এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bodhisattvagc dasgupta | ০৬ ডিসেম্বর ২০২১ ২০:৫২491314
  • অভ্যু, প্রাসঙ্গিক গালাগাল:---)))))))
     
    কিন্তু অন্য দিকে পয়েন্ট হল, লকডাউন হোক বা না হোক টিনেজ প্রেগনান্সি হতেই পারে। এটাকে তো এই হেডিং দিয়ে সেনসেশনালাইজ করে লাভ নেই।   এবার তোমার যদি বক্তব্য হয় বড় ইকোনমিক ক্রাইসিসে র সময় শুধু টার্গেটেব ইনসেনটিভ , কন্যাশ্রীর মতো শূধু দিয়ে লাভ নেই , মানুষ কে যদি ইউনিভার্সাল ইনকামের মত কিছু দেওয়া হতো তাইলে অল্প বয়সী মেয়েদের বিয়ে হওয়া, ছেলেদের স্কুল ড্রপ আউট কমানো যেত তাইলে একটা মানে দাঁড়ায় নতুবা এই হেডিং টা কেবলি মরালিটি আ্যঙ্গল কে এম্ফসাইজ করতেছে। যথেষ্ট বাজে জার্নিলিস্টিক জাজমেন্ট।
  • dc | 171.49.***.*** | ০৬ ডিসেম্বর ২০২১ ২০:৪৫491313
  • দ্য লেজেন্ডারি পি বার্নসঃ 
     
  • dc | 171.49.***.*** | ০৬ ডিসেম্বর ২০২১ ২০:৪১491312
  • ফ্ল্যাট আর্থার, অ্যান্টি ভ্যাক্সার, ও সোভারেন সিটিজেন দের সাথে কখনো সিরিয়াসলি এনগেজ করিবেন না। 
     
    - অফিসার পি বার্নস
     
    (পাই ম্যাডামের জন্য) 
  • Tim | 2603:6010:a920:3c00:d496:83dc:e809:***:*** | ০৬ ডিসেম্বর ২০২১ ২০:৩৮491311
  • অভ্যু, কদিন আসা হচ্ছেনা। সেমেস্টার শেষের কদিন, যেমন হয়।
  • π | ০৬ ডিসেম্বর ২০২১ ২০:০৬491310
  • এই ধরুন,  বিনোদ দুয়া বা ওঁ্র স্ত্রী, এমনিই বয়সকালে মারা গেলেন। কোভিড কিচ্ছু করেনি।
  • π | ০৬ ডিসেম্বর ২০২১ ২০:০৫491309
  • হ্যাঁ ভাই/বোন ডট ডট,  এবছর নভেম্বরে প্রতিদিন কতজন করে মারা গেছেন? 
  • Ranjan Roy | ০৬ ডিসেম্বর ২০২১ ১৬:২০491308
  • পরশুদিন চলে গেলেন দূরদর্শনের সময় থেকে টিভি সাংবাদিকতার পিতামহ বিনোদ দুয়া, বয়স 67। সুভদ্র নম্র কিন্তু দৃঢ় এবং ক্ষমতার চোখে চোখ রেখে কঠিন প্রশ্ন করা মানুষটি লং কোভিডে ভুগছিলেন। জুন মাসে ওর ডাক্তার স্ত্রী কোভিডে চলে গেলেন। বিনোদ আক্রান্ত হলেও সেযাত্রায় বেচে ফিরলেন। কিন্তু  লং কোভিড ধীরে ধীরে পেড়ে ফেলল।
    সেই সময়ের নিউজ লাইন, জনবাণী আলাদা স্ট‍্যান্ডার্ড তৈরি করেছিল।
    অসুস্থ মানুষটিকে একই সঙ্গে দিল্লী ও হিমাচল প্রদেশের থানায় রাষ্ট্রদ্রোহের এফ আই আর করে দমানো যায়নি।
    উনি সুপ্রীম কোর্টে মামলা করলেন সমস্ত সাংবাদিকদের সুরক্ষা চেয়ে যাতে যখন তখন ছেলেমানুষি রাষ্ট্রদ্রোহের এফ আই আর করা না যায়। এর জন‍্য গাইড লাইন বানানো হোক।
    উনি নেই, কিন্তু কেস চলছে চলবে।
  • dc | 171.49.***.*** | ০৬ ডিসেম্বর ২০২১ ১৬:১১491307
  • b এখনো দেখার সময় পাই নি, ২৫ তারিখের পর জমিয়ে রেখেছি। 
  • b | 14.139.***.*** | ০৬ ডিসেম্বর ২০২১ ১৫:৪৯491306
  • ডিসি কি স্পিলবার্গের ওয়েস্ট সাইড স্টোরী  দেখলেন গুপি টুপি করে ?  কাগজে তো হু হা রিভিউ দিচ্ছে। 
  • dolon | 2a00:23c5:7701:c501:4d9:45a6:d732:***:*** | ০৬ ডিসেম্বর ২০২১ ১৫:৩৭491305
  • দিয়ার মতো কিছু মস্তিস্ক হীন দের জন্য ই এটা লেখা , যাতে তারা তাদের বুদ্ধি হীনতা সবার সামনে পারে আনতে . বয়স্ক মানুষেরজন্য বেশী সাবধান ভাবে  চিকিৎসা গড়ে না তুলে শিশুদের শিক্ষা ও জীবিকা অর্জনের সুযোগ ভেঙে ফেলে , দোকানপাট খোলা কিন্তু স্কুল বন্ধ রেখে যে অপূরণীয় ক্ষতি হল তার মাসুল বৃদ্ধ রাই বেশী পরে দেবেন ।কারন দাদু দিদিমার পরবর্তী অসুখে  তাদের খরচ দেবার  জন্য কাজ করে  ট্যাক্স দেবার উপযুক্ত নাতী নাতনি দের ভবিষ্যৎ শেষ হয়ে গেল। অবশ্য দিয়ার মতো কিছু মিডিয়া রেটোরিক বিশ্বাসী দের বাস্তব সত্য বোঝার মত বুদ্ধি না থাকারই কথা তাই আমি আশ্চর্য্য নই . বেশীর ভাগ মানুষ এইভাবেই ভাববেন.
  • .. | 115.114.***.*** | ০৬ ডিসেম্বর ২০২১ ১৫:৩৬491304
  • না না চমকাবো কেন? ওএনএস তো বলছে ৫ বছরের গড় হল নভেম্বর মাসে প্রতিদিন প্রায় ১৪০০ মানুষ মারা যান প্রতি বছর ইংলন্ডে। ওয়েলস ধরলে আরো ৯০-৯৫ জন যোগ হবে।
  • dc | 171.49.***.*** | ০৬ ডিসেম্বর ২০২১ ১৫:২৬491303
  • আমারও তাই মনে হচ্ছে। বুড়োবুড়িগুলোকে কোভিড ধরা পড়লেই টপকে দেওয়া উচিত ছিল, সেটা তো আমরা করলাম না। এর পর শিশুরা দলে দলে ক্ষমা করি নাই বিভাগে চিঠি লিখতে শুরু করলে ভালো হবে? 
  • দিয়া | 2605:6400:10:a21:1838:ffcb:31e1:***:*** | ০৬ ডিসেম্বর ২০২১ ১৫:০৪491302
  • বৃদ্ধদের মেরে ফেলার এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করা ঠিক হল না। শিশুদের ভবিষ্যৎ এর জন্য তাদের দাদু-ঠাকুমাদের মেরে ফেলা উচিত ছিল। খুব অন্যায় হল এটা।
  • dolon | 2a00:23c5:7701:c501:4d9:45a6:d732:***:*** | ০৬ ডিসেম্বর ২০২১ ১৪:১৬491301
  • একটি ভাইরাস যা বয়স্ক মানুষের অসুখ এবং হাসপাতালের অপ্রতুল চিকিৎসা থাকার জন্য যেভাবে শিশুদের ভবিষ্যত শেষ করা হলো তা এক ক্ষমাহীন অপরাধ . শিশু রা বৃদ্ধ দের বাঁচিয়ে রাখার  মাশুল দিল .
  • r2h | 2405:201:8005:9947:f1d0:b1ab:719f:***:*** | ০৬ ডিসেম্বর ২০২১ ১৩:৩৪491300
  • অন্যত্র বাঙালী জাদুকর নিয়ে কথা হচ্ছে, ঐ প্রসঙ্গে মনে হলো। কুমুদির জন্য গল্প লিখেছে সুবর্ণরেখা, ওর ঠাকুরদা ডি মুরারী ছিলেন তৎকালীন ত্রিপুরার বিখ্যাত অন্যতম (নাকি একমাত্র্র?) পেশাদার জাদুকর (এবং কার্টুনিস্ট)।
  • Ranjan Roy | ০৬ ডিসেম্বর ২০২১ ১৩:১১491299
  • একজন লোক শ্বাসকষ্টে ভুগছে, তাকে অক্সিজেন দিয়ে টিকিয়ে রাখা হয়েছে। এখন  যদি অবহেলায় বা খামখেয়ালে অক্সিজেন সিলিন্ডার খালি হয়ে গেলে বদলে না দেওয়া হয়  বা কেউ চালু সিলিন্ডারটি থেকে নল  সরিয়ে নেয়  এবং মানুষটি মারা যায় তাহলে আমরা তার মৃত্যুর জন্য কাকে দায়ী করব? নেগ্লিজেন্ট নার্স বা খুনি যে সিলিন্ডার থেকে নল খুলে দিল ? অথবা ওতো অক্সিজেন নিয়ে কোন্রকমে বেঁচে ছিল , আজ নয় কাল মারাই যেত। কতলোক শ্বাসকষ্টে মারা যাচ্ছে-- এই সব বলব?
      ২ ক্যান্সারের যুক্তিটা একেবারে ফালতু। কারণ ক্যান্সার ধরা পড়লে লড়াই করার কিছুমাস সময় পাওয়া যায়; এবং ক্যান্সার সংক্রামক নয়। বাড়ির অন্যদের ক্ষতি করে না। ক্যান্সার ও কোভিড ভাইরাস একেবারে আপেল ও কমলালেবু তুলনা।
  • Abhyu | 47.39.***.*** | ০৬ ডিসেম্বর ২০২১ ১১:০৫491297
  • অনেকদিন তিমিকে দেখি না?
  • রমিত চট্টোপাধ্যায় | ০৬ ডিসেম্বর ২০২১ ০৯:২৭491296
  • @ জয় ,
    মিয়াজাকি আমার অত্যন্ত প্রিয় পরিচালক। ওনার  আর একটা  সি  নে মা ও রেকো করব,  প্রিন্সেস মনোনোকে। খুব সুন্দর।
  • π | ০৬ ডিসেম্বর ২০২১ ০৮:১১491295
  • জয়দা অনেক ধন্যবাদ! 
    এটা চালু হয়ে গেলে তো খুব ভাল।
     
    আর কে যেন বলেছেন, ডেথ নিয়ে কোমর্বিডিটির কথা। তা, ডায়াবেটিস, হাইপারটেনশন এসব থাকলে লোকজন এমনিতে এরকম পটাপট মরে যান নাকি, জ্বরজারি হলেই?  আগে ডিনায়াল মোডে ছিলেন, একরকম, সেকেন্ড ওয়েভ দেখার পরেও কীকরে থাকেন কে জানে।
    আর ব্রিটেনে এক হপ্তায় ৮০০ মৃত্যুতে চমকে গেলেন, রোজ ১০০+ হচ্ছে, আমেরিকায় ১০০০+,  এগুলো তো রোজের আপডেটেই দেখা যায়।  জ্বরজারি হলেই দিনে ১০০০-২০০০ মৃত্যু স্বাভাবিক ব্যাপার, এটা ভাবাটা যে নিতান্তই অস্বাভাবিক তা যে কবে এই আন্টিভাক্সাররা বুঝবেন কে জানে। 
    বাংলায় আবার বেশিরভাগ আন্টিভাক্সার হলেন তথাকথিত বিপ্লবী বাম, প্রগতিশীল, বড় বড় সব প্রকাশক, সাহিত্যিক! ডাক্তারও আছেন  এঁ্রা  এবিষয়ক নানা মুভমেন্ট ও গড়ে তুলছেন। বইমেলা হলে দলে দলে এভাবেই যাবেন। 
  • Abhyu | 47.39.***.*** | ০৬ ডিসেম্বর ২০২১ ০৭:৫৮491294
  • প্রাসঙ্গিক গালাগাল ব্যাপারটায় আমার সমর্থন আছে, ইন জেনেরাল।
  • bodhisattvagc dasgupta | ০৬ ডিসেম্বর ২০২১ ০৭:৩৯491293
  • **ভুল হয়েছে বলা ওটা অঙ্কের স্বপন বাবু না , ফিজিক্সের সুন্দরগোপাল বাবু চলে গেছেন। আমরা শুভায়নের বাড়ি‌গেছিলাম জয়পুরে  তিন বছর আগে। 
    সমীর দা তারা দার কথা জানি না। 
    হ্যাঁ অসীম দা লেজেন্ড । উনি অনেকদিন‌ রেজিস্ট্রার কিছু দিন উপাচার্য হিসেবে কাজ করেছিলেন, শিক্ষা ভবনের অধ্যক্ষ তো ছিলে ন‌ ই , ক্লাস মিস হবার কোনো গল্প নেই , ভোরে আর রাতে ক্লাস হতো, শুধু তাই না অসীম বাবু যাতায়াতে ইউনির গাড়ি ব্যবহার করতেন না।  সাইকেলেই আসতেন যেতেন । শুধু ওনার আশীর্বাদে আমরা আন্ডার গ্রাজুয়েট হিসেবেও , গৌতম মন্ডল, সোমক রায়চৌধুরী, ইসিজি সুদর্শন, এস এন বিশ্বাস, মুকুন্দ, অমিতাভ মুখো পাধ্যায় , পেনরোজ দের বক্তৃতা শুনেছি , খুব ভুল‌না করলে, অশোক সেন ও শুনেছি , অবশ্য ভুল হতে পারে। অকল্পনীয় উদ্যম ছিল , আলুমনি মিটের সময় দেখেছি, ওনাকে কত মানুষ এসে প্রণাম করছেন। কমপ্লিউটার সেন্টার টি উনিই তৈরি করেছিলেন , আমি  এই একটা বিষয়ে খানিকটা ভালো করেছিলাম খবর রাখতেন, জিগ্গেস করতেন কোন টিউটোরিয়াল এ কেমন করছি। একবার আমি একটা ঝামেলায় জড়িয়েছিলাম, আকাদেমি ক কমিটির মিটিং এ মাষ্টারমশাই দের কিছু অপ্রাসঙ্গিক গালাগাল করেছিলাম, ছাত্র পরিষদ প্র্যাকটিখালি আমার বিরুদ্ধে ই স্ট্রাইক ডেকেছিল। উনি আন্তরিক ভাবে প্রচেষ্টা করেছিলেন বিষয়টা যাতে মেটে , মেটেনি আরো অনেকদূর জল গড়িয়েছিল । কিন্তু ওনার প্রচেষ্টাটা ভোলার না। 
    আমাদের প্রজন্ম টায় যারা নেট বা গেট দিয়ে রিসার্চ এ গেলো বা বিদেশে গেলো পিএইচডি বা পোস্ট ডকে প্রায় প্রত্যেকে ওনার কাছে স্পেশাল প্রিপারেশন এর ক্লাস করেছে রাত নটা দশটা আব্দি নিতেন। ট্রিয়েস্ট আর লো টেম্পারেচার ফিজিক্স এর কোন একটা ফরাসী ইনস্টিটিউটে অনেক ছেলেকে কোর্স করতে বা ল্যাব করতে বা পেপার লেখার জন্য যেতে সাহায্য করেছেন , এমনকি থিসিস ওখানে পাঠিনো হয়েছে, ওখানকার বৈজ্ঞানিক রাত এসে থেকেছেন , লেকচার সিরিজ দিয়েছেন। উনি না থাকলে ফিজিক্স এর কিছু ই হতনা। রণবীরদা প্রীতম দা প্রবীরদা তো বটেই কিন্তু সিনিয়র মদের মধ্যে যারা অসীম দা দীপঙ্কর বাবু কে পেয়েছে তারা জীবনে ফিজিক্স এর সঙ্গে আসোসিয়েশন টা ভালোবেসেই মনে রাখবে।
  • dc | 171.49.***.*** | ০৬ ডিসেম্বর ২০২১ ০৭:২১491292
  • পড়ে দেখুন কে ধন্যবাদ। এই খ্রীশমাসের ছুটিতে বইটা পড়ে ফেলবো, মেয়েকেও পড়াবো। বইটা এখানে আছেঃ 
     
  • পড়ে দেখুন | 52.87.***.*** | ০৬ ডিসেম্বর ২০২১ ০৭:০৭491291
  • এদের লেখকদের বক্তব্য, সভ্যতার প্রগতির ...
  • পড়ে দেখুন | 52.87.***.*** | ০৬ ডিসেম্বর ২০২১ ০৭:০৬491290
  • The Dawn of Everything: A New History of Humanity

    বইটা ঘাঁটলেন কেউ? জেয়ার্ড ডায়মন্ড (Guns, Jerms and Steel), হারারি (স্যাপিয়েন্স) - এদের পপুলারাইজ করা বক্তব্যের - সভ্যতার লিনিয়ার বিকাশ - বিরুদ্ধে লেখা। এদের বক্তব্য, সভ্যতার প্রগতির নানা রকম টেষ্ট নানা জায়গায় চলতেই থেকেছে। আর মানুষ মেটিরিয়াল ফোর্সের হাতের পুতুলের মত একটার পর একটা সভ্যতার স্তরে চলে যায় নি, নানা রকম পরীক্ষা-নিরীক্ষার পরেই এক একটা পদক্ষেপ স্থির করেছে। 
    খুবই অরিজিনাল বই মনে হচ্ছে।  
  • syandi | 45.25.***.*** | ০৬ ডিসেম্বর ২০২১ ০২:৪৪491289
  • অসীমদার (এ কে আর) দুটো গল্প মনে পড়ছে:
    ১) উনি আমদের হস্টেলে কি একটা প্রয়োজনে ফোন করেছেন, আর কপালের দুর্বিপাকে ফোন তুলেছে ফিজিক্সেরই একটি ছেলে যে কিনা আমাদের ইয়ারের ছিল। অসীমদা ছেলেটিকে নাম, ডিপার্টমেণ্ট ইত্য়াদি জিজ্ঞাসা করে নিয়েছেন, আর সেও জেনে নিয়েছে ফোনের ওদিকে কে আছেন। তারপর অসীমদা যে জন্য ফোন করেছিলেন সেখান থেকে পাশ কাটিয়ে বিভিন্ন প্রসঙ্গে (মূলতঃ পড়াশোনার ব্য়াপারে) আধা ঘন্টা মত আলোচনা করলেন তার সঙ্গে। এদিকে বেচারার প্রবল বাথরুম পেয়েছিল। সে এক ভয়ানক ব্য়াপার। শেষে বেচারা আর একটি ছেলের (এও ফিজিক্সের) হাতে ফোন তুলে দিয়ে মানসম্মান বাঁচায়।                                                                                                           
    ২) এই গল্পটিতে আমি নিজে ইনভল্ভড। তখন পোস্ট আফিসের কাছে ফলের দোকান গুলো ছিল। আমি সাইকেল নিয়ে রতনপল্লীর দিকে যাচ্ছিলাম। অসীমদা আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন যে আমি সীমান্তপল্লীর অমুকবাবুর নাতি কিনা। আমি তো অবাক। আমার দাদু সীমান্তপল্লীর ধারেকাছেও যায় নি কোনদিন! সেকথা অসীমদাকে জানানোয় উনি আমার নামধাম, ডিপার্টমেন্ট, ইয়ার, হস্টেল ইত্যাদির খোঁজ নিলেন। তারপর কেমন পড়াশোনা করছি, কোন টপিক পড়তে বেশি ভাল লাগে, ভবিষ্যত নিয়ে কি প্ল্য়ান ইত্য়াদিও জিজ্ঞাসা করলেন। মানুষগুলো কি অসম্ভব ভাল আর ছাত্রবৎসল!
  • জয় | 82.***.*** | ০৬ ডিসেম্বর ২০২১ ০২:২০491288
  • .. | 103.76.82.231 | ০৫ ডিসেম্বর ২০২১ ২৩:৪০৪৯১২৮ 
    ..
    আপনি কি এটাই জিজ্ঞেস করছিলেন? হ্যাঁ আগের ডেটাগুলো এক হপ্তার। আর ডিসক্লেমার দিই- ওএনএস একটি ওপেন সোর্স। আমি শুধু টুকলি করছি! Diabetes was the most common pre-existing condition among COVID-19 deaths in England and Wales between July and September 2021
    Proportion of death certificates where the death was due to COVID-19 that had a top 10 (by frequency) pre-existing condition, England and Wales, registered between April and June 2021
     
    Source: Office for National Statistics - Monthly mortality analysis
  • syandi | 45.25.***.*** | ০৬ ডিসেম্বর ২০২১ ০২:১৮491287
    • bodhisattvagc dasgupta | ০৫ ডিসেম্বর ২০২১ ১০:১৬491260
    • স্যান্ডি, এইটা গোটাটাই ভুল জানো::--)))))))
      তোমরা কি রাও দা অলকা দি কার্তিক দা দের পেয়েছিলে ? আমি সরাসরি ছাত্র না হলেও এটা ওটা কারণে এঁদের অকৃত্রিম স্নেহ পেয়েছি। সম্প্রতি মাষ্টারমশাই দের মধ্যে প্রীতমবাবুর সঙ্গে একবার যোগাযোগ হয়েছিল। অসীমবাবু বেঁচে আছেন জানি, তবে কথা হয়নি। দীপঙ্কর বাবু স্বপন বাবু প্রাণতোষ বাবু বিনয় কর্মকার মশাই এমনকি অপেক্ষাকৃত কম বয়সী  সমর বাবু চলে গেছেন শুনেছি।  অঙ্কের প্রবীর বাবু অসুস্থ শুনেছিলাম। 
      এবার হঠাৎ বিনয় তালীকদার মশাই য়ের সঙ্গে দেখা হল , একটু পিছিয়ে গিয়ে মাস্ক খোলাতে চিনতে পারলেন, এবং হিলারিয়াস বিষয় হল , বাবার মৃত্যুর কথা শুনে দুঃখপ্রকাশ করতে করতেই আমি পড়াশুনো কেন ছেড়ে দেবার আগে ওনার সঙ্গে কথা বলিনি সে ব্যাপারে কচি করে ঝাড় দিলেন । ::--))) এই সব মানুষ গুলো সত্যিই লেজেন্ড; --))))) একটা হাইট গল্প হল একবার ঠিক হয়েছে ইংরেজি তে পোস্টার হবে, কিছু একটা ছাত্রর রাজনীতি র বিষয়, অনেক দার্জিলিং এর ছেলে মেয়ে আছে তারা যাতে পড়তে পারে ইলেকশনের ইসু, এবার অন্যরা রাজি না , আমাকে লিখতে হয়েছে পোস্টার। বিনয় দা তখন আমাদের ডিরেক্ট ক্লাস নেন না, কিন্তু পোস্টার দেখে কিকরে যেন হাতের লেখা ধরতে পেরেছেন , হঠাৎ একদিন ক্যান্টিনে ঝাড় দিলেন এই তুমি ক্লাস করো না খালি পোস্টারে ল্যাখো ::---))) আমি মিচকে ছিলাম , বকুনি খাচ্ছি বলে কিছু ই যাঢ় আসছে না ইধফ্যাক্ট খুশি হচ্ছি, কারণ জানতাম তারপরে গৈটা টেবিলের টিফিন খরচ টা দিয়ে দেবেন ::---)))) অন্যরা আমায় বলতো ভাই তোরা পলিটিক্স করা ছেলেরা মা বকুনি খাবার ক্যান্টিনে আমাদের টেবিলে এসে খাস :----)))))))))) 
    • আপনার সঙ্গে ৪ঠা অক্টোবর, ২০২১ তে রাওদা, অলকাদিদের নিয়ে আগে আলোচনা হয়েছে তো। আপনি জানিয়েছিলেন রাওদা আপনাকে রুথ মুরের বই পড়তে দিয়েছিলেন।
       
      আমরা ক্লাসরুমে রাওদাকে পাইনি। উনি যখন রিটায়ার করে গেলেন আমরা তখন সবে থার্ড ইয়ার। উনি আন্ডারগ্রাডের ক্লাস নিতেন না। তবে প্রয়োজনে-অপ্রয়োজনে ওনার বাড়িতে গেছি। কেরিয়ার নিয়ে অনেক সদুপদেশ দিয়ে সাহায্য় করতেন। আর অলকাদি তো দারুণ ভাল মানুষ। অকুণ্ঠভাবে সাহায্য করতেন আর ইন্সপায়ার করতেন। কার্তিকদা আর এক জন মানুষ যাঁর উইটি রিমার্ক আর টীপ্পনি ছিল শোনার মত। ওনার কাছে ফার্স্ট ইয়ারে পড়েছি। থারমোডায়ানামিক্স, সারফেস ফেনোমেনা ইত্যাদি ক্লাসিক্যাল সাবজেক্টগুলো উনি অসম্ভব ভালো জানতেন, আর সেজন্য ভোগান্তি হত আমাদের। 
    • আপনার বিনয়দার (বি কে টি) গল্পদুটি  একঘর। বিনয়দার (কর্মকার) যখন মারা গেলেন তখন আমরা স্টুডেন্ট। অঙ্কের প্রবীরবাবু বলে কেউ ছিলেন বলে জানতাম না। ফিজিক্সে একজন প্রবীরদা (পি কে জি) ছিলেন যিনি সীমান্তপল্লীতে থাকতেন। উনি সাইকেল চালাতে জানতেন না, তাই হেঁটে হেঁটে আসতেন একটা ঝোলা কাঁধে করে। স্বপনদা মারা গেছেন বলে শুনিনি তো। এটা কি আপনি ঠিক জানেন?  সমীরদা (এস কে জি) বেঁচে আছেন কি? আর তারাদা (টি পি সি) আর এক জন যিনি সাইকেল চালাতে জানতেন না, অথচ বৌদি দিব্যি লেডিবার্ড হাঁকাতেন।
       
      আর প্রাণতোষদার স্কুটারটার ব্য়াপারে উল্লেখ না করলে শান্তিনিকেতনের গল্প অসম্পূর্ণ থেকে যায়। ঐ রকম রঙের স্কুটার আর চোখে পড়েনি।
  • জয় | 82.***.*** | ০৬ ডিসেম্বর ২০২১ ০১:০১491286
  • কৌশিক 
    সরি। টাইপো তো নয়- টাইপোর ঠাকুর্দা! ছিঃ
    থ্যাঙ্ক ইউ- কারেক্ট করে দেওয়ার জন্য।
  • সিএস | 49.37.***.*** | ০৬ ডিসেম্বর ২০২১ ০০:১৪491285
  • পপুলার লেখাপত্তর ছাপার জন্য আর পাঠকপ্রিয় হওয়ার জন্য প্রতিষ্ঠানের ভূমিকা আছে। ছোটদের লেখার জন্যও কারণ সেরকম লেখা ছোট কাগজ খুঁজে পড়তে হবে, সেরকম দাবী তো আর করা যায় না। তো গত বিশ তিরিশ বছরে প্রতিষ্ঠানের বড়দের  'সাহিত্য' সিরিয়াল সাহিত্যে পরিণত হয়েছে আর ছোটদের চিন্তাভাবনার পরিবর্তন হয়ে যাচ্ছে ফলতঃ বাজার নেই, টেকবোলজি আর এন্টারটেনমেন্টের সাথে পাল্লা দিতে না পারা, এরকম নানা কারণেই হয়ত 'প্রতিষ্ঠান' ছোটদের লেখা থেকে থেকে  হাত তুলে নিয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত