সম্বিৎ | ১২ এপ্রিল ২০২১ ১০:১৬477355মিতা হক দেখলাম যেন ৪৮। মানে পঞ্চাশের নীচেই। শিল্পীজীবনের মধ্যগগন বা তার হয়ত আগেই গেলেন।
দ | 2402:3a80:1344:ee85:6563:a15d:d2ba:***:*** | ১২ এপ্রিল ২০২১ ০৯:৫৭477354মিতা হক বোধয় ৪৫ এর কম। এরকমই কিছু একটা দেখলাম।
Abhyu | 47.39.***.*** | ১২ এপ্রিল ২০২১ ০৯:৫৩477353কি অবস্থা। প্রথম আলোতেও খবরটা নীচের দিকে।
aka | 143.59.***.*** | ১২ এপ্রিল ২০২১ ০৯:৫৩477352দিদি বা পিসি বাঘের বাচ্চা। একা লড়ে গেল, পলিটব্যুরো নেই, তত্ত্ব নেই, নির্দিষ্ট নীতি নেই, ভুলভাল বকে কিন্তু দমদার। মহিলা মুখ্যমন্ত্রী আসলে ডন। কাজ প্রচূর করেছে।
এবারে জিতলে তার এফেক্ট ন্যাশনাল লেভেলেও পরবে। দিদি এবারে সংযুক্ত মোর্চা গড়বে, প্রধানমন্ত্রী হবে।
Abhyu | 47.39.***.*** | ১২ এপ্রিল ২০২১ ০৯:৪৯477351এ বাবা। মিতা হক চলে গেলেন? কত বয়স হয়েছিল?
রেশন এর চাল, আমফনের চাল, ত্রিপল বিপুল ভাবে নয় ছয় করার কারণে এদের চালচোর, ত্রিপল চোর বলা হয়ে থাকে।
হাহাহাহাহাহা এলোপাথাড়িই বটে!
যাইহোক চালচোর আবার ফেবু সিপিএমের কিছু লোক লেখে calcor
নোভোটট্যু বিজেপী ফোরামের আহ্বায়ক ও সমর্থকদেরও একধারসে চালচোর ত্রিপলচোর বলা হয়। সৈকতকেও সম্ভবত বলা হয়েছে। মজা হল এই নোভোটট্যু ফোরামের বেশ কয়েকজন মমব্যানের থেকে uapa পাওয়া এক বছরের বেশী জেলে থাকা লোকজন। তাদেরও অকাতরে চালচোর ইত্যাদি বলে যায়।
হিজি-বিজ-বিজ | 2603:8000:b101:f400:acdd:d7a0:9233:***:*** | ১২ এপ্রিল ২০২১ ০৯:১৯477348এখন তো চোর বলে না বলে চালচোর
পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:7960:b859:be91:***:*** | ১২ এপ্রিল ২০২১ ০৯:১৫477347আপনি টর ইউজ করেন?
যাইহোক, আম্ফানের সময়
তৃণমূল ত্রাণের
চাল চুরি
করেছিল। সেই কথা।
S | 2a02:2970:1001::***:*** | ১২ এপ্রিল ২০২১ ০৮:৫৩477346পলিটিশিয়ান, ওটা সত্যিই আমার পোস্ট। সেদিন সৈকত দাকেও লিখতে দেখলাম চালচোর। কারণটা জানিনা। ঃ)
lcm | ১২ এপ্রিল ২০২১ ০৮:৪৪477345
বাব্বাহ | 2a0b:f4c0:16c:14::***:*** | ১২ এপ্রিল ২০২১ ০৮:০৮477344চামচু মিয়া ত পুরো এলোপাতাড়ি ব্যাট চালাচ্চে।
বাইরের দেশে বসে সব পোচ্চিমবঙ্গের জন্নি ভেবে ভেবে মরে গেল গো। ভামগুনোর কি চিন্তা কি চিন্তা।
ar | 96.23.***.*** | ১২ এপ্রিল ২০২১ ০৭:৫৯477343টাইমস নাও এর রিপোর্ট!!!
TMC has fielded Sujata Mondal against CPI(M)'s Sakti Mohan Malik and BJP's Madhusudhan Bag in the Arambagh constituency.
ও তাই বলি!!! বাম্জিপী নিউস!!! বা বিজেপ্রাম টিভি!!
The channel is often accused of practicing biased reporting in favour of the ruling Bharatiya Janata Party (BJP) and is considered to be a Godi-media by critics.[12][13][14][15]
Prominent among these pro-BJP/RSS news outlets are English television channels Republic TV, Times Now, India Today, Wion and CNN-News18, and Hindi TV channels Zee News, India TV, AajTak, ABP News, Republic Bharat, Sudershan News, News Nation and News24 (India).
https://old.indiatomorrow.net/eng/the-dirty-game-pro-hindutva-tv-channels-and-their-anchors-play
PT | 203.***.*** | ১২ এপ্রিল ২০২১ ০৭:৩০477342"In an interview with a news channel, TMC candidate Sujata Mondal had called Scheduled Caste voters of Bengal “beggars by nature” for backing the BJP."
aranya | 2601:84:4600:5410:cd32:72c5:b0a9:***:*** | ১২ এপ্রিল ২০২১ ০৭:২৫477341দিলীপ ঘোষ, সায়ন্তন এরা গর্বের সাথে বলছে আরও অনেক শীতলকুচি হবে :-(
T | 103.15.***.*** | ১২ এপ্রিল ২০২১ ০৬:৫০477340@:|:, শেষ তিরিশবছর ধরে ভোট দেওয়ার কথা বলিনি। আরেকবার দেখু্ন কী লিখেছি। আঠেরোর নীচের অভিজ্ঞতা কী সবই তুশ্চু ? অ্যাঁ! :))
ভোঁদুর বাপ বা অধিকারী ব্রাদার্স নিয়ে মাথাব্যথা নেই। যা পারে করুগ গে।
&/ | 151.14.***.*** | ১২ এপ্রিল ২০২১ ০৫:৪৮477339অমিত, "যা ঘটেছে, যা ঘটছে এবং যা ঘটবে" ---সবকিছুর জন্যই দায়ী নন্দঘোষ বামেরা। ঃ-)
পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:7960:b859:be91:***:*** | ১২ এপ্রিল ২০২১ ০৫:৩৫477338টর ইউজ করলে আর S নাম নিলেই কি আর চালচোরদের দুর্গন্ধ ঢাকা পড়ে?
S | 2a0f:9100:110:a::2 | ১২ এপ্রিল ২০২১ ০৩:৫৭477326এই চালচুরি ব্যাপারটা কি? অনেকদিন ধরে দেখছি।
Amit | 121.2.***.*** | ১২ এপ্রিল ২০২১ ০৪:৫৫477337৭। "নিহত দের পরিবার " হবে
Amit | 121.2.***.*** | ১২ এপ্রিল ২০২১ ০৪:৫৩477336তিন চার দিন এপাড়ায় উঁকি মারা হয়নি। একটুখানি আগের পাতাগুলোর চর্বিত চর্বন করে যা অপার জ্ঞান প্রাপ্তি হলো, যেটুকু এই গোদা মাথায় ঢুকলো , তার সামারি:
১। বিজেপিকে নিয়ে চিন্তার কিচ্ছু নেই , কেও ওদেরকে পাত্তাই দিচ্ছেনা। ভুলভাল যারাও বা দিচ্ছে , কদিন পরে তারাও নাকি দেবেনা।
২। বিজেপির নেতা সিআরপিএফ কে বুকে গুলি মারতে বললে সেটা ভয়ঙ্কর উস্কানি হয়। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সিআরপিএফ কে একদল দিয়ে ঘেরাও করে আর একদলকে দিয়ে ভোট করাতে (??) বললে সেটা বিন্দুমাত্র উস্কানি হয়না। সেটা অলমোস্ট মাদার তেরেসা বা দলাই লামার মতো শান্তির বাণী।
৩। সিআরপিএফ গুলি করে অন্যায় করেছে বটে , কিন্তু তার থেকে অনেক বেশি অন্যায় বামেদের যেহেতু তারা নাকি গুলি চালানো এবং মুখ্যমন্ত্রী র উস্কানি দুটোরই দোষ ধরেছে।
৪। ফেবুতে দুএকজন অঘোষিত বা স্বঘোষিত সিপিএম সমর্থকের পার্সোনাল পোস্ট কে পুরো পার্টির অফিসিয়াল স্টেটমেন্ট হিসেবে ধরাই যায়। এবং দুএকটা ফেবু পোস্ট দিয়েই মাত্র ৭-% রা বাকি ৯৩-% এর ---- জ্বালিয়ে দিচ্ছে।
৫। সিআরপিএফ এর সবাই হিন্দিভাষী এবং তারা বেছে বেছে নিরীহ বাঙালীদের বুকেই শুধু গুলি করে টার্গেট প্র্যাক্টিসের মতো। যদিও রাজ্যের পুলিশের রিপোর্টে ও ভায়োলেন্ট মবের উল্লেখ থেকেও থাকে , সেটার জন্যে বামেরা দায়ী।
৬। দিদি ইহকালে কোনোদিন বিজেপির সাথে যাননি। সমস্তই বামেদের অপপ্রচার। তিনুদের চালচোরেরা বিজেপিতে যোগ দিলে সেসব বামেদেরই ষড়যন্ত্র।
৭। মুখ্যমন্ত্রী একমাএ সাংবাদিক সম্মেলন-এই নিষ্টদের পরিবারকে ভিডিও কল করতে পারেন। (এটা টেকনিকাল প্রবলেম কিনা সেটা যদিও অজানা)।
৮। সবশেষে (বা বেলাশেষে ), এটাই ঐক্যমত : যা ঘটেছে , ঘটছে এবং ঘটবে -তার যাবতীয় দোষ বামেদেরই।
১০০-% একমত। নিন্দার ভাষা নেই।
&/ | 151.14.***.*** | ১২ এপ্রিল ২০২১ ০৪:৪৩477335আহা চতুর্মাত্রিক, ধরা কেন পড়বেন? হিন্ট দিন ধাঁধার মতন, ধাঁধা সলভ করে শুধু তিনিই জানতে পারবেন যিনি সলভ করলেন। ঃ-)
মাখনলাল | 37.235.***.*** | ১২ এপ্রিল ২০২১ ০৪:৪১477334দাদা, আঁতেল হব কেমন করে?
:|: | 174.25.***.*** | ১২ এপ্রিল ২০২১ ০৪:৩৯477333সব ধরা পড়ে গেলে হবে না। :) নইলে মজা হবে কীকরে! এমনিতেই আমি খুব সাবধানে চলাফেরা করি। দবাবু দারোগা লোক! আজ আসি গিয়ে। ভালো থাকবেন এবংঅথবাবাবু।
&/ | 151.14.***.*** | ১২ এপ্রিল ২০২১ ০৪:৩৬477332আগে আমি দিদ্পিসির গলার স্বর শুনিনি। এই ভিডোগুলো আসার পর শুনতে পেলাম। ঃ-)
:|: | 174.25.***.*** | ১২ এপ্রিল ২০২১ ০৪:৩৬477331দিন দুয়েক আগে আমাদের হ বা খ বাবু টই লিখলেন। শেষে বললেন ন্যাড়ার বেলতলায় যাবার কথা। কিন্তু আমাদের ন্যাড়া যে গ্যালেন শিমূলতলায় -- সে কথাটি বাদ থেকে গেলো।
&/ | 151.14.***.*** | ১২ এপ্রিল ২০২১ ০৪:৩৫477330আমার এই চলছে একরকম, চতুর্মাত্রিক। আপনি যে ঠিক কে, ধরতে পারি না। মাঝে মাঝে ধরি ধরি মনে করি, কিন্তু ধরিতে পারি না। হিন্ট দেবেন পুরোনোদিনের কোনো? ঃ-)
:|: | 174.25.***.*** | ১২ এপ্রিল ২০২১ ০৪:৩১477329ওরে বাবা! "ভেদিও" দেখার ধৈজ্জ নাই। এক খপরের কাগজই মাথা খারাপ করে দেবার জন্যি যথেষ্ঠ। আপনি আছো কেমন, এবংঅথবাবাবু?
&/ | 151.14.***.*** | ১২ এপ্রিল ২০২১ ০৪:২৫477328চতুর্মাত্রিক, আপনি সেই ভিডোটা দেখেছেন দিদিপিসির? উনি দলত্যাগী মীরজাফরকে উদ্দেশ্য করে বলছেন, "তুমি কোথাকার ভূমিপুত্র ভাই? কোথায় নন্দীগ্রামে তোমার জমি আছে, ভূমি আছে? তুমি তো চিরকাল দালালি করে এলে। তোকে এই করলাম সেই করলাম, তোর বাপকে এই করলাম..." না দেখে থাকলে দেখে ফেলুন। ঃ-)
:|: | 174.25.***.*** | ১২ এপ্রিল ২০২১ ০৪:০১477327টিবাবু সত্যই গত তিরিশ বছর ধরে ভোট দিচ্ছেন? বিশ্বাস করা কি উচিৎ?
এটাও টিবাবুর কাছে কোশ্নো। আপনার প্রিয় "ভন্দু"-র বাপের জন্য রাজ্য পাওয়া গেলো?
আর, বিধান সভার বিরোধী দল নিয়ে আপ্নেরা দেখি তেমন ভাবিত না। সেটা ঠিক হচ্ছে কিনা কে জানে!
S | 2a0f:9100:110:a::***:*** | ১২ এপ্রিল ২০২১ ০৩:৫৭477326এই চালচুরি ব্যাপারটা কি? অনেকদিন ধরে দেখছি।