এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 122.164.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২২ ০৮:৪০495606
  • পঁচিশ বছর বয়সে আমি স্টেট ব্যাংককে ভয়ানক নীচু চোখে দেখতাম, আর সরকারি চাকরি করার কথা দুঃস্বপ্নেও ভাবতে পারতাম না। সে নিয়ে বাবার সাথে কতো তর্ক করেছি :-((
  • bodhisattvagc dasgupta | ১৩ ফেব্রুয়ারি ২০২২ ০৮:৩৬495605
  • এবার দুটো বিষয় বলে আপাতত যাচ্ছি। 
    ২০০৭ এ প্রথম কৃষক ক্রেডিট কার্ডের রেফারেন্স পেয়েছি , সেটার ডিসবার্সমেন্ট নাবার্ড এর মাধ্যমে এবং বাজেট স্পীচে তার সাপোর্ট রয়েছে , ১৮০০ কোটি টাকা মতো , কিন্তু ২০২১ এর ঘোষণার কোনো বাজেটারি আলোকেশন বা অন্য কোনো ক্যাপিটাল আলোকেশনের খবর পাইনি। তবে মাঝে মাঝে বিভিন্ন রাজ্য বা কেন্দ্রীয় সরকারের ব্যাঙ্একদের দেওয়া এডু লোন টার্গেট এর উল্লেখ দেখেছি তবে আবার এক ই সঙ্গে ব্যাঙক অফিসার দের ইউনিয়নের বা অন্য ডকুমেন্ট কিছু পেয়েছিলাম রাতে দেখা যাচ্ছে সেসব ফুলফিলমেন্ট হয়নি , তবে এটা একটা লাইন অফ এনকোয়ারি । 
    মোদ্দা হলো সরকারি ব্যাঙ্ক গুলোর সোশাল রেসপনসিবিলিটি আর তাদের ব্যাঙ্কিং ডিসিপ্লিন এর মধ্যে কনফ্লিক।টা আছে, সেটাই মাইক্রোফাইনান্স আর বোগাস নন ব্যাঙ্কিং ফাইনান্স এর এন্ট্রি পয়েন্ট।
     
    এছাড়া ২৩% কথাটা  বলেছি বাজে আর্বাথিক সংস্ইথার সুদের হারের বাইক ক লোনের ভিত্তিতে এই নিয়ে আমার কিছু ডেটা আছে , দুঃসহ অভিজ্ঞতা আছে দুঃস্থ পারিবারিক বন্ধূদের , সেটা পরে বলা যাবে।
  • dc | 122.164.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২২ ০৮:৩৩495604
  • ধরা যাক কাটাকুটি করে হাতে পঞ্চাশ হাজার নিয়ে কেউ চাকরি শুরু করলো। 
     
    চার লাখ টাকার এডু লোন পাঁচ বছরে যদি শুরু করতে হয়, তাহলে ৮% রেটে ইএমাই হবে ৮১১১ (এখানে একটা এডু লোন ক্যালকুলেটার আছেঃ https://www.axisbank.com/retail/calculators/education-loan-emi-calculator)
     
    তাহলে লোন বাদ দিয়ে মাসে হাতে থাকছে বিয়াল্লিশ হাজার মতো। চাকরির শুরুর দিকে বেশীর ভাগ ছাত্রছাত্রী নতুন শহরে গিয়ে পিজিতে থাকে আর চার-পাঁচ জন করে বাড়িভাড়া শেয়ার করে, কাজেই ধরা যাক বাড়ি ভাড়া হলো পাঁচ হাজার। এর পর বাড়িতে অবশ্যই দশ হাজার করে পাঠানো উচিত, তাহলে হাতে থাকলো ৪২ - ১৫ = ২৭। 
     
    এই সাতাশ হাজারে ধরা যাক খেয়ে আর ফুর্তি করে বাইশ হাজার খরচ হলো, বাকি থাকলো পাঁচ হাজার। এটা দিয়ে একটা পিপিএফ খোলা উচিত। বছরে ষাট হাজার জমাতে পারলে পনেরো বছরে ৭।১% রেটে জমবে ষোলো লাখ (এখানে একটা পিপিএফ ক্যালকুলেটার আছেঃ https://groww.in/calculators/ppf-calculator). এতে করে ৮০সি তেও ছাড় পাওয়া যাবে। 
     
    আর যদি হাতে কিছু বাঁচে তাহলে সেটা দিয়ে একটা লং টার্ম মিউচুয়াল ফান্ড সিপ খোলা উচিত। পনেরো বা কুড়ি বছরে অনায়াসে ১৫% থেকে ২০% রিটার্ন পাওয়া যাবে। 
     
    আর বছর বছর যে ইনক্রিমেন্ট হবে, সেটা দিয়ে আগেই স্টুডেন্ট লোনটা শেষ করে দেওয়া উচিত। 
     
    হায়, পঁচিশ বছর বয়সে এইসব উপদেশ যদি আমাকে কেউ দিতো! আমার বাবা অবশ্য জোরাজুরি করে আমাকে একটা  পিপিএফ খুলিয়ে দিয়েছিল, কিন্তু বাকি উপদেশগুলো আর শুনিনি। 
  • S | 202.6.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২২ ০৮:২৭495603
  • আমি যখন যদুপুরে ইন্জিনিয়ারিং পড়েছি, তখন তো দুশো টাকা টুইশান ছিল। তখনও মিডিয়াম টু হাই ইনকামরাই পড়তো। রেয়ারলি অন্যরকম কাউকে চোখে পড়েছে।
  • bodhisattvagc dasgupta | ১৩ ফেব্রুয়ারি ২০২২ ০৮:২৫495602
  • 'তোয়ালে ভর্তুকি' না, 'তোমার ভর্তুকি' ;--)))))))
  • bodhisattvagc dasgupta | ১৩ ফেব্রুয়ারি ২০২২ ০৮:২১495601
  • এডুকেশন লোনের মত যায উপায় আছে তাতে আপাতত গৎআরান্টর আর প্রোফেশনাল কোরসের কলে শুধু মধ্যবিত্ত রাই লোন‌ পায় অত এব সরকারি ব্যাঙ্ক হলে তোয়ালে ভর্তুকি তোমার আমার ভাইপো ভাইঝি দের কাছে ই পৌচচ্ছে। :--)))
    বাকিদের জন্য রয়েছে ২৩% এবং আবভ মাইক্রোফাইনান্স বা নন‌ বআঙ্কিং আর্থিক সংস্থান।
  • bodhisattvagc dasgupta | ১৩ ফেব্রুয়ারি ২০২২ ০৮:১৭495600
  • আর কয়েকটা অভিযোগ পেয়েছিলাম কিন্তু স্যামৃপল সাইজ যথেষ্ট বড়ো করে সার্ভে করাতে খরচ বেশি বলে ডেটা যোগাড় করতে পারিনি সেটা হল, অনেকক্ষেত্রে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বা স্কুলের কর্তৃপক্ষ এমনকি সিনিয়র মাষ্টারমশাই দের কে কারা স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবে তার তালিকা করে দিতে হচ্ছে বা ব্যাঙ্ক আরো ডকুমেন্ট চাইছে , সেটা লোন এর পেপারস হিসেবে চাওয়ার কোনো লিগাল বেসিস আছে কিনা‌ জানিনা।‌‌‌‌‌‌‌‌
     
    আরেকটা ডেটাও পাওয়া যায়নি এখনো, সেটা হল ইন্টারেস্ট সাবভেনশনে সরকার কত টাকা এখনো অব্দি খরচ করেছে, সেটা অবশ্য আর টি আই করলে পাওয়া যাবে, সেটা বেশি‌ না হবার ই কথা এমনকি গোটা রাজ্যে সমস্ত ব্যাঙ্কের আন্ডারগ্রাজুয়েট কোর্সের টোটাল ডিসবার্সমেন্ট যোগ করা হলেও খুব বেশি হবে না। অর্থাৎ ইউনিভার্সালিটির দাবী , ইমপ্লায়েড এবং এক্সপ্লিসিট, দুটোই বোগাস। 
  • S | 202.6.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২২ ০৮:১৬495599
  • আমি বড়লোকদের ভর্তুকি দেওয়ার বিরুদ্ধে।
  • bodhisattvagc dasgupta | ১৩ ফেব্রুয়ারি ২০২২ ০৮:০৩495597
  • স্টুডেন্ট ক্রেডিট কার্ড বেরোনোর সময় আমি এই বিষয়টা নিয়ে কিছু ডেটা দেখেছিলাম। প্রথম কথা আন্ডারগ্রাজুয়েটে এডু লোন পাওয়া কঠিন ইঞ্জিনীয়ারিং হলেও, বিশেষতঃ প্রিমিয়ার ইন্স্টিটিউট না হলে।  তার উপরে গ্যারান্টর কাগজ পত্রের ঝামেলা আছে। এটাকে আড্রেস করার জন্য ই ক্রেডিট কার্ড টাকে বলা হয়ূছিল সব ধরণের কোর্সে র জন্য পাওয়া যাবে , ব্যাঙ্করা নিমরাজি হওয়ায়, (আমার কাছে কোন ভেতরের খবর নেই) কিন্তু একটা বিচিত্র জিনিস আমি লক্ষ্য করি।
    ৩০ জুন ২০২১ মুখ্যমন্ত্রী যেপ্রেস কনফারেন্স করেন তাতে যে ঘোষণা করা হয় তার সঙ্গে আনন্দবাজারের খবর হেডলাইধ হয় পরের দিন তার একটা পার্থক্য হয়। আনন্দবাজার ই প্রথম বলে ৪% সুদ হবে। প্রেস কনফারেন্স এইবলা হয়েছিল গ্যারান্টর হবে রাজ্য সরকার।  সেটা রিং ইটারেটেড হয়। কিন্তু আরো পার্থক্য বেরোয় ১লা জুলাই ২০২১ সরকারি অর্ডারের (কলকাতা গেজেট)  সঙ্গে। একটা দুটো বড় পার্থক্য দেখা যায়।
    এক , প্রফেসনাল কোর্স ক্যাটিগোরি উল্লেখ করা হয় তার ব্রাত্য বসু মনীষ জৈন দের উপ্স্থিতিতেও মমতা বলেন‌নি। তাঁরাও মমতার ঘোষণা র সময় বলেন‌নি। 
     আর তিনটে কথা বলা হয়, ৪% সুদ হবে, বাবা মা অভিভাবক কে কো বরোয়ার হতে হবে।  এবং একটা ব্যাঙ্কের গত তিন‌বছরের যেটা হিস্টোরিকাল mclr তার থেকে ১% বেশিতে কনট্রাক্ট সাইন করতে হবে। তারমানে যেটা দাঁড়ায় যদি ধরা যাক এস বি আই এর গড় mclr হয় ৬.৭৫ % মতো তাইলে ৭.৭৫% বা ৮% এ কনট্রাক্ট হবে, ৪ এর উপরের বাকিটা সাবসিডি বা ইন্টারেস্ট সাবভেনশন হবে। দুটোর মধ্যে প্রকরণগত পার্থক্য আমার ভালো করে জানা‌নেই, আমি কয়েকজন এর ইন্টারভিউ নিয়েও সেটা বুঝিনি। যাই হোক  এটা সাসটেন করতে যেটা লাগে সেটা হল বাজেটারগ আলোকেশন , তো সেরকম কিছু দেখা যায়নি আজ অব্দি। আর সরকারি অর্ডারে বলা হয়েছিল জেলার ডিস্ট্রিক্ট কো অপারেটিভ ব্যাঙ  স্টুডেন্ট ক্রেডিট কার্ডে অংশগ্রহণ করবে। সেটা কতদূর হয়েছে বলা কঠিন। গত ডিসেম্বরের হিসেবে, সব মিলিয়ে ৯৩৮ জন মত স্টুডেন্ট ক্রেডিট কারৃডে ঋণ অনুমোদন পেয়েছে তবে তাতে সরকারি বেসরকারি ব্যাঙ্কের অংশগ্রহণ, শহর গ্রাম, কো অপারেটিভ বা কোর্স ক্যাটিগোরির ডিস্ট্রিবিউশন জানতে গেলে আর টি আই করতে হবে বা অন্য  ভাবে খোঁজ  নিতে হবে, তবে তাতে সোর্স উল্লেখ করে পোবোন্দ‌লেখা নাও যেতে পারে বলে আমি আর বেশী এগোই নি। আপ্লিকেশন রিজেকশনের কোনো বেটা বিদেশী ব্যাঙ্ক তেমন পাবলিশ করে সেরকম কিছু পাইনি কোনো ব্যাঙ্কে। যেটা হোম লোনের বেলায় তবু আগ্রিগেটেড ভাবে কিছু পাওয়া যায়। 
     তলায় ব্যাঙ্ক বাজারের উবু লোনের রেট কম্পারিজনের ডেটা দিলাম । এডু লোন আর স্টুডেন্ট ক্রেডিট কার্ডের  দুটো ব্যবস্থার মধ্যে ই জনকল্যানের যেটা ন্যূনতম শর্ত , ইউনিভার্সালিটি , তার বালাই নাই। এমনকি কৃষক কার্ডের তুলনাতেও নাই , কারণ কৃষক ক্রেডিট কার্ডে টাকা রোগ হয় ফসল ধরে সিজনাল , নিয়ারেস্ট ইলেকশন‌ঘোষণা অনুযায়ী, শর্ট টার্মে। কৃষির আনুসঙ্গিক খরচে সেটা মাঠে মারা যায় সে অন্য কথা। 
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:c6e:9680:4253:***:*** | ১৩ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৪৭495596
  • কেউ প্রিভিলেজড ফ্যামিলি থেকে এসে 200 টাকায় ইঞ্জিনিয়ারিং পড়লে সমস্যা কী?
  • S | 2a06:1700:0:12::***:*** | ১৩ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৪১495595
  • সবাই অবশ্যই আইটিতে চাকরি পায়্না। তার সাথে এটাও সত্যি যে সবাই অবশ্যই শুরুতেই ১০ লাখ পায় না। অনেকেই হয়তো ৪-৫ লাখেও শুরু করছে, বা তারও কমে। যাদের পারিবারিক পয়সা নেই, অনেক টাকা লোন করে পড়াশুনা করতে হচ্ছে, আবার হয়তো প্লেসমেন্টও খুব ভালো হয়নি - তাদের ক্ষেত্রে সত্যিই সমস্যার। কিন্তু আবার এটাও সত্যি যে খুব প্রিভিলেজড ফ্যামিলি থেকে এসে বছরে ২০০ টাকায় ইন্জিনিয়ারিং পড়ে দেশ বিদেশে কয়েক কোটির মাইনে পাওয়া লোকজনও তো কম নেই।
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:c6e:9680:4253:***:*** | ১৩ ফেব্রুয়ারি ২০২২ ০৭:২০495594
  • আর যারা আইটিতে চাকরি করবে না?
     
    চার পাঁচ লাখ লোন মাথায় নিয়ে একটা লোক লাইফ শুরু করবে। আগামী চার পাঁচ বছর লোন শোধ করাই তার প্রধান চিন্তা হবে। বছরে 1 লাখ 10% হারে সুদ হলে চার বছর শেষে সেটা 5লাখের একটু বেশী দাঁড়াবে। সেটা পাঁচ বছরে শোধ দিতে হলে মাসে 10/11 হাজার দিতে হবে। হাতে কেটে কুটে পঞ্চাশ হাজার পেলে বাড়িভাড়া ইত্যাদি দেবার পর এটা কম টাকা নয়।
  • S | 5.183.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৩০495593
  • চার লাখ টাকা লোন (+ ইন্টারেস্ট) শোধ করতে আইটিতে চাকরি করে বছর চার-পাঁচেকের বেশি লাগার কথা নয়।
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:c6e:9680:4253:***:*** | ১৩ ফেব্রুয়ারি ২০২২ ০৬:১৫495592
  • গুগল, অ্যামাজন মাইক্রোসফট বাদ দিন। সে তো আর্টস পড়েও কেউ কেউ অক্সফোর্ড হার্ভার্ডে যায়। এদের বাদ দিয়ে বলুন।
     
    টিসিএসে লোকে হাতে কত পায়? সিটিসি দশ হলে হাতে কত।
  • S | 193.46.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২২ ০৩:৩৭495591
  • এডুকেশান লোন এখন বোধয় অনেক সহজেই পাওয়া যায়। তাছাড়া এখন প্লেসমেন্ট দারুন হয়ে গেছে। শুনলাম যে সিটিএস, টিসিএস গিয়ে কয়েকশো করে ছাত্র তুলে নিয়ে আসে। গুগল, অ্যামাজন, মাইক্রোসফ্টও যায়। অ্যাভারেজ সিটিসিও প্রায় দশ লাখ মতন। আমাদের দিনের কথা ভেবে লাভ নেই।
  • সে | 2001:1711:fa42:f421:1544:fab7:afd6:***:*** | ১৩ ফেব্রুয়ারি ২০২২ ০২:৪৮495590
  • কী ভয়ানক!
    কোথায় যাচ্ছে শিক্ষাব্যবস্থা?
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:c6e:9680:4253:***:*** | ১৩ ফেব্রুয়ারি ২০২২ ০২:৩৮495589
  • ব্যাংকের ভাল। খুবই ভাল। আমার মত লোকের খারাপ। ছাত্রদের পক্ষে খুব খারাপ। ঋণদাসত্বে জীবন কাটবে।
     
    • :|: | 174.251.163.142 | ১৩ ফেব্রুয়ারি ২০২২ ০১:২০495587
    • এডুকেশন লোনের কথা বাদে, ​চার বছরে ৪<.>১২ লাখ মানে ১<.>৩ লাখ বছরে -- পারিবারিক আয়ের ওয়ান ফিফথ শিক্ষার জন্য ব্যয় করা আশা করা হচ্ছে।
      এখন জিজ্ঞাস্য: "সেটা ভালো না খারাপ?" নায়কে শর্মিলা ঠাকুর যে স্টাইলে জানতে চেয়েছিলেন। 
  • ? | 223.29.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২২ ০১:৩২495588
  • পারিবারিক আয়ের প্রমাণ হিসেবে কী জমা করতে হচ্ছে?
  • :|: | 174.25.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২২ ০১:২০495587
  • এডুকেশন লোনের কথা বাদে, ​চার বছরে ৪<.>১২ লাখ মানে ১<.>৩ লাখ বছরে -- পারিবারিক আয়ের ওয়ান ফিফথ শিক্ষার জন্য ব্যয় করা আশা করা হচ্ছে।
    এখন জিজ্ঞাস্য: "সেটা ভালো না খারাপ?" নায়কে শর্মিলা ঠাকুর যে স্টাইলে জানতে চেয়েছিলেন। 
  • পলিটিশিয়ান | 76.174.***.*** | ১৩ ফেব্রুয়ারি ২০২২ ০০:১৭495586
  • ধার করে। ব্যাংক প্রাইভেটাইজ হচ্ছে। মানুষকে হাত পা বেঁধে আম্বানি আদানির হাতে তুলে দিচ্ছে। ভোটের কনসিকোয়েন্স আছে।
     
    • সে | 2001:1711:fa42:f421:1544:fab7:afd6:3b7a | ১২ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৪৮495585
    • পরিবারের লোকজন সংসার চালাবে কেমন করে?
  • সে | 2001:1711:fa42:f421:1544:fab7:afd6:***:*** | ১২ ফেব্রুয়ারি ২০২২ ২৩:৪৮495585
  • পরিবারের লোকজন সংসার চালাবে কেমন করে?
  • lcm | ১২ ফেব্রুয়ারি ২০২২ ২৩:১৬495584
  • শিবপুর বি ই কলেজে চার বছরের বিটেক এর খরচ (২০২২)--  
    ---
    পারিবারিক আয় বছরে ৫ লাখের বেশি - টিউশন ফি ২.৮৪ লাখ, হস্টেল+মেস ১.২৮ লাখ - মোট ৪.১২ লাখ
    ---
    পারিবারিক আয় বছরে ১ থেকে ৫ লাখের মধ্যে - টিউশন ফি ১.২ লাখ, হস্টেল+মেস ১.১ লাখ - মোট ২.৩ লাখ
    ---
    পারিবারিক আয় বছরে ১ লাখের কম - টিউশন ফি ৩৪ হাজার, হস্টেল+মেস ১.১ লাখ - মোট ১.৪৪ লাখ
    ---
  • dc | 122.164.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২২ ২২:৫৬495583
  • কিশোর আর লতা, আরডির সুরঃ 
     
  • π | ১২ ফেব্রুয়ারি ২০২২ ১৪:৪৮495581
  • এটা দেখলাম। সত্যি? 
  • অর্জুন | 43.23.***.*** | ১২ ফেব্রুয়ারি ২০২২ ০৯:১২495580
  • হেমন্ত, লতার দ্বৈত কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত। ১৯৫৩ সালের রেকর্ড। 
     
  • bodhisattvagc dasgupta | ১২ ফেব্রুয়ারি ২০২২ ০৮:১২495579
  • **নাকের বদলে নরুণ
  • bodhisattvagc dasgupta | ১২ ফেব্রুয়ারি ২০২২ ০৮:০৭495578
  • *কালা কান নিয়েই
  • bodhisattvagc dasgupta | ১২ ফেব্রুয়ারি ২০২২ ০৮:০৪495577
  • কারো মনে আছে কিনা জানিনা, আমার মনে আছে, বহুদিন আগে গুরুচন্ডালি তে ফারহা জিয়ার গোটা দুই লেখা ছাপা হয়েছিল। আমিই অনুবাদ করেছিলাম। তখন মনে হয় পর পর ফারহা আর নামকরা আইনজীবী ওয়াক্কাস মীর এর কিছু লেখা অনুবাদ করে ছাপা হয়েছিল, ইপ্সিতা অথবা শমীক মুখার্জি বোধহয় একটা অনুবাদ করেছিল বা অন্তত আমাকে সাহায্য করেছিল।  তখন ফারহা নিউজ অন সানডে পত্রিকার সম্পাদিকা ছিলেন। ওঁর এই লেখাটা দেখে মজা লাগল। 
    ফারহার লাহোরের ছোটবেলার মত ই আমাদের ছোটবেলাতেও লতার গান চারিদিকে ছিল, না শুনে উপায় ছিল‌না, আমার শান্তিনিকেতন সংস্কারাচ্ছন্ন  কানে দু চারটে চারটে ছাড়া বিশেষ কিছু ভালো‌লাগত না, পরে যখন বিবাহসূত্রে পপুলার কালচার নিয়ে পড়াশোনা আর গবেষণা ও সম্পাদনা  সহকারী র  কাজ করতে হল বা কারা কান‌ নিয়েই তার আগে সুমনের হাত দিয়ে নতুন করে সলিলের কথা শেখা হল, তখন হয়তো আর কয়েকটা সম্পর্কে কৌতুহল তৈরি হয়েছিল।
     
    তবে ফারহার লেখা পড়ে মনে হচ্ছিল , হয়তো ভাষার নৈকট্যের কারণে বা উত্তর পশ্চিমের গানের সুরের ঐতিহ্য বর্ডার সত্ত্বেও তাদের সঙ্গে লতার গানের একটা নৈকট্য তৈরি করেছিল, যেটা আমাদের না হ ওয়া টাই স্বাভাবিক ছিল। তখন ফেডেরালিজমের বাজার ভালো ছিল, আজকের মতো নাকের বদলে নতুনের ন্যায় সেটার জন্য এন আর সি মূল্য চোকাতে হয়নি পূর্বাঞ্চলে। 
    :---))))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত