দেখা যাক।
বিহারে যেন বিজেপি হারে। জয় মা।
বোধিসত্ত্ব দাশগুপ্ত
আলফাগো দেখুন :
স্নোডেণ দেখলাম।
মন ভালো করতে গান শুনছিলাম। এই কমেন্টটা খুব মনে ধরল।
লজিক্যালি একদম ঠিক।
এতো খারাপ লাগল https://scroll.in/latest/978049/lsr-scholarship-student-dies-by-suicide-in-telangana-hit-by-covid-lockdown-and-financial-crisis
অনেকদিন বাদে অর্ণবের রবীন্দ্র সংগীত শুনলাম। সঙ্গে সুনিধি নায়েক।
অর্ণবের এস্রাজ ও সাহানার গান এক সময় রবীন্দ্র সঙ্গীতের ভাঙা মাঠের দিনে রবীন্দ্র সঙ্গীতকে জনপ্রিয় করেছিল।
স্টাইল সেই আগের মতই ।
https://pbs.twimg.com/media/EmLCECTX0AE1blb?format=jpg&name=900x900
ওবামাকেয়ারের ম্যান্ডেট অংশটা খুবই আনপপুলার। কিন্তু প্রিএক্সিস্টিং কন্ডিশনের জন্য প্রটেকশন খুবই পপুলার। যার জন্য রিপাবলিকানরা এত বড় বড় কথা বলেও রিপিল করার সাহস পায়নি।
গো ফিগার।
ওবামাকেয়ার এমপ্লয়ার ডিপেণ্ডেন্ট নয়। সেটাই মূল লক্ষ্য ছিল। যেকোন ইন্ডিভিজুয়াল স্টেট বা ফেডারাল এক্সচেঞ্জে গিয়ে নিজের o পরিবারের জন্য ইন্সিওরেন্স কিনতে পারে।
আমার মনে হয় ওবামা কেয়ারের মূল প্রবলেম এটা এমপ্লয়ার ডিপেন্ডেন্ট। এটা সবার জন্য অভেলেবল হলে বেটার হত। কেউ হল ইউটিউবার, কেউ বাড়ি ভাড়া দিয়ে চালায়, কারো টুকিটাকি জিনিসের ব্যবসা, কেউ গাড়ি সারায়, কেউ ডান্স ক্লাস, যোগা করাচ্ছে এরা কি অবমাকেয়ারে আসবে ? তাই বলছিলাম।
@Abhyu: "বেটার লিং https://www.bbc.com/news/world-44981013"
বই পড়া নিয়ে ইতালো ক্যালভিনো "if on a winter's night a traveller" উলিপো (oulipo) স্টাইলে একটি গল্প /বই লিখেছিলেন | পরে স্টিং এই বইটার নামে নাম দিয়ে একটা অ্যালবাম বের করে :-)| এ বইটা অবশ্য সোন্দকু নিয়ে নয় |
পার্থসারথি গিরি মশায়ের লেখা অনেকদিন পড়ি নি।
<strategy>
লোকে কেন ট্রাম্পকে ভোট দিচ্ছে? কারণগুলো দেখা যাক।
১) ডেমরা যথেষ্ট বামপন্থী নয়।
২) ডেমরা বড্ড বেশি বামপন্থী।
৩) ডেমরা নকল লিবারল।
৪) ডেমরা বড্ড লিবারল।
বহু লোক আছে যারা ওবামাকেয়ার থেকে সুবিধা পায়, কিন্তু তারপরেও ওবামাকেয়ার চায় না। সাদার্ণ স্ট্র্যাজির কমপ্লিট ইমপ্লিমেন্টেশান হয়ে গেছে। এবারে এর কুফল ভোগ করতে হবে।
খুব ভালো লিখেছে। আমিও কাল এটাই বলছিলাম। শিক্ষা ও স্বাস্থ্য কে উম্মুক্ত করতে হবে সাধারণ মানুষের কাছে। সোশ্যাল মোবিলিটি স্তগন্যান্ট হয়ে গেছে আর বেশির ভাগ ইকোনমি ক্রনি ক্যাপিতালিজম এর দখলে।
এ ব্যাপারে আমার পিএইচডি করার মতন অভিজ্ঞতা আছে।
বেটার লিং https://www.bbc.com/news/world-44981013
এইটে ঠিক কথা https://getpocket.com/explore/item/tsundoku-the-art-of-buying-books-and-never-reading-them?utm_source=pocket-newtab
যে জিনিসটা মানুষের,সমাজের মজ্জায় মজ্জায়, শিরায় শিরায়, তাকে কি হারানো যায়? সে যুদ্ধ সারা জীবনের সকল কালের ব্যাপার মশাই। ফ্যাসিবাদ এখনও হারেনি। সময়ের অপেক্ষায়। সে যাতে মাথা না তোলে সেইটাই দেখার।
ফ্যাসিজমকে হারানোর তো কোনও ফিনিশিং লাইন নেই। এটা ক্রমাগত করে যেতে হবে।
দেখেছি। একই সঙ্গে দেখুন স্নোডেন।
শিকাগো ট্রায়ালে সবাই মুক্তি পেয়েছিল। নিক্সনকে রাষ্ট্রপতিত্ব ছাড়তে হয়েছিল। কিন্তু স্নোডেন এখনও তেপান্তরে। পৃথিবী বদলে গেছে। খারাপের দিকে। আর আমরা ফ্যাসিবাদকে হারিয়ে ফেললাম ভেবে উচ্ছ্বসিত।
একটা রেকো দিয়ে গেলাম।
নেটফ্লিক্সে "দ্য ট্রায়াল অব দ্য শিকাগো ৭"
মাস্ট সী।
এবছরের সেরা সিনেমা।
বাহ, ফিলিপ ডিক এর লেখার গুণগ্রাহী দেখে বড় ভালো লাগলো।
এত অল্পে এতো বেশি মুগ্ধ হয়ে যাই ...
প্রথমবার ১০মিনিট শুনে আর শুনিনি
আজ ২০ মিনিট শোনা হলো
2K20,
ইমজে আপলোড, মানে লেখার বাক্সের ওপরে ডানদিকে কালো বাক্সে মধ্যে "i" ওতে ক্লিক করে ছবি আপলোড করার যে অপশন তাতে কি লিমিট আছে দেখতে হবে। একাধিক ইমেজ একসঙ্গে আপলোড করে দেখতে হবে।
এইটার ইলেকট্রিক ভার্সানটা কিনেছেন আপনেরা কেউ?
প্রেসিডেন্টের ঝামেলা মেটার পর এবার অন্য সব রেজাল্ট দেখছিলাম। অনেক স্টেট মারিজুয়ানা লিগালাইজ করেছে। ওরেগন তো আর এক স্টেপ এগিয়ে হেরৈন, কোকেন, শ্রুম সব ডিক্রিমিনালাইজ করেছে।