এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 2601:84:4600:5410:fe:cea8:ffd8:***:*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ২২:৫৫487880
  • করাপশান টাও বাদ্দিতে হবে, শুদু প্রেমের আলোকে দেকলে, সত্যিই অসাম 
  • aranya | 2601:84:4600:5410:fe:cea8:ffd8:***:*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ২২:৫০487879
  • বুজলাম, থ্যাংকস, রঞ্জন দা 
  • | 2607:fb90:a083:57da:4923:e19c:5b62:***:*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ২২:৪৩487878
  • অভ্যু খুব পিছিয়ে পড়েছো দেখছি, বন্ধুরা শুনলে দু:খ পাবে:-)
  • | 2607:fb90:a083:57da:4923:e19c:5b62:***:*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ২২:৪০487877
  • এটা কি ওই তাতা থই নেত্য দেখার পরে বোধি? 
  • এলেবেলে | ৩০ সেপ্টেম্বর ২০২১ ২২:৪০487876
  • আ মোলো যা! হচ্ছে স্বপনকুমার বনাম কমলকুমার। পাঁঠা এখন এহেন তুলনা করে নিজেই কাঁঠালপাতা চিবুতে ব্যস্ত, এদিকে খ এলেন বৈশাখী ঝড় তুলতে। শোভন হচ্ছে না মোট্টে।
  • bodhisattvagc dasgupta | ৩০ সেপ্টেম্বর ২০২১ ২২:২৯487875
  • আমার শোভন বৈশাখী কে জাস্ট অসাম লাগে , দুনিয়াকে আঙ্গুল দেখানো লোকজন। রাজনীতি বাদ্দিয়ে বলছি। 
  • এলেবেলে | ৩০ সেপ্টেম্বর ২০২১ ২২:২৩487874
  • আর শ্রীশচন্দ্রের সব চাকরিই ঘুষ। সংস্কৃত কলেজে অধ্যাপনাই হোক কি মুর্শিদাবাদে জজপণ্ডিতি। এবং স্কলাররা তারানাথ তর্কবাচস্পতিকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ করলেও সেগুলো এসব ফুটো পয়সা হুমমরা বুইতে পারে না। এসব স্কলাররাই তাদের কাছে কমলকুমার সম। ছো ছুইট। যেমন বিনয় ঘোষ ও ইয়ং গর্ডন। যেমন ইন্দ্রমিত্র ও সম্ভান্ত হিন্দুদের প্রবেশাধিকার। যেমন বর্ণপরিচয় নিয়ে উলুতপুলুত। যেমন সংস্কৃত ও জোন্স। যেমন বাংলা ও কেরি।
  • এলেবেলে | ৩০ সেপ্টেম্বর ২০২১ ২২:১৮487873
  • হ্যাঁ, এটা অত্যন্ত বড় ভুল হয়ে গেছে। এবং আপনি ছাড়া চট করে এই বাজে ভুলটার দিকে আমার নজর পড়ত না। একটা ভুল অসংখ্য ঠিককে খেলো করে দিতে পারে। এবং দিচ্ছেও! যেমন আপনি কিছুতেই শিশুশিক্ষার কপিরাইট হজম করার প্রসঙ্গটা আনছেন না!!
  • হুমম | 192.225.***.*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ২২:১৮487872
  • ৭ দিসেম্বর দেকেই লাগিয়ে দিয়েচে। বোঝা যাচ্চে এলবোর স্কলারশিপ স্বপনকুমার লেভেলের। যদিও নিজেকে কমলকুমার ভাবে।
  • Ranjan Roy | ৩০ সেপ্টেম্বর ২০২১ ২২:১১487871
  • অরণ্য
    আমার প্রব্লেম ছিল  ঘুষ/কৌশল ইন্টারপ্রিটেশন নিয়ে নয়, ঘটনাটা ঘটেই নি।  ইন্টারপ্রিটেশনে সবার অধিকার। কিন্তু ঘটনার সত্যতা তো ব্যক্তি নিরপেক্ষ হতে হবে। 
    শ্রীশ্চন্দ্রের চাকরি হয়েছিল ১৮৫৫ সালে এবং বিধবা বিবাহ আইন পাশ হোল ১৮৫৬ সালের জুলাইয়ে আর বিধবাবিবাহ হোল ৭ ডিসেম্বর, ১৮৫৬ সালে, মানে এক বছর পরে। অর্থাৎ চাকরি হবার সময় বিধবাবিবাহের প্রশ্নই ওঠেনি, কারণ আইনটাই ছিলনা।
  • aranya | 2601:84:4600:5410:1dc:657d:68e2:***:*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ২০:২৯487870
  • তা বটে। আমারও খুব অঙ্ক শিখতে ইচ্ছে করে, যদিও একদম খাটতে ইচ্ছে  করে না :-)
  • dc | 27.57.***.*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ২০:২২487869
  • "স্কুল, কলেজ , গ্র‌্যাজুয়েট স্কুল, তারপরেও বেশ কিছুদিন   - 'ধর্ম' শব্দটা কোথাও উচ্চারিত-ই হত না, তা নিয়ে কেউ মাথাও ঘামাত না "
     
    একদম, একদম! শুধু ​​​​​​​তাই ​​​​​​​না, ​​​​​​​আবার ​​​​​​​ইস্কুলে ফিরে ​​​​​​​গেলে ​​​​​​​আরও ​​​​​​​কতো ​​​​​​​যে ​​​​​​​অংক ​​​​​​​শিখতাম! ​​​​​​​:-)
     
  • aranya | 2601:84:4600:5410:1dc:657d:68e2:***:*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ২০:২০487868
  • মাঝে মাঝে সত্যিই অতীতে ফিরে যেতে ইচ্ছে করে 
    স্কুল, কলেজ , গ্র‌্যাজুয়েট স্কুল, তারপরেও বেশ কিছুদিন   - 'ধর্ম' শব্দটা কোথাও উচ্চারিত-ই হত না, তা নিয়ে কেউ মাথাও ঘামাত না 
    আর এখন কী অবস্থা - মিডিয়া, সোশাল মিডিয়া, আড্ডা - সর্বত্রই ধর্মের ঢাক বাজছে 
  • dc | 27.57.***.*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ২০:২০487867
  • যদুবাবু, আগে দেখিনি, বেশ ভালাগলো। অনেক ধন্যবাদ। আজকাল য়ুটুবে যে কতো ভালো ভালো ভিডিও পাওয়া যায়! একবার দেখছিলাম একজন প্রফেসর স্রেফ কাঠি, খেলার ব্লক ইত্যাদি ব্যবহার করে কি সুন্দরভাবে ভেক্টর আর টেনসর বোঝালেন।  
     
    অরণ্যদা, সে তো বটেই :-)
  • aranya | 2601:84:4600:5410:1dc:657d:68e2:***:*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ২০:০৩487866
  • চাকরি ঘুষ দেওয়াটা অসততা নয়, কৌশল।  
    বিধবা বিবাহ নামক অতি প্রয়োজনীয় কাজটি যে করেই হোক শুরু হওয়া দরকার, তাই কৌশল অবলম্বন 
     
    - এমন ইন্টারপ্রিটেশন -ও দেওয়া যায় 
  • aranya | 2601:84:4600:5410:1dc:657d:68e2:***:*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৯:৫৯487865
  • 'পাউরুটি আর মাখন' 
    - আর হুস্কি  @ডিসি 
  • Ranjan Roy | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৯:৫৮487864
  • ডিসি
    দুটো লেখাই ওয়ার্ড ফাইল বানিয়ে সেভ করেছি। সক্কালে চা খেয়ে খাতা খুলে বসে পড়ব। এই জন্যেই গুরুতে আসা। এই যেমন কাল একজন মানিক বন্দ্যোর অপ্রকাশিত লেখার বইটা টুক করে লিংক দিলেন। তাঁকে ধন্যবাদ জানানো হয়নি।
     
    এলেবেলে
     দ্যাটস দ্য স্পিরিট। 
    আর আমি ভুল ধরার মাস্টারমশাই নই, নিজে একশটা ভুল রোজ করি। কাজেই সংখ্যা গোণা নয়। কিন্তু শ্রীশচন্দ্রের ভুলটা গুরুত্বপূর্ণ এই জন্যে যে বিদ্যাসাগর এমন অসৎ যে চাকরির ঘুষ দিয়ে বিধবা বিবাহ শুরু করালেন গোছের মারাত্মক অভিযোগটি মূলতঃ এই তথ্যটি নির্ভর। কাজেই এটা নিয়ে চিন্তা।
  • যদুবাবু | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৯:৫২487863
  • @dc: আপনি এই ভিডিও-টা দেখেছেন? সম্প্রতি একজন প্রোফ/দাদা পাঠালেন। 



    (বেইয থিয়রেমের সাথে কানেকশন এই যে এই ভদ্রলোকের-ই বেইয থিয়রেমের উপরেও একটা সুন্দর ছোটো ভিডিও আছে। সেইটা থেকে মনে পড়লোঃ
  • যদুবাবু | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৯:৪১487862
  • এ যে সে বেড়াল না, রীতিমত ৯বেড়াল। এ কিন্তু পারমিশন না নিয়ে ধরতে গেলে দেবে এক ফ্যাঁশ করে। 
  • | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৯:২৬487861
  • ছা(গল) টাকে কেমন গরুর মত দেখতে। আর নিননি কি ব্যারাল? তাহলে ওকে তুলে চাএর দিকে ছুঁড়ে মারা যায়। 
  • dc | 27.57.***.*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৯:২৪487860
  • রঞ্জনদা যদি সময় থাকে তো এই লিংকটা পড়ে দেখতে পারেন, এখানে বেস থিওরেম নিয়ে একদম সহজ আলোচনা আছেঃ 
     
    আর বেস থিওরেম মেশিন লার্নিং বা ডেটা মাইনিং এ খুব ব্যবহার হয়, যা কিনা আমার পাউরুটি আর মাখনের যোগান দেয়। এখানে সে নিয়ে আলোচনা আছে, বিশেষ করে নাইভ বেসিয়ান মডেলিং এর জায়গাটা পড়ে দেখতে পারেনঃ 
     
  • খুকখুক | 162.218.***.*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৯:১০487859
  • আবার নেশা চড়ে গেল নাকি?
     
    গেরামে রাত হইচে। গুলি খেয়ে ঘুমিয়ে পড়ুন।
  • যদুবাবু | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৮:৩৯487858
  • @রঞ্জনদাঃ খুশি হয়ে গেলাম। আর ক্যাল খেলেও কুছ পরোয়া নেই। "ওদের মারের মুখের উপর দিয়েই রোজ তোমাকে সিঙ্গারা-জিলিপি এনে দেবো" [অধ্যাপকের প্রস্থান] :D 
  • এলেবেলে | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৮:৩২487857
  • আচ্ছা, বেশি উশখুশ করলে স্রেফ ঝুঁটি ধরে নেড়ে দেব। আমি এখানে আজকাল এমনি এমনি লগ ইন  করে লিখি না। তার কারণ আছে। সে সময়ে একমাত্র ম ছাড়া দ্বিতীয় কেউ সেই নিয়ে টুঁ শব্দ উচ্চারণ করেননি। কাজেই ডাবল স্ট্যাডার্ড দেখাতে গেলে মুশকিল আছে। যে লোক যে ভাষা বুঝতে সক্ষম তাকে আমি সে ভাষায় উত্তর দিয়ে থাকি। এইমাত্র রঞ্জনবাবুকে যে ভাষায় ও সুরে উত্তর দিলাম, আমার সঙ্গে সর্বদা সেই ভাষায় ও সুরে কথা বললে খুব ভালো হয়। নাহলে ভার্চুয়াল মাধ্যমে কে ডন আর কে বৈঠক সেসব রেয়াত করার বান্দা আমি নই। ধন্যবাদ।
  • এলেবেলে | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৮:২৬487856
  • রঞ্জনবাবু, আপনার সুপরামর্শের জন্য ধন্যবাদ।
    ১. বাংলাদেশে বইটার হাজার কপি বিক্রি হয়নি, ৫০০ কপি ছাপা হয়েছে। কলকাতায় ছাপা হয়েছে প্রথমে ১০০ ও পরে ৫০০ কপি। সমস্ত কপি বিক্রি হয়ে গেছে এমনটা বলা যাবে না। দুই দেশেই দীর্ঘ সময়ের জন্য লকডাউন ও কলকাতায় বইমেলা না হওয়ায় বিক্রি কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে।
    ২. আমি শুধু শ্রীশচন্দ্র সম্পর্কিত আপনার গুরুত্বপূর্ণ সংশোধনটিই নয়, আরও অনেক কিছুই (বিশেষত কিছু ভাষাপ্রয়োগের দিকে আপনার আঙুল তোলার পরে) সংশোধন করব। ইতিমধ্যে আরও নতুন কিছু তথ্য আমার হাতে এসেছে, সেগুলোও সংযোজিত হবে। ইংরেজি বইটিতে তো হবেই, তার আগে বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হলে সেটিতেই হবে।
    ৩. ইরফান হাবিবের কোটটা আমি পড়েছি। এবং আমার লেখায় আগে পূর্বপক্ষের বা আমার পূর্বসূরীর বক্তব্যকে তুল্যমূল্য বিচার করেছি, পরে উত্তরপক্ষের যুক্তি শানিয়েছি। উদাহরণ হিসেবে বলতে পারি মুগ্ধবোধ নিয়ে ব্রজেন বন্দ্যো এবং ইয়ং গর্ডন নিয়ে বিনয় ঘোষ। তাঁরা নস্যাৎ হয়ে গেছেন। কিন্তু আমি কীভাবে লিখব সেটা আমার প্রায়োরিটি। আর আমি পূর্বপক্ষ-উত্তরপক্ষের বিষয়টা কিছুটা হলেও জানি। কাজেই হেহেকে পাত্তা দিচ্ছি না।
    ৪. বইতে বাক্য গঠনগত, শব্দগত, বানানগত ও তথ্যগত ভুল না থাকলে তিনি ভগোমান। আমি তা নই, কাজেই কিছু ভুল আছে। সেগুলো সংশোধিত হবে। সেটাই দস্তুর। শিবনারায়ণ রায়ের মতো বিখ্যাত স্কলার রামমোহনকে স্পেনের সংবিধান উৎসর্গ করেছেন! আনন্দ থেকে প্রকাশিত তাঁর দু খণ্ডের প্রবন্ধ সংগ্রহে সে ভুল জ্বলজ্বল করছে। কাজেই এসব স্বাভাবিক ঘটনা। আমার লেখায় তথ্যগত ভুলের সংখ্যা মেরেকেট দু-চারটে কিংবা আরও কম। কিন্তু শ্রীশচন্দ্রের ভুলটির প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করে আপনি আমার অত্যন্ত উপকার করেছেন। 
    ৫. বিদ্যাসাগর নিয়ে নানা ভুল তথ্য এখনও বাজারে রমরম করে চলে। সেখানে আমার ভুলটাকে আপাতত কিছুদিনের জন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই অনুরোধ করি।
  • Ranjan | 106.213.***.*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৮:১০487855
  • ডিসি 
    Thank u। 
  • নিননি + ছা = নিননিছা | 162.254.***.*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫৯487854
  • আচ্ছা | 2405:8100:8000:5ca1::255:***:*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫০487853
  • এই যে এলবে কথায় কথায় তুই তুকারি ভেড়ুয়া এইসব শুরু করে এর জবাবে কটা ভাল কতা কইলে কি গুরুজনরা খুব রাগ করবেন? দেখুন ওনার বইয়ের নাম নেয়া যাবে না ওনার নাম নেয়া যাবে না তারপর দুকথা বললেই তুইমুই ভেড়ুয়া চোদনা শুরু করে তা ধরুন ভার্চুয়ালি ত আর থুতুমুতু  ছোঁড়া যায় না তাহলে খিস্তানোটাই হাতে রইল কিনা।
  • q | 2405:8100:8000:5ca1::9a1:***:*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৭:৩১487852
  • এলেবেলের বই তো শুধু না, হোঅ্যা ভার্সিটির অনেক তথ্যই আজকাল অথেন্টিসিটির রূপ ধরে হাজার হাজার লোকের কাছে পৌঁছে যায়। তবে সিরিয়াস ডিসকোর্সে এখনও এগুলোকে মান্যতা দেওয়া হয় না। ইংরেজি ভার্সন নিয়ে যত আহ্লাদই হোক, বইটা সাহেবদের ভাষায় বলে বেশি অথেন্টিক হয়ে যাবে না।
  • dc | 27.57.***.*** | ৩০ সেপ্টেম্বর ২০২১ ১৭:২৯487851
  • বেস থিওরেম কিন্তু অতোটাও কঠিন কিছু না। প্রথমেই একটা ট্রি এঁকে ফেলুন আর সবকটা অপশান একেকটা ব্রাঞ্চের ডগায় ঝুলিয়ে দিন। তার ওপরে তাদের প্রোবাবিলিটি গুলো লিখে ফেলুন। ব্যাস, ফর্মুলা অ্যাপ্লাই করে দিন। 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত