ইয়েশশশশস, ভোন্দু হেরেছে। শু বা শালা।
পি কে বলল এই কাজ ছেড়ে দেবে। কী করবে বলল না।
পিকে হ্যাস ডেলিভারড
দলবদলুরা সবাই হারছে।
এম পি রা হারছে।
লোকে কিন্তু তাও ছাগল !
শুধু হাম্বাগদের মুখ থেকে বদমাইশি আর বিজেপি প্রীতির বোঁটকা গন্ধ বেরোতেই থাকে।
আনঅফিসিয়ালি মমতা ১২০০ ভোটে জিতেছে।
"যে নেই সেতো অনেকদিনই নেই! তাকে নিয়ে আলোচনা করে সময় নষ্ট করা কেন।"
ছিপিয়েম সম্পর্কে পিটিবাবুর এই গৌরনিতাই পজিশনটা হেবি। যাকগে, লোকে খুশি কারন বিজেপি হেরেছে। এবার দিদি তাদের বলবেন হেরো বাংলা থেকে বেরো। হাম্বাগ টিভির দর্শকরা খুব স্বাভাবিক কারনেই খুশি নয়।
মমতা ৮২৬ ভোটে এগিয়ে।
পিটি
কোন কোর্টে বিজেপির হাতে রক্তের দাগ বলেছে?
আপনি তো কোর্ট না বললে মানবেন না বলেছেন তাই জিগাই।
"বাংলার মানুষ হাতে, গায়ে, মাথায় রক্ত লেগে থাকা একটি দলকে বিরোধী দলের স্বীকৃতি দিয়ে সেই দলটিকে বাংলার বিধানসভায় আইনমাফিক প্রতিষ্ঠা দিয়েছে।"
যাঃ শালা। তিনোমুল ভোটে জিতবে, আবার বিরোধী দলের জায়গাটাও তাদের নিতে হবে? পিটিবাবুর লজিক ক্রমশ অঙ্কের বিচারে বালছাল হয়ে উঠছে। আরে মশাই মূল বিরোধী দল হওয়ার কথা ত ছিপিয়েমের। তারা ফেল মারল কেন? পড়াশোনা করেনা?
মমতা 1200 ভোটে জিতে গেলেন
মনোরঞ্জন ব্যাপারি জিতেছেন !
নন্দীগ্রামী মীণাক্ষি ১৮৮০ টা ভোট পেয়েছে !
"বাংলার মানুষ বাক সর্বস্ব, আত্ম প্রবঞ্চক,বিজেপির হস্তে তামুক খাওয়া দলটিকে প্রত্যাখ্যান করেছে। "
যে নেই সেতো অনেকদিনই নেই! তাকে নিয়ে আলোচনা করে সময় নষ্ট করা কেন।
বাংলার মানুষ হাতে, গায়ে, মাথায় রক্ত লেগে থাকা একটি দলকে বিরোধী দলের স্বীকৃতি দিয়ে সেই দলটিকে বাংলার বিধানসভায় আইনমাফিক প্রতিষ্ঠা দিয়েছে।
এই ফোরামে হল্লা শুনে মনে হচ্ছে যে বাংলা থেকে বিজেপি অদৃশ্য হয়েছে অথবা বিজেপি ভীষণ দুর্বল হয়ে গিয়েছে।!!
নন্দীগ্রামে শেষ রাউন্ড 17 চলছে। মমতা আপাতত 6 ভোটে পিছিয়ে।
210 80 1 1
মমতার প্রেস কনফারেন্স শুরু হবে।
বিজেপি হেরেছে, ঠিক আছে, কিন্তু ৮২ টা সিট পেয়েছে, ব্যাপারটা অশনি সংকেত। এদের একটা আসনেও জেতার কথা নয়। বাম - কংগ্রেসের একটা বড় রকমের আত্মসমীক্ষার প্রয়োজন আছে।
বাবুল নাকি নি-ক'র অফিসে গিয়ে বক্তিমে দিয়েছে? বাবুল কো পজিটিভ না? ওর নামেও কেস হওয়া উচিৎ।
থাক
নন্দী গ্রামে মোট কটি রাউন্ড??১৬ রাউন্ড চলাকালীন ৮২০ ভোটে এগিয়ে, দিদি।
আচ্ছা দম বন্ধ বাবু, মানে দীনেশ বাবু কি কইতাছেন??
এই ডামাডোলে রাজ্যপাল ধনখড় অপমানিত হলেন কিনা সেই খবর কেউ নিল না। এতে ওঁর অপমান হয় না?
কোভিড মিসম্যানেজমেন্ট আরেকটা কারন হতে পারে, তবে সেটা পরের স্টেজের ভোট শেয়ার না দেখে বলা যাবেনা।
পুরনো পাপরা ধুর ফুর সেজে চলে আসচে? গায়ে কেরম গাজিয়াবাদের যে-কেউ মার্কা গন্ধ। তা বাওয়া একটা দল পাবলিকের উবগার কত্তে নেবেছে আর দুটো কথা শুনলেই গায়ে ফোস্কা পড়ে। দলেবলে ছুটে আসছ। জোটসঙ্গি কঙ্রেস্কে দেখে শিখলেও পার। এই যে কঙ্রেসকে এত হুশ যা করে লোকে তারা বাপু দলবল লেলিয়ে ট্রোলায় না।
আমার মনে হয়,তিনটি কারণ এর জন্য,বিজেপির ফল খারাপ হয়েছে।
এক , অসাধারন দ্রব্য মূল্য বৃদ্ধি।সর্ষের তেল ১৮০ টাকা লিটার, পেট্রল প্রায় একশো টাকা, রান্নার গ্যাসের দাম নশো ছুঁই ছুঁই।
দুই,ধর্মীয় মেরুকরণ এর রাজনীতি বৃহত্তর জনগন প্রত্যাখ্যান করেছে।
তিন,মমতার জনকল্যাণ মূলক কাজের সুফল অনেকে পেয়েছেন।আর মমতার ওপর অধিকাংশ জনতার ট্রাস্ট আছে।
বিজেপিকে শেষমেশ পরাজিত করা গেছে। কেরলে জবাব দেওয়া গেছে। বাংলায় নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণ বাম কেই খুঁজে বের করতে হবে। আরো আত্মানুসন্ধান করতে হবে নেতাদের। প্রধান বিরোধী সঠিক করে ঠিক করতে হবে। শত্রু কে ক্লিয়ারলি চিহ্নিত করে লড়তে হবে। আর ভুলভাল জোট করার আর দরকার রইল না। সিপিএম একা লড়লেও এর থেকে খারাপ কিছু হওয়ার উপায় ছিল না। ব হি রা গত কে বাহিরে ছুঁড়ে ফেলা হয়েছে। তবে তৃনমূল অনেক টাকা খেয়ে নিয়েছে, এবার একটু খানি কাজ করার দিকে মন দিক। এটুকু চাইব।
দাড়ি, ও দাড়ি!
উঃ ২৪ পরগণায় সার্ভার ডাউন। কাউন্টিং বন্ধ।
হা, হা,হা!
কোনো কুযুক্তি নয় ,পিটি। বাংলার মানুষ বাক সর্বস্ব, আত্ম প্রবঞ্চক,বিজেপির হস্তে তামুক খাওয়া দলটিকে প্রত্যাখ্যান করেছে। বাংলার ভোটার ক্রমশ ম্যাচিওর হয়ে উঠছে।যেটা বিহারের ভোটার গণ একটু লেটে বুঝতে পেরেছেন।অথবা বলতে পারেন,বিহারের প্রবঞ্চনা ও ছল চাতুরী দেখে বাংলার আম ভোটার শিক্ষা নিয়েছেন।
নয় তো দশ বছর সরকারে থেকে,দুর্দান্ত রাষ্ট্র সরকারের বিরুদ্ধে লড়াই করে,যুদ্ধ ক্ষেত্র থেকে পঞ্চাশ শতাংশ ভোট তুলে নেওয়া, অসাধারন কৃতিত্বের ব্যাপার।হ্যাটস অফ টু টিম মমতা!
কুনাল কামরার দাড়ি ও দাড়ি দেখলাম:)
"বাঙালী উচ্চবিত্ত পঞ্চায়েত সমাজ পিটিদাকে নিয়ে মাথা ঘামায়, বাকিরা না।"
বাকিরা স্বাস্থ্যব্যবস্থা, চাকরীর অপ্রতুলতা, স্কুল কলেজে শিক্ষার অব্যবস্থা, সিন্ডিকেট ইত্যাদি নিয়েও মাথা যে ঘামায় না সেটাও প্রমাণিত হল।
"কিন্তু ৫ দফার নির্বাচন নিয়ে সিপিএম বিরোধিতা না করলে....."
আরে মানুষ সিপিএমকে চাইছে না। এত কান্নাকাটি কিসের?
মানুষ হীরক রাণীকে ক্ষমতায় ও ডাকাতের গুরুঠাকুরদের বিরোধীতায় বসিয়েছে। তারা ৮ দফার প্রবল সমর্থকদের ৩৭% ভোট দিয়েছে।
এইসব অবান্তর কুযুক্তির অবতারণা কেন?
টি ব্যাপারটা ধত্তে পারচেনা। ছিপিয়েম কোনোকালেই চাষাভুষোর দল ছিলনা। ছিপিয়েমের ভিত্তি ছিল শিক্ষিত মধ্যবিত্ত। এবার এদের একটা বড় অংশ এখন ছিপিয়েমের বিরুদ্ধে পোবোন্দো লেখে। এই যেমন মামু এট অল। এদেরকে ফিরিয়ে আনতে হবে। তালেই মাস ভোটার ফিরে আসবে। মামুকে চেপে ধরে সাক্ষাৎকার নাও ছিপিয়েম কীরম কর্মসূচি নিলে মামু ছাপোট দেবে। দরকার হলে কিউবা লাইন ছেড়ে বাংলাপক্ষ লাইন ধত্তে হবে। অক্সিজেন চাই।