অভ্যু, গুনগুনিয়া পাখি কি হামিং বার্ড?
আচ্ছা অভ্যুকে বলা হয়নি। পেয়েছি। প্রায় দেড় মাস লেগেছে মোটামুটি।
যাক, এতক্ষণে একটা মীমাংসা হল। মীনাক্ষী। মাছের মতন (অর্থাৎ কিনা মাঝখানটা প্রসারিত, দু'কোণ সূক্ষ্ম, টানা টানা সুন্দর ) চোখ যার, সে হল মীনাক্ষ। স্ত্রীলিঙ্গে মীনাক্ষী।
এত ভালো ভালো ডিকশনারি চতুর্দিকে, খুবই আনন্দের ব্যাপার।
@ এলেবেলে,
(ত্র/ত্রি) বোলে তো "তদ্বিত প্রত্যয়"।
নিন্দে করব কেন? বালাই ষাট।
এমন কমিক রিলিফ আর কোথায় পাব?
:-D
তব্বে? তাও আপনারা মমতার নিন্দে করবেন? ওনার আমলেই না কলকাতা লণ্ডন হল আর কলকাতা বিশ্ববিদ্যালয় খড়গপুর আইআইটিকে হারিয়ে দিল? পেরেছে দিলীপ ঘোষ খড়গপুরকে তুলে ধরতে?
ওটা দারুন র্যাংকিং। মাদ্রাজ বাদে আর সবকটা আইআইটি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের নীচে।
:-))))
শতাব্দী প্রাচীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে নয়া পালক। দেশের সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় তৃতীয় কলকাতা বিশ্ববিদ্যালয়। এছাড়াও, মেধা এবং কৃতিত্বের বিচারে ‘সাংহাই র্যাকিং বা ২০২০ সালের অ্যাকাডেমিক র্যাকিং অব ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়’ অনুযায়ী দেশের সেরা ১৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়।
The Academic Ranking of World Universities (ARWU) popularly known as Shanghai Ranking, 2020 has just been published where the University of Calcutta has secured 3rd place among all Indian Institutes and Universities and 1st place among all universities in India adjudged on the merit of overall performance.
হরিচরণ বলছেন এণাক্ষ আছে, তবে এখন তো অপ্রচলিত।
ধ্যাত, এখন দেখছি মীনাক্ষও আছে। কিন্তু 'ত্রি' বোলে তো?
*কপোতীর অক্ষর অক্ষির
না, কপোতাক্ষ হচ্ছে কপোতের অক্ষের ন্যায় অক্ষ যার। কপোতীর অক্ষের ন্যায় নয়। কিন্তু মীনাক্ষ বলে কোনও শব্দ নেই। এণাক্ষ বলেও। এগুলি কেবল স্ত্রীলিঙ্গে ব্যবহৃত।
আচ্ছা ২৩.১৬তে ar লিখেছেন- মীনস্যাক্ষিণীব অক্ষিনী অস্যাঃ। অর্থাৎ মাছের চোখদুটির মতো যার চোখদুটি । যাক বাবা রামবামের বাটামের হাত থেকে বাঁচলাম!
থ্যাঙ্কু ar, যেমন কপোতাক্ষ।
"মীনাক্ষি = মাছের চোখ (মীন+ অক্ষি) - সন্ধি;"
মনে হয় মীনাক্ষ হবে।
কেকের উৎসাহে রেসিপিটা লেখা হল। এটা আমরা বাড়িতে প্রায়ই করি। যোগীয়া নানারকম এক্সপেরিমেন্ট করে এইটাতে কনভার্জ করেছে, হার্বগুলো ওরই আমদানি। আমার আমদানি হল সেজুয়ান পেপারকর্ণ, সেই জন্যে আমি রেসিপি লিখলে ওটা এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্ট হয়ে যায় :)
রসুন-হার্ব দেওয়া বেকড আলু আর গ্রিলড টম্যাটো সহযোগে আমার যাকে বলে অতি-উত্তম-টিটি-টমটম লাগে।
হ্যাঁ এতদ্দ্বারা। ওটা যে টাইপ করা যায়, তাই জানতাম না। যাক তাহলে চিংড়ি মাছ নয়, সেটা প্রমাণিত। এতেই আমি খুশি।
উঁহু বড়েস, এতদ্দ্বারা। যদিও কেউ লেখেন না। সন্ধি হল এতৎ+দ্বারা। বলি খণ্ড-ত যাবে কোথায়?
থ্যাঙ্কু। মানে যেমন হরিণের চোখের মতো সুন্দর চোখ ইত্যাদি। সবাইকে ধন্যবাদ।
এলেবেলে বাবু, মীনাক্ষী তে দীর্ঘ-ঈকার কেন হচ্ছে বলবেন? এণাক্ষী তে দীর্ঘ-ঈ হয় মনে পড়ছে, একই কারণে মীনাক্ষী হবে। কিন্তু কেন? সমাসের কোনো নিয়ম?
স্ত্রী লিঙ্গ হওয়ায়। যেমন এণাক্ষী। হ্যাঁ, আমিও সংসদ চেক করলাম এবং পেলাম মীনাক্ষী = মাছের চোখের মতো সুন্দর নয়নবিশিষ্টা। মানে মাছের চোখের মতো চোখ যার। মাছের মতো চোখ যার নয়। মানে ওই এণাক্ষীরই নিয়ম।
কেকে, তুলে দিয়েছি। আর দেখলাম তোমার ব্লগের লিংকটাও ঐখানেই ছিল!
ঐ চিকেনের সাথে একটু দই শশা এই সব দিয়ে সাতসিকি টাইপের কিছু বানিয়ে নিলে আরো ভালো হয়।
এতদ্বারা প্রমাণিত হল যে চিংড়ি আদৌ মাছ নয়।
মীনাক্ষী হল যে মেয়ের মাছের মতো চোখ - টানা টানা, সুন্দর।
যেমন কমলাক্ষ - পদ্মের (পাপড়ি) মতো চোখ।
মাছের চোখের মতো চোখ - বাজে ব্যাপার - কেউ নাম দেয় না।
সম্ভবতঃ ইন্ প্রত্যয় যুক্ত হচ্ছে- মীন+অক্ষি+ইন্
অভ্যু,
অতি চমৎকার রেসিপি। টইতে প্লিজ তুলে দাও। এখানে তো হারিয়ে যাবে! একদম এই গ্রীল প্যানটাই আমার আছে। কাজেই শিগ্গিরই করে ফেলবো।
আমার ব্লগে এখনও অব্দি আলুর একটাই ডিশ আছে। পরে হয়তো আসবে আরো। তবু লিংক দিলাম।
https://www.fried-green-tomatoes.com/
দেবীর নাম।
যাক, একটা সমাধান হল। কিন্তু মাছের চোখ তো গোলগোল, বেশ বাজে দেখতে। মা বাবা শখ করে ওরকম নাম দেয় কেন? নাকি এটাও ওই আদর করে হুতুম, গামলাপেঁচি ডাকার মত।
তাহলে ব্যাপারটা এই রকম
মীনাক্ষি = মাছের চোখ (মীন+ অক্ষি) - সন্ধি
মীনাক্ষী = মাছের মতো চোখ যে নারীর - সমাস
ঠিক হল?