এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • k | 122.163.***.*** | ১২ মে ২০২১ ১৫:৩০480246
  • b যা বলেছেন সেটা মৃতদেহ ভাসার কথা পড়া থেকে বারবার মনে হচ্ছে।


    করবেট সাহেব স্পষ্টভাবে বলে গেছেন যতবার কুমায়ূন অঞ্চলে কলেরা বা অন্য কারনে মড়ক লেগেছে ততবার মড়ক থামার পর মৃতদেহের যোগান বন্ধ হবার ফলে বাঘ বা লেপার্ড দারুনভাবে নরখাদক হয়ে উঠেছে। হাতের কাছে এখুনি অমনিবাসটা নেই না,লে কোট করে দিতাম।


    সঙ্গে আরো একটা দরকারী কথা বলেছিলেন, সেটা কিছুতেই মনে পড়ছে না।


    এই একশ বছরেও দেশের অবস্থা খুব একটা পাল্টায় নি।

  • সিংগল ‌‌‌‌‌k | 122.163.***.*** | ১২ মে ২০২১ ১৫:১৮480245
  • অভ্যুদা আশাকরি ওনাদের লাইন দিতে হয় নি রাত দুটো থেকে।


    গতকাল আমাদের সেন্ট্রালেও বেশ খারাপ অবস্থা ছিল। বিশেষত কোভ্যাক্সিনের। গত পরশু মেডিকেলে মাত্র ৯০ জনকে কোভ্যাক্সিন দেয়া হয়। গতকাল ১৫০ জনকে। সেটাও চাহিদার তুলনায় কিছুই নয়। ট্রপিক্যাল এ শুধু কোভিশীল্ড দেওয়া হচ্ছিল। ফলে কোভ্যাক্সিনের জন্য মেডিকেলেও মাঝ রাত থেকে লাইন পড়ে।


    গতকাল বিকেলে রাজ্য সরকার স্পষ্টভাবে জানিয়েছেন কোন কেন্দ্রে কোন ভ্যাক্সিন পাওয়া যাবে, এবং বেসরকারীতে প্রথম ডোজ নেওয়া লোকেরা কোথায় গেলে সেকেন্ড ডোজ পাবেন। আশাকরি এতে এক জায়গার ওপর চাপ না পড়ে ভীড়টা ছড়িয়ে যাবে।


    আমার পরিচিত এক আসবাব বিক্রেতা তাঁর বৌবাজারস্থিত দোকানে একজনের মত শোয়ার ব্যবস্থা করেছেন। কেউ দূর থেকে এসে ভোররাতে লাইন দিতে চাইলে তাঁকে বিনামূল্যে শুতে দিচ্ছেন। বেডকভারটি পর্যন্ত নিজের পয়সায় রোজ কাচাচ্ছেন।  বহু দরিদ্র কাঠমিস্ত্রী, পালিশকর্মী তাঁদের বাড়ির বয়স্ক লোকেদের জন্য ওনার উপকার নিয়েছেন। সবচেয়ে বড় কথা হল ওনার উপকার নিতে গেলে নিজের রাজনৈতিক মতামতটি বন্ধক রাখতে হচ্ছে না।  ;)

  • অরিন | ১২ মে ২০২১ ১৪:৫৬480244
  • পাই :"এটা ডঃ ভ্রমর মুখার্জির টুইট"


    তাতে কোথাও দেখলাম না লিখেছে যে "বাকি দেশ মোটামুটি কমবে।" সেটা কি ​​​​​​​তোমার ​​​​​​​সংযোজন ?

  • π | ১২ মে ২০২১ ১৪:৪২480243
  • এটা ডঃ ভ্রমর মুখার্জির টুইট 

  • অরিন | ১২ মে ২০২১ ১৩:৩৪480242
  • "আমি তো বারবার ক্লাস্টার দেখার পক্ষেই বলেছি বলে জানি।"


    অবশ্যই, শুধু বল  নি, রীতিমত অ্যাপ তৈরী করেছিলে | 


    আমার মনে হয়, তোমাদের সরকারকে একটু বোঝানো উচিৎ যে, এই অ্যাপগুলোর, এবং রিভার্স কনট্যাকট ট্রেসিং _কতটা_ প্রয়োজনীয়!

  • অরিন | ১২ মে ২০২১ ১৩:৩১480241
  • "পাই, এই বাকী দেশে কমবে অমুক জায়গায় বাড়বে কথাগুলো তোমরা ঠিক কিসের ভিত্তিতে বলছ? অরিনদা, আমি কোথায় কোনটা বললাম? "


    নীচের কথাটা কি তুমি লেখনি? তাহলে দুঃখিত, আমারই ভুল হয়েছে, অবিশ্যি তুমি যা বলতে চেয়েছ সেটাও আমি হয়ত ঠিকমত বুঝতে পারিনি, সেক্ষেত্রেও কিছু মনে কোর না | 


    "অরিনদা, এটা দেখেছেন?  সত্যি হলে উত্তরপুবের কপালে সমূহ বিপদ নাচছে। বাকি দেশ মোটামুটি কমবে।"

  • π | ১২ মে ২০২১ ১২:৪৪480240
  • আমি তো বারবার ক্লাস্টার দেখার পক্ষেই বলেছি বলে জানি।

  • π | ১২ মে ২০২১ ১২:৪৩480239
  • পাই, এই বাকী দেশে কমবে অমুক জায়গায় বাড়বে কথাগুলো তোমরা ঠিক কিসের ভিত্তিতে বলছ 


    অরিনদা, আমি কোথায় কোনটা বললাম? 

  • অরিন | 118.149.***.*** | ১২ মে ২০২১ ১২:০৮480238
  • b, এইটা একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ বিষয় তুললেন! 


    যেটা বিশেষ করে ভাববার যে নদীতে ভাসমান মানব দেহ, একে নানারকম শ্বাপদ তো বটেই, দেখবেন বহু মাংংশাসী পাখির সংস্পর্শে আসবে। এই যে মানুষে পশুতে সহাবস্থান এবং onehealth, মানে মানুষ আর পশুজগৎ যে একটা ইকোসিস্টেমের অংশ, এক আরেককে পরিপূর্ণ করছে, আমরা কেউ আলাদা নই, এইটা ঠিকমত ম্যানেজ না করার জন্য কিন্তু আজ আমরা এই সঙ্কটের মুখে পড়েছি। এই ব্যাপারটা আরেকবার বাড়বে বই কমবে না, এবং আবার কি বিচিত্র মিউটেশন অপেক্ষা করে আছে কে জানে। 

  • b | 14.139.***.*** | ১২ মে ২০২১ ১১:৫২480237
  • স্প্যানিশ ফ্লু এর সময়েও এই রকম নদীতে মৃতদেহ ভাসিয়ে দেওয়া হত। রুদ্রপ্রয়াগের নরখাদক চিতা নাকি সেই খেয়ে মানুষের মাংসে আসক্ত হয়ে পড়ে। তারপরে মহামারী থেমে গেলে স্বমহিমায় আত্মপ্রকাশ করেন। 

  • অরিন | ১২ মে ২০২১ ১০:৩০480236
  • পাই, এই বাকী দেশে কমবে অমুক জায়গায় বাড়বে কথাগুলো তোমরা ঠিক কিসের ভিত্তিতে বলছ সেটা আমি বা আমার মতন যাঁরা অর্বাচীন বা ব্যাপারগুলো ঠিক বুঝতে পারি না, একটু বুঝিয়ে দিলে সুবিধে হবে। 


    আসলে ভ্রমর কয়েকটা ক্লাসটারের কথা লিখেছে, এমন ক্লাসটার কিন্তু গোটা উত্তর পূর্বে প্রচুর আছে,  গোটা দেশে তো কথাই নেই, এবং বাড়ছে, এত চট করে ক্লাসটার সাইজ কমে না, অন্তত ২৮ দিন লাগে। এবং বেশ কিছু ক্লাসটার বন্ধ না হলে কোভিড "কমে গেল", এই কথাটা বলা মনে হয় না যথাযথ | অবশ্য তোমরা ভাল জানবে। আমাদের প্রায় আট মাস কমিউনিটিতে কোভিড কেস নেই, কাজেই যতদিন না ভারতের স্ট্রেন আমাদের এখানে হানা দিচ্ছে, আমাদের পক্ষে বেশী কথা না বলাই ভাল। 


    তবে একটা উদাহরণ দিই। গত সপ্তাহে ভারতের এক ডাক্তার ভদ্রলোকের পাঠানো ডাটা থেকে অ্যানালিসিস করতে গিয়ে অরুণাচল প্রদেশের ক্লাসটার ফরমেশন দেখে আমাদের অনেকেরই খুব অবাক লাগছিল। আগের দিন এখানেই/ভাটিয়ালিতে দেখিয়েছিলাম যে গোটা দেশের ৫৪৮ টা জেলার কোভিড সংক্রমণের সরকারী ডাটা দেখতে গিয়ে দেখা যাচ্ছিল যে দেশ জুড়ে প্রায় ১০-২০% শতাংশ জেলার সংক্রমণ দেশের বাকী ৮০% শতাংশ সংক্রমণের জন্য দায়ী |


    এবং এটাই কোভিডের বৈশিষ্ট্য, এই ব্যাপারটকে না বুঝলে কিন্তু কোভিড নিয়ন্ত্রণ করা যাবে না। 


    সাময়িক যতি দেখে মনে হবে আমরা কোভিড জয় করেছি, কোভিড কমে গেছে, তা কিন্তু নয় | যতক্ষণ সমস্ত ক্লাসটার ম্যাপ আউট করে, সেগুলোকে আটকে রেখে অন্তত ২৮ দিন নজরদারী করে দেখে না নেওয়া যাচ্ছে, ততদিন ক্লাসটার বন্ধ করা যায় না। "কমছে" না 'বাড়ছে" বলাও যায় না, বলে যতটুকু জানি। 


    যে কারণে বেশীর ভাগ দেশেই এখন কোভিডের নেটওয়ারক মডেল চালু (প্রথম দিকে stochastic model করা হত) |  কোভিড যে একটি ওভারডিসপার্সড, নেগেটিভ বাইনোমিয়াল ~nbin(R, k) ধরে প্রসারিত হয়, এই ব্যাপারটি বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে আগে (মানে এক বছর আগে যা ভাবা গিয়েছিল, এই কে, বা ডিসপারশন ফ্যাকটরটি কোভীডের ক্ষেত্রে 0.1, তার মানে ১০-২০% শতাংশ কেস বাকী প্যানডেমিকের জন্য দায়ী | যার জন্য তোমরা যদি শুধু দৈনন্দিন রিপোর্টেড কেসের ভিত্তিতে (যার Ascertainment কতটা কম, তা নিয়ে ঘোর সন্দেহ রয়েছে), তার ভিত্তিতে স্থির কর দেশ থেকে কোভিড কমছে, সেটা ঠিক নাও হতে পারে | আবার যদি শুধু R কমছে, এই ভিত্তিতে মনে কর যে কোভিড কমছে, সেটাও ঠিক হবে না, কারণ কোভিডের গতিপ্রকৃতি শুধু R কমছে তার ভিত্তিতে না দেখে ক্রমাগত k বা ডিসপারশন ফ্যাকটর কতটা বাড়ছে সেটাও দেখে নেওয়া উচিৎ | সেটা কি জানা যাচ্ছে?


    ব্যাকওয়ার্ড কনট্যাকট ট্রেসিং না করলে নেটওযারক ম্যাপ করা যায় না, সেটি না করলে k বার করতে পারবে না। ভারতে রিভারস কনট্যাকট ট্রেসিং হয়েছে বলে মনে হয় না। 


    কাজেই অমুক জায়গায় কমছে, অমুক জায়গায় বাড়ছে এগুলো লেখার আগে কতগুলো ব্যাপার বিবেচনা করে বুঝিয়ে লিখলে সুবিধে হয়। 

  • Amit | 203.***.*** | ১২ মে ২০২১ ০৯:৫৬480235
  • ভাবছি এই ইউপি বা বিহারে গঙ্গায় যে বেশ কিছু ডেডবডি পাওয়া যাচ্ছে কদিন ধরে (মোস্ট লাইকলি কোভিড রিলেটেড ডেথস) সেগুলো ডাউনস্ট্রিম এ ভেসে বাই চান্স পব তে আসার পরে ডিসকভার হলে কি কি ঘটতে পারতো। পারলে হয়তো আহমেদাবাদ আইটি সেল এটাকে মমতার রাজত্বে হিন্দু জিনোসাইড থিওরী নামিয়ে এতক্ষনে রায়ট বাধানোর ব্যবস্থা পাকা করে ফেলতো। 


    https://www.ndtv.com/india-news/after-bihars-buxar-bodies-found-in-ganga-in-ups-ghazipur-2439452

  • Abhyu | 47.39.***.*** | ১২ মে ২০২১ ০৯:৩০480234
  • কেলোদা, আমার মা বাবা ভ্যাকসিন পেয়েছেন গতকাল।

  • π | ১২ মে ২০২১ ০৯:২৫480233
  • অরিনদা, এটা দেখেছেন?  সত্যি হলে উত্তরপুবের কপালে সমূহ বিপদ নাচছে। বাকি দেশ মোটামুটি কমবে।


    তবে জানিনা, এতে ভ্যাক্সিনেশন কতটা ধরা।  যেখানে যত পরে আসবে, তত তো ভ্যক্সিনেশন কভারেজ কিছুটা হলেও বাড়বে। আসামে যেমন এক কোটি টিকা কিনে রেখেছে, ১৮-৪৫ অনেককেই নিতে দেখছি।


    তবে এয়ারপোর্টে RT PCR করা, দেখা বন্ধ করাটা ব্যাকফায়ার করতে পারে।


  • π | ১২ মে ২০২১ ০৯:১৮480232
  • কোন হাসপাতাল, সরকারি বা প্রাইভেট, কাউকে ফেরাতে পারবে না। রিপোর্ট না থাকুক বা নেগেটিভ থাকবে। র‍্যাপিড আন্টিজেন টেস্টও প্রাইভেট হাসপাতালে করার অনুমতি এল অবশেষে। সিরিয়াস, SARI রোগীকে স্টেবিলাইজ না করে কোথাও বেডের আরেঞ্জ না করে পাঠানো যাবেনা। অতএব স্যাচুরেশন ৯৪% এর নীচে নেমে গেলে বাড়িতে না রেখে, বাড়িতে লো ফ্লো অক্সিজেনের ভরসায় না রেখে ( ওতে বেশিক্ষণ চালানো যায়না)  হাসপাতালের বেড এর ব্যবস্থা করা এবং যতক্ষণ না পাওয়া যায়, এমারজেন্সীতে নিয়ে চিকিতসা করাই ভাল। 


    এই অর্ডারের খুব দরকার ছিল। অবশ্য এমারজেন্সির ক্যাপাসিটি ছাড়িয়ে গেলে কী হবে জানা নেই। 

  • অরিন | 161.65.***.*** | ১২ মে ২০২১ ০৮:৫১480231
  • কেস কমছে না কাউন্ট করা হচ্ছে ন। 


    আবার শুরু হয়ে গেল বাগাড়ম্বর! 

  • কেশ | 2405:8100:8000:5ca1::650:***:*** | ১২ মে ২০২১ ০৮:৪১480230
  • বুড়ো কর্তার চুল-দাড়ি দুটোই কী আগের চেয়ে লম্বা হয়েছে?

  • b | 14.139.***.*** | ১২ মে ২০২১ ০৭:৪৯480229
  • আইচ্ছা, কেস ধীরে ধীরে  কমছে। ভালো খবর। 

  • Amit | 203.***.*** | ১২ মে ২০২১ ০২:৫১480227
  • ডেভেলপমেন্ট মানে যে জাস্ট কয়েকটা ফ্লাইওভার বা শপিং মল নয় , সোশ্যাল ইনক্লুসিভনেস ও দরকার যাতে সমাজের সব অংশের কাছে , বিশেষ করে আন্ডারপ্রিভিলেজড কাছেও তার সুফল পৌঁছয় সেই কনসেপ্ট টাই ইন্ডিয়ায় কম। তাই গুজরাটে ট্রাম্প এলে দেওয়াল তুলে বস্তি ঢাকতে হয় ঝা চকচকে ডেভেলপমেন্ট দেখাতে। 


    ইন জেনারেল মোদীভক্ত বন্ধুবান্ধবের হোওয়াতে পোস্টিং দেখে এটাই মনে হয় যে এদের কাছে ডেভেলপমেন্ট মানে আদতে হলো নিজে একটা ভালো সরকারি বা কর্পোরেট চাকরি করা , লোন নিয়ে গাড়ি -বাড়ি কেনা আর সেসবের দেখভালের জন্যে সস্তায় ড্রাইভার - কাজের লোক-মালি সবের এন্তার সাপ্লাই পাওয়া। সেসবের দাম বাড়লেই এদের প্রব্লেম। এখনো দেখি দেশে মা মাসিদের গ্রুপের আলোচনায় অর্ধেক সময় যায় যে কাজের লোক আজকাল কত বেশি মাইনে চাইছে সেই আলোচনায়। 

  • π | ১২ মে ২০২১ ০২:৩৭480226
  • *Kolkata will not stop Breathing* 


    Free Oxygen Langar Sewa at Gurdwara Behala organised by IHA Foundation and Gurdwara Behala will start on Sunday 9th May,2021 from 11:00 AM onwards. 


    Ardas (Prayers) at 11am & the then the Free Oxygen Langar Center will be open.


    To avail this service, you are required to bring an authorised Doctors prescription recommending the need for Oxygen intake, along with your Aadhar Card.


    The Sewa is available on first come first serve basis & at No Cost.


    Regards


    Satnam Singh Ahluwalia


    Chairman - IHA Foundation


    General Secretary - Gurdwara Behala


    9830210059


    9830047822


    9830550056


    9433445160


    9831197610


    9831199333

  • অরিন | 161.65.***.*** | ১২ মে ২০২১ ০১:৩৯480225
  • গুজরাট মডেল দেশের কি হাল করে ছেড়েছে তাই ভাবছি। 


    কয়েকজন "মডেলের" ছবিও দিয়েছে দেকচি। 

  • Abhyu | 47.39.***.*** | ১২ মে ২০২১ ০০:২৩480223
  • কর্তার ভূত লেখাটা একেবারে মোক্ষম। দেশটাকে কবিজী যে কি ভালো বুঝতেন!

  • | ১১ মে ২০২১ ২১:৪৭480221
  • অরিন | ১১ মে ২০২১ ১৯:৩৯480220
  • এই নিন, করোনা নিয়ন্ত্রণে ফেলুদা, তোপসে, আর জটায়ু কি করছে দেখুন ,


    https://www.medrxiv.org/content/10.1101/2020.09.13.20193581v1


    পুরোটা,


    https://www.medrxiv.org/content/10.1101/2020.09.13.20193581v1.full.pdf


    বলছে,


    "FELUDA on paper strip can accurately predict COVID-19 outcomes. The recent outbreak of Coronavirus disease 19 (COVID-19) due to SARS-CoV-2 virus provided an opportunity to expand the scope of (above-mentioned) approach of FELUDA and make a difference in the ongoing public health emergency throughout the world. In addition to general social distancing, identification of infected individuals and, screening their contacts for possible quarantine measures is one of the major steps in reducing community transmission of this virus"


    FELUDA Limit of detection (LOD):


    Synthetic genomic Target for N gene was serially diluted (1:10, 7 times) from ~4x106 copies/μl to perform FELUDA reaction. Test band intensity was calculated using TOPSE app (Repeated in three independent experiments).


    জটায়ু হচ্ছেন ওয়েব app ।


    করোনায় কেরামতি যাকে বলে ।


    :-)

  • Ramit Chatterjee | ১১ মে ২০২১ ১৪:৩৭480219
  • @গুরু এডমিন একটু পোস্ট দুটো ডিলিট করে দিলে বাধিত হই।

  • Ramit Chatterjee | ১১ মে ২০২১ ১৪:৩৬480218
  • প্রচন্ড দুঃখিত। একজন যথেষ্ট বিশ্বাস করতাম এমন লোকের মুখেই শুনলাম। নিজের ও যাচাই করা উচিত ছিল। 


    ডিলিট করার কোনো ব্যবস্থা করা যায় কি ?

  • | 2402:3a80:1342:69d0:b4d1:dada:7681:***:*** | ১১ মে ২০২১ ১৩:৪৩480217
  • আরে গুজব ছড়ান কেন? কি মুশকিল! 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত