সিএস | 49.37.***.*** | ১১ মার্চ ২০২১ ১৮:৩৫474714নন্দীগ্রাম নিয়ে ভোটপ্রচারের টেম্পোটা বেশী ঊঠছিল।
আর প্রচারে ভাজপার সাথে পারা যাবে না, ৩ ডজন স্টার কেউটে ক্যাম্পেনারদের সাথে।
মাননীয়া 'আহত' হয়ে খেলার টেম্পোটা নামিয়ে দিচ্ছেন।
দু'দিন প্রচার থেকে অফ হয়ে গেলেন, বিজেপি চেঁচাতে গিয়ে দেখছে, যার বিরুদ্ধে চেঁচাবে, তিনিই নেই !
অন্যবারের 'নাটকের' সাথে এবারের তফাৎ আছে মনে হয়।
k | 171.79.***.*** | ১১ মার্চ ২০২১ ১৮:৩৩474713এহে ওয়েলেসলী স্ট্রীট বলে ফেলেছি, কর্নওয়ালিস স্ট্রীট হবে
বটতলা মানে বটতলা প্রেস। হ্যাঁ চীৎপুরে।
বুঝেছি।
সিএস | 103.99.***.*** | ১১ মার্চ ২০২১ ১৮:০৮474711বটতলাটা ঠিক কোথায় ?
যদি চিৎপুর রোড দিয়ে আসেন তো গিরীশ মঞ্চ চলে আসুন, সেখান থেকে নেতাজী মূর্তির পাদদেশে। সেখান থেকে হাতিবাগান বাজার আর মোড় আর বিনোদিনী থিয়েটার আর হেদুয়া আর কালীবাড়ি হয়ে কলেজ স্ট্রীট চলে আসুন।
পুরোটাই হেঁটে হেঁটে হবে।
k | 171.79.***.*** | ১১ মার্চ ২০২১ ১৮:০৬474710হ্যারিসন রোড হল আজকের এমজি রোড।
বিধান সরনী হল আগের ওয়েলেসলী স্ট্রীটের অংশ।
আ মোলো যা! | 42.***.*** | ১১ মার্চ ২০২১ ১৭:৫১474709এই বলচে তাত্ত্বিকতা না করতে, এই বলচে দর্শনহীন রাজনীতি না করতে। মানুষ কি কেবল আইএসএফ করবে গা!
k | 171.79.***.*** | ১১ মার্চ ২০২১ ১৭:৪৫474708দমদি, বটতলা থেকে হ্যারিসন রোডে যাবেনই বা কেন, সোজা ট্রাম ধরলেই তো বিধান সরনী দিয়ে কলেজস্ট্রীট
k | 171.79.***.*** | ১১ মার্চ ২০২১ ১৭:৪৩474707সোনোডাইনের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডার হলেন ওস্তাদ জাকির হোসেন। কবছর আগে ওদের ওয়েবসাইটে জাকির সায়েবের মেকিং মিউজিক (দারুন ফিউশন ট্র্যাক, গানায় পাবেন) নামের ট্র্যাকটির অংশবিশেষ ব্যবহার করা হয়েছিল। সম্ভবত বন্ধুর সেই স্টুডিও মনিটর কেনার সময় সাইট দেখতে গিয়ে দেখি যে ইউটিউব আনঅথরাইজড ইউজ বলে সোনোডাইনের সাইটে সেই লিঙ্কটি ব্লক করে দিচ্ছে। বাঙ্গালী কোম্পানীর এই হেনস্থা আমাকে আঘাত দিয়েছিল। আমি সোনোডাইনে একটি মেল করে ওদের দৃষ্টি আকর্ষন করেছিলাম। ওরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছিল এবং তার চে বড় কথা আমার মেলের জবাব দিয়ে ধন্যবাদ জানিয়েছিল।
দিদিকে বলতে বলতে পাঁচ লাখ টাকা টেলিফোন বিল তুলে ফেললুম মশাই, দিদি পাত্তাই দিল না, তা এই বাজারে সোনোডাইনের কৃতজ্ঞতা স্বীকারটা কি ভাল ব্যাপার নয়?
খুব ইচ্ছা আছে, জাকির সায়েবের সঙ্গে ওদের অ্যাম্বাস্যাডার হিসেবে মোহিনী দে কেও নিতে বলার, এবার আর চিঠি লিখব না, দেখা যাক অনিন্দ্যবাবু গুরু করেন কিনা। বেস গিটার আজেবাজে সিস্টেমে শুনে আলাদা করা কত্ত কঠিন সে তো জানেন, সোনোডাইন কিন্তু ফাটিয়ে দেয়।
avi | 2409:4061:2095:fac0:be4f:bc60:60d:***:*** | ১১ মার্চ ২০২১ ১৭:৪২474706বটতলা তো পেল্লায় বড় ভৌগোলিক অঞ্চল। স্ট্র্যান্ড রোড, বিডন স্ট্রীট (ও নিমতলা ঘাট স্ট্রীট), শ্যামবাজার স্ট্রীট ও কর্নওয়ালিশ স্ট্রীট দিয়ে ঘেরা। এদিকে কলেজ স্ট্রীটও নেহাত ছোট না। তো, দুয়ের মধ্যে দেখা হেদোর ধারে করে নিলেও হয়, তাতে আর হ্যারিসনকে বিরক্ত করতে হয় না। অবিশ্যি কলেজ স্ট্রীটের বইপাড়া যেতে চাইলে আলাদা কথা।
তুইচুক্কর
T | 103.15.***.*** | ১১ মার্চ ২০২১ ১৭:৩১474704হাওড়া হয়ে যান।
মানে হেঁটে হেঁটে
এইযো কেলোদাদা ভাবছি একদিন বটতলা বেড়াতে যাব। তো সেখান থেকে হ্যারিসন রোড এড়িয়ে কলেজ স্ট্রীট পৌঁছাবার কোনও শর্টকাট আছে?
সিংগল k | 171.79.***.*** | ১১ মার্চ ২০২১ ১৭:১৪474701না না ডিসিদা আপনি কি কিনবেন তা একেবারেই আপনার ব্যক্তিগত ব্যপার। আমি এটুকুই বলতে চাইছিলাম যে আমার 'এফেক্ট' এর থেকেও ক্ল্যারিটি আর ব্যালেন্স ভাল লাগে। সোনোডাইনের হাইফাই সিস্টেমে র আওয়াজে ঐ জিনিসগুলো অনেক বাঘা বাঘা বিদেশী কোম্পানীর চেয়েও ভাল। একবার কান অভ্যস্ত হয়ে গেলে আর অন্য কিছু শোনাই যায় না। মাঝে মাঝে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এমন একেকটা যন্ত্র কেনেন ও শোনান যেগুলোর দাম ন্যানোগাড়ীর চেয়েও বেশী। অনেকেই শোনার চেয়ে বেশী দেখানোর জন্যই ওগুলো কেনেন। তাই তাঁদের সামনে মুখ ফুটে বলতে পারি না যে ধুর মশাই, এর চে তো আমার বাবার পঁয়তাল্লিশ বছর আগের কেনা সোনোডাইনের সবচেয়ে কমদামী মডেলও ঢের ভাল শুনতে।
অনেক সময় বাড়ি ফিরে ঐ একই গান আদ্যিকালের জেটলাইনে চালিয়ে বসি, আর অবাক হয়ে শুনি যে ঐ ন্যানোগাড়ীমার্কা সিস্টেমে কতকিছু মিস করছিলাম। এমনকি শ্বাস টানার শব্দ, গায়িকার সিল্কের কাপড়ের খসখসানি, তারবাদ্যে বাদকের আঙ্গুল সরানোর শব্দ, সবকিছু... .... চারদিক থেকে এসব বাঁশ দেয় না বটে, কিন্তু মন ও ঘর ভরিয়ে দেয়।
আমার ছোটবেলার পাড়ার বন্ধু আনন্দর ওয়েভ রেডিও থেকে আরম্ভ করে বোসের বেশ কয়েকটা কমদামী সিস্টেম আছে। বলতে পারেন ওটাই ওর টাকা খরচের একমাত্র উপায়। একবার আমাকে ও বোসের ঐ লিসনিং রুমে নিয়ে গিয়েছিল কেনার আগে। ওদের মিডরেঞ্জ শুনে আমার হাসি পেয়েছিল, এত ফ্ল্যাট যে কি বলব, তবলা তো পুরে মেরে দিচ্ছে। কথাটা মুখ ফুটে বলায় আর আমার মলিন গোছের পোষাক দেখে ওদের এক্সপার্ট কিরকম যেন তাচ্ছিল্যভরে তাকাল, ভাগ্যিস জানতে চায় নি যে আমার কি সিস্টেম। জেটলাইন শুনলে ঘাড় ধরে ফুটপাথে নামিয়ে দিত হয়ত।
আমার আরেক বন্ধু আমাদের জেটলাইন শুনে শুনে বড় হয়েছে আমারই সঙ্গে, সে আর কিছুতে কানই দিতে পারে না। অবশেষে সে একটি PM 50 বা PM 100 স্টুডিও মনিটর কিনেছিল। সে তো খুশীই আমিও খুশী, কারন ওর ক্ল্যারিটি আমার জেটলাইনের ১০ গুন বেশী। ওর বৌ বলে যে আমি নাকি ওদের দুটি সম্পদ কিনতে সাহায্য করিচি, এক তো ঐ স্টুডিও মনিটর, আর দ্বিতীয়টি হল - একটা প্লাস্টিকের বালতি। :)
ঠিক আপনার মনমতো একটা স্পীকার সেট ওরা কিছুদিন হল বের করেছে(মাইক্রো সিরিজ)। তার আমি তন্ময় মেহতার রিভিউটি ইউ টিউবে দেখেছি। সত্যি কথা বলতে আমার মোটে ভাল লাগে নি। ক্ল্যারিটি থাকলেও ব্যালেন্সের কোনো মা বাবা নেই। তবে স্পীকারগুলি মারাঞ্জ এমপ্লিফায়ারে চালিয়েছেন ভদ্রলোক, সোনোডাইনের নিজের DE 4348 এ চালালে কি হবে জানিনা একটু বেটার হবে হয়ত।
আর চাইলে চেন্নাই কেন সিংহছাপ জিনিস আপনি চিনদেশেও কিনতে পারবেন, মাননীয় মোদীজীর এমনই মহিমা, স্বীকার তো করেন না!!
dc | 74.82.***.*** | ১১ মার্চ ২০২১ ১৫:৩৯474700সিংগল কে দাকে ধন্যবাদ। বসু পরিবারের ওপর আমার সেরকম দুর্বলতা নেই, শর্ট্লিস্টে রেখেছি শুধু। তবে ইআর্ক বা hdmi 2.1 আছে এরকম একটা সিস্টেম খুঁজছি। তাও একেবারে হতেই হবে সেরকম না, তবে হলে ভালো, কারন এই স্ট্যান্ডার্ডটা নাকি কয়েক বছর ধরে চলবে (অন্তত দুয়েকজন বোদ্ধা সেরকমই বলছেন)। এটমস এইজন্য ইচ্ছে কারন ওতে নাকি সামনে পেছন ওপর নীচে সব দিক দিয়েই আওয়াজ এসে কানে ঢোকে। (বাঁশ নয় কিন্তু, আওয়াজ, কেউ কিছু বলার আগেই ডিঃ দিয়ে দি বাবা)। আমার ইচ্ছে একটা টিভি, একটা সাউন্ড সিস্টেম, আর একটা গেম কনসোল (পিএস বা এক্সবক্স) কেনার। সাউন্ড সিস্টেমটা 7.2 হলে ভালো হয়। এবার টিভিটাও ফাইনাল করা হয়নি কারন ইআর্ক ওয়ালা টিভি এখনও বেশী বেরয়নি আর যেগুলো বেরিয়েছে সেগুলো আপডেটের জন্য অপেক্ষা করছে। আপনি যে বললেন সোনোডাইন, সে খুবই ভালো পরামর্শ, কিন্তু চেন্নাইতে মনে হয়না পাবো বলে। তাও খোঁজ করে দেখবো। কিছুদিন আগে যিনি বিয়ের অ্যাড দিয়েছিলেন তাঁর মতো আমারও কোন তাড়াহুড়ো নেই।
PM | 61.247.***.*** | ১১ মার্চ ২০২১ ১৫:২২474699
PT | 45.64.***.*** | ১১ মার্চ ২০২১ ১৪:৪৮474698আমরা কোন আদালতের মোকদ্দমা চালাচ্ছি না। তাই এত ঘাঁটার বা কঠিন করে ভাবার কিছু নেই। দর্শনহীন রাজনীতি করলে এটাই হওয়ার কথা। অধুনা তিনো, একদা তরমুজ এক বিখ্যাত নেতা ঐ নাটক করা নিয়ে অতীতে যে মন্তব্য করেছিলেন তা আর লিখলাম না। অর্থাৎ পিটি যেটা বলছে তার মর্মার্থ হচ্ছে যে নাটক বহুদিন ধরেই চালু আছে। সেটা কারো পছন্দের সঙ্গে নাও মিলতে পারে। কিন্তু এ সবই ইতিহাসে লিপিবদ্ধ আছে।
কেউ আহত হলে ভাল হয়ে উঠুন সেটা সব সময়েই কাম্য।
প্রাচীন অরণ্য প্রবাদ | 74.82.***.*** | ১১ মার্চ ২০২১ ১৪:৪৩474697গন্ডারের চামড়া আর মাস্টারের যুক্তি, দুইই সমান দুর্ভেদ্য।
সিংগল k | 171.79.***.*** | ১১ মার্চ ২০২১ ১৪:৩৯474696ডিসিদা দেখলাম হোম থ্যাটার কেনার ইচ্ছা প্রকাশ করেছেন।
তা বসু পরিবারের ওপর ডিসিদার এত দুর্বলতা কেন? বাংলার ঘরেলু মুখুজ্যেরা কি দোষ করল? দামে তো দুজনেই পাল্লা দেয়, এ বলে আমায় দ্যাখ ও বলে আমায় দ্যাখ।
ছোটবেলা থেকে মুখুজ্যেদের একটি সুপার জেটলাইন শুনতে শুনতে বড় হয়েছি, বুড়ো হয়েছি, সম্ভবত ঐটা শুনতে শুনতেই দেহ শ্মশানে পড়বে। সত্যি কথা বলতে কি একবার মুখুজ্যেদের বাদ্যি শুনলে আর কিছু শুনতে ইচ্ছাই করে না। সায়েবদের বানানোগুলো দাম যতই হোক, আমাদের ভারতীয় বাদ্যযন্ত্রের মিড রেঞ্জ ধরতেই পারে না। আর মুখুজ্যেরা দু পুরুষ ঐ নিয়ে গবেষণা করেই কাটিয়ে দিল। মাঝে মুখুজ্যেদের সঙ্গে ঝগড়া করে কিছু কর্মী সোনোডাইন ছেড়ে বেরিয়ে এলাইড বলে একটা কোম্পানী বানিয়েছিল, তাদের আওয়াজও আমার খুব ভাল লাগত। তারাও এখনো টিকে আছে, কিন্তু অনিন্দ্যবাবুর আমলে সোনোডাইন সব দিক দিয়ে বহু এগিয়ে গেছে।
আরেকটা কথা বলব? ডলবি এটমস বলুন হ্যানা বলুন তেনা বলুন, আজ আসবে কাল যাবে। কিন্তু পোকিত উঁচুদরের হাইফাই একটি সিস্টেম কিনলেই বংশানুক্রমে উপভোগ করতে পারার কথা। এত এটমোস, মলিকুলোস এর পরেও দেখেছি দিনের শেষে বাবার কেনা ঐ সুপার জেটলাইনটাই দাঁড়িয়ে থাকে। তাই বুক ঠুকে সোনোডাইনের একটা মাঝারীদামের হাই ফাই সিস্টেম কিনে দেখতে পারেন, ঠকবেন না। আর ফাউ হিসেবে মাননীয় মোদীজীর আত্মনির্ভর ভারতবর্ষের সিংহিটাকেও পুষ্ট করা হবে....
গান, প্রত্যেকের নিজের নিজের কানের ওপর, আমি শুধু আমার নিজের কানের কথা বলে গেলাম, আপনাদের সঙ্গে নাও মিলতে পারে।
:|: | 174.25.***.*** | ১১ মার্চ ২০২১ ১৪:২৫474695তাইলে পিটি বাবু যেখানে আলোচনাটা এসেছিলো -- আপনার ২০১১ থেকে নাটক শুরু বলায় সেখান থেকে সরে আপাততঃ ১৯৯৬ থেকে আরও পিছোতে বলছেন।
দেখুন, ব্যাপারটা সত্যিই আমার জন্য জটিল হয়ে যাচ্ছে। কারণ আপনি "নিজের দলে জেতা"র নাটকের কথা বলছিলেন। প্রথম কথা নিজের দলের সর্বেসর্বা কি করে সেখানে জিতবেন বুঝিনি।
তাই ধরেই নিলাম দলটাকে জেতাবার কথা বলতে চেয়েছেন -- সেই জন্য নাটক করার কথা বলেছেন কবি। তাইলে আরো গোলমাল হয়ে যাচ্ছে; কারণ দলটাই তৈরী হয়েছে ১৯৯৮ সালে কিন্তু আপনি বলছেন ১৯৯৬ বা তারও আগে পিছোতে হবে জেতার নাটক দেখতে।
না: এই যুক্তি বোঝা সত্যিই দুঃসাধ্য। তাই এখানেই নমস্কার জানিয়ে শেষ করলাম।
PT | 45.64.***.*** | ১১ মার্চ ২০২১ ১৪:০২474694"অনেক দিন আগে মানে ১৯৯৬ বোঝাচ্ছেন"
আরো পেছোতে পারেন। আহত হল একজন আর রক্তাক্ত হল অন্য একজন।
গন্ডার | 65.49.***.*** | ১১ মার্চ ২০২১ ১৩:৫৫474693আপ্নেরা মাস্টারদাকে এতো বিরক্ত করেন কেন? জানেন কি, তিনি গাধা পিটিয়ে ছাগল বানানোর কাজে ব্যাস্ত আছেন?
সততার প্রতীক | 2605:6400:d814::***:*** | ১১ মার্চ ২০২১ ১৩:৩১474692জ্যোতি বোস ভর্তি হতেন প্রাইভেট হাসপাতালে, অ্যাপোলো বা বেলভিউ বা আমরি। সেবারে বুদ্ধদা ভর্তি হলেন উডল্যান্ডস এ, সেও প্রাইভেট।
অবশ্য জ্যোতিদা ছিলেন আলাদা লেভেল, ছেলের পড়াশোনা পুরো প্রাইভেট ইংলিশ মিডিয়াম, ছেলের কোম্পানিতে WBFC-র টাকা গুছিয়ে ইনভেস্ট হত, সব মিলিয়ে পেশাদারি ব্যবস্থা।
কিন্তু সততার প্রতীক দিদিকে দেখুন, পিজি হাসপাতাল, সরকারি বেড।
হুঁ হুঁ বাওয়া বললে হবে।
:|: | 174.25.***.*** | ১১ মার্চ ২০২১ ১৩:১৪474691ও! ২০০৬ থেকে আরো অনেক দিন আগে মানে ১৯৯৬ বোঝাচ্ছেন!
কিন্তু আপনি তো কখনও কোনও ভুল করেননা। সব সময়ই ঠিক। তাইলে ভুল ধরার চেষ্টা করব কেমন করে? যা নেই তা কি ধরা যায়?
PT | 45.64.***.*** | ১১ মার্চ ২০২১ ১৩:০৫474690@:I:
এ এক কুনাট্যরঙ্গের দীর্ঘ ইতিহাস। যখন যেমন প্রয়োজন সেইরকম নাটক। আমার ভুল ধরার চেষ্টা করে লাভ নেই। যারা মনে রাখার মনে রাখে। আপনার মন্তব্য শুনে মনে হল যে এই আত্মহত্যার ঘটনাটা সম্পর্কে অবহিত নন। আরো আগের আরো ঘটনা আছে। সেসব জয়্প্রকাশ জানে।
It was in April 1996 when Banerjee, then a Congress MP, threatened to commit suicide at Gopalnagar area to protest the party's decision to field four 'anti-socials' in the assembly election held that year. Banerjee put a shawl around her neck in full public view and said she would pull it to kill herself, an ABP report said. What is worse, one of those four persons who Banerjee opposed during her 'self-threatening protest' is an MP of the Trinamool Congress now, the ABP report added.
দীপ | 2401:4900:3a1b:39a5:8ebf:58:ca44:***:*** | ১১ মার্চ ২০২১ ১২:৩২474689এই নাটক অনাদি অনন্ত কাল ধরে চলছে।
"কালের চক্র বক্রগতিতে ঘুরিতেছে অবিরত, আজ দেখি যারা কালের শীর্ষে, কাল তাঁরা পদানত!"
কিন্তু শাসক এই সত্য মানেনা। তাই সে বলে, "India is Indira and Indira is India", কখনো বলে , "আমার ছাতি ছাপ্পান্ন ইঞ্চি", কখনো বলে " আমরা ২৩৫, ওরা ৩০। ওরা কি করবে?" আর এই নাটকের শেষদৃশ্যও এক!
শু | 2405:8100:8000:5ca1::6e7:***:*** | ১১ মার্চ ২০২১ ১২:০২474688শুখা স্লোগান দেবেন না।
:|: | 174.25.***.*** | ১১ মার্চ ২০২১ ১২:০০474687ধন্যবাদ পিটি ৯টা ৫১। যদিও একটু গুলিয়ে গেলো, তবুও।
১০ মার্চ ২০২১ ২৩:৫০ -- বলেছিলেন ২০১১ থেকে নাটক।
১১ মার্চ ২০২১ ০৭:০৮ -- বললেন ২০০৬ থেকে নাটক শুরু।
১১ মার্চ ২০২১ ০৯:৫১ -- বললেন অনেক দিন আগেই শুরু।
কবে আসল শুরু এমন কি পিটিও জানেন?
তাও আবার "নিজের দলে জেতার জন্য নাটক"। নিজের দলে যেখানে উনিই সর্বেসর্বা সেখানে জেতাই বা কী আর তার জন্য নাটকই বা কী!
কঠিন বিষয়!
PT | 45.64.***.*** | ১১ মার্চ ২০২১ ১১:২৭474686বিজেপি যা চেয়েছিলঃ
"নন্দীগ্রাম যেন অযোধ্যা, আন্দোলন-ভূমে জমাট ‘মন্দির রাজনীতি’, অর্ঘ্যে পদ্মের সঙ্গে জোড়াফুল" https://www.anandabazar.com/elections/west-bengal-assembly-election/wb-election-mamata-banerjee-visits-several-temples-at-nandigram-dgtld/cid/1270471
পলিটিশিয়ান | 2603:8001:b143:3000:48b0:6be:754f:***:*** | ১১ মার্চ ২০২১ ১০:৫১474685রাখাল বালক আবার পালে নেকড়ে বাঘ পড়িয়াছে বলিয়া চিৎকার করিয়া উঠিল।