মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে বাংলা লিখছি তার ওপর নির্ভর করছে। শুরুর দিকে অনেক সফটওয়ার পাওয়া যেত যেগুলো ইউনিকোড নয়, সেগুলো অনেকই ছিল শুধুমাত্র উইন্ডোজ মেশিনে (বা ইউনিক্সে) ব্যবহারযোগ্য ফন্ট।
এখন প্রায় সবকিছুই ইউনিকোডে। এখন অসুবিধে হবার কথা নয়।
রঞ্জনদার পড়াবই লেখাটা এখন প্রথম পাতায় ঠিকঠাক আসা উচিত।
আমি তো ভাবলাম ওটা খ দার লেখা!
আছিছি, ডিসি কী যে বলেন, নিননিছা পোস্ট, ছবি ও সই নেই, লগিন নেই, নোটারি করা পরিচয়পত্র নেই, তিন সেট ফটোকপির ওপর অ্যাটাস্টেশন নেই- কী করে ওমনি আপনি খ দা ভেবে ফেললেন?
মোবাইলে লেখা বাংলা ইউনিকোড। নির্দ্বিধায় পাঠিয়ে দিন।
মোবাইলে লিখি।
Play Store থেকে word download করে লিখি।
যাদের পাঠিয়েছিলাম তারা বলছে পড়তে পারছে । আশা করি আবাপ পড়তে পারবে।
কিন্তু ওদের বিজ্ঞাপনে ইউনিকোড বিশেষ ভাবে উল্লেখ করেছে বলে একটু দ্বিধায় আছি।
এক্ষেত্রে যে ভাবে লিখে email করে দিলে মনে হয় কোনো অসুবিধা হবে না ।
ইউনিকোড উল্লেখ করতে হলে কি লিখতে হবে ?
যারা এ ব্যাপারে সাহায্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ ।
ল্যাদোষ, রঞ্জনদার লেখাটা প্রথম পাতায় আসছে না। পড়াবইতে গেলে দেখা যাচ্ছে কিন্তু প্রথম পাতায় নেই।
আরে আগন্তুক ওয়ার্ডে টাইপ করে লেখেন মানে সম্ভবত ইউনিকোড-এই লেখেন। অভ্র ইউজ করেই নিশ্চয় লেখেন। আর কিছু করতে হবে না,ওটাই পাঠিয়ে দিলে চলবে। আগন্তুক ওয়ার্ডে বাংলা কীভাবে টাইপ করেন? কোন সফটওয়ার ব্যবহার করে? উইন্ডোজ কম্পিউটার হলে নির্ঘাত অভ্র কীবোর্ড দিয়ে তাই তো? সেটাই ইউনিকোডে লেখা।
আগন্তুক,
আপনি কি অভ্র ব্যবহার করেন? তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে অভ্র অন করে যা লিখছেন সেটিই ইউনিকোড।
আমি তো ভাবলাম ওটা খ দার লেখা!
Lcm
Play Store থেকে Microsoft word download করে বাংলা টাইপ করে অনেক বন্ধুকে পাঠিয়েছিলাম। তারা পড়তে পারছে ।
কিন্তু আবাপ এর বিজ্ঞাপন এ লেখা পড়ে একটু কনফিউজড হয়ে আছি
যাই বলুন ০৪ জুলাই ২০২১ ০১:৫৪-এর পোস্টে দুইজনকে সান্ত্বনা দিয়েই লেখা প্যারা দুটির কোনও তুলনা নাই। একদম ইস্কুলের দিনগুলি মনে পড়ে গেলো। ঠিক, একদম এই ভাবেই দুপক্ষকে সামলাতে হতো। কত বার যে এই প্যারা দুটি পড়লাম! গুরু যেন চিরকাল এই রকম চাইল্ডলাইক সিমপ্লিসিটি নিয়েই থাকে -- এইটুকুই চাই।
L c m,
ধন্যাবাদ ।
চেষ্টা করে দেখব।
পরিবার পরিকল্পনা ফেল করেছে বলে
আচ্ছা, আমাদের দেশে ভালো ভালো উদ্যোগ শেষ পর্যন্ত পরিবারতন্ত্রের খপ্পরে পড়ে যায় কেন?
নীললোহিতের এক গল্পে ছিল দিকশূন্যপুরে বিজন বলে একজন মুরগী দেখাশোনা করত। এক মারামারিতে যাবার আগে নীললোহিত ঠিক করে বিজনের বাড়ি যাবে। কারণ তার বাড়ি গেলে বিজন ডিমসেদ্ধ খাওয়াবে, তাতে গায়ে জোর হতে পারে। ঃ-)
বিশ্বভারতী রবীন্দ্রনাথের আইডিয়া সংক্রান্ত আনন্দবাজারের লেখাটা পড়ে সারমর্ম যা বুঝলাম :
ডিমক্রেসি, বা ডিমক্রেজি - মানে এই এগ-অ্যাডিকশন বা এগ্যাডিক্ট - এটা ঝামেলার ব্যাপার - ওই ফাঁকা মাঠের মধ্যে এত মুর্গীর জোগান দেওয়া...
আগন্তুক - যে কথাটা বলা হয় নি, ক্রোম এক্সটেনশনে google input tools এ লিখলে সেটা ইউনিকোডে। তার থেকে মাইক্রোসফট ওয়ার্ডে ডাউনলোড করলে সেটাও ইউনিকোড।
&/ , না তো, কোনো লেখা তো চোখে পড়েনি ইদানীং। কোথায় বেরিয়েছে ?
আগন্তুকের লেখা পড়ে মনে হচ্ছে ইমেইল করে পাঠাতে বলছে ।
একটা উপায় হতে পারে - গুগল ডক খুলে, সেখানে বাংলায় লিখে, তারপরে ওখান থেকে মাইক্রসফট ওয়ার্ড হিসেবে ডাউনলোড করে সেটা ইমেইলে পাঠানো। আমি এভাবে বাংলা লেখা মাইক্রোসফ্ট-ওয়ার্ডে পাঠিয়েছি, প্রাপকের পড়তে অসুবিধে হয় নি।
ওহো! কিন্তু আনন্দবাজারে লেখা পাঠায় কি করে, ইমেইল করে নাকি ওদের কোনো ইন্টারফেস আছে যেখানে লেখা জমা দেওয়া যায়। ওদের সাইটে কোথাও কি কিছু লেখা আছে, মানে এইসব ইউনিকোড এসব ইন্সট্রাকশন কোথায় আছে।
Lcm
আপনি পোস্ট ভালো করে পড়েননি।
রবিবাসরীয় তে লেখা পাঠানোর কথা বলেছি।
মাইক্রোসফট ওয়ার্ডে লিখে পাঠাতে বলেছে।
ইউনিকোড ব্যাপারটা বুঝতে পারছি না।
আরে আরে অভ্যু তোমাদের সেই পুকুরে সাঁতার দিয়ে কে যেন পরিসংখ্যানবিদ থেকে গণিতজ্ঞ হয়ে গেলেন??? ঃ-)
আর, প্রশান্তচন্দ্রকে নিয়ে এই লেখাটা বেরিয়েছে।
https://www.anandabazar.com/rabibashoriyo/life-story-of-prasanta-chandra-mahalanobis/cid/1289391
কিন্তু আমি তো রবিবাসরীয়্তে গেলাম, পড়তে পারছি -
https://www.anandabazar.com/rabibashoriyo
আনন্দবাজার পত্রিকাতে যে প্রতি রবিবার গল্প বের হয় সেগুলোতে ইউনিকোড চাইছে।
সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা টাইপ করে গুলো লিখি। কিন্তু ইউনিকোড বুঝি না বলে পাঠাতে পারিনা ।
স্যান্ডি, আছেন? শান্তিনিকেতন নিয়ে এক খুবই ইয়ে মানে ইয়ে লেখা বরিয়েছে শুনছি। পড়লেন ?
একটা সামারি দিন প্লীজ কেউ। দেশ ও দশের, ভূ ও ভারতের, গুর্চ ও ভাটিয়ালির।
প্রেমেন্দ্র মিত্র - ঠিক। থ্যাঙ্কু।