@ম, এটাও থাক,
"the aim of Buy Nothing Day is to urge people to question the consumerism and consumption promoted by Black Friday and other made-up shopping events"
মানুষ বুঝলে হয়।
এই রয় কৃষ্ণ ফিজিয়ান ফুটবলার। নিউ জিল্যান্ডের ক্লাবে খেলেন।
Abhyu | 47.39.***.*** | ২৮ নভেম্বর ২০২০ ০০:০২466153আচ্ছা এই রয় কৃষ্ণ ভদ্রলোকের নামটা বেশ ভালো না? রোভার্সের রয় আর কৃষ্ণাঙ্গ - দুটোরই আভাস আছে। আবার কৃষ্ণনামে তিনি ভারতীয় সংস্কৃতিকে আপন করে নিয়েছেন। একেবারে বেশ ইয়ে ব্যাপার।
সম্বিৎ | ২৭ নভেম্বর ২০২০ ২৩:৫৮466152ইসব্যাঙল শেষ কবে ডার্বি জিতেছে কারুর মনে আছে?
b | 14.139.***.*** | ২৭ নভেম্বর ২০২০ ২৩:৫৬466151মেপে নিলাম, ফিরতি লিগে দেখা হবে।
aka | 143.59.***.*** | ২৭ নভেম্বর ২০২০ ২৩:৪৮466150চিত্ত যেথা দুই শূন্য, উচ্চে যেথা শির
একটা দিল রয়-কৃষ্ঞ, একটা মনভীর
S | 2605:6400:10:549::***:*** | ২৭ নভেম্বর ২০২০ ২৩:৪৪466149খেলাটা একটু দেখলাম। দেখে মনে হল অনেকে প্রথমবার ফুটবল খেলতে নেমেছে।
b | 14.139.***.*** | ২৭ নভেম্বর ২০২০ ২৩:৩৫466148শালা গোলকানা সব স্ট্রাইকার।
anandaB | 50.125.***.*** | ২৭ নভেম্বর ২০২০ ২২:৪৬466147অরিন , আপনি একদম ঠিক মটন একচুয়ালী ভেড়ার মাংসই , যদিও বৃদ্ধ vs. নবীন ভেড়া র ওই subtle তফাৎ তা জানতাম না :)
ইন জেনারেল এখানে উপ মহাদেশের লোকজন ভেড়ার মাংস ল্যাম্ব বলে আর ছাগলের ক্ষেত্রে গোট বা মটন দুটোই ব্যবহার হয়
এই আর কি
ওহ, অস্ট্রেলিয়া আজ পুরো ধুনে দিলো জাস্ট। স্মিথ আর ফিঞ্চ অনবদ্য। ম্যাক্সওয়েল এর ইনিংস টা ছোট কিন্তু কার্যকরী।
তবে শিখর, পান্ডিয়া মারাত্মক লড়াই দিয়েছে আজ। পান্ডিয়া বল করল না কেন কে জানে।
kk | 97.9.***.*** | ২৭ নভেম্বর ২০২০ ২২:২৮466145আপনাদের একটা প্রশ্ন করবো। এই যে আমরা বলি 'হতভম্ব', তা এতে এই 'ভম্ব' শব্দটার মানে কী? কোন জিনিষটা আসলেই 'হত' হলো এখানে? এই 'ভম্ব' থেকেই কি 'ভোম্বল' কথাটাও এসেছে?
উত্তরের জন্য আগাম ধন্যবাদ জানিয়ে রাখলাম।
aka | 143.59.***.*** | ২৭ নভেম্বর ২০২০ ২২:১১466144যতবার ডার্বি
ততবার --
S | 2405:8100:8000:5ca1::4cc:***:*** | ২৭ নভেম্বর ২০২০ ২১:৪৯466143কেউ প্রাউড বয়েজদের রিসেন্ট ফলো করছে?
Abhyu | 47.39.***.*** | ২৭ নভেম্বর ২০২০ ২১:৪৫466142মিঠুদি তুমি কখনও মাউন্টেন রোজ হার্ব্স থেকে জিনিস কিনেছ? ওদের এই ভিডিওটা খুব পছন্দ হল
aka | 143.59.***.*** | ২৭ নভেম্বর ২০২০ ২১:৪৩466141২-০
b | 14.139.***.*** | ২৭ নভেম্বর ২০২০ ২১:০৬466140১-০ (রয় কৃষ্ণ )। খেলা ৭০ মিনিট হয়েছে।
হোহা | 2600:1002:b02c:2d80:9c32:6f6d:616b:***:*** | ২৭ নভেম্বর ২০২০ ২১:০০466139আপ্নাদের প্রিয় শিল্পী ট্রাম্প হোহা ছাড়বেন বলেছেন জ্যান ২০। উনি রাশ্যাও যাচ্ছেন না।
খুশি হয়ে যান।
a | 220.24.***.*** | ২৭ নভেম্বর ২০২০ ১৭:৪৩466138মেলবোর্নে আজ একমাস হল নো করোনা কেস। তবে বাইরের প্লেন চালু হলেই বাড়বে, তা বাড়ুক একটু।
একুশের ভোট তো ঘনিয়ে এলো, এবার একটা টই খোলা হোক।
"একুশের হাওয়া মোরগ"
"থ্যাংক্সগিভিং এর বাজারে আমিও মটন বানালাম , কচি ছাগলের তাজা মাংস - প্যাকেট এর ওপর যা লেখা ছিল তার বাংলা মানে করলে ওই হয় "
"মাটন " কথাটা বৃদ্ধ মেষ মাংস কে বোঝায়, "কচি" পাঁঠাকেও যে বলে জানতাম না। দুটো দু রকম মানে। ল্যাম্ব যেমন কচি ভেড়া অর্থে, যতদিন না সামনের দুটো দাঁত দেখা যাচ্ছে, দাঁত দেখা গেলে সে hogget, তবে ভেড়ার ক্ষেত্রে। মাটন দু বছর বয়সের ওপরের ভেড়া বোঝাতে ব্যবহার করা হয়। হগেট কথাটা নিউ জিল্যাণ্ড এ চলে, তবে স্পেশালিটি বুচারের দোকান থেকে কিনতে হয়।
S | 2405:8100:8000:5ca1::1bf:***:*** | ২৭ নভেম্বর ২০২০ ১২:৫৩466135অস্ট্রেলিয়াতে খেলা হচ্ছে। ৫০% স্টেডিয়াম ফিলড। এদিকে মাস্ক নেই।
b | 14.139.***.*** | ২৭ নভেম্বর ২০২০ ১২:৫১466134@এস, আরে না, ইবে মোবা ডার্বি। আই এস এল .
S | 2405:8100:8000:5ca1::ac:***:*** | ২৭ নভেম্বর ২০২০ ১১:৪২466133ফ্রিজে কলা রাখলে কিন্তু পুড়ে যাবে।
anandaB | 50.125.***.*** | ২৭ নভেম্বর ২০২০ ১১:৩২466132থ্যাংক্সগিভিং এর বাজারে আমিও মটন বানালাম , কচি ছাগলের তাজা মাংস - প্যাকেট এর ওপর যা লেখা ছিল তার বাংলা মানে করলে ওই হয়
এস ইউসুয়াল কিছু না কিছু একটা ছড়াবোই .... আজ নুন বেশি হলো , ছেলেরা অবশ্য সোনামুখ করে তাই খেয়ে নিলো
আর ট্রেডার জো এর কলা প্রসঙ্গে ..... ওই উনিশ পয়সার লোভে গত রোববার কিনেছি গোটা সাতেক , আমি ছাড়া কেউ খাবে না , কিন্তু এক একটার যা সাইজ আজ খেতে শুরু করলে দু তিন দিন পরে গিয়ে শেষ হবে
ভাবছি ডিপ ফ্রিজ এ ঢুকিয়ে রাখবো
Abhyu | 47.39.***.*** | ২৭ নভেম্বর ২০২০ ১১:২১466131নিন সাইকেল কিনুন

Abhyu | 47.39.***.*** | ২৭ নভেম্বর ২০২০ ১০:১৯466130হ্যাঁ একটা কলা। ট্রেডার জো'সে কাউন্টে বেচে। ওজনে নয়। একটা কলা উনিশ পয়সা। আমি আগে রোজ বাজার করতাম - কোনো দিনে একটাকা, কোনোদিন দুটাকা বিল হত। ফ্রেশ জিনিস কিনতাম।
Tim | 2603:6011:6506:4600:d1f3:34a6:ca9c:***:*** | ২৭ নভেম্বর ২০২০ ১০:১৮466129অভ্যু হল পোকিত কলাকার
S | 2405:8100:8000:5ca1::1bd:***:*** | ২৭ নভেম্বর ২০২০ ১০:১৬466128অস্ট্রেলিয়াতে কোরোনা নেই?
*নিত্যপ্রয়োজনীয়
বাপরে এখানে আলু ৮০ টাকা কিলো হয়ে গেছে এই নিতয়প্রয়োজনীয় জিনিষ এর তালিকা থেকে বের করে আনার পরেই।