কোভিশিল্ড নিয়ে মায়ের হাতে অল্প ব্যথা হয়েছিলো, জ্বর টর তেমন আসে নি। তবে শুনছি অনেকেরই জ্বর এসেছে। এবার সেকেন্ড ডোজের পালা।
ডিসি,কোভ্যাক্সিনের ট্রায়াল শেষ। ল্যান্সেটে বেরিয়েও গেছে বেশ কিছুদিন হল । আমাদের এখানে কোভিশিল্ড নিয়ের কর্যেকজনের ১০২-১০৩ জ্বর উঠেছিল, খুবই ব্যথাও । কারুর কারুর অল্পের উপর বা কিচছু প্রায় না হয়েও গেছে।
আমি তো আনাফাইলেকটিক শকের হিস্ট্রি থাকায় কোনটাই নিতে ভরসা পাচ্ছিনা। প্রতি ডেটেই কাটিয়ে দিচ্ছি।
এখন অনলাইন এসবিআই কাজ করছে।
কাল অনলাইন এসবিআই কাজ করছিলো না, কিন্তু রিটেল ডট অনলাইনএসবিআই কাজ করছিলো। আজ সেটাও গ্যাছে।
মনে হয় এই সুদ নিয়ে ঘোষণা আর ভুল সংশোধনীর পরে এক্কেরে ঘেঁটে গ্যাছে।
টি অনেক ধন্যবাদ, ভিডিওটায় বেশ ভালো বুঝিয়েছে। এটায় যে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট নিয়ে বলেছে তার কিছুটা আগেও জানতাম। তবে এখানে জনসনের সাথে ফাইজারের মূল তুলনা হয়েছে, আমার মনে হয় ফাইজার আর অ্যাস্ট্রাজেনেকার তুলনা বেশী মিনিংফুল কারন এদুটোর ট্রায়াল মোটামুটি একই সময়ে শুরু হয়েছিল (ওদের ক্রাইটেরিয়া অনুসারে)। তাও পয়েন্ট টেকেন, সেজন্যই ভেবেছিলাম অ্যাস্ট্রাজেনেকার ভ্যাক্সিনটা নিয়ে নেবো। কিন্তু এখন অনেকগুলো দেশ সাসপেন্ড করে দেওয়ায় আবার একটু দুবিধায় ভুগছি আর কি।
ফুটকি সংক্রান্ত আলোচনার পর পরই বর্তমানে এই ছবি!
অল্প ক্লান্তি আর ব্যথা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাক্সিনেও হচ্ছে, যা শুনছি। দু তিনদিন মতো থাকছে।
আজ ফাইজারের ভ্যাক্ষিন নিলাম। লো গ্রেড জ্বরে যেরকম ক্লান্তি হয়, সেরকম বোধ হচ্ছে। কাল বুঝা যাইবে।
ফাইজারের মুশকিল হলো কোল্ড স্টোরেজ চেন বানাতে হবে, মানে লজিস্টিক্স সমস্যা। তো শুধু চারটে মেট্রোতে বিক্রি করলেই তো পারে, এমনিতেও বড়ো শহরগুলোতেই কেস বাড়ছে। পার ভ্যাক্সিন তিন থেকে পাঁচ হাজার টাকা দাম নিলে মনে হয় শহরগুলোতে বহু লোক নিয়ে নেবেন। আর সরকার যেমন ভ্যাক্সিন দিচ্ছে তেমন দেবে।
এখানে বলছে অ্যাসিম্পটোম্যাটিকের বিরুদ্ধে ৭6%, সিভিয়ার কেস হলে ১০০%, আর ৬৫র ওপরে হলে ৮৫%।
৮০% শুনছিলাম ?
ফাইজার নিয়ে আমার এক প্রবাসী বন্ধুর সমস্যা হচ্ছে . গ্ল্যান্ড ফুলে গেছে
আমাদের দেশে সরকার ফাইজারের ভ্যাক্সিন বিক্রি করতে অনুমতি দিচ্ছে না কেন কে জানে। আগের মাস অবধি ভেবেছিলাম অ্যাস্ট্রা জেনেকার ভ্যাক্সিনটাই নিয়ে নেবো, যদিও টার এফিকেসি মোটে ৭৫% মতো। এখন সেটাতেও ভয় পাচ্ছি কারন বহু দেশে বন্ধ করে রেখেছে। অন্য ভ্যাক্সিনটার তো ট্রায়াল স্টেজই শেষ হয় নি, ওটা নেওয়ার প্রশ্নই নেই। ফাইজার যদি ভ্যাক্সিন মার্কেট করতো তো নিয়ে নিতাম।
আজ? আজ আপিশ নাই। যখন খুশি।
ড্রোণাচার্য্যকে একবার ফোন করব, ড্রোণ নিয়ে। কখন করলে সুবিধা হয়, জানাস।
কাল অনলাইনে দুটো ট্রান্সাকশনের চেষ্টা করলাম।এসবিয়াই। একটা হ'ল, একটা হ'ল না।
এই পুরানো আই এফ এস সি কোড বদলানো নিয়ে কী পরিমাণ হুজ্জুতি যে পোহাতে হল। আমার প্রোজেক্টে গ্রামের যে ছেলেরা কাজ করেন, এক তো ঝামেলা করে সবার ম্যান্ডেট ফর্ম আনা হয়েছিল কয়েক প্রস্থে, তারপর আবার টাকা না যাওয়াতে কী বিপত্তি। পরে জানা গেল গ্রামীণ ব্যানকের মেন্টর ব্যানকের মার্জার হওয়াতে সব আটকে গেছে। ৩০-৩৫ জনের আবার জনে জনে ম্যান্ডেট ফর্ম আনো রে! গ্রাম থেকে ব্যানকে যাওয়া মানেই কারুর কারুর জন্য কয়েক ঘণ্টা হাঁটা! ব্যানকের ম্যানেজার ছুটিতে থাকলে তাঁর সইয়ের জন্য আবার তিনদিন ধরে চক্কর কাটা, অনুপস্থিতিতে অন্য কেউ নাকি করতে পারেন না! আবার ম্যান্ডেট ফর্ম দিতে ব্যানক টাকা চার্জ করছে, প্রতিবার আড়াইশো করে! মিনিমাম ব্যালেন্স আকাউন্ট সব, তাতে এই সব উতপাত!
এদিকে এস বি আই থেকে কে ওয়াই সি র জন্য নিত্য নতুন মেল মেসেজ, এক্কবার বলে আসুন, একবার বলে মেসেজ ইগ্নোর করুন। বয়স্ক অসুস্থ মা বাবা কাকা মামা মাসিদের এই কোভিডের মধ্যে বারবার ব্যানকে ছোটাছুটি!
ভোগান্তির একশেষ সবার!
অনেকগুলো ব্যাংক বসে গেছে। ব্যাংক অফ বরোদা আর স্ট্যান্ডার্ড চার্টার্ডেও ট্রান্সাকশান ডিলে হচ্ছে। কি দেশ মাইরি।
ওদিকে বিজেপি পাঁচখানা ভোট পেলেও এমন প্রচার করবে যে মনে হবে বাকি সবার জামিন বাজেয়াপ্ত হয়ে যাবে। এবং তাতে স্বাভাবিঁক ভাবেই পরের পর্যায়ে বাড়বে ভোট।
কাল আমি এইচডিএফসি থেকে অ্যাক্সিস ব্যাংকে টাকা পাঠিয়েছিলাম এনইএফটি করে, সে এখনো গিয়ে পৌঁছয়নি।
ওদিকে তদানীন্তন ইউবিআই অধুনা পিএনবি থেকে ক'মাস আগে মেসেজ এসেছে ওদের আইএফএসসি কোড পাল্টে গেছে, কিন্তু এখনো পুরনো কোডে ট্র্যান্সফার হচ্ছে।
যে সব কাস্টমাররা ফিজিক্যাল ব্যাংকিং করেন তাঁদের ব্যাপক হয়রানি - পুরনো চেক বাতিল হয়ে গেছে কিন্তু নতুন ইস্যু বন্ধ।
এসবিআই সাইট এখনো ডাউন। কি ঢপের ব্যাংক রে বাবা!
এই ভিডিওগুলো ইউটুবে দিলে আমরা একটু দেখতে পেতাম। সবকটা ফেসবুক দেখতে দেয়না।
আমার থিয়োরি হল এই সাম্প্রদায়িকতা মুসলমান ভোটারকে টার্গেট করেও তৈরী, যাতে তারা ভয়ে ব্লক ভোটিং করতে বাধ্য হয়। তা নাহলে যার এমনি হোল্ড রয়েছে তার এই নোংরামি না করলেও চলত না কি?
আরেকটি দেশলাই কাঠি পৃথা তা
পিসির ম্যাগাজিন? দারুণ দারুণ দারুণ। :-)
এই যে আপ্নেরা সব ক্লাউড ব্যাকাপ বিশেষগ্গ, কেউ কি আইড্রাইভ, য়্যাক্রোনিস, ওয়ান ব্যাকাপ - এসব ঘেঁটেছেন না কি? ইনারাই তো সব টপ ব্যাকাপ সার্ভিস - মানে গুগল আর পিসিম্যাগাজিন সেরকম ই তো বলছে।
ভালো কথা মনে পড়ল - পিসিম্যাগাজিনে পিসির কোন ষ্টেক আছে না কি?
ইনি? ডয়েচে ব্যাংকের এনালিস্ট হিসাবে কেমন ছিলেন ভাবছি
পনজি স্কিম মাল্টি-লেভেল-মারকেটিং করতে না দিলে আমাদের কলোনিয়াল প্রভুরা এটা ওটা দাগিয়ে দেন
চতুর্দিকে নানা কান্ড।
মৃত বাঘ হঠাৎ লাফ দিয়ে হালুম! এপ্রি ই ই ইল ফুল! মটকা মেরে পড়ে ছিল। ঃ-)
'মৃত বাঘ কেন বা কতটা ভয়ঙ্কর' :-))