না আরশোলাকে তেমন ভাল দেখতে নয় তো।
এক বন্ধুর বাড়ি দোতলায় একটা ছাদ ও কিছু গাছ আছে আর তিনতলায়ও ঐ ঐ। তার দেয়ালে দেখে এলাম একব্যটা পুঁচকে শামুক দোতলার ছাদ থেকে ঢুকে তিনতলার সিঁড়ি বেয়ে উঠছে। এমন উচ্চাকাঙখী শামুক জীবনে দেখি নি বাপু।
দমদি, আর আরশোলাকে?
তাই তো, পেঁচা নয়, ব্যাপক ছড়িয়েচি :-(
যাঃ, দুবার পোস্ট হয়ে গেলো! ধুত।
এখানে সুদর্শন বাদুড় বা চামচিকে হবার হাই চান্স আছে কিন্তু। এদের উড়ন্ত অবস্থায় দিব্বি সুদর্শন দেখায়।
বাঁটুলের পোষা উটপাখীর নাম মোটেই 'উটু' নয়। ওর নাম 'উটো'। কুকুরের নাম কালুয়া। একটা শকুনও ছিলো। সে বেচারাকে পাহাড়ের ওপর রেখে দিয়ে এলো। আর একটা টেম্পোরারি পোষ্য অক্টোপাস ছিলো। এই বেচারাদের কোনো নাম দেয়নি।
অভ্যু তাহলে নার্দার যমজ ভাই (বা কয়েক মিনিটের বড় দাদা) এর নামটাও জিজ্ঞেস করে নেবে নাকি? না সেটা বেশি সহজ হয়ে যাবে?
"...
হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে;
সুদর্শন , ইয়ানি কি পেঁচা উড়িতেছে - জীবু বাবু এমন টি লিখেছিলেন না ?
একই শব্দের বিবিধ অর্থ অবিশ্যি হতেই পারে
এ সুবাদে একটু বিভূতি পড়া হল আবার, থ্যাংকু হুতো। কী ভালই না লিখতেন
বীরবাহু না বীরবহুটি। বর্ষাকালে হয়।
বীরবাহু? সম্মুখ সমরে পড়ি?
ফাইন, ব্রতীন। মধুমেহ-র চক্করে জিলিপি খাওয়া যাচ্ছে না, এ এক দুঃখ , আবার সেই চক্করেই বনপথে হাঁটাহাটি ও হেরন দর্শন - সে এক প্রাপ্তি
সুদর্শনপোকা আর বীরবহুটি বোধয় একই তাই না? বীরবহুটি ভারী ঝকমকে দেখতে হয়। বর্ষায় প্রচুর আসে।
ঠিকই, সুদর্শন পোকা। আমারই বা কেন মনে হল স্কুলে চিল পড়ানো হয়েছিল?
"... দুপুরের পর মা দালানে আঁচল বিছাইয়া একটু ঘুমাইয়া পড়লে, সে সুড়ুৎ করিয়া পুনরায় বাড়ির বাহির হইল। ফায়ুনের মাঝামাঝি, রৌদ্রের তেজ চড়িয়াছে, একটানা তপ্ত হাওয়ায় রানুদের বাগানের বড় নিমগাছটার হলদে পাতাগুলো ঘুরিতে ঘুরিতে ঝরিয়া পড়িতেছে-কেহ কোনদিকে নাই, নেড়াদের বাড়ির দিকে কে যেন একটা টিন বাজাইতেছে। বু-উ-উ-উ করিয়া কি একটা শব্দ হইল। কঁচপোকা! দুৰ্গা নিজের অনেকটা অজ্ঞাতসারে তাড়াতাড়ি আঁচল মুঠার মধ্যে পাকাইয়া চকিত দৃষ্টিতে চাহিতে লাগিল।
কাঁচপোকা নয়, সুদৰ্শন পোকা।
তাহার মুঠার আঁচল আপনা-আপনি খুলিয়া গেল—আগ্রহের সহিত পা টিপিয়া টিপিয়া সে পোকাটার দিকে আসিতে লাগিল। সামনের পথের উপর বসিয়াছে, পাখ্যার উপর শ্বেত ও রক্ত চন্দনের ছিটার মতো বিন্দু বিন্দু দাগ।
সুদৰ্শন পোকা-ঠিক পোকা নয়—ঠাকুর। দেখিতে পাওয়া অত্যন্ত ভাগ্যের কাজ-তাহার মোর মুখে, আরও অনেকের মুখে সে শুনিয়াছে। সে সন্তৰ্পণে ধুলার উপর বসিয়া পড়িল, পরে হাত একবার কপালে ঠেকাইয়া আর একবার পোকার কাছে লইয়া গিয়া বার বার দ্রুতবেগে আবৃত্তি করিতে লাগিল—সুদর্শন, সুভালাভালি রেখো…সুদর্শন, সুভালাভালি দেখো…সুদর্শন, সুভালাভালি রেখো (অবিকল এই রূপই সে অপরের মুখে বলিতে শুনিয়াছে)। পরে সে নিজের কিছু কথা মন্ত্রের মধ্যে জুড়িয়া দিল–অপুকে ভালো রেখো, মাকে ভালো রেখো, বাবাকে ভালো রেখো, ওপাড়ার খুড়িমাকে ভালো রেখো-পরে একটু ভাবিয়া ইতস্তত করিয়া বলিল-নীরেনবাবুকে ভালো রেখো, আমার বিয়ে যেন ওখানেই হয়। সুদর্শন, রানুর দিদির মতো বাজিবাজনা হয়।
ভক্তের অর্ঘ্যের আতিশয্যে পোকাটা ধুলার উপর বিপন্নভাবে চক্রাকারে ঘুরিতেছিল, দুৰ্গা মনের সাধ মিটাইয়া প্রার্থনা শেষ করিয়া শ্ৰদ্ধার সহিত পাশ কাটাইয়া গেল।
পাড়ার ভিতরকার পথে পথে মাথার উপর প্রথম ফায়ুনের সুনীল, এমন কি অনেকটা ময়ুরকষ্ঠী রং-এর আকাশ গাছপালার ফাঁকে ফাঁকে চোখে পড়ে।..."
ভালো আছি ব্রতীন দা। :)
দেখুন, অ্যামাজন প্রাইম না থাকলে "থানা থেকে আসছি "দেখে নিন, সেও অতি মচৎকার সিনেমা।
আজ আমাদের সময়ের হার্টথ্রব স্টেফির 52 তম জন্মদিন।
চিল না, সুদর্শন হইল পেঁচা
এহ অরণ্যদা, বিভূতিবাবু বলেছেন সুদর্শন পোকা, পোকা নয় ঠাকুর, ভক্তির আতিশয্যে গোলগোল ঘুরছিল।
এই নিয়ে বাওয়ালিতে বইপোকা থেকে আমাকে বের করে দিল। আমি বলেছিলাম সুদর্শন আসলে টিরেক্স। (আমাকে মানে আমার অন্য অবতার; সামাজিক আমি আছি)
গোল আমার খুব ভালো লাগে। সে ঝিঁঝিতেও গোল হলে আমি দেখে নি
অরণ্য দা, কেমন আছো? দিনকাল কেমন কাটছে?
আমি ফুটবল খেলা তেমন দেখি না। ভালো গোল হলে ফুটবল প্রেমী ছেলে রা বিদ্যামন্দিরের WA e দিয়ে দেয় তখন টুক করে দেখে নি।
ইংরিজিতে পুরো লাকি লুক সেট (1-77) এর হার্ডকপি পেপারব্যাক সেট এর ভালো ডিল এর সন্ধান দিতে পারেন? সিনেবুকস এর প্রিন্ট ৫৯৫ প্রতিটার দাম হিসেবে 20% ডিসকাউন্টের একটা অফার পেয়েছিলাম। বই প্রতি ৪৭৫ টাকা। লাভ হবে না লস হবে ভাবতে ভাবতে যখন বলল পুরোটা পোস্টাল চার্জ ৫০০ টাকা সহ অ্যাডভান্স করতে হবে, তখন আর সাহস হল না।
বাহ। অনেকদিন পরে গুছিয়ে ভাট হচ্ছে। টিম দেখে ভালো লাগলো? টিম কেমন আছো?
তারাপদ স্যার তো চিল পড়িয়েছিলেন - এখানে আবার বলছে গুবরে পোকা https://banglapaath.wordpress.com/2016/07/30/%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AC-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6/
চিল না, সুদর্শন হইল পেঁচা
আমার পাখীটা মনে হয় 'গোলিয়াথ হেরন'- অভ্যুর কথায় অনুপ্রাণিত হয়ে খুঁজে দেখলাম
@b | 14.139.196.12 | ১৪ জুন ২০২১ ২১:৫৩
আহা পাখি নিয়ে আলোচনা এখানে হচ্ছে, ব্যাঙ্কের সামনে চিল খুব একটা ভালো জিনিস না।
লিংক যাচ্ছে না। ইউরোর টই দেখ
অ। কেন ফ্রী নয় কেন?
ফ্রি না তো তাই দিইনি