সাত পার্সেন্ট থেকে এখানে আসার জন্যে অন্যকে দায়ী করার মানসিকতাই দায়ী। আমার মনে হয়েছে সিপিয়েম একমাত্র লক্ষ্য ছিল মমতাকে যেন তেন প্রকারেণ হারানো, এবং সেটা বিজেপি ছাড়া সম্ভব নয়। সুতরাং বিজেপির সুবিধে করে দাও। তো, এটা ঠিক যে গুরুতে লোককে গালি দিয়ে কাজের কাজ কিছু হয় না :)
মুশকিলটা হল এই যে এবার হারলেও বিজেপি কিন্তু বাড়ছে বাংলায় এবং সেটা বাঙালী সংস্কৃতির পক্ষে ভালো খবর নয়।
বিজেপি কে ফুলিয়ে ফাপিয়ে পব কে পুরো রিভার্স বাংলাদেশ করে দিয়েছে। এদিকে দিদি আর ওদিকে আপা।
বিজেপি সেন্টারে হারার পর এর কিছু বদলাতে পারে।
বাবুল সুপ্রিয় ফেবুতে নাকি লিখেছে রাজ্যের লোকে ঐতিহাসিকের ভুল করল বিজেপিকে সুযোগ না দিয়ে। আর cruel lady না কীসব লিখেছে।
হাম্বাগপনা একেই বলে। এখানে যেমন চলছে, শুধু ঘুরিয়ে বলা হচ্ছে।
দুদিন পরে দেখব, পণ্ডিতরাও বাবুল সুপ্রিয়র কথাই বলছে।
শুধু আপনি কেন অনেকেই রেজাল্ট কী হয় তার পরে পোস্ট করবেন ভেবেছিলেন :) সব মুখই দেখা হয়ে গেলো :)
হ্যা। তিনোরা আবার বলেছে না ভাবতে, গোণা শেষ হয়নি।
পুরো ক্যাও।
কাল অনেক মনখারাপ নিয়ে শুতে গিয়েছিলাম - তখন TMC/BJP ৫০-৫০% ছিল। আজ সকালে উঠে মনে হল মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। দাড়ি দাদু বলে গেছেন -
আমার মতে জগৎটাতে ভালোটারই প্রাধান্য
মন্দ যদি সাতচল্লিশ ভালোর সংখ্যা সাতান্ন।
আনন্দবাজারে লিখেছে হুইলচেয়ারে বসেই তিনি প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেলি প্যাসেঞ্জারী করিয়ে ছেড়েছেন। ঐ যে গাটস, তুই বললি, ঠিক আছে আমি নন্দীগ্রাম থেকেই দাঁড়াব, সেখান থেকেই আমি সারা বাংলায় প্রচার করব। হারি জিতি কিচ্ছু এসে যায় না। এই লড়াকু মানসিকতা বাংলায় আর একটা পলিটিশিয়ানের আছে? নির্বাচন কমিশন, আট দফা ভোট - কি না হয়েছে?
এবার গুরুতে সিপিয়েমদের বড় বড় কথা বন্ধ হবে কিনা কে জানে? ঐ সেই মৌলবাদী মিসোজিনিস্ট লোকের হাত ধরার ফল দেখলেন তো? অনেকেই কেমন নির্লজ্জের মতো সাপোর্ট করে গিয়েছিলেন? দীপ্সিতা, ঐশী, মীনাক্ষীদের মতো ভালো ক্যাণ্ডিডেটদের পথে বসানো হয়েছে এই করে। আমি অনেকদিন ধরে ভেবে রেখেছিলাম যে সত্যি মানুষ কি রায় দেয় সেটা দেখে পোস্টটা করব।
একই সঙ্গে আশা করি সিপিয়েমের ইয়ং ব্রিগেড - দীপ্সিতা, ঐশী, মীনাক্ষী ইত্যাদিরা আগামী দিনে বাংলার রাজনীতিতে আরো উজ্জ্বলভাবে উঠে আসবে। এদের খুব পছন্দ হয়েছে, বিশেষতঃ মীনাক্ষীকে। এটাও মানতে হবে যে সিপিয়েম এদের টিকিট দিয়েছিল। এটা ভালো লক্ষণ। একা লড়ে লেফট কয়েকটা আসন পেলে ভালো হত। আনচেকড পাওয়ার কথনো ভালো হয় না। ২৩৫-৩৫ মনে পড়ে।
কেরালায় পিনারাই বিজয়নের আর শৈলজা টিচারের ইতিহাস গড়াটাও খুব দরকার ছিল।
নন্দীগ্রামে কী কেস? জিতেছে বলে আবার বলছে হেরেছে?
b ঠিক নজর রেখেছিলেন!
হুঁ হুঁ, বাওয়া, গোময় দেওয়া পন্ডিতি বলে কথা। যুক্তি শুনলে মনে হয় এতোল বেতোল, এদিকে বালছাল নীতি আর কথা বলে দলটাকে ইয়েতে পাঠিয়ে দিল। দলটা এখানে উঠে গেল, এখন কেরালার মন্ত্রীর কথা নকল করে ঢপবাজি চলছে। ল্যাংটো হয়ে গেছে দলটা কিন্তু তাও ইয়ে দেখানোর কমতি নেই।
বিজেপিটিদা ভালো কামাচ্ছে কিন্তু! এহাতে ওহাতে দুহাতেই।
কেরল বা তামিলনাড়ু তে থাকতে চাই!
NDTV বিজেপির হারের বিশ্লেষণটা খুব ভালো করেছে। সঠিক জায়গা গুলোো পায়েেনট আউট করেেছে। মমতা সঙ্গগত কারণে জিিিটে ছে ।
গুরুর এডিটর ভয়ানক ঝামেলা করছে।
" But for the RSS, capturing power is not the ultimate goal, it is to make India a Hindu society."
RSS খুব ধীর কিন্তু নিশ্চিত পদক্ষেপে সেইদিকে এগোচ্ছে। আগামীদিনে বিধানসভায় বসে বিজেপি বিধায়করা তিনোদের চন্ডীপাট, হনুমানের ল্যাজ, রামনবমী ইত্যাদি নিয়ে ব্যতিব্যস্ত করে রাখবে যাতে "স্বাস্থ্যখাতে কেন্দ্রীয়- সরকারী বরাদ্দ আরো বাড়ানো হোক" জাতীয় কোন আলোচনা না করা যায়। আর এতগুলো MLA থাকলে কটা নতুন সদস্য বিজেপি রাজ্যসভায় পাঠাতে পারবে কে জানে!! তাতেও বিজেপির ডবল লাভ।
সেসব নিয়ে না ভেবে আমড়াগাছি করুন, ব্যক্তি আক্রমণ চালিয়ে যান ও এতোল- বেতোল বক্তব্য রাখুন।
আনন্দে থাকুন!!
আচ্ছা দুর্নীতি নিয়ে হাই মরাল দেখে আমার প্রশ্ন: বিহারে বিজেপির বিরুদ্ধে লালু পরিবারের হাত ধরতে নীতিবোধ জাগেনি? লালু আদালতের বিচারক চারটে কেটে জেলে। তেজস্বী মিশে সবার উপর করাপশনের অভিযোগ। মা রাবড়ি দেবী বাবা জেলে গেলে মুখ্যমন্ত্রী! যেন গোটা রাজ্য ওদের জমিদারী। তাদের হাত ধরতে অসুবিধে নেই?
** আগের দলকে লাথি মেরে।
সিপিএম ভাজপাকে তাদের ভোট দিয়েছিল।
আর তিনোরা দিয়েছিল প্রার্থী আর নেতা।
দ্বিতীয় দল হেরেছে মোটামুটি। কিন্তু প্রথম দল দিব্যি ভাজপায় আছে আগের দলে সাথেই মেরে।
এদের না পেলে আর এস এসের স্কুলে পড়বে কে ?
হাম্বাগরাই বা ওপরচালাকি করবে কী করে ?
ইলেকশন কমিশনের ওয়েবসাইট এখনো মমতাকে এগিয়ে আছে দেখাচ্ছে। তবে একঘন্টা আগে চল্লিশ মিনিট নন্দীগ্রামের ওয়েব সাইট ডাউন ছিল। তারপর শুভেন্দু জিতে যায়। মমতা কোর্টে যাবে বলছে।
আমড়াগাছি আর বদামোর শেষ আছে কী গা ?
ভাজপার এজেন্ট হয়ে বুথে বসে তিনোদের হারিয়ে আবার তারা সিপিএমে ফিরে আসবে। এই ছিল তাদের কথা । এরকম বালখিল্যতা আর তাদের সমর্থন তো অন্য কোন দলের লোকের মুখে শোনা যায় নি. বোঝাই যাচ্ছে এবারো তাদের ইচ্ছে বিজেপির মধু আরো কিচুদিন খাওয়ার. সুতরাং ৭৭ র ইতিহাস টেনে এই অপকর্মের অজুহাত দেওয়া ছাড়া ভাজপা এজেন্টরা আর কী করবে ?
২১৭ ৮৩ ১ ১
ওদিকে কেরলে বিজেপির একটিমাত্র সিট ছিলো, সেটাও খুইয়েছে। হায় গৌমাতা!
আবাপ জানাচ্ছে যে "মমতা পরাজিত"।
১৯০০(+) ভোটে হেরে গেছে বলছে।
আমড়াগাছি না করে পড়ুন ও পড়ানঃ
"The result of the West Bengal election will cause anguish to Modi but make Mohan Bhagwat happy. This may sound intriguing to many, but those who understand the ideology of the RSS will accept my submission. Modi and BJP are political entities. Their endgame is winning elections, forming governments. But for the RSS, capturing power is not the ultimate goal, it is to make India a Hindu society. Their target is to raise Hindu consciousness and make every Hindu realise that they are a proud Hindu. Mamata Banerjee reciting the Chandi Path and calling herself a Brahmin girl would have certainly gladdened Mohan Bhagwat's heart."
https://www.ndtv.com/opinion/opinion-why-rss-has-reason-to-enjoy-mamatas-bengal-win-2426375
না, অ্যাপ্রক্স ২০০০ ভোটে। এটা কিরকম করে হ'ল!!
আরে ১৬২৩ ভোটে মমতা হেরেছে বলছে।
"এককালের সিপিএমের ক্যাডারদের ভোট"
এবারে বেশ জমে উঠেছে!! কারুর বাবা ঠাকুরদা সিপিএমকে ভোট দিত কিনা এবার খুঁজতে হবে!! আর লেখার কোন আগল নেই গা? ভোটারদের ২০% ক্যাডার? সত্যি এমনটা ছিল কখনো?
"এককালের" কংগ্রেসের ভোট বামেরা পেল বলেই না তারা জিতল ১৯৭৭ এ। তারপরে "এককালের" কংগ্রেসের আর কিছু বামেদের ভোট পেয়ে তিনোরা জিতল ২০১১........এমন করেই তো "এককালের" কত ভোট অন্যেরা পেয়েছে বলেই ক্ষমতার হাত বদল হয়েছে। কিন্তু এতো শুধুই এতোল- বেতোল আমড়াগাছি!!
ফোরামটা কি নাট্যশালা হয়ে উঠল?
জো বিডেনও স্টার আনন্দ দেখছিল নন্দীগ্রামের রেজাল্টের জন্য।
আর b র এই প্রশ্ন !
ইকী! মমতা হেরেছে বলছে। যাব্বাঁ_
বি দা নির্ঘাত সারাদিন ঘুমুচ্চিলেন। :)
মমতা 1200 ভোটে জিতেছে।