অত্যান্ত রেসিস্ট।
লিংকড ইন অনুযায়ী এ ভদ্রমহিলা লাইনের লোক, মিশিগানের রিপাবলিকান পার্টি আর "জেনেগেন" এর মধ্যে ইনি নাকি যোগসূত্র, অন্তত সেরকম দাবি করছেন । মানে ইনি একাধারে সাঁকো এবং সাঁকো নাড়ানো পাগল ।
Vice President-elect Kamala Harris has named Tina Flournoy, a veteran Democratic strategist and aide to the Clintons, as her chief of staff, the transition team announced Thursday.
কোন ডসিয়ের?
সবই বুঝ্লুম।
কেবল, সেই ডসিয়েরটা, যেটা আমিও রাজ্যের লোককে পাঠিয়েছি, সেটা যে ডেমক্র্যাটদের বানান, খেতে বেশ কিছুদিন লেগেছে।
তবুও সত্য তো সেটাই, না কি?
আপনারা এনার ইউটিউব ভিডিও এখানে প্রচার করছেন? বাহ! চমৎকার!
যথা রাজা তথা প্রজা!
মহিলার নাম কী?
ট্রাম্পের খাস দোস্ত আর জিওপির বহুদিনের পস্হা গুন্ডা।
Roger Stone Says North Korean Boats Delivered Ballots Through Maine Harbor As Trump Boosts Fraud Claims
আগে ফক্স নিউজের ভিডিও রেকো দিত ইউটিউব। এখন নিউজম্যাক্স দেয়। আজকে দেখছি ইপক টাইমসও দিচ্ছে। মানে আহ্সেপাশের ট্রাম্পভক্তরা গর্তটা আরো বড় করেই কাটছে।
রিপাব্লিকানদের সিনসিওরিটির চোটে তো নিজেরাই ডেথ থ্রেট পাচ্ছে। আর তাদের ত্রাতা হয়েছে রুডি জুলিয়ানি। হ্যাঁ ক্ষমতায় থাকার তাড়না রিপাব্লিকানদের বেশি, এই বিষয়ে সন্দেহই নেই।
ইন্টারেস্টিং এই হিয়ারিং গুলো ইন্টারেস্টিং অনেক কিছু ক্লিয়ার হয়।
যেমনঃ কাল আমার ক্লিয়ার হল যে ডেমগুলো আহাম্মক। রিপাবলিকানরা অনেক বেশি সিনসিয়র, অ্যানালিটিকাল। অন্তত মিশিগানে।
আর এক শেমলেস ভারতীয়কে দেখলাম।
তবে ভদ্রমহিলার সবথেকে মারাত্মক মন্তব্য হল সব চাইনিজরা একইরকম দেখতে, তাই ভোটার আইডি চাই। এমনকি ভদ্রমহিলা চাইনিজদের "চাউ" বলে ডাকলেন দেখলাম। রিপাব্লিকান পার্টিই ভদ্রমহিলার জন্য ঠিক জায়্গা।
https://twitter.com/i/status/1334316061605421059
তবে ভদ্রমহিলার সবথেকে মারাত্মক মন্তব্য হল সব চাইনিজরা একইরকম দেখতে, তাই ভোটার আইডি চাই। এমনকি ভদ্রমহিলা চাইনিজদের "চাউ" বলে ডাকলেন দেখলাম। রিপাব্লিকান পার্টিই ভদ্রমহিলার জন্য ঠিক জায়্গা।
https://twitter.com/i/status/1334316061605421059
ঐ রুডি জুলিয়ানির হিয়ারিং? ওটা তো মিছিমিছি। ট্রাম্পভক্তদের থেকে ডোনেশান তোলার জন্য করা হচ্ছে। ভদ্রমহিলা বোধয় মোদিভক্ত আর ইন্ডিয়া কেন কোনওকিছু সম্বন্ধেই বেশিকিছু জানেনা। তা এসব দেখে যদি ট্রাম্পভক্তরা মাথার লালটুপি ছাড়া বাকি সবকিছু বেচেবুচে ট্রাম্পকে দেয়, তাহলে আমার কোনও আপত্তি নেই।
আমি একটা দিন ওনার সঙ্গে কাটাতে চাই। মানে পরিদর্শকের মতো।কটা ছোট ঘরোয়া বক্তব্য,একটা সাংবাদিক সম্মেলন, পার্টিআপিশে আলোচনা এইসব- এ চাওয়া নিখাদ। বাকেট লিস্টে যোগ করে রাখছি। ভাষার অতীত...
কখনো ঘোর কাটে না:-(
কোম্পানির নাম বলে নি। তবে ডেমোক্র্যাট গুলো কেলুচরণ। আমি হলে একটাই প্রশ্ন করতাম তাহল কোর্টে গিয়ে ফ্রড ক্লেইম করে নি এখানে হাউসের সামনে বলছে ফ্রড, কেন?
বরং রিপাবলিকানরা অনেক ইন্টেলিজেন্ট প্রশ্ন করেছে এবং নন-্পার্টিজান প্রশ্ন, প্রোব করার চেষ্টা করেছে।
ঐ ভারতীয় মহিলা যে মিথ্যে বলে ভরিয়ে দিয়েছে সেটা বুঝতে অসুবিধা হয় না, কিন্তু ধরার কোন উপায় নেই। কারণ সেই নিয়ে প্রশ্ন করা যাবে না। সে ক্লেইম করেছে হোয়াইট মেল রা নাকি রেসিজমের শিকার। সে আরও বলেছে ভারতে নাকি সবাই আধার কার্ড দেখিয়ে ভোট দেয়।
কোম্পানিটা খুঁজে পাওয়া গেছে?
মানে লিংকডিনেও নেই।
কাল মিশিগানে একজন ইন্ডিয়ান টেস্টিফাই করেছে। সে নাকি জিওপি মেম্বার। তার নাকি আইটি কোম্পানি আছে। তাকে খুঁজেও সোশ্যাল মিডিয়ায় পাওয়া গেল না।
রাজ্যের সেকুলারিজমের প্রতিক হনুমান দেখে হনুমান চালিশা আওড়ায়।
আমি গুণি বাউন-কায়েত-বদ্যি। ওই স্বভাবদোষ আর কি।
আমি নিতান্ত স্বভাবদোষেই এই ধরণের গ্রুপ ছবিতে মহিলাদের উপস্থিতির হার গুণতে থাকি। তো, তাতে একমেবাদ্বিতীয়ম মমব্যানকে দেখে খুশী হব না রাগব বুঝেই উঠতে পারি নি। এখনো কনফিউজড হয়ে আছি।
এ মানে আর কয়েক বছরে র মধ্যে বাংলার মনীষী বলতে শুধু চটিপিসি আর তার ভাইপোকেই বোঝানো হবে ।বাকি সব জাস্ট ভ্যানিশ.
ঐ ছবিগুলোতে আমি নেই কেন?
বিদ্যাসাগর এবং বিবেকানন্দও মাননীয়ার দ্বারা অনুপ্রাণিত কিনা, তাই।
এবং সেই ফেমাসদের তালিকায় মহসিন নেই, রোকেয়া নেই, সিধো-কানহু নেই, ফজলুল হক নেই, গুরুচাঁদ ঠাকুর নেই। এতেই স্পষ্ট শিক্ষিত 'হিন্দু' বাঙালির লিজেন্ডপ্রীতি।
অমা আপনারা এইটে দেখেন নি?