এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সমরেশ মুখার্জী | ০৩ জানুয়ারি ২০২৪ ১৯:২২519935
  • অরিত্র
     
    আমায় একজন বলেছিল, ল‍্যাপটপে নেটব‍্যাঙ্কিং access করতে ID/PW টাইপ করার সময় Physical KB ব‍্যবহার না করে Bank provided virtual KB বা Windows OS যে On-screen KB দেয় তাতে অক্ষর‌গুলো মাউস দিয়ে ক্লিক করে লিখলে Key stroke monitor করে ID/PW  হ‍্যাক করা যায় না।
     
    সেই বলেছিল, মোবাইলে touchscreen KB in itself like Virtual KB in nature তাই মোবাইলে Net banking access করার সময় যে touchscreen কীবোর্ড দিয়ে লিখছি সেটা দিয়ে সরাসরি ID/PW লিখলে‌ও হ‍্যাক হবে না।
     
    এই ব‍্যাপারে আমার কোনো জ্ঞান নেই। যা শুনেছি - বললাম। কেউ আলোকপাত করলে ভালো লাগবে।
     
  • বকলম -এ অরিত্র | ০৩ জানুয়ারি ২০২৪ ১৮:৪৮519934
  • অভ্র ভালো, কিন্তু একশো শতাংশ বিশ্বাসযোগ্য (/হ্যাক থেকে সুরক্ষিত) কিনা জানি না, তাই ব্যবহার করিনি। ব্রাউজারের মতই, কীইবোর্ডের ব্যাপারে আমি একটু স্কেপটিক্যাল, কি টাইপাচ্ছি সব দেখতে পায়, পিন পাসওয়ার্ড ইত্যাদি। একই কারণে খুব ইচ্ছে হলেও গ্রামারলি ব্যবহার করিনি। অমূলক আশঙ্কা কি?
  • বকলম -এ অরিত্র | ০৩ জানুয়ারি ২০২৪ ১৮:৪২519933
  • ইমোজির আসল নাম ছিল ইমোটিকনসsmiley
  • বকলম -এ অরিত্র | ০৩ জানুয়ারি ২০২৪ ১৮:৩৬519932
  • নাহ লিখেই মনে হল সমু ঠিক লাগছে না, ওটা অ্যাব্রিভিয়েশন সেটা অবভিয়াস হচ্ছে না। আপনি গুরুজন। স্যামদা চলুক তাহলে, নাহলে দেখি অন্যরা কী বলছেন, আমি দা জুড়ে নেব।
     
    ইমোজি নিয়ে মতভেদ নেই, কিন্তু আমার মতোদের জন্যেও থাকুক। সোজাসাপ্টা এক্সপ্রেশন দিতে চাইলেও পারছি না। কিন্তু মাঝে মধ্যে ইমোজি দিতে ভালই লাগে, সুবিধে হয়। হাসি কান্না রাগ ঘৃণা বদমায়েশি ভ্যাঙচানো সবই ঠিক আছে, কিন্তু তাদেরও রকমফের আছে, থিম থাকলে ভালো হয়।
     
    ইন্ডিক কীইবোর্ডটা যথেষ্ট ভালো ছিল।
  • বঙ্গবীর | 202.142.***.*** | ০৩ জানুয়ারি ২০২৪ ১৫:৪২519931
  • জিবোর্ড একটা জঘন্য প্রোডাক্ট। যদি কখনো ইন্ডিক ইনপুট টুল না থাকে তো আমি অভ্রতে সুইচ করব। লাথ মারি এই কর্পোরেট শুয়োরগুলোর মুখে।
  • দীমু | 223.19.***.*** | ০৩ জানুয়ারি ২০২৪ ১৪:৩৭519930
  • এ হে আমার তো নিজের বয়েসই এখনো তেতত্রিশ হলনা cheeky
  • সমরেশ মুখার্জী | ০৩ জানুয়ারি ২০২৪ ১৪:২৯519929
  • ১. আমায় ট‍্যাগ করতে - সমু লিখলে‌ও চলবে। সমরেশ মুখার্জী বড় বড়। মহারাষ্ট্রে থাকতে কনিষ্ঠ মারাঠি ট্রেকবন্ধুরা আমায় বলতো - স‍্যামদা। শুনে ফরেনার ফরেনার আমেজে বেশ ফুরফুরে লাগতো মন। smiley
     
    ২. ঠিক - গুগল ইন্ডিক কী বোর্ড আর দেখা যায় না প্লে স্টোরে। আমার ফোনে আগে থেকে আছে বলে চলছে। মনে হয় ফোন বদলালে আর পাবো না।
     
    ৩. ইমোজি‌র বিভিন্নতা আমি এনজয় করি কারণ তা বাস্তবকে প্রতিফলিত করে। বাস্তবে মানুষ নামক প্রাণীটি মোটেও সোজাসাপ্টা নয়। হাসিই তো কতোরকম হয় - মিচকে, মুচকি, চাপা, বক্র, হালকা, অট্ট ... বাপরে!
     
    ৪. গুরুতে ইমোজি অপশন সীমিত এবং সোজাসাপটা হলেও এখানে আসল নাম ‌ও ছবিহীন নিকের আড়াল থেকে কিছু গুরু ব‍্যবহারকারী‌দের ভাষা ও আঙ্গিক কিন্তু তেমন নয়। কিছু কিছু দেখে তো বমি আসে। এখন আপনি নতুন এখানে, ক্রমশ উদ্ভাসিত হবে সেই বৈশিষ্ট্য।
  • বকলম -এ অরিত্র | ০৩ জানুয়ারি ২০২৪ ১৪:০৮519928
  • সমরেশ মুখার্জী (দীর্ঘ ঈ দিয়েছি), ভালো। গুরুর ইমোজি গুলো সহজ, সুন্দর, সভ্য, ভদ্র, পরিস্কার মানসিকতার ছবি ফোটায়। শুরুর দিকে ইমোজি এমনই ছিল। কবে থেকে যেন গুগুল, ফেবুর ইমোজিগুলো চালাকি চাতুর্য্যে ভরা জটিল হয়ে গেছে। মানে আমার ভাবের প্রকাশ ফোটায় না।
     
    কিইবোর্ড, এখন গুগুল ইন্ডিক তুলে দিলো তো, বাধ্য করেছে জিবোর্ডে মুভ করতে। খুব ভুলভাল সাজেশন দেয় এই জিবোর্ড!
  • রমিত চট্টোপাধ্যায় | ০৩ জানুয়ারি ২০২৪ ১৩:২৩519927
  • @অরিন qwerty কীবোর্ড দ্রুত লেখার জন্যই তৈরি বলেই জানতাম। যেসব লেটার কম ব্যবহার হয় সেগুলো দূরে কোনায় দেওয়া। যেগুলো বেশি ব্যবহার হয় সেগুলো মিডিল রো এর কাছাকাছি। 
     
    আর মোবাইলের টাইপিং এর ক্ষেত্রে তর্জনীর বদলে দুটি বৃদ্ধাঙ্গুষ্ঠ ব্যবহারই সমীচীন। গুগল ইন্ডিক কীবোর্ড খুবই ভালো। এখন তো আবার বাংলা ইংরেজি সব ভাষাতেই ডিক্টেশন দিলে শুনে শুনে দিব্যি লিখতে পারে। বাংলাতে ভুলও কম হয় আগের থেকে।
  • সমরেশ মুখার্জী | ০৩ জানুয়ারি ২০২৪ ১৩:০৭519926
  • ব-এ-অরিত্র (১০:২৪)
    গুরুতে লিখতে গিয়ে অন‍্য কোথাও‌কার ইমোজি নেয়না। তবে লেখা‌র উইন্ডো‌র ওপরে Bottom Left কর্নারে ইমোজি অপশন আছে। ওখান থেকে সরাসরি Add করা যায়। এই যেমন করলুম smiley
     
    তবে হোয়া‌র মতো হাসির দশটি বা কান্নার সতেরো‌টা ইমোজি অপশন গুরুতে নেই। (সর্বত্র হাসির চেয়ে কান্না‌র কারণ মনে হয় বেশী‌ই হয়)।
     
     গুরু পরিমিতবোধে বিশ্বাসী। তাই তথায় আছে গিনাচুণা ইমোজি। wink
     
     
     
     
     
     
  • Arindam Basu | ০৩ জানুয়ারি ২০২৪ ১২:৪০519925
  • ব্রতীন, "যথেষ্ট ডেটা পেলে 
    একটা সুন্দর মডেল ফিট করা যেতে পারে কী বলো?"
    কি ডাটা আর কিসের মডেল ব্রতীন? 
  • সমরেশ মুখার্জী | ০৩ জানুয়ারি ২০২৪ ১২:২১519924
  • অমিতাভ,

    আমায় সমরেশদা লেখা ছাড়ুন। আমি‌ও আপনার ন‍্যাজের বাবু ছেঁটে দিলাম। আমি ভেতো ভারতীয় কিন্তু আপনার কিছু পোষ্ট বা আপনাকে লেখা পরিচিত‌জনের মন্তব্য দেখে মনে হয়েছে - হয় আপনি ম‍্যারিকা‌য় ছিলেন / হয়তো এখনো নিয়মিত থাকেন / অথবা মাঝেমাঝেই ওখানে যান। তো ওদেশের জলহাওয়ায় কিছু‌দিন থাকলেই স্বরে অন‍্য টান আসে এবং টিকটিকির ন‍্যাজ খসার মতো নামের শেষে লেজুর খসে পড়ে। তাই জাস্ট সমরেশ দৌড়‌বে।

    অনেকদিন আপনার ডিপি দেখে ভেবেছিলাম Google Glass এর মতো আপনি চোখে VR Glass পরে আছেন। আজ ২০১৫’র চমচমে গবিতা (কবিতা‌র মতো গল্প) পড়ে ভালো করে ডিপিটা আবার দেখে বুঝি - ও হরি! এই 2024এ‌ও আপনি চোখে 2015’র মায়াকাজল পরে আছেন এবং (বাইনারি লিঙ্গোর) 0 এবং 1 এর ফাঁক দিয়ে পুটপুট করে দেখছেন -  কাকে? সেটা অবশ‍্য আমি দেখতে পাচ্ছি না।
    অর্থাৎ 2015  সালটা ছিল আপনার জীবনে একটা পেশাল বছর - সেই মেয়েটির দেওয়া বিখ্যাত ইয়ের মতো।

    ভালো থাকুন - আনন্দে থাকুন - যতদিন সম্ভব - অতীতের ইয়ের আমেজে বর্তমানে কৃতজ্ঞতা‌র সস মাখিয়ে। heart

     
  • অমিতাভ চক্রবর্ত্তী | ০৩ জানুয়ারি ২০২৪ ১১:৪৭519923
  • সমরেশ মুখার্জী | ০৩ জানুয়ারি ২০২৪ ১০:৪৯
    আরে না, না, অভিনন্দন আমি আপনাকেও জানিয়েছি। শার্লক একটা রহস্য সমাধান করার পর ক্লায়েন্টের তুমুল প্রশংসা করায় ওয়াটসন ঐ প্রশংসার ন‍্যায‍্যতা নিয়ে প্রশ্ন তোলায় হোমস বলেছিল যে তাকে কাজে নিয়োগ করার থেকে বেশি বুদ্ধির কাজ আর কি-ই বা হতে পারে! ঐ পথ ধরেই বলি, বৌদিকে আপনার জীবনে জুড়ে নেওয়ার যে দুর্দান্ত কাজটি আপনি করলেন, প্রত‍্যক্ষে বা পরোক্ষে, তার জন্য আপনার অবশ্যই সহর্ষ, বিপুল অভিনন্দন প্রাপ‍্য।
     
    আমাদের তেত্রিশ পার হয়েছে পাঁচ বছর আগে। কোন বছর ঐ দিনে, কোন কোন বছর তার জন্মদিনে নিজের লেখা যা হোক কিছুর ফরমায়েশ থাকে। তিরিশ পূর্তির লেখাটি - 
     
  • সমরেশ মুখার্জী | ০৩ জানুয়ারি ২০২৪ ১১:০৯519922
  • ব্রতীন ...
    (ছবি নেই - তাই ভাই, দাদা না বাবু - কী বলবো ভেবে না পেয়ে ম‍্যারিকান‌দের মতো প্রথম নামে সম্বোধন করে ... দিয়ে ছেড়ে দিলুম)
     
    আমার হাতের লেখা যে খারাপ নয়, পড়তে অসুবিধা‌ও হয় না, এটা প্রথম জেনেছি‌লাম সতেরো বছর বয়সে। তবে শিক্ষক‌দের থেকে নয়, আমার প্রেমে না পড়ে, আমার প্রেমপত্র পড়েই ফিদা হয়ে ওকথা বলেছিল আমার প্রথম বান্ধবী। 
     
    আপনার থেকে ভয়ংকর সুন্দর জাতীয় একটা heartfelt oxymoronic প্রশংসা পেয়ে সেই সুপ্রাচীন ধারণা দৃঢ় হোলো। heart
  • সমরেশ মুখার্জী | ০৩ জানুয়ারি ২০২৪ ১০:৪৯519921
  • অমিতাভ‌বাবু, (৩.১/৮:৫৮)

    একদম ঠিক বলেছেন - অভিনন্দন কেবল বৌদির‌ই প্রাপ্য - আমার মতো স্বার্থপর পাবলিক‌কে তেত্রিশ বছর ঝেলবার জন‍্য। বিয়েটা যে এতোদিন টিকে গেল, এতে আমার বিশেষ অবদান নেই। তাছাড়া চতুর্দিকে যা সব দেখছি - প্রতিবছর ঐ বিশেষ দিনে - আমি‌ও ওকে অভিনন্দন জানাই - আর আমার ভাগ‍্যকে জানাই ধন‍্যবাদ। 

    Marriage is an enigmatic lottery - তাতে কে যে পাবে long service award  আর কপালে নাচবে পরে লবডংকা তা সদ‍্যবিবাহিত পর্বের মধু মধু মাখো মাখো পর্যায়ে বোঝা মুশকিল। 

    Divine organic chemistry during the orgasmic phase of married life makes it difficult to foresee the pitfalls of the future. 
  • Bratin Das | ০৩ জানুয়ারি ২০২৪ ১০:৩৭519920
  • সমরেশ বাবু আর সুকির লেখা মারাত্মক রকমের ভালো 
  • Bratin Das | ০৩ জানুয়ারি ২০২৪ ১০:৩৬519919
  • অরিন দা যথেষ্ট ডেটা পেলে 
    একটা সুন্দর মডেল ফিট করা যেতে পারে কী বলো? 
  • dc | 2401:4900:1f2b:c20a:fdb6:eb4b:a5f9:***:*** | ০৩ জানুয়ারি ২০২৪ ১০:২৫519918
  • আমিও জানতাম কুয়েরটি কিবোর্ড নাকি দ্রুত টাইপিং এর জন্য বানানো হয়েছে। আমি দুহাতেই টাইপ করি, কিবোর্ডের দিকে না তাকিয়ে। ইন ফ্যাক্ট কিবোর্ডের দিকে দেখতে গেলে টাইপিং স্লো হয়ে যায়। সেরকম, বই বা কোন লেখাও বহুকাল ধরে স্ক্রিনে পড়ে পড়ে অভ্যাস হয়ে গেছে, এখন আর কাগজের বই পড়তে ভালো লাগে না। মানুষ অভ্যাসের দাস। 
  • বকলম -এ অরিত্র | ০৩ জানুয়ারি ২০২৪ ১০:২৪519917
  • সমরেশ মুখার্জি, :D
    ইমোজি টা এলো না আগেরটায় 
  • বকলম -এ অরিত্র | ০৩ জানুয়ারি ২০২৪ ১০:২২519915
  • আসলে পশ্চিমী সভ্যতা দ্রুততার বিরুদ্ধে ধীরতার কথা বলবে এ অবিশ্বাস্য। ইদানিং অবশ্য গাড়ীর বদলে সাইকেলকে পছন্দ করছে, তবে সেটা তো পরিবেশের কারণে। খুব ছোট একটা অংশ গতির বিরুদ্ধে বলছে আজকাল কিন্তু সেটা পশ্চিমী মেইনস্ট্রিম গ্রহণ করবে কি! তবে পশ্চিম গ্রহণ করলেও করতে পারে, প্রাচ্যে পশ্চিমের নকল করা যে নকলবাজ সভ্যতা তৈরি হয়েছে সে ইদানিং, গতি মানেই অগ্রগতি বোঝে। সেদিন ট্রামের ১৫০ বছর ফুর্তির অনুষ্ঠানে শুনছিলাম, বলে ট্রামকে আরও গতিশীল করে উন্নত করে বাঁচিয়ে রাখবো! মোলো যা, তাহলে সেটা ট্রাম থাকে? রাস্তায় ট্রেন চালালেই তো হয়।
  • সমরেশ মুখার্জী | ০৩ জানুয়ারি ২০২৪ ১০:১৯519914
  • আমি‌ও মোবাইলে কেবল এক আঙুলে লিখি -  তর্জনী দিয়ে। মনে হয় সেই জন‍্য‌ই ওটা এতোদিনে স্ক্রিনে ঘষে ঘষে পৌনে এক মিমি ছোট হয়ে গেছে।
  • বকলম -এ অরিত্র | ০৩ জানুয়ারি ২০২৪ ১০:১৪519913
  • xor ধন্যবাদ।
     
    এবি লিখলেন, "টাইপরাইটারের "কিবোর্ডের" লেআউটের ডিজাইনের গল্পটাও নাকিঐ, যাতে ধীরে লিখতে মানুষ বাধ্য হয়।"
     
    ধীরে লিখলে হাতের লেখা ভালো হয় এটা ঠিক, অনেকে বলেছিল, ফাউন্টেন পেন আর পেন্সিলে লেখা আরেকটু ভালো হতো। কিন্তু টাইপ করার সময় ধীরে টাইপ করে কী লাভ? বরং আমি তো জানতাম qwerty কীবোর্ডের লেয়াউট দ্রুত টাইপ করার জন্য তৈরি। যদিও কারণটা জানতাম না দেখে নিলাম উইকি তে, লিখেছে – 
     
    "Contrary to popular belief, the QWERTY layout was not designed to slow the typist down,[2]: 162  but rather to speed up typing. Indeed, there is evidence that, aside from the issue of jamming, placing often-used keys farther apart increases typing speed, because it encourages alternation between the hands."
     
    "Alternating hands while typing is a desirable trait in a keyboard design. While one hand types a letter, the other hand can prepare to type the next letter, making the process faster and more efficient."
     
    যদিও আমি alternating hands এ টাইপ করতে শিখি নি বা চেষ্টা করিনি, পারি না।
  • সমরেশ মুখার্জী | ০৩ জানুয়ারি ২০২৪ ০৮:৩৪519911
  • এমন কী বোর্ডে বাংলা লিখতে ভজঘট লাগে
     
     
    গুগল ইন্ডিক কী বোর্ডে ইংরেজি লেআউট টাইপরাইটারের মতোই
     
     
    কিন্তু বাংলা কীবোর্ড লেআউট সরল 
     
    একদা ল‍্যাপটপে ইংরেজি ও কাগজ পেনে বাংলায় লিখতাম। ল‍্যাপটপের ইংরেজি কী বোর্ডের ওপর superimposed বাংলা কীবোর্ড দিয়ে আজ অবধি লিখিনি। বা Roman alphabet দিয়ে মোবাইলে ফোনেটিক‍্যালি বাংলাও আমি লিখিনা। খুব ভজঘট লাগে। আমার মোবাইল Android version - গরীবের আপেল Mi8 Pro. তাতে Google Indic Keyboard দিয়ে লিখি। তাতে Avro বা অভ্র কীবোর্ডে‌ও স্বচ্ছন্দ লাগে না।
     
     জানুয়ারি 2017এই গুপীযন্ত্রের হদিশ পেয়ে তক ল‍্যাপটপ কেবল Excel বা Word file এ কিছু করতে বা বাড়িতে সিনেমা, Travel vdo দেখতে ব‍্যবহার করি।  সেই থেকে এযাবৎ যা কিছু পাতার পর পাতা বাংলায়, ইংরেজি‌তে বা একটু আধটু হিন্দি‌তে লিখি - তা সমস্ত লিখি মোবাইলে। মবিলিটির মস্ত সুবিধা হচ্ছে চলতে ফিরতে কোথাও একটু সময় পেলে লেখা যায়।
     
     যেমন  D-mart মলে মাসকাবারি বাজার করতে গেলে সে প্রায় ঘন্টা খানেকের ব‍্যাপার। তখন আমি দোতলায় ওঠার সিঁড়ি‌র কোনে বসে মোবাইলে অসমাপ্ত কোনো লেখা লিখতে থাকি - বৌমণি ট্রলি নিয়ে ঘুরে ঘুরে কিনে আমার কাছে দিয়ে যায়। মাঝেমধ্যে এর তার সাথে বা বছরে একবার মাসদুয়েক একা বেড়াতে গেলেও কিছু বলে না। মলে গিয়ে মোবাইলে লিখলেও কিছু মনে করে না। সত‍্যি, এমন বৌমণি পাওয়া - সাড়ে সাত জন্মের পুণ‍্যের ফল। 

    তাবলে বৌমণি আমায় fly on the wall এর মতো উপেক্ষা বা অছেদ্দা করে তাও নয়। এই তো কদিন আগে কোমরে বেকায়দায় সটকা লেগে তিনদিন চীনে বুড়োদের মতো কোমর বেঁকিয়ে চলছি‌লাম ঘরে। বৌমণি দিনে তিনবার রিল‍্যাক্সিল মলম মালিশ করেছে। গরম জলে তোয়ালে ডুবিয়ে শেঁক দিয়েছে।

    তাই তো ছত্রিশ বছর আগে আটবছরের বান্ধবী আমার‌ই বন্ধু‌কে বিয়ে করে আমেরিকা চলে যেতে প্রথমে কিছুদিন বেশ দুকসু হয়েছিল - মন হুহু‌ও করেছি‌ল কিন্তু তিন বছর পরে তিনদিনের আলাপে এমন কেয়ারিং, টেকসই বৌমনি পেয়ে খুব ভাগ‍্যবান মনে হয়েছিল নিজেকে। কেটেও গেল তেত্রিশ বছর দিব‍্যি।
     
  • যদুবাবু | ০৩ জানুয়ারি ২০২৪ ০৮:২৬519910
  • এর ফলোয়াপ কোশ্চেন-টা সাক্ষাতে করবো। 

    অন আ রিলেটেড নোট, এই কয়েকদিন আগে সুভাষ-দা চলে গেলেন। খবর পেয়েছো নিশ্চয়ই। 
  • একক | ০৩ জানুয়ারি ২০২৪ ০৩:৪১519909
  • বটুকদা আমাকে গেঁজেল নামে ডাক্তেন। 
     
    বলার মধ্যে একদিন কী একটা কবিতার লাইনের ব্যখ্যা না কী জিগিয়েছেন, তো বলেচি,  এসব চিন্তা ভাবনা করে দেখার বিষয়!  এতো সহজে কি বলা যায়?! 
     
    ব্যস!
  • Arindam Basu | ০৩ জানুয়ারি ২০২৪ ০০:২৩519908
  • রমিজ, "কারোর চিন্তা এত আগে এগোয়, হাতের লেখা তার সাথে তাল রাখতে পারেনা। তখন হাতের লেখা এলোমেলো হয়ে যায়। সেইই আবার ধীরে সুস্থে ধরে ধরে লিখলে অত খারাপ লেখে না"
     
    "কালি, কলম, মন, লেখে তিনজন"  মনে পড়িয়ে দিলেন।
     
    এর সঙ্গে অবশ্য কাগজকেও জুড়তে হয়।
    টাইপরাইটারের "কিবোর্ডের" লেআউটের ডিজাইনের গল্পটাও নাকিঐ, যাতে ধীরে লিখতে মানুষ বাধ্য হয়। যে ডিজাইন এখন প্রায় সব জায়গায় দেখা যায়। বাংলা কীবোর্ডের লেআউট কেন এমন কেউ জানেন? ফাউনটেন পেনে, বিশেষ করে খুব ফাইন নিব বা এফ টাইপের নিবের ফাউন্টেন পেন দিয়ে লিখলে যেহেতু লেখা এমনিতেই অনেকটা ধীরগতির হয়ে পড়ে, ফলে টানা হাতের লেখা দেখতে ভারি সুন্দর লাগে। 
    রাজশেখর বসু (পরশুরাম) এর হাতের লেখা খুব সুন্দর ছিল। রবীন্দ্রনাথের হাতের লেখাও অবশ্য দেখতে ভারি সুন্দর। 
    কালির ব্যাপারটাও ঐরকম।  
  • xor | 103.24.***.*** | ০২ জানুয়ারি ২০২৪ ২১:২৬519907
  • লগিন যখন করেই ফেলেছেন তখন খেরোতেই লিখুন 
  • সমরেশ মুখার্জী | ০২ জানুয়ারি ২০২৪ ২০:৪৩519906
  • শুনেছি ইংরেজি‌তে ভালো দখল থাকলেও খারাপ হাতের লেখা‌র জন‍্য গান্ধী‌জীর আজীবন মনোবেদনা ছিল। আমি কখনো হাতের লেখা অভ‍্যাস করিনি, ক‍্যালিগ্ৰাফি তো নয়‌ই। আসলে কোনো কিছুতেই বিশেষ যত্ন,  উদ‍্যমের অভাব আমার স্বভাবে। তাই অনেক কিছু‌তেই সাধারণ‌ই রয়ে গেলাম। তবে তার জন‍্য বিশেষ আক্ষেপ‌ও নেই। কারণ -  Everything is not for everyone -  একবার এই সারসত‍্যটা হৃদয়স্থ হলে - জীবনের অনেক সমস‍্যা মিটে যায়। তখন নিত‍্য আনন্দ‌ই আনন্দ। smiley
     
    তবে কারুর চিত্তাকর্ষক হাতের লেখা দেখলে বেশ লাগে। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত