এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২০:৪১487789
  • কেলিয়ে 
  • | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২০:৪১487788
  • ও হ্যাঁ হুতোকে ক্যালানো। হুতো নাকি লুরু ছেড়েছে কোথায় দেখলাম যেন। তা সে কি কলকেতা গেল? থা'লে আমি গিয়ে কেলিয়ী আসবোনে। ঐসাথে একতু ঘুরে ব্ল্যাঙ্কিকেও দুঘা দিয়ে আসবোখনে। 
  • | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২০:৩৬487787
  • আচ্ছা 
    ১) বহুদিন ধরেই সন্দো ছিল যে ফেবুর ঝগড়াগুলো গুর‌্য্তে উপছে এসে পড়ে। কথা হল ফেবুলিস্টি তো ফিল্টার করে করে ডিস্টিলড ওয়াটার বানিয়ে ফেলেছি। ল্যাদোশ কি আমায় একটা হাইড বাটন দেবে গুরুতে পিলিজ। 
    ২)হুতো যে সমানে পুরানো ছবি রিসাইকল করে যাচ্ছে এ কিন্তু খেয়াল করেছি হুঁ। 
     
  • r2h | 2405:201:8005:9947:dce5:5996:bff3:***:*** | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২০:২২487786
  • কেয়াবাত কেয়াবাত ঃ)
  • Tim | 2603:6010:a920:3c00:1cf2:b470:8097:***:*** | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২০:১৮487785
  • ঘুঘুর গান 
     
    রবাহুতো ছিলো ধূর্ত
    নিননিছা হয়ে ঘুরতো 
    সেয়ানা ঘুঘুর খেতাবটা পেয়ে খুব  ফুর্তি
     
    অভিমানে পোকা কামড়ায় 
    অরণ্যদার চামড়ায় 
    ঠ্যাঙানির শোকে  অশ্রুসজল এক  মূর্তি
     
    দুখী ঘুঘু চিন্তায়, নামের হ্যানো ত্যানো 
    ঘুঘু তোমার নামটা ঘুঘু হলো কেন
    বুগু কিংবা ঘাগু থাকতে, ঘুঘু হলো কেন
    ঘুঘু তোমার নামটা ঘুঘু হলো কেন
  • /\ | 115.114.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২১ ২০:০৫487784
  • হ্যাঁ কবে আবার আমার মতো কোনো খোঁজাড়ু সমস্ত লেখা খুঁজে সমগ্র করার কাজে লেগে যাবে। ওসবের কোনো ফিউচার টেন্স সুযোগ ছাড়া যাবে না। নেটফুটপ্রিন্ট খুব গোলমেলে ব্যাপার। দশ বারো বছর আগের পোস্ট খুঁড়ে বের করে পোস্টারিং খুব আনকমন নয়।
  • সেয়ানা ঘুঘুর অলস মস্তিষ্কের অজুহাত | 2405:201:8005:9947:dce5:5996:bff3:***:*** | ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:৫৮487783
  • Tim | 2603:6010:a920:3c00:a849:1d16:4045:***:*** | ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:৪১487782
  • তুমি তো ভালো লোক, আর তাছাড়া নানাবিধ অজুহাত ও দাওনা। তাই তোমার নামে কোন সুপুরি নাই @ অরণ্য দা 
  • এলেবেলে | ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩৮487781
  • নাঃ, আমি আর বিদ্যাসাগরের কাসুন্দি ঘাঁটব না নিজে থেকে। যথেষ্ট শিক্ষা হয়েছে। তবে গুরুকে অবহেলা করব না। যে লেখা বই হবে না সেটা এখানে লেখার চেষ্টা করব অনিয়মিতভাবে হলেও। গুরুকে আমার বই প্রকাশের প্ল্যাটফর্ম করব না বলে অনেক আগেই নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলাম। তার নড়চড় হবে না।
  • aranya | 2601:84:4600:5410:18fb:aac:3c1e:***:*** | ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:৩২487780
  • আমি যে লিখতে পারি নে, এ সত্য এমনি প্রমাণিত ও পরীক্ষিত, যে কেউ  লিখি না বলে ঠ্যাঙাতে অব্দি চায় না :-(
  • aranya | 2601:84:4600:5410:18fb:aac:3c1e:***:*** | ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:২৮487779
  • আচ্ছা, ভাল লাগল @এলেবেলে 
     
    কোন একটা টইতে এই সমালোচনা গুলো থাকলে ভাল হত। 
  • এলেবেলে | ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:২৮487778
  • এই যে ডিসিজনাব আমার সঙ্গে দেখা হলে মাঝে মাঝে আর ডি শোনান - এই বিষয়টা আমার ব্যাপক লাগে।
  • r2h | 2405:201:8005:9947:dce5:5996:bff3:***:*** | ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:২৬487777
  • কিন্তু এটা তো সন্দেহ করার কোন ব্যাপারই না, এখানে নিয়মিত লোকজন সবাই জানে।

    সেয়ানা ঘুঘু, এটা তো প্রশংসামূলক বলে মনে হচ্ছে, এ আর নিজের মুখে কী করে বলিঃ)

    (মিটিং সেশ।)
  • এলেবেলে | ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:২৫487776
  • অরণ্য অনেকেই করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক মোহাম্মদ আজম, শিলচরের অধ্যাপক অর্জুনদেব সেনশর্মা, শ্রুত্যানন্দ ডাকুয়া প্রমুখ। আর খুব ছোট কিন্তু চমৎকার রিভিউ করেছেন অভিষেক সরকার। আর গুরুর সোমনাথ রায় কেবলই ঝোলাচ্ছেন!
  • এলেবেলে | ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:২২487775
  • অরণ্য, হ্যাঁ অর্ণব নাগ এই সময় পত্রিকায় বইটার রিভিউ করেছেন এবং ফেসবুকে আমার কাছে তুমুল ঝাড় খেয়ে অবশেষে স্বীকার করে নিয়েছেন যে একটি বই সম্পাদনা করা ছাড়া বিদ্যাসাগর বিষয়ে তাঁর অবদান শূন্য। আমি বরং ওঁর সম্পাদিত রমাপ্রসাদ চন্দের লেখাপত্রে্র ভুল ধরায় এবং সেই বইটিকে ব্যবহার না করে প্রবাসীর মূল প্রবন্ধগুলো ব্যবহার করব বলায় উনি নিজে থেকে আমাকে তাঁর তেঘরিয়ার বাড়িতে যেতে বলেছেন।
     
    না ম্যাগনাম ওপাস নয়, ম্যাগনাম ধপাস। আমার সব লেখাই তাই হবে। নইলে গুরুর ওপরচালাকদের ইজ্জত থাকবে না। যারা বিদুর ইঞ্জিরি শুনলেই টকাস করে ব্রায়ান হ্যাচারের নাম বলতে পারে কিন্তু রামুর ইঞ্জিরি শুনলেই গা ঢাকা দেয়।
     
    আরে ঘুঘু আর সেয়ানা ঘুঘুর মধ্যে বিস্তর ফারাক।
  • dc | 27.57.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:২২487774
  • আমিও কজের চাপে কতো কি লিখতে পারছি না, সব পোস্টও পড়া হচ্ছে না :-( 
     
    আপাতত কাজ করি গে :-(
  • dc | 27.57.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:২০487773
  • চট করে একটা ভালো গান শুনে নিনঃ 
     
  • Tim | 2603:6010:a920:3c00:1cf2:b470:8097:***:*** | ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:১৯487772
  • ব্যর্থ সৃষ্টি (এবং অনাসৃষ্টি) নিয়ে আমারও কী যেন একটা বলার ছিলো কিন্তু সামনেই কাজের সাগর পাড়ি দিতে ডাকে।
    আর হুতোকে সামনে পেলেই না লেখার অজুহাত আর না লেখা নিয়ে রসিকতা করার জন্য ঠ্যাঙানো উচিত। কারুর যদি এই কারণটা পছন্দ না  হয়, তাহলেও ঠ্যাঙান।  কারণটা বড়ো কথা না, আগে ঠেঙিয়ে তারপর কোন একটা কারণ খুঁজে নিলেই চলবে। 
  • aranya | 2601:84:4600:5410:18fb:aac:3c1e:***:*** | ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:১১487771
  • ধুর, হুতো মোটেই ঘুঘু নয়। ঘুঘু-র ছবি দিলেই কি আর কেউ ঘুঘু  হয়! 
  • aranya | 2601:84:4600:5410:18fb:aac:3c1e:***:*** | ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:০৯487770
  • এলেবেলে, রঞ্জন দা বাদে আর কেউ তথ্যপূর্ণ সমালোচনা বা আলোচনা করেছেন? 
    কদিন আগে এইসময়ে একটা উঃ সম্পাদকীয় ছিল, সেটা একটু দেখেছি, পুরোটা পড়া হয় নি  
     
    আপনার বই তো ম্যাগনাম ওপাস, ভাল আলোচনা ডিজার্ভ করে -সে পক্ষে বা বিপক্ষে, যাই হোক 
  • এলেবেলে | ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:০৮487769
  • বেশ আপনি যে নিননিছা (যে সন্দো আমি অনেকদিন আগেই করেছি) সেটা নিজে মুখে মেনে নিয়েছেন বলে খুশি হলাম। এবারে হুতোশ্রী আপনি বাপু মেনে নিন তো যে আপনি একটি আদ্যন্ত সেয়ানা ঘুঘুও বটে। তবে ষোলোকলা পূর্ণ হয় আর কি। 
  • এলেবেলে | ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:০২487768
  • ও হ্যাঁ, আরেকটা কথা। রঞ্জনবাবু বিদুভক্তদের নতুন সেনসেশন হয়ে ওঠায় ফেসবুকে যেটা লিখেছি সেটা এখানেও থাকুক। আশা করি তাতে রঞ্জনবাবু ভুল বুঝবেন না আমাকে। কারণ আমাদের মধ্যে অলিখিত চুক্তিই আছে এ বিষয়ে আমরা পরস্পর পরস্পরকে এক ইঞ্চি জমি ছাড়ব না কিন্তু তাতে ব্যক্তিগত সম্পর্কে সামান্যতম চিড়ও ধরবে না। তাই সাহস করে লিখছি ----
     
    রঞ্জনবাবু অত্যন্ত মেধাবী ছাত্র। প্রতিটি পরীক্ষার প্রতিটি প্রশ্নে তিনি দশে দশ কিংবা সাড়ে নয় পেয়ে থাকেন। কিন্তু এবারের পরীক্ষায় একটা প্রশ্ন কমন পড়েনি। উনি হাতির রচনা মুখস্ত করে এসেছিলেন। এবং ফাটিয়ে লিখে ওই সাড়ে নয় তুলে নেবেন ভেবেছিলেন। কিন্তু এসেছে ইঁদুর সম্পর্কিত রচনা। পূর্ণমান একই। ফলে কোনও ক্রমে টেনেটুনে সাত বা সাড়ে সাত (আসলে ছয় পাওয়ার কথা কিন্তু বরাবরের মেধাবী ছাত্র বলে শিক্ষকেরা একটু বিশেষ স্নেহ করেন) পাওয়ার জন্য উনি গোটা লেখা জুড়ে যেটা করে গেছেন সেটা হল --- বললেই হল ইঁদুর? এই দেখুন স্যার গজদন্ত। এই শুনুন স্যার বৃংহণ। তাছাড়া গজাননের মুখটি কিন্তু হাতিরই, ইঁদুর তাঁর বাহন মাত্র। এবারে বিশ্বাস করলেন তো স্যার যে ওটা আসলে হাতিই? কেননা হাতির...।
  • Abhyu | 47.39.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:০১487767
  • একবার ধুলোখেলাতে একটা পত্রিকার অ্যাকসেস রিকোয়েস্ট দিয়েছিলাম, তো আমাকে বলে যে ফেসবুকে একশটা ফলোয়ার যোগাড় করে দিলে তবে দেবে!
  • aranya | 2601:84:4600:5410:18fb:aac:3c1e:***:*** | ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৯:০১487766
  • হুতো হল গর্বিত নিননি, কারণ সে ছাগলামি করে না 
     
    কিছু নিননি ছাগলামি করেন, তারা ​​​​​​​হইল ​​​​​​​নিননিছা 
  • r2h | 2405:201:8005:9947:dce5:5996:bff3:***:*** | ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫৬487765
  • এই তো কদিন আগে ভবম হাজাম নামে লিখলাম। তাছাড়া ভাটের বাইরে নিননিছা অবতারে কাব্য শিল্প এইসবও করে থাকি। তার সৃষ্টিশীলতার মূল্য থাকুক না থাকুক, নিননিছাপনাটুকু একেবারে খাঁটি।
    সেদিন একজন জিজ্ঞেস করছিল, এইটা কেন কর, খুঁজে তো পাওয়া যায় না। আমি বলেছিলাম খুঁজে না পাওয়া যাওয়ার জন্যই করি, নিজের লেখাপত্র নিজেও যেন খুঁজে না পাই, আর না হলে ব্যর্থ সৃষ্টির প্রতি প্রবল আসক্তি হয়, যেটা কারো জন্যই কাজের না।
  • /\ | 115.114.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫৬487764
  • মুশকিল হল ফোল্ডারটা দুজন আলাদা লোকের ওনারশিপ। একজন sunanda mitra (santubug/gmail) আরেকজন Shounak Ultimate Spin (Shounakexpectdaunexpected/gmail) আমার বহুদিন ধরেই অ্যাক্সেস আছে, ফলে এই অ্যাক্সেস রিকোয়েস্ট যে সেট করা হয়েছে তা জানি না, আমায় দেখাচ্ছেও না।
    কী আর করা, রিকোয়েস্ট করেই দেখতে হবে অ্যালাউ করে কিনা।
  • r2h | 2405:201:8005:9947:dce5:5996:bff3:***:*** | ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৮:৫১487763
  • এলেবেলে, স্যরি পুরো পোস্টটা পড়িনি, এক্ষুনি একটা মিটিং আছে, সেরে পড়বো, কিন্তু আমার একটা ফেভারিট টপিক দেখে উত্তর দিতে লাফিয়ে এলাম - নিননিছা, অর্থাৎ অচেনা নিক, হ্যাঁ আমি প্রায়শই অচেনা ওয়ান টাইম নিকে লিখি।

    তবে ঐ দিয়ে গালাগাল ইত্যাদি দিই না, ভাটে হাজার রকম ঠ্যাং টানাটানির পরেও মোটামুটিভাবে কর্ডিয়াল পরিবেশ থাকা, মতান্তর হলেও মনান্তর না হওয়া এবং নিতান্তই মতান্তর হলে এড়িয়ে যাওয়া, এই জিনিসগুলো আমি মেন্টেন করি, সম্ভব হলে এনফোর্সও করতাম, তবে সেটা তো সম্ভব না।

    কিন্তু নিননছা যদি বলেন, হ্যাঁ আমি একজন গর্বিত নিননিছা।
  • Abhyu | 47.39.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪৫487762
  • মানে ক্লিক করলে প্রথমে লগিন করতে বলছে তারপরে রিকোয়েস্ট পাঠাতে বলছে। সেটাই কি টার্গেট না ভুল সেটিং?
  • Abhyu | 47.39.***.*** | ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪৩487761
  • সোমনাথ,
    চাঁদমামার লিঙ্কে ক্লিক করলে এই হচ্ছে
  • এলেবেলে | ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৮:৪২487760
  • হুতো একটি সেয়ানা ঘুঘু। এবং আমার ধারণা এখানে অনেক নিননিছার নিক তার নিজেরই (সত্যি না হলে খুশি হব)। রঞ্জনবাবু তাঁর মতো ব্যাখ্যা দিয়েছেন যার কোনও দায় বা দায়িত্ব আমার নেই। 
     
    প্রথমে প্রত্যুত্তর দেব ভেবে এক কিস্তি লিখেছিলাম। অতঃপর খ বারণ করেন এবং তাঁর বারণ করার কারণটি যথেষ্ট যুক্তিসঙ্গত মনে হওয়ায় উত্তর দেওয়া থেকে বিরত থেকেছি স্বেচ্ছায়। রঞ্জনবাবুও সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন। শুধু একবার কথার খেলাপ করে কয়েকটি কথা একটি অধ্যায়ে লিখেছিলাম। তারপর থেকে শুধু পড়ে গেছি, উত্তর দিইনি। বিশেষত নন্দিনীদি বা লুডো রোশার এমনকি রঘুনন্দনের দায়তত্ত্বের উল্লেখ না করে রঞ্জনবাবু যখন কোশাম্বিকে দিয়ে উত্তরাধিকার আইনকে খণ্ডন করার চেষ্টা করেছেন বারংবার, তখন উত্তর দেওয়ার প্রয়োজনও হয় না।
     
    যে পর্বটিকে উনি সেরা বলে মনে করেছেন তার জন্য বরাদ্দ করেছেন মোটে একটা অধ্যায় এবং সেটাও যথেষ্ট চেপেচুপে। গোটা বইতে রবীন্দ্রনাথ দিয়ে ছয়লাপ করে দেওয়া হয়েছিল শুধু বিদ্যাসাগরচরিতের প্রচলিত ন্যারেটিভকে কচুকাটা করতে। রঞ্জনবাবু চুপ। তারানাথ তর্কবাচস্পতিতে চুপ এবং মোটে ৫০০টি বিধবাবিবাহ গোটা উনিশ শতক জুড়ে হলেও সেটিকেই বাড়িয়ে ২০% নিয়ে গেছেন। কাজেই...। এ বিষয়ে যথোপযুক্ত মন্তব্যটি করেছিলেন 'আর'। তারপরে আমার উত্তর দেওয়ার কোনও মানেই হয় না।
     
    কিন্তু এই নীরবতা বিদ্যাসাগর পূজারীদের হাতের অস্ত্র হয়ে উঠেছে। অনেকেই রঞ্জনবাবুর লেখাটার উল্লেখ করে ঠারেঠোরে আমাকে খোঁচা মারতে ছাড়ছেন না। গুরুতে তো বটেই, ফেসবুকেও। কাজেই রঞ্জনবাবু এখন বিদুভক্তদের নতুন সেনসেশন!
     
    রামমোহন বইমেলা হোক ছাই না হোক জানুয়ারিতে প্রকাশিত হবে কি না জানি না। বইমেলার দিকে তাকিয়ে বই প্রকাশের তাড়া আমার নেই। কোনও দিনও হবে না। আমি খ-র সুপরামর্শ মেনে কেবল লেখায় মন দেব। কাজেই কোনও কালেই রঞ্জনবাবুর বিদ্যাসাগরের রিজয়েন্ডার লিখব না (যদি না ঔপনিবেশিক ন্যালাখ্যাপা ফের এখানে ন্যালাখ্যাপামি শুরু করেন)। কারণ বিদু-রামু নিয়ে রঞ্জনবাবুর অ্যাজেন্ডাও নেই, খারাপ ইন্টেনশনও নেই। কিন্তু ন্যালাখ্যাপাদের সেটা আছে। ফলে ময়দান ছাড়া যাবে না।
     
    এবার থেকে আমার প্রত্যেকটা বইয়ের কলকাতা ও বাংলাদেশ সংস্করণ হবে এবং ইংরেজি সংস্করণও হবে। কথা প্রায় ৯০% পাকা। আমার শর্তে তাঁরা রাজি হলে আমার সমস্ত বই একই প্রকাশনা থেকে প্রকাশিত হবে। কাজেই গুরুর মামুকে 'সামন্তপ্রভু' সাজিয়ে যারা 'একটা হার দাও রাজজ্যোতিষীরে' শুনতে চাইছেন, তাঁদের ল্যাজে আগুন এবং মুখটি পুড়বে শীঘ্রই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত