না না। দিদির উস্কানির আলাদা করে নিন্দা করছি। কিন্তু ঐসব উস্কানির জন্য কিস্যু হয়নি। ওটা বিজেপি করতই। শীতলখুচি না হয়ে অন্য কোথাও। প্রিপ্ল্যান্ড। এইসব অন্য রাজ্যেও ওরা করে। কিন্তু বিজেপি ঐ উস্কানিকে ব্যবহার করেছে। এই দিদিকে দিয়ে আপনারা বিজেপিকে আটকাতে চাইছেন? যিনি নন্দীগ্রামে গিয়ে একগাদা মন্দিরে মাথা ঠেকিয়ে নিজের গোত্র জানিয়ে ব্রাহ্মনত্য দেখিয়ে এলেন? ওয়েল, গুড লাক।
এলেবেলে
আমি গুলী চালানোর পক্ষে কিছু বলিনি। আর এখন হাম্বাগ নয়, সীমানার মানা না মানা টিভি ঐসব দেখাচ্ছে।
আপনি কখনো বাঁশ, লাঠি হাতে ভোট দিতে গিয়েছেন জীবনে?
"বিজেপির বাড়াবাড়িকে আমি তৃণমূলের অবদান মনে করি না।
- এই দাবী বোধয় দিদি নিজেও করবেন না। প্লিজ।
"বরং এখন যদি আটকানো যায়।"
- সেই। শীতলখুচিতে চারজন মাইনরিটিকে বিজেপির মাইনে করা গুন্ডারা মারার পরই বোঝা গেলো যে বিজেপি কত ক্ষতিকারক। তাই এখন আটকাতে হবে।
শীতলকুচির ফুটেজ সামনে আসার পরেও যে এই লাঠি আনা সংক্রান্ত পোস্ট দিতে পারে, সে মনে হয় মানুষ নয়।
যাঁরা ভোট দিতে আসছিলেন তাঁদের হাতে লাঠি ছিল না। ছিল কতিপয় যুবকের হাতে। সেখানে এক মহিলার আর্তস্বর শোনা যাচ্ছে 'আমার ছেলেকে তোমরা মারলে ক্যানে?' শুনতে পাননি? কিন্তু উস্কানি কোথায়?
যদিও ভবিষ্যত কাল 'করলে গালি খাবে' তাতেই আমি খুশি। দশ বছর ধরেে ঘৌ ঘৌ এর আশা য় থেকে কিছু তো পাওয়াা গেল।
ধুর শুধু লাঠি এনে ভোট দিতে আসার চেরিপিকিং করলে হবে? সাড়ে তিনশো মহিলা, দা-খুন্তি সহ নানা অস্ত্র, তাঁদের সশস্ত্র বাহিনীকে ঘিরে ফেলা, আক্রান্তদের হাত থেকে বাঁচতে গুলি - এই ন্যারেটিভগুলোর কী হবে? সেলিম-বিমান-সুজ্জিমামা কে না চেঁচিয়েছেন? এখনও তার সাফাই চলবে হাম্বাগ টিভির নামে?
কত কম জানে লোকে। সুহৃদ তার বাড়িতেই থাকে । সিবিআই এর উকিল আদালতে আসেও না আর। গত মাসেই সে বাড়িতে বসে টিভিতে সাক্ষাতকার দিয়েছে।
যে সমস্ত জাস্টিফিকেশন গুরুতে পন্ডিতেরা দিলেন, ভর ভরা রাও ইত্যাদির বিরুদ্ধে গদি মনস্ক মানুষ ও মিডিয়া প্রায় সেইজাতীয় বক্তব্যই রেখে থাকে অথবা খিল্লি করে।
টিভিতে শীতলকুচির নিরীহ গ্রামবাসী ভোটারদের দেখাচ্ছিল। লাঠি, বাঁশ হাতে ভোট দিতে এসেছিল। হাম্বাগ কয়েকদিন আগেই দেখিয়েছিল। এখন সীমানার মানা না মানা টিভি দেখাচ্ছে। রাষ্ট্রের দূত প্রিসাইডিং অফিসার তাণ্ডবের কথা জানালেন।
আমি তো কখনো লাঠি হাতে ভোট দিতে যাইনি। আপনারা কেউ গেছেন কখনো? কি জানি ওখানে ওটাই বোধহয় দস্তুর।
কিন্তু ভাইপো তো এমপি।
ভাইপোর 'ভুলভাল কাজ' - এত বড় ধিক্কার আসার পর পিটি চুপ করে যেতেই পারেন।
আর ফালতু কথা বলবেন না। আগেও বলেছি, এখনো বলছি। তখন গড়িয়া থেকে আমার ভাইঝির সঙ্গে প্রতিবাদ মিছিলে হেঁটে ছিলাম। ও তখন রাজাবাজার সায়েন্সের এস এবং আই সদস্য ছিল।
এটা বলুনতো-- তাপসী মালিক কেসে আদালতের রায়ে আপনার বিশ্বাস নেই কেন?
ভুলভাল কাজ করলে মুখ্যমন্ত্রীর ভাইপো গালি খাবে। কেসও খাওয়া উচিত, কিন্তু সে এক লম্বা ব্যাপার।
সমালোচনাযোগ্য কথা বললে মুখ্যমন্ত্রীর বউও কথা শুনবে।
এসবে এত কান্নার কী আছে ?
পিটি
আপনি যা করছেন তা কোন মিডিয়া ট্রায়ালের চেয়ে কম না। কার কোন কেসে জানার ইচ্ছে হবে কার হবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তাপসী মালিক ২০০৬ এর ঘটনা। বাম জমানায় আদালত দু'জন সিপিএমের নেতাকে দোষী রায় দিয়েছে। এতে আপনার নিজস্ব থিওরিতে প্রশ্ন ওঠার কথা নয়।
২ আপনি তার পরে ঘটা নেতাই হত্যা কান্ড নিয়ে কোন বাইট দেননি। তো আপনাকে কি রোজ রোজ বলব তখন কেন চুপ করেছিলেন? তাতে তো অনেক গুলো পরলাম গেল?
না, করব না। আপনিও এই ক্লান্তিকর হোয়াটঅ্যাবাউটরি ছাড়ুন।
।
প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী প্রকাশ্য ফাঁসির দাবি করেছিলেন তো পাবলিকলি। সেই দাবিতে এক্সট্রা মাইলেজ আনার জন্যেই করেছিলেন নিশ্চয়। স্বাভাবিক, তাঁর কথা আসবে।
কবিরা তো বদ।
ভালো লোকেদের নীরবতা আর বদেরা কেন নীরব সেই নিয়ে ক্রমাগত প্রশ্নই বিস্ময়কর।
ইস্যুটাকে ঘেঁটে দিয়ে কোন লাভ নেই।
ধনঞ্জয় নিয়ে দীর্ঘ বিতর্ক হয়েছে একদা, এমনকি "বুদ্ধর বৌ' ও বাদ যায়নি । সেই সব কবিরাই তাপসীর ইন্সাফ প্রসঙ্গে কেন নীরব সেটাই বিস্ময়ের।
এই সব কবিরা অম্বিকেশের থাপ্পড়, সন্ময়ের পিটুনি ও সফিকুলের হেনস্থা নিয়েও হিনী পালন করেন।
বিরোধীশূণ্য করার রাজনীতির ঐতিহ্য পবতে প্রাচীন। আর বাম থাকলেও ত্রিপুরায় যেমন ভবিতব্য আটকানো যায়নি, এখানেও যেত না।
বরং এখন যদি আটকানো যায়।
তিনো রাজ্যের দখল নেবে।
অথচ দিদির মতন নেত্রী যিনি সবেতেই বামপার্টির দোষ দেখতেন, তিনি রাজ্যকে বাম শুণ্য করবেন না।
আর বিরোধীশুণ্য রাজ্য দেখেও বিজেপি দিল্লিতে বসে আঙ্গুল চুষবে।
বিজেপি রাজ্যে একবার জায়্গা পেলেও শীতলকুচি ঘটাবে না।
এইটাই কি সিকোয়েন্স অব থটস?
না, বিজেপির বাড়াবাড়িকে আমি তৃণমূলের অবদান মনে করি না।
আবারও, ত্রিপুরা। ত্রিপুরায় তৃণ - বিজেপি, ওটা অ্যাট বেস্ট অর্ধসত্য।
আর ২০১৯ এর পর একেবারে অন্যরকম ভাবারও কারন ঘটেছে।
হুতো, তাহলে ধরে নিচ্ছি যে আপনি এটাও জানতেন যে তিনো এলে বিজেপির বাড়াবাড়ি শুরু হবে। তাতেও আপনার সমর্থন ছিল। তাহলে তো শীতলকুচির ঘটনাও আপনাদের প্র্যতাশামতনই হয়েছে।
সরকার তো ভোটে উল্টেছে - সরকার ওল্টানোর সঙ্গে জড়িত ঘটনার তদন্ত কীরকম? রিগিং ইত্যাদি? এছাড়া সরকার বিরোধী আন্দোলন তো হতেই থাকে, কারা কেমন ওজন তৈরি করতে পারে তা বিরোধীদের ব্যাপার।
নন্দীগ্রামে নানান ঘটনা ঘটেছে, তার তদন্ত তৃণমূল করবে না, করানো যেতে পারলে তো ভালোই হতো। তবে সেটার জন্যে হয় না কেন বলে গুরুর পাতায় প্রশ্ন করে তো কিছু হবে না, নিদেন একটা সিগনেচার ক্যাম্পেন শুরু করলেও লোকের মনে প্রশ্ন উঠতে পারে। মানে সত্যিই সেটা নিয়ে কোন চিন্তা উদ্বেগ আগ্রহ ইত্যাদি থাকলে।
এবার, আমি কেন করি না বা গুরুর লোকেরা কেন করে না সে প্রশ্ন করে লাভ নেই। আমাকে সিআইএ কোন টাকা দেয়নি, তবুও আমি চেয়েছিলাম বাম সরকার যাক। আর এই চাওয়ার পেছনে অনেক অত্যুৎসাহী ছোট বড় নেতা সমর্থক তাত্ত্বিকদের কার্যকলাপ দেখার অভিজ্ঞতা কাজ করেছে। এবং আমার অন্তত তৃণমূল চোর এবং বদ জেনেও, তখনকার মনোভাব নিয়ে কোন রিগ্রেট নেই। আমার এবং আমার মত অনেকেরই জানা ছিল তৃনমূল এলে কেমন হবে, কারন আমি ত্রিপুরায় কংগ্রেসের পাঁচ বছর দেখেছি।
তো, অন্য কেউ কেন করছে না সেই প্রশ্নের তো কোন মানে নেই।
না জানার আনন্দ আর জানতে না চাওয়ার ইচ্ছে সব মিলেমিশে একাকারঃ
"তাপসী মালিক হত্যা মামলায় বাম সরকারের সময়ে ডিসেম্বর ২০০৮ সালে দু'জন সিপিএমের নেতাকে দোষী ঠাউরেছে।"
তারা দুজনেই দিব্য ঘুরে বেড়াচ্ছে সিঙ্গুরে। সিবিআই বিজেমুল কারো কোন উৎসাহ নেই এই মামলায়। বুজীদেরও নেই। দুজনের একজনের ভাইপো তিনোমুলে। TV9 এ কিছুদিন আগেই সুহৃদ জানালেন জে তাপসীর পক্ষের উকিল আর কোর্টেও আসেনা নাকি।
RR
আমি আইন বিষয়ে এতটাই না জানি যে ঐসব ব্যক্তিদের অব্স্থান নিয়েও কিছুই জানিনা। কিন্তু কোটি টাকার অস্ত্র কেনা হলে কেউ কাটমানি খাবেনা তা কি হয়? হয়েছে কখনো?
শুধু তাপসী নয়। তদন্ত না হওয়া কিন্তু সরকার উল্টনোর সঙ্গে জড়িত কোনটার পূর্ণাঙ্গ তদন্ত দাবী করেছেন (শুধু আপনি নন)?
কোর্টের সব রায় যদি বিজেপির পক্ষে যায় তাহলে তারা সব কিছুই আইন মেনে করছে বলে ধরতে হবে। নাহলে এই সিব্বল টিব্বল কে দিয়ে চলবে না আর।
পিটি
আপনি আমাকে আদালতের রায় নিয়ে প্রশ্ন করেছেন।
১ ধনঞ্জয়ের রায় বাম সরকারের আমলে বেরিয়েছে! তাতে অসংগতি চোখে পড়ায় তে দুজন আই এস আই এর অধ্যাপক রিসার্চ করেছেন। তারা গুরুর ভাটুরে নন। তারা কেন এটা নিয়ে কাজ করলেন তাদের জিজ্ঞেস করুন।
২ সমস্ত পত্রিকা দেখাচ্ছে তাপসী মালিক হত্যা মামলায় বাম সরকারের সময়ে ডিসেম্বর ২০০৮ সালে দু'জন সিপিএমের নেতাকে দোষী ঠাউরেছে। আপনার তো এনিয়ে প্লশ্ন থাকার কথা নয়। মানতে পারছেন না কেন? ৩ বাম সরকারের পতন হয়়েছিল ২০১১ সাাাাাাা সালে সংবিধান অনুযায়ী ভোোোোো। ভোটের মাধ্যমে। ক্ষষমতায় ছিলেন বাাাাা। বাম সরকার।
অঙ্ক পাল্টে গেল। ধনঞ্জয় বা তাপসী আর রাজ্যের মুখ্যমন্ত্রী আলাদা বিষয়। এটাকে গোলপোস্ট সরানোও বলা যেতে পারে।
ওদিকে বিচার না হওয়া আর ভুল বিচারে ফাঁসিতে চড়িয়ে দেওয়াও আলাদা। জাস্টিস ডিলেড আর জাস্টিস ডিনায়েডের ব্যাপার যেমন আছে, তেমনই দশজন অপরাধী ছাড়া পেয়ে গেলেও, কোন নিরপরাধ যেন সাজা না পায় সেটাও আছে। ধনঞ্জয়ের ফাঁসির দাবীতে মীরা ভট্টাচার্যের প্রকাশ্য ফাঁসির আবেগঘন দাবী মনে পড়লো।
তবে ক্ষমতাবান মানুষের সমালোচনা তো হবেই। ওটা বন্ধ করলে পড়ে থাকে অর্ণব গোস্বামীর বকলস।
অ্যাকাডেমিয়ার পাবলিকদের হাতে অঢেল সময় আর সময় রিটায়ার্ডদের হাতে। কাজেই এই ক্লান্তিকর ঘ্যাজর ঘ্যাজর থেকে রেহাই পাবার কোন উপায় নেই।
এই লোকটার নীচতাও দেখার মত। ধনঞ্জয়ের বিচার চাইবার কোন উপায়ই নেই। বিচার করে তাকে ফাঁসি দেয়া হয়েছে। সেই বিচারের অসঙ্গতি দেখিয়েছে আইএসয়াইয়ের প্রফেসররা। এবার তাদের সাথে এ মালের কোন গোপন কম্পিটিশান বা রুটির টুকরোর বখরা নিয়ে কিছু আছে নিশ্চয় তাই অকাতরে মিথ্যে বলছে যে বিচার চাইছে হ্যান ত্যান। খুব ভাল জানে যে বিচার চাওয়া সম্ভব নয় আর তাও মিথ্যে বলছে অত্যন্ত ডিজওনেস্ট মেন্টালিটি।
ওদিকে তাপসীর কেস এগোচ্ছে না সেইটা যতক্ষণ এর ব্যবহারোপযোগী থাকবে ততক্ষণ তাই নিয়ে ভাট বকবে। নিজে ভুলেও আরটিয়াই করা কি মিছিল টিছিল করা নিদেন প্রবন্ধ লেখা তাও করবে না।
বুঝতে য্খ্ন চাইছেন না তখন অঙ্কটা সহজ করে দিই। ধনঞ্জয় ও তাপসীর তুলনা হোক। এক্জনের "সঠিক" বিচার চেয়ে পন্ডিতেরা অতি করিৎকর্মা আর অন্যজনের "ইন্সাফ" নিয়ে বিন্দুমাত্র উত্সাহ নেই।
পেছন নয়, পিন।
পিটি
ফের গোলপোস্ট সরানো?
১ সিব্বলকে বাদ দিয়ে ভুষণ দুষ্যন্ত ইন্দিরা জয় সিং এরা আইনের স্পেশালিস্ট নন? ইয়েস আর নো?
২ আপনি আমাকে পিছন পয়েন্ট জিজ্ঞেস করেছেন আদালতের রায় মানা না মানা নিয়ে? সেটাতে তাপসী মালিক কোত্থেকে এলো? সবসময় গরু রচনা?
৩ কে কোন কেস বলে উড়িয়ে দেবেন না। বাবরি মসজিদ সিএএ এন আরপি সবগুলো ই বিজেপির পলিসি ইস্যু। সবগুলোতেই কোর্টের রায় বিজেপির পক্ষে। তাহলে এই ইস্যুগুলোতে রায় মেনে চুপ?