এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কৌশিক ঘোষ | ২৪ অক্টোবর ২০২১ ১৫:২৫489231
  • @ জনৈক
    সামান্য কয়েকটা দেখেছি, অনেক দেখার সময় পাইনি। একসঙ্গে বেরোনো তো দেখলাম না।
  • জনৈক | 2409:4060:e81:39c0:bb1b:76f7:49c0:***:*** | ২৪ অক্টোবর ২০২১ ১৪:৩৭489230
  • ওয়েব সিরিজ এ যেগুলো রিলিজ হয় মানে একসঙ্গে আটটা বা দশ যাই হোক সব পর্ব কি একসঙ্গেই রিলিজ হয় নাকি ক্ষেপে ক্ষেপে ?
     
  • কৌশিক ঘোষ | ২৪ অক্টোবর ২০২১ ১২:১৭489229
  • রাশিয়ার ওরা সাইবেরিয়া থেকে বরফে জমা ম‍্যামথ পেয়েছে একটা। আজকাল ওখান থেকে বরফ গলে গিয়ে হরপ্পার প্রপিতামহের আমলের নেকড়ের বাচ্চা টাচ্চাও পাচ্ছে। সেই ম‍্যামথের ডিএনএ নিয়ে লড়ে যাচ্ছে ক্লোনিং টোনিং করে ম‍্যামথ বানাবে বলে।
  • কৌশিক ঘোষ | ২৪ অক্টোবর ২০২১ ১২:১৪489228
  • রণেশদা এবং উত্তর আফ্রিকার হাতি
     
    "ফুলের জলসায় নীরব কেন কবি... এই লাইনটা কার লেখা বল্ তো ?"
    হোস্টেলে আমাদের সিনিয়র রণেশদা জিগ‍্যেস করেছিলো আমার রুমমেট রজতকে। 
    রজত বললো, "এটা কোনো প্রশ্ন হলো ? সব্বাই জানে ওটা নজরুলের লেখা লাইন।"
    "হেঃ হেঃ, মূর্খ কোথাকার, এ জিনিস রবিঠাকুর ছাড়া কেউ লিখতে পারে ?" রণেশদার উত্তর।
    রজত চরম হাঁ হয়ে গিয়ে আমতা আমতা করতে লাগলো, রণেশদাকে চটাতে পারছে না। হুইস্কির বোতল তখনো অর্ধেক ভর্তি। চটে গেলে রণেশদা বোতল টোতল নিয়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিতে পারে।
    গেলাসে লম্বা একটা চুমুক দিয়ে রণেশদা বললো, "কেসটা কি হয়েছে জানিস রজত ? তুই যেটা বললি ওটা হয়, তবে আমি যেটা বললাম এটাও হয়।"
     
    উত্তর আফ্রিকার হাতি ধরতে গিয়ে বারবার রণেশদার কথা মনে পড়ছে। উইকি একা না, অন‍্যরাও যখন শুধু উত্তর আফ্রিকার হাতি নিয়ে কথা বলছে তখন হানিবলের সাথে জুড়ছে। হাতির পোষ‍্যমানতা নিয়ে ঘাঁটলে এ বিষয়ের গবেষকরা হানিবলের জন‍্য ভারত থেকে হাতি ইম্পোর্ট করছে।
    ওটা হয়, আবার এটাও হয়।
     
    রইলো বাকি পোষ‍্যমানতা। যদি দৃশ‍্যমানতা হয়, পোষ‍্যমানতা হবে না কেন ? ওটা হয়, এটাও হয়।
  • :-) | 2a0b:f4c2:2::***:*** | ২৪ অক্টোবর ২০২১ ১১:৫১489227
  • শেরনি দেখে রীতিমত আলোচনাও হয়ে গেছে। অমিত বুঝি এদ্দিনে দেখলেন। এখানে কিছু লোকের উপর ব্যক্তিগত খার থেকে তাদের লেখায় গিয়ে নেচে নেচে  খিস্তিয়ে আসার তুলনায় রিয়াল লাইফ ইস্যুজ নিয়ে চিন্তাভাবনায় অনেক পিছিয়ে। তেতো লাগলেও এটাই সত্যি।
  • Amit | 121.2.***.*** | ২৪ অক্টোবর ২০২১ ১১:৩৬489226
  • আফ্রিকা বলতে ইস্ট কোস্ট আফ্রিকান দেশ গুলো বা আরব দেশ গুলোর সাথে ইন্ডিয়ার ওয়েস্ট কোস্ট এর সমুদ্র পথ তো ভালোই একসেসবল- জিওগ্রাফিক্যালি খুব দূরে নয় । তবে ওই সময় লম্বা যাত্রায় যাওয়ার মতো জাহাজ বানানোর স্কিল কারোর ছিল কিনা সেটা একটা  প্রশ্ন। রোমানরা ইজিপ্ট ক্যাপচার করেছিল কিন্তু সেটা অনেক কম ডিসটেন্স। 
  • রমিত চট্টোপাধ্যায় | ২৪ অক্টোবর ২০২১ ১১:৩৪489224
  • শেরনি দেখেছি। দারুন লেগেছে। বাংলাকে দশ গোল তো বটেই বলিউড এর মেইনস্ট্রিম বই গুলো কেও বেশ কয়েক গোল শুধুমাত্র বিষয় ভাবনার জন্য। মেইনস্ট্রিম বই তে টোকাটুকি ছাড়া তেমন কিছু হচ্ছে না। 
    রাধে, ভারত, ধামাকা সব কোরিয়ান সিনেমা থেকে টোকা। আবার কিছু সাউথ থেকে টোকা। এই তো হচ্ছে। অডিয়েন্স কে উন্নত করার চেষ্টার বদলে আরো পিছিয়ে দিচ্ছে।
  • পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:1542:a506:a86e:***:*** | ২৪ অক্টোবর ২০২১ ১১:২৬489223
  • ফার্স্ট পিউনিক ওয়ার তো 264 বিসি বলছে। তখন কি আফ্রিকা থেকে ভারতে যাতায়াতের সমুদ্রপথ জানা ছিল? স্থলপথে অবশ্য যাওয়াটা অসম্ভব নয়। তবে খাইবার পাস পর হয়ে সিল্ক রোড ধরে হাতি যাতায়াত নিয়মিত ব্যাপার হলে তার রেকর্ড থাকত হয়ত।
     
    অন্য সম্ভাবনা জাহাজে করে আরব হয়ে বাকীটা স্থলপথে।
     
    মধ্যযুগে অবশ্য ব্যাপারটা আলাদা। কোনারকের মন্দিরে একটা জিরাফের রিলিফ আছে। ভারত আফ্রিকার সমুদ্রপথ জানা না থাকলে ওটা হত না।
  • Amit | 121.2.***.*** | ২৪ অক্টোবর ২০২১ ১১:২৫489222
  • হ্যা। সাইবেরিয়া বা আরো নর্থ কিছু আইল্যান্ড এ বেশ কিছু ম্যামথ ফসিল পাওয়া গেছে যেগুলো অলমোস্ট ইনট্যাক্ট। স্কিন, দাঁত  লোম সব শুদ্ধ। এগুলো থেকে নাকি প্রচুর ডিএনএ স্যাম্পল কালেক্ট করে 100-%জিনোম সিকোএন্সিং করেছে। এইটা নিয়ে কমাস আগেই ন্যাট জিও তে একটা বড়ো লেখা এসেছিলো। বিজ্ঞানীরা নাকি কনফিডেন্ট কোনো আফ্রিকান এলিফ্যান্ট এর উম্ব এ এলিফ্যান্ট এর স্পার্ম এ ম্যামথ এর মডিফায়েড জিন ইঞ্জিনিয়ার করে এলিফ্যান্ট এগ সেল এর সাথে মিক্স করে টেস্ট টিউব টেকনিকে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন এ ম্যামথ এর জন্ম দেওয়া টেকনিক্যালি অলমোস্ট সম্ভব এখন। 
     
    কিন্তু প্রশ্ন উঠছে এথিক্স এর। হাতি বা ম্যামথ এরা সবাই ক্লোজ নিট সোশ্যাল এনিম্যাল। গ্রূপ ছাড়া সারভাইভ করতে পারেনা বেশি। সেখানে একটা বা দুটো ম্যামথ কে জন্ম দিয়ে তাদের সোশ্যাল ট্রেনিং বা লার্নিং কিভাবে হবে এই নিয়ে বিজ্ঞানী মহলে নানা তর্ক চলছে। দেখা যাকে কি হয়। অন্তত এক্সটিনক্ট স্পেসিস ফেরানোর একটা রাস্তা অন্তত খুলে যাবে হয়তো। নাহলে মানুষ যা করছে কয়েক যুগ পরে বাগঃ সিংহ হাতি সবই হয়তো মিউজিয়াম এই দেখতে হবে। 
     
    " শেরনি "সিনেমাটা কেও দেখলেন নাকি ? বড্ডো হার্ট টাচিং লেগেছে আমার , অনেকটা এই সাবজেক্ট নিয়েই- বিশেষত শেষটা  খুব ট্র্যাজিক। এখানে অনেকেই হিন্দি ভার্সেস বাংলা নিয়ে পাগলা জগাই এর মতো লড়ে যান বটে কিন্তু হালের বলিউড এ যেসব রিয়েল লাইফ সিচুয়েশন বা ইস্যুস নিয়ে লো বাজেট ভালো সিনেমা তৈরী হচ্ছে , তেতো লাগলেও আজকের বাংলা সিনেমা কয়েকশো মাইল পেছনে। 
     
  • রমিত চট্টোপাধ্যায় | ২৪ অক্টোবর ২০২১ ১০:৫৬489220
  • অমিত বাবু একদম ঠিক বলেছেন মানুষ আর পশু পাখি সম্মন্ধে। উত্তর মেরু তেও আগে পেঙ্গুইন গোত্রর পাখি ছিল - গ্রেট অক। ওদের ভাগের মাছ মানুষ খেয়ে নিত আর ওদের শিকার ও করত। এমনকি শেষে যখন ওরা লুপ্ত প্রায় প্রজাতি তে পরিণত হল, বিভিন্ন মিউজিয়াম আর কালেক্টর দের হুড়োহুড়ি পরে গেল অকের ডিম বা ট্যাক্সিডার্মি  করা অক এর জন্য। এই করে শেষ গুলোও    গেল।
  • Amit | 121.2.***.*** | ২৪ অক্টোবর ২০২১ ১০:০৮489219
  • উইকি মেসো আবার বলছে হ্যানিবাল এর হাতিগুলো নর্থ আফ্রিকান এক্সটিনক্ট স্পেসিস-এরই । কিন্তু কোত্থেকে প্রমান হলো ওতো বিশদে যায়নি। রোমানরাও নাকি ​​​​​​​চেষ্টা ​​​​​​​করেছিল ​​​​​​​ওদের ​​​​​​​পোষ ​​​​​​​মানাতে , কিন্তু ​​​​​​​পারেনি। ​​​​​​​হয়তো ওখানেই ​​​​​​​একটা মেজর ​​​​​​​কালচারাল ​​​​​​​গ্যাপ ​​​​​​​ছিল ​​​​​​​রোমানদের যেটা হ্যানিবাল হয়তো যেকোনো ভাবেই হোক এক্সপার্টিজ জোগাড় করেছিল । 
     
     
    যদিও উইকির সবকিছু ১০০-% ট্রাস্ট করা মুশকিল। অনেক ডুবিয়াস সৌর্স থেকে ইনফো তুলে দেয়। কিন্তু জিওগ্রাফিক্যালি এসব জায়গা কার্থেজ র অনেক কাছের  ইন্ডিয়া বা এশিয়ার তুলনায়। তখন সুয়েজ ক্যানাল ও নেই। দিব্যি ল্যান্ড রুট এই হাতি চলে আসতে পারে ইউরোপে। 
     
    এতো কাজের একটা স্পেসিস এক্সটিনক্ট হয়ে গেলো সেটাই দুঃখের। অবশ্য আধুনিক হোমো সাপিয়েন্স যেখানেই গেছে সেখানে র মেগাফনা কে নিকেশ করেছে। এতদিন স্লো মোশনে ছিল এখন ফাস্ট পেসড। ৬থ মাস এক্সটিংশন জাস্ট সময়ের অপেক্ষা। 
     
  • lcm | ২৪ অক্টোবর ২০২১ ০৯:৫৪489218
  • সৌগত বলল আমাদের টাইমে কাল সকাল ৭ টায় ভারত পাকিস্তানের বিশ্বকাপের খেলা আছে, ইএসপিএনে দেখাচ্ছে, দেখি যদি উঠতে পারি, বহুদিন পরে ক্রিকেট...
  • কৌশিক ঘোষ | ২৪ অক্টোবর ২০২১ ০৯:৪৮489217
  • জাহাজে করে ঘোড়া যেভাবে আসতো মধ‍্যযুগের ভারতে, হাতি মনে হয় সেভাবে ভারত থেকে পশ্চিম এশিয়া বা মিশরে যাবার চান্স কম। গিয়ে থাকতেই পারে, চান্স কম। ল‍্যান্ড রুটে যাওয়ার প্রোবাবিলিটি বেশি। আর চান্স কম হলেও পশ্চিম এশিয়ায় ক‍্যাপটিভ ব্রিডিংও হয়তো একটা রাস্তা।
    ল‍্যান্ড রুট ধরে কজন মিডলম‍্যানের মাধ্যমে বারবার হাতবদল হতে হতে বাচ্চাসহ মা হাতি নিয়ে যাওয়াও  হয়তো উড়িয়ে দেওয়া যায় না।
    এর মধ্যে সময়ও একটা ফ‍্যাক্টর। 326-324 BC নাগাদ আলেকজান্ডার ভারতে এলেন এবং ফিরে গেলেন। আর দ্বিতীয় পিউনিক যুদ্ধ 218-201 BC নাগাদ। জাস্ট 118 বছরের মধ‍্যে অতো বড়ো প্রাণীদের নিয়ে গিয়ে ট্রেনিং ইত্যাদি দেওয়া সব হয়ে গেলো ? এসব ব‍্যাপারে কালচার গড়ে ওঠার একটা ব‍্যাপার তো থাকে, তার পক্ষে সময়টা অল্প মনে হচ্ছে।
    তবে যেভাবেই হোক, সেসময় এশিয়ার পশ্চিমতম প্রান্তে ভারতীয় হাতির উপস্থিতি নিয়ে দেখলাম কোনো বিতর্ক নেই।
  • কৌশিক ঘোষ | ২৪ অক্টোবর ২০২১ ০৯:৩০489216
  • @Amit
    যখন &/ পয়েন্ট আউট করেছিলেন যে হানিবলের হাতে ভারতীয় হাতি ছিলো, তখন মূলত লজিস্টিক্সের কারণে আমার সে তত্ত্বকে ঠিক বলে মনে হয় নি।
    কিন্তু &/ খুব স্পষ্ট উল্লেখ করেছিলেন আফ্রিকার হাতির পোষ না মানার বিষয়। ওনার কথায় আগ্রহ তৈরি হলো, খুঁজতে গিয়ে দেখি প্রায় সবাই একবাক্যে জোর দিয়েছেন পোষ মানা এবং যুদ্ধের উপযোগী ট্রেনিং নেবার বিষয়ে। হানিবল হাতিদের পোষ মানানোর ব‍্যবস্থা করিয়েছেন এবং তাদের বড়ো ভূমিকা ছিলো যুদ্ধে, এই বিষয়টা দেখলাম আফ্রিকার হাতির বিরুদ্ধে এবং ভারতীয় হাতির পক্ষে গেলো।
     খালি একটা বড়ো জট ঐ হানিবলের সমসাময়িক মুদ্রা যেটায় আফ্রিকার হাতির ছবি আছে। আর একটা ছোট জট হচ্ছে উত্তর আফ্রিকার তখনকার ছোট আকারের হাতিগুলো, যারা এখন এক্সটিংট। আফ্রিকার অন‍্য হাতিদের মতো না হয়ে তারাও ভারতীয় হাতির মতো পোষ মানতো, এরকম হলে খাপে খাপ হয়।
    কিন্তু কনক্লুসিভ কিছু এ ব‍্যাপারে যতোক্ষণ না পাওয়া যাচ্ছে, ততোক্ষণ &/ কথাই ঠিক বলে মানতে হবে।
  • Abhyu | 47.39.***.*** | ২৪ অক্টোবর ২০২১ ০৯:২১489215
  • সিঙাড়া জিলিপি হবে না আজ?
    আচ্ছা তুমি এ বছর বিজয়া করছ? মুখোশ পরে নাড়ু নিমকি খাচ্ছ?
  • অপু | 2401:4900:1045:9f6:0:4f:d6e8:***:*** | ২৪ অক্টোবর ২০২১ ০৭:২১489214
  • না চায়ের জন‍্যে বসে আছি। গিন্নী জল চাপিয়েছেন।
  • Abhyu | 47.39.***.*** | ২৪ অক্টোবর ২০২১ ০৬:৫৭489213
  • সুপ্রভাত বোতিন্দা। ব্রেকফাস্ট হল?
  • অপু | 2401:4900:1045:9f6:0:4f:d6e8:***:*** | ২৪ অক্টোবর ২০২১ ০৬:৩১489212
  • সুপ্রভাত গুরু
  • Amit | 121.2.***.*** | ২৪ অক্টোবর ২০২১ ০৩:১৭489211
  • একটা যেটা কোশ্নো আসছে : হাতিদের মধ্যে ইন জেনারেল ক্যাপটিভ ব্রিডিং খুব কম হয়- ইন্ডিয়ান হাতিদের যেটুকু হয় , আফ্রিকান হাতি তো খুবই কম। আজকের যুগেও চিড়িয়াখানা গুলোর স্ট্যাটিসটিক্স বেশ কম - তখন নিশ্চয় এর থেকে বেশি হবেনা। তাহলে হ্যানিবল সেই আলেক্সান্ডার এর আমলের ভারতীয় হাতিগুলোর অফস্পিরংস দের ব্যবহার করেছেন সেটা র প্রোবাবিলিটি হয়তো একটু কম। হাতিদের গড় আয়ু ​​​​​​​৮০-১০০ ​​​​​​​বছর ​​​​​​​হলেও ​​​​​​​কয়েকটা ​​​​​​​জেনারেশন ​​​​​​​লেগে ​​​​​​​যাওয়ার ​​​​​​​কথা। 
     
    ভাবছি এমন কি হতে পারে তখন ব্যবসায়ীরা কি ইন্ডিয়াতে বাচ্চা হাতিদের ধরে ধরে জাহাজ বা ল্যান্ড রুট দিয়ে ওখানে নিয়ে যেতো  ? আবার সেটাও একটু ডিফিকাল্ট কারণ তখন পুরো ইন্ডিয়ান ওশান বা ভূমধ্যসাগর সমুদ্র রোম বাহিনীর কন্ট্রোলে। অথবা এশিয়ার দিক থেকে ল্যান্ড ৰূট ও  তাদের কন্ট্রোলে। দুটোতেই হানিবালের আগে তারাই হাতিদের নাগাল পাওয়ার চান্স বেশি । 
  • Abhyu | 47.39.***.*** | ২৪ অক্টোবর ২০২১ ০৩:১৭489210
  • ন্যাড়াদা, সুদেব গুহঠাকুরতার সাক্ষাৎকারটা খুব ভালো লাগল। অনেক ধন্যবাদ।
  • . | 103.76.***.*** | ২৪ অক্টোবর ২০২১ ০১:০১489209
  • আর https://kheladhulo.blogspot.com নিশ্চয়ই দেখেছেন।
  • কৌশিক ঘোষ | ২৩ অক্টোবর ২০২১ ২৩:৩৯489207
  • এই পুরো আলোচনার মধ‍্যে কাঁটা হয়ে আছে ওপরে বলা ঐ একমাত্র মুদ্রাখন্ড। ঐ মুদ্রাটি হানিবলের সময়ের এবং তার গায়ে খোদাই করা হাতির ছবিও নিখাদ আফ্রিকার। তাহলে কি হানিবলের হাতিবাহিনীর ভারতীয়ত্ব বিষয়ে বক্তব্য উল্টে যাবে ? একজন পন্ডিত দেখলাম ডিফেন্সিভ হয়ে ব‍্যাট চালিয়েছেন, বলেছেন হানিবলের হাতিদের মধ্যে at least one was Indian, সেটা ঐ সুরুস।
    তবে পৃথিবীতে সব রহস‍্য সমাধান হয়ে গেলে বেঁচে থাকা খুব বোরিং হয়ে যাবে, এও তো ঠিক।
    চুপিচুপি বলে রাখি যে সব মিলিয়ে দেখে আমার নিজের কেন যেন মনে হচ্ছে যে ভোট কিন্তু ভারতীয় হাতিদের দিকেই যাওয়া উচিৎ।
    আরে বাবা আমরা তো সেই কব্বে থেকেই জানি যে সবই ব‍্যাদে আse, তাই না ? zuদ্ধু zoy-এর zoন‍্যও ব‍্যাদের দ‍্যাশের হাতিই লাগবো হগ্গলডির।
  • কৌশিক ঘোষ | ২৩ অক্টোবর ২০২১ ২৩:৩৭489206
  • ফলে ঐ 37-38টা হাতির সবক'টার না হলেও বেশ কয়েকটার শরীরে ভারতীয় জিনই ছিলো।
    হানিবলের পেয়ারের হাতি সুরুস-এর ব‍্যাপারে দেখলাম সব্বাই একমত যে এই রাজহস্তীটি একান্তই ভারতীয়। সিরিয়া থেকে এসেছিলো হাতিটা সম্ভবত।
  • কৌশিক ঘোষ | ২৩ অক্টোবর ২০২১ ২৩:৩৬489205
  • দ্বিতীয় ভাগে দেখছি আলেকজান্ডারের কল‍্যাণে বেশ কিছু ভারতীয় হাতি পশ্চিমতম এশিয়ায় পৌঁছেছিল। সেখান থেকে উত্তর আফ্রিকায় মিশরে। সেখানকার গ্রীক রাজাগজারা এই হাতিগুলোকে কাজে লাগিয়ে যুদ্ধ টুদ্ধ করে বেশ আপারহ‍্যান্ডও নিয়েছেন। লজিস্টিক্সের কথা ভাবলে ভোট উত্তর আফ্রিকার ঐ হারিয়ে যাওয়া হাতিদেরকেই দিতে হয়। কিন্তু এইখানে আপনার বক্তব‍্যই দাঁড়িয়ে গেলো। একালের মতো সেকালেও, ভারতীয় হাতি যে ট্রেনিং নিতো খুব ভালো তা ইতিহাসে প্রমাণিত। আফ্রিকার হাতিরা এই পেপারে ডাহা ফেল। হানিবলের হাতিবাহিনীর আল্পস পেরোনোর বিষয়ের ওপরে দেখছি সবাই খুব গুরুত্ব দিচ্ছেন। সুদীর্ঘ পথ হেঁটে পাড়ি দিয়ে গিয়ে যুদ্ধে অংশ নেওয়া এবং বিপক্ষকে উদুম ক‍্যালানো, প্রায় সব্বাই এই জায়গাটায় জোর দিয়েছেন। 2nd পিউনিক ওয়ারের বড়ো অংশ জুড়ে রোমকে হারিয়েছে কার্থেজ। সবাই মোটামুটি একমত যে যতোটা ট্রেনিং এই কাজের জন‍্য দরকার, তা নেবার ক্ষমতা আফ্রিকার এখনকার হাতিদের নেই। by logical extension, একই এলাকায় জন্মে তুলনায় ছোট হাতিদেরও থাকার কথা নয়।
  • কৌশিক ঘোষ | ২৩ অক্টোবর ২০২১ ২৩:৩৫489204
  • &/
    হা.হা. বিষয়ে, মানে হানিবলের হাতি বিষয়ে, আপনি যা বলেছেন, তার প্রায় সবটাই সত‍্যি হলো দেখলাম। note the 'প্রায়'। 
    খুঁজে পেতে যা পেলাম তার দুটো ভাগ। প্রথম ভাগে বলছে উত্তর আফ্রিকায় এক জাতের হাতি ছিলো হানিবলের সময়ে, সে হাতি বহুক্কাল আগে এক্সটিংট হয়ে গেছে। সম্ভবত সাহারা তখন সাইজে আরেকটু ছোট এবং আরেকটু সবুজ ছিলো। প্লাস এ হাতিগুলোও ছিলো একটু ছোট। মানে আমাদের চেনা আফ্রিকান হাতিদের চেয়ে ছোট। এগারো ফুট হাইটের বদলে আট ফুট। কার্থেজ এবং এই হাতিদের ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে হানিবল এদেরই চাকরি দিয়েছিলেন এরকম হয়ে থাকাই বেশি স্বাভাবিক। কিন্তু কোথাও এই হাতিগুলোর চাকরি পাবার ব‍্যাপারে কনক্লুসিভ লেখাপত্তর, শিলালিপি, মুদ্রা কিছু নেই (একটি মাত্র মুদ্রা ছাড়া)।
  • | ২৩ অক্টোবর ২০২১ ২৩:১৫489203
  • ধুর এহুলকে লিঙ্ক দিয়ে লাভ নেই। 
     #ভক্তদের জন্য এই যে 
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত