২৩:৩৯ দেখবি আর জ্বলবি, লুচির মত ফুলবি।
০০:০৫ ডোম পুরোহিত
০০:০৫ রামমোহন ত এলবেলের মত গবেট ছিল না।
০০:২৪ মহায় আপুনার রেস্টুরেন্ট চালানো প্রকাশককে বলুন কলাবতী মুদ্রার সাইট বানাতে।
০০:৫১ যদিও এর জন্য একশ্রেণীর গর্দভ বিদ্যাসাগরকে ব্রিটিশ দের ধামাধরা বুর্জোয়া শিক্ষাব্যবস্থার প্রতিষ্ঠাতা বলে গাল পাড়ে।
এ মালটাকে ডিডি সরাসরি সাইটে না আসার কথা বলেছিলেন না? এ মালটা আমাকে নিয়ে অন্য একজনের সঙ্গে কলতলার ঝগড়ার আসর বসিয়েছিল না? এ মালটা সমর সেন নিয়ে হ্যাহ্যাহিহি করেছিল না? আগে মালটার খিস্তিট্যান নাম ছিল না? এখন নাম ভাঁড়িয়ে এসেছে না? হরি হে দীনবন্ধু। শেষে এ মালটাকেও সিরিয়াসলি নিতে হবে?
গুরু কোনও পারিবারিক আশ্রম নয়। এখানে কে কোথায় পড়ে, কার মেয়ে কতবড় হল, কোথায় ওমিক্রনের থাবা আর কোথায় বাইডেনের বাবা - এই এনারাই ক্লাব কালচারের গুষ্টির তুষ্টি নাশ করার জন্য সচেতনভাবে কেউ কেউ বিদ্রোহ করবে। যাঁরা রামু-বিদু-রবি-সুভাষের চর্চা নিয়ে তিতিবিরক্ত, তাঁদের সবার আগে বুঝতে হবে তাঁদের ক্লাব কালচার বাকিদের কতটা বিরক্ত করতে পারে। প্রসঙ্গত কোভিডের প্রথম দিকে পাতার পর পাতা ধরে সেই নিয়ে অনন্ত গ্যাঁজলা ওঠার প্রত্যক্ষদর্শী আমি। কাজেই নিজেদের ইস্যুটাই যে পৃথিবীর একমাত্র ইস্যু নয়, এটা বোঝার দরকার আছে।