এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 2405:8100:8000:5ca1::12f:***:*** | ১৪ এপ্রিল ২০২১ ২৩:৩৫477775
  • না না। দিদির উস্কানির আলাদা করে নিন্দা করছি। কিন্তু ঐসব উস্কানির জন্য কিস্যু হয়নি। ওটা বিজেপি করতই। শীতলখুচি না হয়ে অন্য কোথাও। প্রিপ্ল্যান্ড। এইসব অন্য রাজ্যেও ওরা করে। কিন্তু বিজেপি ঐ উস্কানিকে ব্যবহার করেছে। এই দিদিকে দিয়ে আপনারা বিজেপিকে আটকাতে চাইছেন? যিনি নন্দীগ্রামে গিয়ে একগাদা মন্দিরে মাথা ঠেকিয়ে নিজের গোত্র জানিয়ে ব্রাহ্মনত্য দেখিয়ে এলেন? ওয়েল, গুড লাক।

  • PT | 116.193.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ২৩:২৯477774
  • এলেবেলে

    আমি গুলী চালানোর পক্ষে কিছু বলিনি। আর এখন হাম্বাগ নয়, সীমানার মানা না মানা টিভি ঐসব দেখাচ্ছে।

    আপনি কখনো বাঁশ, লাঠি হাতে ভোট দিতে গিয়েছেন জীবনে?

  • S | 2405:8100:8000:5ca1::a1:***:*** | ১৪ এপ্রিল ২০২১ ২৩:২৯477773
  • "বিজেপির বাড়াবাড়িকে আমি তৃণমূলের অবদান মনে করি না।
    - এই দাবী বোধয় দিদি নিজেও করবেন না। প্লিজ।

    "বরং এখন যদি আটকানো যায়।"
    - সেই। শীতলখুচিতে চারজন মাইনরিটিকে বিজেপির মাইনে করা গুন্ডারা মারার পরই বোঝা গেলো যে বিজেপি কত ক্ষতিকারক। তাই এখন আটকাতে হবে। 

  • π | ১৪ এপ্রিল ২০২১ ২৩:২৬477772
  • শীতলকুচির ফুটেজ সামনে আসার পরেও যে এই লাঠি আনা সংক্রান্ত পোস্ট দিতে পারে, সে মনে হয় মানুষ নয়। 

  • এলেবেলে | 202.142.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ২৩:২৪477771
  • যাঁরা ভোট দিতে আসছিলেন তাঁদের হাতে লাঠি ছিল না। ছিল কতিপয় যুবকের হাতে। সেখানে এক মহিলার আর্তস্বর শোনা যাচ্ছে 'আমার ছেলেকে তোমরা মারলে ক্যানে?' শুনতে পাননি? কিন্তু উস্কানি কোথায়?

  • দু | 47.184.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ২৩:২২477770
  • যদিও ভবিষ্যত কাল  'করলে গালি খাবে' তাতেই আমি খুশি।   দশ বছর ধরেে ঘৌ ঘৌ এর আশা য় থেকে কিছু তো পাওয়াা গেল।

  • এলেবেলে | 202.142.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ২৩:২০477769
  • ধুর শুধু লাঠি এনে ভোট দিতে আসার চেরিপিকিং করলে হবে? সাড়ে তিনশো মহিলা, দা-খুন্তি সহ নানা অস্ত্র, তাঁদের সশস্ত্র বাহিনীকে ঘিরে ফেলা, আক্রান্তদের হাত থেকে বাঁচতে গুলি - এই ন্যারেটিভগুলোর কী হবে? সেলিম-বিমান-সুজ্জিমামা কে না চেঁচিয়েছেন? এখনও তার সাফাই চলবে হাম্বাগ টিভির নামে?

  • PT | 116.193.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ২৩:১৫477768
  • কত কম জানে লোকে। সুহৃদ তার বাড়িতেই থাকে । সিবিআই এর উকিল আদালতে আসেও না আর। গত মাসেই সে বাড়িতে বসে টিভিতে সাক্ষাতকার দিয়েছে।

    যে সমস্ত জাস্টিফিকেশন গুরুতে পন্ডিতেরা দিলেন, ভর ভরা রাও ইত্যাদির বিরুদ্ধে গদি মনস্ক মানুষ ও মিডিয়া প্রায় সেইজাতীয় বক্তব্যই রেখে থাকে অথবা খিল্লি করে।

    টিভিতে শীতলকুচির নিরীহ গ্রামবাসী ভোটারদের দেখাচ্ছিল। লাঠি, বাঁশ হাতে ভোট দিতে এসেছিল। হাম্বাগ কয়েকদিন আগেই দেখিয়েছিল। এখন সীমানার মানা না মানা টিভি দেখাচ্ছে। রাষ্ট্রের দূত প্রিসাইডিং অফিসার তাণ্ডবের কথা জানালেন।

    আমি তো কখনো লাঠি হাতে ভোট দিতে যাইনি। আপনারা কেউ গেছেন কখনো? কি জানি ওখানে ওটাই বোধহয় দস্তুর।

  • S | 2405:8100:8000:5ca1::a1:***:*** | ১৪ এপ্রিল ২০২১ ২৩:১৩477767
  • কিন্তু ভাইপো তো এমপি।

  • দু | 47.184.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ২৩:০১477766
  • ভাইপোর 'ভুলভাল  কাজ' - এত বড় ধিক্কার আসার পর পিটি চুপ করে যেতেই পারেন।

  • case | 2405:8100:8000:5ca1::ec:***:*** | ১৪ এপ্রিল ২০২১ ২২:৩৮477765
  • রঞ্জন | 2405:201:4011:c04e:6017:6daf:8c33:***:*** | ১৪ এপ্রিল ২০২১ ২২:৩১477764
  • আর ফালতু কথা বলবেন না। আগেও বলেছি, এখনো বলছি। তখন গড়িয়া থেকে আমার ভাইঝির সঙ্গে প্রতিবাদ মিছিলে হেঁটে ছিলাম। ও তখন রাজাবাজার সায়েন্সের এস এবং আই সদস্য ছিল।


    এটা বলুনতো-- তাপসী মালিক কেসে আদালতের রায়ে আপনার বিশ্বাস নেই কেন?

  • সিএস | 49.37.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ২২:২৯477763
  • ভুলভাল কাজ করলে মুখ্যমন্ত্রীর ভাইপো গালি খাবে। কেসও খাওয়া উচিত, কিন্তু সে এক লম্বা ব্যাপার।

    সমালোচনাযোগ্য কথা বললে মুখ্যমন্ত্রীর বউও কথা শুনবে।

    এসবে এত কান্নার কী আছে ?

  • রঞ্জন | 2405:201:4011:c04e:6017:6daf:8c33:***:*** | ১৪ এপ্রিল ২০২১ ২২:২৪477762
  • পিটি 


    আপনি যা করছেন তা কোন মিডিয়া ট্রায়ালের  চেয়ে কম না। কার কোন কেসে জানার ইচ্ছে হবে কার হবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তাপসী মালিক ২০০৬ এর ঘটনা। বাম জমানায় আদালত দু'জন সিপিএমের নেতাকে দোষী রায় দিয়েছে। এতে আপনার নিজস্ব থিওরিতে প্রশ্ন ওঠার কথা নয়।


    ২ আপনি তার পরে ঘটা নেতাই হত্যা কান্ড নিয়ে কোন বাইট দেননি। তো আপনাকে কি রোজ রোজ বলব তখন কেন চুপ করেছিলেন? তাতে তো  অনেক গুলো পরলাম গেল?


    না, করব না। আপনিও এই ক্লান্তিকর হোয়াটঅ্যাবাউটরি ছাড়ুন।


  • r2h | 49.206.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ২২:১৪477761
  • প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী প্রকাশ্য ফাঁসির দাবি করেছিলেন তো পাবলিকলি। সেই দাবিতে এক্সট্রা মাইলেজ আনার জন্যেই করেছিলেন নিশ্চয়। স্বাভাবিক, তাঁর কথা আসবে।

  • r2h | 49.206.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ২২:১১477760
  • কবিরা তো বদ।

    ভালো লোকেদের নীরবতা আর বদেরা কেন নীরব সেই নিয়ে ক্রমাগত প্রশ্নই বিস্ময়কর।

  • PT | 116.193.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ২২:০৯477759
  • ইস্যুটাকে ঘেঁটে দিয়ে কোন লাভ নেই।

    ধনঞ্জয় নিয়ে দীর্ঘ বিতর্ক হয়েছে একদা, এমনকি "বুদ্ধর বৌ' ও বাদ যায়নি । সেই সব কবিরাই তাপসীর ইন্সাফ প্রসঙ্গে কেন নীরব সেটাই বিস্ময়ের।

    এই সব কবিরা অম্বিকেশের থাপ্পড়, সন্ময়ের পিটুনি ও সফিকুলের হেনস্থা নিয়েও হিনী পালন করেন।

  • r2h | 49.206.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ২২:০৬477758
  • বিরোধীশূণ্য করার রাজনীতির ঐতিহ্য পবতে প্রাচীন। আর বাম থাকলেও ত্রিপুরায় যেমন ভবিতব্য আটকানো যায়নি, এখানেও যেত না।

    বরং এখন যদি আটকানো যায়।

  • S | 2620:7:6001::***:*** | ১৪ এপ্রিল ২০২১ ২২:০৪477757
  • তিনো রাজ্যের দখল নেবে।

    অথচ দিদির মতন নেত্রী যিনি সবেতেই বামপার্টির দোষ দেখতেন, তিনি রাজ্যকে বাম শুণ্য করবেন না।

    আর বিরোধীশুণ্য রাজ্য দেখেও বিজেপি দিল্লিতে বসে আঙ্গুল চুষবে।

    বিজেপি রাজ্যে একবার জায়্গা পেলেও শীতলকুচি ঘটাবে না।

    এইটাই কি সিকোয়েন্স অব থটস?

  • র২হ | 49.206.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ২২:০১477756
  • না, বিজেপির বাড়াবাড়িকে আমি তৃণমূলের অবদান মনে করি না।


    আবারও, ত্রিপুরা। ত্রিপুরায় তৃণ - বিজেপি, ওটা অ্যাট বেস্ট অর্ধসত্য।


    আর ২০১৯ এর পর একেবারে অন্যরকম ভাবারও কারন ঘটেছে।

  • S | 2620:7:6001::***:*** | ১৪ এপ্রিল ২০২১ ২১:৫৯477755
  • হুতো, তাহলে ধরে নিচ্ছি যে আপনি এটাও জানতেন যে তিনো এলে বিজেপির বাড়াবাড়ি শুরু হবে। তাতেও আপনার সমর্থন ছিল। তাহলে তো শীতলকুচির ঘটনাও আপনাদের প্র্যতাশামতনই হয়েছে।

  • r2h | 49.206.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ২১:৪০477754
  • সরকার তো ভোটে উল্টেছে - সরকার ওল্টানোর সঙ্গে জড়িত ঘটনার তদন্ত কীরকম? রিগিং ইত্যাদি? এছাড়া সরকার বিরোধী আন্দোলন তো হতেই থাকে, কারা কেমন ওজন তৈরি করতে পারে তা বিরোধীদের ব্যাপার।

    নন্দীগ্রামে নানান ঘটনা ঘটেছে, তার তদন্ত তৃণমূল করবে না, করানো যেতে পারলে তো ভালোই হতো। তবে সেটার জন্যে হয় না কেন বলে গুরুর পাতায় প্রশ্ন করে তো কিছু হবে না, নিদেন একটা সিগনেচার ক্যাম্পেন শুরু করলেও লোকের মনে প্রশ্ন উঠতে পারে। মানে সত্যিই সেটা নিয়ে কোন চিন্তা উদ্বেগ আগ্রহ ইত্যাদি থাকলে।

    এবার, আমি কেন করি না বা গুরুর লোকেরা কেন করে না সে প্রশ্ন করে লাভ নেই। আমাকে সিআইএ কোন টাকা দেয়নি, তবুও আমি চেয়েছিলাম বাম সরকার যাক। আর এই চাওয়ার পেছনে অনেক অত্যুৎসাহী ছোট বড় নেতা সমর্থক তাত্ত্বিকদের কার্যকলাপ দেখার অভিজ্ঞতা কাজ করেছে। এবং আমার অন্তত তৃণমূল চোর এবং বদ জেনেও, তখনকার মনোভাব নিয়ে কোন রিগ্রেট নেই। আমার এবং আমার মত অনেকেরই জানা ছিল তৃনমূল এলে কেমন হবে, কারন আমি ত্রিপুরায় কংগ্রেসের পাঁচ বছর দেখেছি।

    তো, অন্য কেউ কেন করছে না সেই প্রশ্নের তো কোন মানে নেই।

  • PT | 116.193.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ২১:৪০477753
  • না জানার আনন্দ আর জানতে না চাওয়ার ইচ্ছে সব মিলেমিশে একাকারঃ
    "তাপসী মালিক হত্যা মামলায় বাম সরকারের সময়ে ডিসেম্বর ২০০৮ সালে দু'জন সিপিএমের নেতাকে দোষী ঠাউরেছে।"
    তারা দুজনেই দিব্য ঘুরে বেড়াচ্ছে সিঙ্গুরে। সিবিআই বিজেমুল কারো কোন উৎসাহ নেই এই মামলায়। বুজীদেরও নেই। দুজনের একজনের ভাইপো তিনোমুলে। TV9 এ কিছুদিন আগেই সুহৃদ জানালেন জে তাপসীর পক্ষের উকিল আর কোর্টেও আসেনা নাকি।

  • PT | 116.193.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ২১:২১477752
  • RR
    আমি আইন বিষয়ে এতটাই না জানি যে ঐসব ব্যক্তিদের অব্স্থান নিয়েও কিছুই জানিনা। কিন্তু কোটি টাকার অস্ত্র কেনা হলে কেউ কাটমানি খাবেনা তা কি হয়? হয়েছে কখনো?

    শুধু তাপসী নয়। তদন্ত না হওয়া কিন্তু সরকার উল্টনোর সঙ্গে জড়িত কোনটার পূর্ণাঙ্গ তদন্ত দাবী করেছেন (শুধু আপনি নন)?

    কোর্টের সব রায় যদি বিজেপির পক্ষে যায় তাহলে তারা সব কিছুই আইন মেনে করছে বলে ধরতে হবে। নাহলে এই সিব্বল টিব্বল কে দিয়ে চলবে না আর।

  • রঞ্জন | 2405:201:4011:c04e:6017:6daf:8c33:***:*** | ১৪ এপ্রিল ২০২১ ২১:১৮477751
  • পিটি


    আপনি আমাকে আদালতের রায় নিয়ে প্রশ্ন করেছেন।


    ১ ধনঞ্জয়ের রায় বাম সরকারের আমলে বেরিয়েছে! তাতে অসংগতি চোখে পড়ায় তে দুজন আই এস আই এর অধ্যাপক রিসার্চ করেছেন। তারা গুরুর ভাটুরে নন। তারা কেন এটা নিয়ে কাজ করলেন তাদের জিজ্ঞেস করুন।


    ২ সমস্ত পত্রিকা দেখাচ্ছে তাপসী মালিক হত্যা মামলায় বাম সরকারের সময়ে ডিসেম্বর ২০০৮ সালে দু'জন সিপিএমের নেতাকে দোষী ঠাউরেছে। আপনার তো এনিয়ে প্লশ্ন থাকার কথা নয়। মানতে পারছেন না কেন? ৩ বাম সরকারের পতন হয়়েছিল ২০১১ সাাাাাাা সালে সংবিধান অনুযায়ী ভোোোোো।    ভোটের মাধ্যমে। ক্ষষমতায়‌ ছিলেন বাাাাা।      বাম সরকার। 

  • র২হ | 49.206.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ২১:১৭477750
  • অঙ্ক পাল্টে গেল। ধনঞ্জয় বা তাপসী আর রাজ্যের মুখ্যমন্ত্রী আলাদা বিষয়। এটাকে গোলপোস্ট সরানোও বলা যেতে পারে।


    ওদিকে বিচার না হওয়া আর ভুল বিচারে ফাঁসিতে চড়িয়ে দেওয়াও আলাদা। জাস্টিস ডিলেড আর জাস্টিস ডিনায়েডের ব্যাপার যেমন আছে, তেমনই দশজন অপরাধী ছাড়া পেয়ে গেলেও, কোন নিরপরাধ যেন সাজা না পায় সেটাও আছে। ধনঞ্জয়ের ফাঁসির দাবীতে মীরা ভট্টাচার্যের প্রকাশ্য ফাঁসির আবেগঘন দাবী মনে পড়লো।


    তবে ক্ষমতাবান মানুষের সমালোচনা তো হবেই। ওটা বন্ধ করলে পড়ে থাকে অর্ণব গোস্বামীর বকলস।

  • ধুউসস | 2a03:e600:100::***:*** | ১৪ এপ্রিল ২০২১ ২১:১০477749
  • অ্যাকাডেমিয়ার পাবলিকদের হাতে অঢেল সময় আর সময় রিটায়ার্ডদের হাতে। কাজেই এই ক্লান্তিকর ঘ্যাজর ঘ্যাজর থেকে রেহাই পাবার কোন উপায় নেই।


    এই লোকটার নীচতাও দেখার মত। ধনঞ্জয়ের বিচার চাইবার কোন উপায়ই নেই। বিচার করে তাকে ফাঁসি দেয়া হয়েছে। সেই বিচারের অসঙ্গতি দেখিয়েছে আইএসয়াইয়ের প্রফেসররা। এবার তাদের সাথে এ মালের কোন গোপন কম্পিটিশান বা রুটির টুকরোর বখরা নিয়ে কিছু আছে নিশ্চয় তাই অকাতরে মিথ্যে বলছে যে বিচার চাইছে হ্যান ত্যান। খুব ভাল জানে যে বিচার চাওয়া সম্ভব নয় আর তাও মিথ্যে বলছে অত্যন্ত ডিজওনেস্ট মেন্টালিটি।


    ওদিকে তাপসীর কেস এগোচ্ছে না সেইটা যতক্ষণ এর ব্যবহারোপযোগী থাকবে ততক্ষণ তাই নিয়ে ভাট বকবে। নিজে ভুলেও আরটিয়াই করা কি মিছিল টিছিল করা নিদেন প্রবন্ধ লেখা তাও করবে না। 

  • PT | 116.193.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ২০:৫৪477748
  • বুঝতে য্খ্ন চাইছেন না তখন অঙ্কটা সহজ করে দিই। ধনঞ্জয় ও তাপসীর তুলনা হোক। এক্জনের "সঠিক" বিচার চেয়ে পন্ডিতেরা অতি করিৎকর্মা আর অন্যজনের "ইন্সাফ" নিয়ে বিন্দুমাত্র উত্সাহ নেই।

  • রঞ্জন | 2405:201:4011:c04e:6017:6daf:8c33:***:*** | ১৪ এপ্রিল ২০২১ ২০:৫৩477747
  • পেছন নয়, পিন।

  • রঞ্জন রায় | 2405:201:4011:c04e:6017:6daf:8c33:***:*** | ১৪ এপ্রিল ২০২১ ২০:৫২477746
  • পিটি


    ফের গোলপোস্ট সরানো?


    ১ সিব্বলকে বাদ দিয়ে ভুষণ দুষ্যন্ত ইন্দিরা জয় সিং এরা আইনের স্পেশালিস্ট নন? ইয়েস আর নো?


    ২ আপনি আমাকে পিছন পয়েন্ট জিজ্ঞেস করেছেন আদালতের রায় মানা না মানা নিয়ে? সেটাতে তাপসী মালিক কোত্থেকে এলো? সবসময় গরু রচনা?


    ৩ কে কোন কেস বলে  উড়িয়ে দেবেন না। বাবরি মসজিদ সিএএ এন আরপি সবগুলো ই বিজেপির পলিসি ইস্যু। সবগুলোতেই কোর্টের রায় বিজেপির পক্ষে। তাহলে এই ইস্যুগুলোতে রায় মেনে চুপ?

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত