এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যোষিতা | ১১ মে ২০২২ ০১:০৫501946
  • বাংলা আকাদেমি দিয়েছে।
  • lcm | ১১ মে ২০২২ ০০:৩৮501945
  • আচ্ছা, মমতা ব্যানার্জিকে সাহিত্য আকাদেমি (দিল্লি) পুরস্কার দেয় নি, পুরস্কার দিয়েছে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি - তাই তো?
  • kc | 37.39.***.*** | ১১ মে ২০২২ ০০:২১501944
  • বাহ্, জয়ও?
  • S | 2405:8100:8000:5ca1::121:***:*** | ১১ মে ২০২২ ০০:০৯501943
  • দিদির এইসব কাজকর্ম দেখে মনে হয় তিনি অত্যন্ত হীনমন্যতায় ভোগেন। এবং তার বেশ কিছু যথার্থ কারণও আছে। তিনি যখন রাজনীতি শুরু করেছিলেন তখন বাংলার রাজনীতির নেতৃত্বে সব স্টার লোকজন উইথ গ্রেট পেডিগ্রী(স)। কেউ বিলেত ফেরত ব্যারিস্টার, তো কেউ মহাপুরুষের নাতি, কেউ আবার নামজাদা কবির ভাইপো। তাঁদের হাবে ভাবে চালে চলনে কথা বার্তায় সব ভদ্দরলোকি ব্যাপার স্যাপার - ক্লাস ঝরে ঝরে পড়ছে। কথায় কথায় তাঁরা ইংরেজী বলে ফেলেন। প্রচুর বইপত্তর পড়া, সিনেমা-থ্যাটার জানা লোকজন বলেই সবাই চেনে। বিপক্ষদলের থেকে তো অবহেলিত এবং লান্ছিত বটেই, তাঁর নিজের দলের লোকেরাও আড়ালে আবডালে তাঁকে নিয়ে হাসিতামাশা করেছেন। সেখানেও তখন সব বড়লোক বাড়ির ছেলেপিলেদের ভীড়। কেউ বালিগন্জের নামকরা ফ্যামিলির ছেলে, তো কেউ ডাকসাইটে প্রফেসার, তো কেউ অমুক বাড়ির তমুক ফ্যামিলির লোকজন। এইসব ভদ্রলোকেদের (এবং পুরুষদের) ভীড়ে তিনি অন্যরকম। কোনও বড় ফ্যামিলি তো নেইই, এমনকি এসেছিলেন কালিঘাটের নিম্নবিত্ত অন্চল থেকে, আজেবাজে কথা বলেন, ভুল ইংরেজী বলেন। তাঁর চালচলন, কথাবার্তা, কাজকর্ম সবই বাঙালী ভদ্রসমাজের চোখে (অন্তত) আনকালচার্ড। সেই মহিলা আজকে বিশাল শক্তিমান বামেদের এবং বোধয় তার থেকে বেশি শক্তিমান বিজেপিকে হারিয়েছেন। একা। তিনবার ইলেক্শান জিতলেন। প্রধানমন্ত্রী হওয়ার অন্যতম দাবীদার। সব একার নিজের ক্রেডিটে। তিনো বলে আসলেই কোনও দল নেই, দলটার একটাই নাম। তা সত্ত্বেও তাঁকে নিয়ে আজও খিল্লি চলে (অনেক সময়ই সঙ্গত কারণেই)। এখনও বিরোধীরা (এখন বিজেপি তো যাখুশি বলে) তাঁকে যথার্থ সন্মান দেওয়ার কথা ভাবেও না। ভদ্রলোকেরা এখনও তাঁকে নিজেদের ক্লাবে ঢুকতে দেয়না (মেটাফরিকালি)। তাই তিনি এখনও সেই চেস্টা চালিয়েই যাচ্ছেন। ছবি এঁকে, কবিতে লিখে, বই লিখে, মন্ত্র পড়ে, মেলায় মন্চে স্টেজে ভাষণ দিয়ে, টলিউডের লোকজনদের সঙ্গে নিয়ে, সুমন নচিকেতাকে পাশে নিয়ে, সিগনালে রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে, গুনীজনদের পুরষ্কার দিয়ে, এখন ক্ষমতায় এসে নিজেকেই পুরষ্কৃত করে, মহাপুরুষদের বোর্ডে নিজেকে জায়্গা দিয়ে, আরো নানা ভাবে। এসব দেখে আজকাল খারাপই লাগে দিদির জন্য। মেবি অল শী নীডস ইজ আ লাভিং হাগ। সহানুভুতির না, সত্যিকারের ভালোবাসার।
  • একাডেমি | 185.243.***.*** | ১১ মে ২০২২ ০০:০৯501942
  • সাহিত্য একাডেমির বাংলা অ্যাডভাইসারি বোর্ড -
    https://sahitya-akademi.gov.in/aboutus/bengali.jsp

    2021র সাহিত্য একাডেমির নোটিস (বাংলার বইগুলো পেজ 13) -
    https://sahitya-akademi.gov.in/pdf/sahityaakademiawards21.pdf 

    বাংলার জুরি - রণজিৎ দাশ, তপোধীর ভট্টাচার্য, ত্রিদিব চট্টোপাধ্যায় 

    প্রচুর ওভারল্যাপ আছে 
  • এলেবেলে | ১১ মে ২০২২ ০০:০০501941
  • বাঃ, সব মিলিয়ে দারুণ। জয়-শীর্ষেন্দু-শ্রীজাত-আবুল-সুবোধ এক্কেবারে খাঁটি পঞ্চরত্ন। নন্দীগ্রামের সময় শঙ্খ ঘোষ পদত্যাগ করেছিলেন আকাদেমি থেকে, খবরটা বোধহয় জয় ভুলে গেছেন। কিংবা ভুলতে বাধ্য হয়েছেন। আহা, কী আনন্দ।
  • আবাপ | 195.176.***.*** | ১০ মে ২০২২ ২৩:৪৬501940
  • পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির চেয়ারপার্সন হলেন ব্রাত্য বসু। সদ্য প্রয়াত শাঁওলি মিত্রের জায়গায় এই পদে আনা হল ব্রাত্যকে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের নির্দেশ অনুসারে তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সাধারণ পরিষদে শামিল করা হল আরও অনেক বিশিষ্টকে। পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব শান্তনু বসুর তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বৃহস্পতিবার এই ঘোষণা করা হয়েছে। বাংলা আকাদেমির সদস্য হলেন জয় গোস্বামী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শ্রীজাত এব‌ং অর্পিতা ঘোষও। এছাড়াও সদস্যমণ্ডলীতে জায়গা করে নিলেন সুবোধ সরকার, অভীক মজুমদার, আবুল বাশার, সুধাংশু দে এবং ত্রিদিব চট্টোপাধ্যায়। - আবাপ কুড়ি জানুয়ারি, 2022
  • পলিটিশিয়ান | 192.203.***.*** | ১০ মে ২০২২ ২৩:৪৫501939
  • বিজেপি নাকি? তাহলে তো ঘরেলু মামলা। আমরা বাইরের লোক আর এর মধ্যে কি বলব? 
     
    •  | ১০ মে ২০২২ ২৩:১০501935
    • এই অনাদিবাবুটি শুনলান  ঘোষিত বিজেপী। তারপর তার প্রোফাইল ঘেঁটে দেখা গেল গুচ্ছ ইসলামোফোব  পোস্ট। 
      এর কোন কাজেরই কোন মূল্য নেই আমার কাছে। 
  • S | 2405:8100:8000:5ca1::46:***:*** | ১০ মে ২০২২ ২৩:৪১501938
  • রুটটা তো জানাই আছে। ডীলিট থেকে আকাদেমি পুরস্কার হয়ে নোবেল।
  • kc | 188.7.***.*** | ১০ মে ২০২২ ২৩:৩৯501937
  • জয় গোস্বামী নেই বলে শুনলাম।
  • এলেবেলে | ১০ মে ২০২২ ২৩:৩৬501936
  • অনাদি বিজেপি এবং রত্না রশিদ আকাদেমি নয়, অন্নদাশঙ্কর স্মারক সম্মান ফেরত দিচ্ছেন। কিন্তু বাংলার শ্রেষ্ঠ সাহিত্যিক কারা? জয় গোস্বামীও আছেন নাকি সেই তালিকায়? 
  • | ১০ মে ২০২২ ২৩:১০501935
  • এই অনাদিবাবুটি শুনলান  ঘোষিত বিজেপী। তারপর তার প্রোফাইল ঘেঁটে দেখা গেল গুচ্ছ ইসলামোফোব  পোস্ট। 
    এর কোন কাজেরই কোন মূল্য নেই আমার কাছে। 
  • kc | 188.7.***.*** | ১০ মে ২০২২ ২৩:০১501934
  • 'তপস্বী ও তরঙ্গিণী' ও সাহিত্য অ্যাকাডেমি পেয়েছিল। এসব লোকেরা এত ভুলভাল বকে যে ইদানিং কাউকেই বিশ্বাস হয়না।
  • পলিটিশিয়ান | 192.203.***.*** | ১০ মে ২০২২ ২২:৪৮501933
  • অনাদিবাবু বলেছেন ব্রাত্যর অ্যাকাডেমী নিয়েও ঘাপলা আছে। সেটা আবার আবাপ ছেপেছে। কাজেই মনে হয় ব্রাত্যর ঘাপলা ভালোই লাগে।
     
  • পলিটিশিয়ান | 192.203.***.*** | ১০ মে ২০২২ ২২:৪৬501932
  • টাকা দেয়নি? এমন পুরস্কার লইয়া পিসী কী করিবে? 
     
    • যোষিতা  | 194.56.48.114 | ১০ মে ২০২২ ১৯:০৮501924
    • টাকা নয়, স ন মা ন।
  • r2h | 134.238.***.*** | ১০ মে ২০২২ ২০:১১501931
  • এত ঝামেলার কী আছে? নোবেলশ্রী নামে একটা নতুন পুরস্কার ঘোষনা করা হোক।
  • Amit | 103.23.***.*** | ১০ মে ২০২২ ২০:০৪501930
  • এসব খুচখাচ পুরস্কার নিয়ে কি হবে ? মমব্যান এর নাম ব্রাত্যবাবু বরং চেষ্টা করেন না যদি সুইডেন এ নোবেল কমিটির কাছে পৌঁছতে পারেন। একটা নোবেল চুরি গেছেই নাহয়। আর একটা এলেই মেক আপ হয়ে যাবে। 
  • যদুবাবু | ১০ মে ২০২২ ২০:০২501929
  • আমাদের ব্রতীনদাও সম্প্রতি ট্রেডমিল করেছে এবং কবিতা লিখেছে। ভাট পাতা সে ইতিহাসের সাক্ষী। অতএব, আমি বোতিনদাকেই পরের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। এ ছাড়াও বোতিনদা দুরন্ত দাবাড়ু। মন্ত্রী হলে একাই বিপক্ষের সব গুটি খেয়ে নেবে। 
  • kc | 37.39.***.*** | ১০ মে ২০২২ ২০:০০501928
  • আমাকে একটাই কথা কাল থেকে ভাবাচ্ছে, ব্রাত্যবাবু যখন ঘোষণা করছিলেন, তখন তাঁর কেমন লাগছিল! লোকটা এখনও পড়ালেখা করেন, 'বইয়ের দেশ'এ রিসেন্ট পাস্টেও কী দারুণ লিখেছেন। এ হেন ব্রাত্য বসুর কেমন লাগছিল যখন উনি ঘোষণা করছিলেন? খুব খুঁটিয়ে ভিডিওগুলো দেখছিলাম ....
    এবার কি নিরলস জ্যোতির্বিজ্ঞান চর্চার জন্য কেসি পালকে পুরস্কার দেওয়ার জন্য শিক্ষা দপ্তরে কোনও ইনিশিয়েটিভ নিয়ে নিতে পারেন?
  • হেহে | 108.6.***.*** | ১০ মে ২০২২ ১৯:৪৭501927
  • তা ভাই, এতই জদি কবতে বোঝো, জয় গোঁসাইয়ের খাজা মালগুনো গুচুয় বেরোয় কেন? ছেলিবিটি বলেই ত! এও তেমনি।
  • সিএস | 2401:4900:1108:b847:c042:ac7f:c0fe:***:*** | ১০ মে ২০২২ ১৯:৩১501926
  • স্যাটাস্যাট বই লিখে সেঞ্চুরি করে যদি একটা পুরস্কার না জোটে, সেটা ভাল লাগে ?

    কিন্তু নিরলস সাধনা তো বটেই। ট্রেডমিল করতে করতে কবিতা লিখে ফেলেন, পরিশ্রম তো আছেই।
  • সিএস | 2401:4900:1108:b847:f00a:cd8c:48d3:***:*** | ১০ মে ২০২২ ১৯:১৯501925
  • এটা কী একটা নতুন পুরস্কার চালু করে সেটা দিয়েছে। পুরস্কারের নামটা ঠিক করে উচ্চারণ পর্যন্ত করতে পারছি না, খ্টমট।
  • যোষিতা  | 194.56.***.*** | ১০ মে ২০২২ ১৯:০৮501924
  • টাকা নয়, স ন মা ন।
  • পলিটিশিয়ান | 76.174.***.*** | ১০ মে ২০২২ ১৮:৫৭501923
  • পিসী এই প্রাইজটায় কত টাকা পেল?
  • r2h | 134.238.***.*** | ১০ মে ২০২২ ১৮:৫৪501922
    • পুরস্কার বিষয়ক একটি | ১০ মে ২০২২ ১৮:৩৪
    • “... তুমি কেবল উৎকৃষ্ট কবিতা পাঠকের 'কবি' হয়ে থেকে যাও।..."
     
    ঐটাই তো মোক্ষ, আমার বিশ্বাস।
  • r2h | 134.238.***.*** | ১০ মে ২০২২ ১৮:৫০501921
  • এই পুরস্কার বেসিক্যালি একটা হাইপাররিয়ালিজম শিল্প হয়ে গেলঃ)
  • পুরস্কার বিষয়ক একটি | 2601:5c0:c280:4020:5880:dc49:ea01:***:*** | ১০ মে ২০২২ ১৮:৩৪501920
  • “ভাস্করের স্ত্রী হিসেবে তাঁর চলে যাবার পর পথে-ঘাটে, সভা-সমিতিতে সবাই আমাকে যে প্রশ্নবাণে বিদ্ধ করত, তা হল --  ভাস্কর এত বড় ( ? ) একজন কবি, কিন্তু কেন কোনও পুরস্কার পাননি? সবচেয়ে আশ্চর্যের এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম সাহিত্যিক নবারুণ ভট্টাচার্যের (যিনি ভাস্করের কাব্য সমগ্র ও গদ্য সমগ্রের প্রকাশকও) সঙ্গে আমার শেষ কথোপকথনে। তখন নবারুণদা বেশ অসুস্থ। তাঁর মধ্যেই আমাকে ডেকে পাঠিয়েছিলেন গদ্য সমগ্রের কপি ও সম্মান দক্ষিণা সংগ্রহ করার জন্যে। বিজয়গড়ে 'ভাষাবন্ধনে'র দপ্তরে সেই সন্ধ্যায় নবারুণদার মুখোমুখি বসে একথা সে কথার পর যখন আমি উদ্যোগ নিচ্ছি বিদায় নেবার, তখন তিনি আমাকে প্রশ্ন করলেন -- "আচ্ছা, তুমি ঠিক জানো যে ভাস্কর সত্যি সত্যিই কোনও পুরস্কার পায়নি?" আমি অবাক। বলি -- " কি যে বলেন, আমি জানবো না? আমি ওঁর স্ত্রী।" নবারুণদা আবার বলেন------ " সত্যিই ভাস্কর কোনও পুরস্কার পাননি, তুমি ঠিক জানো?" আমার রাগ হয়, আমি উত্তর দিই -- "আমি কি আপনার সঙ্গে মজা করছি?" নবারুণদার শীর্ণ মুখে চোখ দুটো যেন জ্বলতে থাকে, চোয়াল শক্ত করে বলেন -- "ছিঃ! ছিঃ! এত বড় মাপের একজন কবিকে এভাবে কেউ অসম্মান করে?" আমি আর কোনও কথা না বলে সিঁড়ি দিয়ে নেমে আসি। বেশ কয়েক মাস পরে নবারুণদার শেষ বিদায়ের সময় সেই সন্ধ্যার কথা আমার স্মৃতিতে ভেসে উঠেছিল।

    সেদিন যে কথাটা ওঁকে বলতে পারিনি, অথচ হয়ত বলা উচিত ছিল, তা হল---- একেই বলা হয় 'literary politics'। ---- অর্থাৎ তুমি কোন সংবাদপত্র হাউসের নও, তুমি বিখ্যাত বিখ্যাত কবি-সাহিত্যিকের ড্রইং-রুমে তাঁর পায়ের কাছে বসে থাকো না -- শাসকদলের ছত্রছায়ায় থেকে তাদের হয়ে টেলিভিশন চ্যানেলে গলা ফাটাও না -- এমনকি বাপু, তুমি 'ক্ষমতার চেয়ার' ও রুমাল দিয়ে মুছে দাও না---- এরপর তিনি কিভাবে এই পুরস্কার, ঐ পুরস্কার, বিশ্ববিদ্যালয়ের ডি.লিট -- ইত্যাদি পাবে? সুতরাং তুমি কেবল উৎকৃষ্ট কবিতা পাঠকের 'কবি' হয়ে থেকে যাও।

    তাই ভাস্কর শুধু বাংলা কবিতা পাঠকের 'কাছের মানুষ' হয়েই থেকে গেলেন। থেকে যাবেন তা তীব্র শব্দ, কোলাহল, জনপ্রিয়তা কোনদিনই ভাস্করের মন- পছন্দ ছিল না। 'রেস্তোঁরায়' কবিতায় তো বলেই গেছেন –

    "ভাষা-প্রেমিকের কাছে বসে আছি,
    এখন বিকেল যায়, আস্তে, চলে যায়।
    মনে পড়ে আলিঙ্গন----
    মনে পড়ে শান্ত হাসিমুখ।
    রক্তে বিষ মিশে আছে, প্রিয়তমা
    এখন জীবন যায়, আস্তে, চ'লে যায়।


    (এসো, সুসংবাদ এসো)

    [মূলঃ "এখন জীবন যায়, আস্তে চ'লে যায়" - বাসবী চক্রবর্তী]
     
  • | ১০ মে ২০২২ ১৮:১৯501919
  • r2h | 134.238.***.*** | ১০ মে ২০২২ ১৭:৩০501918
  • মাননীয়া পুরস্কার পেয়েছেন বলে সবাই আখাতাখা করছে।
    কিন্তু আমার মতে ঠিকই আছে। মানে বৃহত্তর পাঠক সমাজকের কাব্যচেতনার পানে চাহিয়া আমার মনে হয় কী এসে যায়। কবিতার জন্যে সরকারী পুরস্কার চালু হলে কোন না কোনদিন তার এই গতিই ভবিতব্য।

    ব্যাপারটা অ্যাবসার্ড, মানে খবরটা দেখে মনে হয়েছিল, যাহ, এ নিশ্চয় খিল্লি।
    তারপর মনে হলো সময়টাই অ্যাবসার্ড, যা হোক কিছুই হতে পারে।

    ভালো ভালো লেখাও অনেক হচ্ছে, কবিতা চর্চা হচ্ছে, অনেক পাঠকও আছেন, আপামর বঙ্গভাষীর তুলনায় সে সংখ্যা অতি ক্ষুদ্র হলেও সেটাই স্বাভাবিক, সেইসব কবি ও সমঝদার নিজেদের বাস্তুতন্ত্র কী করে তৈরী করবেন সেটা তাদের ব্যাপার। যারা বলেন রবি ঠাকুরের (বা বু ব, বা জীবুদা বা যে কেউ) পর আর কবিতা লেখা হয়নি, তাদের আমি যারা এক ছত্র কোনদিন কবিতা পড়েননি তাদের সঙ্গে এক সারিতেই রাখি, সেটা নিন্দের কিছু না, তবে ঐ। যারা বলেন কবিতায় (বা সাহিত্যে) রাজনীতি, এমা ছি ছি, বা ক'দিন আগে বইপোকায় একজনকে ব্যান হতে দেখলাম, তার প্রশ্ন ছিল বাংলা সাহিত্যে এত 'উচ্চ'বর্নের আধিক্য কেন, তো যারা এইসব প্রশ্নকে অবান্তর মনে করেন, তাদের আরেকটু পেছনে রাখি, মানে তাতে তাঁদের কচু পোড়া, তবে ঐ। তো এইসব বাদ দিয়ে নগন্য সংখ্যা। তো ঐ নগন্য সংখ্যা কী আর পুরস্কার দেখে কবিতা পড়ে। এইবার এই পুরস্কারদাতা সংস্থার বর্তমান বোর্ড থেকে যাঁরা কোনরকম পুরস্কার পেয়েছেন, তাঁরা যদি সেসব পুরস্কার ফিরিয়ে দেন তাহলে একটা স্টেটমেন্ট হয়। যদিও সেটা এত সোজা নয়, মানুষের বাস্তব প্রয়োজন ও বাধ্যতা থাকে। এই তো, জয় গোস্বামী, সিপিয়েমের সময় তাদের নিন্দে করলেন, এখন তৃনমূলের নিন্দে করেছেন, দু'দলই খিস্তি দিচ্ছে। কী আর করা।

    তো, বেশ হয়েছে পুরস্কার পেয়েছেন।
  • একক | 1.39.***.*** | ১০ মে ২০২২ ১৭:২৫501917
  • শেক্সপিয়রের প্লট গুলো দূর্দান্ত,  রেডি টেম্পলেট হিসেবে। ওপর থেকে নীচ সবাই কোন না কোনভাবে কমিউনিকেট করতে পারে। একই কাহিনি থেকে অতি ক্লিশে এবং অতি অন্যরকম দু'দিকে যাওয়ার দরজাই খোলা। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত