এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 122.174.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ০৯:৩৪491949
  • ওদিকে নাকি ওমিক্রনের টাইডাল ওয়েভ আসছে। আর দুটো মিউটেশান পরেই জম্বি ভাইরাস ছড়াতে শুরু করবে। 
  • Abhyu | 47.39.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ০৮:৪২491947
  • এটা বই না, একটা পাতা মাত্র। বিদ্যার্থী ব্রতের সময় দিয়েছিল। নরেন্দ্রপুরে দুটো বিছানার চাদর দিয়েছিল, সেটা ২+(৩+২)=৭ বছর চলেছিল। আর এই কাগজটা এখনো সঙ্গে আছে!
  • যদুবাবু | ১৩ ডিসেম্বর ২০২১ ০৮:৩৭491946
  • আরিব্বাস !! আমার ১-১০ স্কুলেও (সেটা আবার রঞ্জনদার-ও ইস্কুল, হয়তো এককের-ও, শিওর নই) এই রকম একটা জিনিষ দিতো বটে, যেটা বগলে নিয়ে "পেয়ার" করতে যেতাম, তবে এগজ্যাক্টলি এই বইটা নয় বোধহয়। আবার না নিয়ে গেলে মৃত্যুঞ্জয় স্যার প্যাঁদাতেন। 
  • Abhyu | 47.39.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ০৮:১৫491945
  • এই কাগজটার বয়স আঠাশ বছর। তুই বললি বলে মনে পড়ল। রঞ্জনদা এ রকম কিছু আপনাদের দিত? দীপ?
  • Abhyu | 198.137.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ০৫:৪৮491944
  • আমার চিরকালই রোল নম্বর ফাইভ - ISIতে ছিল bst9605 :)
  • Abhyu | 47.39.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ০২:৫৭491943
  • হ্যাঁ সরি আমার নম্বরটা বসিয়েছি! (S) সায়েন্স বলে।
  • যদুবাবু | ১৩ ডিসেম্বর ২০২১ ০২:৫৫491942
  • (S) টা কীসের? সেকেণ্ডারি? আর তোমার রোল নং ৫ ছিলো? 
    এখন তো আর মনে হয় কিছুই নেই। ক্লাস ইলেভেন কলেজে-ই নেই। এই কাগজটার বয়েস-ই কুড়ি বছর। 
     
  • Abhyu | 47.39.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ০২:৪৮491941
  • রোল নম্বরের ধাঁচাটা বদলে গেছে একটু - আমাদের সময় হলে বলত H-5/01(S)
     
     
  • যদুবাবু | ১৩ ডিসেম্বর ২০২১ ০২:৩৯491940
  • "সকালে না হয় অন্ততঃ সন্ধ্যেবেলা প্রেয়ার হলে যেয়ো" -- আমি এই কথা অক্ষরে অক্ষরে মেনে চলেছি। নীচে তার জ্বলজ্বলে প্রমাণ রইলো। সকালে - ডি, সন্ধ্যেয় - বি। অবশ্য ঐ ভোরবেলা ধুতিমুতি পরে দৌড়ে যাওয়া এক আতঙ্ক ছিলো বাবারে। একবার তো মোমবাতি উলটে ঘরে আগুন লাগিয়ে এক কেলেঙ্কারি ব্যাপার। 



    আমার মাতৃদেবী অনেক্কিছুই ফেলে দেন কিন্তু কোনো এক রহস্যময় কারণে এই একটি কাগজ যত্ন করে, সেলোটেপ মেরে জমিয়ে রেখেছেন হাজার বাজে কাগজের ভিড়ে। গতবার পুরোনো চিঠি খুঁজতে বসে খুঁজে পেলাম। 
     
  • অর্জুন | 113.2.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ০০:৫৯491939
  • @অভ্যু, পরীক্ষার আগে এবং রেজাল্ট বেরনো অবধি মন্দিরে ভিড়। পরিচিত দৃশ্য। কত বোকা বোকা সব প্রার্থনা করতান। :-) 
     
    বেলুড়ে সান্ধ্য প্রার্থনা একবার দেখেছি। ওটা একদম একটা অধিবেশনের মত। 
     
    শান্তিনিকেতনে পুরো ব্যাপারটা খুব নান্দনিক । 
     
    সেবাগ্রাম দুটোর তুলনায় এত নিরাভরণ কি বলব !! সব ধর্ম গ্রন্থ থেকে খুব ছোট অংশ বিশেষ পাঠ। গান্ধীর লেখা থেকে পাঠ। ভজন। রবীন্দ্রনাথের একটা গান। ব্যস শেষ। 
  • অর্জুন | 113.2.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ০০:৫৩491938
  • @ রঞ্জন দা, 
     
    আপনাকে একটু আগে এখানে একটি মেসেজ করলাম। লক্ষ্য করেননি বোধহয়। 
     
    'মাসিক হিন্দি ম্যাগাজিন  'দুনিয়া ইন দিনোঁ (সম্পাদক সুধীর সাকসেনা, কবি ও সাংবাদিক) বিশেষ বার্ষিক সংখ্যা বের করেছিল শ্রীলংকা এবং রবীন্দ্রনাথকে নিয়ে। তাতে ৭১টি প্রবন্ধ ও একটি কবিতা ছিল ।' 
     
    এই সংখ্যায় এডয়ার্ড উইলিয়ামস আর্যনায়কম (যার সম্পর্কে আগের মেসেজে লিখলাম) বিষয়ে কোন প্রবন্ধ বা তথ্য আছে কি? তাহলে আমাকে জানাবেন। আমার প্রয়োজন। 
     
      
  • Abhyu | 198.137.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ০০:৩৩491937
  • আরে ভাই অর্জুন, আমাদের সময় নরেন্দ্রপুরের অঙ্ক করাতেন হাবুদা (সেই প্রথম কাউকে দেখলাম ক্লাসে ঢুকে প্রথমে ছাত্রদের প্রণাম করতে) উনি বলেছিলেন, সকালে না হয় অন্ততঃ সন্ধ্যেবেলা প্রেয়ার হলে যেয়ো। মনঃসংযোগ বাড়বে। আর স্পিরিচুয়াল লাভ যদি কিছু হয় তো সেটা উপরি পাওনা, ওটার কথা ধরছি না, পরীক্ষায় রেজাল্ট ভালো করার জন্যেই প্রেয়ার হলে যেতে বলছি।
  • অর্জুন | 113.2.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ০০:৩২491936
  • সংযুক্ত কিসান মোর্চার সাথে আমি সরাসরি যুক্ত। তিনটে বর্ডারে সাম্প্রাতিক কালে গিয়ে থেকে আসারও অভিজ্ঞতা আছে। এ ব্যাপারে মনে হয় আমি খুব মন্দ জানিনা। 
     
    আপনার ভারশনের সাথে আমার নাই মিলতে পারে। তাতে কি এসে গেল !!
  • Abhyu | 198.137.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ০০:২৯491935
  • কেউ কেউ বলে দাদু আড়াইখানা জাতীয় সঙ্গীত লিখেছেন - জনগনমন, আমার সোনার বাংলা আর শ্রীলঙ্কা মাতা
  • অর্জুন | 113.2.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ০০:২৮491934
  • বলতে চাইলাম ঠিক ঈশ্বর বিশ্বাস থেকে নয়  'বহুজন সুখায় বহুজন হিতায়' উপলব্ধি থেকে করা যেতেই পারে। 
  • bodhisattvagc dasgupta | ১৩ ডিসেম্বর ২০২১ ০০:২৩491932
  • সে কাকে কেন কখন আপনার টিপিকাল লাগবে আপনার ব্যাপার। আপনার যদি মনে হয় কতগুলো তোলাবাজ দ্বারা আপনি আক্রান্ত আপনাকে তো পূলিশের কাছে ই যেতে হবে বিশেষ ত তারা আপনার ই ভাষ্যে আপনার পেছনে এসব করছে যখন তারা নিশ্চয়ই খুবই ছাগল ভীতু টাইপ।
    বাকি রাজনৈতিক কথা পরে হবে, কৃষক আন্দোলনে সিপিএম ও কৃষক সভা প্রথম থেকে ছিল, এবার আন্দোলন কারিরা তাদের ইনট্রুডার মনে করেছে বলে সংযুক্ত কিসান মোর্চার এক বছরের স্টেটমেন্টে মনে হয়নি।
  • অর্জুন | 113.2.***.*** | ১৩ ডিসেম্বর ২০২১ ০০:২২491931
  • @দীপ,  'শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের রচয়িতা আনন্দ সমরাকুন শান্তিনিকেতনের ছাত্র। গানটি রবীন্দ্রনাথের "জনগণমন " দ্বারা প্রভাবিত।' 
     
    এটা জানতাম না। 
     
    সেবাগ্রামে বিকেলে প্রার্থনার পরে রোজ একটা রবীন্দ্র সংগীত হয়। ঠিক সুরে হয়না যদিও। তবে মরাঠীদের গলা তো খুব সুরেলা হয়। মন্দ লাগেনা। 
     
    প্রার্থনার সময় হাল্কা আজানের সুর ভেসে আসে। সে এক অপূর্ব পরিবেশের সৃষ্টি করে। 
     
    আমি সান্ধ্য প্রার্থনার জন্যে মুখিয়ে থাকতাম। ভোরেও হয় কিন্তু রোজ অত ভোরে উঠতে পারিনি। 
     
    আমার স্কুলে প্রার্থনা হত না।  ক্রিশ্চান বোর্ডিং স্কুলে পড়ানোর সময় দেখেছি ঘটাপটা অ্যাসেম্বলি।   
     
    কিন্তু অনেককাল পরে মনে হল প্রার্থনার বোধহয় প্রয়োজন আছে। 
     
    'বহুজন সুখায় বহুজন হিতায়' র জন্যে করা যেতেই পারে। 
  • দীপ | 2402:3a80:a91:f6b1:cba5:86d9:c1d1:***:*** | ১৩ ডিসেম্বর ২০২১ ০০:১৮491930
  • আমিও আপনাকে রঞ্জনদা বলেই ডাকব। শুভরাত্রি!
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:4d50:5f52:4d61:***:*** | ১৩ ডিসেম্বর ২০২১ ০০:১৭491926
  • দিদিকে বলুন। আইন-শৃঙ্খলা রক্ষা আপাততঃ ওনার কাজ। 
     
    তবে শূন্য সিপিএম এখনো গুন্ডাগিরি করছে! কোন এলাকা জানতে পারলে হত। 
     
    • অর্জুন | 113.21.79.217 | ১২ ডিসেম্বর ২০২১ ২২:১৩491909
    •  
      সিপিএম দলভুক্ত পাড়ার কিছু ছেলে, মেয়ে আমার বাবা, মা'র কাছ থেকে জোর করে টাকা নিয়ে গেছে, 'জ্যাঠা, জেঠিমা' ডেকে। আমি তখন বাড়ি ছিলাম না। এটা আমি রিপোর্ট করতে চাই। কোথায় করা যায় জানাবেন। 
       
  • Ranjan Roy | ১৩ ডিসেম্বর ২০২১ ০০:১৬491925
  • দীপ,
    ঠিক আছে ভাই, তুমিই বলব। কিন্তু আমাকে রঞ্জনদা বললে খুব খুশি হই। আমি 'মাননীয়' নই, একেবারে হরিদাস পাল।ঃ))
    আমার আড্ডা দিতে এবং তর্কবিতর্কে মেতে উঠতে খুব ভাল লাগে। তবে বক্তব্য ছেড়ে ব্যক্তি আক্রমণ যথাসাধ্য এড়িয়ে চলি।  এই আর কি!
  • অর্জুন | 113.2.***.*** | ১২ ডিসেম্বর ২০২১ ২৩:৫১491924
  • bodhisattvagc dasgupta | ১২ ডিসেম্বর ২০২১ ২২:৪৭
     
    নব্বইয়ের দশকে নভেম্বরে এক হপ্তা গেটে জোর করে 'গণশক্তি' গুঁজে রেখে পরে বিল ধরিয়ে টাকা নেওয়ার ব্যাপারটা ফি বছরের ঘটনা। তবে সেটা অন্য অঞ্চলে। ২০০০ থেকে আমরা অন্য জায়গায়। 
     
    তিন চার জনের মধ্যে যে নিতে এসেছিল তার একজনের বিষয়ে খ্যাতি আছে। পারআমার এক বৃদ্ধা আত্মীয়ার বাড়িতে টাকা নিতে  যেত।  পরের দিকে দরজা না খুললে পিটিয়ে প্রায় ভেঙে ফেলার উপক্রম করত। অবশ্যই ২০১১ র আগে। আত্মীয়ার ছেলে,মেয়ে বিদেশ প্রবাসী। পরিচারিকাদের নিয়ে থাকেন। 
     
     ভোটের আগে ভয় টয় দেখিয়ে বেড়াত। এবারও দেখলাম ভোট কেন্দ্রে ঘোরাঘুরি করতে। মে মাসে আমাদের পড়শির কাছে টাকা চাইতে এসেছিল। সেবারও আমি বাড়ি ছিলাম না। গেট কিপারকে যখন জিজ্ঞেস করলাম ঢুকতে দিয়েছিলে কেন!  সে বলল খুব বিশ্রী ভাবে শাসায়। যেটা বলেছিল সেটা খুব পেটেন্ট ডায়লগ 'ঢুকতে না দিলে মুখের জগ্রাফি পাল্টে দেব।' 
     
    এরা খুব সম্ভবত লক্ষ্য রাখে আমি কখন বাড়ি থাকিনা ! আমার মুখোমুখি কখনো হয়নি। 
     
     
    'তোলাবাজি, কাটমানি, কাটমানি ফেরতের ঘোষনা,‌ প্লশাসনিক সভায় বোমা......গুলি আজকাল তৃণমূল প্রসঙ্গে শুনি...'
     
    আমি ঐ দলের হয়ে প্রচারে কখনো বেরোইনি। তাই আমায় বলে লাভ নেই। খুব টিপিক্যাল লাগল। আপনি নিজেই জানালেন সিপিএমের প্রচার কাজে ব্যস্ত ছিলেন এবং ক্রমাগত কদিন  প্রচারের ছবি সহ পোস্ট করলেন। তাই আপনাকে বলা। 
     
    এবার ২৬ নভেম্বর এসপ্ল্যানেডে কিষাণ আন্দোলনের যে বর্ষপূর্তি হল তাতেও দেখলাম সিপিএম হাইজ্যাক করার আপ্রাণ চেষ্টা করল। বিরক্ত হয়ে অনেকে মিছিলেই হাঁটেনি। 
     
     
  • এলেবেলে | 202.142.***.*** | ১২ ডিসেম্বর ২০২১ ২৩:৪৫491923
  • অভ্যু, সম্ভবত প্রবন্ধটা আছে। তবুও ডাউনলোডালাম। আমার কিন্তু আপনার সাহায্য লাগবে, আগাম বলে রাখলাম। হ্যাঁ, অন্য জিনিস জড়িয়ে গিয়েছিল বটে। আপনি অত্যন্ত নির্বিরোধী হওয়ায় বোধহয় আর কিছু বলেন-টলেননি। সে ঠিকই আছে।
  • bodhisattvagc dasgupta | ১২ ডিসেম্বর ২০২১ ২৩:২৬491922
  • **খুব ই ছোটো সেট
  • Abhyu | 198.137.***.*** | ১২ ডিসেম্বর ২০২১ ২৩:২৪491921
  • হ্যাঁ এলেবেলে দেখেছিলাম। তারপরে আবার ব্যাপারটার সাথে অন্য জিনিস জুড়ে একটু গোলমাল মতো হওয়ায় চুপ করে যাওয়াটা বাঞ্ছনীয় বলে মনে করেছিলাম। যাক আপনার সেদিনের পোস্টে ঠিক ক্লিয়ার হয় নি এইটা আপনার কাছে আছে কিনা, মনে হলে ডাউনলোড করে নিন https://tinyurl.com/2xr34pnb
  • bodhisattvagc dasgupta | ১২ ডিসেম্বর ২০২১ ২৩:২৪491920
  • আসলে যদুবাবু , হিন্দু আপারকাস্ট, বাংলা য় বাংলাভাষী, ইংরেজি শিক্ষিত , বড় পাবলিক ফান্ডেড‌ উচ্চ শিক্ষা কেন্দ্রে, তারপরে বিদেশ, আকাদেমি য়া বা এলিট কোম্পানি ইত্যদি খুব ই সেট, তার উপরে দেশে সোশাল মোবিলিটি নাই, তাই আমাদের প্র্যাকটিকালি ডিগ্রি অফ সেপারেশন খুব ই কম, সাংঘাতিক অবাক লাগলেও আসলে এরকম ধরনের সমাপতন‌ হয়তো তেমন আশ্চর্য কিছু না। 
  • অর্জুন | 113.2.***.*** | ১২ ডিসেম্বর ২০২১ ২৩:১৮491919
  • @রঞ্জন দা 
     
    এবার ওয়ার্ধায় সেবাগ্রামে  গিয়ে জানলাম গান্ধীর বুনিয়াদী শিক্ষা নয়ীতালিমের রূপ দিয়েছিলেন এক সিংহলী ব্যক্তি এডয়ার্ড উইলিয়ামস আর্যনায়কম ও তাঁর বাঙ্গালিনী স্ত্রী আশা অধিকারী।  আর্যনায়কম ছিলেন রবীন্দ্রনাথের সচিব এবং বিশ্বভারতীর চাইলদ এডুকেশনের রেক্টর। আশা দেবী ছিলেন মেয়েদের হস্টেলের সুপারিন্টেনডেন্ট। গান্ধী,রবীন্দ্রনাথের কাছে যখন তাঁর স্কুলের দায়িত্বের জন্যে উপযুক্ত প্রার্থীর খোঁজ করেন তখন রবীন্দ্রনাথ এঁদের ওয়ার্ধায়  পাঠান। দুজনেই সারাজীবন সেবাগ্রামে ছিলেন। ওঁদের দুজন কৃতি ছাত্র  ডঃ অমিত বাং ও ডাঃ অভয় বাং। এবার অভয় বাং ঘটনাচক্রে সেবাগ্রামে ছিলেন। আর্যনায়কম ও আশা দেবীর অবদানের কথা বললেন। 
     
    আর্যনায়কম প্রায় গোটা জীবন ভারতে কাটিয়ে অসুস্থ দাদাকে শ্রীলঙ্কায় জাফনায় দেখতে গিয়ে সেখানে প্রয়াত হন। 
  • দীপ | 2402:3a80:a4a:9052:8b8a:db2c:cb2f:***:*** | ১২ ডিসেম্বর ২০২১ ২৩:১৩491918
  • শান্তিনিকেতনে শ্রীলঙ্কা থেকে অনেক ছাত্রছাত্রী পড়তে এসেছেন। শুধু তাই নয়, শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের রচয়িতা আনন্দ সমরাকুন শান্তিনিকেতনের ছাত্র। গানটি রবীন্দ্রনাথের "জনগণমন " দ্বারা প্রভাবিত।
  • দীপ | 2402:3a80:a4a:9052:8b8a:db2c:cb2f:***:*** | ১২ ডিসেম্বর ২০২১ ২৩:১০491917
  • মাননীয় র‌ঞ্জন, আপনার অনুমান একদম ঠিক। আমি মিশনের ছাত্র। স্কুল ও কলেজে নরেন্দ্রপুরে পড়েছি।
    আর একটা অনুরোধ। আমি আপনাদের পরবর্তী প্রজন্ম। তাই আমাকে তুমি করে বলুন। আপনি করে ডাকলে বড় অস্বস্তি হয়।
     
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত