পোকিত বাম দিদি কি শ্যাসে কাস্ট কার্ড খেললেন। তাও আবার আপার কাস্ট। বোঝো।
যাক এদ্দিনে মমব্যান নিজের ব্রাহ্মণ্য গোত্র ঘোষণা করেছেন সর্বসমক্ষে। পবতে সবাই এর জন্যেই অধীর (চৌধুরী নয়) আগ্রহে অপেক্ষা করছিল। রাজ্য জিজিতে যাক ক্ষতি নেই , কিন্তু এটা একটা প্রচন্ড দরকারি ইনফো। এর সাথে একমাত্র তুলনায় আসতে পারে রাহুল বাবার জেনুধারী হওয়ার চেষ্টা ।
এটা অবশ্য এখনও বলেননি এর পর বেগম বললে মানহানির মামলা করবেন কিনা। তিনি বাকি সময়টা আই-মি-মাইসেলফ এবং বাকি সবাইকে গালাগাল দিতেই ব্যস্ত ছিলেন।
মোর লাইক
দমুদির জন্যে তো? একটা ছোটো ক্যামেরা কিনে পাখির পায়ে বেঁধে ছেড়ে দে না, সস্তায় একই কাজ হবে। বুনান ভালো পাখি বেছে দেবে না হয়। দমুদির তো নিজের অ্যান্টেনা আছে, পাখির সাথে কমিউনিকেট করে নেবে ঠিকঠাক।
বড়গুলোর দাম তিন থেকে পাঁচ লাখ। মাঝারি গুলোর দাম এক থেকে দেড়। ছোটো গুলো দশ থেকে পঞ্চাশের ভেতর পাবে। ছোটোগুলোর সব ভ্যারিয়েন্টের চাইনিজের চাইনিজ ভার্সন হাজার দশ পনেরোর মধ্যে পাবেই। এইরম আর কী।
আমাদের দেশে রাষ্ট্রপতিরই তেমন কাজ নেই। প্রধানমন্ত্রীকে তেল দেওয়া ছাড়া। তায় আবার উপো। মানে ঐ আইটি কোম্পানিতে দেখবেন কিছু ম্যান্জার আছে, সারা দিন কোনও কাজ করেনা, শুধু শেয়ার ট্রেডিং করে আর সপ্তাহের শেষে টাইমশিট ওকে করে বাড়ি চলে যায়। এ হল রাষ্ট্রপতি। এরকম ম্যান্জারের উপরে আবার আরেকজন ম্যান্জার বসালে তবে উপরাষ্ট্রপতির কাজ কি বুঝতে পারবেন। ওরা বাংলা জানেন? তাহলে গুরুতে ব্লগ লিখতে বলুন।
আচ্ছা। আর মাঝারি, বড়গুলোর দাম কীরকম পড়ে?
পাইদি, বিভিন্ন ড্রোনের বিভিন্ন রকম। ছোটোগুলো লাইন অব সাইট কমিউনিকেশনে প্রায় কিলোমিটার খানেক। মাঝারি আর বড়গুলো কিমি পাঁচেক। স্বয়ংক্রিয় মোডে মানে বেস লোকেশনের সঙ্গে কথাবার্তা বলার দরকার না পড়লে ন্যাচারেলি এর চাইতেও বেশী যেতে পারে।
কোথায় একটা পড়েছিলাম উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করে, আর যে সব জায়গায় রাষ্ট্রপতি যেতে পারে না সেজেগুজে সে সব জায়গায় বক্তৃতা দিতে যায়।
নাকি মার্কিন ভিপির সাথে গুলিয়ে ফেললাম?
ড্রপবক্স বছর দুয়েক আগে যখন দাম বাড়াল তখন রিসার্চ-টিসার্চ করে এনাকে পেয়েছিলাম। ইউরোপের কোম্পানি, তাই ডাটা প্রটেকশনও ভাল। ভেরি ভেরি হ্যাপি।
পি-ক্লাউড আবার কারা? দেখতে হবে তো
আছে তো - ওয়ান ড্রাইভ, গুগল ড্রাইভ, বক্স, ড্রপবক্স, আইক্লাউড - নানা জায়গায় ক্লাউড স্টোরেজ অ্যাকাউন্ট ছড়িয়ে ছিটিয়ে আছে ।
কিছু কিছু লোককে রাষ্ট্রপতি / উপরাষ্ট্রপতি পদে বসিয়ে দেওয়া হয় যাতে তেনারা দলের অন্যদের অ্যাম্বিশনে বাগড়া না দিতে পারেন। ।
কিছু কিছু লোককে রাষ্ট্রপতি / উপরাষ্ট্রপতি পদে বসিয়ে দেওয়া হয় যাতে তেনারা দলের অন্যদের অ্যাম্বিশনে বাগড়া না দিতে পারেন। ।
পি-ক্লাউড।
আপনারা এতো এতো সার্ভার কেনাবেচা করা বড়োলোক, একটু নিজের জন্য ওয়ান ড্রাইভে জায়গা কিনে রাখতে পারেননা কেন? কম পয়সাতেই হয়ে যায়, অটোমেটিক সিঙ্কও করে নেওয়া যায়।
আপনারা আসলে আইটি গাই নন কিনা! আপনাদের আইটি বলদ বললে কি অনুভূতিতে লাগতে পারে?
বয়েই গেছে।
উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান, স্পিকারের কাজ করেন । প্রেসিডেন্ট মারা গেলে ওনাকে প্রেসিডেন্টের কাজ কর্ম করতে হয়। এই সব আর কি।
উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান, না?
অমিত আর শুদ্ধ ন্যাশনাল লেভেলে কিসব ক্যুইজ হয় তাতে জিতে ফাইনাল রাউন্ডে দিল্লি গেছিল। ফিরে এসে অমিত বলেছিল, ভারতীয় সংবিধানের ৬৩ তম ধারা কি জানিস? ওটা হল সংক্ষিপ্ততম আর্টিকল। ওতে একটা লাইন আছে সেটি হল - "There shall be a Vice President of India."
টইতে আর লিখলাম না। আপনারা কেউ সত্যি জানেন উপরাষ্ট্রপতির কাজ কী?
মোটামুটি কত কিমি যেতে পারে? আর দাম কত পড়ে?
ছিলো যে, তার প্রমাণ নেই। ছিলো না যে, তারও প্রমাণ নেই।
হ্যাঁ, ক্যামেরা জিম্বল সমেতই। ক্যামেরা বলতে গো প্রো জাতীয়। ফট্টি সেমি ম্যাক্স ডায়মেনশন ওয়ালাগুলোর পে লোড ক্যাপাসিটি তিনশো গ্রামের কাছাকাছি হয়, ক্যামেরা আর জিম্বল সমেত মোটামুটি দশ পনেরো মিনিট টেনে দেয় এক লপ্তে। আর বড়সড় ক্যামেরা, মানে ডিএসেলার জাতীয়, এবং সেই মাফিক জিম্বল নিয়ে যেগুলো ওড়ে সেগুলো এক থেকে দেড় মিটার মতন লম্বা চওড়ায়। পে লোড প্রায় আড়াই কেজির কাছাকাছি। আরামসে আদঘন্টা টেনে দেয়। কিন্তু এইগুলি একটু দানবীয় প্রকৃতির।
যদি এক্সটার্নাল হার্ড ড্রাইভ থাকে তো এই দুটোর একটা ব্যবহার করতে পারেনঃ Sync Toy বা Dsynchronize.
দুক্ষেত্রেই সোর্স হবে কম্পুতে আপনার ওয়ার্কিং ফোল্ডার বা পার্টিশান আর ডেস্টিনেশান হবে এক্সটার্নাল হার্ড ড্রাইভ। নানারকম সিনক হয়, যেমন ওয়ান ওয়ে, বোথ ওয়ে, ইত্যাদি।
সিংক টয়ের সুবিধে হলো, আলাদা আলাদা ফোল্ডার পেয়ার সেটাপ করতে পারবেন, সেগুলো আলাহাবে সিন্ক করএ পারবেন। আর খুব রিলায়েবল। কিন্তু অসুবিধে হলো, প্রতিবার আপনাকে প্যেআরিং করতে হবে, নাহলে হবে না।
কন্টিনুয়াস অটোমেটিক সিন্কিং চাইলে ব্যাবহার Dsynchronize করুন। ওটায় টাইমার সেট করা যায়, সেইমতো অটোমেটিকালি সিন্ক হতে থাকে। তবে এক্সটার্নাল হার্ড ড্রাইভটা কম্পুল্যাপটপে লাগিয়ে রাখতে হবে।
:D
এই নিন:
সাগর কম্পিউটার রিপেয়ার
+91 70037 93340
হ্যাঁ হ্যাঁ টি'কে ধিক্কার।
ড্রোনগুলোর কীরকম লোড ক্যাপাসিটি? ক্যামেরা উইথ গিম্বল আর স্টেবিলাইজার নিয়ে উড়তে পারে?
র২্হঃ দয়া করুন। আর ঝগড়া করব না। গড়িয়া- ব্রহ্মপুরে বাড়ি।
একজন জানাল যে hp-র কাছে গেলে ৩০- ৪০ হাজার লেগে যেতে পারে।
dc ধন্যবাদঃ এক্সটারনাল HD আছে। সেরেফ কুঁড়েমি করে আপডেট করিনি। এবার থেকে যেমনটি বলছেন করতে থাকব।
বাকি সবাইকে ধন্যবাদ।
ঠিকই। এই অধঃপতনকে ধিক্কার জানানোর ভাষা নেই। মানুষের প্রয়োজনের সময় কোথায় এই শিপিয়েমরা !