এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যদুবাবু | ০৫ এপ্রিল ২০২৪ ০১:০৮522102
  • &/: আমি আপনার ফেবুর দেওয়ালে ছবি দেখেছিলাম। সত্যিই অনেক অভিনন্দন। নিজের স্কুলে ফিরে যাওয়ার, নতুন প্রজন্মের সাথে কথা বলার, মত তৃপ্তিদায়ক কম জিনিষ-ই আছে। আমি নিশ্চিত ওদের মধ্যে কেউ কেউ আপনাকে দেখে সেদিন অনুপ্রাণিত হয়েছে। সেটা একজন হলেও একটা বিশাল ব্যাপার। 
     
    আর ঐ প্রথম প্রজন্ম ছাত্রছাত্রীদের ব্যাপারে হুতোদা যা বললো। শুধু আর্থিক পুঁজি-ই তো নয়, সামাজিক পুঁজি, সাংস্কৃতিক পুঁজি - এই অসাম্য যাবে না চট করে। তাও, আশা রাখি। 
     
    আচ্ছা বেড়ালকে কাঁটা বেছে মাছ খাইয়ে কিছু একটা হিল্লে হলে তো আমার লাইন কিলিয়ার। কুকুর, বেড়াল তো বটেই, সুন্দর একটা থাই রেড চিলি কি ছোটো ফুলের গাছ হয়েও জন্মাতে পারি। আমার মায়ের বাগান করা দেখে আমি স্থির নিশ্চিত যে গাছ মানুষের ভালোবাসা বোঝে ও প্রত্যুত্তর দেয়। 
  • &/ | 151.14.***.*** | ০৫ এপ্রিল ২০২৪ ০১:০৬522101
  • অরিন, আরে হ্যাঁ তাই তো। কোনো গ্যারান্টি নেই। কিন্তু উনি তো বিশ্বাস করেন যে আসবেন।
  • &/ | 151.14.***.*** | ০৫ এপ্রিল ২০২৪ ০১:০০522100
  • হুতো, আরে না না অভিনন্দনের মতন কিছু না, ভগীরথের মতনও না। ঃ-) হ্যাঁ, চন্দ্রযানের দিদি একদম ঠিক ধরেছেন। ইসরোতে কাজ করেন এমন একজন প্রাক্তনী।
    শ্রমজীবী পরিবারের মেয়েরা সত্যিই অনেক কঠিন বাধা পেরিয়ে পড়শোনা করে। তবে কিনা সামাজিক দুঃচ্ছাই টা লড়াইটাকে আরও কঠিন করে দেয়। 'ওরে তোরা আর কী করবি, তোদের কাছে তো এসব পড়া টড়া উটকো উৎপাত, তোদের কাজকর্মের ব্যব্স্থা তো তৈরীই আছে। আর স্কুল থেকে বেরিয়েই তো পালিয়ে গিয়ে বিয়ে করবি' এরকম ধরণের সব মতামত নিত্যই তাদের কানে আছড়ায়।
  • r2h | 192.139.***.*** | ০৫ এপ্রিল ২০২৪ ০০:৫৫522099
  • মায়ের এক বন্ধু পরজন্মে লোকের বাড়ি আদুরে বেড়াল হবেন এই আশায় পাড়ার একপাল বদ বেড়ালকে রোজ কাঁটা বেছে মাছ খাওয়াতেন, আর সেসব বেড়াল অতিভোজন করে তাঁদের বাড়ির উঠোনে বমি করে যেত।
  • Arindam Basu | ০৫ এপ্রিল ২০২৪ ০০:৫৫522098
  • "পরজন্মে ভালোবাসার সংসার, ভালোবাসার সন্তানদের পাবেন এই আশায়।"
    সে তো ভাল কথা, কিন্তু ইহজন্মের উনি যে  পরজন্মে আসবেন, সেই গ্যারান্টি তো কেউ দিতে পারবে না, এমনকি উনিজিও না।
  • &/ | 151.14.***.*** | ০৫ এপ্রিল ২০২৪ ০০:৫৪522097
  • ডিসি, অলিম্পাস মনসে যেসব পর্বতারোহীরা প্রথম উঠবেন, তাদের খুবই একটা থ্রিলিং ইয়ে হবে, খুব বিখ্যাতও হয়ে যাবেন। (ততদিনে মঙ্গলে প্রচুর সেটলমেন্ট তৈরী হয়েছে ধরে নেওয়া যায়, সাব-সারফেসেই হবে খুব সম্ভব, সারফেসের তো একেবারে কিচাইন অবস্থা )
  • r2h | 192.139.***.*** | ০৫ এপ্রিল ২০২৪ ০০:৫১522096
  • অ্যান্ডর, স্কুলের কথা শুনে খুব ভালো লাগলো, নিজের স্কুলের ছোটদের কাছে অনুপ্রেরণা হিসেবে ফিরে যাওয়া - এর থেকে বড় অ্যাচিভমেন্ট কমই হয়। চন্দ্রযানের দিদি ব্যাপারটা বুঝলাম না, ইসরোতে কাজ করেন এমন কোন প্রাক্তনী - সেরকম হতে পারে।
    যাই হোক, অনেক অভিনন্দন।

    প্রথম প্রজন্মের, শ্রমজীবি পরিবারের সন্তান - তাঁদের জন্য যাত্রাটা কোনদিনই সহজ ছিল না। সরকারী স্কুল থেকেও মধ্যবিত্ত এবং তদূর্দ্ধরা এগিয়ে যেত বেশি। মধ্যবিত্ত পরিবারের সন্তানরা আগে সরকারি স্কুলে পড়ে সফল হতো, এখন হয়তো বেসরকারি থেকে হবে।

    মানুষের অ্যাস্পিরেশনের দিশা বোঝাও খুব কঠিন দিল্লিতে সরকারি স্কুলের ভোল বদলের কান্ডারি আতিশি মারলেনার থেকে ভোটের বাজারে প্রাক্তন ক্রিকেটারের দাম বেশি। রাজনৈতিক দলগুলি বোঝে নিকট ভবিষ্যতের কথা ভাবলে শিক্ষা টিক্ষা তত বড় কিছু না।

    আজকাল অবশ্য অনেকে গরীব মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্যে এগিয়ে আসেন। তবে দারিদ্রের মধ্যে থেকে, অভিভাবকদের সহায়তা না পেয়ে হাই স্কুল পর্যন্ত নিজের মেধাকে বিকশিত করে তোলা ইটসেল্ফ একটা কঠিন কাজ - শুরুটাই করতে হয় অনেকটা পিছন থেকে।
  • &/ | 151.14.***.*** | ০৫ এপ্রিল ২০২৪ ০০:৩৭522095
  • আমি আবার এমন একজনকে জানি যার এই জীবনের উদ্দেশ্য হল ঝটপট মুক্তি পেয়ে পরজন্মে ভালো একটা জীবন পাওয়া। সংসারে নাকি তিনি বন্দী, স্পাউসকে কোনোদিনই ভালোবাসতে পারেন নি, বাধ্য হয়ে মেনে নিয়েছিলেন। সন্তানরা অনিচ্ছার সন্তান, কর্তব্যবশে জন্ম দিয়েছেন ও মানুষ করেছেন। এইভাবে এই জীবনটা তিনি ঠাকুর ঠাকুর করে কাটিয়ে দিচ্ছেন। পরজন্মে ভালোবাসার সংসার, ভালোবাসার সন্তানদের পাবেন এই আশায়।
    ভাবি, ভাগ্যিস উনি পরজন্মে বিশ্বাস করেন!
  • যদুবাবু | ০৫ এপ্রিল ২০২৪ ০০:৩০522094
  • "Purpose" প্রসঙ্গে কথা উঠলো বলে এই পেপারটার কথা মনে পড়লো। ভ্রমরদিদের গ্রুপের কাজ। এটা অনেকদিন আগে পড়ে মনে হয়েছিল যে ঐ পার্পাস থাকা হয়তো দীর্ঘ জীবনের জন্য ভালই। তবে দীর্ঘ জীবন ভালো কি না সে আমি জানি না। 
     
  • &/ | 151.14.***.*** | ০৫ এপ্রিল ২০২৪ ০০:২৭522093
  • স্কুলে ডাকল একদিন কিছু বকবক করতে, তো দেখি উরেশশা ক্লাস এইট থেকে সব মেয়েদের চত্ত্বরে বসিয়ে দিয়েছে স্টেজের সামনে, ছোটোদের ছুটি দিয়ে দিয়েছে। 'ওরে গৌর, এই ছিল তোর মনে?' কথাটা মনে আসছিল। তো কী আর করা, তখন আর পিছনো যায় না। চন্দ্রযানের দিদি এসেছিলেন, তিনি আগে কইলেন, তারপরে আমাকে কইতে উঠতে হল। ওদিকে আবার সব মোবাইলে মোবাইলে নাকি ভিডো তুলছে। মধুসূদনের তবু এই বখেরা ছিল না।
    তবে প্রশ্নোত্তর সেশনে কিন্তু মেয়েরা খুব চমৎকার চমৎকার সব প্রশ্ন করছিল। চাঁদে নামার পরে অ্যাস্ট্রোনটদের কী হল থেকে আরম্ভ করে সূর্য কীভাবে জন্মালো, কীভাবে বা এর জীবন সমাপ্ত হবে থেকে মহাবিশ্বের সূচনা কীভাবে, কেমন করে জানা গেল, মহাশূন্যে প্রচন্ড গতিতে চললে সময় ধীরে চলে কেন, দেজাভু কী---এরকম সব বিচিত্র রঙীন সব প্রশ্ন।
    এইসব মেয়েদের কথা ভেবে মনে একইসঙ্গে হর্ষবিষাদ হল। স্কুল তো এখন একেবারেই আর মধ্যবিত্ত সন্তানদের জন্য নয়। এই মেয়েরা প্রায় সকলেই প্রথম প্রজন্মের পড়ুয়া, শ্রমজীবী পরিবারের সন্তান। স্কুল থেকে বেরুবার পরে এদের অনেকেরই আর পড়শোনা করা সম্ভব হবে না। অথচ এদের মধ্যে এত সব আগ্রহী প্রশ্ন! এদের স্ফুলিঙ্গগুলোকে নিভিয়ে দেবে সমাজ, অথচ কত প্রতিশ্রুতি হয়তো ছিল।
  • Arindam Basu | ০৫ এপ্রিল ২০২৪ ০০:০৬522092
  • Life Divine , লাইফ ডিজাইন নয় । 
     
  • Arindam Basu | ০৪ এপ্রিল ২০২৪ ২৩:৩৭522091
  • r2h, "জেলিফিশ বা আরশোলার মত নিছকই সার্ভাভাল নিয়ে বুদ্ধিমান জীব বাঁচতে পারবে না ঠিকই; কিন্তু ভুবনের ভার ছেড়ে দিয়ে, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়িয়াছ সাঁই ভেবে আক্ষিক মোডে চলে যাওয়া, এইটা যথাসম্ভব হতে পারতো।"
     
    সচ্চিদানন্দ!
    Bliss! 
    শ্রী অরবিন্দ লাইফ ডিজাইনে লিখেছিলেন। 
     
  • Arindam Basu | ০৪ এপ্রিল ২০২৪ ২৩:৩৩522090
  • আহা, ভারি চমতকার আলোচনা হচ্ছে!
    এলসিএস কে বেশ কয়েকদিন পর দেখা গেল।
    আমি কেবলই স্বপন করেছি বপন আকাশে এরকম আলোচনাবহুদিন গুরুতে চোখে পড়েনি, :-)
    যদুবাবুর পাশার কথায় মনে হল, আমি যা জানি, পাশাকে অনেকে পচিশি বলে, মানে পাঁচ/সাত খুঁটির খেলা। লুডোর মত। তবে কতগুলো কড়ি পড়লে কে কত ঘর এগোবে তার নিয়ম কানুন বিচিত্র । 
  • &/ | 151.14.***.*** | ০৪ এপ্রিল ২০২৪ ২৩:১১522089
  • আর আমি কেবলই মনে করি কবে যে একটা কিছু বানাবো, নিচে সরু উপরে মোটা গেলাস, ছোটো ছোটো সবুজ স্প্রুসকোণ গেঁথে গেঁথে মালা, কয়েল দিয়ে ডম্বরু, মালাকাইটের ঝাঁপির মতন একটা গল্পঝুড়ি, এমন কোনো আলপনা যা কিনা নিজে নিজেই বদলে যেতে থাকে, একটা কোনো ভাস্কর্য যা সকালে হয়ে যায় পাখি দুপুরে হয়ে যায় হারকিউলিস বিকেলে হয়ে যায় বাবাইয়াগা সন্ধেবেলা হয়ে যায় এলিয়েন---কিন্তু কোনোকিছুই আর বানানো হয় না।
  • lcm | ০৪ এপ্রিল ২০২৪ ২৩:০৯522088
  • আমাদের আপিসে একটি ছেলে আছে, সে খালি মেন্টাল ফ্লস নামের একটি ওয়েব সাইটের কথা বলে, রেফারেন্স দেয়... তো কয়েক সপ্তাহ আগে একদিন জুমে নির্ধারিত সময়ের আগে মিটিং শেষ হওয়ায় কিঞ্চিৎ ভাট চলছে - লোকজন জীবন, প্যাশন ইত্যাদি নিয়ে কথা বলছেন, একজন এমারসন এর সেই বিখ্যাত উক্তি শোনালেন - ইটস নট দ্য ডেস্টিনেশন, জার্নিই আসল... ইত্যাদি। তখন হ্ঠাৎ ও বলে উঠল, জার্নি করবেন কি করে, পথটাই তো ভেঙে যাচ্ছে। শুনে সবাই চুপ, তখন এই ছবিটা স্ক্রিন শেয়ার করল। কয়েক সপ্তাহ আগে ক্যালিফোর্নিয়ায় রাস্তা ভেঙে সমুদ্রে নেমে গেছে। তাই দেখে, একজন খুব গম্ভীরভাবে বললেন - গট ইট, প্যাসিফিক ইস দ্য ডেস্টিনেশন, শুডন্ট বি এ প্রবলেম, ইউ ক্যান ফ্লস উইথ দ্য সি উইডস
     
  • r2h | 192.139.***.*** | ০৪ এপ্রিল ২০২৪ ২৩:০৮522087
    • kk | ০৪ এপ্রিল ২০২৪ ২২:৪৩
    • আমি সব সময় ভালো থাকবোনা সেটা জানি। সেইটাই চুপ করে দেখি বসে বসে। 
     
    হুঁ। মানে, এই আমি যদি সারাদিন তাস পাশা খেলে জীবন কাটাই, তাহলে পেটের পিলে হলে চিকিৎসা জুটবে না। তাহলে কী আর আমি ভালো থাকবো?
    সেসব জেনেও।
    ঐ জন্যে আমি রামকিংকরের 'মহাশয়, আমি চাক্ষিক' কথাটি আপ্তবাক্য হিসেবে মানি, তিনি নিজে যদিও খুবই প্যাশনেট লোক ছিলেন।

    জেলিফিশ বা আরশোলার মত নিছকই সার্ভাভাল নিয়ে বুদ্ধিমান জীব বাঁচতে পারবে না ঠিকই; কিন্তু ভুবনের ভার ছেড়ে দিয়ে, এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়িয়াছ সাঁই ভেবে আক্ষিক মোডে চলে যাওয়া, এইটা যথাসম্ভব হতে পারতো।
     
    • dc | ০৪ এপ্রিল ২০২৪ ২২:৩৬
    • ...এই সবের জন্যই বোধায় প্যাশান, মোটিভেশান ইত্যাদি খানিকটা লাগে।  
     
    তবে ডিসি হয়তো ঠিক বলেছেন, ঐটা করার জন্য দুনিয়ার বিপরীত স্রোতে যেতে হয়, তার জন্যও একটা প্রতিজ্ঞা লাগে।
    এতটা প্রতিজ্ঞা ছিল না, তাই নিরাবলম্ব হয়েছি!
    আর রবিবাবুর কবিতাটা, হ্যাঁ, ঐটা, ঐ জন্যই বললাম, মাথা খাওয়া পদ্য, তাই পরের দুটো লাইন কাটিয়ে দিয়েছিলাম - 'মাতাল হয়ে পাতাল পানে ধাওয়া' - ঐটা বড় ব্যাপার, ল্যাদ খেয়ে হওয়ার নয়! 
  • dc | 2402:e280:2141:1e8:4d1:a3f9:a70b:***:*** | ০৪ এপ্রিল ২০২৪ ২৩:০৪522086
  • kk, আচ্ছা বুঝতে পেরেছি। 
  • &/ | 151.14.***.*** | ০৪ এপ্রিল ২০২৪ ২৩:০২522085
  • ডিসি, ওহ ডিসি, ওই ব্যাগটা একটু যদি ধার দ্যান আমি M87* এর ইভেন্ট হরাইজন এ.... ওটা খুব বড়ো কিনা তাই মনে হয় ফিনফিনে পাতলা
  • kk | 2607:fb90:ea06:926e:6d06:5542:f486:***:*** | ০৪ এপ্রিল ২০২৪ ২২:৪৩522083
  • "আমি আমার মতো করে ভালো থাকবো, বা সৃষ্টিছাড়া হাওয়ার মতো থাকবো - এটাও বোধায় একটা স্বপ্ন, বা আশা।  "
     
    এই স্বপ্ন বা আশাও কারুর না থাকতে পারে। আমার এই রকম মনে হয় -- আমি সব সময় ভালো থাকবোনা সেটা জানি। সেইটাই চুপ করে দেখি বসে বসে। কেমন করে ভালো না থাকাটা উঠছে, নামছে। কেমন করে মাঝে একটুকু ভালো থাকা পাখির মত এলো, উড়ে গেলো। এইসব।
  • dc | 2402:e280:2141:1e8:4d1:a3f9:a70b:***:*** | ০৪ এপ্রিল ২০২৪ ২২:৩৬522082
  • র২্হ এর বক্তব্যের সাথে অনেকটাই একমত। সবারই যে প্যাশান বা স্বপ্ন থাকতেই হবে সে আমিও মনে করিনা। আমার মত হলো যে যেমন আছে থাকতে দাও, লিভ অ্যান্ড লেট ডাই। 
     
    তবে একটা কথা মনে হয়। সব মানুষই বোধায় মনে করে আমি যেন ভালো থাকি। তার কারন আশা করাটা বোধায় বেসিক হিউম্যান নেচার, হোপ স্প্রিংস ইটার্নাল। এবার ভালো থাকাটাও একেবারেই সাবজেকটিভ - কেউ যদি মনে করে সে দিব্যি আছে তো তাই, কেউ যদি মনে করে সে দিব্যি নেই তো তাই। যদিও এর মধ্যে অনেকটাই সোশ্যাল নর্ম বিল্ডিং ইত্যাদি থাকে। আর ভালো থাকার জন্যও একটা মোটিভেশান দরকার হয়। কেউ মনে করলো আমি ল্যাদ খেয়ে ভালো থাকতে চাই, বা অল্পতেই সন্তুষ্ট হয়ে ভালো থাকতে চাই, তো তার জন্যও তাকে ল্যাদ খাওয়ার বা অল্প কিছু করার জন্য মোটিভেটেড হতে হবে। মোট কথা, রবিবাবু যে লিখেছেন, কেউ কাজ করে তো করুক, আমি আমার মতো থাকবো বা আমার মনে যা চায় তাই করবো (বা করবো না), এই সবের জন্যই বোধায় প্যাশান, মোটিভেশান ইত্যাদি খানিকটা লাগে। আমি আমার মতো করে ভালো থাকবো, বা সৃষ্টিছাড়া হাওয়ার মতো থাকবো - এটাও বোধায় একটা স্বপ্ন, বা আশা।  
  • lcm | ০৪ এপ্রিল ২০২৪ ২২:৩৫522081
  • আহা, সে তো সক্রেটিস আর প্লেটোর কোটেশন গিজগিজ করছে... 

    কামুর এটা কোনো বইএর মলাটের পিছনে দেখেছি, খুব সম্ভবত কোনো মেন্টাল হেলথ এর ওপরে বই, ভুলও হতে পারে ... 

    সব ভুলে যাই... সেদিন রেঁস্তোরায় রাঙাআলুর ইংরেজি কিছুতেই মনে করতে পারছি না, অবশেষে সার্ভার মেয়েটি বলল, সুইট পট্যাটো... এত ফিনফিনে পাতলা স্মৃতির লেয়ার দিয়ে কি করে যে চালাচ্ছি ভাবলে বিস্ময় লাগে...
  • যদুবাবু | ০৪ এপ্রিল ২০২৪ ২২:২৬522080
  • এটা কামুর লেখা? কামু এরকম গ্রিটিংস কার্ড মার্কা কোট পেড়েছেন? যাঃ। 
  • lcm | ০৪ এপ্রিল ২০২৪ ২২:১৯522079
  • বন্ধু/বন্ধুত্ব... আবার কোটেশন...
    ***
    Don’t walk in front of me, I may not follow ...
    Don’t walk behind me, I may not lead ...
    Walk beside me, just be my friend
    ( Albert Camus )
  • যদুবাবু | ০৪ এপ্রিল ২০২৪ ২২:০৮522078
  • বন্ধু মানে অত্যাগসহনো ধরলে কেউ নেই। আবার দুর্ভিক্ষ রাষ্ট্রবিপ্লব দেখিনি, রাজদ্বারেও যাইনি। উৎসবে কেউ ডাকে না আর বেসন খেলেই অম্বল। তবে শ্মশানে, বাবা চলে যাওয়ার সময়, যে দুজন এসেছিলেন তারা নিশ্চয়ই বন্ধু। 
     
    আরো লুজলি যাদের ব্যাপারে ভালো খবর শুনলে মন খুশি হয় এমন ধরলে অনেক বন্ধু। বিড়ি খেতে কাউন্টার নেওয়ানেওয়ি করতে পারবো এমনও বেশ কিছু। তবে রিভার্সিবল রিয়েকশন প্রত্যাশা করি না। 
     
    আচ্ছা @র২হ র কথায় মনে হোলো, আমি কখনো পাশা খেলিনি। ছোটবেলায় শুনেছি তাস দাবা পাশা তিন সর্বনাশা (নাকি কর্মনাশা?)। এখন প্রশ্ন হচ্ছে যে পাশা কী করে খেলে? বোর্ড পাওয়া যায়? খেলাটা কি লুডো গোছের? ভালো পাশারু কেউ আছেন? 
  • kk | 2607:fb90:ea06:926e:6d06:5542:f486:***:*** | ০৪ এপ্রিল ২০২৪ ২১:৫৪522077
  • হুতোবাবুর ২০ঃ৫৪, একশো ভাগ একমত।
  • r2h | 192.139.***.*** | ০৪ এপ্রিল ২০২৪ ২০:৫৪522076
  • এইসব খুবই সমস্যার জিনিস। লোকে বলে প্যাশন, স্বপ্ন ইত্যাদি অনুসরন করো। আমার যদি তেমন কোন প্যাশন বা স্বপ্ন না থাকে তবে আমি যাই কোথা? আমি চাই পাশ ফিরে শুয়ে থাকতে, চণ্ডীমণ্ডপে পাশা খেলে জীবন কাটিয়ে দিতে।

    এটা অবশ্য খুবই মাথা খাওয়া পদ্য কারন রবিবাবুর মত কাজের মানুষের জুড়ি মেলা দুনিয়ায় ভার, কিন্তু তাও এইটা মনে পড়লো
     
    ...সংসারেতে সংসারী তো ঢের
                কাজের হাটে অনেক আছে কেজো,
    মেলাই আছে মস্ত বড়ো লোক--
                সঙ্গে তাঁদের অনেক সেজো মেজো।
    থাকুন তাঁরা ভবের কাজে লেগে,
            লাগুক মোরে সৃষ্টিছাড়া হাওয়া--
    ...
  • r2h | 192.139.***.*** | ০৪ এপ্রিল ২০২৪ ২০:৪৪522075
  • হ্যাঁ হ্যাঁ, আমিও আছি এই দলে। প্রফেট লিখেছিলেন খুসখুসে কাশি আর ঘুসঘুসে জ্বর, ফুসফুসে ছ্যাঁদা..., আবার নিঝুম নিশুতি রাতে একা শুয়ে তেতলাতে খালি খালি খিদে কেন পায় রে, তারপর হুলোর গানে ধুক করে নিভে গেল বুকভরা আশা।

    তবে তারপরই, চট করে মনে পড়ে মটকার কাছে/ মালপোয়া আধখানা কাল থেকে আছে।
    ঐ আধখানা মালপোয়াই জীবনের সার আরকি।
  • kk | 2607:fb90:ea06:926e:6d06:5542:f486:***:*** | ০৪ এপ্রিল ২০২৪ ২০:২৮522074
  • " যা দেখছি প্রায় কোনোটাই নেই। ভগ্নস্বাস্থ্য, প্যাশনহীন, টাকাও কিছু তেমন নেই, সময় নষ্ট করে ফেললাম (যাকে বলে হাঁসে খাওয়ালাম)। যাঃ। "
     
    যদুবাবু, হাত মেলান।এরসাথে আমি যোগ করবো বন্ধুও কেউ নাই। তবে সময় নষ্ট করে ফেলেছি এই কথাটা আমার তেমন ভাবে মনে হয়না। 'নষ্ট' না করলেও ঐ সময়ে কী আর এমন মিনিংফুল কাজ করতে পারতাম তা তো শিওর নই। আমার টাইম ট্র‌্যাভেল করতে কখনো ইচ্ছে হয়না। আগামীকাল কিসের জন্য বাঁচা সার্থক মনে হবে সেরকমও কিছু বুঝতে পারিনা। ভুতের রাজার ব্যাগ চাইনা, কিছুই চাইনা। যদি নিতান্তই কিছু পাওয়া যায় তো শুধু রাইট ভিউ চাই। ব্যস। তবে যদ্দুর বুঝছি, সেও অনেক দাম দিয়ে নিজেই শিখতে হবে। দ্যাট'স দ্য ওয়ে ইট ওয়র্ক্স!
  • dissertation is such a sweet cute little pug! | 103.87.***.*** | ০৪ এপ্রিল ২০২৪ ১৯:৪৬522073
  • Update:  yes the problem was indeed due to the definition of identifiability constraints, as the set of side conditions chosen by me brings down the number of independently estimable model parameters to 4 from 9 in the original model. 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত