এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ২১৩৬০৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 162.158.***.*** | ২০ এপ্রিল ২০২০ ১৬:৫৪730720
  • পোস্ট করোনা দুনিয়ার অবয়ব কি হবে ?

    ইউ টিকবে ? চীন কি নিজের ম্যানুফ্যাকচারিং হাব স্ট্যাটাস ধরে রাখতে পারবে ? রাশিয়ার প্রভাব কি বাড়বে ইউরোপ এ ?

    আমেরিকার দুনিয়াজোড়া প্রভাবের ওপোর ইম্প্যাক্ট কি হবে ?
  • Dipanjan | ২১ এপ্রিল ২০২০ ১২:৩৪730724
  • USC antibody test results are out.

    Based on the results of the first round of testing, the research team estimates that approximately 4.1% of the county’s adult population has an antibody to the virus. Adjusting this estimate for the statistical margin of error implies about 2.8% to 5.6% of the county’s adult population has an antibody to the virus — which translates to approximately 221,000 to 442,000 adults in the county who have been infected. That estimate is 28 to 55 times higher than the 7,994 confirmed cases of COVID-19 reported to the county at the time of the study in early April. The number of COVID-related deaths in the county has now surpassed 600.

    https://news.usc.edu/168987/antibody-testing-results-covid-19-infections-los-angeles-county/

  • Dipanjan | ২১ এপ্রিল ২০২০ ১২:৪৯730725
  • "ইউ টিকবে ? চীন কি নিজের ম্যানুফ্যাকচারিং হাব স্ট্যাটাস ধরে রাখতে পারবে ? রাশিয়ার প্রভাব কি বাড়বে ইউরোপ এ ?
    আমেরিকার দুনিয়াজোড়া প্রভাবের ওপোর ইম্প্যাক্ট কি হবে ?"

    হ্যাঁ | হ্যাঁ | হ্যাঁ | কমবে, প্রথমে আস্তে আস্তে, তারপর খুব জোরে |
  • দ্রি | 172.68.***.*** | ২১ এপ্রিল ২০২০ ২০:০৬730735
  • "ইউ টিকবে ? চীন কি নিজের ম্যানুফ্যাকচারিং হাব স্ট্যাটাস ধরে রাখতে পারবে ? রাশিয়ার প্রভাব কি বাড়বে ইউরোপ এ ?

    আমেরিকার দুনিয়াজোড়া প্রভাবের ওপোর ইম্প্যাক্ট কি হবে ?"

    এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্পেকুলেশানের বেশী কিছু করা সম্ভব নয়। ইন ফ্যাক্ট, এগুলোই দেখার।

    ইইউয়ের মধ্যে সেন্ট্রিফিউগাল ফোর্স রয়েছে ভীষন। সুপারস্টেটের দাদাগিরি অনেক স্টেটই মানতে চায়না। সভার্নিটি বিসর্জন দিতে চায়না। কিন্তু আবার ইইউর টাকাও তাদের চাই। এই টানাপোড়েন নিয়ে চলছে কোনমতে। করোনার সময়ে এটা আরো প্রকট হয়েছে। ইতালি যত টাকা চাইছে, জার্মানী দিচ্ছে না। আমেরিকাতেও খানিকটা তাই চলছে। আমাদের স্টেট আমরা চালাব, আমরা ডিসিশান নেবো। কিন্তু ইমার্জেন্সিতে ফেডারাল মানি চাই। অন্যের টাকা নিয়ে সভার্নিটি এক্সারসাইজ করা কঠিন কাজ। ঝগড়াঝাটি লেগেই থাকে। তবে ইইউ গ্লোবালিস্টদের পেট প্রোজেক্ট। তাদের যে মেইন গোল, ওয়ার্ল্ড গভর্মেন্ট, তার একটা পাইলট প্রোজেক্ট। এটা ফেল করলে তো সব গেল। ফেল হতে বোধহয় দেওয়া হবে না।
  • দ্রি | 172.68.***.*** | ২১ এপ্রিল ২০২০ ২০:১৪730736
  • "চীন কি নিজের ম্যানুফ্যাকচারিং হাব স্ট্যাটাস ধরে রাখতে পারবে ?"

    এটা জাস্ট বুঝতে পারছি না। একদিকে শুনছি চীন পাওয়ারফুল হবে। পাওয়ারফুল হলে তো কারেন্সিও স্ট্রং হবে। তাহলে চীনে ম্যানুফ্যাকচারিং কি পোষাবে? আবার অন্যদিকে চীন কি নিজের ট্রাম্প কার্ডটা এত সহজে ছেড়ে দেবে? কি করবে জানি না। আর্টিফিশিয়ালি নিজেদের কারেন্সি উইক করে রাখবে? একদম বুঝতে পারছি না।

    করোনায় একটা জিনিষ তো বোঝা গেছে। যেকোন দেশ সেল্ফ সাফিশিয়েন্ট হতে চাইলে সব ম্যানুফ্যাকচারিং আউটসোর্স করে দিলে চলে না।

    শালিখ একটা কথা বলেছিলেন। ম্যানুফ্যাকচারিং নিজের দেশে আনলে প্রাইসিংটা অন্যরকম হতে হবে। এটা একদম খাঁটি কথা। চীপ গুডসের জমানা বোধ হয় শেষ হতে চলেছে।
  • দ্রি | 172.68.***.*** | ২১ এপ্রিল ২০২০ ২০:২৭730737
  • "রাশিয়ার প্রভাব কি বাড়বে ইউরোপ এ ?"

    নেটো তো ক্রিয়েটেডই হয়েছিল, রাশিয়াকে দমিয়ে রাখার জন্য। নেটোর প্রথম সেক্রেটারি জেনারাল লর্ড ইসমায়ে বলেছিলেন, 'দা অ্যালায়েন্স ওয়াজ ক্রিয়েটেড টু কীপ দা অ্যামেরিকানস ইন, দা রাসিয়ানস আউট, অ্যান্ড দা জার্মানস ডাউন।' সে অনেক বছর আগেকার কথা। জার্মানী এখন কিস্তিতে কিস্তিতে তাদের সব ওয়ার রেপারেশানস শোধ করে দিয়েছে। রাশিয়াও সোভিয়েত ইউনিয়ানের ব্রেকাপের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। বৃটিশরা গ্রেট গেম খেলে রাশিয়ান এনার্জি রিসোর্স তাদের থেকে কেড়ে নেওয়ার যে প্ল্যান করেছিল, সেটা ফেল করেছে। পুতিন হ্যাজ চেকমেটেড দেম। এই অবস্থায় নেটোর রোল কমে গিয়েছে। তা বুঝে ট্রাম্প নেটোর ফান্ডিং কমিয়ে দিয়েছে। রাশিয়ান এনার্জির ন্যাচারাল ডেস্টিনেশান ইওরোপ। কিন্তু আমেরিকা তাতে বাগড়া দিয়ে যাচ্ছে। রোডব্লক তৈরী করছে। কিন্তু পারছে না। মনে হয় ইন দা লং রান পারবে না। তবে শর্ট টার্মে ঝামেলা পাকানোর চেষ্টা করবে।
  • দ্রি | 162.158.***.*** | ২১ এপ্রিল ২০২০ ২০:২৮730738
  • "আমেরিকার দুনিয়াজোড়া প্রভাবের ওপোর ইম্প্যাক্ট কি হবে ?"

    এটা মনে হয় কমবে। কমা অলরেডি শুরু হয়ে গেছে। আরো কমবে।
  • | ২১ এপ্রিল ২০২০ ২০:৫০730739
  • চীনের একটা ব্যাঙ্ক HDFC r 1% শেয়ার কিনেছে। এবার কুছু ল্পক আলোচনা করছিল যে মন্দার বাজারে অন্যান্য ভারতীয় কোম্পানিগুলো  দুর্বল হতে থাকেই চীন আরো এক্সপান্ড করে টেক ওভার করতে থাকবে। ইন ফ্যাক্ট  সেনন্যই বোধয় কিছু স্টেপ্স ও নিল সরকার। 

    এইটার সম্ভাব্যতা নিয়ে কেউ বলবেন একটু।

  • দ্রি | 172.68.***.*** | ২১ এপ্রিল ২০২০ ২১:২৭730740
  • সম্ভাবনা আছে। এই নিয়ে শুধু ভারত নয়, সারা পৃথিবী চিন্তিত।

    Beijing could use the coronavirus-induced economic crisis to go on a buying spree. The U.S. and European governments must restrict the purchasing of distressed companies in sensitive sectors.

    https://foreignpolicy.com/2020/04/15/china-is-bargain-hunting-and-western-security-is-at-risk/

    চাইনীজদের ডীপ পকেটের ডলার দিয়ে ওরা করবেটাই কী? ফাইনালি রিসোর্স কিনে নেবে বিভিন্ন জায়গায়। আফ্রিকায় অনেক ইনফিলট্রেট করেছে চায়্না। তাতে আবার পুরাতন কলোনিস্টদের খুব রাগ। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভও তাই। অনেক লোক দিচ্ছে চায়্না, অনেক দেশকে। শোধ না দিতে পারলে কিছু রিসোর্স নিয়ে নেবে।

    সব দেশেরই উচিত এখন নিজেদের ন্যাশানাল ইন্টারেস্ট দেখা।
  • PM | 162.158.***.*** | ২২ এপ্রিল ২০২০ ১০:৩৮730745
  • ভলো আলোচোনা হচ্ছে।

    " বৃটিশরা গ্রেট গেম খেলে রাশিয়ান এনার্জি রিসোর্স তাদের থেকে কেড়ে নেওয়ার যে প্ল্যান করেছিল, সেটা ফেল করেছে। পুতিন হ্যাজ চেকমেটেড দেম।"

    এই কেসটা কি ? !!
  • দ্রি | 172.69.***.*** | ২৩ এপ্রিল ২০২০ ০০:২৯730746
  • ট্রেভরের শোতে ডঃ ফাউচি বলেছিলেন কোভিডের মর্টালিটি অ্যাট লিস্ট ১%, যা অর্ডিনারি ফ্লুয়ের দশ গুন।

    অ্যাবাউট ১ঃ১৫ থেকে

    কিন্তু নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে ওনারই লেখা এক জার্নালে উনি বলছেন পুরো অন্য কথা!

    ... This suggests that the overall clinical consequences of Covid-19 may ultimately be more akin to those of a severe seasonal influenza (which has a case fatality rate of approximately 0.1%) or a pandemic influenza (similar to those in 1957 and 1968) rather than a disease similar to SARS or MERS, which have had case fatality rates of 9 to 10% and 36%, respectively.

    https://www.nejm.org/doi/full/10.1056/NEJMe2002387?query=recirc_curatedRelated_article

    বলছেন কোভিডের ফেটালিটি ফ্লুয়ের সাথেই তুলনীয়।
  • দ্রি | 172.68.***.*** | ২৩ এপ্রিল ২০২০ ০০:৪৫730747
  • শুধু ট্রেভর শোতে নয়, কংগ্রেশানাল হিয়ারিংএও ফাউচি বলেছেন,

    The novel coronavirus spreading across the globe is “10 times more lethal than the seasonal flu,” the government’s top infectious disease official told a House hearing, where he warned the U.S. must take serious mitigation efforts now.

    https://www.bloomberg.com/news/articles/2020-03-11/fauci-warns-coronavirus-far-more-lethal-than-seasonal-flu

    এ তো ডাহা গুলবাজ।
  • S | 162.158.***.*** | ২৩ এপ্রিল ২০২০ ০১:১৯730748
  • ফাউচি আসলে যা বলেছেন -
    On the basis of a case definition requiring a diagnosis of pneumonia, the currently reported case fatality rate is approximately 2%. In another article in the Journal, Guan et al. report mortality of 1.4% among 1099 patients with laboratory-confirmed Covid-19; these patients had a wide spectrum of disease severity. If one assumes that the number of asymptomatic or minimally symptomatic cases is several times as high as the number of reported cases, the case fatality rate may be considerably less than 1%. This suggests that the overall clinical consequences of Covid-19 may ultimately be more akin to those of a severe seasonal influenza (which has a case fatality rate of approximately 0.1%) or a pandemic influenza (similar to those in 1957 and 1968) rather than a disease similar to SARS or MERS, which have had case fatality rates of 9 to 10% and 36%, respectively.
    If one assumes থেকে পড়লে আসল বক্তব্য বোঝা যাবে। ১% এর কম ফ্যাটালিটি ধরতে গেলে তার আগে একটা অ্যাসাম্পশান আছে।
  • S | 162.158.***.*** | ২৩ এপ্রিল ২০২০ ০১:৩৩730749
  • যে পুরো একটা টই চালায় গুল দিয়ে, সারা জীবনটাই ডেডিকেট করেছে মিথ্যা ছড়িয়ে মানবজাতির ক্ষতি করার জন্য, যার গুরুদেব অ্যালেক্স জোন্স স্বীকার করে নিয়েছে যে তার সব বক্তব্যই ফালতু (পারফর্মেন্স আর্টিস্ট), সে তো পৃথিবীর অন্যতম সেরা ডাক্তারকে "গুলবাজ" বলবেই। এই না হলে শিক্ষা।
  • ar | 173.245.***.*** | ২৩ এপ্রিল ২০২০ ০১:৩৫730750
  • সিডিসি গাইডলাইন অনুযায়ী রিপোর্টঃ

    ইউসঃ পজিটিভ- ৮৪১,৮২৩, মৃত্যুঃ ৪৭, ০৭৩

    তালিকায় প্রথম তিনটি রাজ্যঃ

    নিউ ইয়র্কঃ পজিটিভ- ২৬৩,২৯২, মৃত্যুঃ ২০,২০৮

    নিউ জার্সীঃ পজিটিভ- ৯৫,৪১৮, মৃত্যুঃ ৫,১২৯

    ম্যাসঃ পজিটিভ- ৪১,১৯৯, মৃত্যুঃ ১৯৬১
  • দ্রি | 172.68.***.*** | ২৩ এপ্রিল ২০২০ ০২:১৩730751
  • "ফাউচি আসলে যা বলেছেন -
    On the basis of a case definition requiring a diagnosis of pneumonia, the currently reported case fatality rate is approximately 2%. In another article in the Journal, Guan et al. report mortality of 1.4% among 1099 patients with laboratory-confirmed Covid-19; these patients had a wide spectrum of disease severity. If one assumes that the number of asymptomatic or minimally symptomatic cases is several times as high as the number of reported cases, the case fatality rate may be considerably less than 1%. This suggests that the overall clinical consequences of Covid-19 may ultimately be more akin to those of a severe seasonal influenza (which has a case fatality rate of approximately 0.1%) or a pandemic influenza (similar to those in 1957 and 1968) rather than a disease similar to SARS or MERS, which have had case fatality rates of 9 to 10% and 36%, respectively.
    If one assumes থেকে পড়লে আসল বক্তব্য বোঝা যাবে। ১% এর কম ফ্যাটালিটি ধরতে গেলে তার আগে একটা অ্যাসাম্পশান আছে।"

    এটা খুবই স্ট্যান্ডার্ড অ্যাজামশান। রিপোর্টেড কেসের চেয়ে, বা টেস্টেড কেসের চেয়ে ইনফেকশান অনেক গুণ বেশী হয়। সব রকম ইনফেকশাস ডিজিজের হিসেবেই নিশ্চয়ই একই নিয়ম। কোভিডের জন্য স্পেশাল কিছু নয়। এবং সেই জন্যই তিনি সাইন্টিফিক জার্নালে এই কথা লিখেছেন। পেপারে তো বলেননি এটা রেগুলার ফ্লুর থেকে ১০ গুন বেশী ফেটাল। কিন্তু কংগ্রেশানাল হিয়ারিংএ বলেছেন।

    প্রশ্ন হল কেন।
  • S | 162.158.***.*** | ২৩ এপ্রিল ২০২০ ০৬:০০730752
  • পেপারে তিনি বলেছেন দুটি স্টাডিতে দেখা গেছে কোভিড সাধারণ ফ্লুর থেকে ২০ গুন বা ১৪ গুন বেশি ফ্যাটাল। কিন্তু যদি ধরে নেওয়া হয় অনেক বেশি লোক কোভিড পজিটিভ হয়, তাহলে ফ্যাটালিটি সাধারণ ফ্লুর মত হলেও হতে পারে। এই অ্যাসাম্প্শানের সাপোর্টে কোনো নম্বর উনি এখনো জানেন না।
    আর কঙ্গ্রেসে উনি কি অ্যাসুম করলে কি হত সেটা নিশ্চই বলবেন না। যখন হিররি'ন হয়েছে সেই সময় পাওয়া ডেটার ভিত্তিতেই বলবেন।
    আরে সব ইনফেকশাস ডিজিজের হিসেব একরকম হয় না।
  • dc | 162.158.***.*** | ২৩ এপ্রিল ২০২০ ০৮:১৭730753
  • কেন কি ফাউচি ডিপ স্টেটের প্রতিনিধি।
  • Dipanjan | ২৩ এপ্রিল ২০২০ ০৮:১৯730754
  • "আরে সব ইনফেকশাস ডিজিজের হিসেব একরকম হয় না।" - তাহলে হিয়ারিং-এ ফ্লু-এর সাথে তুলনা করার দরকার কি? ফ্লু-এর ইন্সিডেন্স মর্টালিটি রেটে একটা আসম্পশান আছে রিপোর্টেড আর প্রিভালেন্স -এর রেশিও কত | কোভিডে সেই রেশিও কত জানা নেই যখন, বললেই হয় রান্ডম স্যাম্পেল করা হয়নি, জানিনা | 10 টাইমস বলে সবাইকে ভয় পাওয়ানোর কি দরকার ?
  • Dipanjan | ২৩ এপ্রিল ২০২০ ০৮:২৩730755
  • "ডিপ স্টেটের প্রতিনিধি" -- প্রতিনিধি না শুধু, টিমের ভাইস ক্যাপ্টেন, ক্যাপ্টেন গেটস | :)
  • S | 162.158.***.*** | ২৩ এপ্রিল ২০২০ ১১:৩১730756
  • শেষ S আমি নই।
  • PM | 162.158.***.*** | ২৩ এপ্রিল ২০২০ ২০:৫৯730757
  • এই টইটাই হিসেব অনুযায়ী গুরুর সব থেকে জনপ্রিয় টই। মানে বাকি টই এর সাথে জনপ্রিয়তায় কোনো তুলনাই হয় না ঃ) শত্রুর মুখে ছাই দিয়ে :D
  • দ্রি | 162.158.***.*** | ২৪ এপ্রিল ২০২০ ০১:৫২730760
  • ফ্রান্সে অ্যান্টি লকডাউন প্রোটেস্ট। মনে হচ্ছে যেন কালিপুজো হচ্ছে।

  • দ্রি | 172.68.***.*** | ২৪ এপ্রিল ২০২০ ০১:৫৫730761
  • Chinese Agents Helped Spread Messages That Sowed Virus Panic in U.S., Officials Say

    https://www.nytimes.com/2020/04/22/us/politics/coronavirus-china-disinformation.html

    তাহলে এবার কি রাশিয়ান ইন্টারফিয়ারেন্সের বদলে চাইনীজ ইন্টারফিয়ারেন্স শুরু হল?
  • Dipanjan | ২৪ এপ্রিল ২০২০ ০৪:১৪730762
  • "Speaking with the Moskovsky Komsomolets newspaper, Professor Petr Chumakov said a lab in the COVID-19 epicentre has been developing various coronavirus variants over the past decade – but not intentionally.

    “They did this, supposedly not with the aim of creating pathogenic variants, but to study their pathogenicity,” said Professor Chumakov, chief researcher at the Engelhardt Institute of Molecular Biology in Moscow.

    But in doing so, researchers involuntarily created “variants of the virus” when they were possibly aiming for a HIV vaccine, he claimed. They had no “malicious intent” on creating COVID-19, Professor Chumakov said.

    An example of the “absolutely crazy things” they did included enabling the virus to infect human cells through interrupting “the natural sequence of the genome” he said, adding that scientists were often just doing what they were told.

    “There are several inserts … which gave it special properties,” Professor Chumakov said."

    https://thenewdaily.com.au/news/world/2020/04/24/microbiologist-claims-wuhan-lab-created-coronavirus/
  • Atoz | 172.68.***.*** | ২৪ এপ্রিল ২০২০ ০৪:৩৯730763
  • এই তো!। আস্তে আস্তে। আস্তে আস্তে বের হবে সব।
    আগামী দিনগুলোতে আরো কত কী জানা যাবে কেজানে। ওদিকে ফেক খবরও তো কম না চতুর্দিকে।
    ওদিকে এরই মধ্যে আরো কতগুলো ভ্যারিয়ান্ট ফ্যারিয়ান্ট বানিয়ে ছাড়ো ছাড়ো অবস্থায় এনে ফেলেছে কিনা কেজানে!
  • Dipanjan | ২৪ এপ্রিল ২০২০ ০৬:৩৯730764
  • যিনি সান্তা ক্লারা কাউন্টির সেরোলজি টেস্ট লিড করেছেন, তার সাক্ষাৎকার -
    Perspectives on the Pandemic | Dr. John Ioannidis
  • ar | 162.158.***.*** | ২৪ এপ্রিল ২০২০ ০৯:৪৫730766
  • সিডিসি গাইডলাইন অনুযায়ী রিপোর্টঃ

    ইউসঃ পজিটিভ - ৮৯১,৩৬২, মৃত্যু - ৫০,৩৭৫

    তালিকায় প্রথম তিনটি রাজ্যঃ
    নিউ ইয়র্কঃ পজিটিভ- ২৭১,১৪৬, মৃত্যু - ২০,৯৭৩
    নিউ জার্সীঃ পজিটিভ- ১০০,০২৫, মৃত্যু - ৫,৪২৬
    ম্যাসঃ পজিটিভ- ৪৬,০২৩, মৃত্যু - ২৩৬০

    যেখানে সিডিসির গাইডলাইন নেই, শুধুই আইসিএমারের গাইডলাইন, তার রিপোর্টঃ

    ভারতবর্ষঃ পজিটিভ- ২৩,০৩৯, মৃত্যু - ৭২১

    তালিকায় তিনটি রাজ্যঃ
    মহারাষ্ট্রঃ পজিটিভ- ৬৪২৭, মৃত্যু - ২৮৩
    গুজরাটঃ পজিটিভ-২৬২৪, মৃত্যু - ১১২
    পশ্চিমবঙ্গঃ পজিটিভ- ৪৫৬, মৃত্যু - ১৫
  • dc | 172.68.***.*** | ২৪ এপ্রিল ২০২০ ০৯:৫৫730767
  • ওদিকে ডিপ স্টেটের ষড়যন্ত্রে রেমডেসিভির ফেল করলো। ডিপ স্টেট বোধায় নতুন কোন ভ্যাক্সিন আবিষ্কার করিয়ে নিতে চায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন