@Abhyu
'গানে গল্পে কথায় সুরে' র ইউ টিউব চ্যানেল নেই। তবে সারা বছর অনুষ্ঠান হবে। বাইশে শ্রাবণে রবীন্দ্রনাথ ও অবনীন্দ্রনাথের মৃত্যু ও জন্মবার্ষিকী উপলক্ষে প্রথম অনুষ্ঠান হয়েছিল। তিনটে অনুষ্ঠান হয়েছে। ইউ টিউব হলে আপনাকে জানাব।
আকা,
হ্যাঁ, সার্টিফায়েড ট্রেনার। লাইসেন্স ছিলো। যদিও তা রিনিউ করাইনি আর।
হ্যাঁগা কেকে, তুমি না পার্সোনাল ট্রেনার? ট্রেনিং, সার্টিফিকেশন এসব করেছিলে? হাল্কা মনে পড়ছে যেন। যদি হ্যাঁ হয় তাইলে একখান প্রশ্ন ছিল।
S কি সত্যি লিখলে না মজা করে? সত্যি হলে ভাল কথা নয়। কথা বলতে চাইলে কল কোরো।
আগের পোস্ট স্পিরিচুয়াল আত্মদর্শন এর সাপেক্ষে
অই দ্যাকো
নিজের পেচুন না সাম্লেই জগতের পেচুন সামলাতে ছুটল।
তাতে এমনিতে তো সমস্যা নেই, কেবল হটাত করে 'এই যাঃ, কাপড় ফসকে গ্যাচে' মনে না হলেই হল। এমন নয় যে সবার এরকম মনে হবে, অল্প কিছু লোকের মনে হয় না সত্যি, আর সেরকম না মনে হলে তো খুবিই ভালো।
কেবল দীন দুনিয়ার বেশির ভাগ লোকই কিনা ডোনাল্ড ট্রাম্প, একটু পরেই মনে পড়ে কাপড় ফসকালে চলবে কি করে!
এই তো জীবন কালীদা!
লীলা ও বিলা,
এই কোন নামে ডাকা ও তা নিয়ে বিতর্ক সম্পর্কে আপনার পোস্ট পড়লাম। অভ্যু তাঁর পয়েন্ট লিখেছেন। আমি একটু আমার পয়েন্টটা লিখে যাই। আমি যখন খোলাপাতায় বিজ্ঞপ্তি দিয়েছিলাম ( অভ্যুর তুলে দেওয়া পোস্ট থেকে আপনি হয়তো অলরেডি পড়েছেন) তাতে এই কোন নামে ডাকা আমি প্রেফার করি সে নিয়ে একটা অনুরোধ ছিলো। শুধুই অনুরোধ, তারপরে কে কোন নামে ডাকা স্থির করবেন সেটা তো তাঁর চয়েস। তো সেই পোস্টের পরে অনেকেই আমাকে 'কেকে' বলে ডাকা শুরু করেন। কেউকেউ পুরনো অভ্যেসেও থেকে যান। অপু (তখন ব্রতীন নামেই লিখতেন) আমাকে কেকে বলে ডাকতেন। অনেকদিন ধরেই তা কন্টিনিউ করেন। তারপরে আমি গুরুতে আসা বন্ধ করে দিই। কিছুদিন আগে আবার এলাম। ব্রতীন তখন আমাকে 'কলি' বলে সম্বোধন করলেন। আমি মনে করালাম যে উনি কিন্তু 'কেকে' বলতেন। ব্রতীন বললেন 'ও হ্যাঁ, তাই তো। আমি কেকে বলেই ডাকবো' (ভার্বাটিম নয়, প্যারাফ্রেজ)। তারপরে আবার সেদিন ব্রতীন হঠাৎ 'কৃষ্ণকলি' বলে সম্বোধন করলেন। এত অল্প সময়ের গ্যাপেই ভুলে গেছেন দেখে আমার কিছুটা বিরক্ত লাগলো। তাই উত্তরে আমি কী লিখলাম তা তো আপনি দেখলেনই অভ্যুর তুলে দেওয়া পোস্ট থেকে। দেখলাম ব্রতীন সেই পুরনো পোস্ট, উনি তার উত্তরে নিজে কী লিখেছিলেন, আমাকে নিজের ইচ্ছাতেই কী নামে ডাকতেন সেগুলো সবই ভুলে গেছিলেন।
তা এই হলো ব্যাপার। এত জাস্টিফাই না করলেও চলতো। কিন্তু কারুর মধ্যে ভুল বোঝাবুঝি থাকুক সেটা ভালো লাগেনা। তাই কিছুটা বাইট খরচা করলাম। এই আর কী।
ভালো থাকবেন।
https://anightatthegarden.com/?fbclid=IwAR2SXIJRfx4pAzhzBooja9-cE-T51OgknzVFEpTh8N7gIVVyRqgaSxVX324
এটা কেউ দেখলে, স্পিরিচুয়াল আত্মদর্শন এর থেকে ইন্টারেস্টিং
আরে এই জন্যই তো আসছে, সঙ্গে থাকুন - নতুন ধর্ম।
এলেবেলে না, আমি বই প্রকাশনার সাথে একেবারেই জড়িত না। বরং বলতে পারেন আমি বই পাইরেসির সাথে জড়িত, অর্থাত কিনা কোন বই পড়বো মনে হলে আগেই খোঁজ করি সেই বইএর পাইরেটেড পিডিএফ ডাউনলোড করা যায় কিনা।
আপনাকে দুইটা কথা বলার ছিলো, আগেও বলেছি অবশ্য :-) আপনি নানা বইপত্র ঘেঁটে রেফারেন্স সহ লেখেন, এটা আমার ভালো লাগে। আজকাল চারধারে যা দেখি, উইকিপিডিয়া বেসড তর্ক। আপনি সেটা না করে অয়াকাডেমিক কাজ করেন, এটা আমার মতে তারিফযোগ্য। তবে আপনি যে সব বিষয়ে গবেষনা করেন আর লেখেন সেগুলোতে আমার সেরকম আগ্রহ নেই, তাই কমেন্ট করিনা। আর দ্বিতীয় হলো, আপনি ট্রোলদের বড্ডো বেশী পাত্তা দেন, এতে আমার মনে হয় অয়াকাডেমিক মান কিছুটা ব্যাহত হয়। এটা আপনার কোন একটা টইতে লিখেছিলাম।
তবে এসবই আমার ব্যক্তিগত মত। আর কিছু বলার নেই :-)
ইদিকে ধম্মো কর্লে বল্বেন হয় বিজেপি নয় রিপাব্লিকান, না করলে বল্বেন কম্যুনিস্টি! না করবেন আত্মবীক্ষন, না করতে চাইবেন স্বরসন্ধান!
সত্যি, কি যে হতে পারে আপনাদের!
বড়েস কেয়া হাল বানাকে রাখা? কুছ লেতে কিঁউ নেহি? ভালো কাউন্সিলর যোগাড় করো, এদেশে একা থাকতে থাকতে অবসাদ আসে, কাউন্সিলর ভালো হলে কাজে দেয়। অনুভব করেছি তাই বলছি।
আমার খুব কষ্ট। আমি জীবনে কিছুই পেলাম না। সুখ, শান্তি, সংসার, সন্তান কিছুই হলনা জীবনে। ঘুম ভেঙে গেলেই সেই এক চিন্তা শুরু হয়। ঘুমও থাকেনা বেশিক্ষন। জীবনের সব শান্তি চলে গেছে। বেঁচে থাকতে একটুও ইচ্ছা করেনা। জীবনটাই বৃথা হয়ে গেল। সারাদিন একা হয়ে বসে থাকি। এই বয়সে এসে এমন হবে ভাবতেও পারিনি।
"এই প্রসঙ্গে একটা দাবী জানিয়ে যাই - পড়াবইতে প্রতি সংখ্যায় গুরুর একটা বইয়ের বিস্তারিত আলোচনা থাকুক।"
এটা ভালো প্রস্তাব, বইটা পড়ব কিনা সিদ্ধান্ত নিতে সুবিধে হবে।
এলে, আমি আপাততঃ শুধুই আপনার সংগে জড়িত দেখা যাচ্ছে:-))) মাইরি বলছি, আমি গুরুর অর্গানাইজেশন এর সংগে জড়িত নই । পোসালে আড্ডা মারি।
আচ্ছা এবার বুঝলাম। কিন্তু এখানে দুর্যোধনটিই বা কে? "সৈকত, ঈপ্সিতা, আপনি(পিনাকী), রৌহিন, কল্লোলবাবু" নন, তো রইল বাকি পেন্সিল?
আপনারা কিছুই মন দিয়ে পড়েন না। আমরা ধরিয়ে দিয়ে যাই আর আমাদের গাল পাড়েন। এই যে এলেবেলের লেখা প্রথম স্তবক।
আচ্ছা, অতি দ্রুত পিতামহ ভীষ্ম তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন এবং আমার সম্পর্কে নানাবিধ ধারণার চাষ করেছেন! পিনাকী অতি ভদ্র, অতি সজ্জন ব্যক্তি। তাই যাবতীয় অপ্রিয় সিদ্ধান্ত এবং বুকফোলানো ঘোষণার ক্ষেত্রে পিনাকীকে এগিয়ে দেওয়া হয়। এবং ওই কারণেই তিনি পিতামহ ভীষ্ম আর কি।
আরে না না, আমি কেন পিতামহ হবো। বড়জোর ধরো খুল্লতাত, বা খুব জোর করলে জ্যেষ্ঠতাত হতে পারি।
পিতামহ ভীষ্ম বোধ হয় হুতো। ২৩ জানুয়ারি ২০২১ ২১:২৬ পোস্ট আর ২৩ জানুয়ারি ২০২১ ২১:০৪ কোনো পোস্টেই নাম নেই যখন। নইলে আমি ভেবেছিলাম (আদি) সৈকত নামে ঈশান বা ঈপ্সিতা এই গুরুদায়িত্ব পাবেন।
এই প্রসঙ্গে একটা দাবী জানিয়ে যাই - পড়াবইতে প্রতি সংখ্যায় গুরুর একটা বইয়ের বিস্তারিত আলোচনা থাকুক।
পিতামহ ভীষ্ম কে? বুক রিভিউ কি ব্যাপার? পড়াবই? ঐ নিয়েও ইয়ে আছে নাকি?
কোর কমিটি যে খুলিগুহায় বসে কী সব করছে।
নাহ ব্রতীনদার বাড়িতে ব্রেকফাস্ট খেতে গেলেও লুচি আলুর দম মিষ্টি ইত্যাদি বহুবিধ জিনিস খাইয়ে দেয়, বাজারের জিলিপি নিজের জন্যে!
তাইলে জিলিপি দিয়েই কাজ হয়ে যাবে।
সেদিন অপু কলি বলে ডেকে প্রচণ্ড ঝাড় খেলেন অভ্যুর কাছে, এদিকে দেখুন আজ ম দিব্বি কলি লিখলেন, অভ্যু সেব্যাপারে হিরণ্ময় নীরবতা পালন করলেন। যদিও তারপরে দিব্বি অন্য পোস্টে কথা বললেন।
কৃষ্ণ কলি কেমন আছে হে?
অপু,
আমি ঠিক আছি। তবে একটা অনুরোধ করি? প্লীজ আমাকে 'কৃষ্ণকলি' বলে ডেকোনা। ২০১৫ সালে (২৭শে জুন, টু বি প্রিসাইজ) আমি খুব ক্লিয়ারলি একটা বিজ্ঞপ্তি দিয়েছিলামনা আমার নাম-্পরিচয় ইত্যাদি নিয়ে? মনে আছে? সেটাকে সন্মান দিলে খুব ভালো লাগবে।
ওহো !! আমি মাঝে প্রায় বছর আড়াই / তিন গুরু তে লিখি নি। মনে হয় মিস করে গেছি। এনিওয়ে যেমন বললে কেকে বলেই ডাকবো তাহলে;
হমম । আমি বিন্দাস!!
**ছড়ানো সত্ত্বেও
ও হরি, রেসিডেন্ট লিস্ট-স্পেশালিস্টের নাম জানেন না? উনি পুসি (পুরুষ সিংহ) শ্রীল শ্রীযুক্ত অপু ব্রতীন। নানাবিধ ছড়ানো ওনাকে আমার খুবই পছন্দ, এবং ওনাদের আতিথেয়তা অতুলনীয়। আজকাল বড় কম আসেন এই যা।
(বেনামীকে ব্রতীন্দা নিয়ে পোস্টের উত্তর দিচ্ছি পরে)
@এলেবেলে, আপনি এই বারবার গুরুর স্ট্রাকচারাল অ্যানালিসিসে কেন যাচ্ছেন? আপনি সেটা জানেন না - এটা তো আপনিও বুঝতে পারছেন। আপনাকে এখানে কেউ ট্রোল করে থাকলে বা অপমান করে থাকলে সেটা সেই ব্যক্তির সাথে বুঝে নিন। এটা এভাবে দেখতে পারলে আমাকে এত বড় হ্যাজ সত্যিই নামাতে হত না। গুরুতে এরকম বহুকিছু নিয়ে তর্ক হয়েছে যেখানে সৈকতকেও সংখ্যালঘু হতে হয়েছে, গাল খেতে হয়েছে। এই ফোরামটা এরকমই। এই ডায়নামিক্সটা না বুঝলে সত্যিই মুশকিল। সারাক্ষণ কে ভেতরের লোক আর কে বাইরের লোক সেই হিসেব করতেই বেলা বয়ে যাবে। যাগ্গে কাটান
আমি কোনওকিছুর সঙ্গেই জড়িত নই। তবুও লিতিতে নাম দেখে স্বস্তি পেলাম।
সে দিন দেবেশ রায়ের কথাপ্রসঙ্গে কেউ একজন বলছিলেন (তাপস ? রৌহীন ?) নকশাল আন্দোলন নিয়ে লেখা (যা ওনার মতে সবচেয়ে ভালো) ফিকশন। নাম / লেখক মনে আছে কারুর?
স্বাতীদি, ছোটাইদি, দমদি, পিটি, ডিসি, ব্রতীন, খ, বড়েস, অভ্যু আপনারা বোধহয় বই প্রকাশনার সঙ্গে তেমনভাবে জড়িত নন। আমি ভুলও হতে পারি। দুঃখিত, আপনাদের অবহেলা করার অভিপ্রায় আমার ছিল না। আমাকে ক্ষমা করে দেবেন আপনারা।