এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 47.39.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ২২:৫১491980
    • dc | 122.174.157.189 | ১৩ ডিসেম্বর ২০২১ ২২:৩৫491979
    •  স্ট্যাটস এর সাথে পাইথন ইত্যাদিও শিখতে হয়
    কিভাবে দেখছেন তার উপর - আমি আণ্ডারগ্র্যাড ডিজাইন অফ এক্সপেরিমেন্ট ক্লাসে পাইথনে হোমওয়ার্ক করাই - গ্র‌্যাডুয়েট কোর্সে তো বলাই বাহুল্য। আজকাল আর বা পাইথন না জেনে স্ট্যাটিস্টিক্স জানি বলাটা ঠিক না। 
  • dc | 122.174.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ২২:৩৫491979
  • ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, বিগ ডেটা অ্যানালিসিস - এগুলোর মধ্যে বেশ খানিকটা ওভারল্যাপ আছে, এগুলোতে স্ট্যাটস এর অনেকগুলো টেকনিক কাজে দেয়। স্ট্যাটস এর সাথে পাইথন ইত্যাদিও শিখতে হয়, বাকিটা জব রোলের ওপর। তবে ইনফরমেশান সায়েন্স এগুলোর থেকে বেশ খানিকটা আলাদা, ইনফর্ম্যাটিক্সও আলাদা। আজকাল বিশেষ করে প্রেডিকটিভ অ্যানালিটিক্স, মেশিন লার্নিং আর ডেটা অ্যানালিটিক্স এর খুব ডিম্যান্ড হয়েছে, তার জন্য স্ট্যাটস জানা দরকার।  
  • dc | 122.174.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ২২:২২491978
  • অর্জুনবাবু, adviser যেমন বলেছেন, গুগল ড্রাইভ একবার চেক করে নিন। জিমেলএ লগিন করে আরেকটা ট্যাব খুলুন, সেখানে টাইপ করুন  drive.google.com। (কিংবা adviser যেমন ছবিতে দেখিয়েছেন সেভাবেও ড্রাইভে যেতে পারেন)। ড্রাইভে গিয়ে বাঁদিকের প্যানেলে একটু নীচের দিকে দেখুন কতো জিবি ফ্রি আছে। "স্টোরেজ" বলে একটা বাটন আছে, ওটায় টিপলে সব ফাইল দেখিয়ে দেবে। তাহলেই বুঝতে পারবেন আর কতোটা স্পেস বাকি আছে। 
     
    আর যদি মনে হয় ড্রাইভে যা আছে, অর্থাত ছবি ইত্যাদি, সেগুলো ডিলিট করবেন না তাহলে স্পেস কিনতেও পারেন। দুশো জিবি স্পেসের দাম বছরে দুহাজার, খুবই রিজনেবল। নীচে আমার ড্রাইভের ছবি দিলাম, আমি দুশো জিবি কিনেছি কারন আমার একটা কম্পু থেকে সবসময় ডেটা সিংক হয়।
     
      
  • adviser | 43.239.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ২২:১০491977
  • ভাই জিমেল ছাড়াও গুগুল ড্রাইভ বলে একটা জিনিস আহে, তা কি জানা আছে?  এইটে। এখানে গিয়ে কিছু অদরকারি ফাইল সরাতে হবে। ক্রোমের ডানদিকের এই ক্লাস্টারটায় আছে। 
  • kc | 37.39.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ২২:০৭491976
  • মামী, ১৩ ডিসেম্বর ২০২১ ২১:০১,
    আমার কাছে কিছু ইনসাইডার ইনফরমর্মেশন আছে, কিছু জানতে চাইলে বলবেন, আপাতত আপনার জিজ্ঞাসার উত্তর 18k - 00k 
     
  • অর্জুন | 113.2.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ২১:৪৯491975
  • @dc'
     
    Clear space করতে গিয়ে এই এল। 'trash but haven't been permanently deleted' permanently delete করলাম। তাও এটা দেখাচ্ছে। 
     

    Discarded items

    You can free up to 13.1 MB

    Gmail logo

    Deleted emails

    Emails you moved to the Trash but haven't been permanently deleted

     
     
    Gmail logo

    Spam emails

    Emails marked as spam

     
     
     
  • কৌশিক ঘোষ | ১৩ ডিসেম্বর ২০২১ ২১:৩৮491974
  • শুনেছি
    যা বললেন, তা পড়ে বুঝলাম লিভ টুগেদার কেন বাড়ছে।
     
    না, বহরমপুরে মালদায় রায়গঞ্জে এখনো এতো নয়। কোলকাতায় হতেই পারে, বিশেষত থিম বিয়ে টিয়ে হলে।
  • কৌশিক ঘোষ | ১৩ ডিসেম্বর ২০২১ ২১:৩৬491973
  • পাত্রপাত্রীর বাবাদ্বয়ের সামাজিক অবস্থান ও আর্থিক অবস্থার ওপরে নির্ভর করে পুরোহিতের দক্ষিণা। প্রধানত পাত্রীর বাবার ওপরে, যেহেতু পাত্রীর বাড়িতেই অনুষ্ঠানের বেশিরভাগ অংশ হয়।
    এছাড়া কোলকাতা-ঝিনাইদহ পার্থক্য তো থাকবেই। সজনেফুল বহরমপুরে ৩৫-৪০ টাকা করে কিনে কোলকাতায় শাশুড়িকে দেবার সময় জেনেছি ওখানে ওর দাম ছ'সাতগুণ বেশি। পুরোহিতও ঐ একই।
    বিয়ের কিছু কিছু অঙ্গ ইচ্ছেমতো যোগবিয়োগ করে থাকে অনেকে। পুজোর মতোই। যোগ করলে দক্ষিণা বাড়বে।
     
    আমার ব‍্যক্তিগত অভিজ্ঞতা নেই। আত্মীয়-বন্ধুদের বিয়েতে যা দেখেছি, বললাম। ফাইভ হান্ড্রেড টু ফাইভ থাউজ‍্যান্ড, এ্যান্ড এনিথিং ইন বিটুইন। 
  • শুনেছি | 2a07:e01:2:13::***:*** | ১৩ ডিসেম্বর ২০২১ ২১:২৭491972
  • বৈদিক মহিলারা নাকি ৭৫০০০/- করে নেয়।
  • | 2601:247:4280:d10:3882:73bd:3982:***:*** | ১৩ ডিসেম্বর ২০২১ ২১:০১491971
  • একটা প্রশ্ন,মহিলারা যারা বিয়েতে পৌরোহিত্য করেন, তারা কত পারিশ্রমিক নেন? পুরুষ পুরোহিতই বা কত নেন? কারুর জানা আছে?
  • adviser | 43.239.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ২০:৫৪491970
  • গুগল ড্রাইভ এর থেকে খানিক জিনিস সরালেই হবে। জিমেল আর গুগুল ড্রাইভের সব জিনিস ই এক জায়গায় থাকে। কয়েকশো এম বি সরাতে পারলেই আবার বছর খানেক চলে যাবে।
    মেল এর অ্যাটাচমেন্ট ফরোয়ার্ড করবেন না। ড্রাইভে রেখে লিংক আদান প্রদান করুন। জিমেল অ্যাটাচমেন্ট অনুযায়ী সর্ট করে দেখবেন যতবার অ্যাটাচমেন্ট ওয়ালা মেল ফরোয়ার্ড হয় ততবার জি-ড্রাইভের স্পেস নষ্ট হয়।
  • Abhyu | 47.39.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ২০:৪২491969
  • Relationship to statistics

    Many statisticians, including Nate Silver, have argued that data science is not a new field, but rather another name for statistics.[13] Others argue that data science is distinct from statistics because it focuses on problems and techniques unique to digital data.[14]  ... Stanford professor David Donoho writes that data science is not distinguished from statistics by the size of datasets or use of computing, and that many graduate programs misleadingly advertise their analytics and statistics training as the essence of a data science program. He describes data science as an applied field growing out of traditional statistics.[17] In summary, data science can be therefore described as an applied branch of statistics.
  • Abhyu | 47.39.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ২০:৪০491968
  • স্ট্যাটিসটিক্সকে বলে ডেটা সায়েন্স যেমতি ভাতকে বলে অন্ন।
     

    Early usage

    In 1962, John Tukey described a field he called "data analysis", which resembles modern data science.[17] In 1985, in a lecture given to the Chinese Academy of Sciences in Beijing, C.F. Jeff Wu used the term Data Science for the first time as an alternative name for statistics.[18] Later, attendees at a 1992 statistics symposium at the University of Montpellier II acknowledged the emergence of a new discipline focused on data of various origins and forms, combining established concepts and principles of statistics and data analysis with computing.[19][20]

  • Abhyu | 47.39.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ২০:৩৮491967
  • দমুদি, ব্যাপারটা অতোখানি সহজ নাও হতে পারে। ভারতের ম্যাপের মধ্যে না ভারতের ম্যাপের বর্ডারে - কোথায় বেশি পয়েন্ট আছে?
  • যদুবাবু | ১৩ ডিসেম্বর ২০২১ ১৯:১৮491966
  • @অর্জুনঃ না না আমি অকালবৃদ্ধ। আর যদুবাবু তো বোধহয় পুরাণে একবার 'জরা' প্রত্যাখ্যান করে কেস খেয়েছিলেন, তাই এইবারে কোনো ভুল করেন নি। 
    আপনার মেসেজটা চেনা চেনা লাগছে, নির্ঘাৎ জিমেলের স্পেস ফুরিয়েছে। কদিন পরে-ই কেউ অ্যাটাচমেন্ট ওয়ালা ইমেল করলে বাউন্স করবে। 

    @রঞ্জন-দাঃ আমাদের একদম সোজা সোজা শোলোক হতো, নিশ্চয়ই কোনো এক সহৃদয় ব্যক্তি বুঝেছিলেন এই আছোলা জিভে "জগদপর্তৃপার্তৃপ্রহর্তৃ" সরবে না। তবে যাই বলতাম তার মানে যে কেউ-ই বুঝতো না এ তো শিওর, টানা দশ বছর সকালবেলা "মা বিদ্বিষাবহৈ" বলে চ্যাঁচানোর কিছুই এফেক্ট হয়নি এ ব্যাপারে নিশ্চিত। 
  • সুকি | 2401:4900:3312:d987:1:1:f403:***:*** | ১৩ ডিসেম্বর ২০২১ ১৬:৪১491965
  • ওভারল্যাপিং এমন
     
  • ??? | 2a0b:f4c2:1::***:*** | ১৩ ডিসেম্বর ২০২১ ১৫:১০491964
  • ডেটা সা্যেন্স, ইনফর্মেশন সায়েন্স,ইনফর্ম্যাটিক্স এগুলোর কতটা ওভারল্যাপিং আছে? কতটাই বা ম্যাথ-স্ট্যাটের বিষয়?
  • dc | 122.174.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ১৪:৩০491963
  • অর্জুন, এটা যদি জিমেল হয় তো কতো জিবি বাকি আছে একবার চেক করুন। জিমেল ১৫ জিবি ফ্রি দেয়, সেই কোটা শেষ হয়ে এলে অ্যালার্ট পাঠাতে পারে। তবে সাবধান, কোন লিংকে ক্লিক করবেন না। ডিলিট ইত্যাদি যা করার সব জিমেল এর ভেতর থেকে করবেন। 
  • | ১৩ ডিসেম্বর ২০২১ ১৪:০৭491962
  • টেকনিকালি মশারি, তা সিঙ্গল বেড সাইজের হলেও চালুনির চাইতে অনেকটাই বড় হবে। 
  • অর্জুন | 113.2.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ১৩:৪২491961
  • প্রায় দু হপ্তার বেশী হল আমার ইমেলে এই মেসেজটি আসছে। 
     
    You’re out of storage space and will soon be unable to send or receive emails until you free up space or purchase additional storage. Changes to your storage space may take up to 24 hours to update.

    কিন্তু ইমেল পাচ্ছি। ব্যাপারটা ঠিক কি? কেউ বলতে পারেন ?
  • অর্জুন | 113.2.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ১৩:৩৯491960
  • @যদু বাবু, নাম শুনে আমি ভেবেছিলাম উনি কোন বর্ষীয়ান ব্যক্তি। কাল যে কাগজের ছবি দেখালেন, তাতে দেখি  ২০০২ এ উনি কলেজে। আমি ২০০১ এর গ্র্যাজুয়েট। উনি আমার চেয়ে ছোট। :-) 
  • আচ্ছা | 169.197.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ১২:৫৪491959
  • লালনের টইতে সেই ভদ্রলোক দেক্লুম পাগলা জগাই মোডে লড়ছেন। তা তিনি লিকেছেন "মশারি করে চালুনির বিচার"। এটা পড়ে খটকা লাগল। মশারি আর চালুনির মইদ্যে কার ফুটো কম কার বেশি বলা ত চাট্টিখানি কতা নয়।
  • দীপ | 2401:4900:3a12:b236:3cee:d5cd:1c4f:***:*** | ১৩ ডিসেম্বর ২০২১ ১২:৩৪491958
  • @অভ্যু এটা তো বিদ্যার্থিব্রতের মন্ত্রসংকলন। বিদ্যার্থিব্রতের সময় দিয়েছিল। তারপর হয় জমা দিয়ে দিয়েছিলাম, নয়তো হারিয়ে গেছে।
  • অর্জুন | 113.2.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ১১:৫৩491957
  • @রঞ্জন- দা, 
    ওকে। 
     
    ব্রহ্মচর্যাশ্রমের একদম প্রথমদিকে একজন তিব্বতী ভিক্ষু ছাত্র ছিল। রবীন্দ্রনাথের ছোটছেলে শমীন্দ্রনাথের সহপাঠী। দুজনের মধ্যে খুব সখ্যতা হয়েছিল। শমীন্দ্রনাথ অকালে মারা গেল। ওই ছাত্রও পুরো পড়াশোনা না করে ফিরে যায়। প্রশান্ত পালের বইতে মনে হয় ডিটেল আছে। 
     
      
  • Abhyu | 47.39.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ১১:৩৩491956
  • হরিচরণে আশাবাসা মানে পাওয়া গেল! এটা একটা শব্দ। আমি দুটো শব্দ ভেবে ভুল করছিলাম।
  • Abhyu | 47.39.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ১১:২০491955
  • একটু সামারি করা যাক। আর গানটাও শুনে নিন https://soundcloud.com/rkmstudentshome/asha-basa
     
     
    • আশাবাসা ঘোর তমোনাশা বামা কে মোহিনী?
    আশা বাসা মানে কী? ঘোর তমোনাশা দেবী কালী
     
    • ঘোর ঘটা কান্তিছটা ব্রহ্মকটা ঠেকেছে।
    রঞ্জনদা বললেন ব্রহ্মকটা= ব্রহ্মতালু। হরিচরণ দেখে আমার মনে হল আকাশ, দীপ বললেন আকাশ হতে পারে। অর্থাৎ দেবীর রূপের কিরণ সর্বত্র প্রকাশিত, সব জায়গায় ছড়িয়ে পড়েছে। দেবী সর্বত্র প্রকাশিতা, এটাই হয়তো সাধক বলতে চেয়েছেন।
     
    • রূপসী শিরসি শশী , হরোরসি এলোকেশী,
    রূপসী = দেবীর বিশেষণ , শিরসি= মাথায় ( সংস্কৃত বিভক্তি),  হরোরসি= হর + উরসি (হরের বুকের উপর, পুনরায় সংস্কৃত বিভক্তি, যদিও সন্ধি বাংলা ভাষা অনুসারে হয়েছে) , উর= বুক উরস্ত্রাণ = বর্ম দেবী অসামান্য সুন্দরী, তাঁর মাথায় চন্দ্রকলা শোভিত, তিনি শিববক্ষে দণ্ডায়মানা
     
    • মুখজ্বালা সুধাঢালা কুলবালা নাচিছে।
    "মুখজ্বালা সুধাঢালা" সম্ভবত দেবীর মুখের বর্ণনা। যেখানে অসামান্য সৌন্দর্য ও ক্রোধের যুগপৎ সন্নিবেশ ঘটেছে। তুলনীয় "দুই নয়নে স্নেহের হাসি, ললাটনেত্র আগুনবরণ!"
     
    • দ্রুত চলে আস্য টলে, বাহুবলে দৈত্য দলে,
    আস্য টলে= 'চলে যেতে ঢলে পড়ে আসব ভরে'। বাহুবলে দৈত্যদের দলন করছে, কালীর বর্ণনায় হরদম বলা হয় দৈত্যদলনী। 
     
    • ডাকে শিবা কব কিবা, নিশিদিবা করেছে।
    "নিশিদিবা করেছে" এর দুটো অর্থ হতে পারে। রূপের ছটায় রাত্রি দিনে রূপান্তরিত হয়েছে। যেমন, "নাশিছে তিমিরে, তিমিরবরণী।" অথবা, অসম্ভব‌ও সম্ভব হয়েছে। আর শেষে দুষ্টচক্র নয়, "দুষ্টচিত্ত" আছে। এখানে কবি নিজেকে দুষ্টচিত্ত বলেছেন। "রামপ্রসাদে কালীর বাদে" সাধকের সংগ্রাম, সাধনসমর। সাধক সমস্ত কামনা বাসনা জয় করে দেবীর সঙ্গে একাত্ম হতে চান। এই যুদ্ধকেই শেষ স্তবকে বর্ণনা করেছেন। ঠিক যেমন আরেক গানে "আয় মা সাধনসমরে  দেখি মা হারে কি পুত্র হারে।" সাধক মাকে হারাতে চান; অর্থাৎ সব কামনাবাসনা জয় করে দেবী/ ব্রহ্মের("কালীই ব্রহ্ম, ব্রহ্ম‌ই কালী") সঙ্গে একাত্ম হতে চাইছেন।
     
    • ক্ষীণ দীন ভাগ্যহীন, দুষ্টচিত্ত সুকঠিন,
    • রামপ্রসাদে কালীর বাদে কী প্রমাদে ঠেকেছে।
    কালীর কথা বলতে গিয়ে রামপ্রসাদের সব গুলিয়ে গেছে (প্রমাদে)।
     
     
    প্রথম স্তবকগুলিতে দেবীর অসামান্য সৌন্দর্যের ও পরাক্রমের বর্ণনা, শেষ দুই স্তবকে সাধনসমরের ইঙ্গিত। মনে হয় এটাই গানের মূল কথা।
  • Abhyu | 47.39.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ১০:৫৫491954
  • Ranjan Roy | ১৩ ডিসেম্বর ২০২১ ১০:৪৫491953
  • অভ্যু
     তোমার এলেবেলেকে দেয়া 'প্রফেট ডিজার্মড' ডাউনলোড করে পড়ছি। বিনা অনুমতিতে!ঃ))
  • Ranjan Roy | ১৩ ডিসেম্বর ২০২১ ১০:৪৪491952
  • যদুবাবু
      আমাদের স্কুলের প্রস্পেক্টাসে দুটো প্রেয়ার ছাপা থাকত, সে দুটোই রোজ হত। ছুটির সময় জনগণমন।
     একটা সম্ভবতঃ ঋগবেদ থেকেঃ
      নমস্তে সতে সর্বলোকাশ্রয়ায়,
     বাকি লাইনগুলো বেশ দাঁতভাঙা, বেশিরভাগেরই উচ্চারণ হত না। মানে বোঝার ইস্যু বাদ দিলাম।
    যেমনঃ ত্বমেকং জগদপর্তৃপার্তৃপ্রহর্তৃ ।
    দ্বিতীয়টি গীতার একাদশ অধ্যায় --বিশ্বরূপ দর্শনে অর্জুনের স্তোত্র থেকে নেওয়া।
    "ত্বমাদিদেবঃ পুরুষঃ পুরাণঃ।
     
    অনেকবার ভেবেছি ঋগবেদ থেকে সহজ এবং মনে দোলা দেয় এমন একটি স্তোত্র কেন নয়?
    যেমন আশ্রমের রোববারের ধর্মক্লাসেঃ যদনুভাতিসূর্যেন্দু তারকম---
    লাস্ট লাইনটা দারুণঃ 
    গময়মাম্মৃতম, অসদসদক্ষরং গময়মাং তমোমন্ডলাদ্দ্যুতিম,
       গময়মাম্মৃতম ম্রৃত্যুতত্ত্বতঃ, পরমধামতদ্‌ ভাবয়ামহে।।      
     
    কিন্তু হোস্টেলে দেওয়া হত "সংগীত সংকলন" --স্বামী শান্তিনাথানন্দ, আমাদের প্রিয় রামকানাইদা। 
    তাতে বেসিক তালের ঠেকা, ঠাকুর, মা ও বিবেকানন্দ এবং রামপ্রসাদী সবই ছিল। চৌতালের বোল ছিল পাখোয়াজের।   বাচ্চাদের জন্য বইটা মন্দ নয়।
  • Ranjan Roy | ১৩ ডিসেম্বর ২০২১ ১০:২৭491950
  • অর্জুন,
    "এই সংখ্যায় এডয়ার্ড উইলিয়ামস আর্যনায়কম (যার সম্পর্কে আগের মেসেজে লিখলাম) বিষয়ে কোন প্রবন্ধ বা তথ্য আছে কি? "
    --না নেই। দু'জন ভিক্ষু একজন দসনায়ক এবং আরও কয়েকজন সিঙ্ঘলী পদবীর লেখা চোখে পড়ল। বেশির ভাগই বর্তমানে কর্মরত বা অবসরপ্রাপ্ত। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত