এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | ৩১ মে ২০২২ ২২:১৯502912
  • না যাইনি। যাওয়ার ইচ্ছেও নেই। তবে টিভিতে দু-একবার দেখেছি খানিক। সেখানে অর্থাৎ মণ্ডপে আপনি আজ পর্যন্ত কোনও মহিলার উপস্থিতি দেখেছেন মানে পুরোহিতদের এটা-সেটা এগিয়ে-জুগিয়ে দিচ্ছেন-টিচ্ছেন? তাঁরা নিছকই ভক্ত দর্শক মাত্র। আপনি এর বিপরীতটা দেখে থাকলে অবশ্যই জানাবেন।
  • sm | 2402:3a80:1986:8ae6:478:5634:1232:***:*** | ৩১ মে ২০২২ ২২:১৭502911
  • যদ্দুর জানি ওটা মিশন দ্বারা পরিচালিত হয়।মিশন এই জন্য অর্থ ব্যায় করে। তো,নিজেদের সুবিধামত  নিয়ম তৈরী করা ই স্বাভাবিক।
    ওই হল যে কোন কনফারেন্স এর জন্য ভাড়া দেওয়া হয়। খাবার দাবার এর ব্যাপারে ও খুব বেশি বিধি নিষেধ নেই। এটুকু আমার জানা জিনিষ।ভুল হতেও পারে।
  • dc | 2401:4900:1f2b:bfbc:7c3d:b56d:17e4:***:*** | ৩১ মে ২০২২ ২২:১৫502910
  • এবার এই গানটা শুনুন 
     
  • kc | 37.39.***.*** | ৩১ মে ২০২২ ২২:১৫502909
  • এলে, আপনি মনে হচ্ছে বেলুড় মঠের দুর্গাপুজোর ত্রিসীমানাতেও কখনই যাননি। হার্শ কমেন্ট এটা, তবুও থাকুক।
  • dc | 2401:4900:1f2b:bfbc:7c3d:b56d:17e4:***:*** | ৩১ মে ২০২২ ২২:১৩502908
  • কথা হলো, কদিন আগে টেক্সাসের ইস্কুলে একটি ছেলে বন্দুক চালিয়ে একুশজনকে টপকে দিয়েছে। এই একুশজনের মধ্যে একজন শিক্ষিকাও ছিলেন। তো এই শিক্ষিকার হাজব্যান্ড, জো গার্সিয়া মনের দুঃখে কদিন পরেই পটল তুলেছেন। এই হলো গিয়ে খাটি প্রেম, ভালোবাসা হো তো অ্যায়সা। দুজনেই ভাগ্যবান যে দুজনকে পেয়েছিলেন, এখন নিশ্চয়ই ওপরে গিয়ে একসাথে বসে চা খেতে খেতে গপ্পো করছেন :-)  
  • এলেবেলে | 202.142.***.*** | ৩১ মে ২০২২ ২২:১২502907
  • সেই পুরোহিতও কি উপবীতহীন? আপনি মহিলা শক্তির পুজো করছেন মহিলাদের অচ্ছুত করে? ঠিকই আছে।
  • এলেবেলে | 202.142.***.*** | ৩১ মে ২০২২ ২২:১১502906
  • বিধিনিষেধ থাকতে পারে আর বিধিনিষেধ আছে - এক জিনিস নয়। বিশেষত যেখানে ক্ষেত্রবিশেষে সেই বিধিনিষেধ শিথিল করা হয়, সেখানে একটা গা শোঁকাশুঁকির কটু গন্ধ থাকে। গোলপার্ক কি কোনও ধর্মীয় প্রতিষ্ঠান? তাহলে নিষেধাজ্ঞাটা ঠিক কী?
  • sm | 2402:3a80:1986:8ae6:478:5634:1232:***:*** | ৩১ মে ২০২২ ২২:১০502905
  • মহিলা পুরোহিত কেন দরকার?  বিশেষত সন্যাসী পরিচালিত মঠ বা আশ্রমে? নিয়ম কানুন তো তাঁরা নিজেরাই ঠিক করার অধিকারী,তাই না? আপনি বা আমি বলার কে?
  • এলেবেলে | 202.142.***.*** | ৩১ মে ২০২২ ২২:০৬502904
  • এখনই লতা মঙ্গেশকরকে ডাকুন (যদিও তিনি বেঁচে নেই), তখন দেখব গোলপার্কের এই ছুঁইমুই লজ্জাবতী ভাবটা কেমন থাকে! বেলুড় মঠের কুমারী পুজোর, এমনকি দুর্গাপুজোর ত্রিসীমানায় আজ পর্যন্ত কোনও মহিলাকে দেখা গেছে কিংবা মহিলা পুরোহিত?
  • দীপ | 42.***.*** | ৩১ মে ২০২২ ২২:০৪502903
  • প্রোপাগান্ডা শুরু হয়ে গেছে!
  • sm | 2402:3a80:1986:8ae6:478:5634:1232:***:*** | ৩১ মে ২০২২ ২২:০৪502902
  • অদ্ভুত তর্ক চলছে।রামকৃষ্ণ মিশন ধর্মীয় সংস্থা।পুরুষ সন্যাসী চালিত। আর সারদা মিশন হলো মহিলা প্রাব্রাজিকা চালিত সংস্থা।
    মিশনে, মহিলা শিল্পী দের উপস্থিতিতে বিধি নিষেধ থাকতে পারে।তেমনি সারদা মিশনে নিয়ম বিপরীত হতে পারে। এ তো যে কোন ধর্মীয় সংস্থায় হয়েই থাকে।
    কোনো জায়গায় মাথায় কাপড় দিতে হয়,কোথাও ব্রহ্মচর্য পালন হেতু সন্যাসী গণ একটু অন্তরালে থাকেন। এই তো ব্যাপার!
  • r2h | 2405:201:8005:900c:1901:544d:c548:***:*** | ৩১ মে ২০২২ ২২:০২502901
  • দিলীপ ঘোষ  কি এবার তৃণমূলের যোগ দেবেন?
    দিল্লি থেকে বকেছে দেখলাম।
  • এলেবেলে | 202.142.***.*** | ৩১ মে ২০২২ ২২:০২502900
  • আচ্ছা! প্রথমে বললেন মিশনের বয়েই গেছে। তাপ্পর গোলপার্ক বলতেই অন্য কোনও ঝামেলি!! তো গোলপার্ক বলার পরেও মিশন কি একটা স্টেটমেন্ট দিতে পারত না এর বিপক্ষে? নাকি তাতে অকারণ গুরুত্ব দেওয়া হবে বলে দেয়নি? আসলে যত মঠ তত শঠ।
  • দীপ | 42.***.*** | ৩১ মে ২০২২ ২২:০১502899
  • নরেন্দ্রপুরে কবি কৃষ্ণা বসু, বিজয়া মুখোপাধ্যায় কবিতা পাঠ করেছেন। জগন্নাথ বসু, উর্মিমালা বসু শ্রুতিনাটক পাঠ করেছেন। বেথুন কলেজের প্রোফেসর বক্তৃতা দিয়েছেন। কোন সমস্যা হয়েছে বলে জানা নেই।
    মঠ সেন্টারে সাধারণত মহিলাদের অনুষ্ঠান অনুমোদিত নয়, কিন্তু মিশন সেন্টারে মহিলাদের অনুষ্ঠান হয়। 
    এক‌ইভাবে মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে বাইরের লোকদের ঢুকতে দেওয়া হয়না।
    সবজায়গায় কিছু না কিছু নিয়ম-কানুন থাকে! 
    তবে একশ্রেণীর মহাবিপ্লবীরাই এগুলো নিয়ে ধান্দাবাজি করে বেড়াচ্ছে! বিভিন্ন ভাবে এরা মিশনে সমস্যা করার চেষ্টা করেছে, প্রত্যেকবার অপদস্থ হয়েছে, তবুও লজ্জা নেই!
    তবে কলকাতার নামীদামী শিক্ষাপ্রতিষ্ঠানে মাতব্বরি মারার সাহস এদের নেই! এরা ভালোভাবেই জানে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে নাক গলাতে গেলে অবস্থা খারাপ হয়ে  যাবে! তাই এসব প্রতিষ্ঠানে বিপ্লব করতে কেউ আসবে না!
  • kc | 37.39.***.*** | ৩১ মে ২০২২ ২১:৫৯502898
  • অন্য কোনও 'ঝামেলি' আছে, এখানে।
  • এলেবেলে | ৩১ মে ২০২২ ২১:৫১502897
  • গোলপার্ক কাদের অধীনে? আর গুরুতে মিশনের 'খঞ্জনি নাড়ানো' ভক্তের সংখ্যা অসংখ্য।
  • এলেবেলে | ৩১ মে ২০২২ ২১:৪৮502896
  • এই সেই পোস্ট --- 
    আপনি কি জানেন আজও খোদ কোলকাতার বুকে এমন একটি সর্বাধুনিক সমস্ত ধরনের সুযোগ সুবিধা সম্পন্ন এমন একটি হল আছে যে হলের মঞ্চে মেয়েদের গান গাওয়া নিষিদ্ধ।কী? অবাক হচ্ছেন? চমকে উঠলেন?

    অবশ্য যারা জানেন তাদের কাছে হয়তো বিষয়টা তেমন কিছু নয়।তবে বিশ্বাস করুন গতকাল অর্থাৎ ২০ মে রাত্রে যখন এটা প্রথম শুনলাম বা জানলাম তখন শুধু চমকে ওঠা নয়,রাগে ঘৃণায় সমস্ত শরীর কয়েক সেকেন্ডের জন্য অবশ হয়ে গেছিল। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না।

    ঘটনাটা বলি,আজ অর্থাৎ ২১ মে কোলকাতার গোলপার্কে শিবানন্দ হলে আমাদের রামপুরহাট বাচিক সংস্হার পক্ষ থেকে একটি শ্রুতি নাটক পরিবেশন করার জন্য যাওয়ার কথা ছিল। শুধু আমরা না সারা বাংলার বিভিন্ন জেলার অগ্রনী শ্রুতি নাটক সংস্থাগুলি এই আয়োজনে সামিল ছিলেন। আমাদের যাওয়ার প্রস্তুতি সম্পূর্ণ। টিকিট প্রায় পনেরো দিন আগেই নেওয়া হয়ে গেছে। রাত পেরোলেই ভোরের ট্রেনে কোলকাতার উদ্দেশ্যে রওনা হবো। হঠাৎ গতকাল রাত ৯ টা নাগাদ আয়োজক সংস্থার কাছ থেকে আমাদের নির্দেশক ও নাট্যকারের কাছে ফোন আসে।এবং বলা হয় যে আমাদের নাটকে যদি কোনো মহিলা কন্ঠে গান থাকে তবে সেটি বাদ দিতে হবে অথবা রেকর্ডিং করে বাজাতে হবে লাইভ করা যাবেনা। কেননা ঐ হলে মহিলাদের মঞ্চে গান গাওয়া নিষিদ্ধ। আয়োজক সংস্থা এও বলেন যে,"আমরা এই জঘন্য নিয়মের কথা জানতাম না। এইমাত্র মহারাজ আমাদের বললেন।এই মুহূর্তে কোথাও হল পাওয়া সম্ভব নয়"।

    সব শুনে স্তম্ভিত আমরা, বাচিক এর সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে, যে হলে নারীজাতির গান করার অধিকার নাই,যে হল কর্তৃপক্ষ আজও নারীজাতির প্রতি এই মধ্যযুগীয় বর্বর মানসিকতা বহন করে চলেছে সেই হলে আমরা কোনো অনুষ্ঠান করব না।
    এখন আপনারাই বলুন আমরা ভুল করেছি নাকি ঠিক করেছি।

    আমরা মনে করি হল কর্তৃপক্ষের এই মানসিকতার তীব্র প্রতিবাদ হওয়া উচিত।
    আপনি কি মনে করেন???

    সমরেশ গাঙ্গুলী।
    রামপুরহাট বাচিক।
  • kc | 37.39.***.*** | ৩১ মে ২০২২ ২১:৪৭502895
  • এলে, মিশনের 'খঞ্জনি নাড়ানো' ভক্তরা বলুন। মিশনের এসব নিয়ে কথা বলতে বয়েই গেছে।
    মেইন হলে, মানে বিবেকানন্দ হলে, যখন মেয়েরা পারফর্ম করছেন, তখন এসব তর্ক অবান্তর।
  • এলেবেলে | ৩১ মে ২০২২ ২১:৩৭502894
  • কেসিসাহেব, এই নিয়ে পোস্ট হয়েছে এবং মিশন তার প্রতিবাদ করেনি। হ্যাঁ, অনেকে পারফর্ম করেছেন এবং অনেকেই করেননি। বহু দিন আগে এই নিয়ে আজকালে প্রচুর চিঠিপত্তর প্রকাশিত হয়েছিল। পরে সম্ভবত রাজেশ ধর সেগুলোকে দু'মলাটে বন্দি করেন।
     
    দ-দি, সামান্য ভুল হল। আমি গুরুর রেসিডেন্ট কচুবাটা খাওয়া ঝগড়ুটে।
  • 4z | 2606:40:4e5:4e6::861:***:*** | ৩১ মে ২০২২ ২১:২০502893
  • কেসিদা, দুইখান। আর্জেন্টিনা মেক্সিকো আর পর্তুগাল উরুগুয়ে।
  • | ৩১ মে ২০২২ ২১:১৪502892
  • ধুর এলেবেলে তো  তাও ঝগরুটে। কিশোর ঘোষাল ভদ্রলোক নিপাট ভালমানুষ, তাঁকেই অকাতরে গালি দিয়ে চলেছে এই দীপপ্রাণী। তারপর ইমানুল হক খুব কিছু বলেন টলেন না তাঁকেও বেধড়ক গালি দিয়ে গেসল। 
     
    যাই হোক  হুচির লেখা দেখে হেব্বি ইচ্ছে হচ্ছে, কলকাতার কোন বিশ্বস্ত ট্রাভেল এজেন্সির খবর দিতে পারেন কেউ যারা ঠিকঠাক মিশর ঘোরাবে। 
  • kc | 37.39.***.*** | ৩১ মে ২০২২ ২১:০২502891
  • শিবানন্দ হল মানে তুরীয়ানন্দ হলের পাশে? 
    এলে কেউ ভুল খবর দিয়েছে আপনাকে, আমার চেনাজানা মানুষেরাই পারফর্ম করেছে সেখানে।
  • পলিটিশিয়ান | 166.167.***.*** | ৩১ মে ২০২২ ২০:৫৪502890
  • কেসি,
     
    সিটিজেনশিপ দিলে তসলিমা কলকাতায় থাকতে চাইবেন। মোদী সরকার সেটা এড়িয়ে যাচ্ছে। বামেরাও তাই করেছিল। গোলমালের ভয়ে। সেটাই পয়েন্ট।
  • এলেবেলে | ৩১ মে ২০২২ ২০:৫৩502889
  • রাকৃমির শিবানন্দ হলে ঘটনাটি ঘটেছে। ওখানে সুচিত্রা-কণিকাকেও পারফর্ম করতে দেওয়া হয়নি।
     
    প্রসঙ্গত আমি আজ পর্যন্ত গুরুর পাতায় - ভাট বা টইতে - কদাচ আগ বাড়িয়ে দীপ নিকের ব্যক্তিটিকে ব্যক্তি আক্রমণ করিনি। এর ব্যত্যয় কেউ দেখাতে পারলে গুরুতে আর আসব না। কিন্তু উনি আমাকে লাগাতার পাঁঠা, ছাগল, গাধা বলে চললে আমার পক্ষে চুপ থাকা মুশকিল হয়ে যায় আর কি। এমনিতে আজকাল নিননিছাদের সঙ্গে এনগেজ হই না কিন্তু এই জীবটি যেহেতু নিজের নিকে লিখে থাকেন, তাই তাকে রেয়াত করার প্রশ্ন নেই।
     
    আমার নামটা হঠাৎই চোখে পড়ল এই কথাগুলো লিখে গেলাম।
  • dc | 2401:4900:1f2b:bfbc:7c3d:b56d:17e4:***:*** | ৩১ মে ২০২২ ২০:৫০502888
  • ঐ নিয়মটা একেবারেই রিগ্রেসিভ, কোন সন্দেহ নেই। 
  • r2h | 134.238.***.*** | ৩১ মে ২০২২ ২০:৪৭502887
  • আমিও না। সাউথ পয়েন্ট স্কুলের নিয়ম নিয়ে আপত্তি করছিলাম, হঠাত দেখি মিশন, তসলিমা, ছাগল এইসব নিয়ে ঝগড়া বেঁধে গেছে।

    গুরুতে গোলমাল বাঁধানোর শিওর শট উপায় হল মিশন শব্দটা উচ্চারন করা। খারাপ কিছু না বললেও একটা কুরুক্ষেত্র বেঁধে যাবে।
  • kc | 37.39.***.*** | ৩১ মে ২০২২ ২০:৪৬502886
  • পলিটিশিয়ান | 107.241.93.50 | ৩১ মে ২০২২ ২০:৩৮,
     
    তসলিমাও কিছু করেছেন বলে জানা যায়নি, সরকারি ব্যবস্থায় বহাল তবিয়তে থেকে নিয়েছেন। সরকারও জানে সিটিজেনশিপ দিলেই মুশকিল হয়ে যেতে পারে, তাই ছমাস করে ভিসা এক্সটেন্ড করে দেয়।
  • dc | 2401:4900:1f2b:bfbc:7c3d:b56d:17e4:***:*** | ৩১ মে ২০২২ ২০:৪২502885
  • কিন্তু ঝগড়াটা কি নিয়ে হচ্ছে সেটাই বুঝতে পারছিনা। 
  • sm | 2402:3a80:1986:8ae6:478:5634:1232:***:*** | ৩১ মে ২০২২ ২০:৩৯502884
  • দীপ, যাদের সঙ্গে মত বিনিময় করছে,তাদের কাউকে গালাগালি করছেন। এটা সত্যি।কিন্তু কাঁচা খিস্তি করেন নি।
    দু এক জন বা একটি ব্যক্তি বিভিন্ন নিক থেকে অশ্রাব্য গালি করে ই চলেছেন। বলা ভালো,বিভিন্ন টই তেও হয়ে চলেছে।
    এর বিপক্ষে কোন মন্তব্য দেখছি না কেন? 
    মানে অজানা নিক থেকে যা খুশী লেখা জায়েজ কিন্ত দীপ পরিচিত নিকে লেখেন বলে,যত অভিযোগ দীপের দিকেই!
  • পলিটিশিয়ান | 107.24.***.*** | ৩১ মে ২০২২ ২০:৩৮502883
  • এটাই হল যে চাড্ডিরা তসলিমার জন্যও কিছুই করেনি। জাস্ট ইউজ করেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত