র২হ | 136.185.***.*** | ০৮ এপ্রিল ২০২১ ১৮:০৯476935আজকালকার বেড়ালদের কী অবস্থা। আগে তো এই লিস্টি থেকে ডিটারজেন্ট বাদে সবই খেতো।
Abhyu | 47.39.***.*** | ০৮ এপ্রিল ২০২১ ১৮:০৬476934আচ্ছা দমুদি, বাবু তিতাস যে সব লাইভ প্রচার করলেন তার ডেড ভার্সান কি ইউটিউবে পাওয়া যাচ্ছে নন-ফেসবুকে দেখার জন্যে?
এন্ট্রি পয়েন্টগুলোতে একটু লঙ্কাগুঁড়ো ছিটিয়ে রাখলেও কাজ হয়। কিম্বা চিলি-ভিনিগার মেশানো জল।
b | 14.139.***.*** | ০৮ এপ্রিল ২০২১ ১৭:৪৫476932বেড়ালের লোম ঝরা ক্রনিক প্রব্লেম হলে জবাকুসুম তেল মাখালে খুব ভালো কাজ দেয়।
Abhyu | 47.39.***.*** | ০৮ এপ্রিল ২০২১ ১৭:৪৪476931আমার মামাতো বোনের একটা বিড়াল ছিল। নাম লহরী। সে আবার শুক্তো খেতে খুব ভালোবাসত।
আর মাছ কাঁচাই দিন কি সেদ্ধ করেই দিন কি ভেজেই দিন, বিড়ালের লোম ঝরবেই, ঘর নোংরা হবেই। সেই জন্যে বিড়াল দেখলেই গায়ে জল ঢেলে দিতে হয় (করে দেখুন ফল পাবেন, তাতেও কাজ না হলে একককে ধরুন)।
তিতাস লাইভ কচ্চে
de | 14.139.***.*** | ০৮ এপ্রিল ২০২১ ১৬:০৫476929যোগীজি অ্যান্টি রোমিও স্কোয়াড করবেন - কেউ অঞ্জন দত্তকে খবর দাও -
ছোট মেয়েদের স্কুলে যাওয়াটা বিলকুল শুখা করে দিলো! এর পরে আরো স্কুল ড্রপ -আউট বেড়ে যাবে ! :-)))
মমব্যানের উইকেট বোধহয় পাঁচিল দিয়ে হয় - বোল্ড আউট প্রসঙ্গে
de | 14.139.***.*** | ০৮ এপ্রিল ২০২১ ১৬:০১476928না না, আমার কন্যা দুটি বেড়ালছানা অ্যাডপ্ট করেচেন - রীতিমত লেখাপড়া করে, পুণের অ্যাডপশন সেন্টার থেকে - সেখান থেকে বলে দিয়েচে, নো তেল, নো ডিটারজেন্ট, নো নুন, নো চকোলেট - বিস্কিট - তারা শুধুই বাসার ফিলে সিদ্ধ, চিংড়িমাছ সিদ্ধ আর ক্যাট ফুড (ওয়েট অ্যান্ড ড্রাই ) খায়। আমি তাদের দিদিমা - রোজ আমায় ফোন করে ম্যাঁও ম্যাঁও করে অনেক কিছু বলে - তাদের নাম বিলি আর হিউই!
T | 103.15.***.*** | ০৮ এপ্রিল ২০২১ ১৪:৫২476927দূর, এইগুলি সবই খায়। কিচ্ছু বাদ দেয় না। লোমটোম সেরম কিছু ঝরতে দেখিনি।
b | 14.139.***.*** | ০৮ এপ্রিল ২০২১ ১৪:৪৩476926সে ধরুন ভাজা মাছ আমাকেও দেওয়া হয় না, হাফ নষ্ট হয়।
S | 2405:8100:8000:5ca1::473:***:*** | ০৮ এপ্রিল ২০২১ ১৪:২৭476925সূয্য কান্ত মিশ্র তো ঠিকমতন কিছু বলেই উঠতে পারেন না।
de | 59.185.***.*** | ০৮ এপ্রিল ২০২১ ১৩:১৫476924ইকি, এখন আবার অন্য কিছু দেখাচ্ছে কেন?
যাই হোক, বেড়ালকে কখনোই ভাজা মাছ্ - বা তেল সহ অন্য কিছুই দেবেন্না - ওদের লোম ঝরে যাবে -
de | 59.185.***.*** | ০৮ এপ্রিল ২০২১ ১৩:১২476923জনগণ করো অবধান
নির্বিচারে মুখামৃত দান
নাহি হলে অবসান
করোনার কৃপাদৃষ্টি হতে
কভু পাবেনাকো পরিত্রাণ!!
এইটে ব্যানারে লিখে বড়ো বড়ো করে টানিয়ে দেওয়া উচিত -
সরি, ফেডারিলিজমের তক্কের মধ্যে ঢুকে পড়ার জন্য - কিন্তু রাস্তাঘাটে লোকের ব্যবহারে অতিষ্ট হয়ে উঠছি দিনে দিনে!
T | 103.15.***.*** | ০৮ এপ্রিল ২০২১ ১৩:০০476922হ্যাঁ, সেউ ফল সংক্রান্ত থিয়োরীটা ওরাই সবচেয়ে ভালো বুঝেছে।
b | 14.139.***.*** | ০৮ এপ্রিল ২০২১ ১২:১০476921আর দেখবেন, বেড়ালেরা কখনো খই ভেজে সময় নষ্ট করে না। কিসু করার না থাকলে ঘুমিয়ে নেয়। আবার সেই ঘুমন্ত অবস্থায় ওদের নাকের উপর দিয়ে একখন্ড ইলিশ মাছ ভাজা নাড়িয়ে দিন, স্নায়ু টানটান করে লাফিয়ে উঠবে।
dc | 122.174.***.*** | ০৮ এপ্রিল ২০২১ ০৯:১৬476920এটা অরিজিনাল বল নয়, প্লাস্টিকের বল।
একজন মা বোন চলে আসুন তো এখানে, সামনাসামনি আপনার হাতে তুলে দেবো।
S | 2620:18c:0:192::***:*** | ০৮ এপ্রিল ২০২১ ০৮:২২476918দিলীপ ঘোষ বলেছে "এই নির্বাচনের কোনও মানেই হয় না। নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে কোচবিহার কোনও নির্বাচন সুষ্ঠভাবে হবে না।" তার মানে বিজেপি হারছে, সেই খবর পেয়ে গেছে।
S | 2620:18c:0:192::***:*** | ০৮ এপ্রিল ২০২১ ০৮:২০476917এবিপি আনন্দ তো সারাদিন ধরে এই এক সীমা...না কথার মধ্যে কি আছে, সেই এক কথা বলেই চলেছে।
dc | 122.174.***.*** | ০৮ এপ্রিল ২০২১ ০৮:১৩476916"নিজেকে বাঙালী বলতে লজ্জা করে আজকাল।"
আরে এ তো সোনার পাথরবাটি হয়ে গেল! পিটিদার মতো নির্লজ্জ লোকের আবার লজ্জা! হেহেহে
&/ | 151.14.***.*** | ০৮ এপ্রিল ২০২১ ০৩:০৫476915অভ্যু, কয়েকটা ধাঁধা দিও। চারিদিকে প্যান্ডেমিকে আর প্যানিকের আবহাওয়ায় মন-মাথা-হৃদয় শক্ত, ত্যক্ত, বিরক্ত হয়ে যাচ্ছে, সারাতে ধাঁধা লাগবে।
&/ | 151.14.***.*** | ০৮ এপ্রিল ২০২১ ০৩:০৩476914হুতোর প্লেনের গল্প টইতে।
Abhyu | 47.39.***.*** | ০৮ এপ্রিল ২০২১ ০৩:০১476913হুতোর প্লেনের গল্প শুনি শুনি।
খ্যাকখ্যাক | 65.175.***.*** | ০৮ এপ্রিল ২০২১ ০২:১৯476911পোল্টি ব্রিগেড চলে গেল নাকি?
S | 2a0b:f4c1:2::***:*** | ০৮ এপ্রিল ২০২১ ০১:৪৭476910Projection refers to unconsciously taking unwanted emotions or traits you don't like about yourself and attributing them to someone else.
দু | 47.184.***.*** | ০৮ এপ্রিল ২০২১ ০০:৩৯476909
আরে না | 157.4.***.*** | ০৮ এপ্রিল ২০২১ ০০:৩০476908দু টাকার বেশি পায়। দেখেন না মোসাহেব পোষে।
এক এবং অনন্য পিটি | 2a0b:f4c2::***:*** | ০৭ এপ্রিল ২০২১ ২৩:৫২476907যিনি খুঁজেপেতে বুদ্ধিজীবিদের প্রতিবাদের লিংক দিলেন তার প্রচেষ্টা জলে গেল।
পিটি বুঝিয়ে দিলেন যে, হয় এনারা বুদ্ধিজীবি নয়, বা এগুলো প্রতিবাদ নয়।
পিটির সঙ্গে তক্কো করবেন না, ওর ভুল ধরিয়ে দেবার চেষ্টা করবেন না, কারণ উনি কোনো ভুল করেন না, ঐতিহাসিক বা অনৈতিহাসিক কোনো রকম ভুল উনি করেন না। উনি একজন প্রখর রাজনৈতিক বোদ্ধা, প্রাজ্ঞ, যুক্তিবাদী এবং প্রবল বুদ্ধিমান ব্যক্তি, কিন্তু উনি বুদ্ধিজীবি নন, বা সিপিএম ও নন। উনি পিটি, এক এবং অনন্য।
ইয়ে | 2405:8100:8000:5ca1::***:*** | ০৭ এপ্রিল ২০২১ ২৩:৪৩476906আইআইটি সেলের ট্রলটি পোস্ট পিছু কত পায়? শুধু দুটাকার জন্য এত রক্তপাত?