এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অপু | 2401:4900:3ee1:cbb3:0:22:9df5:***:*** | ২৬ মার্চ ২০২২ ১৭:১৯498859
  • আমি,আমার বাবা দুজনেই প্রফেসর সুনন্দ স‍্যানালের কাছে পড়েছি।  এরকম একজন মাস্টারমশাই এর কাছে প ড়ার সুযোগ পাওয়া অনেক ভাগ‍্যের ব‍্যাপার।
  • b | 117.194.***.*** | ২৬ মার্চ ২০২২ ১৬:৩৩498858
  • @অপু, হেজে গেছি  বলতাম, হেজে রড শুনি নি, বলিও নি। কে জানে কি মানে।হায়, এ জীবন জ্ঞানসমুদ্রের তীরে নুড়ি কুড়িয়েই কেটে গ্যালো .
  • kc | 188.236.***.*** | ২৬ মার্চ ২০২২ ১৬:১৬498857
  • এলে, আপনার দেওয়া অর্জুনের পোস্টটায় আমি মাইরি কিস্যু পেলামনা। কতগুলো বিদ্বেষচিন্তা ভর্তি দূষিত স্টেটমেন্ট ছাড়া। এত রাগ সিম্পলি পোষায়না, তাই কাঁটা বেছে খাই।
  • ঘোঁতন | 198.148.***.*** | ২৬ মার্চ ২০২২ ১৫:৩৪498856
  •  হুতোস্যার সঠিক কয়েচেন। মামাবাবুকে বলে কোন লাভ নেই। কাকে কান নিয়ে গেচে শুনে দৌড়য়। নিননি দের তবু একটা মানসম্মান আচে। দেকুন নিননি ভায়েরা ক্যাচাল বাড়িয়ে আর লাভ কি? আসুন মামাবাবুকে সাদা পতাকা দেখাই।
  • এলেবেলে | ২৬ মার্চ ২০২২ ১৫:২৬498855
  • সই | 154.16.171.167
    hihi | 154.16.171.167 
     
    ফোট শালা ভেড়ুয়া। এ পাড়ায় তোর খদ্দের নেই। অন্য পাড়ায় যা দিকি।
  • হা হা হা হা হা | 2405:8100:8000:5ca1::e8:***:*** | ২৬ মার্চ ২০২২ ১৫:২৩498854
  • আহ এইত্তো মুশকিল সবাই মিলে মামুর কথা কইলে রন্টিকে আবার একগঙ্গা মিথ্যে বানাতে হবে।  তা সেই পাইদির নামে বলে চেপে ধত্তেই গপ্প বানিয়ে ন্যাংটো নাচ নেচেছিল।
    রন্টির বইয়ের বানাম্ভুলের কথা আপনারা আবার মনে করাবেন নি যেন
  • হা হা হা হা হা | 2405:8100:8000:5ca1::e8:***:*** | ২৬ মার্চ ২০২২ ১৫:২৩498853
  • আহ এইত্তো মুশকিল সবাই মিলে মামুর কথা কইলে রন্টিকে আবার একগঙ্গা মিথ্যে বানাতে হবে।  তা সেই পাইদির নামে বলে চেপে ধত্তেই গপ্প বানিয়ে ন্যাংটো নাচ নেচেছিল।
    রন্টির বইয়ের বানাম্ভুলের কথা আপনারা আবার মনে করাবেন নি যেন
  • r2h | 2405:201:8005:9947:f188:2e3d:f749:***:*** | ২৬ মার্চ ২০২২ ১৫:১৯498852
  • এ কী অবিচার। এবার এমনকি বইমেলায় কেউ গিটার আনেইনি, সৈকতদার গিটারের ঘাড় বেঁকে গেছে না পেটে খিঁচ ধরেছে কী একটা বললো। তাপস মৌলিকদা এসেছিল, খালি গলাতেই গান শুনলাম অতি সামান্য দুয়েক লাইন, তাও আবডালে। যা ক্যাও চতুর্দিকে।

    তবে ট্রোলেদের বলি, প্লিজ একটু নিস্তার দিন। শুধুশুধু গালমন্দ, এমনিতেই হোমোফোবিক, চাড্ডির উৎপাত বেড়েছে, তার মধ্যে এসব আর ভাল্লাগে না। কর্তৃপক্ষ সুযোগ পেলেই লগিনের জুজু দেখায়, কোন রকমে ঠেকিয়ে রাখা গেছে, লগিন টগিন হলে আমরা যাই কোথা।
  • hihi | 154.16.***.*** | ২৬ মার্চ ২০২২ ১৫:১৫498851
  • এলবো পাইলে গেলি? নিয়ে আয় তোর সই দেখি।
  • @r2h | 2405:8100:8000:5ca1::e7:***:*** | ২৬ মার্চ ২০২২ ১৫:১৩498850
  • অইত্তো, যারা গিটারে ট্যাংট্যাঙায় তারাই গুরুর লোক, বোzলানি?
  • hihi | 154.16.***.*** | ২৬ মার্চ ২০২২ ১৫:১৩498849
  • এলবো লোকেরা পোবোন্দের শব্দসংখ্যা আর গুরু বইয়ের ভুল গুনতে গুনতে পাগল হয়ে গেসে গিয়া!
  • সই | 154.16.***.*** | ২৬ মার্চ ২০২২ ১৫:১১498848
  • দেখি সই।
  • সুনন্দ সান্যাল | 115.187.***.*** | ২৬ মার্চ ২০২২ ১৫:০৯498847
  • এলেবেলে, আমার নাম নিয়ে অত বিষ ওগরাতে নেই। যাও, দু'দণ্ড শান্ত হয়ে বস। বয়স হচ্ছে, বয়সোচিত আচরণ করবে না?
  • এলেবেলে | ২৬ মার্চ ২০২২ ১৫:০৯498846
  • তা মন্তব্যটা কি মামুর নাকি গুরুতে ট্যাংট্যাং একজনই করে? পাঁঠা কি আর গাছে ধরে!
  • খিকখিক | 154.16.***.*** | ২৬ মার্চ ২০২২ ১৫:০৮498845
  • রন্টি পাগলা নাচতে লেগেচে।
  • এলেবেলে | ২৬ মার্চ ২০২২ ১৫:০৮498844
  • অ! কে যে লেচো সেটা তার ভাষাচয়নেই পরিষ্কার। মামুর সইটা এখানে তুলে দোবো? ঠিক কতটা তেল মেরেছিলাম (কেন সেটা ভগায় জানে আর জানে এই চামচিকেয়) সেটা তাহলে স্পষ্ট হতে পারে।
  • এলেবেলে | ২৬ মার্চ ২০২২ ১৫:০৬498843
  • আপনি যদি আমাকে আগ বাড়িয়ে শালা বলেন, তাহলে তো আর আমি চুমু খেতে পারি না। গুরুর লোকজন খামোখা অন্যকে প্যাঁক দিলে তাদেরও পালটা প্যাঁক খাওয়ার সহিষ্ণুতা থাকা জরুরি। আফটার অল, গুরু তো আর ভগোমান নয়।
  • হা হা হাহা হাহা | 2a03:e600:100::***:*** | ২৬ মার্চ ২০২২ ১৫:০৬498842
  • কি লেচো মাল মাইরি!মামুকে গাল দিয়ে পোস্ট নাবাচ্ছে এদিকে মামুর নামটা লেকার সাহস নেই। গেছল বই কিনে তেল মারতে  একন গদগদিয়ে বিষ বেরুয়ে আসচে।
    মামু কি গিটার নে ট্যাং ট্যাং করে এলবোকে গান শোনাতে গেচল নিকি?ক্যানে গ?  নিকি এলবো উটুব শুনেই হমসেয় জ্বলচিল আর চণস পেয়ে উগরোল?
  • r2h | 2405:201:8005:9947:f188:2e3d:f749:***:*** | ২৬ মার্চ ২০২২ ১৫:০১498841
  • গুরু নিয়ে যাদের সবচে বেশি রাগ, বিরক্তি, বিরাগ, তাচ্ছিল্য - তাঁরা কিছুতেই গুরু মায়া কাটাতে পারেন না। এইটা আমি খুব দেখেছি।

    যে বা যাঁরা এলেবেলেকে ট্রোল করছেন তাঁরা কারা, আর তাঁরা কেন 'গুরুর' তা আমি জানি না, যাঁরা গুরুতে লেখাজোকা বা গালমন্দ করেন তাঁরা সবাই 'গুরুর' হলে এলেবেলেও 'গুরুর', তবে যেদিকে যাই হয় গুরু দুটো গাল খায় দেখি, সেটা অবশ্য ভালো।
  • এলেবেলে | ২৬ মার্চ ২০২২ ১৪:৫৬498840
  • আর গুরুর সবাই লিলিপুট নন। কেবল কিছু সবজান্তা গামছাওয়ালা আর ছুঁচোর গোলাম চামচিকেরা সর্ব অর্থে লিলিপুট। কথা টুইস্ট করিয়ে লাভ নেই।
  • এলেবেলে | ২৬ মার্চ ২০২২ ১৪:৫৩498839
  • গিটার নিয়ে ট্যাংট্যাং করা হাফ-নকশালের ভান করা গুরুর ফাঁপাস্য ফাঁপা আঁতেলগণ সংস্কৃত শুনলেই এমন হেঁচকি তোলে কেন? চাড্ডি বলে যাকে-তাকে দাগায় কেন? ওরে ট্যাংট্যাং, বঙ্গভাষা মানে এখানে বাংলা ভাষাতত্ত্ব রে। সেটা জানতে গেলে কেবল সংস্কৃত কেন, আরবি, ফারসি, তুর্কি, পর্তুগিজ, তামিল, মালয়ালম, কন্নড়, সাঁওতালি - সবই জানতে হয় রে। নাহলে মুস্তাফা সিরাজের প্যাঁদান খেতে হয়। আগে কম্প্রিহেনশন স্কিল বাড়িয়ে নে খোকা।
     
    সুনন্দ সান্যাল সুসি। সিপিএম নয়। বরং অশোক মিত্র কমিশনের সদস্য যিনি পদত্যাগ করেন। পরিবত্তোনপন্থী কিন্তু ২০১১-র পরেই সম্পোক্কো শেষ। সে ধরলে তো গুরুর আগুনখেকোরা পালানোর পথ পাবে না রে। তা সুনন্দবাবু কোন কমিটিতে শোভাবদ্ধোন করে দু-পয়সা কামিয়েছিলেন?
     
    আর গুরুর পোঁ ধরিস না বাপ। একটা ৫৮ পাতার চটি ছাপতে গিয়ে হেগে ছড়িয়ে একসা। মিনিমাম ৫৮টা ভুল গিজগিজ কর্চে। তাও খোদ সিইও-র চটি। ফ্যাঃ।
  • আদাব | 2405:8100:8000:5ca1::bf:***:*** | ২৬ মার্চ ২০২২ ১৩:৫৬498838
  • এলবো স্যারের কাছে সবাই লিলিপুট। এক পকেটে বিদ্যাসাগর অন্য পকেটে গান্ধীকে নিয়ে ঘোরেন। দু বগলে সত্যজিৎ আর ঋত্বিক। হিপ পকেট থেকে রামমোহন উঁকি মারছেন। লেজ ধরে সমর সেন দোল খাচ্ছেন। এলবো গুনগুন কচ্ছেন- 'কে জানে জন্মিতে পারে মম সমতুল, অসীম সময় আছে বসুধা বিপুল।'
    গুরুরাই শুধু টের পেলেন না।
  • Apu | 2401:4900:3146:490f:99b2:5efb:220a:***:*** | ২৬ মার্চ ২০২২ ১৩:৩৮498837
  • বি ,ছোটবেলায় আমরা  "হেজে রড " বলতাম তো sadsmileysmiley
  • Guruchandali | ২৬ মার্চ ২০২২ ১৩:৩৪498836
  • সৈকত বন্দ্যোপাধ্য্যয়ঃ
     
    লেখালিখির এ কোনো উপযুক্ত সময়ই নয়। একদিকে গ্রাম জ্বলে খাক, সারিসারি পোড়া লাশের গন্ধ। অন্যদিকে গর্দভের রাজত্ব। আকচা-আকচি। কোন প্রতিবাদ মাপে মাপ, রেডিমেড, নাকি দর্জির মর্জিমাফিক, তাই নিয়ে তর্জা। শরৎচন্দ্রের মেজদারা ডান্ডা হাতে নজর রাখছে, ফাঁক বুঝে উৎসবে কেউ দুটো কবিতা পড়ে ফেলল নাকি। থুতু ফেলতে যাবার আগে জমা দেওয়া হল কিনা যথার্থ চিরকুট। কার টিকি কোথায় বাঁধা আছে, কার নস্যে প্রকৃত বিপ্লব বসত করে। লিখলে বিপদ -- কেউ কিসু পড়ছেনা, স্রেফ কি-ওয়ার্ড দিয়ে বুঝে নেওয়া হচ্ছে অভিসন্ধি। না লিখলে আরও বিপদ। সমাজসচেতন না আপনি মশাই? কলের জলের মতো কেন বেরিয়ে আসছেনা ছকবাঁধা কাব্য? আগে লিখে রাখতে পারেননি? না লিখে করছিলেন টা কী? চাউমিন সাঁটাচ্ছিলেন?

    তবু আমরা লিখি। যখন যেমন বুঝি। কারণ, না লিখে উপায় নেই। ওইটাই আমরা পারি। একদিকে যখন গ্রাম জ্বলে খাক, নাকে সারিসারি পোড়া লাশের গন্ধ, তখন আমরা খাতা খুলে বসি। নির্দ্বিধায়, এবং নিরিবিলিতে। লিখি, কাটি। কাটি, লিখি। কাটাকুটিতে ভর্তি হয়ে যায় আমাদের পুরোনো নোটবই, পত্রলিপি খাতা। কম্পোজিশনের দফারফা হয়ে যায়, তবু লিখি। প্রস্তুতিহীন বিষম খেলে লোকে যেমন জলের দিকে দৌড়য়, গলায় কাঁটা আটকে গেলে পাগলের মতো গিলে নেয় শুকনো ভাত, সেরকম।
     
    এরকমই কিছু লেখা নিয়ে আমরা টুকটাক ছেপে ফেলি বই। একদিকে একদিকে যখন গ্রাম জ্বলে খাক, নাকে সারিসারি পোড়া লাশের গন্ধ, অন্যদিকে গজল্লা, কুচ্ছো আর পরনিন্দার মহোৎসব, আমাদের শিল্পী তখন প্রচ্ছদ আঁকেন, কম্পোজ করতে বসে যান তরুণ অধ্যাপক। এ ঠিক মেজদাদের পাঠাভ্যাস নয়, ওভাবেই বই হয়। কিছুটা বেদনায়, কিছুটা গজল্লায়, কিছুটা তাড়নায়। ওভাবেই লেখা হয়। কোনো কোনো মধ্যরাতে। কোনো মাঝরাতে আবার হয়ও না। পোড়া লাশ, আর মধ্যরাতের এই যাত্রা নিয়েই গুরুচণ্ডা৯ ছাপছে বই। প্রকাশিত হবে, কালই। ছাপছে, কারণ, না ছেপে উপায় নেই। কবিও লিখছেন, কারণ না লিখে উপায় নেই। দায় একটা আছে, অবশ্যই আছে, সেটা ভবিষ্যতের কাছে, এই চিন্তাহীন কবন্ধদের কাছে নয়। সেটা যতদিন আছে, ততদিন লেখালিখির এইই প্রকৃষ্ট সময়। চারদিকে নন্দী ভৃঙ্গীদের উন্মত্ত দাপাদাপি, তার মধ্যে কবি দাঁতে দাঁত চেপে লিপিবদ্ধ করছেন সমসময়কে, নিজের অনুভূতিমালাকে, কবির কাছে, লেখালিখির জন্য এর চেয়ে উপযুক্ত পরিস্থিতি আর কীইবা হতে পারে।

    বইটি আসছে কাল। অস্বাভাবিক দ্রুততায় কাজ চলছে। বই এবং কবির নাম কালই জানাব। তিনি কবিতা উৎসবে গিয়েছিলেন, না জাননি, সেসব আলতু ফালতু প্রশ্ন তখন অবান্তর হয়ে যাবে।
  • উরিত্তারা | 139.64.***.*** | ২৬ মার্চ ২০২২ ১৩:০৮498835
  • সুনন্দ সান্যাল, পবিত্র সরকারের মতো ধান্দাবাজ বুদ্ধিজীবী আর কেউ আছে নাকি? হেহে, সুনন্দ সান্যাল লেহনজীবী ছিল না? যাকে সুবিদে পেয়েছে, চেটেছে। এককালে ছিপুয়েম, তাপ্পর তিনো। দলবদলু মাল।
     
    কিন্তুক এই অজ্জুনদেব চাড্ডিটার পোস্ট দেখলে হাগা পায়। "কারণ সংস্কৃত না,জেনে বঙ্গভাষাচর্চা যে অসম্ভব তা তিনি বুঝতেন।" সালা এক নম্বরের ফোঁপরদালাল।
  • এলেবেলে | 2402:3a80:115a:e470:fef3:f3cc:e4b2:***:*** | ২৬ মার্চ ২০২২ ১২:৩৬498834
  • তুই কে কুঞ্জবিহারী, কলকাতার ফুটো আঁতেল? মে মাসে সপাটে থাবড়া খাওয়ার জন্য তৈরি হ।
  • এলেবেলে | 2402:3a80:115a:e470:fef3:f3cc:e4b2:***:*** | ২৬ মার্চ ২০২২ ১২:২৮498833
  • কাল আমি জানতে পারলুম,সুনন্দ সান্যাল প্রয়াত হয়েছেন।
    আমি সঙ্গতভাবেই আশা করিনা নির্বীর্য বাঙালি কোন ঋজু মেরুদণ্ডের মানুষকে স্মরণ করবে।লেহনজীবিতা দিয়ে,বাংলাদেশের শিক্ষকসমাজ মোমবাতি ছাড়া আর কিছুতে আগুন জ্বেলেছেন বলতে পারি না।
    তৈলপ্রদান বাঙালির অক্ষয় জীবিকা এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও সেই স্বভাব থেকে মুক্ত করা যায় না।
     
    এখন যদি মনে করেন,এই লেহন-বৃত্তি বেঁচে থাকার একটা policy এবং লেহনের মধ্যেই বেঁচে থাকবার বিপ্লব আছে,তাও তাকে সিদ্ধ করতে হবে,যোগ্যতানুসারে।
    কে কেন কাকে লেহন করছে,এই তিনপ্রশ্নের উত্তর না দিলে,লেহনজীবী মানুষের আয়ু,কীর্তি,কর্ম সবই প্রশ্নের মুখে।
     
    সুনন্দ সান্যাল,লেহনজীবী ছিলেন না।তিনি কোনো কলেজে ছাত্রাবস্থায় অন্যবিষয়ে অনার্সে ফেল করে বাংলা পড়েননি এবং ইংরেজির চমৎকার শিক্ষক হতে পেরেছিলেন।
    তিনি মৃদুমৃদু হাসিতে মহর্ষির মত সভামণ্ডপে বসতেন না,লঘু লঘু ভাষে,শ্যামও রাখি কুলও রাখি বক্তৃতা দিতেন না।
     
    তিনি সব পরীক্ষা দিয়েই পরীক্ষা পাস করেছিলেন।অনায়াসে বিদেশ যেতে পারতেন,চাইলে যেকোনো বিদেশী বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারতেন,কিন্তু ভুয়ো ডিগ্রি দিয়ে রিডার,প্রোফেসর এবং উপাচার্য হননি।এবং অবসরের পর অবৈধ বেতন ফেরৎ দেওয়া দূরে থাক,বাড়িতে বসে অবৈধ পেন্সান ভোগও করেন নি।
     
    সুনন্দ বাবুর মুখরক্ষা করতে,২০০৭ এ বিমান বসুকে সিকাগো গিয়ে ক্লিণ্টন সিলির সঙ্গে বসতে হয় নি এবং তিনি ২০০৭ এ পিএচ,ডি পাননি।সুনন্দবাবুকে তীর্থের কাকের মত,কবে অজিত পাঁজা মারা যাবেন,তার অপেক্ষা করতে হয়নি,কারণ তিনি এমন কিছু ঘটান নি,যাতে অজিত পাঁজা বেঁচে থাকলে,কারাবাস অবধিও হতে পারত।
     
    সুনন্দবাবুকে ভাষাতত্ত্ব নিয়ে আলোচনা করবার জন্য সৈয়দ মুজতবা সিরাজের গাল খেতে হয়নি,কারণ সংস্কৃত না,জেনে বঙ্গভাষাচর্চা যে অসম্ভব তা তিনি বুঝতেন।
     
    সুনন্দবাবুর একটি পদবন্ধ আমি জীবনে ভুলব না।
    একটি মিছিল হয়েছিল।তাতে যাঁরা থাকতে পারেন,তাঁরা ছিলেন।তখন বুদ্ধপদে বিনমিত বুদ্ধিজীবীরা প্রচুর যুক্তিজালে,ভুলকে সত্য ও সত্যকে ভুল বলে,পোস্টমডার্ণ যুগের সূচনা করছেন।
     
    সুনন্দবাবু,একা।ঠিক রবীন্দ্রনাথ যেমন বলেছেন অন্ধকার ঘরে,একটিমাত্র মৃৎপ্রদীপের আলোর মত,তিনি স্থির হয়ে আছেন।
    টি ভি জিজ্ঞাসা করল,তাঁর প্রতিক্রিয়া ।
     
    তিনি উত্তর দিয়েছিলেন
    "বাঙালির মৃত বিবেকের শোভাযাত্রা নিয়ে আমার কিছু বলবার নেই।"
    সুনন্দ সান্যালের মত ঋজু বাঙালির প্রয়াণ আমাদের স্মরণে থাকুক।
     
    কেসিসাহেব, অর্জুনদেবের আজকের পোস্ট।
  • কুঞ্জবিহারী | 172.96.***.*** | ২৬ মার্চ ২০২২ ১১:৫০498832
  • বিদ্যেসাগর বেস্টুসেলার হইসে নাকি গা? মোহায়ের টাহ্যার গরম!
  • এলেবেলে | 2402:3a80:115a:f6bb:5fd0:b232:6d64:***:*** | ২৬ মার্চ ২০২২ ১১:০৭498831
  • বলি মাসোহারা দু ডলার বেড়েছে? না বাড়লে বলিস পত্নীর ভাই, টাকা পাঠিয়ে দোবো।
  • এলেবেলে | 2402:3a80:115a:f6bb:5fd0:b232:6d64:***:*** | ২৬ মার্চ ২০২২ ১১:০৪498830
  • এলবো গুরুর সবজান্তা গামছাওলাদের লিলিপুট বলে বলে ছুঁচোর গোলাম চামচিকেদের হেব্বি খার। সাড়ে বত্রিশ ভাজাদের এই আলগা ফুটুনি স্রেফ নেওয়া যায় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত