এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 2a00:1768:1001:21::32a3:***:*** | ২২ ডিসেম্বর ২০২০ ২২:৪০468496
  • ওসব অর্থনীতিটিতি হবেখন। এখনও অনেক সময় আছে। মোদিজী এবং তার সুযোগ্য ইয়ে যোগিজী এখনও অনেকদিন রাজত্ব করবেন। সবে তো দেশে পোকিতো হিন্দুদের রাজত্ব প্রতিষ্ঠা হল। প্রথমেই জয়রাম করে মন্দিরটা তৈরী হল। এখন মুসলমানদের দেশ থেকে বিতরণ করার কাজ চলছে। এরপর আরো অনেক কাজ বাকী। তারপর দেখবেন অর্থনীতি, কৃষক-শ্রমিক, সব সমস্যার সমাধান হয়ে যাবে। ধৈর্য ধরে অপেক্ষা করুন। আর মাঝে মাঝে মুগ্ধ হতে ভুলবেন না যেন।

  • S | 2a0d:c2c0:1:4::***:*** | ২২ ডিসেম্বর ২০২০ ২২:৩১468495
  • কিন্তু লোকে তো বলছে যে লাভ জিহাদ বন্ধ করা বেশি জরুরী। 

  • পলিটিশিয়ান | 76.174.***.*** | ২২ ডিসেম্বর ২০২০ ২২:২৩468494
  • ভারতের অর্থনীতি গাগা যাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের দুর্দশা তো দেখলাম, কৃষকদের এই অবস্থা, আর আমরা বলছি বামেদের দরকার নেই! হল কী?

  • lcm | 99.***.*** | ২২ ডিসেম্বর ২০২০ ২২:১০468493
  • কাটো ইনস্টিটিউট এ এস এস আইয়ার এর প্রবন্ধ - 

    Despite Modi, India has not yet become a Hindu authoritarian state
    (Cato Institute, Washington, DC, November 24, 2020)
    ...
    Indian democracy is flawed, but pessimists claiming that Modi will crush all dissent, abandon secularism, and make India a Hindu state have been proved wrong.
    ...
    Admittedly, the rise of Modi has brought some fringe elements of the BJP into its mainstream and shifted the center of gravity of Indian politics away from traditional secularism to something more accommodative of Hindu sentiment.
    ...
    Still, India remains a lively democracy where dissenters, opposition parties, NGOs, and civil society institutions are fighting back against extreme Hindu nationalism.
    ...
    India is not currently a Hindu state, but it is becoming less secular; while it is far from becoming authoritarian, it is becoming a more illiberal democracy, but fears of an outright Hindu autocracy are overblown for several reasons.
    ...
    https://www.cato.org/publications/policy-analysis/despite-modi-india-has-not-yet-become-hindu-authoritarian-state

     

  • kc | 188.7.***.*** | ২২ ডিসেম্বর ২০২০ ২২:০৬468492
  • এমেলেরা সাধের মানুষদের উপেক্ষা করিয়া কোটি কোটি টাকা খাইতেছেন, ততোধিক আনন্দের নয় কি?


    মানে খেতেনই, শুধু সুযোগের অপেক্ষায় ছিলেন, - এরকম?


    পল স্যুইজি, মধ্যবিত্তের বিশ্বাসঘাতকতা .....


    ওঁ টেম্পুরা ....

  • Ramit Chatterjee | ২২ ডিসেম্বর ২০২০ ২২:০৪468491
  • পিটি এই দরকারের ব্যাপারটা 100% কারেক্ট বলেছেন। এটাই সত্যি কথা। এখন মানুষের আর বামপন্থা কে বাম ফ্রন্ট পার্টি কে দরকার নেই। যদি আবার রিলেভেন্ট হতে পারে তখন আবার মানুষ বাম কে কাজে লাগাবে। আমার তো মনে হয় বিজেপি যদি আসে এমন বাম্বু দেবে এদের তখন আবার বামের কথা মনে পড়বে। 


    বি দ্র এটাকে আবার একুশে রাম ছাব্বিশে বামের কেেস মনে করবেেন না যেন

  • Abhyu | 47.39.***.*** | ২২ ডিসেম্বর ২০২০ ২২:০০468490
  • RSS-এর বহু বছরের একনিষ্ঠ পরিশ্রমের পরেও বিজেপি শুধু ইলেক্শানের ভরসায় না থেকে কোটি কোটি টাকা খরচ করে এমেলে-এমপি কিনতে বাধ্য হচ্ছে, এতো মানে খুবই আশাব্যঞ্জক বলতে হবে। :)

  • PT | 203.***.*** | ২২ ডিসেম্বর ২০২০ ২১:৫১468489
  • @রঞ্জনদা
    "পিটির 'রক্তমাখা ভাতের' গল্প বিশ্বাস করে ছাগল পাবলিক বামেদের ছেড়ে গেছে -- আমার ভুল মনে হয়। তাহলে গুজরাতে ত্রিশূল দিয়ে পেট চিরে দেয়ার কাহিনী শুনে সবাই মোদীর বিরুদ্ধে ভোট দিত।"


    রক্তমাখা ভাতের গপ্প থেকে তাপসী মালিকের খুন-্ধর্ষণ প্রসঙ্গে বাংলার বুদ্ধিgb ও বাংলা সংবাদ মাধ্যমের কি অবস্থান? একটু জানাবেন যে সেই তুলনায় ঐ হাজার দুয়েক হত্যার ব্যাপারে গুজরাতের গরিষ্ঠাংশ বুদ্ধিgb বলতে যাদের ভাবা হয় আর বিশেষতঃ গুজরাতি ভাষায় প্রকাশিত সংবাদপত্রের কি অবস্থান ছিল?

    "ফলে পিটির ছাগল জনতা ওই দেশদ্রোহী কমিউনিস্টদের ভোট দিয়ে জেতাল।"


    আমি মোট্টে আপনাদের মত পন্ডিত নই আর মানুষের কাছাকাছি থাকার দাবীও করিনা। কাজেই লম্বা পোবোন্ধ লেখার চেষ্টাও করিনা। শুধু একটা ঘটনা বলি।

    ৬০-এর দশকের শেষের দিকে ও ৭০-এর দশক জুড়ে, এখন যেখানে গীতাঞ্জলী স্টেশন সেখানকার তদানিন্তন "লালে লাল" উদ্বাস্তু কলোনীতে আমার বিশেষ গতায়াত ছিল। সেখানকার বেশীর ভাগ মানুষজন শুধু আদর্শের কারণে বাম সমর্থক ছিলেন এমনটি এখন মোট্টে মনে হয়না। বামেদের তাঁরা আঁকড়ে ধরে ছিলেন survival-এর একমাত্র আশ্রয় হিসেবে। সেই সময় তাঁদের বামেদের "দরকার" ছিল।

    ছেলেপুলেরা খিল্লি করার আগে খ্যাল করে দেখবেন যে সেই সময়ে ২ টাকা কিলো চাল জাতীয় কোন প্রকল্প ছিলনা। in fact চাল পাওয়াটাই দুষ্কর ব্যাপার ছিল। নাটোরের মহারাজার সেরেস্তায় চাকুরী করতেন এমন এক ক্ষুধার্ত উদ্বাস্তু আত্মীয়কে মা পরিপাটি করে খাওয়াতেন আর আঁচলে চোখের জল মুছতেন।
     
    এক্ষণ? বামেদেরকে ঐ মানুষটির নাতিপুতির এখন দরকার নেই। নেই, নেই-ফুলস্টপ। কেননা সেই সব জমি এখন সোনার চেয়েও দামী। আমার এক কম বয়সী ভাগ্নে (ঐ মানুষটির নাতি) উত্তরাধিকার সূত্রে পাওয়া সেই "উদ্বাস্তু জমি" প্রোমোটারকে দিয়ে ফ্ল্যাট, টাকা ও দোকান পেয়েছে। ব্যবসা ঠিকঠাক চলার জন্য এখন তার তিনোদের দরকার। হয়ত আগামী বছর থেকে তার বিজেপিকে প্রয়োজন হবে। আর এই পরিবর্তনের জন্য RSS কে গ্লোরিফাই করার কোনই কারণ নেই। তবে কিনা যারা কস্মিনকালেও মুসলমান সঙ্গ করেনি তারা অনেকেই হঠাৎ তাদের দাদুর উদ্বাস্তু হওয়ার জন্য পব-র মুসলমানদের "শাস্তি" দেওয়ার উদ্যোগ  নিয়ে বিজেপিকে ভোট দিতে পারে। সেটার জন্য তিনোদের competitive communalism-কে glorify করতে পারেন।

    "শুভেন্দুর সঙ্গে দুই কমিউনিস্ট পার্টির দুজন মোটাভাইয়ের আশীর্বাদ নিয়েছে। এটা কী করে হল? .....একসময়ের রাজ্যনেতা সিপিএমের ডাকসাইটের আদিবাসী এম পি খগেন মূর্মু কী করে গতবার বিজেপির এম পি হলেন? পিটি দু'পয়সা সেবেন নাকি?"

    এর উত্তর তাঁরাই দিতে পারবেন। তবে কিনা মন্তব্যটা নিরপেক্ষ হত যদি আপনি একদা নকশাল এমন কারা তিনো ও বিজেপি সঙ্গ করছে তাদের নামগুলো জানাতেন।

    অনেক লিখে ফেলেছি। দম শেষ!!

  • S | 2605:6400:30:f78b::***:*** | ২২ ডিসেম্বর ২০২০ ২১:৪৬468488
  • বুদ্ধ ভটচায যে ডগমা নিয়ে কথাটি বলেছিলেন সেটা অনেকেরই মনে থাকার কথাও নয়। কারণ সেইসব মাইনরিটিবিদ্বেষী দাঙ্গাবাজ ক্লোজেট চাড্ডীরা এখন মোদিজীর বাংলা দখলে মুগ্ধ হতে ব্যস্ত।

  • Ramit Chatterjee | ২২ ডিসেম্বর ২০২০ ২১:৪৬468487
  • S কি আমার কথাটা ডগমা বলছেন, কোনটা ভুল সেটা বলুন

  • kc | 188.7.***.*** | ২২ ডিসেম্বর ২০২০ ২১:৩৯468486
  • গুগুলে, :-)))) @ T,

  • S | 2605:6400:30:f78b::***:*** | ২২ ডিসেম্বর ২০২০ ২১:৩৭468485
  • dogma: a principle or set of principles laid down by an authority as incontrovertibly true.

  • Ramit Chatterjee | ২২ ডিসেম্বর ২০২০ ২১:৩৬468484
  • গ্রাসরুট লেভেল থেকেই জনসংযোগ এর কাজ করতে হবে। বাড়ি গিয়ে বলতে হবে কেমন আছেন মাসিমা, যা কিছু দরকার আমাদের বলবেন। সবসময় পাশে আছি। এটা শুধু ভোটের আগে নয়, থ্রু আউট দা ইয়ার করতে হবে। 


    এখানে আবার একটা মুশকিল আছে, তা হল 


    এক নম্বর সবারই একটা চাকরি বা ব্যবসা আছে তাই নিয়মিত এটা করা অসুবিধা। আর বয়স্করা এনার্জি ও পাবে না এত। আর যদি চাকরি বাকরি না থাকে বা খেতে পায় না এমন অবস্থা সে অলরেডি তৃণ বা বিজেপি তে গা ঘষছে।


    দু নম্বর রাজ্যের নানা জায়গায় গণতন্ত্রের অবস্থা এতটাই খারাপ যে ঘোষিত ভাবে সাধারণ লোকের থ্রু আউট দা ইয়ার সিপিএম করাটাই বিপজ্জনক ছিল। এখন একটু বেটার হয়েছে সিচুয়েশন কারণ সি এম বুঝেছে এদের বিষদাঁত ভেঙে গেছে আর বিজেপির ভোট কাটার জন্য এদের কিছুটা বাঁচিয়ে রাখা জরুরি ।

  • T | 103.2.***.*** | ২২ ডিসেম্বর ২০২০ ২১:৩২468483
  • থিয়োরেটিকাল বামপন্থা আবার কোথায় চলছিল? :))

  • S | 2605:6400:30:f78b::***:*** | ২২ ডিসেম্বর ২০২০ ২১:২৯468482
  • পুরোনো বাম পার্টি দিয়ে যে কাজ হবেনা, সেটা মনে হয় এবারে স্বীকার করে নেওয়াই ভালো। অনেক ব্যাগেজ রয়েছে। নতুন সমাধান প্রয়োজন। থিয়োরি বেসড বামপন্থা না সলিউশন বেসড বামপন্থা চাই সেটাও চিন্তা করতে হবে।

  • Ramit Chatterjee | ২২ ডিসেম্বর ২০২০ ২১:২৭468481
  • রাজ্যের অধিকাংশ জনগন এরপর তৃণমূল আমলে বিবেক বোধ অনেকটাই বিসর্জন দিয়েছে। চাকরির জন্য, টাকার জন্য যা খুশি করতে রাজি। আবার এদের যখন পিঠ একদম ঠেকে যাবে দেওয়ালে, ডিরেক্টলি পেটে লাথি পড়বে, তার আগে এরা লেগে পড়ে বাম কে চাইবে না। এটাই মোদ্দা কথা।

  • S | 2605:6400:30:f78b::***:*** | ২২ ডিসেম্বর ২০২০ ২১:২৫468480
  • সবাই তো বুঝলাম। কিন্তু সমাধাণতা কি? অল্টারনেটিভ কি করে তৈরী হবে? 

  • পলিটিশিয়ান | 76.174.***.*** | ২২ ডিসেম্বর ২০২০ ২১:২৩468479
  • পিটি, এইসব সোশ্যাল প্রোগ্রাম যদি বাম আমলে শুরু হয়ে থাকে, তাহলে নীতিগত ভাবে বামেদের এগুলো সমর্থন করা উচিত। তিনুরা এগুলো চালিয়ে ভাল কাজ করছে।


    তিনুদের হাতে লিকেজ (aka কাটমানি) প্রচুর বেড়েছে। এ ছাড়া অনেক টাকা প্রচারে নষ্ট হচ্ছে। সেগুলো ধরা এবং হাইলাইট করা দরকার।


    এ বাদে তিনুরা যা করছে না সেটাও। যেমন শ্রমজীবী ক্যান্টিন। আজকে যা অবস্থা ওটার দরকার আছে। তিনু বা বিজেপি কেউই এটা করেনি। ধানের সহায়ক মূল্য, ওটা তো ফড়েদের জন্যই রাখা আছে। চাষীর অভাবী বিক্রি শেষ না হলে সরকারের ধান কেনা গতি পায় না। আজকে যে কৃষি আইন নিয়ে এত কথা হচ্ছে, তিনুদের ২০১৪র কৃষি আইনের কথাটা বামেরা সেভাবে তুলছে না। কেন? 


    এরকম আরো অনেক আছে।

  • Ramit Chatterjee | ২২ ডিসেম্বর ২০২০ ২১:২১468478
  • বামফ্রন্ট একটা শুধু পার্টিতো আর নয় এটা একটা দর্শন। একদিন অনেকগুলো লোক এটা বিশ্বাস করেছিল আর কিছু লোক সফলভাবে পালন করেছিইল বলেই বাম ক্ষমতায় এসেছিল। জনগন ও এই ভাবধারা টা বুঝতে পেরেছিল। অনেক গরিব লোক, মধ্যবিত্ত খেটে খাওয়া লোক একটা প্লাটফর্ম পেয়েচিল। সাধারণ লোকে একটা সামান্য হলেও সততা য় বিশ্বাস রাখত। 


    এবার যত উদারিকরন হয়েছে, মধ্যবিত্ত পয়সা পেয়েছে, আই টির চাকরি জুটেছে, সাম্রাজ্যবাদের দেশ আমেরিকায় পা ফেলেছে। তখন কিছু লোক ডিসাইড করে নিয়েছে আর ওসব প্রতিবাদ ঝামেলার মধ্যে থাকব না। যা হবে হবে। গা ছাড়া মনোভাব বেড়েছে। নিজেরটা দেখার মনোভাব বেড়েছে। ততই বাম আদর্শ থেকে লোকে চ্যুত হয়েছে কিছু লোক। এই কিছু লোকের সংখ্যা   ধীরে ধীরে বেড়েছে। তত দিনে বামেের ইমেজ কিছুটা বদলেছে। 

  • kc | 188.7.***.*** | ২২ ডিসেম্বর ২০২০ ২১:২০468477
  • T, আমি এমনিতে বিজেপিকে নিয়ে বেশি ইন্টারেস্টেড নই আদৌ, সমাজের ক্রিম লেয়ারে থাকি, অসুবিস্তা হবেনা। ইন্টারেস্ট আরএসএস কে নিয়ে, এর ভ্যাকসিন বার হলে বিজেপি ফুস হয়ে যাবে এক বছরে।

  • kc | 188.7.***.*** | ২২ ডিসেম্বর ২০২০ ২১:১৬468476
  • অভ্যু, পড়েছি বইটা।

  • kc | 188.7.***.*** | ২২ ডিসেম্বর ২০২০ ২১:০১468474
  • আকা, পপুলিজম হল দুধের সর, উপরের লেভেলেই খাওয়া দাওয়া হয়। 


    নীচে চলে রামদেব, তুলসী পাতা, প্রাণায়াম, আয়ুর্বেদের পোমান,  ছোটখাট অসুখে সেরেও যায়, বেশিরভাগ অসুখ ছোটই হয় গাঁয়ে গঞ্জে, সঙ্গে আসে প্রচার, প্রাচীন ভারত, গোমূত্র, বেদ অং বং চং সংস্কৃত, তা ঠ্যাকাবে কে? যেখানে বেসিক শিক্ষা অনেকটাই আরএসএস কে আউটসোর্স করা হয়ে গেছে, কুঁড়েমির চোটে।

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c03c:40b5:5b27:38f8:***:*** | ২২ ডিসেম্বর ২০২০ ২০:৫৫468473
  • যাক এবার আমি একটু হেসে নি। খুউল লিবেরালিজম মুখোশ খুলতে দেখলেও ভালো লাগে। 

  • T | 103.2.***.*** | ২২ ডিসেম্বর ২০২০ ২০:৫৪468472
  • :)), কী আর কারণ খোঁজা। আবাপকে চাট্টি পয়সা দিয়েছে, কাল সরকারবাড়িতে অমিত শাহ বৈঠক করেচে জানো নিশ্চয়ই, আর কিনছে এমেলে। এইবার হাওয়া তৈরী করো। স্লাইট দাঙ্গা ও বিবিধ হোয়াটাবাউটারি। বাঙালির হারামি সত্ত্বার বহিঃপ্রকাশের জন্য যত পারো ধুনো। জয়ের পর সব সিকান্দারই তার জয়ের বিচিত্র কারণগাথা লিখে রাখে। ও থোড়ি হিস্ত্রি হ'ল।

  • aka | 173.16.***.*** | ২২ ডিসেম্বর ২০২০ ২০:৫৩468471
  • এ ভাই গন্ধ বেরচ্ছে। নিজ নিজ ইসেখানায় যান। 

  • aka | 173.16.***.*** | ২২ ডিসেম্বর ২০২০ ২০:৫২468470
  • কেসি পপুলিজম দিয়ে লোককে তাতানো সহজ না হলেও খুব শক্ত নয়, একটু শেমলেস আর মিথ্যে বলতে পারলেই হল। 

  • kc | 188.7.***.*** | ২২ ডিসেম্বর ২০২০ ২০:৫০468469
  • এ আজব বালামোতো! মুগ্ধ পোমান করেই পাদবে। পাদ না পেলে মুখে পুঁ শব্দ করে পাদের পোমান দেবে।


    আর এলিট? শান্তিনিকেতন আর যাদবপুরের সিপিএম মানেই এলিট। কোই শক?


    পার্টি কারুর বাপের নয়, আমারও না।

  • বোধিসত্ত্ব দাশগুপ্ত | 2405:201:8008:c03c:40b5:5b27:38f8:***:*** | ২২ ডিসেম্বর ২০২০ ২০:৪৩468468
  • উত্তর ভারতীয় ক্লাসিকাল সংগীত চর্চা করা সুর প্রেমী লোক আর এস এস দেখে মুগ্ধ, যারা ইন্ডিয়ান মেডিয়েভাল কে অন্ধকার যুগ মনে করে আর উনিজির উত্থান কে বলে আটশো বছর পরে হিন্দু রাজা এসেছে,  আর আমি হলাম বান্চোত ডিসকানেক্টেড এলিট । হাসি না, পাদ পায়। পাবলিক স্পেসে কন্ট্রারারিয়ান হতে গেলে আরেকটু লেখাপড়া টা  ব্যবহার করতে হবে ,শুধুই সৎ ভাবে মাথার গোপনে রেখে দিলে হবে না। নইলে আর রেফারেন্স দিয়ে কি করব, বক্কাই যথেষ্ট।   


    বঙ্গোপোসাগর টা হয়ে গেছে এবার আরব সাগরে ক্রুইজে গেলে গুজারাট উপকুলে মাটি কামড়ে  থাকা আর এস এস পতাকা r কথ জানিও। তখন আরেক প্রস্থ হবে। 


    বিকাশ দাকে বোলো ফোন করে, আমি হ্যা নাম করেই বোলো আমি আন ইম্পর্টান্ট এলিট বোধিসত্ত্ব দাশগুপ্ত বলেছি, এতদিনে সব্যসাচী মুকুলের হয়ে মামলা লড়ার পাপ স্খালন হয়েছে, মানে কিছুটা। গাঁড়ে দম থাকলে পার্টি থেকে লিবেরালাইজার আর আর এস এস মুগ্ধ দের তাড়ানোর কাজে যোগ দাও, আমার বাপের না, পার্টি তোমার বাপের হলেই আমি খুশি। 

  • aka | 173.16.***.*** | ২২ ডিসেম্বর ২০২০ ২০:৩৮468467
  • মুগ্ধতা মানে বিলিভার 


    আর খোঁজা মানে সিকার 


    আর বাল মানে আবাল মানে চির বালক 


    কেসির মনে বালকের মতন অনুসন্ধিৎসা 

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত