের পরাকাষ্ঠা হল গাড়ি শিল্প দিয়ে জিডিপি বাড়ানো, তো আর কী হবা।
  • &/ | 151.14.***.*** | ০৫ এপ্রিল ২০২৪ ০১:১৮522103
  • যদুবাবু, থ্যাংকু। আর, নতুন প্রজন্মের কথাই যদি বললেন, তাহলে আমি সত্যিই শঙ্কিত। উচ্চ, মধ্য, নিম্ন সমস্ত বিত্ত নির্বিশেষে। বাচ্চাদের খেলার মাঠ নেই, পাড়াগুলো নরকতুল্য কংক্রীটের জঙ্গল, বায়ুদূষণ জলদূষণ তো নাহয় ছেড়ে দিলাম, প্রশাসনের চেষ্টায় হয়তো ভালোর দিকে যেতে পারে, কিন্তু মনদূষণ? খাঁচাবন্দী বাচ্চাগুলো মনমরা, সেইজন্যেই নানা অসুখে ভুগছে। প্রাইভেট ইংমেড বা ইংবাং মেড যেসব স্কুলে আজকাল অধিকাংশ মধ্যবিত্ত বাচ্চা যায়, সেইসব স্কুলগুলোর কিছু কিছু প্রায় কনসেন্ট্রেশন ক্যাম্পের মত, ছোটো ছোটো বাক্সের মতন ঘর, জানালা টানালা নেই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত