এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অরিন | 2404:4404:173a:a700:843:68c8:cb8b:***:*** | ১৩ অক্টোবর ২০২৩ ১১:৪১518078
  • তা অবশ্য ঠিক @&\, গল্পটা বিখ্যাত, কুন্তলীন বাণের গল্প, বহুবিশ্রুত তবুও, একশো পঁচিশ বছর পরেও এর একটা প্রাসঙ্গিকতা রয়েছে।
  • &/ | 107.77.***.*** | ১৩ অক্টোবর ২০২৩ ১০:১৫518077
  • এটা সেই বিখ্যাত কুন্তলীন বাণ এর গল্প 
  • অরিন | 2404:4404:173a:a700:843:68c8:cb8b:***:*** | ১৩ অক্টোবর ২০২৩ ১০:১৩518076
  • এটাও থাক। জগদীশ চন্দ্র সত্যিকারের দূরদ্রষ্টা ছিলেন। আজকের আমলে যাকে ক্লাই ফাই বলা যেতে পারে, মানে ক্লাইমেট (পর্যাবরণ?) কেন্দ্রিক সাহিত্য, বাংলায় অন্তত তিনিই প্রথম লিখেছিলেন। গল্পটার নাম পলাতক তুফান। সম্পূর্ণ কাহিনিটি এইখানে পড়ে দেখুন,
     
     
    সরল গল্প, কিন্তু সাবলীল, সুন্দর আজকালকার দিনে climate fiction বলে দিব্য চালিয়ে দেওয়া যায়। প্রকাশকাল ১৮৯৬! 
  • কালনিমে | 103.244.***.*** | ১৩ অক্টোবর ২০২৩ ০৯:১৫518075
  • যদুবাবুর পোস্ট দেখে এই লেখাটা মনে পড়ল - জগদীশ চন্দ্র কে কি তুমিল হ্যাটা করা হয়েছিল সেই সময় https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC7781790/
  • স্ট্যাটগুরু | 2600:1002:b052:8e00:2132:e93f:1abd:***:*** | ১৩ অক্টোবর ২০২৩ ০৯:০৯518074
  • রবীন্দ্রনাথ কেন বাঙ্গালীদের মধ্যে মহীরুহ - এর এক কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস দরকার। ক্রিকইনফো যেমন স্ট্যাটগুরু ব্যবহার করে প্লেয়ারদের খেলাভিত্তিক বা সার্বিক প্রভাব ব্যাখা করে দেয় - সেরকম কিছু দরকার ছিল আমাদের।  
  • কালনিমে | 42.***.*** | ১৩ অক্টোবর ২০২৩ ০৯:০৮518073
  • কাল financial times এ আদানির উপর একটা বেশ রিপোর্ট করেছে https://on.ft.com/3RVZ3dD
  • &/ | 151.14.***.*** | ১৩ অক্টোবর ২০২৩ ০৬:৩১518072
  • ওই দেশী চালের টইটা নাম দেখে ভেবেছিলাম চাল মানে ধান থেকে যে চাল হয়, তার কথা বুঝি হচ্ছে। অধুনালুপ্ত বিভিন্নরকম চাল। :-)
  • :|: | 174.25.***.*** | ১৩ অক্টোবর ২০২৩ ০৪:৩১518071
  • Ranjan Roy | ০৯ অক্টোবর ২০২৩ ১৬:১২-এর অন্যতম সম্ভাব্য উত্তর বিনোদিনীর লেখা "আমার জীবন কথা"। 
  • Ranjan Roy | ১৩ অক্টোবর ২০২৩ ০০:০৫518069
  • দময়ন্তী
    কী আর  বলব! 
     
    স্ট্রাইকের নতুন বইটা নাকি ভাল হয়েছে?
    তা যদি গতবারের মত এটারও pdf!
    তাহলে কৃতজ্ঞতা ইত্যাদি!
    এই আর কি!
  • aranya | 2601:84:4600:5410:1994:fd5f:8d26:***:*** | ১২ অক্টোবর ২০২৩ ১৯:২৫518068
  • রমিত, শীঘ্র সেরে ওঠ। 
    আদি ডিডি-দা কে দেখে বড়ই আনন্দ হল 
  • kk | 2607:fb91:140e:8383:a124:edf6:8789:***:*** | ১২ অক্টোবর ২০২৩ ১৮:৪৭518067
  • রমিত বাবু,
    যাক, নেগেটিভ এসেছে সেটা ভালো খবর। তাড়াতাড়ি সেরে উঠুন।

    'দ্য রানিং গ্রেভ' নিয়ে কথা হয়েছে দেখলাম। আমি পড়ছি এখনো। আমার বেশ ভালো লাগছে।
  • | ১২ অক্টোবর ২০২৩ ১৭:৪৭518066
  • রমিত, ঝটপট সেরে উঠুন পুরোপুরি। 
     
    বি-বাবুকে বলার ছিল যে  স্ট্রাইকের এই সাম্প্রতিক বইটা (দ্য রানিং গ্রেভ)  বেশ ভাল হয়েছে।  আগের বছরেরটার চেয়ে এইটা বেশী ভাল লেগেছে। 
    সবচেয়ে খারাপ ছিল বোধহয় লেথাল হোয়াইট। আমি সেটাও ধৈর্য্য ধরে শেষ করেছিলাম। 
  • রমিত চট্টোপাধ্যায় | ১২ অক্টোবর ২০২৩ ১৫:৪৪518065
  • ধন্যবাদ সমরেশ বাবু। সত্যি এসব এখন চারিদিকে হচ্ছে, ভীষন খারাপ সিচুয়েশন। অন্যদের না হোক, এই আশা করি। আপনিও ভালো থাকবেন।
  • সমরেশ মুখার্জী | ১২ অক্টোবর ২০২৩ ১৫:১৪518064
  • @ রমিত - আপনাকে ব‍্যক্তিগত ভাবে চিনি না, হঠাৎ ভাটে আপনার মেসেজ দেখলুম। গুরুর একজন সহযাত্রী হিসেবে আপনার পোষ্ট পড়ে ভালো লাগলো যে আপনি সুস্থ হয়ে উঠেছে‌ন। এখন কারুর ভাইরাল ফিভার, ডেঙ্গু হয়েছে শুনলেই ভয় করে … ভালো থাকুন।
  • রমিত চট্টোপাধ্যায় | ১২ অক্টোবর ২০২৩ ১৪:৪২518063
  • ভীষন ভাইরাল ফিভার কাটিয়ে উঠলাম। 104 এর ওপর জ্বর উঠে গিয়েছিল, টানা 102-3 জ্বর ছিল। ভাবছিলুম ডেঙ্গু, ম্যালেরিয়া না হয়ে যায় না। যাই হোক, দুটোই নেগেটিভ এসেছে। এখনো কিছুটা দুর্বলতা আছে। তবু অনেক বেটার লাগছে।
  • dd (আদি) | 49.207.***.*** | ১২ অক্টোবর ২০২৩ ১১:৪৫518062
  • এ বাবা!

    এখ্ন দেখছি জ্যমিতিক নাম ই সবথেকে বেস্ট
  • :|: | 174.25.***.*** | ১২ অক্টোবর ২০২৩ ১০:৩২518061
  • টইতে অন্য ডিডি এসেছেন মনে হয়। এখন আর নাম দেখেই চোখ বন্ধ করে ভরসা করা যাবেনা -- সইও দেখতে হবে। 
  • যদুবাবু | ১২ অক্টোবর ২০২৩ ০৮:০৮518060
  • বাঃ। ওইদিকে প্রায়ই যাবো। দিদির বাড়ি। আপনাকে ইমেল করবো এর মধ্যে একদিন। 
  • Ranjan Roy | ১২ অক্টোবর ২০২৩ ০৬:২৬518059
  • যদুবাবু
    ঐ সময়ে  কোলকাতাঢ় আছি বটে, তবে নিউ টাউনের ভাড়াবাড়িতে।
  • যদুবাবু | ১২ অক্টোবর ২০২৩ ০৫:৩৮518058
  • সেটা বেশ ভালোই কমন না? বংশপরম্পরায় বিজ্ঞান-চর্চা? মানে বৈজ্ঞানিক বা গবেষকের সন্তান-সন্ততি গবেষক বা অধ্যাপনার জগতে আছেন এমন তো রাশি-রাশি। সবাই হয়তো নোবেল বাগান না, বা ব্যাপক খ্যাতি পান না, কিন্তু তা বলে কি তাদের ডিসকাউন্ট করবো? একটু ক্রাইটেরিয়া এক্সপ্যাণ্ড করে "শিক্ষার জগতের সঙ্গে যুক্ত" করে দিলে নিশ্চয়ই অনেক-অনেক বংশানুক্রম পাবেন। 
     
    অস্বীকার করবো না, এরকম ভাগ্যবান মানুষদের অল্প হলেও হিংসে করতাম এক সময়। ছোটোবেলায় যেমন কারুর বাড়ি গিয়ে দেওয়ালজোড়া বুক-শেলফে ধুলোঢাকা বইয়ের সারি দেখলেই ভাবতাম যে আমার বাড়িতে শুধু চৌকির তলায় সাপ্তাহিক বর্তমান, ফুলপঞ্জিকা আর মেটেরিয়া মেডিকার জঞ্জাল কেন? তবে কি না পাড়ায় পাড়ায় লাইব্রেরী ছিলো সেই সময়ে। এখন তো সব চুকেবুকে গেছে। অন্ততঃ আমার বাড়ির কাছে যে দুটো ছিলো তাদের একটাও আর বেঁচে নেই। 
  • &/ | 151.14.***.*** | ১২ অক্টোবর ২০২৩ ০১:৪০518057
  • রন্টগেনের এক্সরের গল্প শুনে ওই বেকারেলের চাবি মনে পড়ল। রন্টগেন নিজেও তো বৌয়ের আংটিপরা হাতের হাড়ালো ছবি দেখিয়ে বোঝাতেন, এই এক্সরে দিয়ে এইভাবে জ্যান্ত মানুষের হাড়ের ফটো ওঠে। হাতে আংটি থাকায় আংটিটাও উঠেছিল ফটোতে। (অবশ্য যাঁরা হোক্স বলতেন তাঁরা নির্ঘাৎ বলতেন, যাঃ যাঃ বানানো সব, কারচুপি করে ফটো বানিয়েছিস। আবার ঢং করে আংটি এঁকে দিয়েছিস। তোকে একবার পাল্লার মধ্যে পাই, হাড়ে হাড়ে বুঝিয়ে দিই কাকে বলে হাড়ের ফটো। ঃ-) )
  • &/ | 151.14.***.*** | ১২ অক্টোবর ২০২৩ ০১:১৫518056
  • একজন বিজ্ঞানের চমৎকার মজাদার ইতিহাস লিখছেন, মাঝে মাঝে টুকরো দেন ফেবুতে। কেমন করে আঁরি বেকারেলের বাবা ছেলের কাজের বহু বছর আগে রেডিও অ্যাকটিভিটি দেখে, সেই নিয়ে নানাভাবে বলেও সেভাবে গৃহীত হন নি । পরে আঁরি বেকারেল মোক্ষম প্যাঁচ দিয়ে একেবারে দেরাজে রাখা চাবির ফটো তুলে (আনএক্সপোজড ফটোগ্রাফিক প্লেটে) একেবারে প্রমাণ করে দেখিয়ে দিলেন। (বেকারেলরা ঠাকুরদা বাবা ছেলে নাতি--চার প্রজন্ম ধরে সক্রিয় বিজ্ঞানী ছিলেন, ভাবা যায়? বলা যায় বংশানুক্রমে বিজ্ঞানচর্চা!)
  • প্যালারাম | ১২ অক্টোবর ২০২৩ ০১:১৩518055
  • আজ্ঞে, আমি ওই এক নামেই লিখি। খুব কষ্টে যদুবাবুকে একটুও না খিস্তিয়ে কেটে পড়ছিলাম, আইডেন্টিটি ক্রাইসিস দেখে কমেন্টিয়ে ফেললাম।

    একটা অন্য কথা এই প্রসঙ্গে। নতুন শিক্ষানীতিতে কিছু কিছু বিষয়ে একটা করে ইন্টারডিসিপ্লিনারি পেপার রাখা হয়েছে, CU তার ফিজিক্সে একখান রেখেছে- ফ্রন্টিয়ার্স ইন ফিজিক্স। তার ৪ ইউনিটের প্রথমটি আসলে সায়েন্সের ফিলোজফি—বিজ্ঞান কাহারে কয়।

    ব্যাপার নতুন। বইটই মার্কেটে নেই। যদুবাবু লিখে ফেলুক, গুরু ছেপে দিক—কলকাতা-ইউনির হাটে হাজারে না হোক, শয়ে বিক্রি—টেক্সট বইয়ের কাটতিতে কিছুদিন গুরুর লস না হোক। কী বলেন?
  • &/ | 151.14.***.*** | ১২ অক্টোবর ২০২৩ ০০:৩৭518054
  • সহস্র্রলোচন শর্মা নামে কি প্যালারামই লেখেন?
  • r2h | 192.139.***.*** | ১১ অক্টোবর ২০২৩ ২৩:১১518053
  • হ্যাঁ, প্যালারাম।
    অবরে সবরে চমৎকার হপা লিখে কোথায় উধাও হয়ে যায়। মানে কোথায় উধাও হয় তা জানি, ইন্ডিজাইন লেটেক প্রুফ প্রেস আপলোডের অরণ্যে কিন্তু তাও বেঁধে আনা হোক।
  • যদুবাবু | ১১ অক্টোবর ২০২৩ ২৩:০০518052
  • একক, আরে অবশ্যই অবশ্যই। তুমি তো আছোই। তাছাড়া ইস্কুলের সিনিয়র বলে ইস্পেশাল অগ্রাধিকার। শেষমেশ টোলে একজন-ও গপ্পো শুনতে না এলে গঙ্গার ধারে চায়ের দোকানে গিয়ে সবুজ বেঞ্চি পেতে বিড়ি ফুঁকবো। 

    র২হঃ হ্যাঁ, খুব-ই ভালো হতো।
     
    সায়েন্টিফিক রেভোলিউশন খুব ইন্টারেস্টিং জিনিষ। ঐ থমাস কান ইত্যাদিদের যে সুন্দর থিওরি - একটা লম্বা সময় চলে যখন বিজ্ঞানীরা "নর্ম্যাল সায়েন্স" প্র্যাক্টিস করেন - সেটা প্রায় ধাঁধা সলভ করার মত ব্যাপার, যাতে এগজিস্টিং মডেল বা ফ্রেমওয়ার্কে প্রকৃতি (নেচার)-কে খাপে খাপ ফিট করানো যায়। কিন্তু এই নর্ম্যাল সায়েন্স চলতে চলতে তাতে ফাঁকফোঁকর দেখা দেয় - অ্যানোম্যালি/প্যারাডক্স - এমন সব জিনিষ যাকে চলতি বিজ্ঞানের ধারণা ব্যাখ্যা করতে পারে না, কিন্তু সেসব অ্যানোমালি যখন-ই এসে উপস্থিত হয় তাকে কেউ মাদুর পেতে অভ্যর্থনা তো করেই না, উল্টে গাল দিয়ে ভূত ভাগিয়ে দেয়, যাকে বলে ডগম্যাটিক রেজিস্ট্যান্স। তারপর ঐ যেটা এখন অ্যানোমালি, সেটাই একদিন নর্ম হয়ে যায়, আবার তাকে ঘিরে ডগমা তৈরী হয়। 
     
    আমি একবার বোধহয় লিখেছিলাম যে রন্টগেন যখন এক্স-রে আবিষ্কার করে ফেলছেন, বিভিন্ন জায়গায় গিয়ে হাতেনাতে প্রমাণ করে দেখাচ্ছেন, তখন-ও লর্ড কেলভিন মানতে পারেননি, বলছেন ওটা তো একটা বিশাল ধাপ্পাবাজি (ইল্যাবোরেট হোক্স।) এখন ভাবলে মনে হয় অ্যাঁ? এত্তোবড়ো বৈজ্ঞানিক এর'ম করলেন?? হত্তেই পারে না। তারপর তো এই বছর খানেক আগে ক্যাটালিনা কারিকোর সাক্ষাৎকার পড়লাম - নেচার ডেস্ক রিজেক্ট করেছিলো, ইউ-পেন ক'বার ডিমোট করেছে ইত্যাদি, এখন নোবেল পেয়ে আবার নাগাড়ে খিস্তি খাচ্ছে (যদিও কেন খাচ্ছে কে জানে, আর খেয়েই বা কি বদলাবে কে জানে।) ভাবি আরও কত এমন ক্যারিকো ছিলেন, আছেন। 
     
    আমাদের প্যালারাম কিন্তু ফিলোজফি অফ সায়েন্স নিয়ে লেখার খুব ভালো লোক। ওকে হুড়ো দেওয়া হোক লেখার জন্য। (আশা করি ভাটের পাতায় এসে এই কমেন্ট দেখে আমাকে মনে মনে খিস্তাবে।)  
  • | ১১ অক্টোবর ২০২৩ ২০:০৯518051
  • ওরে বাবা একক ঠিক কতগুলো কাটামুন্ডু খুন রক্ত জুড়ে দেবে গপ্পে। 
     
    কিন্নরের ধ্বসের জন্য দুদিন দাঁড়িয়েছিলাম।  দ্বিতীয়দিনে সবাই বোর হয়ে হেঁটে এগিয়ে দেখছিল হেঁটে হেঁটে পেরোন যায় কিনা।  তা দলের দুই মেয়ে খানিক এগিয়ে দেখে রাস্তা থেকে কয়েক ধাপ নীচে পাহাড়ের গায়ে একটা ছোট্ট স্কুল। ওরা তাড়াতাড়ি নেমে গিতে দেখে দশজন ছাত্রছাত্রী দুজন শিক্ষক নিয়ে পুঁচকে একটা প্রাথমিক স্কুল। তারা আবার তখন পিটি করছিল গান গাইছিল ইত্যাদি। এই মেয়েরা মহানন্দে ওদের সাথে গল্প করে ছবি তুলে আনল। বাচ্চারাও নতুন লোকজন পেয়ে খুশী।
  • &/ | 151.14.***.*** | ১১ অক্টোবর ২০২৩ ১৯:৫৫518050
  • হ্যাঁ, হ্যাঁ, করুন, করুন। যৌথ করুন।
  • r2h | 192.139.***.*** | ১১ অক্টোবর ২০২৩ ১৯:৪৩518049
  • অঙ্ক বিজ্ঞান টিজ্ঞান নিয়ে আলোচনাটা চমৎকার হচ্ছে। বিজ্ঞান টিজ্ঞান বললাম বলে কেউ রাগ করবেন না, নো ডিসরেস্পেক্ট। বিষয়গুলি নিয়ে কিছু জানি না বলে এরকম বললাম।

    "...অঙ্কে একটা ধারণা মাথায় আসা আর সেটাকে ফর্মুলায় গেলে রিগর দেওয়া এ দুই তো এক না..." এই কথাটা খুব মনে ধরলো। ইনফ্যাক্ট এটা নিয়ে ভাবি, যে বিজ্ঞান একটা ধারাবাহিক চেতনা, বৈজ্ঞানিক গবেষনা নানান স্তর পেরিয়ে আসে - তার ব্যাখ্যা হয়তো সব সময় মানুষ সেরকম ভাবে করতে পারে না, একটা ব্যবহারিক আবিষ্কার করে, তারপর সেটার ব্যাখ্যা বের করতে হয়তো হাজার বছর লেগে যায়। টিম হুচি একবার ব্যক্তিগত আড্ডায় গবেষনার ধারাবাহিকতা ও দীর্ঘমেয়াদী ধাপ নিয়ে খুব প্রাঞ্জল করে বলেছিল। চাকা আবিষ্কার, আগুনকে পোষ মানানো, গুণতে শেখা, লিপি আবিষ্কার ইত্যাদি ইত্যাদি। সৈকতদা একটা লেখা আছে মানব সভ্যতার ইতিহাসে খাদ্য শস্য নির্বাচনের পরীক্ষা নিরীক্ষা এইসব কভার করে। বিজ্ঞান, বিজ্ঞান চেতনা, বৈজ্ঞানিক গবেষণা ইত্যাদির মধ্যে যোগ এবং তফাত কী, বৈজ্ঞানিক চেতনার উত্তরাধিকার, ডকুমেন্টেশন, বিভিন্ন জনগোষ্ঠীর বিজ্ঞানচেতনার তফাত, ইওরোপকেন্দ্রিক বিজ্ঞানচর্চার ট্রায়াম্ফ (কলোনী একটা কারন তো অবশ্যই) এইসব ব্যাপার স্যাপার।

    যদুবাবুর নতুন নতুন চটি হোক এ আমিও চাই।
    তবে, তদুপরি, নানান সময় যৌথ চটি নিয়ে ভেবেছি যেটা হয়ে ওঠেনি। মানে এই নানাবিধ অধ্যাপক, বিজ্ঞানী, বিজ্ঞান উৎসাহী ও চর্চাকারীরা আলোচনা করবেন, সেসবের সম্পাদিত সংকলন ঐ আলোচনার ফর্মেই বই হয়ে বেরুবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত