হোয়্যাৎস্যাপে বা ক্রোমে বা অন্য অপে কোনো প্রবলেম হয় না।
@দ দি ওই ডবল ই কার ডবল আ কার আমার কৃতিত্ব নয়, আমি গুরু তে যখন নানা গুরু গম্ভীর বক্তব্য রাখি গুগল পদ্ধতি আর গুগল ইন্ডিক কি বোর্ডে বাংলায় টাইপ করি। এবার প্রথম ক লাইন তেমন বেগরবাই করে না। তার পর থেকে এই দুষ্টুমিি শুরু করে। অবআর অনেক সময় ক,ব, ন এসব ব্যঞ্জন বর্ণ তাাইপি হতে চায় না।
আঁকা
আগেরবার কলকাতায় দেখি দেওয়ালে আ`নকা কবিগুরু আর নজরুলের মাঝে তিনি
@S আপনার ১১:১৪র পোস্টে এতজন "ফেমাস লিজেন্ড" এর চাঁদের হাট বসিয়েছেন, তবে এঁদের মধ্যে কেবল একজনকেই শুধু ফেমাস নয়, ফেমাস আরবান লিজেন্ড বলা চলে।
আচ্ছা রমিতকে আমার এট্টা প্রশ্ন আছে অনেকদিন ধরে। আপনি এই একটা বর্ণে একাধিক হ্রস্ব-ই কার বা এ-কার দেন কী করে? প্রায়ই দেখি দুটো তিনতে করে ই-কার বা এ-কার দিয়ে বেশ মজবুত খুঁটিতে আটকে দেন বর্ণগুলিকে। কী করে করেন?
চামেলি তানের আত্মীয় হতে পারেন।
এই কে যেন একজন এলিটিসম নিয়ে বুদ্ধিজীবীদের কান মূলে দিলেন। কত দামি দামি কথা বল্লেন, আপনারা পাত্তাই দিলেন না। সত্যি তো আমরা কত এলিটিস্ট। কবিতা নাকি আবার ভালো হতে হবে, নইলে নাকি ছোয়া যাবেনাকো। আপনারা সব ইনারিিটিটু, কাপোলা নইলে সত্যজিৎ, নিদেনপক্ষে সিজিদ্দা, দার্জিলিং দত্ত এদের বই দ্যকেন কই লাভেরিয়া আর মিঃ ফানটুস যে অস্কারে পাঠানো উচিৎ ছিল সেটা বলেন না কেন ?
সে তো হবেই
পার্ডন পেতে গেলে শোনা যাচ্ছে ঘুষ দিতে হচ্ছে।
পৰ্দান পেতে গেলে নাকি ঘুসহ দিতে হচ্ছে।
ভাবছি ট্রাম্প কি করলে বিদেনের জন্য ম্যাক্সিমাম ঝামেলা করতে পারে। একটা তো ইরানে করেছে। কিন্তু ইরান খুব একটা ঝামেলা নয়। শেষে ভেবেচিন্তে পেলাম। যাবার আগে ফেডারেল প্রিজনে যত লোক আছে সবাইকে পার্ডন করে যেতাম। বিদেন সে নিয়ে যে কি পরিমান ঝামেলায় পড়ত। আর আমার একটা লয়াল বাহিনী থাকত যারা আমার কথায় প্রচুর ঝামেলা পাকাতে পারে।
আপনাদের কোন প্ল্যান আছে নাকি?
ওটাকে ভেঙে পড়ুন।
কবি তাবি তান।
কোনো মানে নেই, তবে বেশ একটা ছন্দ আছে।
৯৪৬ টি কবিতা আছে জেনে আমি মোহিত হয়ে পড়িচি বটে তবে কবিতাবিতান নামে এক ভাগ্নে/ নী গজিয়েছে দেখে বাক্যি হরে গেছে:-।
কামাল হামিডি নামে আমাদের এক বন্ধু ছিল। সে আস্তে আস্তে নিজেকে ক্যাম হামিডি বলে ইন্ট্রোডিউস করা আরম্ভ করল। কারণ লোকে তার নামের বানান দেখে তাকে ক্যামেল হামিডি বলে ডাকত!
মামিমা অপোপোচারে কান দেবেন্না। কবিতাবিতানে ৯৪৬টি কবিতা আচে। গড়ে হোলো গিয়ে কবিতাপিছু একটাকা চারানা। এর চেয়েও শস্তা চান ?
কবিতাবিতান! ১২০০ টাকা দাম!!!
এ বইটা কি কেউ আমাকে পড়তে দেবে?
কমলা না কমালা বা কামালা
কে পাবলিশ করে জানতে চাইছিলেন না ?
http://www.deyspublishing.com/index.php?route=product/manufacturer/info&manufacturer_id=468
খুব ভালো। এখানে কত লোকে অপেক্ষা করছে। রান্নাখাওয়ার প্রায় সবকিছুই আর্থ ফেয়ার থেকে নিতাম।
আর্থ ফেয়ার নতুন মালিকানায় আবার খুলেছে। একই কোয়ালিটি।
আর্থ ফেয়ার খুলেছে? আমাদের এখানে করোনার আগে আগে বন্ধ হয়ে গেল, তারপর এত মাস পর আবার খুলবে।
আগের হপ্তায় আর্থ ফেয়ার থেকে যে ভ্যালেন্সিয়াগুলো কিনেছিলাম সেগুলো হাত দিয়ে ছাড়ান গিয়েছিল। তবে ঠিকই ওগুলো অনেকটাই মোসাম্বী লেবুর মতো, তবে বেশি মিষ্টি আর রসও বেশি। ট্যাঞ্জারিন আমার টক লাগে, ছোটো ছোটো কিউটি বলে (ম্যান্ডারিন বোধ হয়) ঐগুলো ঠিক আছে।
বাবা অভ্যু, তুমি যেগুলো কমলালেবু বলছ সেগুলো আমরা বলি কমলা রঙের মৌসম্বিলেবু। আর আমরা যাকে কমলালেবু বলি সেগুলো হাত দিয়ে খোসা ছাড়ান যায়। ম্যান্ডারিন, ট্যাঞ্জারিন প্রমুখ নামে বিক্কিরি হয়।
খুব দুঃখ পাব ট্রাম্প সুপ্রীম কোর্ট না যেতে পারলে
আমি কমলাকে ভালবাসি
আমি যাবতীয় কমলালেবু ভালোবাসি:-) বাকিরা বাজেবাসে।
ট্রাম্পের কিছু ভোটার বলছে যে সবাই যখন ফ্রড আর আগে থেকেই ডিসাইডেড যেমনটি ট্রাম্প বলছে তাহলে আর ভোট দিয়ে কি লাভ। তাতে রিপাবলিকানরা একটু মুশকিলে পড়েছে।
ট্রেভর নোয়ার কালকের ভিডিওটা দেখে ন্যান। :) :)