এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এলেবেলে | 202.142.***.*** | ২৫ মে ২০২১ ২২:০১480876
  • রুচিহীন মন্তব্যকারীকে রুচিহীন মন্তব্য ফিরিয়ে দিতে হয় তাই। সেটা শরদিন্দুর স্টাইল কিনা সেটা না দেখলেও চলে বিশেষত ২০২১ সালে সেটা যখন চূড়ান্ত বালখিল্য বিষয়।

  • নি | 2401:4900:314e:39da:5c97:d9e2:a61f:***:*** | ২৫ মে ২০২১ ২২:০০480875
  • সিভিলিটিহীন গ্রাম্য ছ্যাঁচড়ামি যত।

  • কিন্তু | 207.244.***.*** | ২৫ মে ২০২১ ২১:৫৫480874
  • এই লেখাটা তো শরদিন্দুর স্টাইলে লেখা হয়েছে। সেটা না বুঝে এলেবেলে এরকম রুচিহীন মন্তব্য করছেন কেন? লেখা কেমন তা এখানে অবান্তর।

  • এলেবেলে | 202.142.***.*** | ২৫ মে ২০২১ ২১:৪৪480873
  • আচ্ছা কুলদা রায়। হ্যাঁ, কিছুদিন আমার বন্ধু ছিলেন বটে। একটা লেখাও বোধহয় নিজের দেওয়ালে শেয়ার করেছিলেন। ভাগিয়ে দিয়েছি। বাংলাদেশে আমার প্রচুর বন্ধুবান্ধব আছেন। তাঁদের মুখে অনেক কিছুই শুনেছি। ফলত...


    কিন্তু এ কী চিজ দেখলাম মাইরি! ঝিল্লিঝঙ্কার, শৃগালের যাম ঘোষণা (জাম খেতে চাইছে?), তৃণাবৃত প্রান্তর, সিক্ত কুন্তলরাশি, দহিন ঝর্ণা (দইয়ের?)... তবে নিঃসন্দেহে সেরা হল অস্খলিতসংকল্প। এটা প্রথম পার্ট। বাকিতে না জানি আরও কীসব আছে। ভাগ্যিস অ্যাদ্দিন একবর্ণ পড়িনি। 

  • b | 14.139.***.*** | ২৫ মে ২০২১ ২১:০০480872
  • টর্নেডো  পশ্চিমবঙ্গ বা ভারতে  এতই  রেয়ার ঘটনা যে ও বস্তুর প্রেডিকশন এদেশে সম্ভবত: হয় না।

  • :-) | 2405:8100:8000:5ca1::278:***:*** | ২৫ মে ২০২১ ২০:৪৫480871
  • :-) | 89.144.***.*** | ২৫ মে ২০২১ ২০:৪২480870
  • ট্যানের নিন্দে করার হলে এখান থেকে লাইন দিয়ে পড়ে নিন। কপাকপ করে দিন। যদ্দিন এখানে লেখা বেরোত না তদদিন গুরুতে এসে কুলদা রায়ের নাম না করে পেঁচিয়ে পেঁচিয়ে খিস্তি মেরে যেত। এখন চ্যানেল বানানো হয়ে গেছে এখন আর ওসব পেঁচানি নেই।


    https://www.galpopath.com/2020/11/blog-post_65.html?m=1

  • sm | 42.***.*** | ২৫ মে ২০২১ ২০:২৯480869
  • আমি খিস্তি করি না বা উটি আমার পছন্দের জিনিষ নয়। 


    খিস্তি খুব খারাপ জিনিষ আছে,মোহন বাবু। আমার লেখায় খিস্তি নাই।

  • এলেবেলে | 202.142.***.*** | ২৫ মে ২০২১ ২০:২২480868
  • এসেম, আপনার চচ্চার সময় খিস্তিট্যানকে সঙ্গী করে নেবেন। গাইড হিসেবেও বিবেচনা করতে পারেন। এই সাইটে ওই দোয়ানিটিই আপনার চচ্চার পোকিত সমঝদার।

  • এলেবেলে | 202.142.***.*** | ২৫ মে ২০২১ ২০:১৪480867
  • আরে বামেরা পেতেই পারত বড়জোর গোটা আটেক সিট। সেই পরিস্থিতিটাও কেউ চাননি। সিম্পল। যত বিজেমূল-ফুল সোশ্যাল মিডিয়ায়। গ্রামের লোকজনের অত সময় নেই বাকতেল্লাবাজি শোনার।

  • ইয়ে | 162.2.***.*** | ২৫ মে ২০২১ ২০:০৯480866
  • আরে বিজেমুলী স্ট্র্যাটেজির জন্যে গ্রামের মানুষের কাছে সিপিয়েম পাত্তা পায়নি। দীপঙ্করকে গ্রামের মানুষ চেনে কিনা তাতে কিছু এসে যায়না।

  • এলেবেলে | 202.142.***.*** | ২৫ মে ২০২১ ২০:০৪480865
  • ওই কারণে কংগ্রেসের শূন্য হয়ে যাওয়াকে দুই আর দুইয়ে চার করা যাবে না। কারণ সে বিষয়ে দীপঙ্কর ফ্যাক্টরই নন।

  • এলেবেলে | 202.142.***.*** | ২৫ মে ২০২১ ২০:০২480864
  • দীপঙ্করবাবু একটুও অন্যায় বলেননি কিন্তু তিনোর এই ফলে তাঁর বলা রাজনৈতিক লাইন খুব বেশি গুরুত্ব ডিজার্ভ করে না। আরবান সেকশন ছাড়া তিনি পরিচিত নন। বাংলার গ্রামের মানুষ তাঁকে চেনেনও না, পাত্তাও দেন না। 

  • π | ২৫ মে ২০২১ ২০:০০480863
  • উরিঃ!৷ এই যে এত টিন উড়ল ,  এগুলো কোথায় কী পড়ছে কে জানে!  যে বাড়িগুলোর উড়ল, তাদের দুর্ভোগ তো বলাই বাহুল্য। আশ্চর্য,  এর বিন্দুমাত্র কোন প্রেডিকশন ছিল?  কদিন ধরে তো শুনলাম টিভিয়ে ইয়াশ ইয়াশ আসছে আসছে করে ঝালাপালা পালা চলেছে! 

  • sm | 2402:3a80:aa0:ff2a:0:6b:3b33:***:*** | ২৫ মে ২০২১ ১৯:৫২480862
  • তা বেশ! কিন্তু দীপঙ্কর বাবু,কি এমন অন্যায় বললেন যে থুতু চাটবেন বা বর্জ্যকে খাদ্য হিসেবে গ্রহণ করবেন?? এ আপনার একান্তই রাগের কথা! তাপ্পর দেখুন দাদু,উনিজি, দীপঙ্কর বাবু -- তিনজনের ই লম্বা দাঁড়ি। কি মিল, কি মিল।

  • ইয়ে | 162.2.***.*** | ২৫ মে ২০২১ ১৯:৪৯480861
  • কি বলছেন কিছুই বোঝা যাচ্ছে না। যার বক্তব্য বাস্তবের কাছাকাছি যায়, তার রাজনৈতিক বোধ বেশি, ক্রেডিবিলিটিও বেশি। যাকগে বাদ দিন।

  • এলেবেলে | 202.142.***.*** | ২৫ মে ২০২১ ১৯:৪২480860
  • আমার বইটা প্রকাশের দিন ডাক্তার সিদ্ধার্থ গুপ্ত অন্যতম বক্তা হিসেবে এসেছিলেন। রেজাল্ট দেখে লোক বিচার করেন বুঝি! তো আপনাকে ডাকব রামমোহনের দিন? পহা পাবেন না কিন্তু। উল্টে তেল পুড়িয়ে আসতে হবে। সিদ্ধার্থবাবু সঙ্গে করে সরোজ দত্তের ছেলেকে এনেছিলেন। আপনি কাকে আনবেন? দীপঙ্করকে? বেশ একটা বই উপহার দেব তাঁকে, কেমন?

  • π | ২৫ মে ২০২১ ১৯:৪২480859
  • আরে এই বুলেট কীকরে বের করে! 

  • π | ২৫ মে ২০২১ ১৯:৪২480858
    • ছোটবেলায় বাড়ি থেকে একটু দূরে অধুনা বন্ধ কারখানার সময়ে সময়ে গলগলিয়ে কালো ধোঁয়া আকাশে মিশে যেতে দেখে হত, এসব কালো ধোঁয়াই বোধহয় মিশকালো মেঘ হয়!  
    • আজ এই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছিল এই  মেঘ বুঝি আদিগন্তকালের কারখানার বেরনো সব কালো ধোঁয়ার পুঞ্জ জমে জমে জন্মেছে! 
    •  
    • যাহোক, আবহবিদরা বলবেন, এ টর্নেডো ছিল কিনা৷ যদিও এইকদিনে জন্ম নেওয়া পুঞ্জ পুঞ্জ প্রেডিকশনের কোথাও টর্নেডো, বা  ব্যান্ডেলে আজকের কোন ঝড়ের কথাই দেখেছি বলে মনে পড়েনা!   তবে দুটো আপিশিয়াল টর্নেডো খুব কাছ থেকে দেখার সুবাদে সেই স্মৃতিও উসকে উঠল।
    •  

    আশা করি, খুব ক্ষয়ক্ষতি কিছু হয়নি। ব্যান্ডেলের লোকজনের প্রস্তুতি কতটা ছিলও জানিনা। আর কোথাও কী হল, তাও।​​​​​​​

    1. https://m.facebook.com/story.php?story_fbid=10159486983336407&id=688266406
  • ইয়ে | 162.2.***.*** | ২৫ মে ২০২১ ১৯:৩৮480857
  • যে দাবী কেউ করেনি, আপনি সেটাকে খন্ডন করছেন। লিবারেশন পোচ্চুর ভোট পাবে কেউ বলেনি। দীপঙ্করের বক্তব্য সিপিয়েমের স্ট্র্যাটেজি নিয়ে ছিল। সেটা অক্ষরে অক্ষরে ফলে গেছে। আনলাইক আপনার প্রেডিকশান।

  • sm | 2402:3a80:aa0:ff2a:0:6b:3b33:***:*** | ২৫ মে ২০২১ ১৯:৩৬480856
  • আমি যদ্দুর জানতুম, দীপঙ্কর বাবু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। র্যানক হোল্ডার।ফুটো কলসী মনে হয়, নয়। আর যুক্তি দিয়েই কথা বলেন। আর তাতে বাস্তবতা থাকে।

  • এলেবেলে | 202.142.***.*** | ২৫ মে ২০২১ ১৯:৩৩480855
  • হ্যাঁ, ঝড়ে বক মরলে ফকিরের কেরামতি বাড়ে বটে। তবে দীপঙ্কর যে বাংলায় ফুটো কলসি সে কথা আমি প্রেডিকশনের বহু আগে বলেছিলাম। সরকার বা বসুর টইতে। যাকগে।

  • এলেবেলে | 202.142.***.*** | ২৫ মে ২০২১ ১৯:৩১480854
  • উনিশ শতক নিয়ে চর্চা করবেন অথচ গুড়গুড়ে ভটচাজকে চিনবেন না? গুড়ে মোলাসেস দেখে সেই আশা করলেন বুঝি!

  • ইয়ে | 162.2.***.*** | ২৫ মে ২০২১ ১৯:৩১480853
  • বোঝা গেল না। দীপঙ্কর ভটচাজ সিপিয়েম তিনোমুল জোটের প্রস্তাব তুলেছিলেন। তা না শুনে সিপিয়েম বিজেমুলী প্রচারে নেমে পড়ে এবং গোহারা হেরে ভোটে একটা বড় সাইজের গোল্লা পায়। ওদিকে তিনোরা আপনার প্রেডিকশানকে বক দেখিয়ে দুশোর ওপর আসনে জেতে। দীপঙ্করের ত এখন ঘ্যাম নেওয়ার টাইম, গু খেয়ে হজম করতে হবে কেন?


    নাকি বিদ্যাসাগরের ঐতিহাসিক ভুল থেকে শিক্ষা নিয়ে এও খোলসা করবেন না?

  • এলেবেলে | 202.142.***.*** | ২৫ মে ২০২১ ১৯:২৭480852
  • অবিশ্যি দীপঙ্করের যে ডানহাত, যে আমাকে দীপঙ্করের সঙ্গে পরিচয় করাবে বলেছিল (আরে ওই যে মশাই ভোটের আগে যার নন্দীগ্রামের কুমির...) তিনি বিদ্যাসাগর প্রকাশের দিনটিতে এসে বইটি কিনে নিয়ে গিয়েছিলেন। এখন দীপঙ্কর সেটি দেখার সুযোগ পেয়েছেন কি না বলতে পারবনাকো। আর পড়লেই বা কী? রাজনীতি করে খেতে হবে তো!

  • এলেবেলে | 202.142.***.*** | ২৫ মে ২০২১ ১৯:২৪480851
  • দীপঙ্কর ভটচাজকে এখন গু খেয়ে হজম করতে হবে। বিহারের দাপট বাংলায় চলবে না। তাই মমব্যানকে দেবী দুর্গা ঠাউরেছেন। তাঁকে পোধানমন্তী পোজেক্ট করে চাট্টি আসর গরম করার ছক। আপনি যেটি দিয়েছেন সেটি পুরনো জিনিস। আগুনখেকো অনীকও এখন হাফ-গেরস্তগিরি করে। 


    এসেম, আগে ঠিক করে নিন উনিজিকে সমোত্থোন করলে চাড্ডি হবেন কিনা! তাপ্পরে বাঁজাগোপালের চচ্চা!!

  • ইয়ে | 162.2.***.*** | ২৫ মে ২০২১ ১৯:১৮480850
  • এই দেকুন এলেবেলেবাউ, গুরুর সাক্ষাৎকারে দীপঙ্কর ভটচাজ কী কয়েচেন।


    দী. ভ.— একদম ঠিক। বাংলার সংস্কৃতির কথা অবশ্যই মনে রাখতে হবে। বাংলার যে মনীষীরা… ধরুন রামমোহন রায়, বা ধরুন বিদ্যাসাগর… ওই সময়ে, অতকাল আগে, তাঁরা সতীদাহ প্রথা রুখে দিতে চাইছেন, বিধবা-বিবাহ চালু করতে চাইছেন। কী কঠিন সময় তখন, এখনকার থেকে অনেক কঠিন। মানে ধরুন, হিন্দুকোড বিল আনতে গিয়ে (ভীমরাও) আম্বেদকরকে যে বাধার সম্মুখীন হতে হচ্ছে ১৯৫০-এর দশকে, তার থেকে বহুগুণ বাধা তখন ছিল, সেইটাকে অতিক্রম করে, তার বিরুদ্ধে তাঁরা রুখে দাঁড়িয়েছিলেন তো। রামমোহন, বিদ্যাসাগররা সেইসময় যা অ্যাচিভ করতে পেরেছিলেন, সেটা তো বাংলার সংস্কৃতির রন্ধ্রে রন্ধ্রে রয়ে গিয়েছে। ফলে, ওই ‘জয় শ্রীরাম’ বলে রণহুঙ্কার—আপনি ওইসব মিছিলে মহিলাদের বেশি দেখবেন না। এই রণহুঙ্কার মানুষকে ভয় পাইয়ে দেয়।

  • sm | 2402:3a80:aa0:ff2a:0:6b:3b33:***:*** | ২৫ মে ২০২১ ১৯:১৫480849
  • পরশুরাম লিখে গেছেন,রাগ হলো সবচে দরকারি রিপু।রাগ না থাকলে দ্বিতীয় পাণ্ডব অসাড়।পরশুরাম কে ক্রোধ ছাড়া কে চালনা করবে।


    আমাদের এলেবেলে বাবুর রাগ টিও বেশ উচ্চ মানের।আহা, কি চমৎকার! 


    সত্যিই তো, এই মুহূর্তে রাম মোহন নিয়ে ভারতে এতো বড় প্রজ্ঞাময় ব্যক্তি কোথায় খুঁজে পাবেন, উনিজী? নিজের মুখে না বললে কি হবে। ওনার মনীষা সিটি স্ক্যান এর মতন । সহস্র বার বিভক্ত না করে, চরিত্রের বিশ্লেষণ করেন ই না।

  • ইয়ে | 162.2.***.*** | ২৫ মে ২০২১ ১৯:১১480848
  • না না, বিদ্যাসাগরের ভুলটি পুনরাবৃত্তি করবেনই বা কেন? এ ত পোবোন্দো লেখার মত গুরুতর বিষয় নয়। ছোট করে সেরে দিন। অবজেক্টিভ কোশ্নো।


    গুড়ে মোলাসেস বলেই জানতে চাইলুম, স্যান্ড হলে চেপে যেতাম।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত