এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • &/ | 151.14.***.*** | ২৩ জুন ২০২১ ২৩:২২482770
  • শুধু সে না, তিনি ও নিউট্রাল।

  • &/ | 151.14.***.*** | ২৩ জুন ২০২১ ২৩:১৯482769
  • হুতো, খেয়াল করে দেখবেন, ইংরেজীতে হি আর শি আছে, জেন্ডার নিউট্রাল ওঁরা নন। কিন্তু বাংলায় সে। জেন্ডার নিউট্রাল। মানুষ এর ব্যাপারেও তাই। ইংরেজীতে ম্যান বলামাত্র পুরুষমানুষ বোঝায়, কিন্তু বাংলায় মানুষ হল মানুষ, মহিলা বা পুরুষ। তফাৎ করতে পুরুষমানুষ আর মেয়েমানুষ বলা হয়। ইংরেজী সেরকম জেন্ডার নিউট্রাল না, তাই এখন হিউম্যান(মানুষ), দে(সে) ইত্যাদি এনে চেষ্টা করা হচ্ছে।

  • | ২৩ জুন ২০২১ ২৩:১৮482768
  • কেকেমণি দুঃখু পেয়ো নি। তোমায় তো সেই বালা থেকে বড্ড ভালা পাই।  আমার আজ সকালের দিকে হাতে সময় ছিল এট্টু তাই  বক্তব্য রাখছিলাম। তুমি যে দিব্বি ফাজিল টাইপ তা আমরা অনেকেই জানি ত।

  • | ২৩ জুন ২০২১ ২৩:১৫482767
  • স্যান্ডি আপনি স্বচ্ছন্দে বলে যেতে পারেন। আমার অসুবিধে হলে আমি প্রথমেই কটাশ করে বলে দিতাম। ভাটেই বহু আগে দিয়েছি কাউকে কাউকে।

  • &/ | 151.14.***.*** | ২৩ জুন ২০২১ ২৩:১৪482766
  • মামা সম্বোধন জিনিসটা মাঝে সাঝে বেশ জটিল। একজনের নাম ছিল রণদা। তাঁকে লোকে রণদামামা ডাকত। ঃ-)

  • &/ | 151.14.***.*** | ২৩ জুন ২০২১ ২৩:১২482765
  • বহু লোকজন হাসিমুখে বিন্দাস ঘুরছেন, মাস্ক আর পরতে হয় না। কিছু কিছু লোক অবশ্য এখনও মাস্ক পরেন।

  • Abhyu | 198.137.***.*** | ২৩ জুন ২০২১ ২২:৫২482764
  • এদিকে করোনা তো পুরো কন্ট্রোলে মনে হচ্ছে। কিছুদিন আগে ক্রোগারে কোভিড প্রোটেকশনের জিনিস ৭৫% অফে দিচ্ছিল - এখন দেখি "ফ্রী কোভিড প্রোটেকশন টুলকিট" বিলোচ্ছে। তাও নেবার লোক নেই। আবার বলে একজন একটার বেশি নেবেন না পিলিজ।

  • র২হ | 49.37.***.*** | ২৩ জুন ২০২১ ২২:৪৮482763
  • সম্বোধনের ব্যাপারে যেহেতু আমিই প্যাঁচাচ্ছিলাম তাই আর দুটো কথা বলি।


    আমার আপত্তিটা একেবারে জেন্ডার বায়াসের জায়গা থেকে। আর না হলে কে কাকে সেজপিসে ডাকবে আর কে কাকে মেজবৌদি ডাকবে তাতে আমার কী। 


    কাজের জায়গার অভিজ্ঞতায় দেখেছি, লোকজন যখন কাল্পনিক ইউজারের কথা বলে, তখন ইনভ্যারিয়েবলি সেই ইউজারকে 'হি' বলে উল্লেখ করে। শি তো নয়ই, শি অর হি/ হি অর শি, বা জেন্ডার নিউট্রাল 'ইউজার'ও কদাচ। ভারতীয় প্রফেশনালদের মধ্যে এর ব্যতিক্রম দেখিনি, কোম্পানী, ডোমেন, প্র্যাক্টিস যাই হোক না কেন। আইটিতে, খেয়াল করে থাকলে আমি নিশ্চিত এটা আমার একার ইউনিক অভিজ্ঞতা না।


    তো, এসব আছে আরকি।


    কেকে, আমার অন্তত খারাপ লাগার কোন ব্যাপার নেই। বরং আমি আগে ব্যাপারটা লক্ষ্য করিনি, সেদিনের কমেন্টের পরই ধরতে পারলাম, তাই, বরং থ্যাংঙ্কিউ :)

  • &/ | 151.14.***.*** | ২৩ জুন ২০২১ ২২:৪৫482762
  • অভ্যু, কেকের প্রতি অত ভালোবাসা আর থাকতো না, যদি বাপুজী কেকের পাল্লায় পড়তে। ঃ-)

  • &/ | 151.14.***.*** | ২৩ জুন ২০২১ ২২:৩৪482761
  • ছোটো ছোড়দা। দু'বার ছোটো। ঃ-)

  • b | 14.139.***.*** | ২৩ জুন ২০২১ ২২:২৭482760
  • হারলেই কোহলি কাউঁ কাঁউ করবেঃ কেন ইন্ডিয়াতে খেলা হল না, কেন একটাই  ফাইনাল এইসব। 

  • b | 14.139.***.*** | ২৩ জুন ২০২১ ২২:২০482759
  • আমাদের বাবার জেনারেশনে দুজন ছোড়দা ছিলেন, যথাক্রমে বড়  ও ছোটো ছোড়দা । আমরা ডাকতাম যথাক্রমে বড়  আর ছোটো ছোড়দাজ্যেঠু । 

  • Abhyu | 198.137.***.*** | ২৩ জুন ২০২১ ২২:১৮482758
  • আরে আমাদের পাড়ায়ও তো ছিল। চিরকাল ছোটোভাইদা ডেকে এলাম। আমার থেকে দশ বছরের বড়ো হবে।

  • Abhyu | 198.137.***.*** | ২৩ জুন ২০২১ ২২:১৭482757
  • দেখুন কেকের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আমার সেই ছোটোবেলা থেকে। বিশেষ করে ফ্লুরিজের পাম কেকের প্রতি।

  • sm | 2402:3a80:1964:ef1c:378:5634:1232:***:*** | ২৩ জুন ২০২১ ২২:১৬482756
  • কারো নিক 'বড়দা 'হলে কি বলে ডাকবেন? আমাদের পাড়ায় দুই ভাইয়ের ডাক নাম ছিল ছোটবাবু ও বড়বাবু। বাড়ির লোক এই নামেই ডাকতো।পাড়ার ছোট্ট রা, এঁদের নামের সঙ্গে দিব্যি '''দা  জুড়ে দিতো।

  • b | 14.139.***.*** | ২৩ জুন ২০২১ ২২:১৬482755
  • ১৮ ওভার বাকি, ৪২  রান দরকার। 

  • syandi | 45.25.***.*** | ২৩ জুন ২০২১ ২১:৫২482754
  • হ্যাঁ, এই অনলাইন ফোরামে এই সম্বোধন করার ব্য়াপারটা জটিল। আমি বোধ হয় সবাইকেই নিক ধরে সম্বোধন করি দ আর রন্জন ছাড়া। দ-কে অনুমতি ব্য়াতিরেকে বার কয়েক দমুদি এবং রন্জনবাবুকেও ওনার অনুমতি না নিয়েই রন্জনদা বলে সম্বোধন করেছি। গত কয়েকদিনের ভাট পড়ে বুঝলাম যে আমার ওটা করা উচিত হয় নি। সর্বোপরি কেকে-এরও বিরক্তিপাদন করেছিলাম। পরে অভ্যুর পোস্ট দেখে ব্যাপারটা ক্লিয়ার হয় এবং কেকের প্রতি শ্রদ্ধা একটু বেড়েই যায়। যাইহোক এবার থেকে প্রত্যেককেই নিক ধরে সম্বোধন করব। আপাতত এটাই সব দিক থেকে নিরাপদ।  

  • এলেবেলে | ২৩ জুন ২০২১ ২১:৩৬482753
  • ২০:২৬-এর প্রেক্ষিতে সিদ্ধান্ত নিলাম


    ১. আজ থেকে সর্বদা লগিন করে এখানে লিখব।


    ২. কোনও ভেড়ুয়ার কথার পাল্টা উত্তর দেব না।


    ৩. দ-দি যেহেতু আপত্তি জানাননি তাই তাঁকে দ-দিই লিখব।


    ৪. খ, কেসি ও অমিত আমাকে যে নামে ডেকে অভ্যস্ত কেবল তাঁরা ছাড়া অন্য কেউ আমার নামের সঙ্গে অযথা দা-দি-বাবু-বিবি জুড়বেন না।


    ৫. চতুরানন যদি সবাইকে 'বাবু' সম্বোধন অব্যাহত রাখেন তাহলে আমার নামের ক্ষেত্রেও তাঁর সম্বোধনকে যথাবিহিত সম্মান জানাব।


    আমি পাল্টা গালাগালের বন্যা ছোটালেই এখনই রে রে করে অনেক কেষ্টর জীব ছুটে আসবেন জানি। তাঁদের নিজে থেকেই অব্যাহতি দিলাম।

  • kk | 68.184.***.*** | ২৩ জুন ২০২১ ২১:২০482752
  • ওরেবাবা! সেদিন আমি সবাইকেই 'বাবু' বা 'সাহেব' বলা নিয়ে একটা পোস্ট করেছিলাম। তারপর দেখি সেই থেকে বিষয় কতদূর অব্দি গড়িয়ে গেছে! নিতান্ত মজা পেয়ে ও কিছুটা মজা করে পোস্টটা করেছিলাম। তাতে সিরিয়াসনেস কিছু তেমন ছিলনা। বুঝতেই পারিনি তার থেকে এত কথা আসবে! এলো সে ভালো, অনেকের পার্সপেক্টিভ জানা হলো। পাবলিক ফোরামে একই জিনিষ কে কীভাবে ভাবেন সেটা জানতে সবসময়েই আমার ইন্টারেস্টিং লাগে। তবে এখানে আমার মনে হওয়াটাও একটু ক্লিয়ার করে দিই। আমি লিখেছিলাম খুবই অ-সিরিয়াস ভাবে। ভাবিনি কনসেপ্টটা কারুর কাছে খারাপ লাগতে পারে, বা বিরক্তি লাগতে পারে। ভাবা উচিত ছিলো অবশ্য। যাহোক, ভুল হয়েছে সেটা। এখন ভেবে টেবে বুঝছি আমি এই ব্যাপারে যা মনে করি তা হলো -- যাঁদের সাথে চেনা হয়ে গেছে তাঁদের ডাকা নিয়ে তো অসুবিধা হয়না। হয় সম্পূর্ণ অচেনা কাউকে ডাকার সময়। আগের দিন লিখেছিলাম সে নিয়ে। তো এক্ষেত্রে কাউকে আমি আমার পার্স্পেক্টিভ অনুযায়ী কিছু সম্বোধন করলাম, বাবু, বিবি, মেম, সাহেব যাইই হোক। আমার দিক থেকে সেটা জাস্ট সোজা-সাপ্টা ডাক, এর মধ্যে সেক্সিজম, রেসিজম, অন্য কোনো রকম কোনো ইঙ্গিত কিছুই নেই। তা যদি তাঁর অপছন্দ হয়, তিনি সোজাসুজি আমাকে বললেন "দেখো বাপু, এটা আমার পছন্দ না, আমাকে এই বলে ডেকো বা ডেকোনা।" আমি খুশি হয়ে তাঁর কথা মেনে নেবো। আশা করবো এই ব্যাপারটা দুজনের কাছেই ক্লিয়ার থাকবে যে কেউই কোনো রাগ, বিরক্তি, ছোট করা, বা অন্য কোনো জায়গা থেকে কিছু বলেননি। এইই।

    এত জাস্টিফাই করার কোনো দরকার ছিলোনা হয়তো। কিন্তু কারুর মনে কোনো রকম খারাপ লাগা তৈরী হোক সেটাও চাইনা। ঠিক আছে, এইটুকুই। আমি চলি। আপনারা গল্প করুন সবাই।

  • a | 202.53.***.*** | ২৩ জুন ২০২১ ২০:৪৯482751
  • নিউজিল্যান্ড জেতার চেষ্টাই করছে না 

  • অ্যাই ছেলেটা বেলবেলেটা | 162.253.***.*** | ২৩ জুন ২০২১ ২০:৩৯482750
  • এই এলেবেলে লোকটির পুড়কি বিশাল। গতকাল চুপসে গিয়েছিলেন, আজ খিস্তির হট্-টপিক পেয়ে আবার জেগে উঠেছেন। ইনি পরের "গাঁড়ে হাম্পু গুঁজে" দিতে পারেন, কিন্তু "স্যাটা ভাঙার" কথা হলেই তার ব্যুৎপত্তি, সমাস সব নিয়ে রে রে করে তেড়ে আসেন।

  • এই যাঃ | 107.18.***.*** | ২৩ জুন ২০২১ ২০:২৬482749
  • ঠিক সংজ্ঞা দিতে পারবো না, তবে একটা হাতে গরম উদাহরণ আছে। এলেবেলে বিবি আপনাকে একটি ডবল খানকি বলা যায়।

  • এলেবেলে | 202.142.***.*** | ২৩ জুন ২০২১ ১৯:৪৫482748
  • আপনারা জানেন কাকে 'ডবল খানকি' বলা হয়? ডিসিজনাব, আপনি তো জানেনই খিস্তি নিয়ে আমার কোনো ট্যাবু নেই। পরিচিত মহলে প্রচুর খিস্তি দিয়ে থাকি। কিন্তু পাবলিক স্পেসে সেসব লিখি না বা বলা ভালো লিখতে চাই না।

  • এলেবেলে | 202.142.***.*** | ২৩ জুন ২০২১ ১৯:৩৭482747
  • *মাখি মাগি *হোক হুক

  • এলেবেলে | 202.142.***.*** | ২৩ জুন ২০২১ ১৯:৩২482746
  • খিস্তি নিয়ে আমার দু-চারটে কথা বলার আছে। চারটি জিনিস দেখতে হবে --- শব্দের বুৎপত্তিগত অর্থ, ডিজেনারেশন অফ মিনিং, রিজেনারেশন অফ মিনিং এবং সেই শব্দের প্রয়োগ।


    বুৎপত্তিগত অর্থে খিস্তি কিন্তু প্রয়োগগত অর্থে যদি তা না হয়, তাহলে সেটা খিস্তি হবে না। যেমন 'আমি যাব না' - না বলে যদি বলি 'আমি বাল যাব,' সেক্ষেত্রে বাল খিস্তি হিসেবে পরিগণিত হওয়া উচিত নয়।


    ডিজেনারেশন অফ মিনিং এর সেরা উদাহরণ 'মাগি'। বিদ্যাসাগর এবং বিবেকানন্দ দুজনেই চুটিয়ে শব্দটা ব্যবহার করেছেন। বর্তমানে তার প্রয়োগগত অর্থের অবনতি ঘটায় মাখি এখন খিস্তির অন্তর্ভুক্ত হবে।


    রিজেনারেশন অফ মিনিং এর সেরা উদাহরণ 'স্যাটা ভাঙা'। ব্যবহারকারী হয়তো জানেই না 'স্যাটা' শরীরের কোন অঙ্গটিকে বলে, কিন্তু 'নথ ভাঙা' দিব্যি জানে। এখানে কেউ বুৎপত্তিগত অর্থ বলে দেওয়ার পরে তা ব্যবহার করলে সেটি খিস্তি হিসেবে পরিগণিত হওয়া উচিত।


    রঞ্জনবাবুর পরামর্শ অনুযায়ী মামুর ভাগ্নের নির্বিষ বাউন্সারটি আপাতত ডাক করলাম। পরেরবার ওটা সোজা মাঠের বাইরে গিয়ে পড়বে। হোক নয়, আপার কাট।

  • | ২৩ জুন ২০২১ ১৮:৪৫482745
  • একা মেয়ে হাতের নাগালে পেয়েছে আর গালি দেয় নি! আদৌ হতে পারে? 

  • | 2603:300a:1a45:8000:18fe:5ea5:76df:***:*** | ২৩ জুন ২০২১ ১৭:৪৬482744
  • গোলাপ ফুলের ডাঁটি কামড়ে বসলে, মুখপোড়া মিনসে, ঢং দেখে আর বাঁচি না বলতে হবে মলিনা স্টাইলে।সঙ্গে একটা মুখ বেঁকানো ফ্রি

  • সিএস | 49.37.***.*** | ২৩ জুন ২০২১ ১৭:৩৯482743
  • রীনা ব্রাউনকে কি কেউ bitch বলে গালি দিয়েছিল ? 


    যুদ্ধের সময়ে সেরকম অবস্থায় তো সত্যিই সে পড়ে গেছিল যখন সেরকম গালাগালি তার প্রাপ্তি হতে পারে !

  • র২হ | 2405:201:8005:9947:8987:f73b:f338:***:*** | ২৩ জুন ২০২১ ১৭:২৭482742
  • সুচিত্রা সেন বলছেন - এই মিনসেটা যেন আমাকে ঠাচ্ না করে।

  • | 2402:e280:3d05:62a:b195:75ef:3a2e:***:*** | ২৩ জুন ২০২১ ১৭:১৯482741
  • কেন, দাঁতে গোলাপফুলের ডাঁটি কামড়ে এক হাঁটু মুড়ে মহিলার সামনে বসে চোখ উঁচু করে তাকানো তো পাবলিক প্লেসেই সম্ভব। তার উত্তরে, ওরে আমার মিনসে রে, বললে অবশ্য ডাঁটির কাঁটা খুঁচিয়ে দেবে মনে হয়।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত