ব্রতীনদা, না, সত্যিই তাই, বাসন ধোয়া আমার কাজ (দেশে না থাকলে)।
এদিকে গুছিয়ে বৃষ্টি হচ্ছে। তাই আজ বাজার যাই নি। তাই ইলিশের বদলে ডিমভাজা দিয়ে খিচুড়ি। যা পাওয়া যায় এই মার্কেটে।
হুতো!! :)))
ইহা কি সত্য, নাকি কবির কল্পনা? :))
আরে আরে এই a আমি নই। মহিলাদের স্ট্রেস নিয়্যে আমার কোন বক্তব্য নেই কি বিপদ
সেকালের মহিলাদের রান্না বাসন মাজা প্রভৃতি বিবিধ স্ট্রেসবাস্টার নিয়ে আনন্দে জীবন কেটে যেত, এখন চাকরিবাকরি নিয়ে মহিলাদের লাইফও স্ট্রেসফুল হয়ে গেছে। জালিম দুনিয়া।
প্যরাবোলা ইলিপ্স এসবের সহজে শেখানোর কিছু ভিডিও দিন না
রাতে খাওয়ার পর সোহাগের দাদু দিদা ঠাকুমাকে ফোন করার সময়। দাদু রোজ জিজ্ঞেস করেন তুমি কী করছো, মা কী করছে, বাবা কী করছে। সোহাগ বলে মা মোবাইলে গেম খেলছে, বাবা বাসন ধুচ্ছে।
বারবার এই শুনতে শুনতে সোহাগের দাদু একদিন আর ক্ষোভ চেপে রাখতে পারেননি, মেয়েকে এইরকম শিক্ষা দিয়ে মানুষ করেছিলাম বলে একটু হাহুতাশ করেছিলেন।
ঢেঁকুর তুলে যেই না শেষে আঃ বলেছি সবে ,
ওপর থেকে হুকুম এলো বাসন ধুতে হবে
(সব ধুতে হবে, সব ধুতে হবে )
* হলুদ রঙা
অন্তরা :
হলুদ লাগা এঁটেল আঠা লাগা ভাতের ফ্যান
খুন্তি হাতা চামচ কাঁটা কড়াই বা সসপ্যান
সব ধুতে হবে, সব ধুতে হবে
আমার যে সব ধুতে হবে সে তো আমি জানি
খাবার যত বাসন কোসন, দিয়ে ঠাণ্ডা পানি
সব ধুতে হবে, সব ধুতে হবে
তবে একটা জিনিষ পরিষ্কার, নেক্সট ঝেন ঝিয়াং এর এশিয়ান গেমস থেকে,ভারত প্রচুর পদক তুলবে।
বাসন ধুতে তো আমারও ভাল্লাগে! বিশেষ করে বৌ এর সাথে গল্প করতে করতে ধুতে তো আরও ভাল্লাগে।
এই ড্রিলটার নাম কী? ব্যাপক তো!
https://scroll.in/field/1002318/a-mighty-eighty-seven-point-five-eight-thank-you-neeraj-chopra
অঙ্কটার উত্তর আমি বলে দিচ্ছি। ভারত সরকার এখনো tops ( পুরো কথা টা ভুলে গেছি) এথলিট দের সাথে যা বিহেভ করছে, দরকার মতো ডায়েট দিচ্ছে না, কোচিং স্টাফ কে টাকা দিচ্ছে না। এসব চালিয়ে গেলে পদক কমবে বই বাড়বে না। যেখানে চীন, আমেরিকা, রাশিয়া এত উৎসাহ দিচ্ছে, সাহায্য করছে, ভারতের আরো সচেষ্ট হতে হবে। সরকার শুধু প্রচার করলেই হবে না, যে আমলা তন্ত্র ক্রীড়া জগৎ কে নাগপাশে আটকে রাখছে তার ফাঁস ও খুলতে হবে।
নীরজ এর জার্মান কোচ যিনি একমাত্র 100 ম দূরে জাভলিন থ্রো করেছিলেন, তিনি প্রচুর অভিযোগ জানিয়েছেন অসহযোগিতা নিয়ে, সাই, afi এর তরফ থেকে।
"যখন আমার তোদের মতন বয়েস ছিল " - ওটা আমার প্রিয় ডায়ালগ দ ।
বিদ্যমন্দিরের গ্রূপে প্রায় ই বলে থাকি। :)))
টিম:))))
কিন্তু ব্রতীনবাবু তো মনে হয় জন্মবুড়ো। কস্মিনকালেও কচি ছিলেন বলে মনে হয় না।
কেকে, আমারো বাসন ধুতে খুব ভাললাগে। প্রচন্ড ভাল স্ট্রেসবাস্টার।
বোতিন্দার টেমপ্লেট স্টেটমেন্ট টা থেকে একটা ভালো অঙ্ক হয়। দেখুন আপনারা চেষ্টা করে, বাসন ধুতে ধুতেই যদি কষে ফেলতে পারেন।
যখন অপুর বয়স কেকের বর্তমান বয়সের সমান ছিলো, তখন বোতিন্দার কর্মক্ষমতা "n" হলে, ভারতের পরের অলিম্পিকে মেডেল সংখ্যা কত হবে?
কেকে শুধু ধোয়া কেন, মোছাও একটা কাজের মতো কাজ। সেই পোয়ারোর একটা এপিসোডে দেখেছিলাম, হেস্টিংস ধুচ্ছে আর পোয়ারো মুছছে। দুজনেই নিবিষ্টমনে কেস নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছে। আর তারই মাঝে যেগুলো ধোয়া ভালো হচ্ছে না, সেই ডিশগুলো পোয়ারো আবার ফেরত পাঠাচ্ছে। :)
একদম। কাজ করো, কাজ করো,কেকে। তোমাদের মতো বয়েসে কত কাজ করেছি।:)))
সুকি, অনেক অভিনন্দন। লেখকের অটোগ্রাফ সমেত বই চাই।:))
আমিই ধুই। মাইন্ডফুলি বাসন ধুলে সেটাও এক রকম এঞ্জয়মেন্ট :-)
আচ্ছা, আপনারা এই যে এতো রান্না করেন তারপর বাসন ধোয় কে? রান্না করে যে স্ট্রেস গেলো, সে যদি বাসন ধোবার সময় বিরক্তি সহ ফেরৎ আসে তখন ওই ডবল লোড সাম্লান কেমং করে?!
আচ্ছা
ও, ঐখানে একটু টাইপো হয়েছে। পার্সলে দিলেই হবে।
লাস্টে কী কী পাতা দেবো?
না না, পুরো কালো দিয়েই করো না। বেশি স্বাদ হবে।
বেশ থ্যাঙ্কু। সাদা চাল মেশাবো?
ওয়াইল্ড রাইস পিলাফ খুব ভালো হয়। মাখনে পেয়াঁজকুচি, মাশরুম, মটরশুঁটি, আমন্ডের ফালি দিয়ে কষে নাও। এবার ওয়াইল্ড রাইস দিয়ে আরেকটু নেড়েচেড়ে ,নুন দিয়ে, চিকেন ব্রথ দিয়ে সেদ্ধ করো। লাস্টে আর পার্সলে পাতার কুচি ছড়িয়ে দিও।একটু ড্রাই ক্র্যানবেরী দিলেও ভালো লাগে। সেদ্ধ হতে বেশ অনেকটাই সময় নেয় অবশ্য।
https://www.kroger.com/p/reese-all-natural-paddy-grown-minnesota-wild-rice/0007067001022?fulfillment=PICKUP&searchType=default_search
পিওর কালো, ব্লেণ্ড নয়। রেসিপি দাও দেখি একটা।