বিতর্কিত ছড়া
এক টাকা চার আনা ছড়া বড় সস্তা
চাইলেই দিতে পারি গোটা এক বস্তা
আগে ভাগে বলে রাখি, দোষ পরে দিওনা
মন হলে নড়বড়ে, তবে বাপু নিওনা
হার্ট যদি ফেল করে, পিলে যায় চমকে
বুক ধড়ফড় করে, মাথা গেলে থমকে
ছড়া পড়ে জমে যদি মাথা ভরা সদ্যি
পড়বার আগে তবে ডেকে নিয়ো বদ্যি
বই নিয়ে টানাটানি নোবেলে ও বুকারে
কেউ বলে এর পাক, ইকমিক কুকারে
কেউ বলে এই বই গবেষণা গ্রন্থ
কেউ বলে পড়া দায়, শেষ পর্যন্ত
লেখককে নিয়ে ভাগ, পন্ডিত মহলও
কেউ বলে জিনিয়াস, কেউ বলে পাগল ও
বিভ্রান্তি তে ফেঁসে ফুঁসো নাকো রাগে তে
স্যাম্পেল দিয়ে রাখি কেনবার আগে তে -
" উড়ো খোকা, ঝুন ঝুন, থ্যাংক ইউ, গুড বাই
চপ মুড়ি তেলেভাজা, যেথা খুশি সেথা যাই
হালুম-হালুম, হাম্বা, ক্যাঁচ ক্যাঁচ, ভুর ভুর
ভালো থেকো আব্বা, ঝালমুড়ি, চুরমুর "
এত দূর পড়ে যদি মনে জাগে ধন্দ
আজ থেকে করে দাও ছড়া পড়া বন্ধ