এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 2405:8100:8000:5ca1::271:***:*** | ১৪ এপ্রিল ২০২২ ১১:৩২500404
  • @ম, এই সেম বিল টেক্সাসে অলরেডি পাস হয়ে গেছে না।
  • Abhyu | 47.39.***.*** | ১৪ এপ্রিল ২০২২ ১১:১৩500403
  • সোস্যাল মিডিয়ার নিয়ম কানুন একটু জেনে রাখা ভালো। মেসেঞ্জার মানে ফেসবুকের জিনিস, তাই না? তো ফেসবুকে লগড ইন আছেন মানে মেসেঞ্জারে কল রিসিভ করতে চান, তাই না? নইলে তো লগ অফ করে রাখলেই হয়। তার আর রাত বিরেত কি?
  • dc | 122.174.***.*** | ১৪ এপ্রিল ২০২২ ১১:০৭500402
  • যা বুঝছি, চতুর্দিকে জনতা খার খেয়ে ঘুরে বেড়াচ্ছে। 
  • r2h | 134.238.***.*** | ১৪ এপ্রিল ২০২২ ১১:০০500401
  • মেসেঞ্জারে কল টল করেছিলেন বোধয়। আর মেসেজ করে ঠিকানা ফোন নং এইসব চাইছিলেন।
  • Amit | 121.2.***.*** | ১৪ এপ্রিল ২০২২ ১১:০০500400
  • মোবাইল অফ করে রাখলে কোনো ইমার্জেন্সি ফোন এলে পাবে কি করে ? সাইলেন্ট হবে বোধহয় :) 
  • Abhyu | 47.39.***.*** | ১৪ এপ্রিল ২০২২ ১০:৫৯500399
  • এদিকে আমাদের এখানে জিনিসপত্রের যা দাম বাড়ছে বলার না। বাড়িভাড়া বেড়েছে একশ টাকার মতো, আজ দুটো কাঁচকলা কিনলাম দেড় টাকা নিল। আগে গাড়িতে হাওয়া ভরতাম বিনা পয়সায়, আজকাল তাতেও দুটাকা লাগে। একমাত্র মুরগীর ঠ্যাঙের দামটাই যা ঠিক আছে।
  • সিসা the lead | ১৪ এপ্রিল ২০২২ ১০:৫৯500398
  • @যোষিতা ,সমবিবাহে বাচ্চাকাচ্চা হয় অবশ্যই ,দত্তক নেওয়া যায় ,গে কাপলরা দুজনেই স্পার্ম দিয়ে সারোগেসির মাধ্যমে সন্তান নেন সাধারণত দুটি,দুজনের স্পার্ম দিয়ে ,তবে অনেকে একটিও নেন। লেসবিয়ান কাপল রা স্পার্ম ব্যাঙ্ক থেকে স্পার্ম নিয়ে বাচ্চা নেন। তবে এখন একটা খুব পাথব্রেকিং আইডিয়া নিয়ে গবেষণা চলছে যাতে সমপ্রেমী বিবাহিত দম্পতিরাও উভয়ের ব্লাডলাইন সম্বলিত শিশুর জন্ম দিতে পারেন ,খুব‌ই প্রাথমিক স্তরে আছে গবেষণাটা।
     
    গবেষণার রূপরেখাটা এরকম- সমকামী কাপলদের মধ্যে গে কাপলদের ক্ষেত্রে যিনিই চাইবেন তাঁর অন্য কোন দেহকোষ অংশ থেকে কিছু কোষ নিয়ে তাঁর একটি ক্লোন টাইপের প্রাথমিক কোষ সংগঠন তৈরি করা হবে ল্যাবে ,যে ক্লোনটি ডিম্বাণু প্রডিউস করতে পারবে অর্থাৎ একটি নারীসুলভ কোষীয় সংগঠন , এবার সেই কোষপুঞ্জ থেকে প্রাপ্ত ডিম্বাণু বা ওভিউলকে অন্য পার্টনারের স্পার্ম দ্বারা নিষিক্ত করে টেস্টটিউব বেবি আনা হবে ,লেসবিয়ান কাপলদের ক্ষেত্রে এর অপোসিট প্রসেস। আর এতে স্ট্রেট কাপলদের মধ্যেও যাঁরা সন্তানধারণে অক্ষম বিভিন্ন কারণে ,তাঁদের ও উপকার হবে ,তবে তাঁদের জন্য তো অনেক রেমেডি আগেভাগেই আছে।
    তবে এই গবেষণা খু‌ব‌ই প্রাথমিক স্তরে আছে সত্যি বলতে ,আমি বোধহয় ২০২১ এর ন্যাচারের কোন একটা ইস্যুতে দেখেছিলাম...আর এই পদ্ধতি যে খুব‌ই ব্যয়বহুল ও রিস্কি হবে প্রথমদিকে যদি গবেষণা সফল হয় ,তা তো বোঝাই যাচ্ছে।
     
    তবে আমি ব্যাক্তিগত ভাবে , যদি বৈবাহিক সম্পর্কে কোনদিন প্রবেশ করিও ,বাচ্চাকাচ্চা না নেওয়ার‌ই পক্ষপাতী, অত এন্ডিগেন্ডি চ্যাঁ-ভ্যাঁ আমার সহ্য হয় না বাপু :(....বরং যদি আমার পার্টনার বা হাসব্যান্ড চায় ,তবে কোন শিশুকে দত্তক নিতে পারি , শুধুমুধু এই লোকে লোকারণ্য পৃথিবীতে আবার জনসংখ্যা বাড়িয়ে কী লাভ? তবে এমনি বাচ্চাদের সাথে আমার সম্পর্ক খুব‌ই বন্ধুত্বপূর্ণ হয়,আমার থেকে বয়সে ছোট আর বয়সে বড়োদের সাথে আমি যত স্বচ্ছন্দে মিশতে পারি ,সমবয়সী দের সাথে একদম‌ই নয়।আর আরো একটা ব্যাপার আছে, সেটা হল আমার যদি সন্তান নিইও ,তাহলে আমি তার কাছে "মা" ডাক‌ই শুনতে চাইব ,"বাবা/পাপা" নয়,এবার "মা/বাবা" এই সম্বোধনগুলো যত‌ই শুধু সম্বোধন হোক না কেন, আমার সন্তান হয়তো তার "মা" কে একজন নারী হিসাবে দেখতেই বেশি পছন্দ করবে ,তাহলে আমাকে আবার রূপান্তরিত হতে হবে ,তখন সেটা একটা বাধ্যতামূলক ক্রাইটেরিয়ন হয়ে যাবে , কিন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ভবিষ্যতে রূপান্তরিত হবার খুব একটাও তীব্র ইচ্ছা নেই।এবার এই রূপান্তরের ব্যাপারটা পরে নাহয়  অন্য কোন লেখায় বিস্তৃত ভাবে আলোচনা করব'খন। 
  • Abhyu | 47.39.***.*** | ১৪ এপ্রিল ২০২২ ১০:৫৬500397
  • আচ্ছা এটা টেকনিক্যাল প্রশ্ন। মাঝরাতে উত্যক্ত করা মানে কি? মেল বা মেসেজ ইত্যাদি নিশ্চয় নয়, এমনকি ফোন করলেও কিছু বলার নেই, কারণ মোবাইল ফোন তো অফ করে রাখা যায়, তাই না? একমাত্র ল্যাণ্ড লাইনে ফোন করলে বা সশরীরে বাড়িতে হাজির হলে গোঁসা হতে পারে। তাও ল্যাণ্ড লাইনে ফোন বাজলে, সে যে সময়ই হোক, অনেকে খুশি হয় কারণ ওটা তো বেশির ভাগ সময়েই ডেড থাকে!
  • r2h | 134.238.***.*** | ১৪ এপ্রিল ২০২২ ১০:৪৮500396
  • * সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ, আর আদালতে মামলা
  • r2h | 134.238.***.*** | ১৪ এপ্রিল ২০২২ ১০:৪৬500395
  • ঐসবই গপ্পঃ)

    উই বোধয় সরকারি চাকরি পাওয়ার প্রতিষ্ঠানে পড়ান টড়ানও, তাছাড়া মোটিভেশনাল বক্তৃতা দেন (কোথায় জানি না, কোন চ্যানেলে না ইউটিইব বা ফেবু লাইভ)। সেসব জায়গায় যে পদ লেখা থাকে, এইসব বাওয়ালি শুরু হওয়ার পর একজন সরকারী অফিসার বললেন, এমন কোন পদ তো হয় না, আর উনি অমুক দপ্তরে কাজ করেন মানে তমুক পরীক্ষায় পাশ করেছেন (বা করেননি ইত্যাদি)। তাতে লেখিক খুব আহত হয়ে, না আমি এমন তো বলিনি, এইসব।
    ওদিকে যে ফেবু গুপে মিম বেরিয়েছিল বলে মিমার কেস খেলেন, লেখিকার স্পাউস মধ্যরাতে সেই ফেবু গ্রুপের অ্যাডমিনকে উত্যক্ত করছিলেন। অ্যাডমিনও পাখোয়াজ লোক, স্ক্রিনশট টট জড়ো করে সাইবার ক্রাইমে মামল করে দিয়েছেন।
  • S | 2405:8100:8000:5ca1::a9:***:*** | ১৪ এপ্রিল ২০২২ ১০:৪৪500394
  • অমিত, সেসবও আছে। এই নিয়ে বহুকাল আগে একটা ডকুমেন্টারি দেখেছিলাম। এইসব আন্ডার এজ বিবাহ, পলিগ্যামি ইত্যাদি নিয়ে। সেসব আইনের এখন কি অবস্থা সেটা অবশ্য জানিনা। লীগালি হলেও আন্ডার এজ হতে পারে।
  • অসম্ভব প্রশ্ন | 174.198.***.*** | ১৪ এপ্রিল ২০২২ ১০:৪০500393
  • উফ্ফ্ফ্ফ! কি যে বলব! 
     
    নাঃ, কোনভাবেই আপনাদের ধন্যবাদ দিয়ে পারি না! smiley
     
    আপনাদের সবার ভাল ভাল বইয়ের কালেক্সান হৌক। 
    আর পাইজির হৌক চমত্কারী ম্যাগির রেসিপিসংগ্রহ। 
  • Abhyu | 47.39.***.*** | ১৪ এপ্রিল ২০২২ ১০:৩৯500392
  • এই হুতো একটু গপ্পটা শুনি শুনি?
  • অসম্ভব প্রশ্ন | 174.198.***.*** | ১৪ এপ্রিল ২০২২ ১০:৩৭500391
  • উফ্ফ্ফ্ফ! কি যে বলব! 
     
    নাঃ, কোনভাবেই আপনাদের ধন্যবাদ দিয়ে পারি না!
  • r2h | 134.238.***.*** | ১৪ এপ্রিল ২০২২ ১০:৩৬500390
  • :D
    আরে উনি আমার লেখিকা কেন হবেন, উনি সারা বাংলার যুবসমাজের লেখিকা।
    ইদানীং সামান্য চাপে আছেন। সরকারী পদাধিকার নিয়ে একটু বিকল্প সত্য নির্মান করেছিলেন, তাতে আরেকজন সরকারী উচ্চপদস্থ কীসব বলেছেন। তার ওপর আবার কেস খাওয়া মিমারের মেন্টর ফেবুগ্রুপ পাল্টা কেস করেছে। ঐসব নিয়ে গোলমাল।
  • সিসা the lead | ১৪ এপ্রিল ২০২২ ১০:৩২500389
  • শেষপর্যন্ত একটা বিচিত্র উপায় পাওয়া গেছে শ্যাম কুল দু'দিক‌ই বজায় রাখার ,সেটা ভাবলাম গুরুর পাতায় শেয়ার করে যাই, বলা বাহুল্য শয়তানি বুদ্ধিটি আমার‌ই উর্বর মস্তিষ্কপ্রসূত :<।
     
    সেটা হল কাঁটা দিয়ে কাঁটা তোলা - অর্থাৎ ওদের ওখানে রক্ষণশীল‌ পরিবার ,সমাজ সব ,রন্ধ্রে রন্ধ্রে কুসংস্কারের ছড়াছড়ি‌।আমি ছেলেটাকে কাল রাতে জিজ্ঞেস করলাম ওদের বিয়েতেও যোটক-গণ-জ্যোতিষ এসব বিচার হয় কি না ,সে জানাল হয় অবশ্যই, তবে এখনো তার আর হবু পাত্রীর কুষ্ঠি মেলানো হয়নি । আমি বললাম ,তাহলে যে জ্যোতিষী পন্ডিতজীর কাছেই মেলাতে নিয়ে যাওয়া হোক না কেন,বাড়িতে কথাবার্তা শুনে তার একটা আন্দাজ রাখতে আর যেরকম পরিবার ,তাতে কুলগুরু , কুলপুরোহিত , পারিবারিক জ্যোতিষী থাকার সম্ভাবনা খু‌ব‌ই প্রবল, সেই জ্যোতিষী বা একাধিক(২-৩) জনের কাছে বিচার করানো হলে তাদের হাত করতে ,কিছুটা টাকা দিয়ে আর কিছুটা "আমি পড়াশোনা করতে চাই,বড়ো ব্যবসা/চাকরি করতে চাই,দুনিয়া দেখতে চাই ,কিন্ত আমার বাবা ,পরিবার আমাকে বিয়ে দিয়ে পারিবারিক ব্যবসার জোয়ালে জুতে দিতে চান " এসব বলে সিমপ্যাথি আদায় করে মন ভিজিয়ে । এসব বলে এবার পরিবারের লোকজন কুষ্ঠি বিচার করাতে এলে (যেটা সাধারণত ছেলের বাড়ির তরফ থেকেই করানো হয়) পন্ডিতজীকে দিয়ে তাদের বলাতে যে "এ বিয়ে হ‌ওয়া সম্ভব নয় কারণ এই অ্যাং ব্যাং চ্যাং ইত্যাদি  ইত্যাদি বলে মোক্ষম কথাটি বলা শেষপাতে যে জাতকের বিবাহ ২৫-২৬ বছরের পূর্বে সম্ভব নয় নাহলে জাতকের মৃত্যু হতে পারে এই এই গ্রহনক্ষত্র যোগের কারণে "।এটা সবার‌ই গ্রুপে মনোমতো হয়েছে আর মনে হয় ,এটা কাজ করতে পারে , সাপ‌ও মরবে ,লাঠিও ভাঙবে না।দেখি গুরুজনদের অভিমত শুনি এই সাজেশনটার ব্যাপারে ,আর আগের সাজেশনটা যে crazy af ছিল আমি/আমরাও জানি।
  • Abhyu | 47.39.***.*** | ১৪ এপ্রিল ২০২২ ১০:২৯500388
  • সেরা বাংলা বইতে হুতোর সেই লেখিকার বই নেই? সেই যিনি HRএ রিপোর্ট করে আর কি সব করে কার জীবন জেরবার করে দিয়েছিলেন?
  • r2h | 134.238.***.*** | ১৪ এপ্রিল ২০২২ ১০:১৯500387
  • ও হ্যাঁ, তাই তো, ওখানেই তো স্টল আছে।
  • π | ১৪ এপ্রিল ২০২২ ১০:১০500386
  • কলেজ স্কোয়ারে বইমেলায় গুরুর স্টল আছে৷ ঘুরে আসতে পারেন। অনেকেই আসছেন।
     
  • | ১৪ এপ্রিল ২০২২ ১০:০৩500385
  • আপনি কী জাতীয় বই খুঁজছেন? গল্প উপন্যাস হলে আমার পছন্দের কটা বলে রাখি।
     
    মোমেনাশাহী উপাখ্যান - অমর মিত্র - দেজ
    পুরাণপুরুষ - সায়ম বন্দ্যোপাধ্যায় - দেজ
    মহানদী - অনিতা অগ্নিহোত্রী - দেজ
    মহাকান্তার - অনিতা অগ্নিহোত্রী - দেজ
    কাস্তে - অনিতা অগ্নিহোত্রী - দেজ
    সুর্যমুখীর এরোপ্লেন - ইন্দ্রাণী - গুরুচন্ডা৯
    রুহানি - সুপর্ণা দেব - গুরুচন্ডা৯ 
    ইহদিল্লি শাহনামা - রবীন্দ্র গুহ - সৃষ্টিসুখ
    খন্ডিতার বিশ্বদর্শন - যশোধরা রায়চৈধুরি - সৃষ্টিসুখ (নারীবাদী প্রবন্ধ সংকলন) 
  • যোষিতা | ১৪ এপ্রিল ২০২২ ০৯:৫৬500384
  • ঐসব বিয়ে তো একটা কারণেই করায়। ভাতকাপড়ের বিনিময়ে কায়িক শ্রম দেবার জন্য বৌ ঘরে আনা হয়। আমি কোটিকোটি টাকার মালিক মারোয়াড়ির বৌ দেখেছি, দিবারাত্র কাজ করে, স্বামী শুধু তাকে সেক্স করার জন্য ব্যবহার করে, ধমকায়, মারে, অকথ্য গালি দেয়, ঐ বৌয়ের নামেই কোটি কোটি টাকার প্রপার্টি কেনে, কিন্তু বৌয়ের কোনও অধিকার নেই সেগুলোর ওপর। বৌয়ের আন্ডারএজ ম্যারেজ। তাই বলে কি এগুলো বাঙালী সমাজে নর্ম? আংশিক হতে পারে, পুরোটা কিছুতেই না। অথচ মারোয়াড়িদের মধ্যে এটা নর্ম। আন্ডারএজ ম্যারেজ নয়, প্রেম করে ম্যারেজ এরকম মারোয়াড়ি পরিবারেও সুখী বিবাহিত জীবন খুব কম। অবশ্য সুখের ডেফিনেশন মানুষ টু মানুষ ভ্যারি করে। এগুলো খুব জটিল সমীকরণ।
    যে সমাজে মেয়েদের অধিকার যত কম, সেখানে এগুলো বেশি বেশি হবে। কারণ মেয়েটির নিজের শরীরের ওপরেই নিজের অধিকার নেই।
  • অসম্ভব প্রশ্ন | 174.198.***.*** | ১৪ এপ্রিল ২০২২ ০৯:৫৪500383
  • ধন্যবাদ হুতো। 
    দেখি, বইমেলার টইগুলো ঘেঁটে, যদি মাথা পরিষ্কার হয় 
  • r2h | 134.238.***.*** | ১৪ এপ্রিল ২০২২ ০৯:৪৯500382
  • সেরা পাঁচটা বই তো জানি না, তবে গুরুর বই ধ্যানবিন্দু, উবুদশে পাবেন। পাতিরামেও পাবেন। যতদূর জানি সুপ্রকাশেও পাবেন। অথবা এই নাম্বারে ফোন করতে পারেন- +91 93303 08043।
  • যোষিতা | ১৪ এপ্রিল ২০২২ ০৯:৪৪500381
  • ব্যাংককে প্রচন্ড গরম। এত বাজে শহর আগে জানতাম না।
  • যোষিতা | ১৪ এপ্রিল ২০২২ ০৯:৪৩500380
  • Amit | 121.200.237.26 | ১৪ এপ্রিল ২০২২ ০৯:২৯
     
    ও আচ্ছা। আমি অন্য একটা মানে জানতাম।
  • অসম্ভব প্রশ্ন | 174.198.***.*** | ১৪ এপ্রিল ২০২২ ০৯:৩০500379
  • একটা অসম্ভব প্রশ্ন করি। 
    যারা জেগে আছেন গত পাঁচ বছরের সেরা পাঁচটা বাঙ্গলা বইএর নাম দিতে পারেন? হঠাত করে কলেজ স্ট্রীট যাবার সুযোগ হয়েছে। কিন্তু মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। 
    আর, গুরুর বই কলেজ স্ট্রীটে কোথায় পাওয়া যায় তা জানালেও  বাধিত হই। 
  • Amit | 121.2.***.*** | ১৪ এপ্রিল ২০২২ ০৯:২৯500378
  • গাধার ইয়েতে র শর্ট ফর্ম 
  • যোষিতা | ১৪ এপ্রিল ২০২২ ০৯:২৮500377
  • জিজিতে পাঠানোর ফুল ফর্মটা কী?
     
    অ্যান্টি অ্যাবর্শন বিল পাশ হলে বুঝতে হবে ঐ স্টেটের লোকজন অ্যাবর্শন বিরোধী। রাশিয়াতে অবশ্য অ্যাবর্শনের জন্য কোনও কারন দর্শাতে হয় না।
  • Amit | 121.2.***.*** | ১৪ এপ্রিল ২০২২ ০৯:২৫500376
  • সম অসম দুটোই লিখলাম তো।
  • যোষিতা | ১৪ এপ্রিল ২০২২ ০৯:২১500375
  • সমবিবাহে বাচ্চাকাচ্চা হয় নাকি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত