lcm | ২৮ অক্টোবর ২০২০ ২৩:২৮464047ফ্যাং স্টক --- তো ফ্যাং কী? জানলাম - -
FAANG - Facebook, Apple, Amazon, Netflix, Google --- এই টেকনলজি কোম্পানিগুলো যাদের শেয়ার মার্কেটে ভ্যালুয়েশন উর্দ্ধমুখী তাদেরকে একসঙ্গে ফ্যাং বলছে
---
ঠাকুর! আর কদ্দিন! ইয়ে অ্যাক্রোনিম কা দুনিয়া ---
বর্গীয় জ | ২৮ অক্টোবর ২০২০ ২২:৪৯464046আদাব।
s | 100.36.***.*** | ২৮ অক্টোবর ২০২০ ১৮:৪৩464045India’s engineers have thrived in Silicon Valley. So has its caste System
https://www.washingtonpost.com/technology/2020/10/27/indian-caste-bias-silicon-valley/
অর্জুন | 103.17.***.*** | ২৮ অক্টোবর ২০২০ ১৩:৫২464044'The Man in the high castle' series দেখছি। Season 1 শেষ হল। ভাল লাগছে।
b | 14.139.***.*** | ২৮ অক্টোবর ২০২০ ১৩:৪৫464043অভ্যু, বাড়ি আছো?
S | 2405:8100:8000:5ca1::861:***:*** | ২৮ অক্টোবর ২০২০ ১২:৪৩464042বোরাট ২ দেখলাম। কাঝাখাস্তান তো এবারে তেমন কিছুই দেখায়নি। কিন্তু ট্রাম্পল্যান্ডের জাস্ট কাছা খুলে দিয়েছে।
ঐ কেকের দোকানের মহিলা অবলীলায় ওটা লিখে দিল। এদিকে সেই কত কান্ড হয়েছিল যে অমুকের বিয়েতে কেক তৈরী করে দেবেনা। আর সবথেকে মজা লাগলো যখন কিউঅ্যাননের লোকজন বলছে কনস্পিরেসি থিয়োরি।
b | 14.139.***.*** | ২৮ অক্টোবর ২০২০ ১১:৫৫464041সৌমিত্র কি চললেন এবার? গতিক ভালো ঠেকছে না।
Abhyu | 47.39.***.*** | ২৮ অক্টোবর ২০২০ ১১:৪১464040দেখুন রাত্তির দুটো বাজছে, তাছাড়া বয়সও কম হলো না, তবু আপনারা আমাকে নিয়ে মস্করা করবেন? :)
:|: | 174.254.***.*** | ২৮ অক্টোবর ২০২০ ১০:৫৩464039অভ্যু বাবু কি ৯টা ২৯শে হাঁটুমুড়ে বসেছিলেন? নইলে ভুল সবই ভুল; এইজীবনের পাতায় পাতায় ইত্যাদি প্রভৃতি
গুরুচণ্ডালি | 2402:3a80:a2c:1cdd:6cce:10f9:8f25:***:*** | ২৮ অক্টোবর ২০২০ ১০:৫০464038সিরিয়াস৯-র নতুন সংখ্যা প্রকাশিত হয়েছে। এবারের বিষয় আইনের শাসন।
করোনাকালীন সময়ে ভারত রাষ্ট্রের ভূমিকা নিয়ে লিখেছেন সুজাত ভদ্র।
https://www.guruchandali.com/comment.php?topic=19344
উত্তরপূর্ব ভারতে আইনের শাসনের ফাঁসের কথা লিখেছেন পার্থপ্রতিম মৈত্র।
https://www.guruchandali.com/comment.php?topic=19347
ভারতে আইনের শাসনের সাম্প্রদায়িক চেহারার কথা লিখেছেন নব কুমার।
https://www.guruchandali.com/comment.php?topic=19350
আইনের শাসনের সীমানা নিয়ে আলোচনা করেছেন তাপস দাশ।
এলেবেলে | ২৮ অক্টোবর ২০২০ ১০:৩৬464037ভরসা পাওয়া না পাওয়ার কিছু নেই। প্রশ্ন থাকলে সোজাসুজি থ্রেডে প্রশ্ন রাখবেন। বলা যায় না, আমি হয়তো আপনার প্রশ্ন থেকে নতুন চিন্তার খোরাক পেলেও পেতে পারি। শেখার কি শেষ আছে? আমি এইমাত্র ওই ধূর্তচূড়ামণি ন্যাল্যাখ্যাপাকে উত্তর দিলাম। পারলে দেখে নেবেন অকারণে মাথা গরম করেছি কি না।
Amit | 203.***.*** | ২৮ অক্টোবর ২০২০ ১০:১৯464036আরে আপনার প্রতিটা পর্বই পড়ছি তো । কিন্তু প্রশ্ন জিগানোর ভরসা পাচ্ছিনা কারণ আমার নিজের পড়াশোনা এবিষয়ে অতটা নয়।
এলেবেলে | 202.142.***.*** | ২৮ অক্টোবর ২০২০ ১০:০৮464035ওকে অভ্যু, অমিত। অমিতকে শুধু বলব এইমাত্র আমার লেখাটা কম্পোজ করলাম। এবারে লগিন করে মন্তব্য করব। পারলে একবার দেখে নেবেন আরশোলাদের পাখি হওয়ার দুর্মর বাসনাটা।
Abhyu | 47.39.***.*** | ২৮ অক্টোবর ২০২০ ০৯:২৯464034আহা ওটা হাল্কা চালে বলা, কিছু ভেবে বলি নি। এলেবেলে আপনাকে আঘাত করা মোটেই উদ্দেশ্য ছিল না। টিমকে ফোকাসতা যেরকম বলেছিলাম সেই রকমই মজা করে বলা। ক্ষমাপ্রার্থী।
Amit | 203.***.*** | ২৮ অক্টোবর ২০২০ ০৯:১৭464033দ্যাখেন এলেবেলে -দা বলেই ফেলি এখানে যখন লিখলেন। আপনাকে ব্যক্তিগত ভাবে টার্গেট করাটা একেবারেই আমার উদ্দেশ্য নয় বা কারোরই নয় বলেই মনে হয় । এখানে মায়াপাতায় কজন কে আর পার্সোনালি চিনি যে পার্সোনাল এটাক করবো ? এই ভাটপাতা হচ্ছে আমাদের পাতি খেজুর করার জায়গা। কোনো কিছু সিরিয়াসলি নিইনা এখানে।
আপনার তথ্য সমৃদ্ধ লেখা পড়তে ভালোই লাগছে , প্রতিটা পর্বেই প্রচুর রেফারেন্স থাকছে, কিন্তু বেশ কিছু ইন্টারপ্রিটেশন বা সিদ্ধান্ত নিয়ে হয়তো আমার দ্বিমত আছে, মনে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো আপনার একটা সিলেক্টিভ নেগেটিভ বায়াস কাজ করেছে যেটা না থাকলেও হয়তো লেখাটা ভালোই এগোতো। কিন্তু আমার নিজের পড়াশোনা -ও এই বিষয়ে এতটা নয় যে সরাসরি সেভাবে চ্যালেঞ্জ করবো। জাস্ট আই এম নট ক্যাপাবল এনাফ টু রাইট এ প্রপার কাউন্টার ন্যারেটিভ.
কিন্তু বেশ কজনের মন্তব্যের উত্তরে আপনি যেরকম রেগেমেগে উত্তর দিচ্ছেন, তাতে ঠিক প্রশ্ন করার ভরসাও পাচ্ছিনা। হয়তো কমেন্ট গুলো কিছুটা রিফাইন্ড হতেই পারতো . কিন্তু যেহেতু আপনি মূল লেখক আপনার উত্তর গুলো আর একটু সফট টোনড আর টু দা পয়েন্ট হলে আমার ব্যক্তিগত ভাবে মনে হয় ভালো হতো। হয়তো দু একখান আজেবাজে প্রশ্ন আমিও জিগিয়ে বসতাম। ব্যাস এটুকুই।
এই তো জীবন কালিদা | 151.197.***.*** | ২৮ অক্টোবর ২০২০ ০৮:৪২464032
এলেবেলে | 202.142.***.*** | ২৮ অক্টোবর ২০২০ ০৮:৪০464031মাফ করবেন সবাই। আমি চিরকালই স্পষ্টবক্তা। কিন্তু আতোজ, অভ্যু এবং অমিত-এর মন্তব্য আমাকে আহত করল। টইয়ের লেখা নিয়ে আলোচনা করতে চাইলে সোজা সেখানে বলুন কিংবা উপদেশ দিন। কিছু মনে করব না, বরং ভালোভাবেই নেব। কিন্তু একজনের আড়ালে এই ধরণের আলোচনা চালাচ্ছেন কেন? আমি এখন ভাটিতে আসি না। সহসা চোখে পড়ল বলে কথাগুলো বলতে বাধ্য হচ্ছি।
Atoz | 151.141.85.8 | ২৮ অক্টোবর ২০২০ ০৬:১০
'হ্যাঁ গো তোমরা কেউ বিদ্যাসাগরে গেলে না?' :-)
এতে হাসির কি হল আতোজ? আর এই বাক্যটার কী অর্থ --- 'মূল লেখা তো এ হে হে হে, কিন্তু মন্তব্যগুলো বেশ ।' এই 'এ হে হে হে'টা একটু ব্যাখ্যা করবেন প্লিজ? মানে আপনি যে বিদ্যাসাগর বিশেষজ্ঞ সেটা মোটামুটি জানি আর কি, কিন্তু এ হে হে হে টা ঠিক কোন কারণে? এবং সেটা এখানে বলার কী অর্থ?
Abhyu | 47.39.151.164 | ২৮ অক্টোবর ২০২০ ০৬:১৭
ঐটে বই হয়ে বেরুনোর জন্যে অগ্রিম বুকিং চলছে?
এবং তার উত্তরে আতোজ ২৮ অক্টোবর ২০২০ ০৬:২০ 'মন্তব্যসমেত বই হতে হবে তবে।'
অভ্যু এবং আতোজ এই মন্তব্যের কী অর্থ?
Amit | 203.0.3.2 | ২৮ অক্টোবর ২০২০ ০৬:২৫
"জানিনা কেন , ওই টইতে মন্তব্যগুলো বেশ ঠিকঠাকই লাগছে এখনো অবধি , লজিকাল & ভ্যালিড কাউন্টারপয়েন্টস সব । মূল লেখক কেন এতো খেপে যাচ্ছেন পয়েন্ট বই পয়েন্ট উত্তর দেওয়ার বদলে কেজানে ?"
কোনগুলো লজিকাল এবং ভ্যালিড কাউন্টারপয়েন্টস জানাবেন? তাহলে আমার বুঝতে সুবিধা হয় আর কি? বা কেন সেগুলো ভ্যালিড?
একজন পাতি মন্তব্যকারী গুরুর এক ব্লগারকে যথাক্রমে এই বিশেষণগুলিতে ভূষিত করেছে --- মহামূর্খ, নির্লজ্জ, ক-অক্ষর-গোমাংস, গোমুখ্যু,অন্ধকারের জীব, দালাল ,জোচ্চোর, রাবিশ টুকছেন, প্রতারক, অশিক্ষিত, বুজরুক, অসংলগ্ন কথাবার্তা, ছিটগ্রস্ত উন্মত্ততা, পেঁচো মাতাল,পাগলাগারদে বসে বসে লেখক নিজেই লিখলেন, বিশুদ্ধ মূর্খ এলেবেলে উন্মাদ এবং সিজোফ্রেনিক।
আর আপনারা তার প্রতিবাদ তো করছেনি না, উল্টে এখানে চুকলি কাটছেন এবং এই বিশেষণগুলোকে তারিয়ে তারিয়ে উপভোগ করছেন? চমৎকার!
অরিন | 161.65.***.*** | ২৮ অক্টোবর ২০২০ ০৮:৩০464030এলেবেলের বিদ্যাসাগরের লেখাটায় এলেবেলেকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করাটা ভাল লাগছে না। এলেবেলে ভুল হতে পারেন, ঠিক হতে পারেন। তাঁর একটা পারস্পেকটিভ আছে, যখন লিখছেন সেটুকু ধৈর্য ধরে পড়া উচিত। এটা একটা ধারাবাহিক লেখা, এলেবেলের বক্তব্য শেষ হয়নি এখনো। উত্তর (এবং প্রত্যুত্তরও) কখনো কখনো শোভনতার মাত্রা ছাড়াচ্ছে, একটা অ্যাকাডেমিক লেখায় লেখক পাঠক উভয়েরই কিছুটা সংযত হবার দায়িত্ব থাকে। কমেন্টগুলো অকারণে বিদ্বেষপূর্ণ। একটা পাবলিক ফোরামে যারা কমেন্ট করে তাদের কাছ থেকে একটু সংযত আচরণ, বা কমেন্টের জায়গায় যেটা ভাল লাগছে সেটুকুও উল্লেখ দেখলে ভাল লাগে। লেখককে ক্রমাগত ব্যক্তিগত আক্রমণ করাটা অশোভন এবং অভব্য। এই টেনডেনসিকে প্রশ্রয় দেবেন না।
S | 2405:8100:8000:5ca1::4e0:***:*** | ২৮ অক্টোবর ২০২০ ০৮:২৩464029ওসব কি আদৌ কেউ গুনবে এবারে? সুপ্রীম কোর্ট হয়ত বলে দিল যে ট্রাম্প জিতে গেছে।
s | 100.36.***.*** | ২৮ অক্টোবর ২০২০ ০৮:১৯464028আমি আর্লি ভোটিঙ মিন করেছিলাম মানে টোটাল ভোট।
S | 2405:8100:8000:5ca1::337:***:*** | ২৮ অক্টোবর ২০২০ ০৮:০৪464027যেসব স্টেট পার্টিওয়াইজ নাম্বার দেয় সেইসব স্টেটে সর্বমোট ভোটের ৪২% রেজিস্টার্ড রিপাব্লিকান ভোটার আর ৩৭% ডেম। এটা ইন পার্সন ভোটের হিসাব।
Amit | 203.***.*** | ২৮ অক্টোবর ২০২০ ০৮:০২464026ভক্তদের আর কি শিক্ষে হবে ? ওরা তো এটাই চায়। সমস্যা তো বাকিদের যারা দিন আনে দিন খায়।
s | 100.36.***.*** | ২৮ অক্টোবর ২০২০ ০৮:০০464025না। এখনো পর্যন্ত পাওয়া হিসেবে ডেমোক্র্যাট রা এগিয়ে আছে। তবে ফ্লোরিডাতে রিপাবলিকানরা প্রায় ধরে phelechhe.
S | 2405:8100:8000:5ca1::81f:***:*** | ২৮ অক্টোবর ২০২০ ০৮:০০464024আজকে এমি কোনি ব্যারট সুপ্রীম কোর্টের জাস্টিস হয়ে গেল। এবারে ইলেকশান আর তার পরেও রিপাব্লিকানরা যাখুশি তাই করতে পারবে। ডেমোক্র্যাট লীডারশীপ হুন্কার ছেড়ে বলেছে যে সেনেটে একবার মেজরিটি পেলে তারা রিপাব্লিকানদের দুষ্টু বলে ডেকে দেবে।
S | 2405:8100:8000:5ca1::81f:***:*** | ২৮ অক্টোবর ২০২০ ০৭:৫৭464023ইনপার্সন ভোটিং এ রিপাব্লিকানরা এগিয়ে আছে।
s | 100.36.***.*** | ২৮ অক্টোবর ২০২০ ০৭:৫৭464022আমার তো আবার এবার ভোটারদের উৎসাহ দেখে খুব ভাল লাগছে। আমি যে রাজ্যে থাকি সেখানে সেপ্টেম্বরের শেষ থেকেই ইন পার্সন ভোটিং চলছে উইকএন্ডে। লোকে ঘণ্টার পর ঘণ্টা লোকে সোশাল ডিস্টেন্স মেনে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। আর কিছু না হোক লোকে যে ভোট দেবার গুরুত্ব বুঝেছে সেটাই অনেক। ইন ফ্যাক্ট আমার প্রিসিন্কটএ ভলান্টিয়ার করব বলে নাম লেখাতে গিয়ে দেখলাম বিশাল লম্বা ওয়েটইং লিস্ট কোভিড হলেও।
S | 2405:8100:8000:5ca1::60f:***:*** | ২৮ অক্টোবর ২০২০ ০৭:৪৪464021এবারে আমেরিকাতে যা হতে দেখছি, তাকে ইলেকশান বা ডেমোক্রাসি কিছুই বলা যায় না। এর থেকে ট্রাম্পের হাতে ফাঁকা ব্যালটগুলো দিয়ে দিলেই বা কি এমন ক্ষতি হত জানিনা। আকাদার মতন কম বয়স হলে আমিও চাইতাম যে ট্রাম্প আরো চার বছর থাকুক। ট্রাম্পভক্তরা একটু শিক্ষে পাক। কিন্তু তাদের শিক্ষে দিতে গিয়ে যে সাদার্ণ বর্ডারে শিশুদের কি অবস্থা হবে, সেটা ভেবেই অস্থির হচ্ছি।
S | 2405:8100:8000:5ca1::546:***:*** | ২৮ অক্টোবর ২০২০ ০৭:৩৭464020আমাকে কয়েকজন আমেরিকান জিগিয়েছিল যে ইন্ডিয়াতে ইলেকশান হয় কিনা। কি বলবো। মানে বক্তব্যটাতে এতরকমের সমস্যা আছে আর এতরকম ভাবে উত্তর দেওয়া যায়। ছোট্ট করে হ্যাঁ বলে কাটিয়ে দিয়েছে।
S | 2405:8100:8000:5ca1::60f:***:*** | ২৮ অক্টোবর ২০২০ ০৭:৩২464019আর্লি ভোটিং = মেইল ইন ভোটিং রিসিভড বিফোর ইলেকশান ডে + ইন পার্সন ভোটিং
Amit | 203.***.*** | ২৮ অক্টোবর ২০২০ ০৭:৩০464018TOI তে অলরেডি ব্রেক আপ দিয়েছে। ৪৪ মিলিয়ন মেল্ ইন ভোট আর ২২ মিলিয়ন ইন পারসন ভোট। ট্রাম্প বাবু আবার সেসবে রিপোলিং অপসন চেয়েছেন। যারা আগে ভুল করে ভোট দিয়েছিলো উল্টোদিকে , এখন নাকি সবাই তাকে ভোট দিতে চাইছে। সেটা নাকি হবেও আবার।
এতো মনে হচ্ছে বিহার ভোট এর থেকে অনেক বেটার কোয়ালিটির হবে.