k | 2409:4060:9c:3d2:436d:a0ac:2d23:***:*** | ১৪ এপ্রিল ২০২১ ১৪:১০477715আমি বলতে এসেছিলাম যে। বেশ কিছুদিন আগে ভাটেই আপনাদের নীতি আয়োগের একটা ভিশন ডকুমেন্ট পড়িয়েছিলাম, আন্দামান ও লাক্ষাদ্বীপের ডেভালাপমেন্ট প্ল্যানিং নিয়ে। মনে পড়ে?
এখানে এঁরা তার ক্রনোলজিটা ভারী সুন্দরভাবে সমঝে দিয়েছেন--
সিংগল k | 2409:4060:9c:3d2:436d:a0ac:2d23:***:*** | ১৪ এপ্রিল ২০২১ ১৪:০৪477714আমি বহুদিন গুরুতে ঢুকিনি। ঢুকেই রমিতবাবুর পোস্ট পড়ে পিছনফিরে সব পড়লাম। পাইদিদি আর অন্যান্যদের উপদেশগুলোও দেখলাম। সত্যি আরেকটু আগে যদি রমিতবাবু ব্যবস্থা নিতে পারতেন। অবস্থার গুরুত্ব যদি গুরুর বাইরের কেউ ওনাকে বুঝিয়ে দিত।
সত্যি কত যে জরুরী আমাদের বেঁধে বেঁধে থাকা!!
র২হ | 49.206.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ১৪:০০477713রমিত, কী আর বলি, সুস্থ থাকুন, যতটা সম্ভব ভালো থাকুন।
এ এক গোলমেলে সময়। খুবই খারাপ লাগলো।
b | 14.139.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ১৩:১৭477712খুবই সরি রমিত। আপনি সুস্থ থাকুন।
PM | 180.2.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ১৩:০২477711রমিত বাবু খুব খারাপ লাগলো শুনে . কদিন আগে যদি এখানে পোস্ট করতেন ..:(
PM | 180.2.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ১৩:০০477710"মানুষের নিজের মনের অন্ধকারের দাসত্ব করার আর জেনেবুঝে মিথ্যা বিশ্বাস করার ইচ্ছে না হলে, বিজেপির মত দলের পক্ষে সরকার গড়ার জায়্গায় থাকার সুযোগ বিশেষ নেই।" --- বোধি বাবুর এই বিশ্বাস কি পিটির ছাগল তত্বের কারোলারি ?
ওপরের লআইনটাকে সংক্ষেপে এই ভাবে পুনর্লিখন করলে কি মানে পাল্টে যাবে? ---
মানুষ ছাগলের মত ভোট না দিলে বিজেপির মত দলের পক্ষে সরকার গড়ার জায়্গায় থাকার সুযোগ বিশেষ নেই।"
এক্ষুনি সাবাই মার মার করে তেড়ে আসবে :(
PT | 116.193.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ১২:৫৪477709"ইতিমধ্যেই পৌঁছেছেন ২৮ লক্ষ মানুষ, ‘সুপারস্প্রেডার’ হয়ে ওঠার আশঙ্কা কুম্ভমেলার.......২ দিনে হরিদ্বারে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার জনে।"
এইসব ধর্মপ্রাণ মানুষদের কি ছাগল বলা যায়?
এলেবেলে | 202.142.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ১২:৫১477708রমিত, খুবই খারাপ লাগল শুনে।
সিএস | 49.37.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ১২:৪১477707রমিতকে সমবেদনা জানালাম। খুব খারাপ অবস্থা চারদিকে।
kc | 37.39.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ১২:৩৮477706খুব খারাপ লাগল রমিত।
Amit | 120.22.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ১২:১৮477705সরি আবার vul পোস্ট। really sorry
Amit | 120.22.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ১২:১৭477704চিন্তা করবেন না রমিত। তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন।
খুব খারপ লাগল রমিত।
S | 2a03:e600:100::***:*** | ১৪ এপ্রিল ২০২১ ১২:০৯477702বুক ভর্তি সমবেদনা দেওয়া ছাড়া আর কিছুই করতে পারছিনা। উই আর অল উইথ ইউ।
lcm | ১৪ এপ্রিল ২০২১ ১২:০৯477701শকিং! কিছু বলার নেই
lcm | ১৪ এপ্রিল ২০২১ ১২:০৭477700BBC নিউজ আর্টিকল বলছে বড়লোকরা অন্য দেশে চলে যাচ্ছে ,
Covid accelerates India's millionaire exodus
India's wealthy have topped a list of people seeking to relocate abroad through visa programmes that offer citizenship or right of residence in other countries in return for investments.
A 2018 bank report found that 23,000 Indian millionaires had left the country since 2014.
সম্বিৎ | ১৪ এপ্রিল ২০২১ ১২:০৭477699খারাপ লাগছে রমিত। কীই আর বলি!
এইমাত্র খবর এলো উনি আর নেই।
lcm | ১৪ এপ্রিল ২০২১ ১১:৫৯477697রঞ্জনদা,
আপনি আপনার ধারাবাহিক লেখাগুলোয়, "ধারাবাহিক: প্রথম আর্টিকল#" এর বাক্সে প্রথম এপিসোডের আর্টিকল নম্বরটি ভরে দেবেন।
যেমন ধরুন, "রাগ দরবারী" সিরিজের প্রথম পর্বের আর্টিকল নম্বর হল 20544, যখনই এই ধারাবাহিকের নতুন পর্ব লিখবেন তখন ঐ "ধারাবাহিক: প্রথম আর্টিকল#" বাক্সে এই প্রথম পর্বের নম্বরটি ভরে দেবেন। তাহলেই পর্বগুলো কানেক্টেড হয়ে যাবে।
সেটাই আশা করছি। :-)
হসপিটাল মোটামুটি অ্যাসিওরেন্স দিচ্ছে।
রমিত
আমার ভাইয়ের প্রায় একই সিম্পটম ছিল। গন্ধ ও স্বাদ চলে গেছল। রুটি চিবোলে কাগজ, চা খেলে গরম জল, খাওয়ার অরুচি। কিন্ত খেতে হবে, মনের জোরে। কারণ অ্যান্টিবায়োটিক ও অন্যান্য কড়া ওষুধ।
প্রচুর জল খান, রেস্ট নিন-- দুজনেই। সেরে উঠে একমাস বাদে অ্যান্টিবডি টেস্ট হবে। তারপর করোনা "স্মৃতিটুকু থাক' হয়ে যাবে।
lcm | 99.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ১১:৩০477694রমিত,
আশা করি তোমরা তাড়াতাড়ি ঠিক হয়ে উঠবে।
lcm | 99.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ১১:২৫477693দেশে কথা হল কয়েকজনের সঙ্গে - যা বলল -
পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে, বিজেপি তাদের প্রচারে টার্গেট করছে তৃণমূলকে, বামফ্রন্ট বা কংগ্রেসকে নিয়ে তাদের কোনো বক্তব্যই নেই। বিজেপির প্রচার মূলত মমতা ব্যানার্জি তথা তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে, নির্বাচনী সভায় নরেন্দ্র মোদী ও অমিত শাহ একেবারে ধুয়ে দিচ্ছেন এ নিয়ে। একই ব্যাপার তৃণমূলের ক্ষেত্রেও প্রযোজ্য - তাদেরও মেইন টার্গেট বিজেপি, মোর্চা নিয়ে তাদেরও বিশেষ বক্তব্য নেই।
আর বলল, বিজেপি-তৃণমূল এর মধ্যে নেক-টু-নেক ফাইট, বোঝা যাচ্ছে না কে জিতবে।
আমি তো টেস্ট কম পাচ্ছি বলে নুন দিয়ে খাচ্ছি সব খাবার।
Abhyu | 47.39.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ১০:১৬477691মহারাষ্ট্র সরকার, লকডাউনে -
All registered auto drivers, construction labourers, domestic workers and hawkers will be given `1,500 each. “Besides, 3 kg wheat and 2 kg rice will be given to the poor for one month, free,” he added.
Thackeray also raised the issue of GST compensation. “The state should get all financial help from the Centre during the pandemic,” he said.
খবরটা এখানে পেলাম https://www.newindianexpress.com/nation/2021/apr/13/no-lockdown-maharashtra-clamps-section-144-for-15-days-amid-covid-surge-2289670.html
এনডিটিভি ইত্যাদি মেনস্ট্রীম মিডিয়া যথারীতি এটা খবর করেনি।
S | 2405:8100:8000:5ca1::8e:***:*** | ১৪ এপ্রিল ২০২১ ০৯:৫১477690টেস্ট চলে গেছে। কিন্তু খেতে হবে। আপনিও সবকটা রেকো মেনে চলবেন। এই রোগ ভালো না।
@&/ চাইনিজ সিঙ্গারা কলকাতায় অনেক দিন ধরেই পাওয়া যায়। সম্ভবত গাঙ্গুরাম ও রাখে।
@kk আজ একটু বেটার বোধ করছি, কিন্তু গায়ে হাতে পায়ে ব্যথা। আর ওনার অক্সিজেন চলছে, শরীর মোটামুটি আছে, খেতে চাইছেন না বেশি, ওভার অল দুর্বল।
অভ্যু
যেদিন পরব, ছবি পোস্ট করব!!!
Abhyu | 47.39.***.*** | ১৪ এপ্রিল ২০২১ ০৮:০৩477686রঞ্জনদা, আপনি প্রগতিশীল মানুষ, গয়না পরলে ভালোই দেখাবে। তবে কানে দুল যদি পরেন, শুধু বাঁ কানে পরবেন, কেমন? ডান কানে নয় কিন্তু।
বোধিসত্ত্ব দাশগুপ্ত_গুরুলগিন মহাশয়, আপনাকে একটা সবিনয় নিবেদন ছিল যে।