"তদেজতি তন্নৈজতি তদ্দূরে তদ্দন্তিকে।" তিনি চলেন এবং তিনি চলেন না, তিনি দূরে এবং তিনি কাছে।
-খুবই ধাঁধালো জিনিস। ঃ-)
কিন্তু মহাকাল তো চঞ্চল নহেন। কাল চঞ্চল কিন্তু মহাকাল এক্কেবারে স্থির বিয়ন্ড টাইম, নয়?
একদম ঠিক - এক্সাক্ট কোটটা ছিল চঞ্চল অর্থ এখানে স্থির, চঞ্চল অর্থ মহাকাল যিনি একই সঙ্গে স্থির এবং অস্থির - মানে মুভিং আর কি | এর বেশি জিজ্ঞেস করবেন না, আমি এত ব্যাখ্যা জানিনা , শুনেছি তাই বললাম |
ঐ শিবের ব্যাখ্যাটাই মনে হয় ঠিক - মানে একই সঙ্গে শান্তরূপ রুদ্ররূপ
অরণ্যদা, টিনটিন তখন প্রিস্কুলে যায়। ক্লাশে দুজন শিক্ষকের মধ্যে একজন সদাই প্রশংসা পান।অন্যজনের নাম শোনাই যায় না। একদিন বল্লাম কী ব্যাপার, ওনার কথা তো কখনো বলো না। উত্তর এলো," মিসেস মাইনরের দিয়া তো কোনও কাজই হ্য় না" তখন এহেন উত্তরে বাক্যিহারা হয়ে গেলেও এই 'দিয়া' শব্দটা বাড়িতে চালু হয়ে গেল।সেই দিয়াই এখনো চলছে।দ্বারা,দিয়া, কর্তৃক- তৃতীয়ার বেশি উনি আর এগোতে পারেন নি:-)
না না শাড়িগুলোর সুটকেসটা পাওয়া যায় নি, ব্লাউজের সুটকেসটা এসেছিল শুধু। এয়ার ইণ্ডিয়া।
ওটা নেহাতই রুচিরাদিকে বলা :)
নজরুল বলেছিলেন মহাকালের কোলে এসে গৌরী হল মহাকালী। উমা হল ভৈরবী হায় বরণ করে ভৈরবেরে। উমার মেয়ে লক্ষ্মী সরস্বতী দুজনেই, বাঙালী মতে।
আচ্ছা, ওই কাউণ্টেবলি ইনফাইনাইট শাড়ি ভর্তি সুটকেস যেটা হারিয়ে গেছিল বিমানপথে, সেটা কি পরে পাওয়া গিয়েছিল? আর অন্য সুটকেসটা? যেটায় ম্যাচিং ব্লাউজ ছিল? সেটা পাওয়া গেছিল?
আর লক্ষ্মী নাকি উঠেছিলেন ক্ষীরোদ সমুদ্র থেকে।
সরস্বতী ব্রম্মার মেয়ে না ?
মহাকাল হলেন শিব। তাঁর মেয়ে হলেন সরস্বতী।
চঞ্চল যখন নাম রাখা হয় সে নামের ইন্টারপ্রিটেশন মহাকাল - আমাদের বাড়িতে এটাই শুনেছি
কিন্তু কেউ তো বললেন না বুদ্ধদেব দাশগুপ্তের সিনেমাগুলো কেমন? 'দূরত্ব' দেখেছেন কিনা?
কথায় বলে টাইম ইজ মানি। তাহলে দাঁড়ালো চঞ্চল আর চঞ্চলা একই লোক।
তিনি কোনো কোনো ক্ষেত্রে অচলা হইয়াও থাকেন আম্বানি টাম্বানিদের ঘরে। ঃ-)
তাইলে চঞ্চল আর চঞ্চলার সম্পর্কটা কী খাড়াইল?
কিন্তু মহাকাল তো চঞ্চল নহেন। কাল চঞ্চল কিন্তু মহাকাল এক্কেবারে স্থির বিয়ন্ড টাইম, নয়?
মা লক্ষ্মী তো চঞ্চলা মানে ছটফটে হিসেবেই বলা হয়। কারও ঘরেই চিরকাল বাঁধা থাকেননা। চলে চলে যান; আজকের ধনী পরিবারে কাল তাদের "তাল পুকুরে ঘটি ডোবে না" অবস্থা হয়ে যায়।
আহা আমাদের সেই ভার্চুয়াল সিনেমার নায়ক ছিলেন চঞ্চল। সেই বালার আমলে। তিনি সবাইকে নিজেই চা দিতে চাওয়ায় একজন পাঠক ক্ষেপে গিয়ে বললেন সিনেমা জমবে না এত ক্যালানেকাত্তিক নায়ক হলে। তার চেয়ে ঐ গরম চা ভিলেনের মাথায় ঢালুন, সিনেমা জমে যাবে। ঃ-)
যেমন চঞ্চলা নামের অর্থ লক্ষ্মী
চঞ্চল যখন নাম রাখা হয় সে নামের ইন্টারপ্রিটেশন মহাকাল - আমাদের বাড়িতে এটাই শুনেছি
দিয়ানিয়া দেখে মনে পড়ল দুখেবাবু একবার বলেছিলেন দুই মেয়ে হলে নাম রাখা যাবে করিসনা আর করিমা।
আরে! এখন তো হচ্ছে!!!!
স্ফুরিত হয়ে গেল
হ্যাঁ, এল সি এম, বিদ্যুৎ স্ফুরিত লিখতে গিয়ে হল না।
এক ভদ্রলোক আগে টইতে 'একে ক্যালাও তাকে ঠ্যাঙাও' এরকম সব জ্বলন্ত জ্বালাময়ী কমেন্ট করতেন। তিনি আজকাল দেখি সজল নয়নে কম্পিতহৃদয়ে মিঠা মিঠা কমেন্ট করেন। নির্ঘাৎ ইনি সম্প্রতি বৈষ্ণব হয়েছেন। ঃ-)
কে রেসিডেন্ট কবি - টিনটিন না ঈশেন ? নাকি দুজনেই?
***গ্র্যাজুয়েট (ল্যাদোশদার প্রবলেম gryaajuyeT vs grJaajuyeT)
তারপর সে যখন গ্র্যাজুয়েট করবে তখন গাড়ি কিনে দেবে - কিয়া। বাচ্চা হবার সময় রেজিস্ট্রি করবে - আইকিয়া ইত্যাদি।
বোনের বন্ধু মেয়ের নাম রেখেছে নিয়া। তারপর থেকে আমি ভেবলে আছি। বাড়ির রেসিডেন্ট কবি বলেছেন চিন্তার কী আছে! পরের জনের নাম রাখবে দিয়া। ইংরেজি করে বলবে গিভএনটেক:-(
বাপ্পো! ভালো নামই অস্হির:))
দুই জমজ ভাইয়ের নাম যদি স্থবির আর জঙ্গম হতো, তাহলে একটা বলার মতো ব্যাপার হত।
আসলে ত তিন ভাই। স্থির স্থবির আর অস্থির।