এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 188.236.***.*** | ১৭ মার্চ ২০২২ ১৭:৪১497956
  • ওহো, আমাদের ইস্কুলের গ্রূপের সাইজ মাত্র উনিশ, যারা ওয়ান থেকে টেন একসঙ্গে একই সেকশনে ছিলাম এরকম। একদম আগলভাঙ্গা ব্যাপার।
  • একক | 2409:4060:2e88:a6:7134:c678:2781:***:*** | ১৭ মার্চ ২০২২ ১৭:২৯497955
  • স্কুল গ্রুপ ত পুরো গো এজ ইউ লাইক।  সিপুএম চাড্ডি তিনো এসব পরে হয়েচে।  তাই নিয়ে ক্যাচাল লেগেই থাকে। সর্বদা অসুয়াহীন তাও নয়। কারো স্টেটাস তুলে বললেই চরম গায়ে লেগে যায়। কেও ব্যাকবেঞ্চার থেকে এখন বড় ব্যাবসায়ী। কেও তুখোড় রেজাল্ট করে কম মাইনের প্রফ। এসব আন্ডারকারেন্ট থাকেই।
     
    তবে,  পাগলরা মোটামুটি পাগল ই আচে। একজন বলিউডি নাচ নাচত,  এখনো তাই। একজন কুইন্স ইংলিশে কথা বলত,  এখন ইংলিশ পড়ায় এবং আড্ডার মাঝেও একইভাবে কথা বলে। একদিন কাকে একটা ডার্টি নেটিব বল্ল, লেগে গেল ক্যাচাল।  
     
    এক ল্যালাখ্যাপা ছিল এখন বড় সরকারি অফসর হয়েচে। আর তুমুল চাড্ডি। তার লম্বা লম্বা টাইপ করা ভাষন থামিয়ে একজন বল্লো,  তোর কথা কী শুনবো বাল্টা, তুইত আমাকে ক্লাস এইটে কামড়ে দিয়েচিলি!!  
     
    সেদিন অনেক রাত অব্ধি প্রচুর টাইপ করে সবাই মিলে জল ঢেলে সেই ফরেস্ট ফায়ার নেভাতে হয়েচিল ঃ/
  • r2h | 134.238.***.*** | ১৭ মার্চ ২০২২ ১৬:৫৭497954
  • চাড্ডি বন্ধুবান্ধব আছে আমার। ছোটবেলার সবচে কাছের বন্ধুই প্রচন্ড চাড্ডি ছিল, তবে একত্রে দুপাত্র খাওয়ার পর একটু একটু বাম হয়ে যেত। সে গত বছর মারা গেল।

    তবে স্কুলের গ্রুপে তো সবাই বন্ধু না। ১৫০+ ছেলে মেয়ে, তাদের অনেকের সঙ্গে স্কুল জীবনে কখনো কথাই বলিনি, অনেকের নাম শুনে মনে হয় এই নামেও কেউ ছিল নাকি? যারা বন্ধু ছিল তাদের সঙ্গে বন্ধুত্ব থাকবে হয়তো। কিন্তু একজন গ্রুপে বানী দিচ্ছে সব্জিওলা, ধোপা নাপিত রাজমিস্ত্রী হিন্দু হওয়া চাই, আর সে চাকরিসূত্রে ক'টা খুন জখম ও বড়সাহেবের জুতো পালিশ করেছে বলে লোকে গদগদ, এমন সংসর্গ ভয়ানক। ভালো কাজও নিশ্চয় অনেক করেছে, ওপরওলা ভালো হুকুম দিলে ভালো, খারাপ হুকুম দিলে খারাপ, নিশ্চয়। তবে যে নেতা থেকে নাপিত সব হিন্দু হওয়া চাই বলে, তার চিন্তা ভাবনা বিপজ্জনক।

    দুঃখজনকও বটে, ভয়ংকরও বটে।
  • kc | 188.236.***.*** | ১৭ মার্চ ২০২২ ১৬:৪০497953
  • ছোটবেলার স্কুলের গ্ৰুপ কখনও ছেড়োনা। ওরকম মন খুলে তেড়ে গালাগালি আর কোথাও দেওয়া যায়না, খাওয়াও যায়না। সব্বাই সমান ওখানে। আমাদের গ্ৰুপের কথা বলি, আমরাও চাড্ডি বন্ধুদের মুলোবন্ধুদের গালিয়ে উদ্ধার করি, ওরাও করে।কিন্তু এটা সবাই জানি যে আমাদের কারুর বাড়িতে কোনও অঘটন ঘটলে সেই বন্ধুরাই সবার আগে হাজির হয়ে যাবে।
     
    ছোটবেলার বন্ধুত্ব আলাদা জিনিস। 
  • r2h | 134.238.***.*** | ১৭ মার্চ ২০২২ ১৬:২৪497952
  • আমাদের স্কুলের গ্রুপে সেনাবাহিনীতে হাবিলদার এমন একজন চাড্ডিকে গাল দিয়েছিলাম। তাতে যা হয় তাই হচ্ছে। হরি হে। ভাবছি গ্রুপ ছাড়ার আগে মনিপুরের ছবি পোস্ট করে আসি। ওরা তো মুসলমান না।
  • সে | 2001:1711:fa42:f421:48ce:b2aa:71a0:***:*** | ১৭ মার্চ ২০২২ ১৪:০৫497951
  • বাচ্চাদের জন্য কিনে নিয়ে যাচ্ছে উপহার দেবে বলে।
  • | ১৭ মার্চ ২০২২ ১৩:৫৭497950
  • হ্যাঁ লোকের বই পড়া একটু বেড়েছে মনে হয়। খানিকটা ওই নানা গ্রুপ হয়ে পিয়ার প্রেশারেও হতে পারে। কিন্তু দামড়া দামড়া মানুষ মানুষীদের গিয়ে গাঁ গাঁ কিরে বাঁটুল হাঁদাভোঁদা টেনিদা কিনতে আর কিনেই চলতে দেখলে কিরকম একটা লাগে যেন। যাকে বলে আঁউফস আর ওঁকস। 
  • একক | 2409:4060:2e88:a6:7134:c678:2781:***:*** | ১৭ মার্চ ২০২২ ১৩:৫১497949
  • মুলত কাহিনিধর্মী লেখার ক্ষেত্রে এটা বেশি সত্যি। এবার অন্তত চারটে কবিতার বই পড়েচি বইমেলা সূত্রে,  সময় হলে টুকটাক শেয়ার করব, বেশ ভালো লেখা। বিশাল অন্য রকম না হলেও, স্কিল আচে - জার্নি আচে। প্রবন্ধের বাজার ও খুউব খারাপ না। যদি তথ্যের বিশ্লেষণ কে একমাত্র মানক ধরি। যদিও তা নয়, এবং প্রবন্ধের ভাষা ও উপস্থাপনা এরকম এক্সামের রচনা লেকার মত হলে লং টার্ম এ পাঠক হেজে যাবে, যতই ভালো বিষয় হোক। একাডেমিক পেপারকে প্রবন্ধ হিসেবে ছেপে দেওয়ার প্রবণতা বেড়েচে যা মোটেই স্বাস্থকর নয়। 
     
    কাহিনির জায়গাটা খুব চাপের। প্লটসর্বস্ব হয়ে দাঁড়িয়েচে সব লেকা, কাজেই পাঠকের হাতে একমাত্র পেন্সিল হল প্লট। কে কার লেখা চুরি কল্ল এই নিয়ে খুপ শোর হচ্চে থেকে থেকে কারণ,  স্টাইল বলে কিস্যুই নাই, আচে প্লট যা এ ওর থেকে ঝাঁপবে এটাই স্বাভাবিক। নতুন কী আর হবে?  ঘোড়া উড়বে?  সেও ত লেকা হয়ে গেচে ঃ)) 
     
    তবে যাই বলুন,  বাংলা বই এর বিক্কিরি বেড়েচে। পুরো হরনাথ রঞ্জিত কাকুর স্বর্ণযুগ ফিরে এসেচে। লোকে হাউমাউ করে হাউস্ফুল কচ্চে থুড়ি বই কিনচে। মন্দ কী ঃ) পাব্লিশার দুটি সুইফট কেনার পর পয়সা বাঁচলে মানিক- মৃনালদের কাজেও দু পয়সা ঢালতে পারেন। এই।
  • | ১৭ মার্চ ২০২২ ১৩:৩২497948
  • দ্যাখেন এই  বেশ কিছু বছর ধরে বাংলায় যা লেখালিখি হচ্ছে তার বেশিরভাগটাই ( আমরা যারা টুকঠাক লেখার চেষ্টা করি তাদের ধরে)  অতীব মাঝারি বা নিম্নমানের। 
  • সে | 2001:1711:fa42:f421:48ce:b2aa:71a0:***:*** | ১৭ মার্চ ২০২২ ১২:৪৯497947
  • একক | 2409:4060:2e88:a6:7134:c678:2781:***:*** | ১৭ মার্চ ২০২২ ১১:৪৪497946
  • ছক তইরি করে লেখার ব্যাপারটা অনেকেই করেন। তবে, ছকের মধ্যেও কি কলমের জোর দেখানো যায়না?  কেজানে।  
     
    তবে ইন জেনেরাল,  যেটুকু পড়ে দেখেচি, এদের ভাষা ও চরিত্র চিত্রন খুব পুওর। মানে খুউউপ। ছক অর নো ছক।
  • dc | 122.164.***.*** | ১৭ মার্চ ২০২২ ১০:০৯497945
  • তা অবশ্য ঠিক, দ্যাশের টাকা সে দেশেই ভালো। তবে কিনা ইন্ডিয়াতেও সুদের হার ক্রমাগত কমিয়েই চলেছে, খুব বেশী বছর সুখে থাকা যাবে বলে মনে হয় না। এখনও মনে আছে, ২০১৬ তে ইন্টারেস্ট রেট ছিলো ১১% - মনে আছে কারন সেই পাশবইটা রেখে দিয়েছি প্রমান হিসেবে। আরও তিন চার বছরে হয়তো লং টার্ম ডিপোজিট রেট ৩% এ নামিয়ে দেবে। এমনিতেও পিএফ এর হার ৮।৫% থেকে কমিয়ে করলো ৮।১%, আর পিপিএফ এর হার এখন কমে হয়েছে ৭।১%। লং টার্ম মিউচুয়াল ফান্ড বা ইনডেক্স ফান্ড ছাড়া গতি নেই :-(
  • Abhyu | 47.39.***.*** | ১৭ মার্চ ২০২২ ১০:০২497944
  • না বাপু, দেশে সুদ বেশি দ্যায় বটে কিন্তু দেশের টাকা দিয়ে কি আর এটিএন্টির বিল দেওয়া যাবে না ক্রোগারে বাঁধাকপি কেনা যাবে? এরা তো চুপচাপ দাম বাড়িয়েই চলেছে। চিরকাল পাস্তা কিনে এসেছি এক টাকায়, সেদিন দেখি একটাকা পঁচিশ পয়সা চাইছে। এমনকি ট্রেডার জোসে পর্যন্ত ঊনআশি পয়সার গাজর নিরানব্বই পয়সা হয়ে গেছে।
  • S | 2605:6400:30:f910:8cb1:7eb4:1811:***:*** | ১৭ মার্চ ২০২২ ০৯:৫৯497943
  • ৪০১(কে) এখন দেখে লাভ নেই। আমি বহুদিন দেখা বন্ধ করে দিয়েছি। ওসব রিটায়ারমেন্টের বা উইথড্রয়ালের বছর তিনেক আগে থেকে দেখতে হবে।
  • Abhyu | 47.39.***.*** | ১৭ মার্চ ২০২২ ০৯:৫৭497942
  • হ্যাঁ আমাদের 401(K)র টাকা তো স্টক মার্কেটেই খাটায়। সে তো গত কিছুদিন যাবৎ যা পারফর্ম করছে বলার না।
  • dc | 122.164.***.*** | ১৭ মার্চ ২০২২ ০৯:৫৭497941
  • আর ডলার টাকায় কনভার্ট করলে এমনিতেও লাভ, এই হপ্তায় এক ডলারে ৭৪ টাকা পাওয়া যাচ্ছে। আশা করে বসে আছি যে এটা আরও বাড়বে, বছরের শেষে ৮০ তে উঠবে :-)
  • dc | 122.164.***.*** | ১৭ মার্চ ২০২২ ০৯:৫৪497940
  • এই টেবিলটা দেখুন। যদি সিনিয়র সিটিজেন অ্যাকাউন্ট খোলেন তবে পাঁচ বছরের ডিপোজিট রাখলে সুদ পাবেন ৬।৩%। আর সিনিয়র সিটিজেন বা তাঁর স্বামী বা স্ত্রী স্টেট ব্যাংকের কর্মচারী হন বা কখনো ছিলেন আর সেই সময়ে যদি স্টাফ অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে সুদ পাবেন ৭।৩%। কাজেই এই বেলা ডলারগুলো ইন্ডিয়াতে ট্রান্সফার করে পাঁচ বছরের ডিপোজিট খুলে ফেলুন :-)
     
     
     
     
  • S | 2605:6400:30:f910:8cb1:7eb4:1811:***:*** | ১৭ মার্চ ২০২২ ০৯:৫২497939
  • অভ্যু, ব্যান্কে বহুদিনই সুদ প্রায় নেই বললেই চলে। তবে সেক্ষেত্রে ব্যান্কগুলো দাবী করে যে বেন্চমার্ক ইন্টারেস্ট রেট (এইসব ফেড ইন্টারেস্ট রেট) এতটাই কম থেকেছে যে তাদের পক্ষে সেভাবে কোনও সুদ দেওয়া সম্ভব নয়। অন্যদিকে লোনের ইন্টারেস্ট রেট কিন্তু বাড়ে কমে, যেহেতু বেশিরভাগই ফ্লোটিং রেট।

    কিন্তু আসল সমস্যা অন্যদিকে। রিয়েল ইন্টারেস্ট রেট এখন মারাত্মক নেগেটিভ। যখন ইনফ্লেশান কম ছিল, তখন এত সমস্যা ছিলোনা। ধরুন আপনার ব্যান্ক আপনাকে ০.৫% ইন্টারেস্ট দিচ্ছিলো আর ইনফ্লেশান ছিল দেড় পার্সেন্ট। তাহলে ব্যান্কে ডিপোজিট রেখে আপনি আসলে অ্যাপ্রক্সিমেটলি মাইনাস এক পার্সেন্ট সুদ পাচ্ছিলেন। সেটা তাও সহ্য করা যায়। এখন ইনফ্লেশান কত ভেবে দেখুন। এখন ব্যান্কে ডিপোজিট রেখে আপনি মাইনাস ছয়, সাত পার্সেন্ট সুদ পাচ্ছেন। ব্যান্কে টাকা রাখার থেকে এখন এক বস্তা আলু কিনে পরের মাসে বিক্রি করে দেওয়া ভালো।

    এর সবকিছুর মানে একটাইঃ আপনি স্টক মার্কেটে টাকা ঢালতে বাধ্য হবেন। আর আপনার ক্যাপিটাল সাপ্লাইয়ের উপর নির্ভর করে স্টক মার্কেট চাঙ্গা থাকবে।
  • dc | 122.164.***.*** | ১৭ মার্চ ২০২২ ০৯:৪৮497938
  • সুখের কথা, ইন্ডিয়ান ব্যাংকগুলোতে এখনও ইন্টারেস্ট রেট ৩%, আর টার্ম ডিপোজিট এর রেট ৬% এর আশেপাশে। সিনিয়র সিটিজেন হলে ০।২৫% বেশী আর স্টেট ব্যংকের কর্মচারী হলে, মানে স্টাফ অ্যাকাউন্ট হলে আরও ১% বেশী। 
  • dc | 122.164.***.*** | ১৭ মার্চ ২০২২ ০৯:৪৬497937
  • আমেরিকান ব্যাংকের নিয়মকানুন তো জানিনা, তবে ইন্ডিয়ান ব্যাংকগুলো আরবিআই ইন্টারেস্ট বাড়ালে নিজেদেরও ইন্টারেস্ট রেট বাড়ায়। সংগে সংগে না, কিছুদিন পর। আর তার সাথে হোম লোনেরও ইন্টারেস্ট বাড়ে (মানে এমসিএলআর)। সেন্ট্রাল ব্যাংকের রেট হলো গিয়ে রেফারেন্স রেট। 
  • Abhyu | 47.39.***.*** | ১৭ মার্চ ২০২২ ০৯:৪০497936
  • আচ্ছা এই সব ফেড ইন্টারেস্ট রেট বাড়ালে কি ব্যাঙ্কে সুদ বেশি দেবে? এখানে ব্যাঙ্কে এমনিতেই তো সুদ বলে কিছু ছিল না, গত এক দু বছর তো সেটা একেবারেই জিরো।
  • dc | 122.164.***.*** | ১৭ মার্চ ২০২২ ০৯:০৬497935
  • ওদিকে ফেড ইন্টারেস্ট রেট বাড়িয়ে ০।৫% করলো, এটা বছরের শেষে ২% অবধি উঠতে পারে। আর সিকিউরিটি কেনা বন্ধ করলো। আপাতত কিউই বন্ধ হলো তাহলে।  
  • S | 2a03:e600:100::***:*** | ১৭ মার্চ ২০২২ ০৫:৪৫497934
  • অদম্যের একটা ব্যাপার আমার হেব্বি লেগেছে। অদম্যের গার্লফ্রেন্ডের একটা ট্যাটু আছে। সেটা যে কোথায় ঠিক মনে পড়ছে না।
  • সে | 2001:1711:fa42:f421:48ce:b2aa:71a0:***:*** | ১৭ মার্চ ২০২২ ০৪:১৯497933
  • আবাপ এঁদের দিয়ে লেখায়। ফরমায়েসি লেখা। আবাপ এর বর্তমান লেখার স্ট্যান্ডার্ড সম্পর্কে সকলেই তো জানি।
    খিল্লি করে আর কী হবে?
    বছর তেরো চোদ্দ আগে শারদীয় আনন্দমেলা এক কপি দেখেছিলাম, কাবলিদা পাঠিয়েছিলেন তথাগত রায়ের হাতে করে। তখন কয়েকটা পাতা উল্টে পাল্টে দেখেছিলাম। কী আর বলব, পড়া যায় না। কোনও লেখাই পাতে দেবার মতো নয়। এত সাবস্ট্যান্ডার্ড লেখা কী করে ছাপে জানা নেই।
    অদম্য সেন নামটা দেখে সার্চ করে জানলাম ঐটি একটা কাল্পনিক চরিত্র এবং লেখকের নাম স্মরণজিৎ। উনি কিশোরের মধ্যে খুব জনপ্রিয়। অদম্য  তাঁরই সৃষ্টি। তবে ইদানীং ওঁর নতুন লেখা সম্ভবত বের হচ্ছে না।
    আনন্দমেলায় নিয়মিত লেখেন এমন একজনের সঙ্গে আলাপ হয়েছিল, তিনি ছক তৈরি করে লিখতে বসেন। জানালেন যে গল্পে বা উপন্যাসে কয়েকটা পয়েন্ট থাকতে হবে, শব্দসংখ্যাও ফিক্সড, প্রচুর ডায়ালগ রাখতে হয়, আরও কী কী সব যেন আছে। উনি নাকি আগে কয়েকটা গল্প আবাপকে পাঠিয়েছিলেন যেগুলো রিজেক্টেড হয়। তখন উনি গোটা কতক আনন্দমেলা কিনে পড়ে ফেললেন। ছকটা বুঝে নিয়ে সেই ছকমাফিক গল্প লিখে পাঠালেন। গল্প ছেপে বের হলো। ব্যস। আর থামেন নি। লিখেই চলেছেন। প্রত্যেক বছর শারদীয় আনন্দমেলায় গল্প বা উপন্যাস বের হয়। বইও বের হয় আনন্দ পাবলিশার্স থেকে। উনি অন্য কোত্থাও আর লেখেন না। একবার আনন্দ থেকে যখন বই বই বেরিয়েই গেছে, তাহলে অন্য জায়গা থেকে বই বের করার কোনও যুক্তিই নেই। ওঁর লেখা পড়বার সুযোগ হয়েছিল একবারই। আর পড়বার ইচ্ছে নেই।
    এঁর লেখার পেছনে যে মোটিভেশনটা কাজ করে সেটা নাম করার ইচ্ছে ছাড়া আর কিচ্ছু না।
  • S | 2a0b:f4c2::***:*** | ১৭ মার্চ ২০২২ ০২:৫৯497932
  • রাতে ঘুম না এলে অদম্য সেন দারুন কাজে দেয়।
  • dc | 122.174.***.*** | ১৬ মার্চ ২০২২ ২৩:৫৫497931
  • অদম্য সেন আমি এখনও পড়ি নি বাবা। 
  • মাছের আজ্ঞায় মোর ইচ্ছায় | 45.112.***.*** | ১৬ মার্চ ২০২২ ২৩:৩৯497930
  • চাইনীজ মিডিয়া আউটলেট গ্লোবাল টাইমসে ইউএসের রিসেন্ট চায়নার সাথে ফ্লার্টিং বিষয়ে এই বেরিয়েছে ---
     
    These actions from the US also show that Washington is quite anxious about the Ukraine issue. It wants China to dance to its tune. What the US hopes for is to weave a global web to strangle Russia, making all countries part of this web without any "loophole." The US is the instigator of the Ukraine crisis; yet, it wants to exploit the whole world to expand its own strategic interests. This makes people wonder: Where does the US get its confidence from? Has it been dominating the world for so long that it thinks it even controls the lever of the Earth's rotation? If Washington wants to forcibly tie China-US relations to the Russia-Ukraine crisis, it is on the wrong track and will definitely be disappointed.

    The Russia-Ukraine crisis is worthy of talks, but not in this way. A Chinese saying goes, "Let he who tied the bell on the tiger's neck take it off." The problem that was created by the US cannot and should not be solved by China. 
     
  • মাছের আজ্ঞায় মোর ইচ্ছায় | 45.112.***.*** | ১৬ মার্চ ২০২২ ২৩:২৮497929
  • ইউক্রেনে এক ওয়েস্টার্ন মার্সিনারির বয়ান 
     
     
    (টু মেনি এফ ওয়ার্ডস, ভিউয়ার্স ডিসক্রিশান অ্যাডভাইসড)
  • r2h | 134.238.***.*** | ১৬ মার্চ ২০২২ ২৩:১৮497928
  • তবে সিরিয়াসলি, এইসব পাবলিসিটি কাজের। আগের বার যখন গুরুতে অদম্য সেন নিয়ে খুব হাসি ঠাট্টা হচ্ছিল, তখন আমি কয়েকটা গল্প পড়ে নিয়েছিলাম। এবার মনে হচ্ছে দেবারতিও কিছু পড়েই ফেলবো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত