এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিশ্বকাপ T20 | 2409:4060:29f:4662:a4eb:9bee:5411:***:*** | ০৯ নভেম্বর ২০২২ ১৭:০২511713
  • ভারত আর জিম্বাবুয়ে এর কাছে হেরে অনেকে ধরে নিয়েছল কিছু করতে পারবে না ।
    পাকিস্তান ফাইনালে ।
    নিউজিল্যান্ড খুব খারাপ খেলে হারলো ।
    ক্যাচ ফেলা , রান আউট মিস । তার খেসারত দিল ।
  • দীপ | 2402:3a80:1968:25a0:20a3:28d7:7f05:***:*** | ০৯ নভেম্বর ২০২২ ১৪:৫৪511712
  • একেবারে সাক্ষাৎ মহাপুরুষ!
  • দুয়ারে ​​​​​​​শিক্ষা | 5.45.***.*** | ০৯ নভেম্বর ২০২২ ১৩:০৫511711
  • রাজ্যে বহু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নির্মিত হয়েছে মলয়ের হাত ধরে। তিনি রাজ্যে অন্তত কয়েকশো স্কুল, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিএড কলেজ, পিটিটিআই প্রতিষ্ঠান, নার্সিং ইনস্টিটিউট, আইআইটি শিক্ষা প্রতিষ্ঠান এবং ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা করেছেন। এ রাজ্যের বাইরে ত্রিপুরা, অসম, মেঘালয়, মিজোরাম, বিহার, ঝাড়খণ্ড, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশেও ছড়িয়ে রয়েছে তাঁর শিক্ষা ব্যবসা।  
  • dc | 2401:4900:1f2b:f41e:a03e:8e5:9229:***:*** | ০৯ নভেম্বর ২০২২ ০৯:০৭511710
  • এদিকে সেনসেক্স ৬১ লেভেলে উঠেছে। দেখা যাক থার্ড কোয়ার্টারে র‌্যালি করে কিনা। ২০২৩ এর মার্চ নাগাদ কি ৬৫ তে পৌঁছবে? দেখা যাক। 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:7bd3:7381:314f:***:*** | ০৯ নভেম্বর ২০২২ ০৮:৫২511709
  • Cashe Lewis, 31, of Denver, Colorado works two jobs and is currently trying to find a third job to cover the recent $200 monthly rent increase to her apartment. She works days as a barista at Starbucks, but claims it’s been difficult to get enough hours even with taking extra shifts whenever she can due to scheduling cuts as part of the crackdown on union organizing by management.

    At night she works at a convenience store because the hours are reliable, and works six days a week, often 16 hours a day.

    “I’m exhausted all the time,” said Lewis. “On the one day I have off a week, I donate plasma for extra money. I’m literally selling my blood to eat because I have no choice.”

    Her partner suffers from epilepsy and can’t work full-time hours because of it. Even with insurance, their medication is expensive and she spends about half of a two-week paycheck at Starbucks to cover the health insurance premiums.
     
  • &/ | 151.14.***.*** | ০৯ নভেম্বর ২০২২ ০৭:৩৩511708
  • ভাগ্যিস বইটা দিলেন চতুর্মাত্রিক! বহুকালের একটা প্রশ্ন আমার ছিল। এই বিশীবাবু উত্তরটা দিলেন। প্রশ্নটা হল, 'ক্লাস হইতেছে এমন সময় বৃষ্টি আসিলে কী হইত?' ঃ-)
  • &/ | 151.14.***.*** | ০৯ নভেম্বর ২০২২ ০৫:৫১511707
  • আরে সাহেব তো সাহেবমাত্র। স্বয়ং যীশুর কথা শুনেই লোকে চটে রেগে ক্ষেপে গিয়ে কী না করল! লোকে খুব রেগে যায়, কত সহজেই। সামান্য কারণে। অথচ ভালোবাসা কি সহজে আসে? (অবশ্য বলা যায় না, ফেবুতে যে হারে আদরবাসা দেখি! ঃ-) )
    কিন্তু সেসব আদরবাসা সব উড়ে যায়, অথচ একটা কন্ট্রোভার্সি শুরু হলে কী প্রচন্ড রাগারাগি তর্কাতর্কি শুরু হয়, বাপরে।
    (মনে হয় রাগারাগি জিনিসটা দলীয় ব্যাপার, নিজের দল জুটলেই বিপক্ষদলের বিরুদ্ধে লড়ালড়ি করা যায়। তুলনায় ভালোবাসা অনেকটাই ব্যক্তিগত, ঘনিষ্ঠজনদের মধ্যে শুধু হতে পারে। কেজানে হয়তো কেউ কেউ সত্যি সত্যি বহুজনকেই খুব আপনের মতন ভালোবাসতে পারেন। বাকী সাধারণ মানুষ, এই আমার বা টেপি খ্যাপা নেপু হাসু জটিলা কুটিলা সরলা অবলার মতন মানুষ, তারা কী করে? জাস্ট 'হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো, যা বলেছেন ঠাকুর আপনি' বলে মেনে নেয় কি? )
  • :|: | 174.25.***.*** | ০৯ নভেম্বর ২০২২ ০৫:০৭511706
  • গতকাল আর লেখালিখিতে আসতে পারিনি। আপনার দেওয়া ০৮ নভেম্বর ২০২২ ০০:৫৯-র লেখাটা পড়লাম। সাহেবের কথাগুলো নতুন কিছুনা। তবে আপনি যেমন বললেন -- সত্যি বলতে কি ঠিক ওই রকম মনে হয়না যে আগে বেশী ভালোবাসা ছিলো, এখন কম। ভালোবাসাটা যাকে বলে এক্কেবারে "অপরিবর্তনীয় অর্ঘ্য" :) আমাদের সময়ের মাপকাঠি দিয়ে এখনকার সময়কে মাপতে গেলে তো মুশকিল! যে যার নিজের সময়কে ভালোবাসে। আমার না, প্রমথ বিশীর কথা। এই বইতে বলেছেন: https://ia801607.us.archive.org/5/items/in.ernet.dli.2015.339938/2015.339938.Rabindranath-O.pdf
    আপনি ফিরেছেন, আবার পরে গল্প হবে। আজ আসি। 
  • &/ | 151.14.***.*** | ০৯ নভেম্বর ২০২২ ০৩:৩১511705
  • ভালো ভালো ছবি পাচ্ছি। ভালো ভালো ছোটো ছোটো গল্পও যদি আসত ছবির সঙ্গে সঙ্গে, তবে আরও অনেক ভালো হত। বেশ একজন একটুখানি গল্প লিখলেন, আরেকজন গল্পের পরের পার্ট লিখলেন, আরেকজন তার সঙ্গে ছবি দিলেন, আবার আরেকজন সেই ছবির অনুপ্রেরণায় গল্প দিলেন। এরকম আরকি-
    ছায়া ছবি টইতে হুতেন্দ্রর লেখাটা যেমন, একটা চমৎকার ছিপছিপে উস্কোখুশ্কো চুল কবি-কবি চেহারার কলেজছাত্রকে দেখা যায়, যে কিনা শেষ বেঞ্চে বসে অধ্যাপিকার ইংরেজী কবিতা আবৃত্তি শুনতে শুনতে একেবারে অন্য জগতে চলে যায়। খুবই সুন্দর। ঃ-)
  • &/ | 151.14.***.*** | ০৯ নভেম্বর ২০২২ ০৩:০৩511704
  • ছায়া আর ছবি, ছবি আর ছায়া। ছায়াই ছবি, ছবিই ছায়া। খুব ভালো লাগছে টইতে গেলে। এমনি ছবি আর ছায়াছবি ---সবই খুব ভালো আসছে।
  • ললিত | 2401:4900:7073:3772:366c:c6f:51dc:***:*** | ০৮ নভেম্বর ২০২২ ২৩:৪২511702
  • S | 2405:8100:8000:5ca1::24f:***:*** | ০৮ নভেম্বর ২০২২ ২২:৫২511701
  • ইস্কুলে পড়তে আমাদের একজন শিক্ষক ছিলেন তিনি যত গল্প বলতেন সবেতেই কোনও না কোনও সুন্দরী মেয়ে মূল চরিত্রে থাকতো। আমার সাইকেলের সামনে একটা হেব্বি দেখতে মেয়ে হঠাত চলে এলো, এই বইটা আমাকে ঐ মেয়েটা দিয়েছে, সেই মেয়েটাকে পড়াই ঘ্যাম দেখতে, এইসব আরকি। তা আমরা এই নিয়ে প্রচুর মস্করা করতাম। এখানে আজকাল কিছু লেখাপত্তর পড়ে আমার সেই স্যারের কথা মনে হয়।
  • উপমা | 2402:3a80:1cd2:e0f5:378:5634:1232:***:*** | ০৮ নভেম্বর ২০২২ ২১:১৭511700
  • বা: , বেশ সুন্দর উপমা তো!সেই গোপাল ভাঁড়ের মতন।
  • kc | 188.236.***.*** | ০৮ নভেম্বর ২০২২ ১৯:৪৪511699
  • " হাগা পেলে হেগে নেওয়ার মতন আর কোনও আনন্দ নেই।" 
     
    এরকম অব্যর্থ বাক্য মলয়বাবু বেশি লেখেননি বলে মনে হয়। 'টেক আ বাও' বলতে ইচ্ছে করছে।
  • 8-{D | 43.239.***.*** | ০৮ নভেম্বর ২০২২ ১৯:০৬511698
  • মলয় রায়চৌধুরীর মেধা পড়ে আর একটু হলেই হাহাচেথেপ যাচ্ছিলাম।
  • একক | ০৮ নভেম্বর ২০২২ ১৭:২৫511697
  • ব্লু টিক নিলাম হওয়া সময়ের দাবি ঃ) সোশ্যাল মিডিয়ায় প্রিমিয়াম মেম্বারশিপ ক্ষমতাশালী ও পয়সাওয়ালাদের হাতে যাবে এবং সাধের গনতন্ত্রের নটেগাছ মুড়বে।  ট্যুইটার দিয়ে শুরু। আটকাবেন কিভাবে! 
  • অলকা সরকার | 14.139.***.*** | ০৮ নভেম্বর ২০২২ ১৬:৪৭511696
  • গুরুচন্ডালী’র  ‘হরিদাস পাল’ বিভাগে তাঁর  নিজের লেখা প্রকাশ করার  জন্য ব্লগিং-এর সুযোগের  অনুরোধ করে (অর্থাৎ ব্লগিং রাইট-এর আবেদন জানিয়ে) সুভাষচন্দ্র গাঙ্গুলী গত ১২-ই অক্টোবর, ২০২২ তারিখে একটি ই-মেইল পাঠিয়েছিলেন । ওই  ই-মেইল-এর  সাথেই পূর্বপ্রকাশিত লেখা’র নমুনা হিসেবে ‘করকে দেখা সমঝ গয়া’ শিরোনামের একটি লেখা ( যে লেখাটি এই ওয়েবসাইটে পাওয়া যাবে: https://sites.google.com/site/subhascganguly/writings )  পাঠিয়েছিলেন ।    
        
    কিন্তু দুঃখের বিষয় এই যে আজ পর্যন্ত  (৮-ই নভেম্বর, ’২২) গুরুচন্ডালী’র  তরফ থেকে চিঠির কোন  উত্তর  পান নি ।
     
    lcm-কে  গোটা  বিষয়টা খোঁজ-খবর করে ও দেখে উত্তর দেওয়ার প্রক্রিয়াটি ত্বরান্বিত করার অনুরোধ করছি ।

     
  • :) | 2a0b:f4c2:2::***:*** | ০৮ নভেম্বর ২০২২ ১৪:৩২511695
  • এগিয়ে বাংলা | 2409:4060:29f:4662:245f:6a10:493b:***:*** | ০৮ নভেম্বর ২০২২ ১৩:১০511694
  • রবীন্দ্র ভারতী তে তৈরি হল তৃণমূল কার্যালয় ।
    রবীন্দ্রনাথের পাশে জায়গা পেল পিসি ভাইপো ।
  • মলয় উবাচ | 23.106.***.*** | ০৮ নভেম্বর ২০২২ ১৩:০৯511693
  • "এটাও কেউ পড়েনি বলেই মনে হচ্ছে । অবশ্য সংখ্যা বলছে চোখ বুলিয়েছে । যৌনতা না থাকলে বোধহয় গরুচণ্ডালরা পড়ে না ।"
     
    খ্যাক খ্যাক খ্যাক
  • lcm | ০৮ নভেম্বর ২০২২ ১৩:০৯511692
  • হউক গিয়া। আর একখান ইনফোওয়ার বা ব্রেইটবার্ট সাইট।
  • হজবরল | 199.249.***.*** | ০৮ নভেম্বর ২০২২ ১৩:০৫511691
  • সত্যি যদি আনমোডেরেটেড এক্সেস পাওয়া যায়, অনেক ভুলভাল পাবলিক সেটার জন্য টাকা দিতে রাজি হয়ে যাবে। যেমন ফ্ল্যাট আর্থাররা একটা হ্যান্ডল খুলে ফেলবে। অ্যাডভার্টাইজাররা এখন লোক দেখানোর জন্য হয়ত সরে যাচ্ছে কিন্তু পরে চুপিচুপি ফিরে আসতে পারে। 
     
    টুইটারের প্রাইম ইনফ্লুয়েন্সার হচ্ছে পলিটিশিয়ান, মিডিয়া এজেন্সি, গভর্নমেন্ট, সেলিব্রিটি আর অ্যাডাল্ট মডেলরা। এর মধ্যে সেলিব্রিটিরা অনেকে সরে যাচ্ছে কারণ তাদের মেন ডাম্পিং গ্রাউন্ড হচ্ছে ইন্সটা আর ফেবু। বাকিরা মনে হয় ব্লু টিকের জন্য টাকা দিতে রাজি।  
  • S | 5.255.***.*** | ০৮ নভেম্বর ২০২২ ১২:২৩511690
  • ব্লু টিকওয়ালাদের সংখ্যা তো এখন মাত্র সোয়া চার লাখ। মাসে আট ডলার করে চার্জ করলে এখনকার হিসাবেও বছরে মাত্র ৪০ মিলিয়ন উঠবে। সেটা হয়তো বেশ কিছুটা বাড়বে। কিন্তু টুইটারে যাখুশি অসভ্যতামো শুরু হতেই অ্যাডভার্টাইজাররা সড়ে যাচ্ছে। অ্যাড রেভিনিউ কমে গেলে তো তেমন লাভ হবেনা।

    একটু সহজ অন্ক করা যাক। এই মুহুর্তে টুইটার প্রতি কোয়ার্টারে ২৭০ মিলিয়ন লস করছে, মানে বছরে প্রায় ১ বিলিয়ন। প্রায় সাড়ে তিন হাজার এমপ্লয়িকে ছাঁটাই করেছে। সেখান থেকে ধরে নিচ্ছি প্রায় ৫০০ মিলিয়ন ডলার বাঁচাবে। ধরে নিচ্ছি অ্যাড রেভিনিউ চেন্জ হলোনা। তাহলে আরো ৫০০ মিলিয়ন তুলতে হবে ব্লু টিকওয়ালাদের থেকে চাঁদা তুলে। মানে ৫০ লাখ লোককে ব্লু টিক বিক্রি করতে হবে। অত লোক কি বছরে প্রায় ১০০ ডলার করে দেবে? 
  • হজবরল | 45.128.***.*** | ০৮ নভেম্বর ২০২২ ১১:৫৮511689
  • পাবলিক রিলেশন আর কমুনিকেশন টিমটা পুরো উড়িয়ে দিয়ে এলন নিজের ঘাড়ে নিয়েছে। এগুলো থেকে দিনের আলোর মত বোঝা যাচ্ছে  প্রায়োরিটি শুধু ব্লুটিকদের সার্ভিস বেচে পয়সা তুলে নেওয়া । সুপার ইউজার ব্লুটিকদের ফ্রি হ্যান্ড দেওয়া হবে, যাইচ্ছে পোস্ট আর অন্যকে ব্লক করার। 
  • হজবরল | 185.154.***.*** | ০৮ নভেম্বর ২০২২ ১১:৩৪511688
  • টুইটার সবথেকে বেশি ছেঁটেছে মার্কেটিং, এথিক্যাল এয়াই , হিউম্যান রাইটস কাউন্সিল , কিউরেশন টিম , কনটেন্ট মডারেশন এসব ডিপার্টমেন্ট থেকে। মেটা কি করে দেখতে হবে।
  • dc | 2401:4900:1f2a:1c56:a870:5f9d:b783:***:*** | ০৮ নভেম্বর ২০২২ ১১:২০511687
  • আজকেই হয়েছিল? বাপস! রাত্তির দশটার সময়ে আমাদের পাড়ার একটা এটিএমে দৌড়েছিলাম মনে আছে, সেই এটিএমে টাকা জমা নিতো। গিয়ে দেখি অলরেডি লাইন পড়ে গেছে। 
     
    আর চুপি চুপি জানিয়ে রাখি, কয়েকটা অচল নোট এখনও রাখা আছে, একদিন অকশানে বিক্রি করতে পারবো ভেবে প্লাস্টিকে মুড়ে রেখে দিয়েছি laugh
  • dc | 2401:4900:1f2a:1c56:a870:5f9d:b783:***:*** | ০৮ নভেম্বর ২০২২ ১১:১৬511686
  • laugh
  • | ০৮ নভেম্বর ২০২২ ১১:০৫511685
  • নোটবন্দীর ফ্যানবয় ডিসিকে নোটবন্দীর ৬ বছর উপলক্ষে হার্দ্যিক উনিজিবাসা। wink 
  • ঘোড়া রা হাসল না হাগল | 2600:1002:b009:e4c4:91:86c7:e070:***:*** | ০৮ নভেম্বর ২০২২ ০৮:৫২511684
  • প্রেজুডিসকে মিসোজিনি বলে চালান আর পাদাকে হাগা বলে চালান একই হচ্ছে! 
    পুরোটাই এঁড়ে তক্কো! 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত