Abhyu | 47.39.***.*** | ০১ জুন ২০২১ ০৫:৪৭481328মিঠুদি ভালো আছো? সব কুশল মঙ্গল?
&/ | 151.14.***.*** | ০১ জুন ২০২১ ০৫:১৭481327ট্রাগোর মাথাটা খেয়াল করুন, একটা অ্যারো দেওয়া আছে যেন! ঃ-)
ম | 2601:247:4280:d10:7ce4:f4d0:94ff:***:*** | ০১ জুন ২০২১ ০৫:১৭481326অভ্যু,বহুকাল বাদে রিপ কার্বিকে দেখে খুব ভাল্লাগলো।
&/ | 151.14.***.*** | ০১ জুন ২০২১ ০৫:১৪481325যদুবাদু দেখেছেন গ্রহটার নাম টেক্সাস ঈস্ট? ঃ-) আর বাবারা কী মারাত্মক ধনী? ঃ-)
অভ্যুদাঃ রিপ কার্বি নামিয়ে পড়েও ফেললাম। খুব মজা পেয়েছি। থ্যাঙ্ক ইউ !! :)
&/ | 151.14.***.*** | ০১ জুন ২০২১ ০৫:০৯481323আহ, কী ভালো, কী ভালো! অভ্যুবাবু, যদুবাবু আর কেকেকে অনেক ধন্যবাদ।
kk | 97.9.***.*** | ০১ জুন ২০২১ ০৪:২৪481322ওমা, তাই তো! একটু খাপছাড়া লাগতো বটে বাংলাটা পড়ে।
Abhyu | 47.39.***.*** | ০১ জুন ২০২১ ০৪:১৭481321আনন্দমেলায় প্রথম আর শেষ স্ট্রিপটা ছিল না।
শুরু
আর শেষ

kk | 97.9.***.*** | ০১ জুন ২০২১ ০৪:১১481320বাঃ :-)
Abhyu | 47.39.***.*** | ০১ জুন ২০২১ ০৪:১০481319বাচ্চাটা পা ছুঁড়েছিল আর বার্থ সার্টিফিকেটে পায়ের ছাপ লেগে গিয়েছিল।
ওটাই আমার পড়া প্রথম রিপ কার্বি। ডেসমণ্ডকে সেই থেকেই সবিশেষ পছন্দ :) রূপকথা কার না ভালো লাগে ছোটোবেলায়? আমার তো এখনো লাগে!
Abhyu | 47.39.***.*** | ০১ জুন ২০২১ ০৪:০৫481318
kk | 97.9.***.*** | ০১ জুন ২০২১ ০৩:৫৯481317ডেসমন্ড ফেয়ারী গডমাদার হবার চেষ্টা করেছিলো। বিশাল ধনী একজনের উইল নিয়ে গল্প ছিলো। তাঁর উত্তরাধিকারী হারিয়ে গেছিলো। তাকে খোঁজার জন্যই রিপ কার্বিকে লাগিয়েছিলো। হানা ও তার বাবা কার্ল জাল জোচ্চুরি করে সম্পত্তি হাতাবার চেষ্টা করছিলো।
Abhyu | 47.39.***.*** | ০১ জুন ২০২১ ০৩:৫৬481316মনে পড়েছে!

kk | 97.9.***.*** | ০১ জুন ২০২১ ০৩:৫৬481315হ্যাঁ, হয়তো আকা বা অন্য কেউ বলতে পারবেন।

বই পেলাম না, একটা ছবি পেলাম খালি। এখন কোথায় পাওয়া যাবে ভগা জানে।
Abhyu | 47.39.***.*** | ০১ জুন ২০২১ ০৩:৫৩481313সিন্ডারেলা স্টোরির গল্পটা, হানা ক্রুঙ্ক আর অ্যালিসিয়া, কোনো এক পূজাবার্ষিকী আনন্দমেলায় বেরিয়েছিল না? গল্পটা কিছুই প্রায় মনে নেই, ভালোলাগাটুকু মনে আছে। ডেসমণ্ড সিন্ডারেলা হবার চেষ্টা করছিল। কোন এক মেয়েকে তার উত্তরাধিকার পাইয়ে দেবার গল্প কিছু? একটা দুটো ছবি মনে আসছে শুধু।
&/ | 151.14.***.*** | ০১ জুন ২০২১ ০৩:৪১481312কারুর না কারুর মনে পড়বেই। কোনো না কোনোদিন ধুলোখেলা সাইটে ওই সংখ্যাগুলো উঠবে হয়তো, তখন চক্ষুকর্ণের বিবাদভঞ্জন করে নেওয়া যাবে। ঃ-)
&/ | 151.14.***.*** | ০১ জুন ২০২১ ০৩:৩৯481311মাত্র কয়েক সংখ্যায় বেরিয়েছিল, ডামি ঝুলিয়ে ম্যান্ডেভিল বলে দেখালো আজোরাকে, আজোরা একেবারে ভেঙে পড়ল ওর ভাই অত্যাচারিত হচ্ছে ভেবে, তারপরেই জাম্পকাট করে হাইড্রার গ্রহে কী হচ্ছে সেইগুলো ---সেইপর্যন্ত। আর বের হয় নি।
kk | 97.9.***.*** | ০১ জুন ২০২১ ০৩:৩৬481310টেক্স বেনসনের কথা কিন্তু আমার একেবারেই মনে পড়ছেনা! পড়িইনি মনে হয়। কিন্তু অষ্টাশি সাল হলে তো পড়ার কথা! কিছু করে বাদ দিয়ে গেছি বোধহয়।
&/ | 151.14.***.*** | ০১ জুন ২০২১ ০৩:৩১481309কেকে, তুমি তো নিয়মিত আমেলা পড়তে, মনে আছে টেক্স বেনসন বেরোতো একসময়? মোস্ট প্রোব্যাবলি অষ্টাশিতে।
&/ | 151.14.***.*** | ০১ জুন ২০২১ ০৩:২৯481308টেক্স বেনসনের ধরণের কমিক স্ট্রিপ আবার একটা বানালে পারেন সাহেবরা। ওই লেখক ও আঁকিয়ে ভদ্রলোক আর ইহলোকে নেই, কিন্তু অন্যেরা তো পারেনই ওটা এগিয়ে নিতে।
kk | 97.9.***.*** | ০১ জুন ২০২১ ০৩:২৯481307রিপ কার্বির সবথেকে ভালো লাগে সেই সিন্ডারেলা স্টোরির গল্পটা। হানা ক্রুঙ্ক আর অ্যালিসিয়া। ডেসমন্ডকে আমারও সবিশেষ পছন্দ।
Abhyu | 47.39.***.*** | ০১ জুন ২০২১ ০৩:২২481306রিপ কার্বি আমি প্রচুর পড়েছি। ডেসমণ্ডকে আমার খাসা লাগে।
&/ | 151.14.***.*** | ০১ জুন ২০২১ ০৩:১৮481305টেক্স বেনসন, আজোরা, ম্যান্ডেভিল, হাইড্রা ---এদের নিয়ে একটা কিছু শুরু হয়েছিল, কিন্তু কয়েক পর্ব এগিয়ে থেমে যায়। শিল্পী ভদ্রলোক মনে হয় আর কন্টিনিউ করেন নি। নেটে খুঁজে খুঁজে একবার তাঁর এক বন্ধুকে পেয়েছিলাম এক সাইটে। তো সেখানে তিনি বলছিলেন তাঁরা একই সঙ্গে আঁকার স্কুলে পড়তেন, কিন্তু বহুকাল যোগাযোগ নেই।
আজোরার ওই গল্পে খুব ভালো একটা সায়েন্স ফিক্শনের সম্ভাবনা ছিল।
&/ | 151.14.***.*** | ০১ জুন ২০২১ ০৩:১২481304রিপ কার্বি বলে একটা কিছু ছিল, কিন্তু আমরা পাইনি মনে হয়। ওটা আরো আগেকার।
&/ | 151.14.***.*** | ০১ জুন ২০২১ ০৩:১১481303ম্যানড্রেকও কি ইন্দ্রজাল কমিক্সে? নার্দা আর কার্মা? লোথার?
&/ | 151.14.***.*** | ০১ জুন ২০২১ ০৩:০৮481302ইন্দ্রজাল কমিক্স মানে সেই অরণ্যদেব ? আহা বেচারা কবিতা লিখতেন, "ডায়না আমার ডায়না, তোমার কাছে কেন যাওয়া যায় না?" ঃ-)
@ব্রতীন-দা, আমার জিমেল আইডিঃ jyotishka ডট datta অ্যাট জিমেল ডট কম। (বিচ্ছিরিভাবে লেখার জন্য দুঃখিত, লোকে বলে একটু চুনসুড়কি না মিশিয়ে ইমেল আইডি পোস্ট করতে নেই।)
kk | 97.9.***.*** | ০১ জুন ২০২১ ০২:৫৪481300অপু,
আমাকেও ইন্দ্রজাল কমিক্স দেবে প্লিজ ? আমার মেল আইডি আছে তোমার কাছে?
&/ | 151.14.***.*** | ০১ জুন ২০২১ ০২:৪২481299চতুর্মাত্রিক, কাল যখন সবাই ছিলাম আড্ডায় তখন আপনি যদি থাকতেন, বড়ই ভালো হত। ঃ-)