এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 2001:67c:289c:4::***:*** | ৩১ মার্চ ২০২১ ১০:৩১476245
  • আমাদের একদম বাম পাড়ায় শুনলাম ছেলেপিলেরা (আমার থেকে একটু ছোটো) এখন বিজেপিতে ছাপ ফেলছে। ওদিকে বাবামায়েরা এখনও লালে দিচ্ছে। তবে সেরকম ছেলেপিলেই তো নেই প্রায়। অনেকেই বলে শহরটা রিটায়ারিদের শহর হয়ে গেছে। পাড়ার পিকনিকে ঐ এজগ্রুপের প্রায় কাউকেই আর দেখা যায় না। তবে অত বড় শহরে, এত পপুলেশান - তাই বোধয় পার্থক্যটা ঠিক চোখে পড়েনা হ্ঠাত করে। এই বছর সেন্সাস হওয়ার কথা তো। সেখানে এজ গ্রুপ দেখতে হবে।

    তবে ঐ আরকি। আমাদের আগের জেনারেশান বামে ভোট দিতো। আমাদের জেনারেশনে তিনোতে ফেলার প্রবণতা বাড়তে থাকলো। এখন বিজেপিতে। সত্যিই পরিবত্তন।

    সেইদিন একটা রিপোর্ট পড়ছিলাম। সেখানে লিখেছে যে বামেদের প্রচুর ভোট যেমন বিজেপিতে গেছে, তিনোদেরও গেছে (অপেক্ষাকৃত কম হলেও)। কিন্তু বাম আর কঙ্গ থেকে মাইনরিটি ভোট তিনোতে কনসলিডেট হয়ে সেটা মেকাপ হয়ে গেছে। এর উপরে এই পরিবর্তিত জেনারেশানের এফেক্ট আছে। নতুন ছেলেপিলেরা বাম দেখেওনি, জানেওনা, ভোট দেবে কি। এসবই ভবিতব্য।

  • T | 103.15.***.*** | ৩১ মার্চ ২০২১ ১০:২৮476244
  • জানতাম আকাদা গৌভ র ফ্যান :)

  • aranya | 2601:84:4600:5410:ad8f:9768:8c8a:***:*** | ৩১ মার্চ ২০২১ ১০:১৪476243
  • দীপ্সিতা বেশ ভাল বলল। 


    আশা করি এই নতুন মুখদের মধ্যে অন্তত   কয়েকজনকে বিধান সভায় দেখা যাবে 

  • π | ৩১ মার্চ ২০২১ ০৯:৩৯476242
  • এই নতুন মুখগুলো জিতলে খুশি হতাম।

  • aka | 2600:1005:b103:2dc3:fcef:c209:aace:***:*** | ৩১ মার্চ ২০২১ ০৯:২৭476241
  • সিপিএমের এই নতুন মুখদের ভালো লাগছে। দীপ্সিতা, মীণাক্ষী, শমিক ইত্যাদিদের। অবশ্য শতরূপ কে ভালো লাগে না। এই ইন্টারভিউটা শুনে নিন। স্বচ্ছ চিন্তা ভাবনা। বাজে বুকুনি নেই, বক্তব্যে সারবত্তা আছে। 


  • সোনার দিন | 2600:1002:b020:60dd:90a6:a7e3:6ec2:***:*** | ৩১ মার্চ ২০২১ ০৮:০৮476240
  • এক্টা আলোচনা গুরুতে কখন শুরু হলে বেশ হয় - বাংলার ট্রেডের এই সুবর্ণযুগ কবে কিভাবে শুরু হল? ডিক্লাইন এন্ড ফল টা তো বহু আলোচিত, কিন্তু উত্থানের গল্পটা শুনতে মন্চায়। ট্রিগার কি ছিল? না কি বহু শতাব্দী ধরে এর স্ট্রাকচার তৈরি হয়েছে? ইত্যাদি প্রভৃতি 

  • Amit | 121.2.***.*** | ৩১ মার্চ ২০২১ ০৫:৩৬476239
  • নো প্রবলেম।  

  • S | 2405:8100:8000:5ca1::5bf:***:*** | ৩১ মার্চ ২০২১ ০৫:০৪476238
  • এলেবেলে, আপনি অমিতকে পাঠান। আমি অমিতের থেকে নিয়ে নেবো।
    অমিত, আমি ইমেইল পাঠাচ্ছি।
    এখানে ইমেইল আইডি শেয়ার করবোনা।

  • Amit | 121.2.***.*** | ৩১ মার্চ ২০২১ ০৩:৫৪476237
  • আর যদি বই দুটোর সফট কপি একটু মেল্ করে দ্যান। আগাম থ্যাংকু রইলো। 


    আমার জিমেল আইডি : amtchd 

  • Amit | 121.2.***.*** | ৩১ মার্চ ২০২১ ০৩:৫০476236
  • বাপরে।  এলেবেলেদা রাতে ঘুমোন না নাকি ? থ্যাংকু।  এটা একটা ভালো ইনফো। তবে সব দেশে হয়তো রুপো দিয়ে হতোনা মনে হয়, জানিনা যদিও। মেনলি ওই বাংলার একা ৫-% গ্লোবাল বিসনেস ভলিউম এর বেসিস টাকে প্রশ্ন ছিল। 

  • এলেবেলে | 202.142.***.*** | ৩১ মার্চ ২০২১ ০৩:৩৫476235
  • "দেশে মানি এক্সচেঞ্জ ই বা কিভাবে হতো নাকি শুধুই গোল্ড স্ট্যান্ডার্ড তাও ১০০-% জানা নেই।"


    রুপো দিয়ে। নবাবের টাঁকশালের সিক্কা। সেখানে বার্টার সিস্টেম ছিল। ইউরোপীয়রা রূপো আনলেও ওই বার্টারের কারণেই তার মূল্য আরও কমে যেত। এটা দেখত মূলত জগৎ শেঠ হাউস। তারপরে সিরাজের আমলে ব্রিটিশের টাঁকশাল তৈরি এবং পলাশির যুদ্ধের পরে দেশ থেকে রুপো আনা বন্ধ এবং মাছের তেলে মাছ ভাজা। 

  • এলেবেলে | 202.142.***.*** | ৩১ মার্চ ২০২১ ০৩:২৯476234
  • বড়েস কি আছেন? আমার মুখের কথায় বিশ্বাস করবেন কেন? আমি আপনাকে দুটো বই পড়ার অনুরোধ জানাচ্ছি। প্রথমটি বিখ্যাত ইতিহাসবিদ সুশীল চৌধুরীর From Prosperity to Decline এবং দ্বিতীয়টি প্রখ্যাত অর্থনীতিবিদ অমিয় বাগচীর Colonialism and Indian Economy. দুটো বইয়েরই সফট কপি আমার কাছে আছে। ইচ্ছুক হলে আমাকে মেল আইডি পাঠাতে পারেন। বই পৌঁছে যাবে যথাসময়ে।


    প্রসঙ্গত এই ছিল ইউরোপীয়দের হাল --- A very significant feature of Bengal-Europe trade was that the Companies had to import into Bengal mostly precious metals for purchasing the export commodities. This was, of course, true about the Asian merchants too who exported goods from Bengal. Though the Companies also brought some other items, mainly broadcloth, their volume or value was extremely limited. The amount of treasure imported by the Companies can be gauged from the fact that the proportion of precious metals to the total value imported by the Dutch in the second half of the seventeenth and first two decades of the eighteenth century works out to be 87.5 per cent.  The pattern was not very different in the case of the English Company. While the average proportion of treasure in the total English imports to the East Indies as a whole came to about 75 per cent, this proportion in Bengal varied between 90 to 94 per cent in the first two decades of the eighteenth century.

  • S | 2405:8100:8000:5ca1::21b:***:*** | ৩১ মার্চ ২০২১ ০২:৩৭476233
  • হ্যাঁ সেসবও ছিল। কিন্তু সেগুলো বোধয় তখন দুনিয়াতে সর্বত্রই ছিল। পরে বরন্চ ইয়োরোপে সেসব বন্ধ হয়ে যায়। ফলে ইমব্যালেন্স তৈরী হয়।

    হ্যাঁ প্রোটেকশানিস্টরা সর্বত্রই আছে। ক্যাপিটালিস্ট দেশে মনে হয় আরো বেশি।

  • &/ | 151.14.***.*** | ৩১ মার্চ ২০২১ ০২:৩২476232
  • এইজন্যেই সেই কবি মনে হয় লিখেছিলেন এইরকম কিছু-
    "কেবলি জাহাজ এসে আমাদের বন্দরের রোদে
    দেখেছি ফসল নিয়ে উপনীত হয়;
    সেই শস্য অগণন মানুষের শব;
    শব থেকে উৎসারিত স্বর্ণের বিস্ময়
    আমাদের পিতা বুদ্ধ কনফুশিয়াসের মতো আমাদেরও প্রাণ
    মূক করে রাখে; তবু চারিদকে রক্তক্লান্ত কাজের আহ্বান।”

  • Amit | 121.2.***.*** | ৩১ মার্চ ২০২১ ০২:২৮476231
  • শুরুতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাকি তাদের জাহাজ গুলো বাংলাতেই মেরামত করতো বা নতুন জাহাজ অর্ডার দিতো এতো স্কিলড লেবার পেতো বলে। সেটা নিয়ে ইংল্যান্ডে জাহাজ ইন্ডাস্ট্রির লেবার ইউনিয়ন গুলো খেপে ওঠে ওদের চাকরি যাচ্ছে বলে। তখন পার্লামেন্টে আইন পাস্ হয় যে নতুন জাহাজ ওখানেই বানাতে হবে। 


    সব জায়গায় একই বহিরাগতের গল্প। শুধু আগে আর পরে :) 

  • &/ | 151.14.***.*** | ৩১ মার্চ ২০২১ ০২:১৮476230
  • সেগুলো যেত কোথা? বেশিরভাগই কি নিয়ে নিত মোগলরা? এই যে ভয়াবহ মন্বন্তর ইত্যাদির কথা শোনা যায়? এমনিতেও বাঘ, সাপ, ম্যালেরিয়া, মশা ইত্যাদি অনেককিছু?গ্রামের পর গ্রাম মহামারীতে উজার?

  • S | 2405:8100:8000:5ca1::63:***:*** | ৩১ মার্চ ২০২১ ০২:১৭476229
  • হ্যাঁ টেক্সটাইল, ফুড, প্রেসাশ মেটাল এগুলই তখন বড় ইন্ডাস্ট্রি। আর বেঙ্গলে তখন এইসবের খুবই রমরমা, আর সারা দুনিয়াতে বেঙ্গল প্রোডাক্টের নাম। তাছাড়া চট্টগ্রাম পোর্টে তো শুনেছি শিপবিল্ডিংও হত। কোলকাতা পোর্ট মনে হয় তখনও তৈরী হয়নি। মুর্শিদাবাদ অবধি জাহাজ যেত জানি, ইনল্যান্ড পোর্ট।

  • Amit | 121.2.***.*** | ৩১ মার্চ ২০২১ ০২:১১476228
  • S, রিসেন্টলি শশী থারুর র ইনগ্লোরিয়াস এম্পায়ার এও একই জিনিস লেখা দেখলাম। ইনফো সোর্স দেননি।  তবে মনে হয় কিছুভাবে হয়তো পাস্ট ৫০-১০০ বছরের গ্লোবাল বিসনেস  ভলিউম আর এক্সপোর্ট ইত্যাদি হয়তো এক্সট্রাপোলেট করে করে ইকোনোমিস্ট রা হয়তো এরকম  একটা ফিগার এ পৌচচ্ছেন। যদিও তার একুরেসি নিয়ে প্রশ্ন থাকবেই। তখন বহু জায়গাতেই হয়তো সেলফ সুসটেনড লোকাল ইকোনমি, বা বার্টার সিস্টেম  চলতো। যেখানে গ্লোবাল ভলিউম এ তাদের কিভাবে কাউন্ট করতো বা এক্সট্রাপোলেশন করতো কেজানে। অন্য দেশে মানি এক্সচেঞ্জ ই বা কিভাবে হতো নাকি শুধুই গোল্ড স্ট্যান্ডার্ড তাও ১০০-% জানা নেই। এইধরণের  স্টাটিস্টিক্যাল মেথডস বা বেসিস গুলো আপনি ভালোই  জানবেন। 


    ওভারঅল তখন সিল্ক কটন চাল , সোনার গয়না ইত্যাদি ম্যানুফ্যাকচারিং বা ট্রেডিং ইত্যাদির জন্যে মুর্শিদাবাদ বা পুরো বাংলাতেই তখন সিগ্নিফিক্যান্ট বিসনেস জেনারেট হতো। ওই বইটাতেই আছে তখন বড়ো জাহাজ বানানো বা মেরামতিতে প্রচুর স্কিলড লেবার ইনভল্ভড ছিল।  এটাও আর একটা মেজর ইনডিকেটর। 


    মানে ৫-% ফিগার টা পুরোপুরি রেলিয়াবল নাহতে পারে।  কিন্তু বাংলা একটা গ্লোবালি মেজর ট্রেডিং হাব হিসেবে উঠে এসেছিলো  সেটা সত্যি। 

  • S | 2405:8100:8000:5ca1::355:***:*** | ৩১ মার্চ ২০২১ ০১:৩৬476227
  • একটা জায়্গায় দেখলাম লিখেছে যে বৃটিশদের আসার আগে মুর্শিদাবাদ এবং তার আসে পাশের এলাকা থেকে নাকি সারা পৃথিবীর অর্থনীতির ৫% আসতো। এটা কি আদৌ সত্যি, বা সত্যির কাছাকাছি? কারণ এই ধরনের বক্তব্য পৃথিবীর বিভিন্ন জায়্গায় বিভিন্ন সময়ের ক্ষেত্রেই রয়েছে।

  • এলেবেলে | 202.142.***.*** | ৩১ মার্চ ২০২১ ০১:১৭476226
  • অনেক ধন্যবাদ।

  • lcm | ৩১ মার্চ ২০২১ ০১:১৬476225
  • এলেবেলে,
    ওপরে মেনু থেকে টইপত্তর লিংকে ক্লিক করুন, ঐ পাতায় একটা 'নতুন আলোচনা' বাটন আছে। ওখান থেকে নতুন টই শুরু করতে পারবেন, মানে পারা উচিত।

  • এলেবেলে | 202.142.***.*** | ৩১ মার্চ ২০২১ ০১:০৯476224
  • ছি ছি, বাংলা উচ্চ মাধ্যমিক অবধি।

  • এলেবেলে | 202.142.***.*** | ৩১ মার্চ ২০২১ ০১:০৮476223
  • আজ্ঞে না। বহুদিন আগে ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে পড়েছিলাম। ইতিহাসের দৌড় আমার ওই মাধ্যমিক পর্যন্ত। বাংলাও তাই।


    এলসিএম ও হুতো, একটা টেকনিক্যাল সাহায্য চাই। একটা টই খুলতে চাই যেটা ব্লগ থেকে খুলব না। আগে ছিল 'আলোচনা শুরু করুন'। এখন হাপিস। এমতাবস্থায় কী করিতে হইবে?

  • S | 2a03:e600:100::***:*** | ৩১ মার্চ ২০২১ ০০:৪৮476222
  • এলেবেলেবাবু কি ইতিহাসের লোক? তাহলে একটা প্রশ্ন করতাম।

  • Shake Shake Shake | 216.244.***.*** | ৩১ মার্চ ২০২১ ০০:১৯476221
  • Shake Your Booty

  • সিস্টেমে অভ্যস্ত হয়ে গেছি | 165.225.***.*** | ৩১ মার্চ ২০২১ ০০:০৩476220
  • তাই তো মহামতি এলেবেলে বলেছেন আমরা চাষ করি আনন্দে! 


    এই সিস্টেমে অভ্যস্ত না করাবার জন্যই সকল মহাপুরুষ বলে গেছেন -  Move Your Ass

  • সিস্টেমে অভ্যস্ত হয়ে গেছি | 165.225.***.*** | ৩০ মার্চ ২০২১ ২৩:৫৫476219
  • তাই তো মহামতি এলেবেলে বলেছেন - এমন সিস্টেমে মানুষকে অভ্যস্ত করান যাবে না, এগ্রিকালচারাল সিস্টেম চলবে আগে। 


    Move Your Ass

  • T | 103.15.***.*** | ৩০ মার্চ ২০২১ ২৩:৩০476218
  • একমত। ছা্গল ও মুরগী বেড়েচে তো বটেই।

  • দশ বছর | 2405:8100:8000:5ca1::351:***:*** | ৩০ মার্চ ২০২১ ২৩:২৮476217
  • শিল্পঃ
    • Department of Industrial Policy & Promotion এর তথ্য অনুযায়ী ২০১১-২০২০ এর মধ্যে এ রাজ্যে ২৭৩ টি Large scale industry তে বিনিয়োগ হয়েছে।
    • MSME এর সংখ্যায় পশ্চিমবঙ্গ দেশের মধ্যে ১ নম্বরে। MSME তে প্রায় ৭০,০০০ কোটি টাকা ক্রেডিট ফ্লো হয়েছে।
    • ২০১১ তে রাজ্যের IT export ছিল ৮৩৫৬ কোটি টাকা, ২০১৮-১৯ এ সেটা বেড়ে হয় ২২৮৯৭ কোটি টাকা। পরের ৩ বছরে রাজ্যের টার্গেট সেটাকে ৪০০০০ কোটি টাকায় নিয়ে যাওয়া।
    • ২০১১-১২ সালে ইন্ডাস্ট্রি থেকে রাজ্যের জিডিপি আসত ১.২৫ লক্ষ কোটি টাকা। ২০১৯-২০ সালে ইন্ডাস্ট্রি থেকে জিডিপি আসে ২.২৯ লক্ষ কোটি টাকা। অর্থাৎ গড়ে বার্ষিক বৃদ্ধির হার ১০.৪%
    শিক্ষাঃ
    • ২০১২ সাল থেকে ২০২০ সালের মধ্যে রাজ্যে মোট ২৩ টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। এর মধ্যে ১২ টি সরকারি ও ১১ টি বেসরকারি।
    • ২০১০-১১ অবধি রাজ্যে জেনারেল, টেকনিক্যাল মিলিয়ে মোট উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ছিল ১১২৮। যার মধ্যে কলেজের সংখ্যা ছিল ৮৫৭, Standalone institution ছিল ২৪৫ টি, কেন্দ্র ও ইউনিভার্সিটি ছিল ২৬ টি। ২০১৮-১৯ এ সেই সংখ্যা গিয়ে পৌঁছায় ১৮৭২ এ। যার মধ্যে কলেজ=১৩৭১, Standalone institutions=৪৫৬, ইউনিভার্সিটি=৪৫। অর্থাৎ ৮ বছরে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৭৪৪ টি, বৃদ্ধি ৬৬%। এই ৮ বছরে গোটা দেশে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ১৫%।
    • ২০১০-১১ তে উচ্চশিক্ষায় ভর্তি হওয়া ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ১৩.২৪ লাখ। আমরা ছিলাম ৩৫ টি রাজ্যের মধ্যে ৮ নম্বরে। ২০১৮-১৯ এ সেটা পৌঁছায় ২০.৯৮ লাখে। ৩৬ টি রাজ্যের মধ্যে আমরা উঠে এসেছি ৩ নম্বরে।
    • উচ্চশিক্ষায় যোগদানের জেন্ডার রেসিও ছিল ৭৩.৮%, ২০১৮-১৯ এ সেটা হয় ৯৯%। ২০১০-১১ তে উচ্চশিক্ষায় মেয়েদের যোগদানের সংখ্যা ছিল ৫৬২৪০৯। ২০১৮-১৯ সালে সেই সংখ্যা বেড়ে হয় ১০৪০৪৯৯। উচ্চশিক্ষায় মহিলাদের যোগদানের বৃদ্ধির হারে আমাদের রাজ্য ১ নম্বরে পৌঁছায়।
    • উচ্চশিক্ষায় ২০১০-১১ তে Gross Enrollment Ratio ছিল ১২.৪। ২০১৮-১৯ এ সেটা বেড়ে হয়েছে ১৯.৩।
    তথ্যসূত্রঃ All India Survey On Higher Education (AISHE) Reports, Ministry of Education, Govt.. of India.
    মেডিকেল এডুকেশন
    • ২০১১ অবধি এ রাজ্যে ১১ টি মেডিকেল কলেজ ছিল। ২০২০ তে সেই সংখ্যা পৌঁছায় ২৪ এ। ২০১০-১১ তে মোট মেডিকেল সিট ছিল ১৩৫৫, ২০২০ তে সেটা ৪০০০ এ পৌঁছায়। আরো ৭ টি নতুন মেডিকেল কলেজ তৈরি হচ্ছে, এগুলি সম্পূর্ণ হলে রাজ্যে মোট মেডিকেল সিট হবে ৪৭০০।
    • শিক্ষক নিয়োগঃ ২০১১-২০২০ এর মধ্যে রাজ্যের বিভিন্ন স্তরের স্কুলে ১.৩৩ লাখ শিক্ষক এবং অশিক্ষক নিয়োগ হয়েছে।
    স্বাস্থ্যঃ
    • রাজ্যে ৪৪ টি সুপারস্পেশালিটি হসপিটাল হয়েছে।
    • ২০১১ অবধি রাজ্যে একটাও CCU & HDU ছিল না। এখন এই সংখ্যা ৬৯
    • ২০১১ তে রাজ্যে ৬ টি SNCU ছিল এখন সেটা হয়েছে ৭০ টি
    • ২০১১ তে রাজ্যে একটাও SNSU ছিল না, এখন তার সংখ্যা ৩০৭
    • ১৫ টি pediatric intensive care units(PICU) চালু হয়েছে।
    • Institutional delivery improved from 65% in 2010 to 97.5% in 2018
    • Infant Mortality Rate (IMR) ২০১১ তে ছিল ৩২ ২০১৮ তে সেটা কমে হয়েছে ২২
    • Maternal Mortality (MMR) ২০১১ তে ছিল ১১৩, ২০১৮ তে সেটা কমে হয়েছে ১০১
    • রাজ্যে ১১৬ টি Fair Price Medicine Shop তৈরি হয়েছে।
    • স্বাস্থ্য সাথী প্রকল্পে ৫ লাখ টাকা অবধি চিকিৎসা সুবিধা।
    মহিলা ক্ষমতায়নঃ
    • ২০১১ এর আগে এ রাজ্যে কোন মহিলা পুলিশ থানা ছিল না। ক্ষমতায় আসার পর রাজ্য সরকার মহিলা সুরক্ষার জন্য রাজ্যে ৬৫ টি মহিলা থানা তৈরি করার পরিকল্পনা নেয়। তার মধ্যে ৪৮ টি ইতিমধ্যেই চালু হয়ে গেছে।
    • ২০১১ এ রাজ্যে মোট পুরুষ পুলিশের সংখ্যা ছিল ৫৯৭৩৮, মহিলা পুলিশের সংখ্যা ছিল ১৯১৮ জন। রাজ্যে পুরুষ ও মহিলা পুলিশের অনুপাত ছিল ৩১, অর্থাৎ রাজ্যে ৩১ জন পুরুষ পুলিশ থাকলে ১ জন মহিলা পুলিশ ছিল।
    • ২০২০ তে রাজ্যে মোট পুরুষ পুলিশ বেড়ে হয় ৯৭৭৭৫, মহিলা পুলিশের সংখ্যা হয়= ৯৪৯১ জন।
    রাজ্যে পুরুষ ও মহিলা পুলিশের অনুপাত হয়= ১০, অর্থাৎ রাজ্যে ১০ জন পুরুষ পুলিশের থাকলে ১ জন মহিলা পুলিশ আছেন। ৯ বছরে মহিলা-পুরুষ মিলিয়ে মোট পুলিশ নিয়োগ হয়েছে ৪৫৬০৭ জন। (Data On Police Organization, Bureau of Police Research And Development, Ministry of Home Affairs, Govt. of India.)
    স্বনির্ভরতাঃ
    • ঋণ পাওয়া থেকে সাহায্য করে তার সুদের ভার লাঘব, প্রশিক্ষণ দেওয়া, সামাজিক সুরক্ষা দেওয়া, পণ্যের বিপণন, আর্থিক সাহায্য সবেতেই স্বনির্ভর গোষ্ঠীর পাশে রাজ্য সরকারের নব উদ্যোগের ফলে ২০১০-১১ সালে এ রাজ্যে ৪.৭২ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী ছিল ২০১৮-১৯ এ সেটা বেড়ে হয় ৯.৬৯ লক্ষ।
    • শুধু ২০১৮-১৯ এই রাজ্যে ১.১০ লাখ নতুন স্বনির্ভর গোষ্ঠী যুক্ত হয়। প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীতে যদি ১০ জন গড় ধরা হয় তাহলে ১০ বছরে প্রায় ৬২ লাখের কর্মসংস্থান হয়েছে।
    • *২০১০-১১ সালে স্বনির্ভর গোষ্ঠীর ঋণ পরিমাণ ছিল ৫৫৩ কোটি টাকা, ২০১৮-১৯ এ সেটি হয়েছে ৭০০০ কোটি টাকা। এই একটা তথ্যেই অনেক টা পরিষ্কার রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর বাড়বাড়ন্ত।
    • Labour Bureau Survey এবং NSSO এর সার্ভে তে দেখা গেছে পশ্চিমবঙ্গের বেকারত্ব কমেছে। দেশের মধ্যে দ্রুত গতিতে কমেছে। এর প্রত্যক্ষ কারণ স্বনির্ভর গোষ্ঠীর উত্থান।
    পশুপালন ও দুধ উৎপাদনে বৃদ্ধিঃ
    • গরু উৎপাদনে রাজ্য ২০১২ তে তৃতীয় স্থান থেকে ২০১৯ এ শীর্ষ স্থানে উঠে এসেছে। প্রায় ৪২% ছাগল উৎপাদনে বৃদ্ধিতে রাজ্য চতুর্থ থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। মোট প্রানিসম্পদ বেড়েছে ২৩.৩২%। এছাড়া মুরগি উৎপাদন ৪৬% বৃদ্ধি পেয়েছে।
    • এর ফলে রাজ্যে দুধ উৎপাদন ২৫% বেড়েছে। সঙ্গে বেড়েছে মাংস উৎপাদন।
    Source: Livestock census report, 2012, 2019
    বিদ্যুৎঃ
    • আগে দিনে ৮-১০ ঘণ্টা লোডশেডিং হত। বর্তমান সরকার আসার পরে লোডশেডিং কি প্রায় ভুলতে বসেছে মানুষ।
    • ২০১০-১১ তে রাজ্যের ৫৫% গ্রামীণ পরিবারে বিদ্যুৎ পৌঁছেছিল এখন সেটা ১০০% এ পৌঁছেছে। শুধু বিদ্যুৎ পৌঁছানোই নয় বিদ্যুতের গুণগত মানও উন্নত হয়েছে অর্থাৎ লোডশেডিং ও লো ভোল্টেজের সমস্যা মিটেছে।
    • ২০১০-১১ সালে WBSEDCL ইন্ডাস্ট্রিয়াল ও কমার্সিয়াল উদ্দেশ্যে মোট বিদ্যুৎ বিক্রি করে ৯৫৮৩ MKWH) ২০১৮-১৯ সালে সেটা বেড়ে হয় ১২২৭৮ MKWH.
    • Captive Power Plant বাড়লেও শিল্প বাণিজ্যিক উদ্দেশ্যে বিদ্যুতের চাহিদা ২০১০-১১ এর তুলনায় ২০১৮-১৯ এ অর্থাৎ ৮ বছরে প্রায় ২৮% বেড়েছে।
    Source:
    1.Annual Report of WBSEDCL
    2. Ministry of Power, GOI
     
    লাইক করুন
    কমেন্ট করুন
    শেয়ার করুন
    কমেন্ট

     
  • aranya | 2601:84:4600:5410:1482:ef74:f7c5:***:*** | ৩০ মার্চ ২০২১ ২৩:২৪476216
  • দু,  ভিডিওটা দেখলাম। অনেক শুভেচ্ছা, ভালবাসা এই মেয়েটার জন্য। 


    অন্য দুই 'হেভিওয়েট' জালি প্রার্থীর চেয়ে বহুগুণে ভাল, মীনাক্ষি। শ্রেষ্ঠ প্রার্থী হয়েও হয়ত জিতবে না, কিন্তু প্রচুর ভোট যেন পায় 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত